নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পঞ্চম অধ্যায় হিসাব সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পঞ্চম অধ্যায়
হিসাব

 হিসাবের ধারণা
ছোট, বড় সকল ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনসমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন। লেনদেনের ফলে বিভিন্ন হিসাব খাতের যেমন সম্পদ, দায়, আয়, ব্যয় ও স্বত্বাধিকারের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে যা পর্যায়ক্রমে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে প্রতিটি খাতের নিট পরিমাণ জানা সম্ভব হয়।
 হিসাবের ছক
‘ঞ’ ছক : হিসাববিজ্ঞানের বহুল প্রচলিত ছকের মধ্যে ‘ঞ’ ছক অন্যতম ও প্রাচীন পদ্ধতি। ‘ঞ’ ছক অনুযায়ী হিসাবের পাতাকে দুটি সমান ভাগে ভাগ করা হয়। যার বামদিককে বলা হয় ডেবিট দিক এবং ডানদিককে বলা হয় ক্রেডিট দিক। বামদিকে চারটি ও ডানদিকে চারটি মোট আটটি কলাম থাকে। অর্থাৎ প্রত্যেক পাশে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা নামক চারটি করে মোট আটটি কলাম থাকে। ‘ঞ’ ছকে হিসাব শিরোনামের নিচে হিসাবের কোড নম্বর লিখতে হয়।
‘ঞ’ ছকের নমুনা
হিসাবের নাম/ শিরোনাম
ডেবিট হিসাবের কোড নম্বর ক্রেডিট
তারিখ বিবরণ জা. পৃ. টাকা তারিখ বিবরণ জা. পৃ. টাকা

চলমান জের ছক : বর্তমানে ঞ ছকের একটি বিকল্প ছক ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে একে বলা হয় চলমান জের ছক বা আধুনিক ছক। এ ছকে মোট সাতটি ঘর থাকে তার মধ্যে চারটি টাকার ঘর থাকে এ জন্য একে চারঘরা খতিয়ান ছকও বলা হয়। চারটি টাকার ঘর বাদে আরও তিনটি ঘর হলো তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠার ঘর। হিসাব শিরোনামের বামপাশে হিসাবের কোড নম্বর লিখতে হয়।
চলমান জের ছকের নমুনা
হিসাবের নাম / শিরোনাম হিসাবের কোড নং ……..
তারিখ বিবরণ জা. পৃ. টাকা উদ্বৃত্ত / জের
ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট

 হিসাবের শ্রেণিবিভাগ
হিসাব সমীকরণ হলো অ = খ + ঊ অর্থাৎ সম্পদ = দায় + মালিকানা স্বত্ব। বর্ধিত আকারে হিসাব সমীকরণ হলো অ = খ + (ঈ + জ  ঊ  উ) অর্থাৎ সম্পদ = দায় + (মূলধন + রেভিনিউ  ব্যয়  উত্তোলন)। সুতরাং হিসাব পাঁচ প্রকার। যথা : সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, রেভিনিউ ও ব্যয়।
 ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি
ডেবিট ক্রেডিট
 সম্পদ বৃদ্ধি
 দায় হ্রাস
 মালিকানা স্বত্ব হ্রাস
 রেভিনিউ বা আয় হ্রাস
 ব্যয় বৃদ্ধি  সম্পদ হ্রাস
 দায় বৃদ্ধি
 মালিকানা স্বত্ব বৃদ্ধি
 রেভিনিউ বা আয় বৃদ্ধি
 ব্যয় হ্রাস

অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান

প্রশ্ন-১  জনাব শাহীন-এর ব্যবসায় প্রতিষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ হয়েছিল-
১. বাকীতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা
২. জামালের নিকট বিক্রয় ১৮,০০০ টাকা
৩. ব্যাংকে জমা দান ৫,০০০ টাকা
৪. কর্মচারীকে বেতন প্রদান ৩,০০০ টাকা
ক. চতুর্থ লেনদেনটি প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বের (ঊ) উপর কী পরিবর্তন আনবে?
খ. প্রতি লেনদেনের সহিত সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত কর।
গ. লেনদেন সংশ্লিষ্ট হিসাবসমূহ কোন শ্রেণীর হিসাবের অন্তর্ভুক্ত তা ছক আকারে উপস্থাপন কর।
 ১নং প্রশ্নের সমাধান 
ক. চতুর্থ লেনদেনটি প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বের (ঊ) উপর যে পরিবর্তন আনবে তা নি¤œরূপ :
সম্পদ (অ) = দায় (খ) মালিকানা স্বত্ব (ঊ)
নগদান = মূলধন + রেভিনিউ Ñ ব্যয় Ñ উত্তোলন
– ৩,০০০ = – ৩,০০০
উত্তর : চতুর্থ লেনদেনটি প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বের (ঊ) ৩,০০০ টাকা হ্রাস করবে।
খ. লেনদেনসমূহের সহিত সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্তকরণ :
ক্রমিক নং লেনদেন সংশ্লিষ্ট হিসাব ডেবিট/ক্রেডিট
১ বাকিতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা ক্রয় হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিট
২ জামালের নিকট বিক্রয় ১৮,০০০ টাকা দেনাদার হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
৩ ব্যাংকে জমা দান ৫,০০০ টাকা ব্যাংক হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
৪ কর্মচারীকে বেতন প্রদান ৩,০০০ টাকা বেতন হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
গ. প্রদত্ত লেনদেনসমূহের হিসাবসমূহের শ্রেণি ছক আকারে উপস্থাপন করা হলো :
ক্রমিক নং সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণি
১ ক্রয় হিসাব ব্যয়
পাওনাদার হিসাব দায়
২ দেনাদার হিসাব সম্পদ
বিক্রয় হিসাব রেভিনিউ
৩ ব্যাংক হিসাব সম্পদ
নগদান হিসাব সম্পদ
৪ বেতন হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
প্রশ্ন-২ ল্ফ আলিফ হাওলাদার ব্যবসায়ের যাবতীয় লেনদেন দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবভুক্ত করেন। ২০১৪ সালের জানুয়ারি মাসে ব্যবসায়ের লেনদেন ছিল নিম্নরূপ:
১. বাকীতে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা
২. ক্রয় ১৮,০০০ টাকা
৩. ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৫,০০০ টাকা।
৪. ভাড়া বকেয়া ৩,০০০ টাকা।
৫. ৭,০০০ টাকা বেতনে ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হল।
ক. আলিফ হাওলাদারের মালিকানাস্বত্ব হ্রাসের পরিমাণ কত?
খ. উক্ত লেনদেনগুলোর দ্বারা হিসাবের শ্রেণিবিভাগ ব্যাখ্যাসহ ছকের সাহায্যে দেখাও।
গ. উদ্দীপকের লেনদেন দ্বারা কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় কর।
 ২নং প্রশ্নের সমাধান 
ক. আলিফ হাওলাদারের মালিকানা স্বত্ব হ্রাসের পরিমাণ নির্ণয় :
ক্রমিক নং বিবরণ টাকা টাকা
১. পণ্য ক্রয় ১৮,০০০
২. উত্তোলন ৫,০০০
৩. বকেয়া ভাড়া ৩,০০০
মোট মালিকানা স্বত্ব হ্রাসের পরিমাণ ২৬,০০০
উত্তর : আলিফ হাওলাদারের মালিকানা স্বত্ব হ্রাসের পরিমাণ ২৬,০০০ টাকা।
খ. লেনদেনগুলোর সংশ্লিষ্ট হিসাবের শ্রেণিবিভাগ ব্যাখ্যাসহ ছকে দেখানো হলো :
ক্রমিক নং লেনদেন সংশ্লিষ্ট হিসাব হিসাব শ্রেণি ব্যাখ্যা
১ বাকিতে পণ্য বিক্রয়
৪০,০০০ টাকা দেনাদার হিসাব
বিক্রয় হিসাব সম্পদ
রেভিনিউ ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি হওয়ায় সম্পদ বৃদ্ধি পায় এবং বিক্রয়ের ফলে রেভিনিউ বৃদ্ধি।
২ ক্রয় ১৮,০০০ টাকা ক্রয় হিসাব
নগদান হিসাব ব্যয়
সম্পদ নগদে পণ্য ক্রয়ের ফলে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায় এবং নগদে ক্রয়ের ফলে নগদ অর্থ চলে যাওয়ায় সম্পদ হ্রাস পায়।
৩ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৫,০০০ টাকা উত্তোলন হিসাব
নগদান হিসাব মালিকানা স্বত্ব
সম্পদ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলনের জন্য মালিকানা স্বত্ব হ্রাস পায় এবং নগদ অর্থ চলে যায় বলে সম্পদ হ্রাস পায়।
৪ ভাড়া বকেয়া ৩,০০০ টাকা ভাড়া হিসাব
বকেয়া ভাড়া হিসাব ব্যয়
দায় ভাড়া দিলে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায় এবং বকেয়া ভাড়ার জন্য দায় বৃদ্ধি পায়।
৫ ৭,০০০ টাকা বেতনে ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো লেনদেন নয় নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। তাই এটি লেনদেন নয়।
গ. লেনদেনগুলোর সংশ্লিষ্ট হিসাবের ডেবিট ক্রেডিট কারণসহ নির্ণয় করা হলো :
ক্রমিক নং সংশ্লিষ্ট হিসাব ডেবিট/ক্রেডিট কারণ
