৬ষ্ঠ শ্রেণির গণিত ৪ অধ্যায় মডেল টেস্ট

বহুনির্বাচনী প্রশ্ন

১. যোগ, বিয়োগ, গুণ ও ভাগ যেসব চি‎হ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে কী বলে?
ক) সমান চি‎হ্ন খ) অসমান চি‎‎হ্ন
গ) প্রক্রিয়া চি‎হ্ন ঘ) সংখ্যা চি‎হ্ন

২. a × b কে কীভাবে পড়া হয়?
ক. a ডিভিশন b খ) a বাই b
গ. a ডিফারেন্স b ঘ) ধ ইন্টু b

৩. a এর ৯ গুণ থেকে b এর ৫ গুণ বিয়োগ করলে কোনটি হবে? (সহজ)
ক. ৯a ৫b        খ. ৪৫ab

গ. ৯a – ৫b   ঘ ৫a – ৯b

৪. a × a– ৫ = কত? (মধ্যম)
ক. a১৩         খ. a১০

গ. a৯            ঘ. a

5. 3z2y এর বিসদৃশ পদ কোনটি? (মধ্যম)
ক. 5yz2          খ. 6z2y

গ. 3y3z2           ঘ. z2y

৬. নিচের তথ্যগুলো লক্ষ কর :
i. a ডিভিশন y কে লেখা হয়  \frac{a}y{}


ii. x মাইনাস m কে লেখা হয় (x – m)
iii. b ইন্টু ৫ কে লেখা হয় ৫b.

নিচের কোনটি সঠিক? (মধ্যম)
ক. i ও ii          খ. i ও iii

গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৭. নিচের রাশিগুলো লক্ষ কর :
i. (x + y)2 = x2 + 2xy + y2
ii. (a + c) (a – c) = a2 – c2
iii. (x – y)2 = x2 + xy + y2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii             খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

৮. নিচের তথ্যগুলো লক্ষ কর :
i. 4a – 2b ও 2a + b এর যোগফল 6a – b
ii.x – y ও y + z এর যোগফল x + y + z
iii. 2a + 4b ও 3a + 2b এর যোগফল 5a + 6b
নিচের কোনটি সঠিক? (মধ্যম)
ক. i ও ii           খ. i ও iii

গ. ii ও iii          ঘ. i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:

5a3 × a5

৯. a এর সূচক কোনটি?
ক. ৫          খ. ৮       গ. ১৫        ঘ. a

10. 5a3 × a5 এর মান কত?
ক.  5a8         খ. 6a8

গ. 5a2            ঘ. 15a3a5

নিচের তথ্যের আলোকে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

(i) -x2 + y2 + z2  (ii) y2 + x2 – z2

১১. (i) ও (ii) এর যোগফল নিচের কোনটি?
ক. – 2y2            খ. 2x2

গ. 2y2           ঘ. -2x2
১২. (i) এর সাথে কত যোগ করলে যোগফল (ii) এর সমান হবে?
ক. 2x2 – 2z2       খ. -2x2 + 2z2
গ. 2x2 + 2z2        ঘ.-2x2 – 2z2

সৃজনশীল প্রশ্ন

1.  \frac{x}{3}+\frac{y}{2}+\frac{z}{5} একটি বীজগাণিতিক রাশি।
ক. x, y ও z এর সহগ বের কর।
খ. x কে ৩ দ্বারা y কে ২ দ্বারা গুণ করে যোগ কর।
গ. z কে ৫ দ্বারা গুণ করে “খ” এর প্রাপ্ত ফলাফলের সাথে যোগ কর। ৪

2.  বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ, মান নির্ণয়
5x2 + xy + 3y2 , – x2 – 8xy, y2 – x2 + 10xy তিনটি বীজগাণিতীয় রাশি।
ক. ভিত্তি কাকে বলে?
খ. রাশি তিনটির যোগফল বের কর।
গ. (5x2 + xy + 3y2) – (- x2 – 8xy) – (y2 – x2 + 10xy)  সরল করে নির্ণয় কর। যখন x = 2 এবং y = 1.

3. বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ ও মান নির্ণয়

x = 5a + 7b + 9c, y = b – 3a – 4c, z = c – 2b + a

ক. a = 1, b = 2 এবং c = 3 হলে x এর মান কত?
খ. উদ্দীপকের তথ্য থেকে x – y এর মান নির্ণয় কর।
গ. উদ্দীপকের সমীকরণ তিনটি থেকে প্রমাণ কর যে,
x + y + z = 3 (a + 2b + 2c)

4. নিচের বীজগণিতীয় রাশিগুলো লক্ষ কর:

i. 4x2 5xy + 6y2

ii. – 4xy + 9y2 6x2

iii. 6y2 + xy + 3x2
ক. -5xy এর একটি সদৃশ পদ লেখ।
খ. সদৃশ পদগুলো নিচে নিচে লিখে (i) ও (ii) রাশিগুলোর যোগফল বের কর।
গ. x = 2 এবং y = -3 হলে, (i) থেকে (ii) নম্বর রাশির বিয়োগফলের মান নির্ণয় কর।


 

আরো পড়ুনঃ

🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান

🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান

 

Leave a Reply