প্রথম অধ্যায়
হিসাববিজ্ঞান পরিচিতি
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. হিসাববিজ্ঞান
ক সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে
খ উৎপাদন ব্যবস্থার আলোচনা করে
গ পণ্য ক্রয় এবং বিক্রয়ের হিসাব রাখে
যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখে, শ্রেণিবিভাগ করে এবং ব্যাখ্যা করে
২. কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল অর্জন সম্ভব?
ক সম্পদ ক্রয়ের ফলে খ সঠিক সিদ্ধান্ত নিলে
ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ঘ পণ্য ক্রয়ের দ্বারা
৩. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীÑ
র. মালিক রর. ব্যবস্থাপক
ররর. ঋণ প্রদানকারী ব্যাংক
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪. বিজ্ঞান ও প্রযুক্তি
ক হিসাবরক্ষণকে সংকুচিত করে
খ হিসাবরক্ষণকে ব্যয়বহুল করে তুলে
গ হিসাবরক্ষণের গতি রোধ করে
হিসাবরক্ষণের উন্নতি ঘটায়
৫. হিসাববিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়?
ক হিসাব ব্যবস্থা তথ্য ব্যবস্থা গ নিরীক্ষা ব্যবস্থা ঘ বিবরণী ব্যবস্থা
৬. হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-
ক মালিক খ শেয়ারহোল্ডার
ঋণ প্রদানকারী ঘ অভ্যন্তরীন নিরীক্ষক
৭. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণÑ
র. শিক্ষা প্রতিষ্ঠান
রর. বিজ্ঞাপনী সংস্থা
ররর. সামাজিক সংঘ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল
র. আর্থিক ফলাফল নির্ণয়
রর. ব্যয় নিয়ন্ত্রণ
ররর. আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯. একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে
র. পণ্য তৈরিতে বিদেশী কাঁচামাল ব্যবহার করে
রর. পণ্য তৈরিতে দেশী কাঁচামাল ব্যবহার করে
ররর. গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
নিম্নের তথ্য থেকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
ডা: রাকিব হাসান তার ক্লিনিকের আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন। বছর শেষে তার ব্যক্তিগত কর নির্ধারণ প্রক্রিয়া সহজ ও স্বল্প সময়ে সম্ভব হয়। ফলে আয়কর কর্তৃপক্ষ তার হিসাব নিকাশ রাখার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।
১০. অর্থের আদান প্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা কিসের উদ্দেশ্য?
ক ব্যবসায়ের খ দেনা-পাওনার
গ হিসাব লিপিবদ্ধকরণের হিসাববিজ্ঞানের
১১. ডা: রাকিব হাসানের ক্লিনিকের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করলে সহায়ক হবেÑ
র. বিক্রয় বৃদ্ধিতে রর. মূল্যবোধ সৃষ্টিতে
ররর. কর নির্ধারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১২. নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা হচ্ছে
ক আয় বুঝে ব্যয় করা খ দায়িত্ববোধের বিকাশ
গ মূল্যবোধ সৃষ্টি জবাবদিহিতা
১৩. কোনটি সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভ‚মিকা রাখে?
ক ব্যবস্থাপনা খ হিসাব নিরীক্ষণ হিসাববিজ্ঞান ঘ পরিকল্পনা
১৪. হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য
ক ব্যয় নিয়ন্ত্রণ খ লেনদেন লিপিবদ্ধকরণ
গ ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ ফলাফল নির্ণয়
১৫. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কী?
ক ব্যয় হ্রাস খ প্রতারণা ও জালিয়াতি রোধ
গ লাভক্ষতির পরিমাণ নির্ধারণ আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ
১৬. সরকারের আয়ের উৎস কোনটি?
ক বেতন খ বাড়িভাড়া গ অফিস ভাড়া ভ্যাট
১৭. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়?
ক ইংল্যান্ডে খ ভারতবর্ষে ইতালিতে ঘ আমেরিকায়
১৮. হিসাববিজ্ঞানকে কী বলা হয়?
ক ব্যবসায়ের চালিকাশক্তি ব্যবসায়ের ভাষা
গ ব্যবসায়ের চাবি ঘ ব্যবসায়ের দর্পণ
১৯. হিসাববিজ্ঞানের ইতিহাস কেমন?
ক একটি নতুন বিষয় খ একটি পুরানো বিষয়
গ একটি আধুনিক বিষয় প্রাচীন ও বৈচিত্র্যময়
২০. হিসাব তথ্যাবলি প্রতিষ্ঠানের কোন কাজটিতে সাহায্য করে?
ক মুনাফা অর্জনে সিদ্ধান্ত গ্রহণে
গ মূলধন সংগ্রহে ঘ সুনাম অর্জনে
২১. প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল অর্জন করা সম্ভব হয় কিসের মাধ্যমে?
ক দায় হ্রাসের ব্যয় নিয়ন্ত্রণের
গ মালিকানাস্বত্ব বৃদ্ধির ঘ প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে
২২. হিসাববিজ্ঞান কী?
তথ্য ব্যবস্থা খ গণনা ব্যবস্থা
গ দু’তরফা দাখিলা ঘ একতরফা দাখিলা
২৩. নাজনীন ফুড প্রোডাক্টস পণ্য বিক্রয়ের ওপর ভ্যাট প্রদান করে থাকেন। সরকারের এ ভ্যাট আদায়ের ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করে নিচের কোনটি?
ক ব্যবস্থাপনা খ অর্থনীতি
হিসাববিজ্ঞান ঘ ফিন্যান্স এন্ড ব্যাংকিং
২৪. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধকরণ
খ ব্যয় হ্রাস এবং প্রতারণা ও জালিয়াতি রোধকরণ
গ আর্থিক তথ্যাদির তুলনামূলক বিশ্লেষণ
আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়
২৫. ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী
র. কর্মকর্তা-কর্মচারী
রর. মালিক ও ব্যবস্থাপক
ররর. হিসাব নিরীক্ষক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৬. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো
র. মালিক রর. ব্যবস্থাপক ররর. শ্রমিক
নিচের কোনটি সঠিক?