১ দেনাদার হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি
বিক্রয় হিসাব ক্রেডিট রেভিনিউ বৃদ্ধি
২ ক্রয় হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি
নগদান হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস
৩ উত্তোলন হিসাব ডেবিট মালিকানা স্বত্ব হ্রাস
নগদান হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস
৪ ভাড়া হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি
বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি
৫ লেনদেন নয় ঘটনাটি দ্বারা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি
প্রশ্ন -৩ ল্ফ জনাব নুহাদ একটি ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিক। ২০১৪ সালের জুন মাসে ব্যবসায়ে তাঁর নিম্নলিখিত লেনদেন সংঘটিত হয় :
জুন ১ মূলধন আনয়ন ২,০০,০০০ টাকা।
জুন ১০ রনির নিকট হতে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করে ১৬,০০০ টাকার চেক প্রদান করা হলো।
জুন ২০ মনিহারি বাবদ খরচ হলো ১,০০০ টাকা।
জুন ২৮ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।
জুন ৩০ দোকানের সাইনবোর্ড লাগানোর জন্য অর্ডার দেয়া হলো ৪,০০০ টাকা।
ক. জনাব নুহাদ এর ব্যবসায়ে ব্যয় হিসাবের মোট পরিমাণ নির্ণয় কর।
খ. উক্ত লেনদেনগুলো ব্যাখ্যাসহ ডেবিট-ক্রেডিট নির্ণয় কর।
গ. উক্ত লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের পরিবর্তনের পরিমাণ ছকের সাহায্যে দেখাও।
 ৩নং প্রশ্নের সমাধান 
ক. জনাব নুহাদ এর ব্যবসায়ের ব্যয় হিসাবের মোট পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
জুন ১০ পণ্য ক্রয় করা হলো ২০,০০০
” ২০ মনিহারি বাবদ খরচ হলো ১,০০০
ব্যয় হিসাবের মোট পরিমাণ ২১,০০০
উত্তর : জনাব নুহাদ এর ব্যবসায়ে ব্যয় হিসাবের মোট পরিমাণ ২১,০০০ টাকা।
খ. লেনদেনগুলোর ব্যাখ্যাসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় :
তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট/ক্রেডিট ব্যাখ্যা
২০১৪
জুন ১
নগদান হিসাব
মূলধন হিসাব
ডেবিট
ক্রেডিট
সম্পদ বৃদ্ধি
মালিকানা স্বত্ব বৃদ্ধি
জুন ১০ ক্রয় হিসাব
ব্যাংক হিসাব
পাওনাদার হিসাব ডেবিট
ক্রেডিট
ক্রেডিট ব্যয় বৃদ্ধি
সম্পদ হ্রাস
দায় বৃদ্ধি
জুন ২০ মনিহারি হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট ব্যয় বৃদ্ধি
সম্পদ হ্রাস
জুন ২৮ ব্যাংক হিসাব
বিক্রয় হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ হ্রাস
রেভিনিউ বৃদ্ধি
জুন ৩০ লেনদেন নয় ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি
গ. জনাব নুহাদ-এর
২০১৪ সালের জুন মাসের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের পরিবর্তনের পরিমাণ বিবরণী ছকে দেখানো হলো-
তারিখ সম্পদ = দায় মালিকানা
স্বত্ব মন্তব্য
নগদ ব্যাংক = পাওনাদার
২০১৪
জুন ১
২,০০,০০০
=
২,০০,০০০
মূলধন আনয়ন
উদ্বৃত্ত ২,০০,০০০ = ২,০০,০০০
জুন ১০ -১৬,০০০ = ৪,০০০ -২০,০০০ খরচ
উদ্বৃত্ত ২,০০,০০০ -১৬,০০০ = ৪,০০০ ১,৮০,০০০
জুন ২০ -১,০০০ = -১,০০০ খরচ
উদ্বৃত্ত ১,৯৯,০০০ -১৬,০০০ = ৪,০০০ ১,৭৯,০০০
জুন ২৮ ১০,০০০ = ১০,০০০ রেভিনিউ
উদ্বৃত্ত ১,৯৯,০০০ -৬,০০০ = ৪,০০০ ১,৮৯,০০০
মোট ১,৯৩,০০০ = ১,৯৩,০০০
প্রশ্ন -৪ ল্ফ জনাব অরূপ রতন একজন খুচরা ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের ২০১৪ সালের আগষ্ট মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়েছে-
আগষ্ট ১ ঋণ গ্রহণ ২০,০০০ টাকা
আগষ্ট ৩ পণ্য নগদে ক্রয় ১৫,০০০ টাকা
আগষ্ট ৫ হাবিবের নিকট নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা
আগষ্ট ১৫ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক হতে উত্তোলন ৫,০০০ টাকা
ক. উপর্যুক্ত তথ্যের আলোকে সম্পদ বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর।
খ. প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব ও হিসাবের শ্রেণি উল্লেখ কর।
গ. ‘সম্পদ বৃদ্ধি ও রেভিনিউ বৃদ্ধি; ‘সম্পদ হ্রাস ও ব্যয় বৃদ্ধি; ‘সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি; এবং ‘সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস’-এই চারটি অবস্থার সহিত উপরোক্ত চারটি লেনদেনের মিলকরণ কর।
 ৪নং প্রশ্নের সমাধান 
ক. জনাব অরূপ রতনের সম্পদ বৃদ্ধির পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
আগস্ট ১ ঋণ গ্রহণ ২০,০০০
আগস্ট ৫ নগদে পণ্য বিক্রয় ২৫,০০০
মোট সম্পদ বৃদ্ধির পরিমাণ ৪৫,০০০
উত্তর : সম্পদ বৃদ্ধির পরিমাণ ৪৫,০০০ টাকা।
খ. লেনদেনের সংশ্লিষ্ট হিসাব ও হিসাবের শ্রেণি নির্ণয় :
তারিখ লেনদেন সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণি
২০১৪
আগস্ট ১
নগদান হিসাব
ঋণ হিসাব
সম্পদ
দায়
ঋণ গ্রহণ ২০,০০০ টাকা
আগস্ট ৩ নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা ক্রয় হিসাব
নগদান হিসাব ব্যয়
সম্পদ

