অধ্যায় ৫
শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
যে সমস্ত দেশ প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে তারা সার্বক্ষণিক ইন্টারনেট যোগাযোগ ছাড়া একটি মুহ‚র্তও চলতে পারে না।
¡ গেøাবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস আমাদের অবস্থান নিখুঁতভাবে বলে দিতে পারে এবং সেটি আজকাল সব স্মার্ট ফোনেই লাগানো থাকে।
¡ শিক্ষাব্যবস্থা পরিচালনা করা ছাড়াও সরাসরি শিক্ষার ব্যাপারে ইন্টারনেটের বড় ভ‚মিকা রয়েছে।
¡ ইচ্ছে করলে বাংলাতে লিখেই প্রয়োজনীয় কিছু ইন্টারনেট থেকে খুঁজে নেওয়া যায়।
¡ পৃথিবীর যাবতীয় বই ই-বুক আকারে সংরক্ষিত থাকবে এবং একজন সেই বইগুলো তার ই-বুক রিডারে ডাউনলোড করে নিতে পারবে।
¡ ইন্টারনেটে বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, পরিবহন, বাণিজ্য থেকে শুরু করে সরকার, সরকার পদ্ধতি এবং রাজনৈতিক হালচালের প্রায় সকল ধরনের তথ্য সেখানেই রয়েছে।
¡ দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে তথ্য। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে এবং সেটি ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করা যায়।
¡ বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিনের অন্যতম হলো গুগল (িি.িমড়ড়মষব.পড়স)। এতে বাংলা বা ইংরেজি ভাষাতে তথ্য খুঁজে বের করা যায়।
¡ বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণ একটি বাংলা সার্চ ইঞ্জিন তৈরি করছেন, যার নাম পিপীলিকা (িি.িঢ়রঢ়রষরশধ.পড়স)।
¡ ওয়েবসাইট ওলফ্রামআলফা (িি.িড়িষভৎধসধষঢ়যধ.পড়স) সাইটে বিভিন্ন গণনার কাজ করার ব্যবস্থা রয়েছে।
¡ ইন্টারনেটের বাহাদুরী হচ্ছে এটি কেবল তথ্য প্রাপ্তিতে সহায়তা করে এমন নয় বরং কারো তথ্য প্রকাশেও সমানভাবে সহায়তা করে। ফলে অনেকেই তাদের সমস্যা সমাধানের অভিজ্ঞতা নিজেদের ওয়েবসাইট, বøগ বা সামাজিক যোগাযোগের সাইটে প্রকাশ করেন। পরবর্তী সময়ে অন্যরা সেটি ব্যবহার করতে পারেন।
¡ ই-মেইলভিত্তিক সেবাকেন্দ্র বিশ্বজুড়ে পরিচালিত হয়। এ সকল সেবাকেন্দ্র থেকে ই-মেইলের মাধ্যমে সেবা গ্রহণ করা যায় এবং সংশ্লিষ্ট সমস্যার সমাধান করা যায়।
¡ ই-মেইল কথাটির মানে হলো ‘ইলেক্ট্রনিক মেইল’ বা ইলেক্ট্রনিক চিঠি। ই-মেইলের মাধ্যমে আমরা কোনো লেখা বা ছবি অন্য যেকোনো ই-মেইল ঠিকানায় ইলেক্ট্রনিকভাবে পাঠাতে পারি।
¡ ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি আইসিটি যন্ত্র থাকলেই বিনামূল্যে ই-মেইল ঠিকানা খোলা যায়।
¡ সব সাইটেই প্রবেশের পর আমাদের নতুন ই-মেইল ঠিকানা (অপপড়ঁহঃ) খুলতে সাইন আপ (ঝরমহ ঁঢ়) বা নিবন্ধন করতে হবে।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদগণ কর্তৃক তৈরিকৃত বাংলা সার্চ ইঞ্জিনের নাম কী?
ক গুগল খ বিং গ ইয়াহু পিপীলিকা
১১. ই-মেইল কথাটির মানে কী?
ক ইলেকট্রিক চিঠি ইলেকট্রনিক চিঠি
গ ইলেকট্রিক্যাল চিঠি ঘ ইলেকট্রনিক্স চিঠি
১২. ই-মেইল ঠিকানা খোলার ক্ষেত্রে পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত হবে?
ক ৪ থেকে ৩২ বর্ণের মধ্যে খ ৪ থেকে ২৩ বর্ণের মধ্যে
৬ থেকে ৩২ বর্ণের মধ্যে ঘ ৬ থেকে ২৩ বর্ণের মধ্যে
১৩. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
ক গুগল খ ইয়াহু গ বিং পিপীলিকা
১৪. ঊ-সধরষ এর পূর্ণরূপ কোনটি?
ক ঊষবপঃৎরপ গধরষ খ ঊসবৎমবহপু গধরষ
গ ঊীপবষষবহঃ গধরষ ঊষবপঃৎড়হরপ গধরষ
১৫. কোনটির মাধ্যমে কোনো একটি স্থানের অবস্থান জানা যায়?
ক ঊউএঊ খ ঘওঈ গ এচজঝ এচঝ
১৬. ঊ-সধরষ ঠিকানায় নিচের কোন চিহ্নটি অত্যাবশ্যকীয়ভাবে ব্যবহার করতে হয়?
@ খ * গ ঘ –
পাঠ-৪৪ : দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭. ইন্টারনেট উদ্ভব হয় কোন দেশে? [যশোর জিলা স্কুল]
ক জাপানে খ যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে ঘ চীনে
১৮. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? [মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক িি.িনঢ়ংপ.পড়স.নফ খ িি.িনফহবংি.পড়স.নফ
গ িি.িমড়ড়মষব.পড়স িি.িঢ়রঢ়রষরশধ.পড়স
১৯. ই-বুক কিসের অবদান? [যশোর জিলা স্কুল]
ঘ ইলেকট্রনিক্স ইন্টারনেট গ ওয়াইম্যাক্স ঘ ই-মেইল
২০. পিপীলিকায় তথ্য থাকে কোন ভাষাতে?
[জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সিলেট]
ক ইংরেজি বাংলা গ আরবি ঘ চীনা
২১. এচঝ-এর পূর্ণরূপ কী? [ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা]
এষড়নধষ চড়ংরঃরড়হরহম ঝুংঃবস
খ এষড়নধষ চড়ংরঃরড়হ ঝুংঃবস
গ এষড়নধষ চড়ংরঃরড়হরহম ঝঃৎঁপঃঁৎব
ঘ এষড়নধষ চড়ংরঃরড়হ ঝঃড়ঁপঃঁৎব
২২. অবস্থান নির্ণয়ের জন্য স্মার্ট ফোনে কোন যন্ত্র লাগানো থাকে?
[জে.বি উচ্চ বিদ্যালয়]
এচঝ খ রেডিও গ এঝগ ঘ এচজঝ
২৩. আমরা দৈনন্দিন জীবনের প্রায় সব কাজে কোনটি ব্যবহার করি? (জ্ঞান)
ক কম্পিউটার ইন্টারনেট গ টেলিফোন ঘ মাল্টিমিডিয়া
২৪. আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির কারণ কোনটি? (অনুধাবন)
ক কম্পিউটার আবিষ্কার খ ল্যাপটপ আবিষ্কার
স্মার্টফোন আবিষ্কার ঘ মডেম আবিষ্কার
২৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কোনটি এখন তরুণদের মধ্যে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে? (উচ্চতর দক্ষতা)
ক রেডিও খ টেলিভিশন স্মার্টফোন ঘ ভিডিও প্রযুক্তি
২৬. তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসকে কী বলে? (জ্ঞান)
ক হাইওয়ে ওয়াই-ফাই গ উইকিলিকস ঘ অপেরা
২৭. ইন্টারনেটের ব্যবহার অগ্রসর হওয়ার সঠিক ধারা কোনটি? (অনুধাবন)
ডেস্কটপ কম্পিউটারল্যাপটপনোটবুক স্মার্ট ফোন
খ ডেস্কটপ কম্পিউটারনোটবুকল্যাপটপস্মার্ট ফোন
গ ডেস্কটপ কম্পিউটারস্মার্টফোনল্যাপটপনোটবুক
ঘ ডেস্কটপ কম্পিউটারস্মার্ট ফোননোটবুকল্যাপটপ
২৮. ডেস্কটপ কম্পিউটার একটু ছোট হয়ে কোন আকার ধারণ করেছে? (্জ্ঞান)
ল্যাপটপ খ নোটবুক গ স্মার্টফোন ঘ ইন্টারনেট
২৯. সবচেয়ে ছোট কোন যন্ত্রটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়? (্জ্ঞান)
ক নোটবুক স্মার্টফোন
গ ডেস্কটপ কম্পিউটার ঘ টেলিফোন
৩০. নিচের কোনটির দাম যেকোনো মানুষের সাধ্যের মধ্যে? (্জ্ঞান)
ক ডেস্কটপ কম্পিউটার খ ল্যাপটপ
স্মার্টফোন ঘ নোটবুক
৩১. আমরা কীভাবে সারাক্ষণ ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে পারি? (অনুধাবন)
ক ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে
খ ল্যাপটপ ব্যবহার করে
গ নোটবুক ব্যবহার করে
স্মার্ট ফোন ব্যবহার করে
৩২. তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে নিচের কোন প্রশ্নটি আজ অবান্তর? (উচ্চতর দক্ষতা)
কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করা যায়?
খ কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করা যায় না?
গ কোন কোন দেশের মানুষ ইন্টারনেট ব্যবহার করে না?
ঘ ইন্টারনেট ব্যবহার করতে কী কী প্রয়োজন?