ক র খ রর র ও রর ঘ রর ও ররর
২৭. সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে
র. ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
রর. অপব্যয় রোধ হয়
ররর. আর্থিক সচ্ছলতা অর্জন হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৮. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী
র. ঋণ প্রদানকারী রর. সরকার
ররর. পাওনাদার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর গ র ও ররর র, রর ও ররর
হিসাববিজ্ঞানের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৯. হিসাববিজ্ঞান কী? (জ্ঞান)
ক একটি বস্তু খ একটি পণ্য একটি প্রক্রিয়া ঘ একটি লেনদেন
৩০. হিসাববিজ্ঞান পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কী সম্পাদন করা যায়? (জ্ঞান)
ক অনার্থিক কার্যাবলি আর্থিক কার্যাবলি
গ ব্যবস্থাপনা কার্যাবলি ঘ সামাজিক কার্যাবলি
৩১. কোন শাস্ত্র ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করে? (জ্ঞান)
হিসাববিজ্ঞান খ ব্যবস্থাপনা গ অর্থনীতি ঘ বিপণন
৩২. হিসাববিজ্ঞান বিষয়ের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণের ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের কী নির্ণয় করা যাবে? (জ্ঞান)
ক কাঠামোগত পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন
গ ব্যবসায়ের মালিকানা পরিবর্তন ঘ সামাজিক অবস্থার পরিবর্তন
৩৩. হিসাববিজ্ঞানকে কী বলা হয়? (জ্ঞান)
ব্যবসায়ের ভাষা খ ব্যবসায়ের অজ্ঞতা
গ ব্যবসায়ের পরিভাষা ঘ ব্যবসায়ের চালিকাশক্তি
৩৪. হিসাববিজ্ঞানকে কেন ব্যবসায় প্রতিষ্ঠানের ভাষা বলা হয়? (অনুধাবন)
ক প্রতিষ্ঠানের সম্ভাব্য লেনদেন জানা যায় বলে
খ প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ জানা যায় বলে
গ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা জানা যায় বলে
প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় বলে
৩৫. কোনটি ব্যতিত আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন? (জ্ঞান)
ক নির্দিষ্ট কৌশল ও মান খ নির্দিষ্ট মান ও পদ্ধতি
নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ঘ নির্দিষ্ট অর্থ ও মানদণ্ড
৩৬. ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে কী পরিলক্ষিত হয়? (জ্ঞান)
ক ধারে সম্পর্কিত ঘটনা খ ঐতিহাসিক ঘটনা
অর্থ সম্পর্কিত ঘটনা ঘ পারিবারিক ঘটনা
৩৭. যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক সমাজবিজ্ঞান হিসাববিজ্ঞান গ ব্যবস্থাপনা ঘ অর্থনীতি
৩৮. প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ কোনটিতে দৃষ্টি আরোপ করেন? (জ্ঞান)
ক সুষ্ঠু অর্থায়নের উপর হিসাব তথ্যের উপর
গ আর্থিক সচ্ছলতার উপর ঘ পারিবারিক তথ্যের উপর
৩৯. হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুতের জন্য কোনটির উপর জ্ঞান থাকা প্রয়োজন? (অনুধাবন)
হিসাববিজ্ঞান খ হিসাবরক্ষণ
গ হিসাবচক্র ঘ লেনদেন লিপিবদ্ধকরণ
৪০. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক কার্যাবলি হিসেবে চিিহ্নত হবে? (অনুধাবন)
ক পণ্য ক্রয়ে অর্ডার দেওয়া খ পণ্যের গুণগতমান রক্ষা করা
গ বেতন প্রদানে চুক্তি করা দেনাদার হতে আদায় করা
৪১. আর্থিক তথ্যাবলি প্রতিষ্ঠানকে কোন ক্ষেত্রে সাহায্য করে থাকে? (অনুধাবন)
আর্থিক সিদ্ধান্ত গ্রহণে খ জালিয়াতি করতে
গ জবাবদিহিতা হ্রাস করতে ঘ কর ফাঁকি দিতে
৪২. মি. সরকার নাভানা গ্রæপে সিনিয়র হিসাবরক্ষক। তিনি বিভিন্ন ধরনের আর্থিক কার্যাবলি শ্রেণিবদ্ধকরণের পর সঠিক হিসাব বইতে লিপিবদ্ধকরণ করেন। তিনি নিচের কোন লেনদেনটি হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করবেন না? (প্রয়োগ)
ক কর্মচারীদের বেতন প্রদান ৫,০০০ টাকা
খ দেনাদারের নিকট হতে আদায় ৫,০০,০০০ টাকা
পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান ২,০০,০০০ টাকা
ঘ সম্পদ ক্রয় ৫,০০,০০০ টাকা
৪৩. হিসাববিজ্ঞান কোনটি করে? (অনুধাবন)
ক উদ্দেশ্যকে বিশ্লেষণ করে খ উৎপত্তি সম্পর্কে ধারণা দেয়
আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে ঘ তথ্যের ব্যবহারকারীদের শনাক্ত করে
৪৪. ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল জানার জন্য কোনটি পাঠ করা আবশ্যক? (অনুধাবন)
ক ব্যবস্থাপনা খ অর্থায়ন গ অর্থনীতি হিসাববিজ্ঞান
৪৫. অনেক দিন সব ধরনের লেনদেন কীভাবে মনে রাখা যায়? (জ্ঞান)
ক বাজারজাতকরণের সাহায্যে খ অর্থায়নের সাহায্যে
হিসাববিজ্ঞানের সাহায্যে ঘ ব্যবস্থাপনার সাহায্যে
৪৬. ‘বায়োফার্মা লি.’ ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি নিবন্ধিত কোম্পানি। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষকে হিসাব সম্পর্কে অবহিত করার তাগিদে কোম্পানি একজন চার্টার্ড একাউন্টেট নিয়োগ দেয়। চাটার্ড একাউন্টেন্ট প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষকে হিসাব সম্পর্কে অবহিত করতে কোনটি প্রস্তুত করবেন? (প্রয়োগ)
ক ক্রয় বই খ খতিয়ান বই গ নগদান বই আর্থিক প্রতিবেদন
৪৭. হিসাববিজ্ঞান কীভাবে আর্থিক লেনদেনসমূহের প্রভাব ও ফলাফল নির্ণয় করে? (অনুধাবন)
সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে খ শনাক্তকরণ ও সংরক্ষণের মাধ্যমে
গ লিপিবদ্ধকরণ ও শ্রেণিবদ্ধকরণের মাধ্যমে
ঘ লিপিবদ্ধকরণ ও ব্যাখ্যাকরণের মাধ্যমে
৪৮. জনাব ইউনুস তার প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনগুলো সুষ্ঠুভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ, শ্রেণিবদ্ধ ও বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করলেন। এ জন্য তিনি কোন বিষয়ের উপর দক্ষ ছিলেন? (উচ্চতর দক্ষতা)
ক ব্যবসায় পরিচালনায় হিসাববিজ্ঞানে
গ গণিত শাস্ত্রে ঘ পরিকল্পনায়
৪৯. হিসাববিজ্ঞান আর্থিক লেনদেনসমূহ সংরক্ষণ ও পর্যালোচনা করে কী আকারে বিভিন্ন পক্ষের নিকট উপস্থাপন করে? (জ্ঞান)
ক আইনি দলিল খ স্থায়ী দলিল প্রতিবেদন ঘ ঐচ্ছিক দলিল
৫০. হিসাববিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের কোন অবস্থার পরিবর্তন নির্ণয় করা যায়? (জ্ঞান)
ক সা¤প্রদায়িক আর্থিক গ রাজনৈতিক ঘ ভবিষ্যৎ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫১. আর্থিক কার্যাবলি হলো (অনুধাবন)
র. দেনাদার হতে আদায়
রর. খরচ পরিশোধ
ররর. পণ্য ক্রয় ও বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫২. হিসাববিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রস্তুত করা যায় (অনুধাবন)
র. হিসাবের বিভিন্ন বিবরণী
রর. হিসাবের প্রতিবেদন