আগস্ট ৫ হাবিবের নিকট নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা নগদান হিসাব
বিক্রয় হিসাব সম্পদ
রেভিনিউ

আগস্ট ১৫ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক হতে উত্তোলন ৫,০০০ টাকা নগদান হিসাব
ব্যাংক হিসাব সম্পদ
সম্পদ
গ. প্রদত্ত চারটি অবস্থার সাথে উপরোক্ত চারটি লেনদেনের মিলকরণ ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো :
প্রদত্ত শর্ত তারিখ মিলকরণ লেনদেন
২০১৪
সম্পদ বৃদ্ধি ও রেভিনিউ বৃদ্ধি আগস্ট ৫ হাবিবের নিকট নগদে বিক্রয় ২৫,০০০ টাকা।
সম্পদ হ্রাস ও ব্যয় বৃদ্ধি আগস্ট ৩ পণ্য নগদে ক্রয় ১৫,০০০ টাকা।
সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি আগস্ট ১ ঋণ গ্রহণ ২০,০০০ টাকা।
সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস আগস্ট ১৫ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক থেকে উত্তোলন ৫,০০০ টাকা।

প্রশ্ন -৫ ল্ফ রতন তালুকদার ব্যবসায়ের যাবতীয় লেনদেন দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবভুক্ত করেন। ২০১৩ সালের মার্চ মাসে ব্যবসায়ের লেনদেন ছিল নিম্নরূপ :
২০১৩
মার্চ ১ মূলধন আনয়ন ১,০০,০০০ টাকা।
” ১০ হাবিবের নিকট নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।
” ১৫ বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।
” ২০ কর্মচারীকে বেতন প্রদান ৮,০০০ টাকা।
ক. রতন তালুকদারের মালিকানা স্বত্ব বৃদ্ধির পরিমাণ কত? ২
খ. উক্ত লেনদেনগুলো দ্বারা হিসাবের শ্রেণিবিভাগ ব্যাখ্যাসহ ছকের সাহায্যে দেখাও। ৪
গ. উদ্দীপকের লেনদেনগুলো দ্বারা কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর। ৪
 ৫নং প্রশ্নের সমাধান 
ক. রতন তালুকদারের মালিকানা স্বত্ব বৃদ্ধির পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৩
মার্চ ১ মূলধন আনয়ন ১,০০,০০০
” ১০ যোগ : পণ্য বিক্রয় ২৫,০০০
মালিকানা স্বত্ব বৃদ্ধির পরিমাণ ১,২৫,০০০
উত্তর : রতন তালুকদারের মালিকানা স্বত্ব বৃদ্ধির পরিমাণ ১,২৫,০০০ টাকা।
খ. লেনদেনগুলো দ্বারা হিসাবের শ্রেণিবিভাগ ব্যাখ্যাসহ ছকের সাহায্যে দেখানো হলো :
তারিখ লেনদেন হিসাব হিসাবের শ্রেণি ব্যাখ্যা
২০১৩
মার্চ ১ মূলধন আনয়ন ১,০০,০০০ টাকা নগদান হিসাব
মূলধন হিসাব সম্পদ
মালিকানা স্বত্ব নগদ অর্থ মূলধন হিসেবে আনয়ন করায় সম্পদ বৃদ্ধি পায়।
মূলধনের ফলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়।
” ১০ হাবিবের নিকট নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা নগদান হিসাব
বিক্রয় হিসাব সম্পদ
আয় নগদ পণ্য বিক্রয়ের ফলে নগদ অর্থ বৃদ্ধি পাওয়ায় সম্পদ বৃদ্ধি পায়।
বিক্রয়ের ফলে ব্যবসায়ের আয় বৃদ্ধি পায়।
” ১৫ বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা ক্রয় হিসাব
পাওনাদার হিসাব ব্যয়
দায় ক্রয়ের ফলে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায়।
পাওনাদার সৃষ্টি হওয়ায় দায় বৃদ্ধি পায়।
” ২০ কর্মচারীকে বেতন প্রদান ৮,০০০ টাকা বেতন হিসাব
নগদান হিসাব ব্যয়
সম্পদ বেতন প্রদান করায় ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায়।
নগদ অর্থ কমায় সম্পদ হ্রাস পায়।
গ. লেনদেন দ্বারা কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় :
তারিখ সংশ্লিষ্ট হিসাব কারণ
২০১৩
মার্চ ১ নগদান হিসাব ডেবিট
মূলধন হিসাব ক্রেডিট সম্পদ বৃদ্ধি
মালিকানা স্বত্ব বৃদ্ধি
” ১০ নগদান হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট সম্পদ বৃদ্ধি
আয় বৃদ্ধি
” ১৫ ক্রয় হিসাব ডেবিট
পাওনাদার হিসাব ক্রেডিট ব্যয় বৃদ্ধি
দায় বৃদ্ধি
” ২০ বেতন হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট ব্যয় বৃদ্ধি
সম্পদ হ্রাস
প্রশ্ন -৬ ল্ফ মি. মাহ্দী একজন খুচরা ব্যবসায়ী। ২০১৪ সালের জানুয়ারি মাসে তাঁর ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনগুলো নিম্নরূপ :
জানুয়ারি- ১ মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনয়ন ১০,০০০ টাকা।
৮ জনাব রাফির নিকট হতে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।
১৬ কামরানের নিকট হতে ঋণ গ্রহণ ২২,০০০ টাকা।
২৮ পাওনাদারকে পরিশোধ করা হলো ১৫,০০০ টাকা।
ক. মি. মাহ্দীর অনগদ লেনদেনের অর্থের পরিমাণ কত? ২
খ. উপর্যুক্ত লেনদেনগুলো উল্লেখপূর্বক সংশ্লিষ্ট হিসাবসমূহের শ্রেণিবিভাগ কর। ৪
গ. বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। ৪
 ৬নং প্রশ্নের সমাধান 
ক. মি. মাহ্দীর অনগদ লেনদেনের অর্থের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৪
জানু. ১ মালিক কর্তৃক ব্যবসায়ে আসবাবপত্র আনয়ন ১০,০০০
” ৮ জনাব রাফির নিকট হতে ধারে পণ্য ক্রয় ২৫,০০০
মোট অনগদ লেনদেন ৩৫,০০০
উত্তর : মি. মাহ্দীর অনগদ লেনদেন ৩৫,০০০ টাকা।
খ. লেনদেনগুলো উল্লেখপূর্বক সংশ্লিষ্ট হিসাবসমূহের শ্রেণিবিভাগ নির্ণয় :
তারিখ লেনদেন সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণিবিভাগ
২০১৪
জানু. ১
মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনয়ন ১০,০০০ টাকা
আসবাবপত্র হিসাব
মূলধন হিসাব
সম্পদ
মালিকানা স্বত্ব
” ৮ জনাব রাফির নিকট হতে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা। ক্রয় হিসাব
পাওনাদার হিসাব ব্যয়
দায়
” ১৬ কামরানের নিকট হতে ঋণ গ্রহণ ২২,০০০ টাকা। নগদান হিসাব
ঋণ হিসাব সম্পদ
দায়
” ২৮ পাওনাদারকে পরিশোধ করা হলো ১৫,০০০ টাকা। পাওনাদার হিসাব
নগদান হিসাব দায়
সম্পদ
গ. মি. মাহ্দীর
২০১৪ সালের জানুয়ারি মাসের লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণে বিবরণী ছকে দেখানো হলো-
তারিখ সম্পদ = দায় মালিকানা
স্বত্ব মন্তব্য
নগদ আসবাবপত্র = পাওনাদার ঋণ
২০১৪
জানু. ১
১০,০০০
=
১০,০০০
মূলধন আনয়ন
” ৮ উদ্বৃত্ত ১০,০০০ =
২৫,০০০ ১০,০০০
 ২৫,০০০
ব্যয়
” ১৬ উদ্বৃত্ত
২২,০০০ ১০,০০০ = ২৫,০০০
২২,০০০  ১৫,০০০
” ২৮ উদ্বৃত্ত ২২,০০০
 ১৫,০০০ ১০,০০০ = ২৫,০০০
 ১৫,০০০ ২২,০০০  ১৫,০০০
ব্যয়
উদ্বৃত্ত ৭,০০০ ১০,০০০ = ১০,০০০ ২২,০০০  ১৫,০০০
মোট ১৭,০০০ ১৭,০০০

