প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২ পোস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ২০২২ সালের অ্যাসাইনমেন্টের প্রথম সপ্তাহের গণিত অষ্টম শ্রেণি সমাধান নিয়ে আলোচনা করবো।
তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তারা নিশ্চয়ই শুনেছ ২০২২ সালে আবারো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তোমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করেছে। এটি তোমাদের ২০২২ সালের প্রথম অ্যাসাইনমেন্ট। প্রথম সপ্তাহ এসাইনমেন্ট ২০২২ এ তোমাদের দুটি বিষয়ের এসাইনমেন্ট দেয়া হয়েছে একটি হল বাংলা এবং অন্যটি গণিত।
১ম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট টি লেখার আগে তোমরা সম্পূর্ণ পোস্টটি পড়ে নিলে উত্তর লিখতে তোমাদের অনেক সুবিধা হবে। আমরা তোমাদের জানিয়ে দিব কিভাবে ৮ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহের উত্তর লিখতে হবে।
যেহেতু তোমরা ২০২১ সালে অনেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখেছ তাই তোমাদের ২০২২ সালের অ্যাসাইনমেন্ট গণিত লিখতে খুব একটা সমস্যা হবে না। অ্যাসাইনমেন্ট লেখার ধরন তোমাদের খুব ভালোমতোই জানা আছে।
তবে মনে রাখতে হবে ২০২২ সালের অ্যাসাইনমেন্ট প্রশ্নের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবং এই এসাইনমেন্ট ২০২২ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকলে তোমাদের পাঠদান বন্ধ থাকে তাই তোমরা যদি অ্যাসাইনমেন্ট গুলো যথাযথভাবে লিখো তাহলে তোমাদের পড়ালেখার ঘাটতি দূর হবে।
আমরা লক্ষ্য করেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান লেখ তারা অ্যাসাইনমেন্ট এর প্রশ্নগুলি না পড়েই সরাসরি উত্তর গিয়ে উত্তর লেখা শুরু করে দাও। অনেক এটা জানে না যে সে কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখছে। তাই তোমাদের প্রতি সাজেশন থাকবে তোমরা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন গুলো খুব মনোযোগ সহকারে পড়বেন এবং তারপর নমুনা উত্তর টি সম্পূর্ণ একবার পড়বে। তার তোমাদের অ্যাসাইনমেন্ট এর মূল খাতায় নিজের মনের মত করে লিখবে।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রথম সপ্তাহের গণিত প্রশ্ন গুলো দেখে নিই।
অষ্টম শ্রেণির প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২২
প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপরের প্রশ্ন গুলো পড়ে কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের অষ্টম শ্রেণির প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তোমরা যারা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে অংক করেছো তাদের জন্য আজকের অ্যাসাইনমেন্ট খুবই সহজ হতে চলেছে।
অষ্টম শ্রেণির গনিত ১ম সপ্তাহের সমাধান ২০২২ অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সম্পর্কে তিনটি সমস্যার সমাধান করতে বলা হয়েছে। আশা করছি নিচের অষ্টম শ্রেণি গণিত প্রথম সপ্তাহ সমাধান অ্যাসাইনমেন্ট ২০২২ দেখলে তোমাদের সমস্যা গুলোর সমাধান নিয়ে আর চিন্তা করতে হবে না। এই নমুনা উত্তরটি দেখলেই তোমরা সহজেই অ্যাসাইনমেন্টের উত্তর করতে পারবে।
অ্যাসাইনমেন্ট শুরু
অ্যাসাইনমেন্ট শেষ
উপরের অষ্টম শ্রেণি গণিত প্রথম সপ্তাহ উত্তর অ্যাসাইনমেন্ট 2022 দেখার পর যদি বুঝতে না পারো তবে নিচে কমেন্ট করে জানাবে। উপরের উত্তরটি অন্যভাবেও সমাধান করা যেতে পারে তবে এখানে কেবল মাত্র একভাবে করে দেখানো হয়েছে। তোমরা যদি এর উত্তর অন্যভাবে দেখতে চাও তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন আমরা তোমাদের অন্যরকম উত্তর দেওয়ার চেষ্টা করব।
গণিত ১ম সপ্তাহ সমাধান ৮ম শ্রেণি অ্যাসাইনমেন্ট ২০২২
সকল শ্রেণীর সকল অধ্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা 2021 সাল থেকে প্রকাশ করে আসছি। অ্যাসাইনমেন্ট 2022 এই সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট আমরা প্রকাশ করব। তাই তোমরা যদি প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও অথবা আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে আসো। তোমরা যদি ভিডিও দেখে লিখতে বেশি পছন্দ করো তবে আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে আমরা সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এর ভিডিও দিয়ে থাকি।
আরো পড়ুনঃ
- সকল অ্যাসাইনমেন্ট ২০২২ দেখুন এখানে
- ৭ম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২
- নবম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২
- দশম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২
- ৬ষ্ঠ শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২
- ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ ইসলাম শিক্ষা
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
আমি এর অন্য সমাধান চাই
আমি অন্য রকম সমাধান চাই
গণিতের অন্য রকম সমাধান হয়না। খুবই সামান্য পরিবর্তন করা যাবে।
স্যার আমি এই অংকটা বুঝিনি,,,অন্যভাবে সমাধাণ করে দিলে ভালো হতো
কোন অঙ্কটা?
অঙ্কটা আরএকটু সাজিয়ে লিখলে সুবিধা হতো