৫ম শ্রেণির গণিত ৭ম অধ্যায় সমাধান (দশমিক ভগ্নাংশ)

You are currently viewing ৫ম শ্রেণির গণিত ৭ম অধ্যায় সমাধান (দশমিক ভগ্নাংশ)

পঞ্চম/ ৫ম শ্রেণির গণিত ৭ম অধ্যায় দশমিক ভগ্নাংশ সমাধান পেতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন। এখানে অনুশীলনীর প্রশ্ন উত্তরের পাশাপাশি ৫ম শ্রেণির গণিত ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর পোস্টের লিংক শেয়ার করা হয়েছে।

৫ম শ্রেণির গণিত ৭ম অধ্যায়

অনুশীলনীর (৭ক) প্রশ্ন ও সমাধান

১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
(১) কতগুলো ০.১ দ্বারা ৩.৫ হয়? (২) কতগুলো ০.০১ দ্বারা ১.০৪ হয়?
(৩) কতগুলো ০.০০১ দ্বারা ২৩.৪৫৬ হয়?

সমাধান :
(১) ০.১ × ১০ = ১
বা, ০.১ × (৩.৫ × ১০) = ১ × ৩.৫
বা, ০.১ × ৩৫ = ৩.৫
∴ ৩৫টি ০.১ দ্বারা ৩.৫ হয়।
উত্তর: ৩৫টি।

(২) ০.০১ × ১০ = ০.১
বা, ০.০১ × (১০ × ১০) = ০.১ × ১০
বা, ০.০১ × ১০০ = ১
বা, ০.০১ × (১০০ × ১.০৪) = ১ × ১.০৪
বা, ০.০১ × ১০৪ = ১.০৪
∴ ১০৪টি ০.০১ দ্বারা ১.০৪ হয়।
উত্তর: ১০৪টি।

(৩) ০.০০১ × ১০ = ০.০১
বা, ০.০০১ × (১০ × ১০) = ০.০১ × ১০
বা, ০.০০১ × ১০০ = ০.১
বা, ০.০০১ × (১০০ × ১০) = ০.১ × ১০
বা, ০.০০১ × ১০০০ = ১
বা, ০.০০১ × (১০০০ × ২৩.৪৫৬) = ১ × ২৩.৪৫৬
বা, ০.০০১ × ২৩৪৫৬ = ২৩.৪৫৬
∴ ২৩৪৫৬টি ০.০০১ দ্বারা ২৩.৪৫৬ হয়।
উত্তর: ২৩৪৫৬টি

২. গুণ কর :
(১) ০.৪ × ২ (২) ০.৩ × ৫ (৩) ০.৫ × ৮ (৪) ০.০৩ × ৩
(৫) ০.০৯ × ৪ (৬) ০.০৬ × ৫ (৭) ০.০০৭ × ৮ (৮) ০.০০৪ × ৫

সমাধান :

(১) ০. ৪
        × ২
      ০. ৮
∴ ০.৪ × ২ = ০.৮
উত্তর: ০.৮।

(২) ০. ৩
         × ৫
        ১ . ৫
∴ ০.৩ × ৫ = ১.৫
উত্তর: ১.৫।

(৩) ০. ৫
         × ৮
      ৪ . ০
∴০.৫ × ৮ = ৪
উত্তর: ৪।

(৪) ০. ০ ৩
           × ৩
       ০. ০ ৯
∴ ০.০৩ × ৩ = ০.০৯
উত্তর: ০.০৯।

(৫) ০. ০ ৯
            × ৪
      ০. ৩ ৬
∴ ০.০৯ × ৪ = ০.৩৬
উত্তর: ০.৩৬।

(৬) ০. ০ ৬
            × ৫
        ০. ৩ ০
∴ ০.০৬ × ৫ = ০.৩
উত্তর: ০.৩।

(৭) ০. ০ ০ ৭
               × ৮
      ০. ০ ৫ ৬
∴ ০.০০৭ × ৮ = ০.০৫৬
উত্তর ০.০৫৬।

(৮) ০. ০ ০ ৪
               × ৫
       ০. ০ ২ ০
∴ ০.০০৪ × ৫ = ০.০২
উত্তর: ০.০২।

৩. গুণ কর :
(১) ২.৩ × ৩ (২) ৬.৪ × ৮ (৩) ৫.৬ × ৪ (৪) ৭.৫ × ৬
(৫) ৩.১২ × ২ (৬) ৪.৫৩ × ৪ (৭) ৬.০৭ × ৯ (৮) ৪.০৮ × ৫
(৯) ০.৩১৩ × ৩ (১০) ০.৮৪৫ × ৭ (১১) ০.৫০৭ × ৮ (১২) ২.৯৫৪ × ৫