প্রশ্ন -৭ ল্ফ জনাব হায়দার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ঢাকার আজিমপুরে তার একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। ২০১৫ সালের মার্চ মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিলো নিম্নোরূপ :
১. মালিক কর্তৃক ব্যবসায়ে আসবাবপত্র আনয়ন ৫,০০০ টাকা।
২. বিমলের নিকট হতে পণ্য ক্রয় ৭,০০০ টাকা।
৩. বাকিতে পণ্য বিক্রয় ৯,০০০ টাকা।
৪. বিমলকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ১,০০০ টাকা।
৫. বাকিতে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল ২,০০০ টাকা।
৬. ভাড়া অগ্রিম প্রদান ৩,০০০ টাকা।
৭. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ২,০০০ টাকা।
৮. রমজানের নিকট হতে ঋণ গ্রহণ ৬,০০০ টাকা।
৯. বিমলকে পরিশোধ ৩,০০০ টাকা।
১০. দোনাদার হতে প্রাপ্তি ৫,০০০ টাকা।
ক. ১, ২, ৩ ও ৭ নং লেনদেনের ভিত্তিতে ঊ এর পরিমাণ নির্ণয় কর। ২
খ. জনাব হায়দারের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় কর। ৪
গ. ছক অনুসরণ করে ১, ৪, ৬, ৮ ও ৯ নং লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ এবং হিসাবের শ্রেণিবিভাগ কারণসহ লেখ। ৪
 ৭নং প্রশ্নের সমাধান 
ক. ১, ২, ৩ ও ৭ নং লেনদেনের ভিত্তিতে ঊ এর পরিমাণ নির্ণয় :
ক্রমিক নং বিবরণ টাকা টাকা
১. ব্যবসায়ে আসবাবপত্র আনয়ন (মূলধন) ৫,০০০
২. বাদ : বিমলের নিকট হতে পণ্য ক্রয় (ব্যয়) ৭,০০০
(২,০০০)
৩. যোগ : বাকিতে পণ্য বিক্রয় (আয়) ৯,০০০
৭,০০০
৭. বাদ : ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ২,০০০
ঊ এর পরিমাণ ৫,০০০
উত্তর : ঊ এর পরিমাণ ৫,০০০ টাকা।
খ. জনাব হায়দারের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মুনাফা জাতীয় আয়সমূহ :
পণ্য বিক্রয় ৯,০০০
বাদ : ফেরত ২,০০০
মুনাফা জাতীয় মোট আয় ৭,০০০
মুনাফা জাতীয় ব্যয়সমূহ :
পণ্য ক্রয় ৭,০০০
বাদ : ফেরত ১,০০০
মুনাফা জাতীয় মোট ব্যয় ৬,০০০
উত্তর : মুনাফা জাতীয় আয় ৭,০০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় ৬,০০০ টাকা।
গ. জনাব হায়দারের লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ এবং হিসাবের শ্রেণিবিভাগ কারণসহ নির্ণয় করা হলো :
ক্রমিক নং সংশ্লিষ্ট হিসাব ডেবিট/ক্রেডিট হিসাবের শ্রেণি কারণ
১. আসবাবপত্র হিসাব ডেবিট সম্পদ সম্পদ বৃদ্ধি
মূলধন হিসাব ক্রেডিট মালিকানাস্বত্ব মালিকানা স্বত্ব বৃদ্ধি
৪. পাওনাদার (বিমল) হিসাব ডেবিট দায় দায় হ্রাস
ক্রয় হিসাব ক্রেডিট ব্যয় ব্যয় হ্রাস
৬. অগ্রিম ভাড়া হিসাব ডেবিট সম্পদ সম্পদ বৃদ্ধি
নগদান হিসাব ক্রেডিট সম্পদ সম্পদ হ্রাস
৮. নগদান হিসাব ডেবিট সম্পদ সম্পদ বৃদ্ধি
হায়দারের ঋণ হিসাব ক্রেডিট দায় দায় বৃদ্ধি
৯. পাওনাদার (বিমল) হিসাব ডেবিট দায় দায় হ্রাস
নগদান হিসাব ক্রেডিট সম্পদ সম্পদ হ্রাস

প্রশ্ন -৮ ল্ফ ২০১৫ সালের ফেব্রæয়ারি মাসে জনাব বরুনের ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
২০১৫ সাল টাকা
ফেব্রæয়ারি ১ কারবারে মূলধন আনয়ন করলেন ১৫,০০০
ফেব্রæয়ারি ৫ ইমনের নিকট হতে মাল ক্রয় ১০,০০০
ফেব্রæয়ারি ১০ যন্ত্রপাতি ক্রয় করা হলো ২,০০০
ফেব্রæয়ারি ২০ মাল বিক্রয় করা হলো ৭,০০০
ফেব্রæয়ারি ২৮ বিজ্ঞাপন বাবদ প্রদত্ত হলো ৫০০
ফেব্রæয়ারি ২৯ মনিহারি দ্রব্যাদি ক্রয় ১০০
ক. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে মালিকানা স্বত্ব হ্রাসের পরিমাণ নির্ণয় কর। ২
খ. প্রতিটি লেনদেনের সহিত সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত কর। ৪
গ. লেনদেন সংশ্লিষ্ট হিসাবসমূহ কোন শ্রেণির হিসাবে অন্তর্ভুক্ত হবে তা ছক আকারে উপস্থাপন কর। ৪
 ৮নং প্রশ্নের সমাধান 
ক. জনাব বরুনের মালিকানা স্বত্ব হ্রাসের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
ফেব্রæ. ৫ ইমনের নিকট হতে মাল ক্রয় ১০,০০০
” ২৮ বিজ্ঞাপন বাবদ প্রদত্ত হলো ৫০০
” ২৯ মনিহারি দ্রব্যাদি ক্রয় ১০০
মোট মালিকানা স্বত্বের হ্রাসের পরিমাণ ১০,৬০০
উত্তর : মালিকানা স্বত্বের হ্রাসের পরিমাণ ৩,৬০০ টাকা।
খ. প্রতিটি লেনদেনের সহিত সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট শনাক্তকরণ :
তারিখ লেনদেন সংশ্লিষ্ট হিসাব ডেবিট / ক্রেডিট
২০১৫
ফেব্রæ. ১ কারবারে মূলধন আনয়ন করলেন ১৫,০০০ টাকা নগদান হিসাব
মূলধন হিসাব ডেবিট
ক্রেডিট
ফেব্রæ. ৫ ইমনের নিকট হতে মাল ক্রয় ১০,০০০ টাকা ক্রয় হিসাব
পাওনাদার হিসাব ডেবিট
ক্রেডিট
ফেব্রæ. ১০ যন্ত্রপাতি ক্রয় করা হলো ২,০০০ টাকা যন্ত্রপাতি হিসাব ডেবিট
ক্রেডিট
নগদান হিসাব
ফেব্রæ. ২০ মাল বিক্রয় করা হলো ৭,০০০ টাকা নগদান হিসাব ডেবিট
ক্রেডিট
বিক্রয় হিসাব
ফেব্রæ. ২৮ বিজ্ঞাপন বাবদ প্রদত্ত হলো ৫০০ টাকা বিজ্ঞাপন হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট
ফেব্রæ. ২৯ মনিহারি দ্রব্যাদি ক্রয় ১০০ টাকা মনিহারি হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট
গ. লেনদেনগুলোর সংশ্লিষ্ট হিসাবসমূহের শ্রেণি নির্ণয় :
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণি
২০১৫
ফেব্রæয়ারি ১
নগদান হিসাব
সম্পদ
মূলধন হিসাব মালিকানা স্বত্ব
ফেব্রæয়ারি ৫ ক্রয় হিসাব ব্যয়
পাওনাদার হিসাব দায়
ফেব্রæয়ারি ১০ যন্ত্রপাতি হিসাব সম্পদ
নগদান হিসাব সম্পদ
ফেব্রæয়ারি ২০ নগদান হিসাব সম্পদ
বিক্রয় হিসাব রেভিনিউ
ফেব্রæয়ারি ২৮ বিজ্ঞাপন হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
ফেব্রæয়ারি ২৯ মনিহারি হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
প্রশ্ন -৯ ল্ফ ২০১৫ সালের এপ্রিল মাসে জনাব নাবিলের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
২০১৫ সাল টাকা
এপ্রিল ১ আলমের নিকট হতে বিক্রয় বাবদ নগদ পাওয়া গেল ৪,০০০
এপ্রিল ৩ রাশেদের নিকট হতে মাল ক্রয় ১০,০০০
এপ্রিল ৭ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ৫০০
এপ্রিল ১৫ বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো ৩,০০০
এপ্রিল ১৮ রাশেদকে চেকে প্রদত্ত হলো ৬,০০০
এপ্রিল ২০ ডি. সিলভার নিকট হতে ঋণ নেয়া হলো ৮,০০০
ক. উপরিউক্ত তথ্যের আলোকে সম্পদ হ্রাসের পরিমাণ নির্ণয় কর। ২
খ. উক্ত লেনদেনগুলোর কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় কর। ৪
গ. উক্ত লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের পরিবর্তনের পরিমাণ ছকের সাহায্যে দেখাও। ৪
 ৯নং প্রশ্নের সমাধান 
ক. জনাব নাবিলের সম্পদ হ্রাসের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
এপ্রিল ৭ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৫০০
” ১৫ বিজ্ঞাপন বাবদ প্রদান ৩,০০০
” ১৮ রাশেদকে চেকে প্রদত্ত ৬,০০০
মোট সম্পদ হ্রাসের পরিমাণ ৯,৫০০
উত্তর : সম্পদ হ্রাসের পরিমাণ ৯,৫০০ টাকা।
খ. লেনদেনগুলোর কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় :
তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট/ক্রেডিট কারণ
২০১৫
এপ্রিল ১
নগদান হিসাব
বিক্রয় হিসাব
ডেবিট
ক্রেডিট
সম্পদ বৃদ্ধি
রেভিনিউ বৃদ্ধি
” ৩ ক্রয় হিসাব
পাওনাদার হিসাব ডেবিট
ক্রেডিট ব্যয় বৃদ্ধি
দায় বৃদ্ধি
” ৭ উত্তোলন হিসাব
ব্যাংক হিসাব ডেবিট
ক্রেডিট মালিকানা স্বত্ব হ্রাস
সম্পদ হ্রাস
” ১৫ বিজ্ঞাপন হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট ব্যয় বৃদ্ধি
সম্পদ হ্রাস
” ১৮ পাওনাদার হিসাব
ব্যাংক হিসাব ডেবিট
ক্রেডিট দায় হ্রাস
সম্পদ হ্রাস
” ২০ নগদান হিসাব
ঋণ হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
দায় বৃদ্ধি