ররর. মালিকের ব্যক্তিগত দলিলপত্র
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৩. হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয় (অনুধাবন)
র. আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব
রর. আর্থিক ফলাফল নির্ণয়ের পদ্ধতি
ররর. আর্থিক অবস্থা বিশ্লেষণের কৌশল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৪. হিসাববিজ্ঞান হচ্ছে (অনুধাবন)
র. একটি বিজ্ঞান
রর. ব্যবসায়ের ভাষা
ররর. লেনদেন লিপিবদ্ধ করার কলাকৌশল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৫. সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে জানা যায় (অনুধাবন)
র. কারবারের লাভ-ক্ষতি
রর. কারবারের সর্বাঙ্গীন আর্থিক অবস্থা
ররর. মোট দায় ও মোট সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৬. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় (অনুধাবন)
র. হিসাবের বিভিন্ন বিবরণীর মাধ্যমে
রর. লেনদেন জাবেদাভুক্তকরণের মাধ্যমে
ররর. হিসাবের প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৭. হিসাববিজ্ঞান পাঠ করলে হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় (অনুধাবন)
র. খরচ পরিশোধ
রর. সম্পদ ক্রয় ও বিক্রয়
ররর. ব্যবসায়ের সকল লেনদেন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. নিরালা কোম্পানিতে পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় ১০,০০০ টাকা, পরিবহন খরচ ৫০০ টাকা, মজুরি প্রদান ৫,০০০ টাকা, ভাড়া প্রদান ৩,০০০ টাকা করা হয়েছে। কোম্পানির হিসাবরক্ষক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের সময় জানাতে পারবে (প্রয়োগ)
র. পণ্য ক্রয় সম্পর্কিত তথ্য
রর. খরচ সম্পর্কিত তথ্য
ররর. পাওনাদারের দেনা সম্পর্কিত তথ্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৯. হিসাববিজ্ঞান আর্থিক ফলাফল নির্ণয় করে থাকে- (অনুধাবন)
র. লেনদেন সম্পাদনের মাধ্যমে
রর. লেনদেন সংরক্ষণের মাধ্যমে
ররর. লেনদেন পর্যালোচনার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সেলিম খান ব্রাদার্সের দৈনন্দিন আর্থিক লেনদেনগুলো প্রতিষ্ঠানের হিসাবের বইতে যথাযথভাবে লিপিবদ্ধ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে ১৫,০০০ টাকা পর্যন্ত ব্যয় করার ক্ষমতা রাখেন। আগামী মাসে প্রতিষ্ঠানের প্রয়োজনে তাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে বলে তিনি ধারণা করছেন।
৬০. জনাব সেলিম খান ব্রাদার্সে মূলত কোন কাজটি করেন? (প্রয়োগ)
হিসাব সংরক্ষণ খ নগদ সংরক্ষণ
গ ব্যয় নির্বাহ ঘ আর্থিক অবস্থা নিরূপণ
৬১. উপরিউক্ত পরিস্থিতিতে জনাব সেলিমের জন্য কোন পদক্ষেপটি গ্রহণ করা অধিক যুক্তিযুক্ত? (উচ্চতর দক্ষতা)
ক আয় বৃদ্ধি করা ব্যয় নিয়ন্ত্রণ করা
গ মালিকের সাথে আলোচনা করা ঘ নিজে খরচ করার সিদ্ধান্ত নেয়া
হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬২. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
ক ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা
সঠিকভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করা
গ ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করা
ঘ প্রতারণা ও জালিয়াতি রোধ করা
৬৩. লাভক্ষতির পরিমাণ নির্ণয় করার প্রয়োজনীয়তা কোনটি? (অনুধাবন)
ক ব্যবসায়ের স্থায়ী সম্পদের পরিমাণ জানা
খ ব্যবসায়ের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা
গ ব্যবসায়ের মূলধন কাঠামো সম্পর্কে ধারণা লাভ করা
ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা
৬৪. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক লেনদেনসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করা
লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করা
গ লেনদেন সম্পাদনে সচেতনতা অবলম্বন করা
ঘ লেনদেনসমূহ দীর্ঘদিন মনে রাখা
৬৫. প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ কীভাবে লিপিবদ্ধ করতে হবে? (অনুধাবন)
ক লেনদেন সম্পাদিত হওয়ার সাথে সাথে
খ লেনদেন সংরক্ষণকারীর সুবিধা মতো
গ সুবিধাজনক পদ্ধতি ব্যবহার করে
সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে
৬৬. কীভাবে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়? (অনুধাবন)
ক লেনদেন লিপিবদ্ধ করে খ ক্রয়-বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে
লাভ-ক্ষতি নির্ণয় করে ঘ রেওয়ামিল প্রস্তুত করে
৬৭. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করার জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক যাবতীয় ক্রয় ও বিক্রয় সঠিকভাবে লিপিবদ্ধ করা
খ যাবতীয় লেনদেনসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করা
গ সুনির্দিষ্ট পদ্ধতিতে সম্পদ ক্রয় করা
যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করা
৬৮. জনাব মোহন তার ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে চায়। এজন্য তাকে কী করতে হবে? (অনুধাবন)
সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব নির্ণয় খ মোট মুনাফা নির্ণয়
গ নিট মুনাফা নির্ণয় ঘ মোট সম্পত্তি ও মোট দায় নির্ণয়
৬৯. প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল কীভাবে অর্জন করা যায়? (অনুধাবন)
ক আয় বৃদ্ধি করে খ মুনাফা বৃদ্ধি করে
ব্যয় নিয়ন্ত্রণ করে ঘ ব্যয়খাতসমূহ লিপিবদ্ধ করে
৭০. হিসাববিজ্ঞান কীভাবে ব্যবসায়ের ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে? (অনুধাবন)
ক যাবতীয় আয় সঠিকভাবে লিপিবদ্ধ করে
যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করে
গ যাবতীয় প্রতারণা ও জালিয়াতি রোধ করে
ঘ যাবতীয় খরচ সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করে
৭১. সুষ্ঠুভাবে হিসাব না রাখলে কোনটি করা অসম্ভব? (অনুধাবন)
ক ব্যক্তি ও পারিবারিক জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ
খ সুষ্ঠুভাবে সমাজে জীবনধারণ করা
গ সমাজ জীবনে সংঘটিত সমস্যাসমূহের সমাধান
ব্যবসায়ের লাভক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়
৭২. কর, ভ্যাট, আয়কর নির্ণয়ের জন্য কোন বিষয়ক জ্ঞানের প্রয়োজন হয়? (অনুধাবন)
ক বাণিজ্য নীতিমালা খ আমদানি-রপ্তানি নীতি
হিসাববিজ্ঞান ঘ অর্থনীতি
৭৩. ব্যবসায়ের মুনাফা বা ক্ষতির পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা প্রয়োজন? (অনুধাবন)
ক লেনদেনের জাবেদা বই খ লেনদেনের খতিয়ান হিসাব
বিশদ আয় বিবরণী ঘ আর্থিক অবস্থার বিবরণী
