HI, HBr, HCl, ও HF এর মধ্যে কোনটি শক্তিশালী এসিড ও কোনটি দুর্বল এসিড?

প্রশ্নঃ HI, HBr, HCl, ও HF এর মধ্যে কোনটি শক্তিশালী এসিড ও কোনটি দুর্বল এসিড?

সমাধানঃ আমরা দুটি ধাপে এর উত্তর করতে পারি। এস,এস,সি, এইচ,এস,সি অথবা অন্যান্ন পরীক্ষার্থীরা  এর যে  কোনো একটা দিয়ে উত্তর দিতে পারো।

নিয়ম-১ঃ 
আমরা জানি, F, Cl, Br, ও I  প্রভৃতি হ্যালোজেন গুলোর মধ্যে I  এর আকার সবচেয়ে বড় এবং F আকার সবচেয়ে ছোট। 
অর্থাৎ এদের তীব্রতার ক্রম হলো I > Br > Cl > F
সুতরাং নিয়ম অনুযায়ী I (আয়োডিন) এর আকার বড় হওয়ায় HI  এসিড সবচেয়ে শক্তিশালী এসিড হবে।
অপরপক্ষে F এর আকার সবচেয়ে ছোট হওয়ায় HF  এসিড সবাচেয়ে দুর্বল এসিড হবে।
সুতরাং হ্যালোজেন এসিডের তীব্রতার ক্রম হবে নিম্নরুপঃ
    HI > HBr > HCl > HF
নিয়ম-২ঃ
 HI, HBr, HCl, ও HF এর তীব্রতা দেখা যাকঃ

 

HF

HCl

HBr

HI

বন্ধন বিয়োজন এনথালপি

+560

+430

+370

+300

বিয়োজন ধ্রুবক Pka

3.25

-7.5

-9.5

-10

বিয়োজন ধ্রুবক ka

5.6×10⁻⁴

2.5×10⁷ 

3.2×10⁹

 1.0×10¹º 

উপরের তথ্যের প্রেক্ষিতে আমরা এসিডগুলির তীব্রতার ক্রম লিখতে পারিঃ
HI > HBr > HCl > HF

Leave a Reply