৩৩. যে সমস্ত দেশ প্রযুক্তিতে এগিয়ে তারা কোনটি ছাড়া এক মুহ‚র্তও চলতে পারে না? (্জ্ঞান)
ক নেটওয়ার্ক ইন্টারনেট
গ ডেস্কটপ কম্পিউটার ঘ ল্যাপটপ
৩৪. ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন কাজটি ভিন্ন? (অনুধাবন)
ক খবরের কাগজ পড়া খ রেডিওতে গান শুনা
গ টেলিভিশনে ছবি দেখা বিশ্রাম নেওয়া
৩৫. আজকাল প্রত্যেকটা খবরের কাগজ কোথায় থাকে? (জ্ঞান)
ক কম্পিউটারে ইন্টারনেটে
গ মোবাইল ফোনে ঘ ল্যাপটপে
৩৬. ইন্টারনেটের খবরের কাগজকে কী বলা হয়? (্জ্ঞান)
ক ই-মেইল অনলাইন পত্রিকা
গ ই-পত্রিকা ঘ খবরের কাগজ
৩৭. অনলাইনে খবরের কাগজ পড়ার সুবিধা কোনটি? (অনুধাবন)
ক যেকোনো দিনের কাগজ পড়া যায়
খ একাধিক বার কাগজ পড়া যায়
সবগুলো খবরের কাগজ পড়া যায়
ঘ দ্রæত খবরের কাগজ পড়া যায়
৩৮. কোনটির মাধ্যমে পথের অবস্থান জানা যায়? (অনুধাবন)
এচঝ খ এচজঝ গ ঊউএঊ ঘ খধঢ়ঃড়ঢ়
৩৯. জিপিএস নিখুঁতভাবে কী বলে দিতে পারে? (জ্ঞান)
ক মানুষের ভবিষ্যৎ পথ-ঘাটের অবস্থান
গ দেহের তাপমাত্রা ঘ গাণিতিক সমাধান
৪০. পথ দেখানোর জন্য গাড়িতে কী লাগানো থাকে? (জ্ঞান)
ক ইপোজ জিপিএস গ এফটিপি ঘ এন্টেনা
৪১. জিপিএসকে কোনটি সংকেত পাঠায়? (উচ্চতর দক্ষতা)
ক চাঁদ খ মঙ্গলগ্রহ কৃত্রিম উপগ্রহ ঘ বুধ গ্রহ
৪২. যেকোনো প্রতিষ্ঠানের অবস্থান জানা যায় কীভাবে? (অনুধাবন)
ক কম্পিউটারের মাধ্যমে খ টেলিফোনের মাধ্যমে
গ ম্যাপের মাধ্যমে স্মার্ট ফোনের মাধ্যমে
৪৩. রুদ্র কুষ্টিয়া চেনে না। কিন্তু সে নিজে ড্রাইভিং করে কুষ্টিয়া আসতে চায়। নিচের কোনটি রুদ্রকে সাহায্য করতে পারে? (প্রয়োগ)
ক কম্পিউটার খ সাধারণ ম্যাপ
গ মোবাইল ফোন জিপিএস
৪৪. এখন সামনাসামনি দেখে কথা বলা যায় কোনটির কারণে? (জ্ঞান)
ইন্টারনেট খ জিপিএস গ ল্যাপটপ ঘ নোটবুক
৪৫. স্মার্টফোনের কারণে আমরা অপরের ছবি দেখতে পারি কোনটির কারণে? (্প্রয়োগ)
বেশি ব্যান্ডউইথের কারণে খ ইন্টারনেটের কারণে
গ ঊউএঊ এর কারণে ঘ ডরগধী এর কারণে
৪৬. ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় নিচের কোন যোগাযোগ মাধ্যমটির ব্যবহার হ্রাস পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক টেলিফোন খ ফ্যাক্স গ মোবাইল চিঠি
৪৭. পৃথিবী থেকে ধীরে ধীরে বইয়ের দোকান ওঠে যাচ্ছে কেন? (অনুধাবন)
ক বইয়ের ব্যবহার কমে যাওয়ায়
খ বইয়ের ব্যবসায় লাভ কম হওয়ায়
ই-বুকে সব বই পাওয়া যাওয়ায়
ঘ বই ব্যবসা আইনগতভাবে অবৈধ করায়
৪৮. সামাজিক নেটওয়ার্ক কোনটি? (জ্ঞান)
ক জি-মেইল খ ইয়াহু-মেইল ফেসবুক ঘ গুগল
৪৯. ইন্টারনেট থেকে কোনো গান বা মুভি ডাউনলোড না করে উপভোগ করা যায় কিসের জন্য? (্জ্ঞান)
ক ল্যাপটপের জন্য খ স্মার্টফোনের জন্য
ব্যান্ডউইথ বেশি হওয়ার কারণে ঘ ব্যান্ডউইথ কম হওয়ার কারণে
৫০. সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেটের ব্যবহার কোনটি? (্জ্ঞান)
ক ই-মেইল সামাজিক নেটওয়ার্ক
গ জিপিএস ঘ ভিডিও দেখা
৫১. সামাজিক নেটওয়ার্ক কোনটি? (্জ্ঞান)
ক জি-মেইল খ ইয়াহু মেইল টুইটার ঘ গুগল
৫২. বর্তমান তরুণ প্রজন্ম কিসে অধিক সময় ব্যয় করে?
ক খেলাধুলায় খ পড়াশোনায় গ গান-বাজনায় ফেসবুকে
৫৩. ইন্টারনেট কোন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে? (জ্ঞান)
ক পড়াশোনায় গেম খেলায় গ গানশুনায় ঘ ছবি দেখায়
৫৪. নিচের কোন কাজটি দিনে দিনে কঠিন হয়ে আসছে? (অনুধাবন)
ক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া
খ ইন্টারনেট নির্ভর যন্ত্রপাতি খুঁজে পাওয়া
গ ইন্টারনেট নির্ভর কাজ খুঁজে পাওয়া
ইন্টারনেট বিচ্ছিন্ন কাজ খুঁজে পাওয়া
৫৫. হারিয়ে যাওয়া বা দীর্ঘদিন না দেখা কোনো বন্ধুর খোঁজ করতে কোন মাধ্যমটি অধিক কার্যকর? (উচ্চতর দক্ষতা)
িি.িভধপবনড়ড়শ.পড়স খ িি.িুড়ঁঃঁনব.পড়স
গ িি.িুধযড়ড়.পড়স ঘ িি.িমড়ড়মষব.পড়স
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৬. স্মার্ট ফোন ব্যবহারের সুবিধা হলো- [জে.বি উচ্চ বিদ্যালয়]
র. এর মাধ্যমে কথা বলা যায়
রর. এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়
ররর. এর মাধ্যমে জিপিআরের ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৭. সামাজিক নেটওয়ার্কে- [বিসিআইসি কলেজ]
র. একে অন্যের সাথে ভাববিনিময় করা যায়
রর. চাকরি খোঁজা যায়
ররর. ছবি, ভিডিও বিনিময় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার করা হয় (অনুধাবন)
র. পড়াশোনার ক্ষেত্রে রর. বিনোদনের ক্ষেত্রে
ররর. গবেষণার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৯. ইন্টারনেট ব্যবহার করা যায় (অনুধাবন)
র. নোটবুকে রর. টেলিফোনে ররর. স্মার্ট ফোনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬০. বর্তমান স্মার্টফোনগুলোতে রয়েছে – (অনুধাবন)
র. জিপিএস রর. এফএম রেডিও
ররর. ভিডিও ক্যামেরা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬১. স্মার্টফোন ব্যবহার করে (অনুধাবন)
র. গান শোনা যায় রর. ছবি তোলা যায়
ররর. ভিডিও দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬২. স্মার্টফোনে অনেক উপকারের মধ্যে আছে (উচ্চতর দক্ষতা)
র. অ্যালার্ম রর. জিপিএস
ররর. সময় ও তারিখ দেখা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬৩. জাবেদের একটি স্মার্ট ফোন আছে। এই একটি মাত্র যন্ত্র দিয়ে সে যে জিনিসগুলোর প্রয়োজন মিটাতে পারবে (প্রয়োগ)
র. রেডিও রর. টেলিফোন
ররর. খবরের কাগজ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬৪. জিপিএস বলে দিতে পারে (অনুধাবন)
র. কোন প্রতিষ্ঠানটি কোথায়
রর. কখন কোন পথে যেতে হবে
ররর. কোন পথে দুর্ঘটনার সম্ভাবনা আছে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬৫. জিপিএস ব্যবহার করা হয় (অনুধাবন)
র. গাড়িতে রর. কম্পিউটারে ররর. স্মার্ট ফোনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬৬. ইন্টারনেট এক বিশাল তথ্যভাণ্ডার। এই ভাণ্ডার থেকে রাকিন নামিয়ে আনতে পারবে (প্রয়োগ)
র. বই রর. গান ররর. চলচ্চিত্র
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬৭. ইন্টারনেটের ব্যান্ডউইথ বেশি হলে (অনুধাবন)
র. সরাসরি গান শোনা যায়
রর. সরাসরি চলচ্চিত্র দেখা যায়
ররর. যার সাথে কথা বলছি তাকে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬৮. একজন মানুষ ইন্টারনেট ব্যবহার করে (অনুধাবন)
র. সিনেমা ডাউনলোড করতে পারে
রর. কোনো তথ্য সার্চ করতে পারে
ররর. চ্যাটিং করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬৯. সামাজিক নেটওয়ার্ক হলো – (অনুধাবন)
র. ফেসবুক রর. টুইটার ররর. ইয়াহু
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭০. সামাজিক নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার করে (অনুধাবন)
র. ভাব বিনিময় করা হয়
রর. ছবি বিনিময় করা হয়
ররর. বিশেষ কোনো বিষয়ে আলোচনা করা হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৭১. আজকের তরুণ প্রজন্ম অতিমাত্রায় সামাজিক নেটওয়ার্কে আসক্ত হয়ে পড়েছে। এ কারণে তাদের যে জিনিসগুলো ভুলে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে (উচ্চতর দক্ষতা)
র. মঞ্চে নাটক দেখা
রর. মুক্ত মাঠে খেলাধুলা করা
ররর. সামনাসামনি বন্ধুদের সাথে কথা বলা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭২ ও ৭৩ নং প্রশ্নের উত্তর দাও :
শেখ মো. রাইয়ান জামান ঠিক করেছে এ বছর জাতীয় গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এজন্য প্রস্তুতিও সে খুব ভালোভাবে নিচ্ছে। সে নতুন নতুন গাণিতিক সমস্যার সমাধান করছে এবং নিজেকে যোগ্য করে তুলছে। এজন্য সে একটি বিশেষ ওয়েবসাইটের সাহায্য নিচ্ছে।
[ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, ঢাকা]
৭২. রাইয়ান যে ওয়েবসাইটের সাহায্য নিচ্ছে তার ঠিকানা কোনটি? (প্রয়োগ)
ক িি.িড়িষভধষঢ়যধ.পড়স খ িি.িড়িষভৎধস.পড়স
িি.িড়িষভৎধসধষঢ়যধ.পড়স ঘ িি.িড়িষভৎধসধষঢ়যধ.রহভ
৭৩. রাইয়ানের প্রস্তুতিকার্যে ওয়েবসাইটটি সাহায্য করছেÑ (উচ্চতর দক্ষতা)
র. গণনার কাজে রর. জব খুঁজতে
ররর. সমস্যা সমাধানের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের লেখাটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সায়মন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথমবার ঢাকায় এসেছে। তাই সে তার স্মার্ট ফোনের একটি বিশেষ টেকনোলজি ব্যবহার করছে।
৭৪. সায়মন যে প্রযুক্তি ব্যবহার করেছে তার নাম কী? [বিসিআইসি কলেজ]
ক ই-বুক খ মোবাইল জিপিএস ঘ জিআইএস
