এসিড কাকে বলে? এসিড চেনার সহজ উপায় কী? এসিড কোনগুলো?
আমাদের সামনে অনেকগুলো যৌগের সংকেত লিখে দিলে তার মেধ্যে থেকে যদি এসিডগুলোকে বেছে নিতে বলা হয় তবে অনেকেই দ্বিধা দ্বন্দে পড়ে যায়। তাই সংকেত দেখে এডিস চিনতে পারা খুবই জরুরি।
এখানে এসিড কাকে বলে, এসিড চেনার সহজ উপায় বা কোনগুলো এসিড তা নিয়ে আলোচনা করা হবে।
এসিড চেনার উপায়ঃ
i) এসিড যৌগের প্রথমে অবশ্যই H পরমাণু থাকবে অর্থাৎ এসিডে প্রতিস্থাপনীয় H থাকবে।
যেমনঃ
HCl H₂SO₄
↑ ↑
H━━⤴
ii) এসিড জলীয় দ্রবণে অবশ্যই প্রোটন (H⁺) উৎপন্ন করে বা দান করে।
যেমনঃ HCl(aq) → H⁺ + Cl⁻
iii) এসিড নীল লিটমাসকে লাল করে।
iv) এসিডের pᵸ এর মান 7 এর কম হবে।
v) এটি টক স্বাদ যুক্ত।
vi) এসিড, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
যেমনঃ HCl +NaOH → NaCl + H₂O
উপরের আলোচনা থেকে খুব সহজেই “এসিড কাকে বলে?” এর উত্তরটি দেওয়া যায়।
প্রশ্নঃ এসিড কাকে বলে?
উত্তরঃ যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H⁺) দান করে তাদের কে এসিড বলে।
আরো দেখুনঃ এসিডের একটি বিশাল তালিকা
tag এসিড কাকে বলে? অ্যাসিড কাকে বলে? এসিড চেনার সহজ উপায় কী? এসিড কোনগুলো? এসিড কী অম্ল কাকে বলে?