(১২তম) দ্বাদশ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

করোনাকালীন সময়ে তোমাদের জন্য ১২ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট প্রকাশ পেয়েছে। আজ তোমাদের জন্য দ্বাদশ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ প্রকাশ করা হলো। তোমরা এখানে নির্ভূল উত্তর পেয়ে যাবে।

৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ লেখার আগে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

    দ্বাদশ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

    মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৯ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্টটি আমরা প্রকাশ করেছিলাম সেখানো তোমাদের অনেক সাড়া পাওয়া গেছে। সেই অনুপেরনাই আজ তোমাদের ৮ম শ্রেনির ১২ সপ্তাহের বিজ্ঞান এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলোরর‌্য

    আজকের এই বিজ্ঞান ১২ সপ্তাহের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমরা এখানে এসেছো। তোমাদের সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। আজকের উত্তর লিখলে তোমরা অতি উত্তম মূল্যায়ন পাবে বলে আশা করছি।

    ১২ সপ্তাহের অষ্টম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন

    এসাইনমেন্ট ক্রমঃ অষ্টম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট ৩

    অধ্যায়ঃ ষষ্ঠ, পরমাণুর গঠন।

    বিষয়বস্তুঃ  পাঠ ১-৩: পরমাণুর ধারণা বিকাশ ও গঠন 
    পাঠ ৪-৬: পারমাণবিক সংখ্যা, ভরসংখ্যা ও আইসোটোপ
    পাঠ 8-৬: পারমাণবিক সংখ্যা, ভরসংখ্যা ও আইসোটোপ
    পাঠ ৯-১১: পরমাণুতে ইলেন্ত্রন কীভাবে বিন্যস্ত থাকে
    পাঠ ১২-১৩: ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম পাঠ 
    ১২-১৩: ইলেকট্রন বিন্যাস ও মোলের ধর্ম
    পাঠ ৯-১১: পরমাণুতে ইলেস্ত্রন কীভাবে বিন্যস্ত থাকে
    পাঠ ১২-১৩: ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম
    পাঠ ৭-৮: আইসোটোপের ধর্ম ও ব্যবহার
    পাঠ ৭-৮: আইসোটোপের ধর্ম ও ব্যবহার

    নির্ধারিত কাজঃ 

    ৮ম শ্রেণির ১২ সপ্তাহের প্রশ্ন নির্ধারিত কাজ

    উপরের ছকের মৌলগুলোর ইলেন্ট্রনবিন্যাসের মডেল তৈরি কর। “ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করে’-উপরোক্ত মৌলগুলোর আলোকে এর যৌক্তিকতা নিরুপণ কর।

    সংকেত:

    ক) মডেল তৈরির জন্য সোলা, কাঠি, রঙ, তার, আঠা ইত্যাদি ব্যবহার
    খ) কাগজে অংকনের ক্ষেত্রে বিভিন্ন রঙ ব্যবহার করে চিত্রের উপাদান গুলোকে উপস্থাপন

    নির্দেশনাঃ 

    • এই  আ্যাসাইনমে্ট সম্পন্ন করতে পাঠাপুস্তকের এই অধ্যায়ের ৯-১৩ পাঠ সম্পন্ন করতে হবে।
    • সহজলভ্য উপকরণ নির্বাচন করে মডেল তৈরি করতে হবে
    • কাজের ক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে।
    • মডেল খাতার সাথে প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
    ৮ম শ্রেণির দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১
    ৮ম শ্রেণির দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১

    উপরের প্রশ্ন সম্পর্কে আলোচনাঃ এসাইনমেন্ট নির্ধারিত কাজ এবং নির্দেশনা অংশ পড়ে কি তোমাদের ভয় লাগছে? ভয়ের কিছু নাই । তেমাাদের পরমাণুর মডেল তৈরি করতে বলা হয়েছে। সেই মডেলটি তৈরি করতে তোমাদের সোলা, কাঠি, রং, তার, আঠা ইত্যাদির ব্যবহার করতে বলা হয়েছে। তোমরা ভাবছো কিভাবে কি করবো। তোমাদের চিন্তার কোনো কারণ নাই। নিচের নমুনা উত্তরটি দেখলে এটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তাহলে চলো নিচের ১২ সপ্তাহের বিজ্ঞান নমুনা উত্তরটি দেখে নিই।

    ১২ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

    এসাইনমেন্ট শুরু

    প্রশ্নে পদত্ত ছকটি নিম্নরুপঃ 
                              ৮ম শ্রেণির ১২ সপ্তাহের প্রশ্ন নির্ধারিত কাজ
    উপরের ছকে  X মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা ১৩। প্রোটন বা পারমাণবিক সংখ্যা দেখে বোঝা যাচ্ছে X মৌলটি হলো অ্যালুমিনিয়াম। এর প্রতিক Al । 
    এর ইলেকট্রন বিন্যাস Al(13) = 2,8,3
    উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর অ্যালুমিনিয়ামের তিনটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ৮টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে ৩টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এর যোজনী ৩।
    অ্যালুমিনিয়াম (Al) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিন্মরুপঃ
    অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস মডেল
    চিত্রঃ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস মডেল

