অষ্টম(৮ম) শ্রেণি [জেএসসি] গণিত ২য় অধ্যায় (মুনাফা) রচনামূলক সৃজনশীন প্রশ্ন সাজেশন।
৮ম শ্র্রেণি শিক্ষার্থীদের জেএসসি (JSC) পরীক্ষার প্রস্তুতির জন্য গণিতের দ্বিতীয় অধ্যায়টি (মুনাফা) খুব ভালো আয়ত্ব করা প্রয়োজন। জেএসসি পরীক্ষার্থীদের গণিত ২য় অধ্যায় মুনাফার পূর্ণ প্রস্তুতির জন্য আজকের পোস্টে সম্ভাব্য সকল রচনামূলক সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এই সৃজনশীল প্রশ্ন সাজেশনটি আয়ত্ব করলে যথেষ্ট হয়ে যাবে ইন শাহ আল্লাহ।
৮ম শ্রেণি গণিতের ২য় অধ্যায়ে ২টি অনুশীলনী আছে
- অনুশীলনী ২.১
- অনুশীলনী ২.২
দ্বিতীয় অধ্যায়: মুনাফা
অনুশীলনী-২.১
রচনামূলক সৃজনশীল
১। একজন চাল ব্যবসায়ী কিছু চাল ৯৫০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা x বছরের জন্য ১০% সরল মুনাফায় ব্যাংকে রাখায় মুনাফা আসলের ৩/৫ অংশ হয়। চ.বো-১৭
খ. চাল বিক্রেতা ঐ চাল কত টাকায় বিক্রয় করলে ৭% লাভ হতো?
গ. x এর মান নির্ণয় কর।
২। কোন আসল ৮ বছরে মুনাফা-আসলে ২১৬০০ টাকা এবং মুনাফা, আসলের ২/৭ অংশ।
খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর।
গ. উক্ত হার মুনাফায় ১৫০০০ টাকা ব্যাংকে জমা রাখলে ৬ বছর পর মুনাফা-আসলে কত টাকা হবে তা নির্ণয় কর।
৩। হামিম ডজন ১৫ টাকা দরে কতকগুলো কলা ক্রয় করল এবং ডজন ১০ টাকা দরে সমান সংখ্যাক কলা ক্রয় করে সবগুলো কলা ডজন ১৪ টাকা দরে বিক্রয় করল।
খ. এতে শতকরা কত লাভ হবে?
গ. ২০% লাভের জন্য প্রতিটি কলার বিক্রয়মূল্য কত?
৪। কোন আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হয়।
খ. একই হার মুনাফায় কত বছরে ঐ আসল, মুনাফা-আসলে তিনগুণ হবে?
গ. উক্ত হার মুনাফায কত টাকা ৪ বছরে মুনাফা-আসলে ২০৫০ টাকা হবে?
৫। কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ২৮,০০০ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ৩০,০০০ টাকা হয়।
খ) মুনাফার হার নির্ণয় কর।
গ) একই হার মুনাফায় কত টাকা ৫ বছরে মুনাফা-আসলে ৪৮,০০০ টাকা হবে?
৬। একই হার মুনাফায় ৫ বছরে কোন আসল মুনাফা-আসরের দ্বিগুণ হলো।
খ) কত বছরে উক্ত আসল মুনাফা আসলে ছয়গুণ হবে?
গ) আসল ১০,০০০ টাকা হলে ১৫ বছরে মুনাফা-আসল কত হবে তা নির্ণয় কর।
৭। এক ব্যক্তি একটি ব্যাংক থেকে (i) ৫ বছরের জন্য ২০,০০০ টাকা (ii) ৪ বছরের জন্য ২৫,০০০ টাকা ঋণ নিয়েছিল এবং লাভ হিসেবে সর্বমোট ৯৮০০ টাকা পরিশোধ করেছিল।
খ) যদি মুনাফার হার ১০% হয় তাহলে প্রথম ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক কত?