গ. লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের পরিবর্তন ছকে দেখানো হলো :
জনাব নাবিলের
২০১৫ সালের এপ্রিল মাসের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের পরিবর্তনের পরিমাণ ছকের সাহায্যে দেখানো হলো
তারিখ সম্পদ = দায় মালিকানা
স্বত্ব মন্তব্য
নগদ ব্যাংক = পাওনাদার ঋণ
২০১৫
এপ্রিল ১
৪,০০০
=
৪,০০০
রেভিনিউ
উদ্বৃত্ত ৪,০০০ = ৪,০০০
এপ্রিল ৩ = ১০,০০০ ১০,০০০ ব্যয়
উদ্বৃত্ত ৪,০০০ = ১০,০০০ ৬,০০০
” ৭ ৫০০ = ৫০০ ব্যক্তিগত উত্তোলন
উদ্বৃত্ত ৪,০০০ ৫০০ = ১০,০০০ ৬,৫০০
” ১৫ ৩,০০০ = ৩,০০০ ব্যয়
উদ্বৃত্ত ১,০০০  ৫০০ = ১০,০০০ ৯,৫০০
” ১৮ ৬,০০০ = -৬,০০০
উদ্বৃত্ত ১,০০০  ৬,৫০০ = ৪,০০০ ৯,৫০০
” ২০ ৮,০০০ = ৮,০০০
উদ্বৃত্ত ৯,০০০  ৬,৫০০ = ৪,০০০ ৮,০০০ ৯,৫০০
মোট ২,৫০০ = ২,৫০০
উত্তর : হিসাব সমীকরণের যোগফল ২,৫০০ টাকা।
প্রশ্ন -১০ ল্ফ জনাব জহিরুল ইসলাম ২০১৫ সালের জুন মাসের ১ তারিখে নগদ ২০,০০০ টাকা, ৮,০০০ টাকার যন্ত্রপাতি ও ১০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ:
জুন ৩ জনাব আহমদের নিকট হতে ১০,০০০ টাকার পণ্য ক্রয়।
জুন ৯ চেকে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো ২,০০০ টাকা।
জুন ১২ নগদে ১২,০০০ টাকার পণ্য বিক্রয়।
জুন ১৮ জহিরুল ইসলামের জীবন বিমা প্রদান করা হলো ৮০০ টাকা।
জুন ২২ জনাব আহমদকে নগদে ৭,০০০ টাকা পরিশোধ করা হলো।
জুন ২৭ যন্ত্রপাতি সংস্থাপন বাবদ ২,০০০ টাকা ব্যয় হলো।
ক. মোট ব্যয়ের পরিমাণ কত? ২
খ. উপর্যুক্ত লেনদেনের মাধ্যমে মাস শেষে জহিরুল ইসলামের মালিকানা স্বত্বের পরিমাণ কত? ৪
গ. ‘সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি’, ‘সম্পদ বৃদ্ধি ও রেভিনিউ বৃদ্ধি’, ‘সম্পদ হ্রাস ও ব্যয় বৃদ্ধি’, ‘সম্পদ হ্রাস ও দায় হ্রাস’,-এই অবস্থানগুলোর সাথে উপরিউক্ত লেনদেনের মিলকরণ কর। ৪
 ১০নং প্রশ্নের সমাধান 
ক. জনাব জহিরুল ইসলামের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
জুন ৩ জনাব আহমদের নিকট হতে পণ্য ক্রয় ১০,০০০
জুন ৯ চেকে বাড়ি ভাড়া পরিশোধ ২,০০০
মোট ব্যয়ের পরিমাণ ১২,০০০
উত্তর : মোট ব্যয় ১২,০০০ টাকা।
খ. জহিরুল ইসলামের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় :
বিবরণ টাকা টাকা
মূলধন (২০,০০০ + ৮,০০০) ২৮,০০০
যোগ : রেভিনিউ
নগদে পণ্য বিক্রয় ১২,০০০
৪০,০০০
বাদ : ব্যয়
ধারে পণ্য ক্রয় ১০,০০০
চেকে বাড়ি ভাড়া পরিশোধ ২,০০০
১২,০০০

