নাইট্রিক এসিড (HNO₃) কে বাদামী বোতলে রাখা হয় কেন? why nitric acid kept in brown bottle?

 নাইট্রিক এসিড (HNO₃) কে বাদামী বোতলে রাখা হয় কেন?

উত্তরঃ নাইট্রিক এসিড (HNO₃) যে কাচের বোতলে রাখা হয় সেই বোতলের বর্ণ বাদামি হয়। নাইট্রিক এসিড যে কাচের বোতলে রাখা হয় সেই কাচের বোতলের মধ্যে যদি আলো প্রবেশ করে তবে বোতলের মধ্যের নাইট্রিক এসিড (HNO₃) আলোর উপস্থিতিতে ভেঙে যায়। এবং নিন্মোক্ত বিক্রিয়া সংঘটিত হয়।

    HNO₃ → NO₂ (বাদামী বর্ণ) + O₂ + H₂O

 এভাবে নাইট্রিক এসিড (HNO₃) ভেঙ্গে গেলে নাইট্রিক এসিডের অনেক অপচয় হয়। নাইট্রিক এসিড (HNO₃) যাতে আলোর উপস্থিতিতে বোতলের মধ্যে ভেঙে না যায় সেজন্য নাইট্রিক এসিড (HNO₃) কে বাদামি বোতলের মধ্যে রাখা হয়। কারণ বাদামি বোতলের মধ্যে আলো প্রবেশ করতে পারে না।

নাইট্রিক এসিড (HNO₃) কে বাদামী বোতলে রাখা হয় কেন? why nitric acid kept in brown bottle?

Leave a Reply