সমাধান:

(১) ২.৩
× ৩
৬.৯
∴ ২.৩ × ৩ = ৬.৯
উত্তর: ৬.৯।
(২) ৬.৪
× ৮
৫১.২
∴ ৬.৪ × ৮ = ৫১.২
উত্তর: ৫১.২।
(৩) ৫.৬
× ৪
২২.৪
∴ ৫.৬ × ৪ = ২২.৪
উত্তর: ২২.৪।
(৪) ৭.৫
× ৬
৪৫.০
∴৭.৫ × ৬ = ৪৫
উত্তর: ৪৫।
(৫) ৩.১২
× ২
৬.২৪
∴ ৩.১২ × ২ = ৬.২৪
উত্তর: ৬.২৪।
(৬) ৪.৫৩
× ৪
১৮.১২
∴ ৪.৫৩ × ৪ = ১৮.১২
উত্তর: ১৮.১২।
(৭) ৬.০৭
× ৯
৫৪.৬৩
∴ ৬.০৭ × ৯ = ৫৪.৬৩
উত্তর ৫৪.৬৩।
(৮) ৪.০৮
× ৫
২০.৪০
∴ ৪.০৮ × ৫ = ২০.৪
উত্তর: ২০.৪।
(৯) ০.৩১৩
× ৩
০.৯৩৯
∴ ০.৩১৩ × ৩ = ০.৯৩৯
উত্তর ০.৯৩৯।
(১০) ০.৮৪৫
× ৭
৫.৯১৫
∴ ০.৮৪৫ × ৭ = ৫.৯১৫
উত্তর: ৫.৯১৫।
(১১) ০.৫০৭
× ৮
৪.০৫৬
∴ ০.৫০৭ × ৮ = ৪.০৫৬
উত্তর: ৪.০৫৬।
(১২) ২.৯৫৪
× ৫
১৪.৭৭০
∴ ২.৯৫৪ × ৫ = ১৪.৭৭
উত্তর: ১৪.৭৭।

 

৪. গুণ কর :
(১) ৩.৬ × ১৪ (২) ৬.৭ × ৫৮ (৩) ৪.২ × ২৫ (৪) ৩.৮ × ৪৫
(৫) ২.১২ × ৬৯ (৬) ৩.৬৪ × ২৫ (৭) ৯.০৮ × ৪৮ (৮) ৮.০৬ × ১৫
(৯) ০.২৬ × ২৩ (১০) ২.৮৫ × ৩৬ (১১) ৪.০৭ × ৫৮ (১২) ২.০৮ × ৭৫
সমাধান :

