৭. বাক্য
৭.১ বাক্যের সাধারণ গঠন
২১৫. একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে?
ক ২টি ৩টি
গ ৪টি ঘ ৫টি
২১৬. বাংলা বাক্যে ক্রিয়া পদ সাধারণত কোথায় বসে?
ক বাক্যের শুরুতে খ বাক্যের মাঝে
গ বাক্যের শেষে ঘ বাক্যের যে কোনো স্থানে
২১৭. বাক্যে অর্থসংজতি রক্ষাকে কী বলে?
যোগ্যতা খ আকাক্সক্ষা গ আসক্তি ঘ উদ্দেশ্য
২১৮. নিচের কোনটি সার্থক বাক্য নয়?
আমি বাড়ি খাব খ আমি ভাত খাব
গ আমি বই পড়ব ঘ আমি ছবি দেখব
২১৯. “আমরা অনুষ্ঠানে সমবেত কণ্ঠে গান গাইব।”-এ বাক্যটিতে কর্তা কোনটি?
ক সমবেত খ গান আমরা ঘ গাইব
২২০. বাক্যের কয়টি অংশ থাকে?
দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি
২২১. একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
আসত্তি, যোগ্যতা ও আকাক্সক্ষা
খ আকাক্সক্ষা ও আসত্তি, বাগ্বিধি ও যোগ্যতা
গ আসত্তি ও যোগ্যতা
ঘ আকাক্সক্ষা ও আসত্তি
২২২. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্যে কোন গুণটি হারায়?
ক বাহুল্য যোগ্যতা গ আকাক্সক্ষা ঘ আসত্তি
২২৩. বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?
আকাক্সক্ষা খ যোগ্যতা
গ আসত্তি ঘ অর্থসংগতি