সপ্তম শ্রেণির বাংলা ২য় বাক্যের গঠনগত শ্রেণিবিভাগ বহুনির্বাচনী প্রশ্নউত্তর

৭.২ বাক্যের গঠনগত শ্রেণিবিভাগ
২২৪. পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে কী বলে?
ক সরল বাক্য খ মিশ্র বাক্য
 যৌগিক বাক্য ঘ প্রধান খণ্ডবাক্য
২২৫. একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কী বলে?
 সরল বাক্য খ জটিল বাক্য
গ মিশ্র বাক্য ঘ যৌগিক বাক্য
২২৬. বাক্যে উপমা-অলঙ্কার যথাযথভাবে ব্যবহার না করলে কোন গুণ নষ্ট হয়?
ক আকাক্সক্ষা খ আসত্তি
 যোগ্যতা ঘ অর্থবাচকতা
২২৭. গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ কী কী?
ক প্রশ্নবোধক, নির্দেশক, বিস্ময়সূচক
খ জটিল, মিশ্র ও সরল
গ যৌগিক, মিশ্র ও জটিল
 সরল, যৌগিক ও জটিল
২২৮. ‘একপাল গরু মাঠে চরছে’-এ বাক্যের বিধেয় অংশ কোনটি?
ক একপাল গরু খ গরু মাঠে
 মাঠে চরছে ঘ গরু মাঠে চরছে
২২৯. কর্তা ক্রিয়ার আগে বসে-এর উদাহরণ কোনটি?
 রানা যায় খ পাতা খায় ছাগলে
গ গান গায় সুমি রায় ঘ সঙ্গে যাবে কে
২৩০. ‘ফুল ফুটেছে’ কোন বাক্যের উদাহরণ?
ক জটিল খ মিশ্র  সরল ঘ যৌগিক
২৩১. যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কী বলে?
ক সমাপিকা বাক্য খ মিশ্র বাক্য
 সরল বাক্য ঘ বিধেয়
২৩২. জটিল বাক্যের অপর নাম কী?
ক যৌগিক বাক্য  মিশ্র বাক্য
গ সরল বাক্য ঘ বিধেয়
২৩৩. নিচের কোন বাক্যটি জটিল বাক্য?
ক ধনীরা প্রায় কৃপণ হয় খ কৃপণেরাই ধনী হয়
 যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়
ঘ তিনি ধনী এবং কৃপণ
২৩৪. কোনটি ভুল বাক্য?
ক সব মানুষই মরণশীল খ মানুষ মরণশীল
গ মানুষেরা মরণশীল  সকল মানুষেরাই মরণশীল
২৩৫. বাক্যের ‘একক’ কী?
ক উক্তি খ বিভক্তি গ উপসর্গ  শব্দ
২৩৬. একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
ক দুটি  তিনটি গ চারটি ঘ পাঁচটি
২৩৭. “তার বয়স হলেও বুদ্ধি হয়নি।”- কোন ধরনের বাক্য?
ক যৌগিক বাক্য  সরল বাক্য
গ জটিল বাক্য ঘ মিশ্র বাক্য
২৩৮. প্রতিটি বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্বন্ধ বা অন্বয় যেমন আছে, তেমনি আছে-
র. গঠনগত স্বয়ংসম্পূর্ণতা রর. শব্দের অনৈক্য
ররর. বক্তব্যের অর্থবহতা
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
 র ও ররর ঘ র, রর ও ররর
২৩৯. ‘আমি গিয়ে দেখলাম-’ কোন গুণের অভাবে এটি সম্পূর্ণ বাক্য হয়নি?
 আকাক্সক্ষা খ যোগ্যতা
গ আসত্তি ঘ মেলবন্ধন
২৪০. “গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বন্যা হয়।” বাক্যে কোন গুণের অভাব?
ক আকাক্সক্ষা খ আগ্রহ গ আসত্তি  যোগ্যতা
২৪১. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নাম কী?
ক আকাক্সক্ষা খ যোগ্যতা
 আসত্তি ঘ ভাবগত মেলবন্ধন
২৪২. ভাষার মূল উপকরণ কোনটি?
ক ধ্বনি খ বর্ণ গ শব্দ  বাক্য
২৪৩. বাক্যের আসত্তি গুণ হচ্ছে-
র. বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবিষ্ট করা
রর. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস
ররর. বাক্যের ভাবগত মিলবন্ধন
নিচের কোনটি ঠিক?
ক র  র ও রর
গ র ও ররর ঘ র, রর ও ররর
২৪৪. “শ্যামা স্কুলে যায়” বাক্যে উদ্দেশ্য অংশ কোনটি?
ক শ্যামা খ স্কুলে গ যায়  শ্যামা
২৪৫. “শ্যামা স্কুলে যায়” বাক্যে বিধেয় কোনটি?
ক শ্যামা খ স্কুলে গ যায়  স্কুলে যায়
২৪৬. সাধারণত বাক্যের মূল উদ্দেশ্য কোনটি?
ক কর্মকারক খ করণ কারক
 কর্তৃকারক ঘ অপাদান কারক
২৪৭. গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার?
ক দুই  তিন গ চার ঘ পাঁচ
২৪৮. সরল বাক্যের উদাহরণ হচ্ছে-
র. ফুল ফুটেছে রর. ছেলেরা খেলা করে
ররর. যিনি সৎ পথে চলেন, তিনি সুখী হন
নিচের কোনটি ঠিক?
ক র  র ও রর
গ র ও ররর ঘ র, রর ও ররর
২৪৯. বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কী বলে?
 পদ খ শব্দগুচ্ছ
গ ক্রিয়াপদ ঘ অব্যয় পদ
২৫০. ‘যিনি সৎ পথে চলেন, তিনি সুখী হন’-বাক্যের কোন অংশটি প্রধান খণ্ডবাক্যের উদাহরণ?
ক যিনি সৎ খ সৎ পথে চলেন
গ সুখী হন  তিনি সুখী হন
২৫১. বাক্যে পদ সংস্থাপনার পদ্ধতিকে বলা হয় বাক্যের-
র. বাক্যের পদ সংস্থাপন রীতি
রর. বাক্যের পদক্রম
ররর. বাক্যের আকাক্সক্ষা
নিচের কোনটি ঠিক?
ক র  র ও রর
গ র ও ররর ঘ র, রর ও ররর

Share to help others:

Leave a Reply