গ) যদি উপরোক্ত উভয়ক্ষেত্রে মুনাফার হার একই হয় তবে মুনাফার হার বের কর।
দ্বিতীয় অধ্যায়: মুনাফা
অনুশীলনী-২.২
রচনামূলক সৃজনশীল
১। এক ব্যক্তি ১০% মুনাফায় ২০০০০ টাকা নিদিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলেন। ঢা.বো -১৮,১৭ সি.বো-১৭
খ. ১২% সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় কর।
গ. ৩ বছরান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে নির্ণয় কর।
অতিরিক্ত:ক. উদাহরণসহ বিনিয়োগের সংজ্ঞা দাও। কু.বো-১৭
ক. ১২% কে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ কর। ব.বো-১৭
গ. একই হার মুনাফায় x টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে x এর মান কত?
গ. একই মুনাফার হারে কত টাকা জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য ১২০ টাকা হবে?
২। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় P টাকা এক বছরান্তে চক্রবৃদ্ধিমূল ৯৭৫০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধিমূল ১০,১৪০ টাকা হয়। রা.বো-১৮,১৭
খ. P এর মান নির্ণয় কর।
গ. ৪% লাভে একটি ঘড়ির বিক্রয়মূল্য উদ্দীপকের এক বছরান্তের চক্রবৃদ্ধিমূলের সমান হলে ঘড়িটির ক্রয়মূল্য নির্ণয় কর।
অতিরিক্ত:একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। রা.বো-,১৭
৩। কোন আসল ৬ বছরে মুনাফা-আসলে ১০০০০ টাকা হয়। মুনাফা আসলের ২/৩ অংশ। দি.বো-১৮
খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর।
গ. উক্ত মুনাফা-আসলকে মূলধন ধরে ১০% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর।
অতিরিক্ত:উক্ত আসল ও মুনাফা-আমল যথাক্রমে কোনো ছাগলের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য হলে শতকরা লাভের পরিমান নির্ণয় কর। ব.বো-১৮
৪। একটি দ্রব্য ১৯০০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। বিক্রয়মূল্যের সমপরিমাণ টাকা ৩ বছরের জন্য ৯% হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো।
খ. দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ১১% লাভ হবে তা নির্ণয় কর।
গ. ব্যাংকে জমাকৃত টাকর ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
৫। জলিল সাহেব ১০% সরল মুনাফায় P টাকার ঋণ নিলেন। চ.বো-১৮
খ. P এর মান নির্ণয় কর।
গ. উক্ত হারে ৯০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত?
৬। (১) কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে ১৬৮০০ টাকা এবং ৩ বছরে মুনাফা-আসলে ১৫২০০ টাকা হয়।
(২) ১২.৫% হার মুনাফায় ৬০০০ টাকা ৩ বছরের জন্য বিনিযোগ করা হলো।
খ. (১) নং এর আলোকে আসল ও মুনাফার হার নির্ণয় কর।
গ. (২) নং এর আলোকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর।
অতিরিক্ত: (১)নং এর আলোকে একই হার মুনাফায় কত টাকা ৫ বছরে মুনাফা-আসলে ৪২০০০ টাকা হবে?
৭। কোনো আসল সরল মুনাফায় ২ বছরে মুনাফা-আসলে ৪৫০০ টাকা হয়।
ক. নিচের খালি ঘরে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ কর।
ক্রয়মূল্য (টাকা) |
বিক্রয়মূল্য (টাকা) |
শতকরা লাভ/ক্ষতি |
৩৫০ |
৩৫৭ |
গ. ৯% চক্রবৃদ্ধি মুনাফায় উদ্দীপকে উল্লেখিত সময়ে চক্রবৃদ্ধি মূলধন ৪৫০০ টাকা হলে আসল কত?
৮। এক ব্যবসায়ী বার্ষিক ১১% মুনাফায় ৩০০০ টাকা এবং ৯% মুনাফায় ৪০০০ টাকা দুইটি ব্যাংক থেকে ২ বছরের জন্য ঋণ গ্রহণ করলেন। য.বো-১৭
খ. তাকে গড়ে শতকরা বার্ষিক কত হারে মুনাফা দিতে হবে?
