৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সমাধান ২১তম সপ্তাহ class 7 math 21 week assignment

করোনাকালীন সময়ে ২০২০ সাল থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে। ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২১ টি অ্যাসাইনমেন্টের একটি গ্রিড প্রাকশ করে। সেই ধারাবাহিকতায় বর্তমানে গত মঙ্গলবার ২১তম সপ্তাহের অর্থাৎ সর্বশেষ অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। আমরা আজ তোমাদের ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সমাধান ২১তম সপ্তাহ প্রকাশ করছি। তোমরা ‍উত্তরটি লেখার আগে আজকের সম্পূর্ণ পোস্টটি পড়বে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি তোমাদের গণিত বইটি সম্পূর্ণ পড়তে পেরেছো? যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমাদের জন্য আজকের প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ হবে।
তোমাদের ৭ম শ্রেণির গণিত বই পড়লে দেখতে পাবে তোমাদের বইয়ে শেষ অধ্যায়টি হলো তথ্য ও উপাত্য। তথ্য ও ‍উপাত্ত তোমাদের ৫ম শ্রেণি থেকে পড়ানো শুরু হয়েছে। ৭ম শ্রেণিতে এসে সেই তথ্য ও উপাত্ত অনেক দুর এগিয়েছে। তোমাদের তথ্য উপাত্ত অধ্যায়ে সারণি তৈরি, গড় নির্ণয়, মধ্যক, আয়তলেখ অঙ্কন এগুলোই আছে।

২১ সপ্তাহের ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট ২০২১

প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় তোমাদের ২০ সপ্তাহ পর্যন্ত এসাইনমেন্টগুলো সম্পূর্ণ করেছো। যদি সম্পূর্ণ করা না থাকে তাহলে আমাদের দেওয়া নিচের লিংক থেকে ১ম সপ্তাহ থেকে ২১ সপ্তাহ সকল অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে।
আমরা তোমাদের গণিতের নির্ভূল উত্তর দিয়ে থাকি। তোমরা হয়তো অনেক ওয়েবসাইটে উত্তর পাবে কিন্তু তোমরা যদি প্রশ্নগুলো পড়ে উত্তরগুলো যাচাই করো তাহলে দেখতে পাবে তাদের উত্তরে কত ভূল।
সপ্তম শ্রেণির ২১ সপ্তাহের গণিত এসাইনমেন্টটির উত্তর ঠিক আছে কিনা যদি তোমরা যাচাই করতে চাও তাহলে তোমাদের প্রশ্নটি ভালো করে পড়তে হবে। তোমরা অনেকেই প্রশ্ন না পড়ে উত্তর লিখ। এজন্য তোমাদের উত্তর লিখতে উত্তর যাচাই করতে মনে থাকেনা। তোমরা অবশ্যই উত্তর যাচাই করবে এবং ভালোভাবে লিখবে।

সপ্তম শ্রেণির গণিত ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন

শ্রেণিঃ ৭ম/সপ্তম
বিষয়ঃ গণিত
অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ৫
নির্ধারিত কাজঃ 
মাহি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে নিয়মিত পত্রিকা পড়ে এবং প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করে। নভেম্বর মাসে তার শহরে দৈনিক করোনায় আক্রান্ত মানুষের সংখ্যার নিম্মোক্ত উপাত্ত সংগ্রহ করলো-২০, ১৫, ২১, ২৮, ২৩, ৩০, ২৭, ৩২, ২০, ১৩, ২৭, ১০, ৩০, ১৩, ২০, ১৪, ২০, ১২, ১৭, ২৭, ২০, ৩৪, ১৪, ২০, ১৮, ৩১, ১৮, ২১, ৩২, ২৩
১. মাহির সংগৃহীত উপাত্ত কোন ধরণের উপাত্ত? এই ধরণের উপাত্তের সাথে প্রাথমিক উপাত্তের কী পার্থক্য তা লিখ।
২. সংগৃহীত উপাত্তের গণসংখ্যা সারণি হতে আয়তলেখ অঙ্কন করে তা থেকে প্রচুরক নির্ণয় কর।
এসাইনমেন্ট নির্দেশনাঃ 
১. উপাত্তের উৎস পর্যালোচনা করে পার্থক্য নির্ধারণ করবে।
২. উপাত্তের পরিসর ও শ্রেণি সংখ্যা বের করে সারণি তৈরি করবে এবং সারণি হতে আয়ত লেখ অঙ্কন করে প্রচুরক নির্ণয় করবে।
সপ্তম শ্রেণির গণিত ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কী প্রশ্নটি পড়েছো? যদি না পড়ে থাকো তাহলে দ্রুত পড়ে নাও। প্রশ্ন পড়ে নমুনা উত্তরটি মিলিয়ে মিলিয়ে দেখে নাও। তারপর নিজের মত করে উত্তরটি লেখ।
সবাইকে উত্তরটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। প্রথমে উত্তরটি দেখবে এবং যাচাই করবে তারপর উত্তর লেখা শুরু করবে।
নিজের নমুনা উত্তরটি আমরা নির্ভূল করে দেওয়ার চেষ্টা করলাম। কোনো ভূল হলে অবশ্যই তোমরা কমেন্ট কর জানাবে। 

