সপ্তম শ্রেণির বাংলা ২য় ব্যাকরণ বহুনির্বাচনী প্রশ্নউত্তর

ব্যাকরণ
৩৭. ব্যাকরণকে ভাষার কী বলা হয়?
ক অভিভাবক খ সংবিধান
গ উপাদান ঘ গাইড
৩৮. ব্যাকরণের প্রধান কাজ হলো-
 ভাষার বিশ্লেষণ খ ভাষার শৃঙ্খলা রক্ষা
গ ভাষার উন্নতি ঘ ভাষার নিয়ম প্রতিষ্ঠা
৩৯. ব্যাকরণ এসেছে কখন?
ক ভাষার আগে খ ভাষার সৃষ্টির সঙ্গে
 ভাষা সৃষ্টির পরে ঘ সা¤প্রতিক কালে
৪০. কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?
ক ভাষার বিকাশের জন্য
খ ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
গ ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য
 ভাষা শিক্ষার জন্য
৪১. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?
 ধ্বনিতত্ত¡ খ প্রবন্ধ রচনা
গ ভাব স¤প্রসারণ ঘ বিরচন
৪২. ‘বি (বিশেষ) + আ (সম্যক) + কৃ + অন’ বলতে বোঝায়-
ক ধ্বনিতত্ত¡ খ রূপতত্ত¡  ব্যাকরণ ঘ পদক্রম
৪৩. সব ভাষার ব্যাকরণে কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়?
ক তিনটি  চারটি গ পাঁচটি ঘ ছয়টি
৪৪. ‘যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে, তাই-ই ব্যাকরণ’-কে বলেছেন?
ক সুনীতিকুমার চট্টোপাধ্যায়  মুহম্মদ শহীদুল্লাহ
গ সুকুমার সেন ঘ মুনীর চৌধুরী
৪৫. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নাম কী?
 ব্যাকরণ খ রূপতত্ত¡ গ পদক্রম ঘ শব্দরূপ
৪৬. ভাষার মৌলিক উপাদান কয়টি?
ক তিনটি  চারটি গ পাঁচটি ঘ ছয়টি
৪৭. ব্যাকরণ পাঠ করে জানা যায়-
র. ভাষার স্বরূপ ও বৈশিষ্ট্য
রর. ভাষার বিভিন্ন উপাদানের গঠন-প্রকৃতি
ররর. ভাষার সুষ্ঠু ব্যবহারের বিধিবিধান
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
গ র ও ররর  র, রর ও ররর
৩. ধ্বনি ও বর্ণ
৪৮. ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি?
ক ১১টি খ ২৫টি
 ৩৯টি ঘ ৫০টি
৪৯. নিচের কোন বর্ণগুলো কণ্ঠ্যধ্বনির উদাহরণ
 অ, আ, ক, খ খ ই, ঈ, চ, ছ
গ উ, ঊ, প, ফ ঘ ঘ, ত, থ, দ, ধ
৫০. মুখবিবরের কোথাও বাধা না পেয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক ওষ্ঠ্যধ্বনি খ ব্যঞ্জনধ্বনি
গ স্বরধ্বনি ঘ নাসিক্যধ্বনি
৫১. কোনগুলো স্পর্শধ্বনি?
ক অ থেকে ট পর্যন্ত খ চ থেকে শ পর্যন্ত
 ক থেকে ম পর্যন্ত ঘ ট থেকে য় পর্যন্ত
৫২. নাসিক্যধ্বনি কোনটি?
 ম খ য গ ঠ ঘ ষ
৫৩. ভাষার মূল ভিত্তি। ক্ষুদ্রতম একক কোনটি?
 ধ্বনি খ বর্ণ গ বর্ণমালা ঘ শব্দ
৫৪. বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কয়টি?
ক ১০টি খ ১২টি গ ৯টি  ১১টি
৫৫. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক অ-কার খ ই-কার গ ঈ-কার  কার
৫৬. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
 ফলা খ কার গ কলা ঘ বর্ণ
৫৭. কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
 ‘অ’ ধ্বনি খ ‘ও’ ধ্বনি
গ ‘ই’ ধ্বনি ঘ ‘ঐ’ ধ্বনি
৫৮. ধ্বনি উৎপাদনের মূল উৎস কোনটি?
