অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য আশীর্বাদ স্বরুপ এই করোনাকালীন সময়ে। কিন্তু তোমরা মনে করো এটি তোমাদের জন্য অতিরিক্ত প্যারা। করোনা মহামারীর সময়ে তোমাদের এসাইনমেন্ট চলার কারণে কিন্তু তোমাদের বইয়ের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২০ সাল থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করেছে। সেই ধারাবাহিতায় গত ০৫/১০/২০২১ তারিখে মঙ্গলবার তোমাদের ১৯ সপ্তাহের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট প্রকাশ করে। আমরা আজ সেই ১৯ সপ্তাহের সপ্তম শ্রেণির দুটি অ্যাসাইনমেন্টের মধ্যে ‘৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ উত্তর ২০২১’ অ্যাসাইনমেন্ট টি প্রকাশ করছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে তোমরা এই অ্যাসাইনমেন্টের যথাযথ উত্তর করতে পারবে।
৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ
৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ প্রশ্ন
৭ম শ্রেণির বিজ্ঞান ১৯ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
অ্যাসাইনমেন্ট শিরোনামঃ শক্তির ব্যবহার
১নং প্রশ্নের সমাধান
শক্তির সংকট মোকাবেলায় বিকল্প শক্তির জন্য আমার নিজের মত করে একটি প্রজেক্ট তৈরী করলাম যা নিচে ধারাবাহিকভাবে ধাপে ধাপে দেওয়া হলো।
কাজের ধাপসমূহঃ
১। শুরুতে বেশ বড় আকৃতির একটা ঘর তৈরি করলাম। বাড়ির কাছেই, বড়দের সহযোগিতায় নিয়ে, তা সুন্দর করে সিমেন্ট বালু ইট দিয়ে ঢালাই করিয়ে নিলাম ।
২। গ্যাস সরবরাহকারী সংযুক্ত করলাম ও খরকুটোর বা অন্যান্য ময়লা-আবর্জনা এর মধ্যে ফেলা যাবে এমন একটি জায়গা তৈরি করলাম।
৩। পুরো প্রক্রিয়াটি তৈরি হওয়ার পর কিছুদিন অপেক্ষা করলাম।
কার্যপ্রণালীঃ আমার প্রজেক্টে গ্রাস তৈরি করতে ভালো ভূমিকা পালন করবে। মাত্র দুটি গরুর গোবর ব্যবহার করে গৃহস্থলীর আবর্জনা ফেলে, একটি পরিবারের প্রয়োজনীয় গ্যাস এই প্ল্যান্টের তৈরি করা সম্ভব। শক্তি উৎপাদনে বৃহৎ ভূমিকা পালন করবে। এবং ময়লা আবর্জনা উপযুক্ত জায়গায় ফেলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
২নং প্রশ্নের উত্তর
প্রজেক্টিকে ‘বায়োগ্যাস প্লান্ট’ নাম দিয়ে চালু করলাম। যা ভালোভাবেই পরবর্তীতে আমার বাড়ির গ্যাসের সকল চাহিদা পুরণ করবে। বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটি বেশ সহজ সরল।
সাধারণত তিনটি ধাপে বায়োগ্যাস তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
প্রথম ধাপ : বায়োমাসের বিভিন্ন উপাদান যেষন : প্রোটিন, চর্বি, শর্করা ইত্যাদি ভেঙ্গে সরল উপাদান তৈরি হয়।
- বায়োগাস ব্যবহারের মাধ্যমে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার কমবে এবং গাছপালা রক্ষা করা সম্ভব হবে।
- বায়োগ্যাস তৈরীর পর অবশিষ্ট বর্জ্য, আবাদি জমির জৈব সার হিসাবে ব্যবহার করা যাবে।
- জ্বালানী সঙ্কট মোকাবিলায় বিকল্প জ্বালানির উৎস হতে পারে বায়োগ্যাস।
- বায়োগ্যাস ব্যবহারের ফলে আমরা পচনশীল বর্জগুলোকে কাজে লাগিয়ে আবর্জনা ও দুর্গন্ধমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ ও উন্নত জীবনযাত্রার ব্যবস্থা করা সম্ভব।
- যারা মাছের চাষ করেন তারা বায়োগ্যাস থেকে পাওয়া বর্জ্য মাছের,খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন।
আরো পড়ুনঃ
- ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ
- ১৯ সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
- ১৯ সপ্তাহ ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
- ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ
- ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট উত্তর
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট সমাধান
- ৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮ সপ্তাহ অ্যসাইনমেন্ট
- ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে আমরা যে উত্তরটি প্রকাশ করলাম সেটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে তোমর কমেন্ট করে জানিও। না ভালো লাগলেও কেন ভালো লাগলোনা তা জানিও। আমরা চেষ্টা করেছি তোমাদের সঠিক নির্ভূল একটি উত্তর দিতে। এবং উত্তরটা সংক্ষেপ করারও চেষ্টা করেছি।
সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391