    উপরের ছকে  Y মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা ৭। প্রোটন বা পারমাণবিক সংখ্যা দেখে বোঝা যাচ্ছে Y মৌলটি হলো ফ্লোরিন । এর প্রতিক F । 
    এর ইলেকট্রন বিন্যাস F(9) = 2,7
    উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর ফ্লোরিনের দুটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ৭ টি ইলেকট্রন। অর্থাৎ এর যোজনী ১।
    ফ্লোরিন (F) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিন্মরুপঃ
    ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস মডেল
    চিত্রঃ ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস মডেল

    উপরের ছকে  Z মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা 16। প্রোটন বা পারমাণবিক সংখ্যা দেখে বোঝা যাচ্ছে Z মৌলটি হলো সালফার। এর প্রতিক S । 
    সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাস S(16) = 2,8,6
    উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাসে দুটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ৮ টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে ৬ টি ইলেকট্রন। অর্থাৎ এর যোজনী ২,৪,৬।
    সালফার (S) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিন্মরুপঃ
    সালফারের ইলেকট্রন বিন্যাস মডেল
    চিত্রঃ সালফারের ইলেকট্রন বিন্যাস মডেল

    ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করেঃ পরমাণুর ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করে তা উপরের ছকের পরমাণুর আলোকে যোক্তিকতা নিরুপণ করা হলো।
    পরমাণুসমহের আকার, আকৃতি, ভর, তড়িৎ ঋণাক্তকতা, তড়িৎ ধনাক্তকতা, ইলেকট্রন আসত্তি, ইত্যাদি ধর্ম তাদের ইলেকট্রন বিন্যাস হতে বোঝা যায়। একটি পরমাণুর কক্ষপথ যত বেশি থাকবে তার আকার তত বড় হবে। অর্থাৎ এর পরমাণবিক ব্যাসার্ধ তত বেশি হবে। আবার কক্ষপথ যদি একই থাকে তবে যেটির প্রোটন বা ইলেকট্রন সংখ্যা বেশি হবে তার আকার বা ব্যাসার্ধ তত ছোট হবে। 
    উপরের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লক্ষ করলে আমরা দেখতে পাবো ফ্লোরিন পরমাণুর প্রোটন সংখ্যা সবথেকে কম এবং এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই এর দুটি কক্ষপথ রয়েছে তাই এর আকার সবথেকে ছোট হবে।
    অন্যদিকে অ্যালুমিনিয়াম ও সালফার দুটির ই কক্ষপথ সংখ্যা ৩টি করে। কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পায় অ্যালুমিনিয়ামের তুলনায় সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বেশি তাই অ্যালুমিনিয়ামের তুলনায় সালফারের আকার ছোট হবে। অর্থাৎ এদের আকারের ক্রম হবে FくS くAl
    যেহেতু পরমাণুর আকার/কাঠামো তার ইলেকট্রন বিন্যাসের সাথে পরিবর্তিত হয় তাই উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করে।

    এসাইনমেন্ট শেষ

    আরো পড়ুনঃ

    আশা করি তোমরা তোমাদের ১২ সপ্তাহের বিজ্ঞান এ্যাসাইনমেন্ট লেখা শেষ করেছো । এখন তোমাদের ১২ সপ্তাহের ৮ম শ্রেনির কর্ম ও জীবনমূখী শিক্ষা লেখার পালা। তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের মত মানসম্মত ও নির্ভূল উত্তর কর্ম ও জীবনমূখী এসাইনমেন্টেও পেয়ে যাবে। সকলেই আমাদের সাথে থেক। 

    আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর।


    আমাদের ইউটিউব লিংক
    https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
    ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
    https://web.facebook.com/shomadhan.net
    assignment all class (6-9)📝📝
    https://web.facebook.com/groups/287269229272391
    এসাইনমেন্টটির ভিডিও দেখুন

    This Post Has 10 Comments

    1. Unknown

      আচ্ছা এই মডেল গুলো কাগজে অঙ্কন করলে হবে না? নাকি মডেল বানিয়ে নিয়ে যেতে হবে।

    2. Unknown

      কিভাবে বানাবো?

    3. Unknown

      কিভাবে বানাবো?

    4. Unknown

      মডেল না বানিয়ে খাতায় এঁকে দিলেই হবে তাই তো

    5. Tawhid

      Ami etar chobi khatay ekechi, etar model o ki hare baniye joma deya lagbe?

    6. Tawhid

      Ei site tao blogger er, wah

    7. Tawhid

      Apni dekhi onek age theke blogger e asen, 2012 theke, onek age theke

    8. Unknown

      Y পরমাণু প্রোটন না নাইট্রোজেন

    Leave a Reply