আজকের পোস্টে সকল শিক্ষার্থীকে স্বাগতম। তোমাদের জন্য আজ পোস্ট করা হলো (ত্রয়োদশ) ১৩তম সপ্তাহের ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাংলা সমাধান ২০২১। তোমরা কি এই বংলা অ্যাসাইনমেন্টকি খুজছিলে? নিশ্চয় হ্যা।
যাই হোক আজকের এই অষ্টম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ২০২১ টি খুবই গুরত্বপূর্ণ। কারণ এটি তোমাদর আনন্দ দেওয়ার সাথে সাথে অনেক কিছু শিখিয়ে দিবে।
১৩তম সপ্তাহের ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাংলা সমাধান ২০২১
শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকে কোনো ভালো কিছু করতে গিয়ে পিছুপা হও। আসলে অনেকেরই হয়। কবি কামিনি রায় এটি উপলব্ধি করেছিলেন। তাই তিনি তার অমর কবিতা পাছে লোকে কিছু বলে লিখে গিয়েছেন।
তোমাদের ৮ম শ্রেণির জন্য ১৩ সপ্তাহে দুটি এসাইনমেন্ট রয়েছে। যা হলো
- ৮ম শ্রেণির বাংলা ১৩ সপ্তাহ অ্যাসাইনমেন্ট
- ৮ম শ্রেণির গণিত ১৩ সপ্তাহ অ্যাসাইনমেন্ট
৮ম শ্রেণির ১৩ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন
বিষয়ঃ বাংলা
অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৮ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ৪
বিষয়বস্তুঃ “পাছে লোকে কিছু বলে” কামিনী রায়
নির্ধারিত কাজঃ
নির্দেশনাঃ “পাছে লোকে কিছু বলে” ভালো করে পড়ে তা থেকে উত্তরোণের উপায়সমূহ লেখা যেতে পারে।
![]() |
৮ম শ্রেণির ১৩ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন |
তোমরা নিশ্চয় উপরের প্রশ্নগুলো পড়েছো। তোমাদের কী ভয় লাগছে? কিভাবে উত্তর লিখবে এরকম সংশয় হচ্ছে। ভয়ের কিছু নাই। কামিনী রায় তো বলেই দিয়েছে তোমাকে কি করতে হবে। চলো আমরা একটি নমুনা উত্তর দেখে নিই।
অষ্টম শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর উত্তর ১৩ সপ্তাহ
“পাছে লোকে কিছু বলে” কর্মপত্র
মানসিক অবস্থা |
শব্দার্থ |
উত্তরোণের উপায় |
দ্বিধা |
সংশয় |
কে কি মনে করবে, কে কি ভাববে, এসব ভাবলে নিজের চলার পথের গতি থমকে যাবে। তাই নিজের মন যেটা বলে সেটার উপর অটল থেকে অন্যের পিছনে টানা কথা বাদ দিয়ে এগিয়ে যেতে হবে। এবং লক্ষে না পৌছানো পর্যন্ত সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। |
ম্রিয়মান |
বিষাদগ্রস্থ/কাতর |
জীবনে সবাই কাজ করতে গিয়ে হোঁচট খায়। তাই বলে হাল ছেড়ে দিলে চলবেনা এটা মাথায় রেখে এগুতে হবে। ব্যর্থতায় জীবনের সামনে যাওয়ার প্রেরণা। তাই কোনো কাজে ব্যর্থ হলে কাতর না হয়ে নতুন করে পুরো শক্তি কাজে লাগিয়ে এগিয়ে যেত হবে। |
ভয় |
ভীতি/শঙ্কা |
ভয় একজনের পায়ে বেড়ি সরূপ। তাই ভয় দুরে ঠেলে আত্ববিশ্বাসে বলীয়ান হয়ে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে হবে। অনেকে হয়তো ভয় দেখাতে পারে যে তুমি পারবেনা কিন্তু তা মাথায় না নিয়ে ভয় কে সাহসে পরিণত করে কাজ হাসিল করতে হবে। |
লাজ |
লজ্জা/শরম |
লজ্জা মানুষের মনোবল কে উই পোকার মত খেয়ে ফেলে। তাই লজ্জা পরিত্যগ করতে হবে। ভালো কাজে লজ্জা পেলে চলবেনা। লজ্জা/শরম কাজে বাধাসরূপ তাই সবার সামনে সঠিক কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। এভাবেই লজ্জা থেকে উত্তরোণ পাওয়া সম্ভব। |
উপেক্ষা |
অবহেলা/গুরুত্ব না দেওয়া |
কোনো কাজকে অবহেলা করা যাবেনা। অনেকে সমালোচনা করবে। কাজটি ছোট হতে পারে। কিন্তু কোনো কাজকে ছোট মনে করা যাবেনা। অবহেলা ডেকে আনে কাজে অবসাদ। ছোট হোক বড় হোক সব কাজকে সমান গুরুত্ব দিয়ে করতে হবে। |
আরো পড়ুনঃ
আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর।

আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
সতর্কতাঃ সবার উদ্দেশ্যে বলতে চাই আজকের ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাংলা সমাধান কেবল মাত্র একটি নমুনা উত্তর। তাই তোমরা হুবুহু কপি না করে এটা থেকে ধারণা নিয়ে নিজে লেখার চেষ্টা কর। হুবুহু লিখলে খাতা বাতিল হওয়ার সম্ভবনা থেকে যায়। তাই তোমরা নিজে বানিয়ে বানিয়ে লিখবে।