৭৫. সায়মনের ব্যবহৃত প্রযুক্তিটি যে কাজে ব্যবহার করা হয়-
র. পথের নির্দেশনা পেতে
রর. কোনো কিছুর অবস্থান নির্ণয়ে
ররর. কথা বলতে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও :
গত মাসে ফারিয়ার জন্মদিন ছিল। এই উপলক্ষে সে যতগুলো উপহার পেয়েছে তার মধ্যে ছোট মামার দেওয়া উপহারটিই শ্রেষ্ঠ। কারণ উপহারটি তাকে সর্বক্ষণ ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দিয়েছে।
৭৬. ফারিয়ার মামা ফারিয়াকে কী উপহার দিয়েছে? (প্রয়োগ)
ক কম্পিউটার খ ক্যামেরা স্মার্টফোন ঘ ল্যাপটপ
৭৭. উক্ত উপহারটি দিয়ে আরও যেসব কাজ করা সম্ভব (উচ্চতর দক্ষতা)
র. বই পড়া রর. গেমস খেলা
ররর. পথের অবস্থান জানা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও :
মালিহার দাদু গ্রামে থাকেন। নাতনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ে এ নিয়ে তিনি বেশ গর্ববোধ করেন। কিন্তু ঢাকায় বেড়াতে এসে নাতনিকে বইয়ের পরিবর্তে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে তিনি বেশ অবাক হলেন।
৭৮. মালিহার ব্যবহৃত যন্ত্রে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয় কোন পর্যায়ে? (অনুধাবন)
ক প্রথম দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ
৭৯. মালিহা উক্ত যন্ত্র ব্যবহার করে (প্রয়োগ)
র. খবরের কাগজ পড়ে রর. পর্চা সংগ্রহ করে
ররর. বই পড়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
পাঠ-৪৫ : শিক্ষাজীবনে ইন্টারনেটের প্রভাব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮০. শিক্ষার্থীরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান পেতে পারে নিচের কোন ওয়েবসাইটিতে? [বরিশাল শিক্ষক সমিতি]
ক িি.িড়িষভৎধসধষঢ়য.রহভড় িি.িড়িষভৎধসধষঢ়যধ.পড়স
গ িি.িড়িষভৎধস.পড়স ঘ িি.িড়িষধষঢ়যধ.রহভড়
৮১. নিচের কোনটি ব্যবহারে ই-বুক সত্যিকারের বইয়ের মতো পড়া যায়? [বিসিআইসি কলেজ, বরিশাল শিক্ষক সমিতি]
ক রেডিও খ পত্রিকা ট্যাবলেট ঘ কম্পিউটার
৮২. ইন্টারনেটে পাওয়া যায় না কোনটি? [বিসিআইসি কলেজ]
ক তথ্য খ উত্তর গ অর্থ খাদ্য
৮৩. শিক্ষার ক্ষেত্রে কোনটির ব্যাপক প্রভাব রয়েছে? (্জ্ঞান)
ক কম্পিউটার ইন্টারনেট গ মোবাইল ফোন ঘ রেডিও
৮৪. বর্তমানে বই প্রস্তুত করতে কোনটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে? (জ্ঞান)
ক পুরাতন বই খ কম্পিউটার গ ফ্যাক্স ইন্টারনেট
৮৫. প্রথম থেকে দশম শ্রেণির সকল বই কিসের ওয়েবসাইটে রাখা আছে? (জ্ঞান)
ক শিক্ষা মন্ত্রণালয়ের খ শিক্ষা বোর্ডের
এনসিটিবির ঘ কারিগরি বোর্ডের
৮৬. পাবলিক পরীক্ষার ফলাফল সরাসরি কোথা থেকে পাওয়া যায়? (জ্ঞান)
ক কম্পিউটার খ টেলিফোন ইন্টারনেট ঘ নেটওয়ার্ক
৮৭. জেএসসি এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
ক জয়েন্ট স্টক কোম্পানি
জুনিয়র স্কুল সার্টিফিকেট
গ গেøাবাল সার্ভিস কমিশনার
ঘ গেøাবাল সিস্টেম ফর কমিউনিকেশন
৮৮. বিভিন্ন স্কুল কলেজের ভর্তি তথ্য এখন কোথায় পাওয়া যায়? (অনুধাবন)
ক টেলিফোনে খ লিফলেটে গ পাঠ্যপুস্তকে ইন্টারনেটে
৮৯. স্কুল পরিচালনা করার জন্য ব্যবহৃত হতে পারে কোনটি? (জ্ঞান)
ইন্টারনেট খ মোবাইল ফোন
গ ফ্যাক্স জিপিএস ঘ টেলিফোন
৯০. শিক্ষাব্যবস্থা পরিচালনা করা ছাড়াও সরাসরি শিক্ষার ব্যাপারে ভ‚মিকা রয়েছে কোনটির? (জ্ঞান)
ক কম্পিউটার ইন্টারনেট গ মোবাইল ফোন ঘ টেলিফোন
৯১. পাঠ্য বইয়ের কোনো নির্দিষ্ট অংশ বা বিষয় বোঝার জন্য কিসের সাহায্য নেয়া যায়? (জ্ঞান)
ইন্টারনেট খ কম্পিউটার গ টেলিফোন ঘ টেলিভিশন
৯২. ইন্টারনেটে বাংলা তথ্যভাণ্ডারকে সমৃদ্ধ করার কাজ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে খ দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে
গ অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে ঘ অচল অবস্থায় পড়ে আছে
৯৩. পূর্বে ইন্টারনেটে তথ্য খোঁজার ব্যাপারটি কেমন ছিল? (অনুধাবন)
ক অনেক বেশি সময় ব্যয় হতো খ অনেক বেশি অর্থ খরচ হতো
গ অনুসন্ধানকারীকে দক্ষ হতে হতো সবকিছু ইংরেজিতে লিখতে হতো
৯৪. ইন্টারনেটে প্রশ্নের উত্তর খোঁজার সবচেয়ে বড় সুবিধা কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক উত্তরটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে
খ উত্তরটি সবসময় সর্বজন গ্রহণযোগ্য হয়
গ প্রতিটি উত্তরের সাথে প্রমাণ ও ব্যাখ্যা থাকে
উত্তর দেয়ার জন্য কেউ না কেউ সবসময়ই থাকে
৯৫. পিপীলিকা কিসের নাম? (জ্ঞান)
একটি সার্চ ইঞ্জিনের খ একটি ব্রাউজারের
গ একটি ফন্টের ঘ একটি ইন্টারনেটের
৯৬. কোন ধরনের শিক্ষায় নানা ধরনের পরীক্ষা করতে হয়? (জ্ঞান)
ঘ ধর্মীয় বিজ্ঞান গ ব্যবসায় ঘ ভোকেশনাল
৯৭. ইন্টারনেটে দেয়া চমকপ্রদ কোর্সগুলো কারা করতে পারে? (জ্ঞান)
ক শিশু-কিশোররা খ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা
গ কর্মজীবীরা যে কেউ
৯৮. ইন্টারনেটের সুবিধা এখন কোন পর্যন্ত বিস্তৃত? (জ্ঞান)
ক নিজ ঘর খ সারা দেশ গ সারা বিশ্ব মহাকাশ
৯৯. ছাপা বইয়ের স্থান কে দখল করে নিচ্ছে? (জ্ঞান)
ক হাতে লেখা নোট খ দক্ষ শিক্ষক
ই-বুক ঘ ই-পর্চা
১০০. ই-বুকগুলো কীভাবে পড়া যায়? (অনুধাবন)
ই-বুক রিডারে ডাউনলোড করে খ টেলিভিশনের মাধ্যমে
গ টেলিফোনের মাধ্যমে ঘ সার্চ ইঞ্জিনের মাধ্যমে
১০১. ইন্টারনেটের কারণে কোন অসম্ভব কাজটি সম্ভব হয়েছে? (অনুধাবন)
ক ছাত্রছাত্রীদের ক্লাসরুমে সীমাবদ্ধ রাখা
খ ছাত্রছাত্রীদের অধিক বই পাঠে অভ্যস্ত করা
আস্ত একটা লাইব্রেরি পকেটে নিয়ে ঘোরা
ঘ দেশি-বিদেশি বই সংগ্রহ ও সংরক্ষণ করা
১০২. বিশ্বের সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা জ্ঞান ভাণ্ডার কোথায় রয়েছে? (জ্ঞান)
ক বিশ্ব সাহিত্য কেন্দ্রে খ এনসাইক্লোপিডিয়ায়
ইন্টারনেটে ঘ মহাকাশে
১০৩. ছাত্রছাত্রীদের অনুরোধে মহাকাশযাত্রীরা কোন পরিবেশে পরীক্ষা করে দেখান? (জ্ঞান)
ক প্রাকৃতিক খ কৃত্রিম গ বায়ুশূন্য ভরশূন্য
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৪. ইন্টারনেট থেকে তথ্য খোঁজার সাইট
[জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সিলেট]
র. গুগল রর. পিপীলিকা ররর. বিডিজবস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১০৫. ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকে-
[শহীদ আলী আহাম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা]
র. শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, পরিবহন তথ্য
রর. সরকার ও সরকার পদ্ধতি তথ্য
ররর. রাজনৈতিক হালচালের তথ্য
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ র ও ররর র, রর ও ররর
১০৬. সামাজিক যোগাযোগের মাধ্যম কোনটি? [নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
র. ংশুঢ়ব রর. মড়ড়মষব ররর. ুধযড়ড়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর র ও ররর ঘ র, রর ও ররর
১০৭. তথ্য প্রযুক্তির কল্যাণে- [সাতক্ষীরা সদর থানা সমিতি]
র. তথ্য জানা যায় রর. জীবনকে সহজ করা যায়
ররর. সময় বাঁচানো যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১০৮. ইন্টারনেট ব্যবহারে চ্যাট করা যায়- [সাতক্ষীরা সদর থানা সমিতি]
র. ই-মেইলে রর. ফেসবুকে ররর. গুগলে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৯. ইয়াহুর ওয়েব অ্যাড্রেসে যাওয়ার জন্য টাইপ করতে হয় –
[গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া]
র. যঃঃঢ়://িি.িুধযড়ড়.পড়স রর. িি.িুধযড়ড়.পড়স
ররর. িি.িুধযড়ড়.ড়ৎম.পড়স
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১০. শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা হয় (অনুধাবন)
র. ই-বুক সুবিধা প্রদানে রর. পরীক্ষার ফলাফল প্রকাশে
ররর. ভর্তির তথ্যাদি সরবরাহে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১১. পাবলিক পরীক্ষার ফলাফল জানা সম্ভব (অনুধাবন)
র. ইন্টারনেটের সংযোগসহ টেলিফোনের মাধ্যমে
রর. ইন্টারনেটের সংযোগসহ স্মার্টফোনের মাধ্যমে
ররর. ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১১২. ইন্টারনেট ব্যবহার করে আমরা (অনুধাবন)
র. বিভিন্ন চমকপ্রদ কোর্সে অংশ নিতে পারি
রর. মহাকাশযাত্রীদের কোনো পরীক্ষা দেখাতে অনুরোধ করতে পারি
ররর. আস্ত একটা লাইব্রেরি পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পারি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১৩. ইন্টারনেটে তথ্য খোঁজার ক্ষেত্রে সজিবকে প্রয়োজনীয় লেখালেখি করতে হয়। এরূপ লেখালেখিতে সে ব্যবহার করে (প্রয়োগ)