৭৪. জনাব মজিদ তার ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে চান। এ জন্য তাকে কোনটি নির্ণয় করতে হবে? (প্রয়োগ)
ক বিক্রয়ের পরিমাণ খ সম্পত্তির পরিমাণ
লাভ-ক্ষতির পরিমাণ ঘ মূলধনের পরিমাণ
৭৫. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করার জন্য কোনটি প্রয়োজন হয়? (অনুধাবন)
ক যাবতীয় ক্রয় ও বিক্রয় সঠিকভাবে লিপিবদ্ধ করা
খ যাবতীয় লেনদেনসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করা
গ সুনির্দিষ্ট পদ্ধতিতে লেনদেন শ্রেণিবিন্যাস করা
যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করা
৭৬. প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কীভাবে নেওয়া যায়? (অনুধাবন)
একাধিক আর্থিক বছরের বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ করে
খ চলতি বছরের আর্থিক বিবরণী প্রস্তুত করে
গ দক্ষ ব্যবস্থাপকদের দ্বারা পরিকল্পনা প্রণয়ন করে
ঘ প্রতিষ্ঠানের সম্পত্তির উপর বিশেষ গুরুত্ব প্রদান করে
৭৭. প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা অর্জন করতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক বিক্রয় বৃদ্ধি খ ব্যয় বৃদ্ধি গ মূলধন বৃদ্ধি অপচয় রোধ
৭৮. কোনো প্রতিষ্ঠান তার উপর ধার্যকৃত কর, শুল্ক, আয়কর প্রভৃতি যথাযথভাবে পরিশোধ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় কীভাবে? (অনুধাবন)
ক মুনাফা নির্ণয় করে হিসাব পর্যালোচনা করে
গ সম্পত্তি নির্ণয় করে ঘ মূলধন নির্ণয় করে
৭৯. আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের কী? (জ্ঞান)
প্রধান উদ্দেশ্য খ মহৎ উদ্দেশ্য
গ বিশেষ উদ্দেশ্য ঘ একমাত্র উদ্দেশ্য
৮০. প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক আয় ব্যয় নির্ণয় হিসাব সংরক্ষণ
গ মুনাফা নির্ণয় ঘ আর্থিক অবস্থা বিশ্লেষণ
৮১. আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় কীভাবে? (অনুধাবন)
ব্যয় নিয়ন্ত্রণ করে খ ধর্মীয় অনুশাসন মেনে চলে
গ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঘ সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে
৮২. জলিল একজন পাইকারি ব্যবসায়ী। ব্যবসায়ে চলতি মূলধনের প্রয়োজনে ব্যাংক ঋণ নিতে ইচ্ছুক। এক্ষেত্রে তার কী করা প্রয়োজন? (প্রয়োগ)
ক আয় নির্ণয় করা খ ব্যয় নির্ণয় করা
সঠিক হিসাব রাখা ঘ সম্পদ ও দায় বৃদ্ধি করা
৮৩. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় হয় কীভাবে? (অনুধাবন)
ক প্রতিষ্ঠানিক লেনদেনের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে
খ অনুদান প্রাপ্তির সঠিক হিসাব রাখার মাধ্যমে
অর্থ প্রাপ্তি-প্রদানের সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে
ঘ হিসাব সংরক্ষণে নিরীক্ষক নিয়োগের মাধ্যমে
৮৪. আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্য ব্যবহার করা হয় কোনটি? (জ্ঞান)
হিসাববিজ্ঞানের জ্ঞান খ আমদানি রপ্তানির নীতি
গ ব্যবসায় বাণিজ্য নীতিমালা ঘ সাধারণ শিক্ষার জ্ঞান
৮৫. সরকারের রাজস্ব আদায় এবং তা বিভিন্ন উন্নয়নমূলক খাতে ব্যবহার করার ক্ষেত্রে কোনটি সহায়ক ভ‚মিকা পালন করে? (জ্ঞান)
ক হিসাবরক্ষক খ কর আদায়কারী হিসাববিজ্ঞান ঘ ব্যাংক
৮৬. সুন্দর-সুশৃঙ্খল ও মিত্যব্যয়ী জীবন গঠনে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
হিসাব রাখা খ গবেষণা করা
গ ব্যয় হ্রাস করা ঘ দু’তরফা দাখিলা পদ্ধতি
৮৭. সরকারের বিভিন্ন কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনে হিসাববিজ্ঞান কী ধরনের ভ‚মিকা পালন করে? (জ্ঞান)
ক মুখ্য সহায়ক
গ প্রধান ঘ বিশ্লেষণমূলক
৮৮. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে কোনটির বিকল্প নেই? (জ্ঞান)
ক হিসাব সচেতনতা বৃদ্ধির খ জবাবদিহিতার সৃষ্টির
গ মূল্যবোধ সৃষ্টির হিসাববিজ্ঞানের
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৯. হিসাব না রাখলে অসম্ভব (অনুধাবন)
র. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা
রর. ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা
ররর. অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৯০. হিসাববিজ্ঞানের মূল বিষয় হচ্ছে (অনুধাবন)
র. সংঘটিত লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ
রর. লেনদেনের ফলাফল নির্ণয়
ররর. আর্থিক অবস্থা নিরূপণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৯১. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো (অনুধাবন)
র. লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতিতে লিপিবদ্ধ করা
রর. ব্যবসায়ের আর্থিক ফলাফল নির্ণয় করা
ররর. ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৯২. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে প্রয়োজন (অনুধাবন)
র. প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ নির্ণয় করা
রর. প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ নির্ণয় করা
ররর. প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৯৩. হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয় (অনুধাবন)
র. ব্যয় নিয়ন্ত্রণ
রর. প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ
ররর. সম্পদ, দায় ও মালিকানা স্বত্তে¡র পরিমাণ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৯৪. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ দ্বারা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রোধ করা যায়- (অনুধাবন)
র. প্রতিষ্ঠানের প্রতারণা
রর. প্রতিষ্ঠানের জালিয়াতি
ররর. মুনাফা জাতীয় খরচ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৫. ব্যবসায়ের লাভ-ক্ষতি নিরূপণ সম্ভব হয় (অনুধাবন)
র. যাবতীয় আয় লিপিবদ্ধকরণের মাধ্যমে
রর. যাবতীয় ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে
ররর. যাবতীয় দায় লিপিবদ্ধকরণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৬. সিরাজুল ইসলাম গত বছর সিজস্ব মূলধন বিনিয়োগ করে একটি একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। তিনি তার প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করেছেন। তাই চাইলে এখন তিনি তার ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করেতে নির্ণয় করতে পারবেন- (প্রয়োগ)
র. সম্পদের পরিমাণ
রর. দায়ের পরিমাণ
ররর. মালিকানা স্বত্বের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৯৭. লিয়াকত হোসেন তার ব্যবসায়ের যাবতীয় হিসাব বই সুষ্ঠুভাবে সংরক্ষণ করেন। তাই বইগুলো তাকে সাহায্য করে (প্রয়োগ)