(১) ৩.৬
× ১৪
১৪৪
৩৬
৫০.৪

∴ ৩.৬ × ১৪ = ৫০.৪
উত্তর: ৫০.৪।

(২) ৬.৭
× ৫৮
৫৩৬
৩৩৫
৩৮৮.৬

∴ ৬.৭ × ৫৮ = ৩৮৮.৬
উত্তর: ৩৮৮.৬।

(৩) ৪.২
× ২৫
২১০
৮৪
১০৫.০

∴ ৪.২ × ২৫ = ১০৫
উত্তর: ১০৫।

(৪) ৩.৮
× ৪ ৫
১৯০
১৫২
১৭১.০

∴ ৩.৮ × ৪৫ = ১৭১
উত্তর: ১৭১।

(৫) ২.১২
× ৬৯
১৯০৮
১২৭২
১৪৬.২৮

∴ ২.১২ × ৬৯ = ১৪৬.২৮
উত্তর: ১৪৬.২৮।

(৬) ৩.৬৪
× ২৫
১৮২০
৭২৮
৯১.০০

∴ ৩.৬৪ × ২৫ = ৯১
উত্তর: ৯১।

(৭) ৯.০৮
× ৪৮
৭২৬৪
৩৬৩২
৪৩৫.৮৪

∴ ৯.০৮ × ৪৮ = ৪৩৫.৮৪
উত্তর: ৪৩৫.৮৪।

(৮) ৮.০৬
× ১৫
৪০৩০
৮০৬
১২০.৯

∴ ৮.০৬ × ১৫ = ১২০.৯
উত্তর: ১২০.৯।

(৯) ০.২৬
× ২৩
৭৮
৫২
৫.৯৮

∴ ০.২৬ × ২৩ = ৫.৯৮
উত্তর: ৫.৯৮।

(১০) ২.৮৫
× ৩৬
১৭১০
৮৫৫
১০২.৬০

∴ ২.৮৫ × ৩৬ = ১০২.৬
উত্তর: ১০২.৬।

(১১) ৪.০৭
× ৫৮
৩২৫৬
২০৩৫
২৩৬.০৬

∴ ৪.০৭ × ৫৮ = ২৩৬.০৬
উত্তর: ২৩৬.০৬।

(১২) ২.০৮
× ৭৫
১০৪০
১৪৫৬
১৫৬.০০

∴ ২.০৮ × ৭৫ = ১৫৬
উত্তর: ১৫৬।

 

৫. গুণ কর :
(১) ৩.৭৬ × ১০ (২) ৬.২ × ১০ (৩) ৪.১০৫ × ১০০ (৪) ৮.৯ × ১০০
সমাধান :

(১) ৩.৭৬
× ১০
০০০
৩৭৬
৩৭.৬০
∴ ৩.৭৬ × ১০ = ৩৭.৬০
উত্তর: ৩৭.৬০।
(২) ৬.২
× ১০
০০
৬২
৬২.০
∴ ৬.২ × ১০ = ৬২
উত্তর: ৬২।
(৩) ৪.১০৫
× ১০০
০০০০
০০০০
৪১০৫
৪১০.৫০০
∴ ৪.১০৫ × ১০০ = ৪১০.৫
উত্তর: ৪১০.৫।
(৪) ৮.৯
× ১০০
০০
০০
৮৯
৮৯০.০
∴ ৮.৯ × ১০০ = ৮৯০
উত্তর: ৮৯০।

 

৬. একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন?
সমাধান :
১ জন শিক্ষার্থীকে ফিতা দিলেন ০.২৪ মিটার
∴৭৫ ” ” ” ” ” (০.২৪ × ৭৫) মিটার
= ১৮ মিটার।

উত্তর: ১৮ মিটার।

৭. এক ঝুড়ি ফলের ওজন ২.৫৬৫ কেজি হলে এরূপ ১২টি ঝুড়ির ফলের ওজন কত?
সমাধান :
১ টি ঝুড়ির ফলের ওজন ২.৫৬৫ কেজি
∴ ১২ ” ” ” ” (২.৫৬৫ × ১২) কেজি
= ৩০.৭৮ কেজি
উত্তর: ৩০.৭৮ কেজি।

৮. একটি প্যকেটে ০.৩৩৪ লিটার দুধ আছে। এরূপ ৫০টি প্যাকেটে কত লিটার দুধ আছে?
সমাধান :
১ টি প্যাকেটে দুধ আছে ০.৩৩৪ লিটার
∴ ৫০ ” ” ” ” (০.৩৩৪ × ৫০) লিটার
= ১৬.৭ লিটার
উত্তর: ১৬.৭ লিটার।

১৫. ৩৫.২৮ লিটার তেল ৯টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে?
সমাধান : প্রত্যেক পরিবার তেল পাবে (৩৫.২৮ ÷ ৯) লিটার)

উত্তর: ৩.৯২ লিটার।

১৬. ১২টি কাপের ওজন একত্রে ৪.১৪ কেজি হলে প্রত্যেকটির ওজন কত?
সমাধান : প্রত্যেকটি কাপের ওজন (৪.১৪ ÷ ১২) কেজি

উত্তর: ০.৩৪৫ কেজি।


🔶🔶 পঞ্চম শ্রেণির গণিত সকল অধ্যায়

🔶🔶 পঞ্চম শ্রেণির সকল বিষয়

 

Share to help others:

Leave a Reply