র. বাংলা ভাষা
রর. ইংরেজি ভাষা
ররর. চাইনিজ ভাষা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৪. ইন্টারনেট ব্যবহার করলে ছাত্রছাত্রীদের (অনুধাবন)
র. বিশ্বে সীমাবদ্ধ থাকতে হবে না
রর. ক্লাসরুমে সীমাবদ্ধ থাকতে হবে না
ররর. স্কুলের শিক্ষকদের মাঝে সীমাবদ্ধ থাকতে হবে না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১৫. আমাদের দেশে ইন্টারনেটের বড় ভ‚মিকা রয়েছে (উচ্চতর দক্ষতা)
র. সরাসরি শিক্ষার ক্ষেত্রে
রর. শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে
ররর. শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৬. পাঠ্যবইয়ের কোনো নির্দিষ্ট বিষয় বুঝার ক্ষেত্রে শীলা ইন্টারনেট ব্যবহার করতে চায়। এক্ষেত্রে সে যে ধরনের সাহায্য পেতে পারে (প্রয়োগ)
র. সেই বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য
রর. সেই বিষয় সম্পর্কিত প্রশ্নের এক বা একাধিক উত্তর
ররর. সেই বিষয়ের লেখকের সাথে আলোচনায় বসার সুযোগ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৭ ও ১১৮ নং প্রশ্নের উত্তর দাও :
সুমির বাংলা বইটা হারিয়ে যাওয়ায় তার খুব মন খারাপ। মন খারাপ দেখে তার মা ইন্টারনেট থেকে অষ্টম শ্রেণির বাংলা বই ডাউনলোড করে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে নিল। তারপর পৃষ্ঠাগুলো বাঁধাই করে সুমিকে একটা গণিত বই বানিয়ে দিল।
১১৭. সুমির মা কোথা থেকে বাংলা বইটি ডাউনলোড করল? (প্রয়োগ)
ক শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট খ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট
এনসিটিবির ওয়েবসাইট ঘ কারিগরি বোর্ডের ওয়েবসাইট
১১৮. উক্ত ওয়েবসাইটে ই-বুক আকারে সংরক্ষিত আছে (উচ্চতর দক্ষতা)
র. স্কুল পর্যায়ের সকল পাঠ্যবই
রর. মাদ্রাসা পর্যায়ের সকল পাঠ্যবই
ররর. কলেজ পর্যায়ের সকল পাঠ্যবই
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও :
বশির এ বছর রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। সে আশা করছে গোল্ডেন এ প্লাস পাবে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ল’ পড়তে আগ্রহী।
১১৯. ভর্তি প্রক্রিয়ায় সে নিচের কোনটির সাহায্য নিতে পারবে? (প্রয়োগ)
ক টেলিফোন খ ফ্যাক্স ইন্টারনেট ঘ জিপিএস
১২০. উক্ত মাধ্যমটি ব্যবহার করলে তার সময়, শ্রম এবং অর্থ সাশ্রয় হবে। কারণ (উচ্চতর দক্ষতা)
র. সে ঘরে বসেই ভর্তির তথ্যাদি জানতে পারবে
রর. তাকে ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসতে হবে না
ররর. ভর্তি পরীক্ষার ফলাফল সে ইন্টারনেটে পেয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র,রর ও ররর
পাঠ-৪৬ : দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভ‚মিকা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২১. বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান পাওয়া যায় নিচের কোন ওয়েবসাইটে? [বিসিআইসি কলেজ]
ওলফ্রামআলফা খ বিডি জবস
গ মাইটিউন ঘ মাইসার্চ
১২২. ইন্টারনেটে তথ্য কীভাবে থাকে? (অনুধাবন)
ক পর্যায়ক্রমে সাজানো খ নির্দিষ্ট নিয়মে গুছানো
গ ধারাবাহিকভাবে সাজানো ছড়িয়ে ছিটিয়ে এলোমেলোভাবে
১২৩. দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার কোনটি? (জ্ঞান)
ক কম্পিউটার খ ইন্টারনেট গ উপাত্ত তথ্য
১২৪. কোথা থেকে তথ্য সংগ্রহ করে সহজেই বিভিন্ন সমস্যার সমাধান করা যায়? (জ্ঞান)
ক টেলিকমিউনিকেশন খ মোবাইল ফোন
ইন্টারনেট ঘ খবরের কাগজ
১২৫. গুগল কী? (জ্ঞান)
একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন খ একটি জনপ্রিয় সফটওয়্যার
গ একটি জনপ্রিয় সাপোর্ট সেন্টার ঘ একটি জনপ্রিয় ইন্টারনেট প্যাকেজ
১২৬. বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? (জ্ঞান)
ক বিডিজবস খ মাইসার্চ গুগল ঘ স্কাইপ
১২৭. বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিনের অন্যতম কোনটি? (্জ্ঞান)
ক ইয়াহু খ জি-মেইল গুগল ঘ হট-মেইল
১২৮. বাংলা বা ইংরেজিতে কোন সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খুঁজে বের করা যায়? (্জ্ঞান)
ক ইয়াহু গুগল গ জি-মেইল ঘ হট-মেইল
১২৯. পিপীলিকা সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা কোনটি? (অনুধাবন)
ক এটি দ্রæত কাজ করে
এর মাধ্যমে বাংলাতে তথ্য খোঁজা যায়
গ এর মাধ্যমে যেকোনো তথ্য খোঁজা যায়
ঘ এর মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করা যায়
১৩০. শিক্ষাবিষয়ক প্রায় সকল ধরনের সহায়ক তথ্য কোথায় যায়? (জ্ঞান)
ক মোবাইল ফোনে খ টেলিফোনে
ইন্টারনেটে ঘ টেলিভিশনে
১৩১. শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে কোথায়? (জ্ঞান)
ক নেটওয়ার্কে ইন্টারনেটে
গ টেলিভিশনে ঘ মোবাইল কমিউনিকেশনে
১৩২. ওলফ্রামআলফা কী? (জ্ঞান)
ক একটি জনপ্রিয় সফটওয়্যার খ একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন
একটি বিশেষ ওয়েবসাইট ঘ একটি বিশেষ ইন্টারনেট প্যাকেটে
১৩৩. ওলফ্রামআলফা ওয়েবসাটইটে কী ধরনের কাজ করার ব্যবস্থা আছে? (জ্ঞান)
ক বাংলার গণনার গ গবেষণার ঘ প্রকাশনার
১৩৪. শিক্ষা সংক্রান্ত একটি বিশেষ ওয়েবসাইট কোনটি? (্জ্ঞান)
িি.িড়িষভৎধসধষঢ়যধ.পড়স
খ িি.িমড়ড়মষব.পড়স
গ িি.িফড়রহম.পড়স
ঘ িি.িঢ়রঢ়রষরশধ.পড়স
১৩৫. পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও রবি কোম্পানির অনেকগুলো ইন্টারনেট সাপোর্ট সেন্টার আছে। এই সাপোর্ট সেন্টারগুলো আসলে কী? (প্রয়োগ)
ক একটি ইন্টারনেট নির্ভর ক্ষণস্থায়ী বাজার
খ একটি ইন্টারনেট ভিত্তিক চিকিৎসা কেন্দ্র
গ একটি ইন্টারনেট ভিত্তিক বিক্রয় কেন্দ্র
একটি ইন্টারনেট ভিত্তিক সহায়তা কেন্দ্র
১৩৬. শিশু কিশোরদের কী ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের সহজাত প্রবৃত্তি তৈরি হচ্ছে? (জ্ঞান)
ক মোবাইল খ টেলিফোন ইন্টারনেট ঘ টেলিভিশন
১৩৭. কোন খেলার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়? (জ্ঞান)
ক ফুটবল খ ক্রিকেট গ ভলিবল ইন্টারনেট গেম
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৮. শাকিলা ইন্টারনেট থেকে কিছু প্রয়োজনীয় বিষয়ে তথ্য সংগ্রহ করতে চায়। এ ক্ষেত্রে সে যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবে (প্রয়োগ)
র. শিক্ষা
রর. পরিবহন
ররর. রাজনৈতিক হালচাল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩৯. ইন্টারনেট থেকে তথ্য খোঁজার ক্ষেত্রে মতিন গুগল নামক সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে। এ কারণে সে তথ্য খুঁজতে পারে (প্রয়োগ)
র. বাংলা ভাষায় রর. ইংরেজি ভাষায়
ররর. চাইনিজ ভাষায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪০. সাব্বির ইন্টারনেট থেকে বাংলায় লেখা কিছু তথ্য সংগ্রহ করবে। এ কাজে সে যে সার্চ ইঞ্জিনগুলো সাহায্য করে নিতে পারবে (প্রয়োগ)
র. গুগল রর. পিপীলিকা
ররর. ওলফ্রামআলফা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪১. ওলফ্রামআলফা ব্যবহারের সুবিধা হলো (অনুধাবন)
র. এখানে বাংলা ভাষায় তথ্য খোঁজা যায়
রর. এখানে বিভিন্ন গণনার কাজ করার ব্যবস্থা আছে
ররর. এখানে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৪২. ইন্টারনেটের বাহাদুরি হচ্ছে (অনুধাবন)
র. এটি তথ্য প্রাপ্তিতে সহায়তা করে
রর. এটি তথ্য প্রকাশে সহায়তা করে
ররর. এটি সর্বদা সঠিক তথ্য সরবরাহ করে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৩. আমরা আমাদের সমস্যা সমাধানের অভিজ্ঞতা প্রকাশ করতে পারি (প্রয়োগ)
র. বøগে রর. ফেসবুকে ররর. নিজেদের ওয়েবসাইটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৪ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
নয়নের একটি স্মার্ট ফোন আছে। এটি ব্যবহার করে সে নিজেকে সর্বক্ষণ ইন্টারনেটের সাথে যুক্ত রাখে। পড়াশোনা, বিনোদন, সমস্যা সমাধান সকল ক্ষেত্রেই সে ইন্টারনেট ব্যবহার করে।
১৪৪. নয়ন তার যন্ত্রটি ব্যবহার করতে পারবে (প্রয়োগ)
র. ট্রেন বা বিমানের টিকিট কাটতে
রর. হাসপাতালের এম্বুলেন্স সার্ভিস পেতে
ররর. তার পাবলিক পরীক্ষার ফলাফল জানতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৪৫. সমস্যা সমাধানের জন্য নয়ন তার ব্যবহৃত ব্যবস্থা থেকে কী পায়? (উচ্চতর দক্ষতা)
ক পথ তথ্য গ সমাধান ঘ সাহস
পাঠ-৪৭ থেকে ৬৯ : ই-মেইল
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৬. ই-মেইলের নিরাপত্তা রক্ষায় কী প্রদান করতে হয়?
[জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, সিলেট]
ক ঊ-সধরষ ঘধসব খ ঊ-সধরষ ওউ
চধংংড়িৎফ ঘ খড়পশবফ ওউ
১৪৭. ই-মেইল আইডি এর দৈর্ঘ্য কত বর্ণের হয়?
[মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
ক ৪-৬ খ ৬-১৮ ৪-৩২ ঘ ৮-৩২
১৪৮. ই-মেইল পাসওয়ার্ড এর দৈর্ঘ্য কত বর্ণের হয়?
[মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
ক ৮-১৬ খ ৬-১৮ ৬-৩২ ঘ ৮-৩২
১৪৯. ংৎুধসধহ ২০০৭@ুধযড়ড়.পড়স ই-মেইল এ্যাড্রেস কয়টি অংশে বিভক্ত? [ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
২ খ ৩ গ ৪ ঘ ৫
১৫০. নিচের কোনটি সুরক্ষিত পাসওয়ার্ড? [মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক অইঈউ খ ১২৩
ঝৎধঅ১২৩ই৪৫ ঈ৩উ ঘ ২১৩০
১৫১. ই-মেইলে প্রবেশের সময় ই-মেইল ঠিকানা টাইপ করার পর কী প্রদান করতে হয়? [খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক নাম পাসওয়ার্ড
গ বাড়ির ঠিকানা ঘ প্রাপকের ই-মেইল ঠিকানা
১৫২. ই-মেইলের সাথে কোনো ফাইল সংযুক্ত করে পাঠাতে চাইলে কোনটির উপর ক্লিক করতে হয়? [গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া]
ক ধফফ খ ওহংবৎঃ অঃঃধপয ঘ চধংঃব
১৫৩. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানোকে কী বলে? [গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া]
ই-মেইল খ ল্যান গ ইন্টারনেট ঘ নেটওয়ার্ক
১৫৪. মেইল বক্স কোনটি? [বিজিএফএসসি]
ওহনড়ী খ ঙঁঃনড়ী গ ঝঢ়ধস ঘ ঝবহঃ
১৫৫. ই-মেইল সেবাদানকারী সাইটে প্রবেশের পর ই-মেইল খুলতে কোন অপশনটিতে প্রবেশ করতে হবে? [অনুধাবন]
সাইন আপ খ সাইন ইন গ লগ ইন ঘ লগ আউট
১৫৬. ই-মেইল পাঠাতে হলে কয়টি ধাপ অতিক্রম করতে হবে?
[জে.বি উচ্চ বিদ্যালয়]
ক তিনটি খ দুটি ছয়টি ঘ একটি
১৫৭. তথ্য প্রকাশে সহায়তা করে কোন মাধ্যমটি? [জে.বি উচ্চ বিদ্যালয়]
ইন্টারনেট খ খঅঘ গ মোবাইল ঘ গঅঘ
১৫৮. অত্যন্ত দ্রæতগতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায় –
[লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়]
ক চিঠি খ ডাক ই-মেইল ঘ কুরিয়ার
১৫৯. তথ্যের আদান-প্রদানকে কী বলে? [রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ]
ক মতামত খ প্রযুক্তি ই-মেইল ঘ যোগাযোগ
১৬০. ই-মেইল গ্রহণের জন্য কোন যন্ত্রটি খোলা থাকার প্রয়োজন নেই?
[সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক মডেম খ ল্যানকার্ড গ হাব আইসিটি যন্ত্র
১৬১. কোনো ঠিকানা থেকে ই-মেইল এলে তা কোথায় জমা হয়?
[বিসিআইসি কলেজ]
ক আউট বক্সে খ স্প্যামে মেইল বক্সে ঘ ঃৎধংঃ-এ
১৬২. কিসের মাধ্যমে আমরা লেখা বা ছবি অন্যত্র পাঠাতে পারি? (জ্ঞান)
ক টেলিফোন খ ই-পর্চা ই-মেইল ঘ ই-কমার্স
১৬৩. ই-মেইলের মাধ্যমে আমরা কোনো তথ্যকে অন্য যেকোনো ই-মেইল ঠিকানায় কীভাবে পাঠাতে পারি? (জ্ঞান)
ক ম্যানুয়্যালি ইলেকট্রনিকভাবে
গ ডাকযোগে ঘ কবুতরের সাহায্যে
১৬৪. কোনো ঠিকানা থেকে ই-মেইল এলে তা কোথায় জমা থাকে? (জ্ঞান)
ক ডাকবাক্সে খ রিসিভশনে
গ ফ্যাক্স মেশিনে মেইল বক্সে
১৬৫. ই-মেইলের মাধ্যমে লেখা বা ছবি কোন ঠিকানায় পাঠানো যায়? (জ্ঞান)
ক স্থায়ী ঠিকানায় খ বর্তমান ঠিকানায়
ই-মেইল ঠিকানায় ঘ প্রতিষ্ঠানের ঠিকানায়
১৬৬. মেইল বক্স থেকে ই-মেইল পড়ার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
ক সাথে সাথে খুলে পড়তে হয় খ নির্দিষ্ট সময়ে খুলে পড়তে হয়
যেকোনো সময় খুলে পড়া যায় ঘ যে কেউ খুলে পড়তে পারে
১৬৭. ই-মেইল গ্রহণের ক্ষেত্রে কোন যন্ত্রটি খোলা রাখা নি®প্রয়োজন? (জ্ঞান)
ক মডেম খ ল্যানকার্ড গ হাব আইসিটি যন্ত্র
১৬৮. ই-মেইল ঠিকানা খুলে ই- মেইল পাঠানো কিরূপ কাজ? (জ্ঞান)
খুবই সহজ খ খুবই জটিল
গ খুবই ব্যয়বহুল ঘ আইন বিরোধী
১৬৯. ই-মেইল খোলার জন্য প্রয়োজন কোনটি? (অনুধাবন)
ক ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি কম্পিউটার
খ ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি মোবাইল
গ ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি মোবাইল
ইন্টারনেটের সাথে সংযুক্ত একটি আইসিটি যন্ত্র
১৭০. আজকালকার দিনের সকল স্মার্টফোনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
ইন্টারনেট ব্রাউজ করা যায় খ কলদাতার ছবি দেখা যায়
গ মডেম ব্যবহার করা যায় ঘ ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ
১৭১. বর্তমানে কোনটি ছাড়া বৈদেশিক ব্যবসার কথা চিন্তা করাও অসম্ভব? (জ্ঞান)
ক পত্রিকা ই-মেইল গ স্মার্টফোন ঘ টেলিফোন
১৭২. ই-মেইলের মাধ্যমে একটি চিঠি একই সাথে কয়জনকে পাঠানো যায়? (জ্ঞান)
ক একজনকে খ দুইজনকে গ তিনজনকে অনেককে
১৭৩. ই-মেইল বক্সে কোনো সন্দেহজনক ই-মেইল দেখতে পেলে তা কখনই খোলা উচিত নয় কেন? (অনুধাবন)
ক ই-মেইল গ্রহীতার গোপনীয়তা ফাঁস হতে পারে
খ অন্যান্য ই-মেইলগুলো মুছে যেতে পারে
আইসিটি যন্ত্রটি ভাইরাস আক্রান্ত হতে পারে
ঘ ই-মেইল ঠিকানাটি বন্ধ হয়ে যেতে পারে
১৭৪. ই-মেইল ঠিকানা খোলার প্রথম কাজ কোনটি? (জ্ঞান)
ই-মেইল খোলায় সাইট ঠিক করা
খ ইন্টারনেট সংযুক্ত আইসিটি যন্ত্র ক্রয় করা
গ ই-মেইল খোলার প্রশিক্ষণ গ্রহণ করা
ঘ স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজ করতে শেখা
১৭৫. সাজ্জাদের ইন্টারনেট সংযুক্ত একটি আইসিটি যন্ত্র আছে। উক্ত যন্ত্র ব্যবহার করে ই-মেইল ঠিকানা খুলতে তার কত টাকা খরচ হবে? (প্রয়োগ)
ক ১০ খ ১০০
গ ৫০০ কোনো খরচ হবে না
১৭৬. ডরহফড়ংি খরাব কোন ধরনের সার্ভিস? (জ্ঞান)
ক অপারেটিং মেইল সার্ভিস গ গুগল সার্ভিস ঘ ব্রাউজার
১৭৭. যেকোনো ওয়েবসাইটে নতুন ই-মেইল ঠিকানা খুলতে কী করতে হয়? (জ্ঞান)
ঝরমহ ঁঢ় খ ঝরমহ ড়ঁঃ গ অপপড়ঁহঃ ড়হ ঘ অপপড়ঁহঃ ড়ভভ
১৭৮. ই-মেইল অ্যাকাউন্ট খোলার জন্য সাইটটির নির্দেশনা অনুসরণ করে সবশেষে কোনটির ওপর ক্লিক করতে হয়? (জ্ঞান)
ক ওউ খ চধংংড়িৎফ
ঈৎবধঃ অপপড়ঁহঃ ঘ ঝরমহ ঁঢ়
১৭৯. ই-মেইল আইডি এবং পাসওয়ার্ডে গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন কেন? (অনুধাবন)
ক যাতে কোনো অবৈধ মেইল আসতে না পারে
খ যাতে বিনা অনুমতিতে কেউ মেইল পাঠাতে না পারে
যাতে অন্য কেউ একাউন্টে প্রবেশ করতে না পারে
ঘ যাতে যার মেইল সে সবার আগে পড়তে পারে
১৮০. আরিফা ইয়াহুতে তার ই-মেইল একাউন্ট খুলতে চায়। এজন্য তাকে প্রথম কী করতে হবে? (প্রয়োগ)
ক ফরম পূরণ করতে হবে
ইয়াহু ওয়েব ঠিকানায় যেতে হবে
গ গধরষ লেখার উপর ক্লিক করতে হবে
ঘ ঈৎবধঃব ঘবি অপপড়ঁহঃ কমান্ড দিতে হবে
১৮১. ণধযড়ড় তে ই-মেইল ঠিকানা খুলতে কোন ভাষাটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক বাংলা ইংরেজি গ জার্মান ঘ উর্দু
১৮২. আইডি লেখার সঠিক নিয়ম কোনটি? (অনুধাবন)
ক আইডিটি জটিল এবং দীর্ঘ হবে
বর্ণ দিয়ে আইডি লেখা শুরু করতে হবে
গ সংখ্যা দিয়ে আইডি লেখা শুরু করতে হবে
ঘ আইডি লেখায় ছয়ের অধিক অক্ষর থাকবে
১৮৩. নীতু তার পাসওয়ার্ডকে সুরক্ষিত করতে চায়। এজন্য সে তার পাসওয়ার্ডে নিচের কোনটি ব্যবহার করবে? (প্রয়োগ)
ক শুধু বর্ণ খ শুধু সংখ্যা
গ বড় হাতের অক্ষর বিশেষ ক্যারেকটার
১৮৪. সোহাগ তার বন্ধুকে একটি ই-মেইল পাঠাতে চায়। এজন্য তার কোন জিনিসটি থাকা নি®প্রয়োজন? (প্রয়োগ)
ক আইসিটি যন্ত্র প্রিন্টার
গ ইন্টারনেট সংযোগ ঘ ই-মেইল ঠিকানা
১৮৫. শাহীন তার ই-মেইল একাউন্ট ব্যবহার করে তার বন্ধুকে কিছু তথ্য পাঠাতে চায়। ই-মেইল একাউন্ট-এ লেখার জন্য সাদা পাতা পেতে সে কোথায় ক্লিক করবে? (প্রয়োগ)
ঈড়সঢ়ড়ংব খ ঝবহফ গ গড়াব ঘ অপঃরড়হ
১৮৬. ঋতু তার স্মার্টফোন ব্যবহার করে ইয়াহুতে একটি-ই-মেইল ঠিকানা খুলল। বন্ধুদের ই-মেইল পাঠাতে ঋতুর এখন আর কী প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
ক একটি কম্পিউটার খ একটি মডেম
গ বন্ধুদের অনুমতি বন্ধুদের ই-মেইল ঠিকানা
১৮৭. ই-মেইল পাঠানোর ক্ষেত্রে সর্ব প্রথম কোন কাজটি করতে হয়? (অনুধাবন)
ক মাউস দিয়ে ক্লিক করে মেইল ঠিকানায় যেতে হয়
ইন্টারনেট ব্রাউজার চালু করে ই-মেইল সার্ভিস সাইটে যেতে হয়
গ ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড চালু করতে হয়
ঘ ঈড়সঢ়ড়ংব এর ওপর ক্লিক করতে হয়
১৮৮. কখন পাসওয়ার্ড প্রয়োজন হয়? (অনুধাবন)
ক ই-মেইল পড়ার সময়
খ ই-মেইল লেখার সময়
গ ই-মেইল প্রেরণের সময়
ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশের সময়
১৮৯. সুমন তার ই-মেইলের সাথে একটি ফাইল সংযুক্ত করে পাঠাতে চায়। এজন্য তাকে কোনটির উপর মাউস রেখে ক্লিক করতে হবে? (প্রয়োগ)
ক অফফ খ ঈড়সঢ়ড়ংব অঃঃধপয ঘ চধংঃব
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯০. ই-মেইল যেমন পড়া যায় তেমনি- [জে.বি উচ্চ বিদ্যালয়, বিজিএফএসসি]