র. ঋণ গ্রহণে
রর. পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণে
ররর. ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৯৮. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান (অনুধাবন)
র. স্কুল
রর. হাসপাতাল
ররর. আলেয়া মাদ্রাসা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৯৯. সরকারের রাজস্ব আয়সমূহ ব্যয় করা হয় (অনুধাবন)
র. জনকল্যাণে
রর. সরকারি উন্নয়নমূলক কাজে
ররর. বেসরকারি কাজে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০০. সরকারের রাজস্ব আয়সমূহ হলো (অনুধাবন)
র. আয়কর
রর. ভ্যাট
ররর. শুল্ক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাও :
জাহিদ সাহেব মুদি দোকানে অনেক অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণ না করায় বছর শেষে তার দোকানে নগদ অর্থের সংকট দেখা দিল।
১০১. নগদ অর্থের সংকট মোকাবিলায় ব্যাংক ঋণ পেতে জাহিদ সাহেবকে কী করতে হবে? (প্রয়োগ)
ক দোকানের সাজসজ্জা বৃদ্ধি করতে হবে
খ ব্যাংক ম্যানেজারকে সন্তুষ্ট করতে হবে
গ নতুন অংশীদার যোগাতে হবে
সঠিকভাবে হিসাব সংরক্ষণ করতে হবে
১০২. জাহিদ সাহেবকে তার ব্যবসায় চালিয়ে যেতে হলে (উচ্চতর দক্ষতা)
র. একজন দক্ষ হিসাবরক্ষক নিয়োগ দিতে হবে
রর. বিনিয়োগের দ্বারা মূলধন বৃদ্ধি করতে হবে
ররর. অংশীদার গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ফাহিম একজন মনিহারি দোকানদার। পণ্য ক্রয় ও বিক্রয়ের সময় তার দোকানে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয়। লেনদেনগুলো তিনি সুষ্ঠুভাবে হিসাবের বইতে লিখে রাখেন এবং মাস শেষে হিসাব নিকাশ করে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করেন।
১০৩. মাস শেষে জনাব ফাহিম কোনটি প্রস্তুত করেন? (প্রয়োগ)
ক নগদান বই বিশদ আয় বিবরণী
গ রেওয়ামিল ঘ আর্থিক অবস্থার বিবরণী
১০৪. জনাব ফাহিম তার ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে (উচ্চতর দক্ষতা)
র. সম্পদের পরিমাণ নির্ণয় করবেন
রর. দায়ের পরিমাণ নির্ণয় করবেন
ররর. রাজস্বের পরিমাণ নির্ণয় করবেন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৫. হিসাববিজ্ঞানের যাত্রা কখন শুরু হয়? (অনুধাবন)
ক আধুনিককালে সভ্যতার সূচনা হতে
গ সা¤প্রতিককালে ঘ মানুষ গুহায় বসবাসকালে
১০৬. হিসাবকার্যে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে কীভাবে দায়িত্ববোধ বিকশিত হয়? (অনুধাবন)
দীর্ঘদিন হিসাববিজ্ঞানের রীতিনীতি অনুসরণ করলে
খ দীর্ঘদিন হিসাবকার্য পরিচালনা করলে
গ দুর্নীতি ও জালিয়াতি নিয়ন্ত্রণ করলে
ঘ সঠিকভাবে হিসাব বিশ্লেষণ করলে
১০৭. প্রাচীনকালে মানুষ হিসাব রাখত কীভাবে? (জ্ঞান)
গুহায় দাগ কেটে খ খাতায় লিখে
গ মাটিতে দাগ দিয়ে ঘ ঘরের দেয়ালে দাগ কেটে
১০৮. প্রাচীনকালে মানুষের পেশা কী ছিল? (জ্ঞান)
ক ব্যবসায় খ কৃষিকাজ
পশু শিকার ও ফলমূল সংগ্রহ ঘ মৌমাছি পালন
১০৯. মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করার পাশাপাশি কোন পেশায় নিয়োজিত হয়? (জ্ঞান)
ক ব্যবসায় কৃষিকাজ গ নির্মাণ কাজ ঘ শিক্ষকতা
১১০. মানুষ রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল কখন? (জ্ঞান)
ক সভ্যতার সূচনাতে কৃষিকাজ আরম্ভ করার পর
গ ব্যবসায় বাণিজ্য শুরুর পর ঘ বিনিময় প্রথা চালুর পর
১১১. বিনিময় প্রথা চালু হয় কখন? (জ্ঞান)
মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে খ মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে
গ কৃষিকাজ শুরুর সময়ে ঘ সভ্যতার সূচনালগ্নে
১১২. বিনিময় প্রথা চালু হওয়ার কারণ কী? (জ্ঞান)
ক মানুষের চাহিদা হ্রাস সমাজের বিস্তার লাভ
গ মানুষের জ্ঞানের প্রসার ঘ বিজ্ঞানের উন্নতি
১১৩. বিনিময় প্রথা চালুর পরবর্তীতে কোনটির প্রচলন শুরু হয়? (জ্ঞান)
ক শিল্পের খ কৃষির মুদ্রার ঘ ছাপার
১১৪. মুদ্রা প্রচলন হয় কী কারণে? (জ্ঞান)
বিনিময় প্রথার অসুবিধা খ হিসাবপ্রথার উন্নতি
গ প্রযুক্তিগত উন্নয়ন ঘ সমাজব্যবস্থার উন্নয়ন
১১৫. মানুষ নিচের কোন কাজটি প্রথম শুরু করেছিল? (অনুধাবন)
ক কৃষিকাজ সমাজবদ্ধ হয়ে বসবাস
গ মুদ্রা ব্যবহার ঘ পণ্য বিনিময়
১১৬. কোন শতাব্দিতে ব্যবসায় বাণিজ্যের ব্যাপক প্রসার হয়? (জ্ঞান)
ক চতুর্দশ পঞ্চদশ গ সপ্তদশ ঘ অষ্টাদশ
১১৭. ব্যবসায় বাণিজ্য বিস্তার লাভ করার কারণ কোনটি? (জ্ঞান)
মুদ্রার প্রচলন খ বিশ্বায়নের যুগ
গ বিনিময় প্রথার বিলোপ সাধন ঘ হিসাববিজ্ঞানের ব্যবহার
১১৮. আধুনিক হিসাববিজ্ঞানের জš§লগ্ন শুরু হয় কত শতাব্দিতে? (জ্ঞান)
পঞ্চদশ শতাব্দিতে খ ষোড়শ শতাব্দিতে
গ অষ্টাদশ শতাব্দিতে ঘ চতুর্দশ শতাব্দিতে
১১৯. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়? (জ্ঞান)
ক ইংল্যান্ডে খ চীনে গ ভারতবর্ষে ইতালিতে
১২০. লুকা প্যাসিওলি কী ছিলেন? (জ্ঞান)
গণিতবিদ খ চিকিৎসক গ বৈজ্ঞানিক ঘ অর্থনীতিবিদ
১২১. লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত গ্রন্থের নাম কী? (জ্ঞান)
ক একাউন্টিং ইন দি এনসেন্ট ইতালিয়া
খ দি মর্ডান কনসেপ্ট অন একাউন্টিং
সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা
ঘ একাউন্টিং ইন দি পাস্ট
১২২. লুকা প্যাসিওলি হিসাবরক্ষণের কোন নীতি ব্যাখ্যা করেছেন? (জ্ঞান)
ক সমাপনী দাখিলা খ স্থানান্তর দাখিলা
গ সমন্বয় দাখিলা দু’তরফা দাখিলা
১২৩. লুকা প্যাসিওলি দু’তরফা দাখিলা পদ্ধতির সূত্র কত খ্রিষ্টাব্দে ব্যাখ্যা করেন? (জ্ঞান)
ক ১৪৮৪ ১৪৯৪ গ ১৪৬৪ ঘ ১৪৭৪
১২৪. কখন আধুনিক হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়? (জ্ঞান)
ক ১৯৯৪ সালে খ ১৮৯৪ সালে ১৪৯৪ সালে ঘ ১৩৯৪ সালে
১২৫. নিচের কোনটি অলাভজনক প্রতিষ্ঠান? (অনুধাবন)
ক অভিনেতা খ উকিল গ ডাক্তার ক্লাব
১২৬. কোনটির উন্নতির সাথে হিসাববিজ্ঞানের উন্নতি সম্পর্কিত? (জ্ঞান)
ক আর্থিক খ রাজনৈতিক গ মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি
১২৭. বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে হিসাব সংরক্ষণে কোনটির ব্যবহার শুরু হয়েছে? (জ্ঞান)
কম্পিউটার খ ক্যালকুলেটর গ টাইপ রাইটার ঘ কেস্কোগ্রাফ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৮. সভ্যতার শুরুতে মানুষ হিসাব রাখত (অনুধাবন)
র. গাছের গায়ে দাগ কেটে
রর. গুহায় চিহ্ন অংকন করে
ররর. পাথরে দাগ কেটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১২৯. প্রাচীনকালে মানুষ তাদের উৎপাদিত ফসলের হিসাব রাখত (অনুধাবন)
র. ঘরে দাগ কেটে
রর. রশিতে গিট দিয়ে
ররর. পাথরে দাগ কেটে
নিচের কোনটি সঠিক?
