৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গনিত ১৮ সপ্তাহ সমাধান ২০২১ class 6 math 18 week assignment
Post published:September 30, 2021
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো এখন তোমাদের ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলছে। আজ আমরা তোমাদের সেই অষ্টদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ‘৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গনিত ১৮ সপ্তাহ সমাধান ২০২১’ অ্যাসাইনমেন্টটি প্রকাশ করছি।
১৮ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
Table of Contents
আশা করছি এই ১৮ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি তোমাদের অনেক কাজে লাগবে। আমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো মানসম্মত। তোমাদের অনেকেই কমেন্ট করে জানাও যে তোমরা অনেক উপকৃত হয়েছো।
গণিত অ্যাসাইনমেন্টগুলো তোমাদের লিখতে অনেক ভালো লাগে কারণ গণিত এসাইনমেন্ট লিখতে অনেক লেখার প্রয়োজন হয় না। খুব অল্প লেখাতেই অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ করা যায়। আমরা চেষ্টা করবো তোমাদের অ্যাসাইনমেন্টগুলোতে কম লেখার জন্য।
তোমরা করোনাকালীন সময়ে কি গণিত করেছো। অনেকে বিদ্যালয় বন্ধ থাকলেও নিজে বাড়িতে সব পড়েছো। অনেকে বাসায় গ্রহশিক্ষক নিয়ে পড়ালেখা চলমান রেখেছো। তাই আমাদের ধারণা তোমাদের গণিতের অনেক কিছু পড়া হয়েছে। অনুপাত ও শতকরা তোমাদের ৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এই অনুপাত ও শতকরা অধ্যায়টি একটু কঠিন আছে। তাই তোমাদের এই অধ্যায়টি বেশি করে চর্চা করতে হবে।
আজ আমরা তোমাদের শতকরা ও অনুপাত অধ্যায়টির অ্যাসাইনমেন্ট প্রশ্নটি সমাধান করে দেখাবো। অ্যাসাইনমেন্ট উত্তরটি আমরা সংক্ষেপ করার চেষ্টা করবো। প্রথমে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই।
আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছুসংখ্যক ইট তৈরির জন্য ২৫০জন শ্রমিককে ৩০ দিনের জন্য নিয়োজিত করলেন। জরুরী প্রয়োজনে কাজটি ১২ দিনে শেষ করার তাগিদ দিলেন। তার ইট তেরিতে ৭০ কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত ৫৪২।
(ক) মাটি ও বালির পরিমাণ নির্ণয় কর ।
(খ) কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি ২৪৫ হবে।
(গ) অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় কর।
অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করতে হবে।
আজকের প্রশ্নটি তোমাদের গণিত বইয়ের অনুপাত ও শতকরা অধ্যায় থেকে করা হয়েছে। এই অধ্যায়ের প্রশ্নগুলো পাটিগণিতের হওয়ায় একটু কঠিন হয়। তবে তোমাদের ১৮ সপ্তাহের গণিত প্রশ্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে তা অনেক সহজ। এবং অনেক ছোট হবে। চলো তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই।
উত্তর লেখার আগে তোমরা প্রশ্নগুলো পড়ে নাও। তোমাদের অনেকেই প্রশ্ন না পড়ে উত্তর লেখা শুরু করো যা মোটেও ঠিক নয়।
প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের উত্তরটা নিশ্চয় লিখেছো। তোমাদের জন্য আমরা ১৮ সপ্তাহের শারীরিক শিক্ষা উত্তরটিও লিখে দিবো। তোমাদের গণিত অ্যাসাইনমেন্টটি আলাদা করে লেখার যেহেতু সুযোগ নাই তাই তোমরা হুবুহু কপি করতে পারো। গণিত অ্যাসাইনমেন্টটি লেখার সময় তোমরা তোমাদের খাতাটি সুন্দর করে সাজাতে পারো।
ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১
বি.দ্রঃ আজকের ১৮ সপ্তাহের এসাইনমেন্ট গণিত লেখার জন্য তোমাদের নিজেদের চেষ্টা করা উচিত। নিজে নিজে না পারলে তখন নমুনা উত্তরটি দেখে নিতে পারো। কিন্তু তোমরা উত্তরটি লেখার সময় সমস্যাগুলো নিজেরাই সমাধান করো।
সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর।
পিডিএফ চাই
পিডিএফ চাই উওর
ভলো