বিজ্ঞান ৮ম শ্রেণির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানে ভালো করতে হলে বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি গুরুত্বের সাথে লিখতে হবে। তোমরা জানো তোমাদের ১৯ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ পেয়েছে। এবং এটাও জানো যে উনিশ সপ্তাহের দুটি অ্যাসাইনমেন্টের মধ্যে একটি হলো বিজ্ঞান। তাই আজ আমরা ১৯ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ প্রকাশ করতে চলেছি।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমরা বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর প্রদান করবো। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে উত্তরটি সম্পূর্ণ নির্ভূল হবে। বিজ্ঞান ১৯ সপ্তাহ তোমাদের লিখতে খুব সহজ মনে হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি করোনা মহামারীর সময়ে বাড়িতে বিজ্ঞান বিষয়টি পড়েছো। যদি বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়টি ভালো করে পড়ে থাকো তাহলে তোমাদের জন্য ১৯ সপ্তাহের বিজ্ঞান ৮ম শ্রেণি অ্যাসাইনমেন্টটি অনেক সহজ ও বোধগোম্য হবে। অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়টি হলো রাসায়নিক বিক্রিয়া।
৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ
আজকের অ্যাসাইনমেন্টটি করার আগে তোমাদের উচিত হবে ১৯ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট দেখে নেওয়া। প্রশ্ন না পড়ে তোমরা উত্তর লিখে থাকো যা মোটেও ঠিক না। তোমাদের সবাইকে অনুরোধ করবো তোমরা প্রশ্ন পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে প্রশ্নগুলো দেখে আসি।
৮ম শ্রেণির ১৯ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন
শ্রেণিঃ ৮ম/অষ্টম
বিষয়ঃ বিজ্ঞান
অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৮ম শ্রেণির ৫ম অ্যাসাইনমেন্ট বিজ্ঞান।
অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজঃ তোমার দেখা ১০টি ঘটনা চিহিত কর যে ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। রাসায়নিক বিক্রিয়া হিসেবে এগুলোকে চিহিত করতে তুমি কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছ? এরমধ্যে থেকে যে কোনো একটি ঘটনার ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে তার সমীকরণ লিখ ও বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া ও কেন তা নির্ধারন কর।
অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় (রাসায়নিক বিক্রিয়া) ভালোভাবে পড়ে অ্যাসাইনমেন্টের উত্তর করতে হবে।
প্রশ্নগুলো পড়লেই বোঝা যাবে তোমাদের কি করতে হবে। তোমরা নিশ্চয় প্রশ্নটি পড়েছো। যদি কেউ না পড়ে থাকে তবে দ্রুত পড়ে আসো। তোমাদের চারপাশের কিছু বিক্রিয়ার কথা উল্লেখ করতে হবে কিন্তু তার মধ্যে থেকে একটির বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে। চলো ৮ম শ্রেণির শিক্ষার্থীরা আমরা ১৯ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের একটি নমুনা উত্তর দেখে নিই।
৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ উত্তর ২০২১
অ্যাসাইনমেন্ট শিরোনামঃ রাসায়নিক বিক্রিয়া
নিম্নে আমার দেখা ১০ টি ঘটনা চিহ্নিত করা হলো যে ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে :
২. উদ্ভিদের সালোকসংশ্লেষণ।
৩. উদ্ভিদের শ্বসন।
৪. লোহায় মরিচা পড়া ।
- তাপমাত্রা পরিবর্তন ।
- রঙ পরিবর্তন।
- গন্ধ বের হওয়া।
- বুববুদ তৈরি।
আরো পড়ুনঃ
- ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ
- ১৯ সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
- ১৯ সপ্তাহ ৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
- ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ
- ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট উত্তর
- ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট সমাধান
- ৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮ সপ্তাহ অ্যসাইনমেন্ট
- ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
উপরের রাসায়নিক বিক্রিয়াগুলো তোমরা যত্ন সহকারে লিখবে কোথায় যেন কোনো ভূল না হয়। রাসায়নিক বিক্রিয়ার ১০টি ঘটনাগুলো তোমরা পরিবর্তন করে লিখতে পারো। সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট উত্তরটি আগে পড়ে তারপর নিজের মনের মত করে লিখবে। শুধুমাত্র বিক্রিয়াগুলো তোমরা কপি করতে পারো।
লেখায় যদি কোনো ভূল ত্রুটি থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। এবং বানান ভূল থাকলে চেষ্টা করবে সঠিক করে লিখতে।
সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
ভালো
,this sait is better for me
৮ম শ্রেণির শবগুলো অধ্যায় এবং বিষয়ের সব গুলো এশাইনটমেনট