র ও রর গ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩০. লুকা প্যাসিওলি ছিলেন (জ্ঞান)
র. গণিতবিদ
রর. ধর্মযাজক
ররর. ভেনিস শহরের নাগরিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩১. হিসাববিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয় (অনুধাবন)
র. ব্যবসায় প্রতিষ্ঠানে
রর. অব্যবসায়ী প্রতিষ্ঠানে
ররর. অমুনাফাভোগী প্রতিষ্ঠানে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩২. হিসাববিজ্ঞানের কলাকৌশলের উন্নয়নে ভ‚মিকা রেখেছে (অনুধাবন)
র. বিজ্ঞান ও প্রযুক্তি
রর. কম্পিউটার
ররর. দু’তরফা দাখিলা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
হিসাব তথ্যের ব্যবহারকারী
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৩. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়? (জ্ঞান)
ক হিসাব ব্যবস্থা তথ্য ব্যবস্থা গ নিরীক্ষা ব্যবস্থা ঘ বিবরণী ব্যবস্থা
১৩৪. হিসাববিজ্ঞানকে ‘তথ্য ব্যবস্থা’ হিসেবে অভিহিত করা হয় কী কারণে? (অনুধাবন)
ক তথ্যসমূহ ব্যবস্থাসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হওয়ার কারণে
খ তথ্যসমূহ নিরীক্ষক দ্বারা নিরীক্ষিত হওয়ার কারণে
তথ্যসমূহ ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারার কারণে
ঘ তথ্যসমূহ বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত হওয়ার কারণে
১৩৫. কার চাহিদা বিবেচনা করে লেনদেনসমূহ লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
ক প্রতিষ্ঠানের খ সরকারের
অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীর ঘ মালিক পক্ষের
১৩৬. কে হিসাবের বই ও সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করে? (জ্ঞান)
ক ক্যাশিয়ার খ ব্যবস্থাপক গ মালিক হিসাবরক্ষক
১৩৭. ব্যবসায়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করতে কারা হিসাব তথ্য ব্যবহার করে? (জ্ঞান)
ক ঋণ প্রদানকারী খ সরকার
মালিক ও ব্যবস্থাপক ঘ বিনিয়োগকারী
১৩৮. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? (জ্ঞান)
ক সরকার খ কর্মকর্তা গ পাওনাদার মালিক
১৩৯. হিসাববিজ্ঞানের ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা ও নিরীক্ষা কার্য সম্পাদন করতে হয় কোনটির মাধ্যমে? (অনুধাবন)
ক লিপিবদ্ধকৃত লেনদেনের মাধ্যমে
খ প্রস্তুতকৃত প্রতিবেদনের মাধ্যমে
গ পরিচালকমণ্ডলীর গৃহীত সিদ্ধান্ত
হিসাববিজ্ঞানের সরবরাহকৃত তথ্যের মাধ্যমে
১৪০. ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের ঋণ প্রদানের ক্ষেত্রে কোনটি বিশ্লেষণ জরুরি? (জ্ঞান)
ক পরিচালকদের যোগ্যতা খ প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ
ব্যবসায়ের যাবতীয় হিসাব ঘ ব্যবসায়ের আয়
১৪১. শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর কার নিকট পরিশোধ করতে হয়? (জ্ঞান)
ক ব্যাংক সরকার
গ মালিক ঘ পরিচালক
১৪২. হিসাববিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কারা? (জ্ঞান)
ক ক্যাশিয়ার খ ব্যবস্থাপক
গ মালিক পাওনাদার
১৪৩. সুমন সাহা রাতুল গার্মেন্টসে ধারে কাপড় সরবরাহের পূর্বে উক্ত প্রতিষ্ঠানের হিসাবসমূহ পর্যালোচনা করলেন। রাতুল গার্মেন্টসের হিসাব বিবরণীর সাথে সুমন সাহার সম্পর্ক কিরূপ? (প্রয়োগ)
ক অভ্যন্তরীণ ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারী
গ সমালোচনাকারী ঘ পর্যালোচনাকারী
১৪৪. পাওনাদার প্রতিষ্ঠানের হিসাব তথ্য ব্যবহার করবেন কেন? (অনুধাবন)
ক ধারে ক্রয়ের পূর্বে প্রতিষ্ঠানের পণ্যের মান যাচাইয়ের জন্য
খ প্রতিষ্ঠানের ব্যবসায়িক দক্ষতা যাচাইয়ের জন্য
ধারে বিক্রয়ের পূর্বে প্রতিষ্ঠানের দায়-পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য
ঘ বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদানের ক্ষমতা যাচাইয়ের জন্য
১৪৫. পাওনাদার কোনটি যাচাই করে পণ্য সরবরাহ করেন? (জ্ঞান)
ক ঋণ পাওয়ার যোগ্যতা খ ঋণ পরিশোধের ক্ষমতা
দায় পরিশোধের ক্ষমতা ঘ কর ও আয়কর পরিশোধের ক্ষমতা
১৪৬. কর্মচারী ও কর্মকর্তা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী? (জ্ঞান)
ক অভ্যন্তরীণ বাহ্যিক গ মধ্যস্থ ঘ ঐচ্ছিক
১৪৭. প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীগণ তাদের ন্যায্য প্রাপ্য আদায়ের জন্য কোনটির সহায়তা গ্রহণ করবে? (জ্ঞান)
ক সংঘটিত লেনদেনের খ জাবেদার
আর্থিক বিবরণীর ঘ গণমাধ্যমের
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৮. অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীর চাহিদা অনুসারে লেনদেনসমূহ (অনুধাবন)
র. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়
রর. আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ হয়
ররর. বাজেট আকারে পেশ করা হয়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৯. হিসাব সংশ্লিষ্ট কাগজপত্র থেকে মালিক ও ব্যবস্থাপক জানতে সক্ষম হয় (অনুধাবন)
র. ব্যবসায়ের লাভ-ক্ষতি
রর. আর্থিক অবস্থার পরিমাণ
ররর. আর্থিক অবস্থার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৫০. কারবারের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করেন (অনুধাবন)
র. মালিক
রর. ব্যবস্থাপক
ররর. সরকার
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫১. হিসাব নিরীক্ষক হিসাব তথ্য ব্যবহার করে থাকেন (অনুধাবন)
র. কর্ম পরিকল্পনা করতে
রর. অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে
ররর. হিসাবের সঠিকতা ও যথার্থতা যাচাইয়ের উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৫২. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো (অনুধাবন)
র. পাওনাদার
রর. সরকার
ররর. ব্যবস্থাপক
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৩. প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে (অনুধাবন)
র. বিনিয়োগকারী
রর. পাওনাদার
ররর. সরকার
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৪. প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা হিসাব তথ্য ব্যবহার করে (প্রয়োগ)
র. ব্যবসায়ের লাভক্ষতি নির্ণয়ের জন্য
রর. প্রাপ্ত সুযোগ-সুবিধা যাচাইয়ের জন্য