র. পাঠানোও যায় রর. মুছে ফেলা যায়
ররর. জমা রাখা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯১. ই-মেইল ঠিকানা খোলা যায় – [বিসিআইসি কলেজ]
র. বিনামূল্যে রর. টেলিফোনে
ররর. সামান্য প্রশিক্ষণেই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯২. ই-মেইলের মাধ্যমে পাঠানো যায়- [লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়]
র. লেখা রর. ছবি ররর. ফাইল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯৩. ই-মেইল কথাটির মানে হলো (অনুধাবন)
র. ইলেকট্রনিক চিঠি রর. ইলেকট্রনিক মেইল
ররর. ইমার্জেন্সি মেইল
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৪. প্রত্যেকটি ই-মেইল অ্যাকাউন্টের জন্য থাকে (অনুধাবন)
র. একটি মেইল অ্যাড্রেস রর. একটি মেইল বক্স
ররর. একটি করে মেইল
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৫. শামীমার ইয়াহুতে একটি ই-মেইল ঠিকানা আছে। সে তার এই ই-মেইল ঠিকানা ব্যবহার করে তার বন্ধুর ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবে (প্রয়োগ)
র. লেখা রর. ছবি
ররর. ভিডিও
নিচের কোনটি সঠিক?
ক রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯৬. নিলিমার জন্মদিনে তার বড় মামা তাকে একটি স্মার্টফোন উপহার দিল। এই উপহারটি ব্যবহার করে সে যেসব কাজ করতে পারবে (প্রয়োগ)
র. ইন্টারনেট ব্রাউজ রর. ই-মেইল পাঠানো
ররর. ই-মেইল পড়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯৭. ই-মেইল পাঠানোর ক্ষেত্রে যে তথ্যগুলো সত্য (অনুধাবন)
র. যে কোনো সময় ই-মেইল পাঠানো যায়
রর. একই ই-মেইল একই সাথে অনেককে পাঠানো যায়
ররর. গোপনীয়তা বজায় রেখে ই-মেইল পাঠানো যায় না
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৮. ই-মেইলের সাথে যুক্ত করে পাঠানো যায় (অনুধাবন)
র. ছবি রর. ওয়ার্ড ডকুমেন্ট ররর. এক্সেল ফাইল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯৯. বাবুল তার ই-মেইল ঠিকানা খুলতে পারবে (প্রয়োগ)
র. ইয়াহু-মেইল সার্ভিসে রর. আলো-মেইল সার্ভিসে
ররর. জি-মেইল সার্ভিসে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২০০. ই-মেইল খুলতে প্রয়োজন হবে (প্রয়োগ)
র. ইপোজ রর. আইসিটি যন্ত্র
ররর. ইন্টারনেট সংযোগ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২০১. সেতু ইয়াহুতে তার একটি ই- মেইল একাউন্ট খুলতে চায়। এজন্য মেইল খোলার ফরমে তাকে যে তথ্যগুলো টাইপ করতে হবে (প্রয়োগ)
র. তার নাম রর. তার শিক্ষাগত যোগ্যতা
ররর. সে যে দেশের বাসিন্দা তার নাম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০২. ই-মেইল আইডি লিখার সময় লক্ষণীয় হলো (অনুধাবন)
র. আইডিটি যেন সহজ-সরল ও বোধগম্য হয়
রর. আইডির দৈঘ্য যেন ৪ থেকে ৩২ অক্ষরের মধ্যে হয়
ররর. আইডিটি যেন কোনো ব্যক্তি বা জায়গার নামে না হয়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৩. সেলিনা জি-মেইল সার্ভিসে তার একটি ই-মেইল একাউন্ট খোলার জন্য ফরম পূরণ করছে। ই-মেইল আইডি লিখতে সে ব্যবহার করতে পারবে (প্রয়োগ)
র. বর্ণ রর. সংখ্যা
ররর. আন্ডার স্কোর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২০৪. ই-মেইল পাসওয়ার্ড লেখার সঠিক নিয়ম হলো (অনুধাবন)
র. ৬ থেকে ৩২টি অক্ষর ব্যবহার করা
রর. কোনো ব্যক্তি বা জায়গার নাম ব্যবহার করা
ররর. ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষরের মিশ্রণ ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৫. ই-মেইল পাসওয়ার্ডকে সুরক্ষিত করার উপায় হলো (অনুধাবন)
র. পাসওয়ার্ড বর্ণ ও সংখ্যার মিশ্রণে লেখা
রর. পাসওয়ার্ড লিখতে বিশেষ ক্যারেকটার ব্যবহার করা
ররর. পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরের মিশ্রণ ঘটানো
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২০৬. ই-মেইল পাঠাতে আমাদের অবশ্যই প্রয়োজন হবে (অনুধাবন)
র. কম্পিউটার বা আইসিটি যন্ত্র রর. ইন্টারনেট সংযোগ
ররর. ই-মেইল ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২০৭. ই-মেইলের সাথে একটি ফাইল এটাচ হতে কত সময় লাগবে তা নির্ভর করে (অনুধাবন)
র. ফাইলের আকারের ওপর
রর. ইন্টারনেট কানেকশনের গতির ওপর
ররর. ই-মেইলটি কত দূরে পাঠানো হবে তার ওপর
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘর, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের লেখাটি পড়ে ২০৮ ও ২০৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রহিম ইন্টারনেট ওপেন করে জিমেইলের ওয়েব মেইল ঠিকানায় গেল। সেখানে ঈৎবধঃব হবি ধপপড়ঁহঃ-এ ক্লিক করে ফর্মটি পূরণ করল।
[এস.ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
২০৮. রহিমের আইডেনটিটি বহন করবে কোনটি?
ই-মেইল ঠিকানা খ ই-মেইল
গ ইন্টারনেট ঘ মোবাইল নম্বর
২০৯. ফর্মে যে যে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে-
র. রহিমের নাম রর. রহিমের জন্মদিন
ররর. রহিমের জেন্ডার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১০ ও ২১১ নং প্রশ্নের উত্তর দাও :
শীতকালীন ছুটিতে মিতু তার মামার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে একশরও বেশি ছবি তুলল। এ কথা টেলিফোনে লাবণ্যকে জানালে সে ছবিগুলো মিতুকে ই-মেইল করতে বলে।
২১০. ছবিগুলো ই-মেইল করতে মিতুর প্রয়োজন (প্রয়োগ)
র. আইসিটি যন্ত্র
রর. ইন্টারনেট সংযোগ
ররর. লাবণ্যের ই-মেইল ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২১১. মিতু তার ল্যাপটপে তার ইয়াহু একাউন্টটি খোলে লাবন্যকে একটি মেইল লিখে ছবিগুলো এটাচ দেয়া মাত্রই সবগুলো ছবি এটাচ হয়ে গেল। এটা কী নির্দেশ করে? (উচ্চতর দক্ষতা)
ক মিতু-ই-মেইল লেখায় পারদর্শী
খ মিতু-ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষ
গ মিতুর ল্যাপটপটি দ্রæত গতিসম্পন্ন
মিতুর ইন্টারনেট কানেকশনের গতি ভালো
২১২. ইন্টারনেট ব্যবহার করে আমরা (অনুধাবন)
র. বিভিন্ন চমকপ্রদ কোর্সে অংশ নিতে পারি
রর. মহাকাশযাত্রীদের কোনো পরীক্ষা দেখাতে অনুরোধ করতে পারি
ররর. আস্ত একটা লাইব্রেরি পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পারি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২১৩. সাব্বির ইন্টারনেট থেকে বাংলায় লেখা কিছু তথ্য সংগ্রহ করবে। এ কাজে সে যে সার্চ ইঞ্জিনগুলো সাহায্য করে নিতে পারবে (প্রয়োগ)
র. গুগল
রর. পিপীলিকা
ররর. ওলফ্রামআলফা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১৪. সেতু ইয়াহুতে তার একটি ই-মেইল একাউন্ট খুলতে চায়। এজন্য মেইল খোলার ফরমে তাকে যে তথ্যগুলো টাইপ করতে হবে (প্রয়োগ)
র. তার নাম
রর. তার শিক্ষাগত যোগ্যতা
ররর. সে যে দেশের বাসিন্দা তার নাম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২১৫. ই-মেইল পাসওয়ার্ড লেখার সঠিক নিয়ম হলো (অনুধাবন)
র. ৬ থেকে ৩২টি অক্ষর ব্যবহার করা
রর. কোনো ব্যক্তি বা জায়গার নাম ব্যবহার করা
ররর. ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষরের মিশ্রণ ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৬ ও ২১৭ নং প্রশ্নের উত্তর দাও :
জিহান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। গ্রাম থেকে তার বড় কাকা বেড়াতে এসে জিহানকে বইয়ের পরিবর্তে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে তিনি বেশ অবাক হলেন।
২১৬. জিহানের ব্যবহৃত যন্ত্রে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয় কোন পর্যায়ে? (অনুধাবন)
ক প্রথম দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ
২১৭. জিহান উক্ত যন্ত্র ব্যবহার করে (প্রয়োগ)
র. খবরের কাগজ পড়ে
রর. পর্চা সংগ্রহ করে
ররর. বই পড়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৮ ও ২১৯ নং প্রশ্নের উত্তর দাও :
রহমান এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ল’ শেষ করেছে। সে লন্ডনে ব্যারিস্টারি পড়তে আগ্রহী।
২১৮. ভর্তি প্রক্রিয়ায় সে নিচের কোনটির সাহায্য নিতে পারবে? (প্রয়োগ)
ক টেলিফোন খ ফ্যাক্স ইন্টারনেট ঘ জিপিএস
২১৯. উক্ত মাধ্যমটি ব্যবহার করলে তার সময়, শ্রম এবং অর্থ সাশ্রয় হবে। কারণ (উচ্চতর দক্ষতা)
র. সে ঘরে বসেই ভর্তির তথ্যাদি জানতে পারবে
রর. তাকে ভর্তি পরীক্ষা দিতে লন্ডনে যেতে হবে
ররর. ভর্তি পরীক্ষার ফলাফল সে ইন্টারনেটে পেয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র,রর ও ররর
গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে লেখ।
উত্তর : অনুশীলনীর ৮ নং প্রশ্নের উত্তর দেখ।
প্রশ্ন \ ২ \ ই-মেইল পাঠাতে হলে কী পদ্ধতি অনুসরণ করতে হয়?