ক মুখ খ নাসিকা  ফুসফুস ঘ কণ্ঠ
৫৯. প্রধান বাক-প্রত্যঙ্গগুলো হচ্ছে-
র. কণ্ঠ রর. মুখ
ররর. নাসিকা
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
গ র ও ররর  র, রর ও ররর
৬০. ধ্বনি প্রধানত কয় প্রকার?
 দুপ্রকার খ তিন প্রকার
গ চার প্রকার ঘ পাঁচ প্রকার
৬১. ধ্বনির প্রতীক বা লিখিত রূপকে কী বলে?
ক স্বরবর্ণ  বর্ণ গ ব্যঞ্জনবর্ণ ঘ উচ্চারণ
৬২. বর্ণ প্রধানত কয় প্রকার?
 দুপ্রকার খ তিন প্রকার
গ চার প্রকার ঘ পাঁচ প্রকার
৬৩. ব্যঞ্জনধ্বনি-
র. স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়
রর. অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া
ররর. নিজে নিজে উচ্চারিত হতে পারে না
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
 র ও ররর ঘ র, রর ও ররর
৬৪. উচ্চারণে সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনি কয়টি ভাগে বিভক্ত?
 দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি
৬৫. কোন গুচ্ছটি হ্রস্ব স্বরধ্বনি?
ক আ, ঈ, ই খ এ, ঐ, ঋ
গ ও, ঔ, অ  অ, ই, উ
৬৬. অ, আ-স্বরধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
ক মূর্ধা  কণ্ঠ গ তালু ঘ ওষ্ঠ
৬৭. উচ্চারণ স্থান অনুসারে ‘ই, ঈ,’ ধ্বনির নাম কী?
 তালব্যধ্বনি খ কণ্ঠ্যধ্বনি
গ ওষ্ঠ্যধ্বনি ঘ মূর্ধন্যধ্বনি
৬৮. উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জনধ্বনি প্রধানত কয় ভাগে বিভক্ত?
ক দুই  তিন গ চার ঘ পাঁচ
৬৯. কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয়-
ক উষ্মধ্বনি খ অন্তঃস্থ ধ্বনি
গ ঘোষধ্বনি  স্পর্শধ্বনি
৭০. স্পর্শধ্বনি কয়টি শ্রেণিতে বিভক্ত?
ক দুই খ তিন গ চার  পাঁচ
৭১. কোন ধ্বনিকে নাদধ্বনিও বলা হয়?
 ঘোষধ্বনি খ অঘোষধ্বনি
গ অল্পপ্রাণধ্বনি ঘ নাসিক্যধ্বনি
৭২. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো কী বলে?
ক অঘোষধ্বনি খ ঘোষধ্বনি
গ অল্পপ্রাণ ধ্বনি  মহাপ্রাণ ধ্বনি
৭৩. কোন বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহŸার দু পাশ দিয়ে বায়ু বের করে দেওয়া হয়?
 ল-বর্ণে খ র-বর্ণে
গ ড়-বর্ণে ঘ য-বর্ণে
৭৪. মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হচ্ছে-
র. ক চ ট তপ রর. খ ছ ঠ থ ফ
ররর. ঘ ঝ ঢ ধ ভ
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
গ র ও ররর  র, রর ও ররর
৪. সন্ধি
৭৫. নিচের কোনটি সঠিক সদ্ধি
ক রাজা + নী = রাজ্ঞী  বৃষ + তি = বৃষ্টি
গ সিং + হ = সিংহ ঘ উথ + লাস = উল্লাস
৭৬. সদ্ধি শব্দের অর্থ-
ক সংযোগ খ সমাধান  মিলন ঘ শান্তি
৭৭. পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?
ক পদ  সন্ধি গ সমাস ঘ উপসর্গ
৭৮. ‘সন্ধি’ প্রধানত কয় প্রকার?