ররর. নিজেদের ন্যায্য অংশ আদায়ের জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের ছকটি দেখে ১৫৫ ও ১৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
১৫৫. ‘ক’ উল্লিখিত স্থানে কারা অবস্থান করে? (প্রয়োগ)
অভ্যন্তরীণ ব্যবহাকারী খ বাহ্যিক ব্যবহারকারী
গ হিসাববিজ্ঞানী ঘ পরিবেশবাদী
১৫৬. ‘খ’ উল্লিখিত স্থানে যারা থাকেন (প্রয়োগ)
র. হিসাব নিরীক্ষক
রর. বিনিয়োগকারী
ররর. ভোক্তা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৭. জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠানের ব্যয় থেকে কী বোঝা যায়? (জ্ঞান)
ক মালিকের সমাজসেবা খ মালিকের দেশপ্রেম
গ মালিকের আর্থিক অবস্থা মালিকের সমাজ ও পরিবেশ সচেতনতা
১৫৮. কোন কোম্পানিগুলো বায়ুদূষণ রোধে অনেক অর্থ ব্যয় করে থাকে? (জ্ঞান)
ক পোশাক তেল গ গাড়ি ঘ মোবাইল
১৫৯. শিল্প-কারখানা থেকে নির্গত ধোঁয়া প্রতিরোধে অর্থ খরচের ক্ষেত্রে কিসের নিয়মনীতি অনুসরণ করতে হয়? (জ্ঞান)
ক প্রতিষ্ঠানের খ ভোক্তা আইনের সরকারের ঘ শিল্প মন্ত্রণালয়ের
১৬০. সমাজ ও পরিবেশ রক্ষায় হিসাববিজ্ঞান কীভাবে ভ‚মিকা রাখে? (অনুধাবন)
ক সমাজকে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে দিয়ে
দূষণরোধে ব্যয়িত অর্থের হিসাব রেখে
গ মালিককে সামাজিক উন্নয়নে উৎসাহিত করে
ঘ ব্যবসায়ীকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করে
১৬১. শিল্প-কারখানার মালিকরা মানব স্বাস্থ্য রক্ষায় কীভাবে ভ‚মিকা রাখতে পারে? (অনুধাবন)
ক গরিব ছাত্রদের বৃত্তি প্রদান করে
খ গরিব যুবকের কর্মসংস্থান করে
গ পণ্য সামগ্রী কম দামে বিক্রি করে
পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করে
১৬২. কোনটির কারণে প্রতিষ্ঠান যন্ত্রপাতির শব্দ কমানো ও আবর্জনা সঠিক স্থানে ফেলতে অর্থ খরচ করে? (জ্ঞান)
ক মুনাফা বৃদ্ধির সমাজ ও পরিবেশ রক্ষার
গ উৎপাদন বৃদ্ধির ঘ ব্যয় হ্রাসের
১৬৩. প্রতিষ্ঠানের মালিকপক্ষের কোনটি থাকা প্রয়োজন? (জ্ঞান)
ক অর্থনীতির উপর দায়িত্ববোধ সমাজের প্রতি দায়িত্ববোধ
গ প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ ঘ সরকারি নীতির প্রতি শ্রদ্ধাবোধ
১৬৪. প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কার জন্য অর্থ খরচ করতে হবে? (জ্ঞান)
ক নিজের খ পরিবারের সমাজের ঘ দেশের
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৫. মুনাফা নির্ণয়ের পাশাপাশি হিসাববিজ্ঞান অবদান রাখে (অনুধাবন)
র. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক সমাজের ক্ষতি রোধে
রর. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পাওনাদারের ক্ষতি রোধে
ররর. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশের ক্ষতি রোধে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৬. প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অর্থ খরচ করে (প্রয়োগ)
র. জলবায়ু দূষণরোধে
রর. সমাজের জন্য
ররর. গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৭ ও ১৬৮ নং প্রশ্নের উত্তর দাও :
সাইফুল ইসলামের পোশাক কারখানা থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতো। ব্যাপারটি তার দৃষ্টিগোচর হলে সে এই ধোঁয়া যাতে নির্গত না হয় সেই ব্যবস্থা করেন।
১৬৭. সাইফুল ইসলাম ধোঁয়া নিয়ন্ত্রণে ব্যয়িত অর্থের হিসাব কেন রাখবেন? (প্রয়োগ)
ক প্রতিষ্ঠানের ব্যয় বাড়িয়ে দেখানোর জন্য
প্রতিষ্ঠানের সঠিক হিসাব সংরক্ষণের জন্য
গ সমাজ সেবামূলক কাজের হিসাব রাখার জন্য
ঘ ব্যয়িত অর্থের সুবিধা ভোগ করার জন্য
১৬৮. সাইফুল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য হবে (উচ্চতর দক্ষতা)
র. তিনি সমাজ সচেতন ব্যক্তি
রর. তিনি পরিবেশ সম্পর্কে সচেতন ব্যক্তি
ররর. তিনি প্রতিষ্ঠানের সুনাম রক্ষাকারী ব্যক্তি
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভ‚মিকা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৯. মূল্যবোধ কী? (জ্ঞান)
ক হিসাব পদ্ধতি খ হিসাবনীতি মানদণ্ড ঘ হিসাব কৌশল
১৭০. মানুষ ভালো-মন্দ বিচার করে কিসের সাহায্যে? (অনুধাবন)
ক ধারণার খ জ্ঞান প্রয়োগের মূল্যবোধের ঘ পর্যবেক্ষণের
১৭১. হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি করার জন্য হিসাবরক্ষণের ক্ষেত্রে কোনটির প্রয়োগ নিশ্চিত করতে হবে? (অনুধাবন)
ক হিসাবরক্ষণের মনোযোগ হিসাববিজ্ঞানের রীতিনীতি
গ হিসাবরক্ষকদের জবাবদিহিতা ঘ আধুনিক যন্ত্রপাতি
১৭২. হিসাববিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল দীর্ঘদিন অনুসরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কোনটি বিকশিত হয়? (জ্ঞান)
ক নীতিবোধ খ সচ্ছতাবোধ দায়িত্ববোধ ঘ হিসাববোধ
১৭৩. আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণের দ্বারা কোনটি বৃদ্ধি করা সম্ভব? (জ্ঞান)
ক হিসাবের গ্রহণযোগ্যতা খ হিসাবের উপযোগিতা
হিসাবের স্বচ্ছতা ঘ হিসাবের সামঞ্জস্যতা
১৭৪. হিসাববিজ্ঞানের ক্ষেত্রে সঠিক সময়ে ঋণ পরিশোধ একজন ব্যক্তির কোন বৈশিষ্ট্যটি প্রকাশ করে? (অনুধাবন)
ক জবাবদিহিতা খ সামাজিক মূল্যবোধ
ঋণ পরিশোধ সচেতনতা ঘ নিয়মানুবর্তিতা
১৭৫. হিসাববিজ্ঞান ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধের পাশাপাশি কোনটি জাগ্রত করে? (জ্ঞান)
ক নৈতিকতা খ শৃঙ্খলাবোধ মূল্যবোধ ঘ কর্মস্পৃহা
১৭৬. ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায় কখন? (অনুধাবন)
ক দায়িত্ববোধ বিকশিত হলে
ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি হলে
গ সমাজের প্রতি দায়িত্ববোধ বাড়লে
ঘ সুষ্ঠুভাবে হিসাব রাখলে
১৭৭. হিসাববিজ্ঞান ঋণগ্রহীতাদের মধ্যে কোন বিষয়ে সচেতনতা সৃষ্টি করে? (জ্ঞান)
ক ঋণ গ্রহণ খ ঋণের ব্যবহার ঋণ পরিশোধ ঘ ঋণের খাত
১৭৮. সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যয় পরিহার কোন ধরনের মূল্যবোধের অংশ? (জ্ঞান)
ক সামাজিক ধর্মীয় গ অর্থনৈতিক ঘ ব্যবসায়িক
১৭৯. হিসাববিজ্ঞান কীভাবে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে? (অনুধাবন)
অপ্রয়োজনীয় ব্যয় পরিহারে সহায়তা করে
খ কর, শুল্ক পরিশোধে উৎসাহিত করে
গ ব্যয় নিয়ন্ত্রণে সাহায্যে করে
ঘ ছাত্রদের বৃত্তি প্রদানে উৎসাহিত করে