বাদ : উত্তোলন ২৮,০০০
জীবন বিমা প্রদান ৮০০
মালিকানা স্বত্ব ২৭,২০০
উত্তর : জুন মাসের শেষে জহিরুল ইসলামের মালিকানা স্বত্ব ২৭,২০০ টাকা।
গ. প্রদত্ত চারটি অবস্থার সহিত উপরিউক্ত লেনদেনগুলোর মিলকরণ ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো :
প্রদত্ত শর্ত তারিখ লেনদেন
২০১৫
সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি জুন ১ নগদ ২০,০০০ টাকা, ৮,০০০ টাকার যন্ত্রপাতি ও ১০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন।
সম্পদ বৃদ্ধি ও রেভিনিউ বৃদ্ধি ” ১২ নগদে ১২,০০০ টাকার পণ্য বিক্রয়।
সম্পদ হ্রাস ও ব্যয় বৃদ্ধি ” ৯ চেকে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো ২,০০০ টাকা।
সম্পদ হ্রাস ও দায় হ্রাস ” ২২ জনাব আহমদকে নগদে ৭,০০০ টাকা পরিশোধ করা হলো।
প্রশ্ন -১১ ল্ফ জনাব আলিম একজন বিশিষ্ট শিল্প ব্যবসায়ী। ২০১৫ সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
জানুয়ারি ১ মূলধন আনয়ন ২,০০,০০০ টাকা।
জানুয়ারি ৭ আসবাবপত্র ক্রয় ৫০,০০০ টাকা।
জানুয়ারি ১২ আসবাবপত্র বিক্রয় ৩০,০০০ টাকা।
জানুয়ারি ৩০ ব্যাংকে জমা দান ১৫,০০০ টাকা।
জানুয়ারি ৩১ বেতন প্রদান ১০,০০০ টাকা।
ক. নিট আসবাবপত্রের পরিমাণ কত? ২
খ. ৩১ জানুয়ারি তারিখে জনাব আলিমের হাতে নগদের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. উপরিউক্ত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট কারণসহ নির্ণয় কর। ৪
 ১১নং প্রশ্নের সমাধান 
ক. নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
জানুয়ারি ৭ আসবাবপত্র ক্রয় ৫০,০০০
জানুয়ারি ১২ বাদ : আসবাবপত্র বিক্রয় ৩০,০০০
নিট আসবাবপত্রের পরিমাণ ২০,০০০
উত্তর : নিট আসবাবপত্র ২০,০০০ টাকা।
খ. জনাব আলিমের হাতে নগদের পরিমাণ নির্ণয় :
জনাব আলিমের
ডেবিট নগদান হিসাব ক্রেডিট
তারিখ বিবরণ জা. পৃ. টাকা তারিখ বিবরণ জা. পৃ. টাকা
২০১৫ ২০১৫
জানুয়ারি ১ মূলধন হিসাব ২,০০,০০০ জানুয়ারি ৭ আসবাপত্র হিসাব ৫০,০০০
” ১২

 

ফেব্রæয়ারি ১ আসবাবপত্র হিসাব

 

ব্যালেন্স বি/ডি
৩০,০০০

” ৩০
” ৩১
” ৩১ ব্যাংক হিসাব
বেতন হিসাব
ব্যালেন্স সি/ডি ১৫,০০০
১০,০০০
১,৫৫,০০০
২,৩০,০০০
১,৫৫,০০০ ২,৩০,০০০
উত্তর : ৩১ জানুয়ারি তারিখে জনাব আলিমের হাতে নগদের পরিমাণ ১,৫৫,০০০ টাকা।
গ. জনাব আলিমের জানুয়ারি মাসের লেনদেনগুলোর কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় :
তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট/ক্রেডিট কারণ
২০১৫
জানু. ১
নগদান হিসাব
মূলধন হিসাব
ডেবিট
ক্রেডিট
সম্পদ বৃদ্ধি
মালিকানা স্বত্ব বৃদ্ধি
” ৭ আসবাবপত্র হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
সম্পদ হ্রাস
” ১২ নগদান হিসাব
আসবাবপত্র হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
সম্পদ হ্রাস
” ৩০ ব্যাংক হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ বৃদ্ধি
সম্পদ হ্রাস
” ৩১ বেতন হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট ব্যয় বৃদ্ধি
সম্পদ হ্রাস
প্রশ্ন -১২ ল্ফ জনাব শ্যামল চন্দ্র একজন কাপড় ব্যবসায়ী। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:
ডিসেম্বর ১ নগদ ২,০০,০০০ টাকা মূলধন স্বরূপ ব্যবসায়ে আনা হলো।
ডিসেম্বর ৩ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো ১৫,০০০ টাকা।
ডিসেম্বর ১২ ২৫,০০০ টাকার কাপড় ক্রয় করা হলো।
ডিসেম্বর ২৪ কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো ৮,০০০ টাকা।
ডিসেম্বর ৩১ নগদে কমিশন প্রাপ্তি ৬,০০০ টাকা।
ক. ডিসেম্বর মাসের মোট নগদ প্রদানের পরিমাণ কত? ২
খ. উপরিউক্ত লেনদেনগুলোর সংশ্লিষ্ট হিসাব ও হিসাবের শ্রেণি উল্লেখ কর। ৪
গ. ‘সম্পদ বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি’, ‘সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি,’ ‘সম্পদ বৃদ্ধি ও রেভিনিউ বৃদ্ধি,’ ‘সম্পদ হ্রাস ও ব্যয় বৃদ্ধি,’ এই অবস্থাগুলোর সাথে উপরিউক্ত লেনদেনগুলোর মিলকরণ কর। ৪
 ১২নং প্রশ্নের সমাধান 
ক. জনাব শ্যামল চন্দ্রের মোট নগদ প্রদানের পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৫
ডিসে. ১২ নগদে কাপড় ক্রয় ২৫,০০০
” ২৪ কর্মচারী রতনকে বেতন প্রদান ৮,০০০
মোট নগদ প্রদান ৩৩,০০০
উত্তর : ডিসেম্বর মাসের নগদ প্রদান ৩৩,০০০ টাকা।
খ. লেনদেনগুলোর সংশ্লিষ্ট হিসাব ও হিসাবের শ্রেণি নির্ণয় :
তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণি
২০১৫
ডিসেম্বর ১
নগদান হিসাব
সম্পদ
মূলধন হিসাব মালিকানা স্বত্ব
ডিসেম্বর ৩ ব্যাংক হিসাব সম্পদ
ঋণ হিসাব দায়
ডিসেম্বর ১২ ক্রয় হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
ডিসেম্বর ২৪ বেতন হিসাব ব্যয়
নগদান হিসাব সম্পদ
ডিসেম্বর ৩১ নগদান হিসাব সম্পদ
প্রাপ্ত কমিশন হিসাব রেভিনিউ
গ. প্রদত্ত চারটি অবস্থার সহিত উপরিউক্ত লেনদেনগুলো মিলকরণ ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো-
প্রদত্ত শর্ত তারিখ লেনদেন
২০১৫
সম্পদ বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি ডিসেম্বর ১ নগদ ২,০০,০০০ টাকা ব্যবসায়ে মূলধন স্বরূপ আনা হলো।
সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি ” ৩ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো ১৫,০০০ টাকা।
সম্পদ বৃদ্ধি ও রেভিনিউ বৃদ্ধি ” ৩১ নগদে কমিশন প্রাপ্তি ৬,০০০ টাকা।
সম্পদ হ্রাস ও ব্যয় বৃদ্ধি ” ২৪ কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো ৮,০০০ টাকা।

