জায়মান কী? বা জায়মান অর্থ কী?
Table of Contents
সমাধানঃ জায়মান অর্থ হলো জন্মিয়েছে এমন। রসায়নে জায়মান হলো সদ্য প্রস্তুত পরমানু।
জায়মান অক্সিজেন কী?
সমাধানঃ জায়মান অক্সিজেন হলো সদ্য প্রস্তুত অক্সিজেন পরমানু। অর্থাৎ এটি এখনো অন্য অক্সিজেনের সাথে যুক্ত হয়নি। এটি খুবই ক্ষণস্থায়ী। এটির জারক ধর্ম খুবই বেশি। অর্থাৎ এটি খুবই অল্প সময়ে অন্য অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরমানু গঠন করে।
জায়মান অক্সিজেনকে [O] রুপে প্রকাশ করা হয়।
জায়মান অক্সিজেন তৈরিঃ
সাধারণত পানির উপস্থিতিতে একটি জারক পদার্থের সাথে এসিড অথবা ক্ষারক পদার্থের বিক্রিয়ায় একটি অস্থায়ী অক্সিজেন তথা জায়মান অক্সিজেন উৎপন্ন হয়।
জায়মান অক্সিজেন তৈরির বিক্রিয়াঃ
👉 HOCl → HCl + [O]
👉 H₂SO₄ +KMnO₄ → H₂O + SO₂ + [O]
👉 H₂SO₄ +K₂Cr₂O₇ → H₂O + SO₂ + [O]
👉 O₂ +hu → [O] + [O]
👉 O₃ +hu → O₂ + [O]
জায়মান অক্সিজেনের বৈশিষ্ট্যঃ
জায়মান অক্সিজেনের বৈশিষ্ট্য হলো এসি রঙিন বস্তুকে বর্ণহীন করে।
রঙিন বস্তু + [O] = বর্ণহীন
প্রিয়প্রশ্ন (priyoproshno.com ) হলো বাংলায় সমস্য সমাধানের একটি প্রশ্নোত্তর ভিত্তিক প্লাটফর্ম। এই প্লাটফর্ম এ আপনি যেকোন সময় প্রশ্ন করতে পারবেন এবং মুহুর্তেই পেতে পারেন আপনার কাঙ্কিত উত্তরটি। প্রিয়প্রশ্ন প্লাটফর্ম টি আশা করি সবার ভালো লাগবে। প্রিয়প্রশ্ন তে যোগ দিন : https://priyoproshno.com/register
পড়াশোনা, চাকুরী সহ বিভিন্ন সমস্যার সমাধান পেতে আজই যুক্ত হন আমাদের প্রশ্ন উত্তর সাইট https://esojani.xyz এ