 দুই খ তিন গ চার ঘ পাঁচ
৭৯. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে হয়-
ক তৎসম সন্ধি খ ব্যঞ্জনসঙ্গি
গ খাঁটি বাংলা সন্ধি  স্বরসন্ধি
৮০. ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
ক অ + অ খ আ+ অ
 আ + আ ঘ আ + অ
৮১. ‘পরীক্ষা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক পরী + ঈক্ষা খ পরী + ইক্ষা
গ পরি + ইক্ষা  পরি + ঈক্ষা
৮২. ‘সংবাদ-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
 সম + বাদ খ সং + বাদ
গ সম + আবাদ ঘ সং + আবাদ
৮৩. কোনটি বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ?
ক নবান্ন খ হিমালয়  আবিষ্কার ঘ দিগন্ত
৮৪. স্বর ও ব্যঞ্জনভেদে তৎসম সন্ধি কয় প্রকার?
 দুই খ তিন গ চার ঘ পাঁচ
৮৫. খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হচ্ছে-
র. শত + এক = শতেক
রর. সৎ + জন = সজ্জন
ররর. কাঁচা + কলা = কাঁচকলা
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
 র ও ররর ঘ র, রর ও ররর
৮৬. খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার?
 দুই খ তিন গ চার ঘ পাঁচ
৮৭. ‘হিমালয়’ শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক হীম + আলয়  হিম + আলয়
গ হিমা + লয় ঘ হিম + লয়
৮৮. সন্ধির ‘ত + চ’ সূত্র অনুসারে কোন শব্দটি গঠিত হয়েছে?
ক উচ্ছেদ খ তচ্চিত্র  উচ্চারণ ঘ বিপচ্চিন্তা
৮৯. ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক দিগ + অন্ত  দিক্ + অন্ত
গ দি +গন্ত ঘ দিগ্ + ন্ত
৯০. ‘উচ্ছ¡াস’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক উৎ + চ্ছাস খ উচ + ছাস
গ উচ + শাস  উৎ + শ্বাস
৯১. ‘গবেষণা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
 গো + এষণা খ গবে + এষণা
গ গভি + এষণা ঘ গবেষ + ণা
৯২. ‘উদ্ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
 উৎ + হার খ উধ্ + হার
গ উৎ+ ধার ঘ উদ্ + ধার
৯৩. ‘নিরক্ষর’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক নির + অক্ষর  নিঃ + অক্ষর
গ নির + ক্ষর ঘ নিঃ + ধার
৯৪. ‘বনস্পতি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক বনঃ + পতি খ বনস্ + পতি
 বন + পতি ঘ বন Ñ স্পতি
৯৫. ‘অতএব’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
ক অত + ইব খ অতঃ + দেব
 অতঃ + এব ঘ অতি + এব
৯৬. কোনটি সন্ধির উদ্দেশ্য ?
ক শব্দের মিলন খ বর্ণের মিলন
 ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ শব্দগত মাধুর্য সম্পাদন
৯৭. সন্ধির প্রধান উদ্দেশ্য কী?
 স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা
খ উচ্চারণের দ্রæততা
গ আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
ঘ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন
৯৮. অ-ধ্বনি কিংবা আ-ধ্বনির পর অ-ধ্বনি কিংবা আ-ধ্বনি থাকলে উভয় মিলে কী হয়?
ক অ-কার হয়  আ-কার হয়
গ ঈ-কার হয় ঘ ই-কার হয়
৯৯. অ-ধ্বনি কিংবা আ-ধ্বনির পর অ-ধ্বনি কিংবা আ-ধ্বনি থাকলে উভয় মিলে আ-ধ্বনি হয়। এ নিয়মে নিচের কোন শব্দটির সন্ধি হয়েছে?
ক পরি + ঈক্ষা = পরীক্ষা খ যথা + ইচ্ছা = যথেচ্ছা
 মহা + আশয়= মহাশয় ঘ রমা + ঈশ = রমেশ
১০০. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক গা + ওক খ গা + য়ক
গ গা + অক  গৈ + অক
১০১. সন্ধির নিয়মানুসারে অ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয় মিলে কী হবে?
ক ঈ-কার  এ-কার গ ঐ-কার ঘ ঔ-কার

Share to help others:

Leave a Reply