প্রশ্ন -১৩ ল্ফ জনাব মাহমুদ ২০১৫ সালের জানুয়ারি ১ তারিখে নগদ ১,০০,০০০ টাকা ও ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। জানুয়ারিতে তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ :
জানুয়ারি ২ আহমেদের কাছ থেকে পণ্য ক্রয় ১৮,০০০ টাকা; যার মধ্যে ৮,০০০ টাকা নগদ পরিশোধ করা হয়।
জানুয়ারি ৩ অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো এবং ৮০,০০০ টাকা জমা দেয়া হলো।
জানুয়ারি ৪ পণ্য বিক্রয় বাবদ প্রাপ্ত ১৬,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দেয়া হলো।
জানুয়ারি ৫ মালিক নিজ প্রয়োজনে ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে ৬,০০০ টাকা উত্তোলন করলেন।
ক. চলমান জের ছক ব্যবহার করে ব্যাংক হিসাবের জের নির্ণয় কর। ২
খ. প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ এবং হিসাবের শ্রেণি বিভাগ কারণসহ ছকের সাহায্যে দেখাও। ৪
গ. হিসাব সমীকরণে বিবরণী ছকে উপরিউক্ত লেনদেনগুলোর প্রভাব ছকে দেখাও। ৪
 ১৩নং প্রশ্নের সমাধান 
ক. চলমান জের ছক ব্যবহার করে ব্যাংক হিসাবের জের নির্ণয় :
জনাব মাহমুদের
ব্যাংক হিসাব
তারিখ বিবরণ জা. পৃ. ডেবিট
টাকা ক্রেডিট
টাকা জের
ডেবিট ক্রেডিট
২০১৫
জানুয়ারি ৩
নগদান হিসাব
৮০,০০০
৮০,০০০
জানুয়ারি ৪ বিক্রয় হিসাব ১৬,০০০ ৯৬,০০০
জানুয়ারি ৫ উত্তোলন হিসাব ৬,০০০ ৯০,০০০
উত্তর : ব্যাংক হিসাবের জের ৯০,০০০ টাকা।
খ. জনাব মাহমুদের জানুয়ারি মাসের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় এবং হিসাবের শ্রেণিবিভাগ কারণসহ ছকে দেখানো হলো :
তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট/ক্রেডিট হিসাবের শ্রেণি কারণ
২০১৫
জানু. ১
নগদান হিসাব
আসবাবপত্র হিসাব
মূলধন হিসাব
ডেবিট
ডেবিট
ক্রেডিট
সম্পদ
সম্পদ
মালিকানা স্বত্ব
সম্পদ বৃদ্ধি
সম্পদ বৃদ্ধি
মালিকানা স্বত্ব বৃদ্ধি
জানু. ২ ক্রয় হিসাব
নগদান হিসাব
পাওনাদার হিসাব ডেবিট
ডেবিট
ক্রেডিট ব্যয়
সম্পদ
দায় ব্যয় বৃদ্ধি
সম্পদ হ্রাস
দায় বৃদ্ধি
জানু. ৩ ব্যাংক হিসাব
নগদান হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ
সম্পদ সম্পদ বৃদ্ধি
সম্পদ হ্রাস
জানু. ৪ ব্যাংক হিসাব
বিক্রয় হিসাব ডেবিট
ক্রেডিট সম্পদ
রেভিনিউ সম্পদ বৃদ্ধি
রেভিনিউ বৃদ্ধি
জানু. ৫ উত্তোলন হিসাব
ব্যাংক হিসাব ডেবিট
ক্রেডিট মালিকানা স্বত্ব
সম্পদ মালিকানা স্বত্ব হ্রাস
সম্পদ হ্রাস
গ. জনাব মাহমুদের
২০১৫ সালের জানুয়ারি মাসের লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণে বিবরণী ছকে দেখানো হলো :
তারিখ সম্পদ = দায় মালিকানা
স্বত্ব মন্তব্য
নগদ ব্যাংক আসবাবপত্র = পাওনাদার
২০১৫ জানু. ১
১,০০,০০০
২০,০০০
=
১,২০,০০০
মূলধন আনয়ন
উদ্বৃত্ত ১,০০,০০০ ২০,০০০ = ১,২০,০০০
জানু. ২ Ñ ৮,০০০ = ১০,০০০  ১৮,০০০ ব্যয়
উদ্বৃত্ত ৯২,০০০ ২০,০০০ = ১০,০০০ ১,০২,০০০
জানু. ৩ Ñ ৮০,০০০ ৮০,০০০
উদ্বৃত্ত ১২,০০০ ৮০,০০০ ২০,০০০ = ১০,০০০ ১,০২,০০০
জানু. ৪ ১৬,০০০ = ১৬,০০০ রেভিনিউ
উদ্বৃত্ত ১২,০০০ ৯৬,০০০ ২০,০০০ = ১০,০০০ ১,১৮,০০০
জানু. ৫ Ñ ৬,০০০ = Ñ ৬,০০০ উত্তোলন
উদ্বৃত্ত ১২,০০০ ৯০,০০০ ২০,০০০ = ১০,০০০ ১,১২,০০০
মোট ১,২২,০০০ = ১,২২,০০০

Leave a Reply