২১তম সপ্তাহের ৭ম শ্রেণীর গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১

এসাইনমেন্ট শুরু

অ্যাসাইনমেন্ট শিরোনামঃ তথ্য ও উপাত্ত

১নং প্রশ্নের উত্তর

মাহির সংগৃহীত উপাত্তগুলো হলো মাধ্যমিক উপাত্ত।

উপাত্ত দুই প্রকার। যথা

  • প্রাথমিক উপাত্ত
  • মাধ্যমিক উপাত্ত

প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্তের পার্থক্যঃ

প্রাথমিক উপাত্ত

মাধ্যমিক উপাত্ত

প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে গৃহীত হয়।

প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে গৃহীত হয় না।

নির্ভরযোগ্যতা বেশি

নির্ভরযোগ্যতা কম।

উদাহরণঃ কোনো পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর

উদাহরণঃ কোনো শহরের কোনো এক মাসের তাপমাত্রা।

২নং প্রশ্নের উত্তর

সংগৃহীত উপাত্তের সর্ব্বোচ্চ মান =৩৪

    সর্বনিম্ন মান = ১০

পরিসর = (সর্ব্বোচ্চ মান – সর্বনিম্ন মান) +১ 

        = (৩৪-১০)+১

        =২৪ + ১

        = ২৫

শ্রেণিব্যপ্তি ৫ ধরে শ্রেণি সংখ্যা = পরিসর ➗ শ্রেণিব্যপ্তি

        = ২৫➗ ৫

        = ৫

প্রদত্ত উপাত্তগুলো হলোঃ ২০, ১৫, ২১, ২৮, ২৩, ৩০, ২৭, ৩২, ২০, ১৩, ২৭, ১০, ৩০, ১৩, ২০, ১৪, ২০, ১২, ১৭, ২৭, ২০, ৩৪, ১৪, ২০, ১৮, ৩১, ১৮, ২১, ৩২, ২৩

উপাত্তগুলো দিয়ে নিম্নে সারণি তৈরি করা হলো।

২১তম সপ্তাহের ৭ম শ্রেণীর গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১

ছক কাগজের শ্রেণিব্যাপ্তির জন্য X অক্ষ বরাবর গণসংখ্যার ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে এক একক এবং গণসংখ্যর জন্য Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ১ ঘরকে ১ একক ধরে গণসংখ্যা আয়তলেখ আঁকা হয়েছে। যেহেতু শ্রেণিব্যান্তি ৮-অক্ষ বরাবর ১০ থেকে আরম্ভ করা হয়েছে, সেহেতু ১-অক্ষের মূল বিন্দু থেকে ১০ পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে, বাকি ঘরগুলো বিদ্যমান আছে।

২১ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ৭ম শ্রেণি ২০২১

আয়তলেখ থেকে বোঝা যাচ্ছে প্রচুরক শ্রেণি হচ্ছে (২০-২৪)

প্রচুরক শ্রেণিতে ২০ সর্বাধিক ৬ বার রয়েছে।

সুতরাং প্রচুরক ২০।

এসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

৭ম শ্রেণির গণিত উত্তর তোমরা দেখলে। তোমাদের জন্য আমরা নিখুঁত উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি মনে হয় কোথাও ভূল রয়েছে। তাহলে আমাদের জানাবে কমেন্ট করে। আমরা সেটা ঠিক করে দিবো। আশা করি তোমাদের ২১ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি পছন্দ হবে।

৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১

করেনাকালীন সময়ে তোমাদের ২১ টি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ হয়েছে। আর হয়তো অ্যাসাইনমেন্ট দিবেনা। তবে সামনে যদি করোনা বাড়ে তাহলে হয়তো আবারো অ্যাসাইনমেন্ট দিতে পারে। আমাদের সাইটে তোমাদের শ্রেণির সকল সমস্যার সমাধান ও সাজেশন পাবে তাই আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখো। এবং যে কোনো প্রয়োজনে মেসেজ করো।

আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391

২১ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ৭ম শ্রেণি ২০২১

ধন্যবাদ সকলকে আজকের পোস্টটি পড়ার জন্য। তেমাদের কাছে আজকের নোটিশ হলো তোমরা গণিত ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি মনোযোগ সহকারে সঠিক করে লিখবে। 

This Post Has 6 Comments

  1. Unknown

    অনেক ভালো ভাইয়া

  2. Unknown

    আপনি এখানে মাধ্যমিকের জায়গায় প্রাথমিক লিখেছেন

  3. Unknown

    প্রচুরক আয়তলেখের হিসাবে প্রায় ২৩

Leave a Reply