গ. দ্বিতীয় ব্যাংক এর জন্য চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর।
৯। মি. রাকিব x ব্যাংক থেকে ৯% হারে Y টাকা এবং ৫% হারে Z টাকা ঋণ নিল। সে মোট ৫৬০০০ টাকা ধার নিয়ে বছর শেষে ২৮৪০ টাকা মুনাফা পরিশোধ করল।
খ. Y এর মান কত?
গ. সম্পূর্ণ ঋণের উপর ৫% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে ২ বছর পর মি. রাকিব সাহেবকে সরল-মুনাফার চেয়ে কত টাকা বেশি পরিশোধ করতে হবে?
১০। রফিক সাহেব একটি ঋণ প্রদানকারী সংস্থা থেকে ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ২৫০০০ টাকা ঋণ নিয়ে একটি গরু কিনলেন । ৩ বছর পর গরুটি বিক্রয করে ৫০% মুনাফা পেলেন।
খ. গরুটির বিক্রয় মূল্য নির্ণয় কর।
গ. ৩ বছর পর ঋণ প্রদানকারী সংস্থা ঋণ পরিশোধে কত টাকা মুনাফা নিল এবং রফিক সাহেবের নিকট আর কত টাকা থাকলো
১১। সামিনা সমিতি থেকে ১০০০০ টাকা ঋণ নিয়েছিল। ২ বছর পরে তাকে চক্রবৃদ্ধি মূল হিসেবে ১২০০০ টাকা পরিশোধ করতে হলো।
খ. সামিনাকে কত হারে মুনাফা দিতে হলো?
গ. একই হারে সরল মুনাফায় ঋণ পরিশোধ করলে সামিনাকে কত টাকা কম দিতে হতো?
১২। একজন লোক ব্যাংক থেকে ১ লক্ষ টাকা ৪ মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার ১২%।
খ. চার মাস পর ঐ লোকের হিসেবে কত টাকা জমা হবে?
গ. ১ বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
১৩। কোন এক শহরের বর্তমান জনসংখ্যা ২,২০,০০০ জন। শহরের জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে ৪০।
খ. ৪ বছর পর শহরের জনসংখ্যা কত হবে?
গ. ৫ বছরে শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে?
অষ্টম শ্রেণি গণিত ২য় অধ্যায়ের আরো কিছু সৃজনশীল প্রশ্ন
এই প্রশ্নগুলো উপরের অনুরুপ তাই এগুলো শুরু অনুশীলনের জন্য করা প্রয়োজন।
১৪। এক ব্যক্তি ব্যাংক থেকে বার্ষিক ৫% চক্রবৃদ্ধি মুনাফায় ১০০০০ টাকা ঋণ নিলেন।
খ. তিন বছরান্তে ব্যক্তিটির ঋণের পরিমাণ নির্ণয় কর।
গ. প্রতি বছর শেষে তিনি ৪০০০ টাকা করে পরিশোধ করলে ৩য় বছর শেষে তার আর কত টাকা দিতে হবে।
১৫। কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা আসলে ১৯৩০ টাকা
খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর।
গ. বার্ষিক শতকরা ১২.৫০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় উক্ত আসলের ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর।
১৬। মি. চৌধুরী বার্ষিক ১২.৫০ % মুনাফায় ৩ বছরের জন্য ১,২০,০০০ টাকা DBBL ব্যংকে রাখলেন।
খ. ২ বছর ৬মাস শেষে তিনি সম্পূর্ণ টাকা উত্তোলন করতে চাইলে মুনাফা আসলে কত টাকা পাবেন?
গ. নির্দিষ্ট সময়ান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ষয় কর।
hamza.tgbs@gmail.com please include amswershit if you available Thanks
Answer please
স্যার, নিচের ইমেইলে সম্পূর্ণ প্রশ্নগুলো PDF ফাইল আকারে দিন।
raihanmizi6@gmail.com
আমার মেইলে এই অধ্যায়ের সমাধান দিন ।fakharu314@gmail.com
উত্তর কী পাওয়া যাবে?
ভাইয়া সমাধান কি দেওয়া যাবে ফুল?
kindly pdf ta diben
Tasninnewaz5@gmail.com
উত্তর কি পাওয়া যাবে?
Or kotha ta thik. Solve Plzzz
Answer please