উত্তর : অনুশীলনীর ৯ নং প্রশ্নের উত্তর দেখ।
প্রশ্ন \ ৩ \ দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভ‚মিকা ব্যাখ্যা কর।
উত্তর : নিচে দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভ‚মিকা ব্যাখ্যা করা হলো :
১. পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ইন্টারনেটে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন : পিপীলিকা, গুগল, বিং ইত্যাদি ব্যবহার করে সহজেই সমাধান করা যায়।
২. তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নের সমাধান চেয়ে বন্ধুর সাথে ইন্টারনেটের মাধ্যমে চ্যাটিং করা যায়।
৩. ফেসবুক ব্যবহার করে সামাজিক, পারিবারিক ও লেখাপড়া সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও সমস্যা সমাধান করা যায়।
৪. কোনো আন্তর্জাতিক খেলা দেখতে দেখতে বিদ্যুৎ চলে গেলে আমরা হতাশ হয়ে পড়ি। অথচ স্মার্টফোন ব্যবহার করে এ সমস্যা সহজেই সমাধান করা যায়। অর্থাৎ স্মার্ট ফোন ব্যবহার করে এ খেলা সহজেই দেখা যায়।
৫. ঘরে বসেই টেলিমেডিসিনের সাহায্যে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান করা যায়।
৬. বøগ ব্যবহারে করে দৈনন্দিন সমস্যার সমাধান সম্পর্কে বিভিন্ন লেখকের লেখা পড়া যায় এবং অন্যের সমস্যার সমাধানও দেয়া যায়।
প্রশ্ন \ ৪ \ ই-মেইল ঠিকানা খোলার পদ্ধতি বর্ণনা কর।
উত্তর : ই-মেইল কথাটির মানে হলো ইলেকট্রনিক মেইল। এর মাধ্যমে যেকোনো লেখা বা ছবি অন্য যেকোনো ই-মেইল ঠিকানায় ইলেকট্রনিকভাবে পাঠানো যায়। তবে এই প্রক্রিয়ায় তথ্য আদান-প্রদানের জন্য ই-মেইল দাতা এবং ই মেইল গ্রহীতা উভয়েরই ই-মেইল ঠিকানা থাকতে হয়। ই-মেইল ঠিকানা খোলা খুব সহজ কাজ। যে কেউ সামান্য প্রশিক্ষণ নিয়েই যেকোনো একটি ই-মেইল সার্ভিসের ওয়েবসাইটে নিজের একটি ই-মেইল ঠিকানা খুলে ইলেকট্রনিক উপায়ে তথ্য আদান-প্রদান করতে পারে। নিচে ই-মেইল ঠিকানা খোলার পদ্ধতি বর্ণনা করা হলোÑ
১. ইন্টারনেটের সাথে যুক্ত কম্পিউটারের ব্রাউজার চালু করে পছন্দের ই-মেইল সেবাদাতা সাইটটিতে প্রবেশ করতে হবে।
২. নতুন ই-মেইল ঠিকানা (অপপড়ঁহঃ) খুলতে সাইন আপ (ঝরমহ ঁঢ়) বা নিবন্ধন করতে হবে।
৩. একটা ইনফরমেশন ফরম পূরণ করতে হবে।
৪. সাইটটির নির্দেশনা অনুসরণ করে শেষে ঈৎবধঃব ধপপড়ঁহঃ এ ক্লিক করতে হবে। তাহলেই ই-মেইল একাউন্টটি তৈরি হবে।
অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ৫ \ ফেসবুক কী? এর মাধ্যমে কী কী করা যায়?
উত্তর : ফেসবুক : ফেসবুক হলো একটি সামাজিক নেটওয়ার্ক। ইন্টারনেট ব্যবহার করে এই নেটওয়ার্কের মাধ্যমে একজন অন্যজনের সাথে ভাব বিনিময় করে, ছবি, ভিডিও বিনিময় করে, কথাবার্তা বলে কিংবা বিশেষ কোনো একটা বিষয়ে আলোচনা করে।
ফেসবুকের ব্যবহার : এই মুহ‚র্তে পৃথিবীর জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মাঝে ফেসবুক অন্যতম। বর্তমানে বিভিন্ন কাজে এই মাধ্যমটি ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। নিচে ফেসবুকের কিছু ব্যবহার উল্লেখ করা হলো :
১. ফেসবুকের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়।
২. এর সাহায্যে ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করা যায়।
৩. বন্ধুবান্ধব এবং পরিচিত ব্যক্তিদের বিভিন্ন দিবসে শুভেচ্ছা বার্তা পাঠানো যায়।
৪. ব্যবসায়ীরা তাদের ফেসবুক ব্যবহার করে নিজ নিজ পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতে পারেন।
৫. যেকোনো জরুরি খবর দ্রæত প্রচার করা যায়।
৬. বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়।
৭. পড়াশোনা সংক্রান্ত প্রজেক্ট, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট ইত্যাদি নিজেদের মধ্যে আদান-প্রদান করা যায়।
৮. বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করা যায় এবং নিজের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা চাওয়া যায়।
প্রশ্ন \ ৬ \ শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার ব্যাখ্যা কর।
[খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
উত্তর : আমাদের জীবনের সর্বক্ষেত্রেই ইন্টারনেটের প্রভাব রয়েছে। তবে শিক্ষাক্ষেত্রে এর প্রভাব এতটাই বেশি যে তা বলে বা লিখে শেষ করা অসম্ভব। নিচে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের উল্লেখযোগ্য ব্যবহারের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলোÑ
১. পাঠ্যবই প্রস্তুত ও সংরক্ষণে : স্কুল এবং মাদরাসা পর্যায়ের সকল পাঠ্যবই তৈরি ও সংরক্ষণে ইন্টারনেট ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া এসব পাঠ্যবই এনসিটিবির ওয়েবসাইটে ই-বুক আকারে রাখা আছে। ছাত্রছাত্রীরা প্রয়োজনে সেখান থেকে যেকোনো বই বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারে।
২. শিক্ষা গ্রহণে : শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার পাঠ্যবইয়ের কোনো বিষয় বুঝতে না পারলে ইন্টারনেট থেকে সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারে।
৩. ফলাফল প্রকাশে : বর্তমানে পিএসসি, জেএসসিসহ সকল পাবলিক পরীক্ষার ফলাফল ইন্টারনেটে দিয়ে দেওয়া হয়। তাই ছাত্রছাত্রীরা এখন ঘরে বসেই তাদের পরীক্ষার ফলাফল জানতে পারে।
৪. ভর্তি প্রক্রিয়ায় : বর্তমানে স্কুল, কলেজসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। ছাত্রছাত্রীরা ঘরে বসেই ভর্তি ফরম পূরণ করতে এবং পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারছে।
৫. উচ্চ শিক্ষা গ্রহণে : বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ইন্টারনেট শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ দিচ্ছে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ অবস্থানে থেকেই অনলাইনে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চমৎকার সব কোর্স করার জন্য রেজিস্ট্রেশন করতে পারছে, ক্লাস করতে পারছে, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছে। এমনকি তারা অনলাইনে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পর্যন্ত সংগ্রহ করতে পারছে।
প্রশ্ন \ ৭ \ ওয়েবসাইট ও ওয়েব ব্রাউজার বলতে কী বোঝায়?
উত্তর : ওয়েবসাইট : ওয়েবসাইট হলো ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেইজ সংরক্ষণ করে রাখা যায়।
ওয়েব ব্রাউজার : ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা হয়।
প্রশ্ন \ ৮ \ পিপীলিকা সম্পর্কে যা জানো লেখ।
উত্তর : পিপীলিকা হলো একটি বাংলা সার্চ ইঞ্জিন। এটির ঠিকানা হলো িি.িঢ়রঢ়রষরশধ.পড়স। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণ অক্লান্ত পরিশ্রম করে এ সার্চ ইঞ্জিনটি তৈরি করেছেন। এটি আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করেছে। পৃথিবী অনেক দেশেই তাদের নিজস্ব ভাষায় সার্চ ইঞ্জিন রয়েছে। সাধারণত মাতৃভাষার মাধ্যমে যেকোনো তথ্য সহজে বোধগম্য হয়। সেই কারণে এ দেশের তথ্য প্রযুক্তিবিদগণ পিপীলিকা সার্চ ইঞ্জিনটি তৈরি করেছেন। এটি দেশের শিক্ষার্থীদের বাংলা ভাষার মাধ্যমে তাদের মেধাকে আরও সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে পিপীলিকা তাদের সাহায্য করছে।
প্রশ্ন \ ৯ \ সার্চ ইঞ্জিন কী? সার্চ ইঞ্জিন ব্যবহার করে কীভাবে ইন্টারনেট থেকে তথ্য খোঁজা যায়?
