১১ সপ্তাহের ৭ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট সমাধান ২০২১

আজকের পোস্টে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের ১১ সপ্তাহের ৭ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট সমাধান ২০২১ টি লাগবে। আজেকের পোস্টে সেটাই তোমাদের দিতে চলেছি।

    তোমরা নিশ্চয় ১১ সপ্তাহের ৭ম শ্রেণির ইংরেজি এসাইনমেন্ট সমাধান টি লিখেছো। যদি না লিখে থাকো তবে নিচের লিংক থেকে তা দেখে লিখে নিও।

    করোনাকালীন সময়ে তোমাদের বাসা থেকে বের হওয়া হচ্ছেনা। তাই তোমাদের বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আর চালু করা হয়েছে এ্যাসাইনমেন্ট কার্যক্রম। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় ১১তম সপ্তাহের জন্য এসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আজকের পোস্টে সেই ১১তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন সহ সমাধান দেওয়া হবে।

    ১১ সপ্তাহের ৭ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট সমাধান ২০২১

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট লিখতে তোমাদের নমুনা উত্তর দেওয়া হবে। তবে তোমরা একটু বাড়িয়ে বা কমিয়ে অর্থাৎ একটু আলাদা করে লিখলে ভালো হবে। আর তার জন্য তেমাাদের সাহায্য হিসেবে লাগতে পারে, ৭ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, ৭ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড। আশা করছি এই দুটো তোমাদের সাথেই আছে।

    তাহলে চলো প্রথমে তোমাদের ৭ম শ্রেণির আইসিটি ১১ সপ্তাহের প্রশ্নগুলো দেখে নিই।

    ৭ম শ্রেণি আইসিটি ১১ সপ্তাহ এসাইনমেন্টের প্রশ্ন

    শ্রেণিঃ সপ্তম

    বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট।

    এসাইনমেন্ট ক্রমঃ ৭ম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ্যাইনমেন্ট ১

    অধ্যায়ঃ প্রথম

    এসাইনমেন্ট বিষয়বস্তুঃ 

    • পাঠ. ১৩ ২: ব্যাক্তি জীবনে তথ্য ও যোগাযোশ প্রযুক্তি
    • পাঠ, ৩, 8 ও ৫: কর্মক্ষেত্রে তথা ও যোগাযোগ প্রযুক্তি
    • পাঠ- ৬ ও ৭: সমান ভীবনে তথা ও ঘোখাযোগ প্রযুক্তি
    এ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজঃ বাতি, কর্ম ও সমাজ জীবনের উল্লেখযোগা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি কর। অনুর্ধ ২৫০ শব্দ।
    এসাইনমেন্ট নির্দেশনাঃ
    • পাঠ্য বইয়ের (সংশ্রিষ্ট বিষয়ের উপর পর্যাপ্ত ধারণা অর্জন করা 
    • প্রয়োজনে বাবা- মা /অভিভাববেরে সহযোগিতা নেয়া।
    • বর্তমান পরিস্থিতির কারণে সোবাইল বা যে কোনো ভার্চুয়াল মিডিয়ার সাহাযো বিষয় শিক্ষকের শরণাপন্ন হওয়া
    • ইন্টারনেটের সাহায্য নেয়া
    • সহস্তে প্রতিবেনটি লিপিবন্ধ করা
    ৭ম শ্রেণি আইসিটি ১১ সপ্তাহ এসাইনমেন্টের প্রশ্ন

    প্রশ্নগুলো পড়ে তোমরা কী বুঝতে পারলে? তোমাদের একটি প্রতিবেদন লিখতে হবে। তবে মনে রাখাতে হবে সেটি যেন ২৫০ শব্দের বেশি না হয়। তোমাদের অনেকে আবার এটা ভেবোনা যে ১০০ শব্দের লিখলেই চলবে। আসলে তোমাদের লিখতে হবে ২৫০ শব্দের কাছাকাছি।

    ৭ম শ্রেণির ১১ সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট সমাধান

    এসাইনমেন্ট শুরু

    এসাইনমেন্ট শুরু

    আরো পড়ুনঃ

    উপরের এসাইনমেন্ট উত্তরটি তোমাদের ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাও। তোমাদের সকল এসাইনমেন্ট আমরা লিখে দিবো। তাই আমাদের সাথে থাকো।

    আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর।


    আমাদের ইউটিউব লিংক
    https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
    ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
    https://web.facebook.com/shomadhan.net
    assignment all class (6-9)📝📝
    https://web.facebook.com/groups/287269229272391

    This Post Has One Comment

    1. Unknown

      আপনার প্রতিবেদন তো ১০০০ শব্দের উপরে চলে গেছে। মজা করছি না, গুনে বলেছি

    Leave a Reply