উত্তর : সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেটে তথ্য খোঁজার একটি সাইট। সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা খুব সহজেই যেকোনো তথ্য ইন্টারনেট বা কম্পিউটারে খুঁজে পেতে পারি।
বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিনের অন্যতম হলো গুগল (িি.িমড়ড়মষব.পড়স)। এতে বাংলা বা ইংরেজি ভাষায় তথ্য খুঁজে বের করা যায়। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা একটি বাংলা সার্চ ইঞ্জিন তৈরি করেছেন, যার নাম পিপীলিকা (িি.িঢ়রঢ়রষরশধ.পড়স)। আমাদের যে তথ্য প্রয়োজন সেই তথ্য খোঁজার জন্য ইন্টারনেটের মাধ্যমে গুগলের সাইটে প্রবেশ করে সেই তথ্যটি লিখে সার্চ অপশনে ক্লিক করলেই আমরা আমাদের কাক্সিক্ষত তথ্যটি খুঁজে পেতে পারি। বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকায় আমরা বাংলায় তথ্য লিখে সার্চ অপশনে ক্লিক করলেও আমরা আমাদের কাক্সিক্ষত তথ্যটি খুঁজে পেতে পারি। পিপীলিকা সার্চ ইঞ্জিনে বাংলায় তথ্য খোঁজা যায়। শিক্ষা সংক্রান্ত প্রায় সব ধরনের সহায়ক তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। সুতরাং, আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত প্রায় সব তথ্য ইন্টারনেটে খুঁজে পেতে পারি।
প্রশ্ন \ ১০ \ ওয়েব ব্রাউজ ও ইন্টারনেট ব্রাউজ সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তর : ওয়েব ব্রাউজ : ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (িি)ি রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে ওয়েব ব্রাউজ করা হয়।
ইন্টারনেট ব্রাউজ : ইন্টারনেট ব্রাউজ হলো ওয়েবসাইটের বিভিন্ন পেজে পরিভ্রমণ অর্থাৎ ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে, এক সাইট থেকে অন্য সাইটে গমনকে ইন্টারনেট ব্রাউজ বলে।
প্রশ্ন \ ১১ \ পাসওয়ার্ডকে সুরক্ষিত ও সংরক্ষণের জন্য কী করতে হবে লেখ।
উত্তর : পাসওয়ার্ডকে সুরক্ষিত ও সংরক্ষণের জন্য যা করতে হবে তা হলো –
১. পাসওয়ার্ডে বর্ণ ও সংখ্যা ব্যবহার করতে হবে।
২. বিশেষ ক্যারেক্টার (যেমন @ ব্যবহার করতে হবে)।
৩. পাসওয়ার্ডে ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষরের মিশ্রণ রাখা উচিত।
৪. পাসওয়ার্ড ৬ থেকে ৩২ অক্ষরের মধ্যে হতে হবে।
৫. কোনো জায়গার নাম, ব্যক্তির নাম, ফোন নাম্বার ইত্যাদি পাসওয়ার্ডে ব্যবহার না করাই উত্তম।
প্রশ্ন \ ১২ \ ইন্টারনেটের সংযোগ নিতে কী কী জিনিসের প্রয়োজন হবে?
উত্তর : ইন্টারনেট সংযোগ নিতে নিম্নলিখিত জিনিসগুলো প্রয়োজন হবে-
আইসিটি যন্ত্র : ইন্টারনেট সংযোগ পেতে একটি আইসিটি যন্ত্রের প্রয়োজন হবে। আইসিটি যন্ত্র হিসেবে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, আইপ্যাড এমনকি স্মার্টফোন ব্যবহার করা যায়।
ইন্টারনেট সংযোগ : ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা বা ওঝচ (ওহঃবৎহবঃ ঝবৎারপব চৎড়ারফবৎ)-এর মাধ্যমে ব্যবহারকারীকে ইন্টারনেট সংযোগ স্থাপন করে নিতে হবে। এক্ষেত্রে তাকে ওঝচ এর সার্ভারের সাথে সংযুক্ত হতে হবে।
ইন্টারনেট সংযোগের মাধ্যম : ইন্টারনেট সংযোগের জন্য যে কেউ ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে। এছাড়াও তারবিহীন ইন্টারনেট সার্ভিস বা ওয়াই-ফাই সংযোগ নেওয়া যায়। ওয়াই-ম্যাক্স মডেম ব্যবহার করেও তারবিহীন ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব।
সফটওয়্যার : ইন্টারনেট ব্যবহারের জন্য ওহঃবৎহবঃ বীঢ়ষড়ৎবৎ, ঘবঃ-ংপধঢ়ব, ঊঁফড়ৎধ ঢ়ৎড়, ঙঁঃষড়ড়শ ইত্যাদি সফটওয়্যার আইসিটি যন্ত্রে রাখতে হবে।
প্রশ্ন \ ১৩ \ ই-মেইল কী? ইন্টারনেট ব্যবহারের সুফল লেখ।
[মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা]
উত্তর : ই-মেইল : ই-মেইল কথাটির মানে হলো ইলেকট্রনিক মেইল বা ইলেকট্রনিক চিঠি। ই-মেইলের মাধ্যমে যেকোনো লেখা বা ছবি অন্য যেকোনো ই-মেইল ঠিকানায় ইলেক্ট্রনিকভাবে পাঠানো যায়।
ইন্টারনেট ব্যবহারের সুফল : ইন্টারনেটের কল্যাণে গোটা পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। সুনির্দিষ্ট কিছু সুবিধা নিচে উল্লেখ করা হলো :
১. ইন্টারনেটের সাহায্যে সার্বক্ষণিক আমরা জার্নাল, ম্যাগাজিন, বই, খবরের কাগজ, নানারকম পণ্যের বিজ্ঞাপন, বিমান, রেল ইত্যাদির সময়সূচি, আবহাওয়ার খবর, খেলার খবর ইত্যাদি জানতে পারি।
২. ইন্টারনেট ব্যবহার করে দ্রæত গতিতে পৃথিবীর যেকোনো প্রান্তে কয়েক সেকেন্ডের মধ্যে ইলেকট্রনিক চিঠি আদান-প্রদান করা সম্ভব।
৩. ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা যায়।
৪. বিনোদনের ক্ষেত্রে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এর সাহায্যে রেডিও, টেলিভিশন, সিনেমা ইত্যাদি উপভোগ করা যায়।
৫. জিপিএস ব্যবহার করে কারো অবস্থান সম্পর্কে জানা যায়। ফলে বিভিন্ন রকম দুর্নীতি প্রতিরোধ করা যায়।
প্রশ্ন \ ১৪ \ ই-মেইল কী? এর সাহায্যে কী কী কাজ করা যায়? [যশোর জিলা স্কুল]
উত্তর : ই-মেইল : ই-মেইল কথাটির মানে হলো ইলেকট্রনিক মেইল বা ইলেকট্রনিক চিঠি।
ই-মেইলের ব্যবহার : বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে যে মাধ্যমগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তাদের মধ্যে ই-মেইল সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সর্বাধিক কার্যকর। নিচে ই-মেইলের সাহায্যে করা যায় এরূপ কিছু কাজ উল্লেখ করা হলো :
১. ই-মেইল পড়া এবং পাঠানোর কাজটি প্রায় সময়ই বিনা পয়সায় করা যায়। এ কারণে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার ব্যাপারটি এখন অত্যন্ত সাধারণ একটি বিষয়।
২. ই-মেইলের সাথে যুক্ত করে যেকোনো ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল ফাইল, ছবি ইত্যাদি আদান-প্রদান করা যায়। তাই এ ধরনের জিনিস আদান-প্রদানে ই-মেইল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
৩. আজকের দুনিয়ায় এমন অনেক ব্যবসা আছে যেগুলোর কথা ই-মেইল ছাড়া চিন্তাও করা যায় না। এ ধরনের ব্যবসায় ব্যবসায়িক দলিলপত্র, ফরমায়েশ পত্র, পণ্যের নমুনা চিত্র ইত্যাদি ই-মেইলের মাধ্যমে আদান-প্রদান হয়ে থাকে।
৪. উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদিত পুরনো বা নতুন পণ্যের ব্যাপারে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে উক্ত পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য, মূল্য ছাড়ের তথ্য, প্রাপ্তি স্থান ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি ই-মেইলের মাধ্যমে তাদের ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দেয়।
৫. ই-মেইল অত্যন্ত দ্রæত গতিতে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পাঠানো যায়। এ কারণে জরুরি প্রয়োজনে ই-মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়ে থাকে।
প্রশ্ন \ ১৫ \ ই-বুক রিডার সম্পর্কে লেখ।
উত্তর : আমরা এখন কাগজে ছাপা বইয়ে অভ্যস্ত। কিন্তু খুব দ্রæত ই-বুক কাগজে ছাপা এ বইগুলোর জায়গা দখল করে নিতে যাচ্ছে। পৃথিবীর যাবতীয় বই ই-বুক আকারে সংরক্ষিত থাকবে এবং একজন সেই বইগুলো তার ই-বুক রিডারে ডাউনলোড করে নিতে পারবে। এক সময় একজন মানুষকে শুধু যে কয়টা বই বহন করতে পারত সে কয়টা বই নিয়েই সন্তুষ্ট থাকতে হতো। এখন মানুষ যেকোনো মুহ‚র্তে ইন্টারনেটের কারণে লক্ষ লক্ষ বইয়ের সাথে যোগাযোগ রাখতে পারে। অবিশ্বাস্য মনে হলেও ইচ্ছে করলে যে কেউ পকেটে একটি বই নয় আস্ত একটা লাইব্রেরি রেখে দিতে পারবে।
একজনের পক্ষে একশ বই কেনা সম্ভব নাও হতে পারে। কিন্তু খুবই কম খরচে সে ই-বুক রিডারে বইগুলো সংগ্রহ করে রাখতে পারে। একজন শিক্ষার্থী তার অসংখ্য রেফারেন্স বই এই ই-বুক রিডারে রেখে দিতে পারে এবং প্রয়োজনীয় তথ্য নিতে পারে।
প্রশ্ন \ ১৬ \ ুধযড়ড় মেইল সার্ভিস এর ঘবি সবংংধমব উইন্ডোর ঈপ ও ইপপ টেক্সট বক্স সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তর : ঈপ হলো কার্বন কপি এর সংক্ষিপ্ত রূপ। একই মেসেজ বিভিন্ন জনের কাছে পাঠাতে চাইলে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে এখানে টাইপ করতে হয়। গ্রাহক তার মেইলটি গ্রহণ করে এখানে প্রদর্শিত ঠিকানাসমূহ দেখে জানতে পারে এই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে।
বøাইন্ড কার্বন কপি এর সংক্ষিপ্ত রূপ হলো ইপপ। একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা, কমা দিয়ে আলাদা করে টাইপ করতে হবে। ঈপ এর মতো প্রাপকের নিকট এখানে ঠিকানাসমূহ প্রদর্শিত হবে না। ফলে প্রাপক জানতে পারবে না একই মেইল আর কোথায় পাঠানো হয়েছে।