১৮০. সঠিক হিসাবরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়? (জ্ঞান)
ক ব্যয় বুঝে আয় করা আয় বুঝে ব্যয় করা
গ ইচ্ছেমতো ব্যয় করা ঘ অর্থ জালিয়াতি করা
১৮১. কোন ব্যবসায় প্রতিষ্ঠান সরকারকে কী দেয়? (জ্ঞান)
ক মুনাফা ভ্যাট বা কর গ লভ্যাংশ ঘ অর্থ
১৮২. ড. পলাশের আয় নিরূপণ ও সে অনুযায়ী আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন? (প্রয়োগ)
হিসাব রাখা খ নিরীক্ষক নিয়োগ
গ ব্যাংক হিসাব ঘ আইনজীবী নিয়োগ
১৮৩. কিসের ভয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অনিয়ম প্রবণতা হ্রাস পায়? (জ্ঞান)
ক চাকরি যাওয়ায় শাস্তি ও দুর্নামের
গ বেতন না পাওয়ার ঘ বদলির
১৮৪. প্রতিষ্ঠানে সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে কোনটি হ্রাস পায়? (জ্ঞান)
ক সঞ্চয় বৃদ্ধির প্রবণতা অনিয়ম প্রবণতা
গ জবাবদিহিতার প্রবণতা ঘ ব্যয় নিয়ন্ত্রণ প্রবণতা
১৮৫. প্রতিষ্ঠানের হিসাবরক্ষকদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে কোনটি করা প্রয়োজন? (অনুধাবন)
কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট করতে হবে
খ কার্য সম্পাদনের পূর্ণ ক্ষমতা দিতে হবে
গ কার্য সম্পাদনে মনোযোগী করতে হবে
ঘ কার্য সম্পাদনে বাধ্য করতে হবে
১৮৬. নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কী বলে? (জ্ঞান)
ক মূল্যবোধ খ দায়িত্ববোধ
জবাবদিহিতা ঘ কর্তব্যপরায়ণ
১৮৭. মানবজীবনের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে কোনটি? (অনুধাবন)
ক ধর্মীয় অনুশাসন হিসাববিজ্ঞান
গ সামাজিক সচেতনতা ঘ নৈতিক চরিত্র
১৮৮. আধুনিক বিকেন্দ্রীয়করণ ব্যবস্থায় নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে পূর্ণ ক্ষমতা দেয়া হয় কেন? (অনুধাবন)
দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগী করতে
খ দায়িত্ব পালনে স্বাধীনতা দিতে
গ দায়িত্ব পালনকারীর সম্মান বাড়াতে
ঘ দায়িত্ব পালনকারীর কর্তৃত্ব বাড়াতে
১৮৯. নির্দিষ্ট কার্য সম্পাদনে নির্দিষ্ট ব্যক্তিকে পূর্ণ ক্ষমতা দিলে কী হয়? (অনুধাবন)
ক সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাবিত করতে সক্ষম হয়
সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব দানে সক্ষম হয়
গ সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাহায্য করতে সক্ষম হয়
ঘ সে অধীনস্ত কর্মকর্তাদের পূর্ণ ব্যবহারে সক্ষম হয়
১৯০. নির্দিষ্ট হিসাবকাল শেষে কার নিকট অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে জবাবদিহিতা করতে হয়? (জ্ঞান)
ক মালিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ সরকারের ঘ ব্যবস্থাপকের
১৯১. প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ও ব্যবস্থাপকদের কী মর্মে জবাবদিহি করতে হয়? (জ্ঞান)
প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে
খ প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে
গ প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সফল চিত্র তুলে ধরা হয়েছে
ঘ প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের আর্থিক চিত্র তুলে ধরা হয়েছে
১৯২. হিসাবরক্ষককে বিনিয়োগকারীদের নিকট নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (অনুধাবন)
ক পণ্যের সঠিক গুণাগুণ বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার
গ শ্রমিকদের সন্তুষ্টি অর্জন ঘ রাজস্ব পরিশোধ
১৯৩. জবাবদিহিতার অনুপস্থিতিতে প্রতিষ্ঠানের আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে কী পরিলক্ষিত হয়? (জ্ঞান)
ক কর্মকর্তা ও কর্মচারী বিক্ষোভ খ চরম দলীয়করণ প্রবণতা
চরম বিশৃঙ্খলা ও অবনতি ঘ চরম আর্থিক ক্ষতি
১৯৪. জনাব সাইফুলের প্রতিষ্ঠানে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কোনটি অনুপস্থিত? (প্রয়োগ)
ক হিসাব জ্ঞান খ উৎসাহ ও উদ্দীপনা
গ পরিচালনা জ্ঞান জবাবদিহিতা
১৯৫. সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম নীতি পালন ও যথাযথভাবে শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকার কার উপর অর্পিত? (অনুধাবন)
ক মালিকের উপর খ হিসাবরক্ষকের উপর
গ ব্যবস্থাপকের উপর সরকারের সংশ্লিষ্ট পক্ষের উপর
১৯৬. প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট পরিশোধ সংক্রান্ত জবাবদিহি কার নিকট করতে হয়? (জ্ঞান)
ক সমবায় সমিতির নিকট খ ব্যাংকের নিকট
সরকারের নিকট ঘ ডাকবিভাগের নিকট
১৯৭. কোনটির মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব? (জ্ঞান)
ক দায়িত্ব বণ্টন হিসাব সংরক্ষণ গ আইন প্রয়োগ ঘ মূল্যবোধ সৃষ্টি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৮. মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা গড়ে ওঠে ব্যক্তি ও সমাজের (অনুধাবন)
র. চিন্তা-চেতনার ভিত্তিতে
রর. বিশ্বাসের ভিত্তিতে
ররর. ধ্যান-ধারণার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৯৯. হিসাববিজ্ঞানের সহায়তায় (অনুধাবন)
র. সততা সৃষ্টি হয়
রর. ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হয়
ররর. সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২০০. হিসাবরক্ষণ দ্বারা বিকশিত হয় (অনুধাবন)
র. সততা
রর. প্রযুক্তি
ররর. দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০১. ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পেয়ে থাকে (অনুধাবন)
র. ঋণের সুদ মওকুফের মাধ্যমে
রর. ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে
ররর. ঋণ গ্রহীতার মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২০২. ধর্মীয় মূল্যবোধের অংশ হলো (অনুধাবন)
র. সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পত্তির সুষ্ঠু ব্যবহার
রর. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ
ররর. অপ্রয়োজনীয় ব্যয় পরিহার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৩. হিসাব সচেতনতা মানুষকে (উচ্চতর দক্ষতা)
র. সততা অবলম্বনে উদ্বুদ্ধ করে
রর. নিয়মানুবর্তিতা অর্জনে সহায়তা করে
ররর. ঋণ পরিশোধে সক্ষম করে তোলে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৪. আর্থিক দুর্নীতি ও জালিয়াতি রোধ সম্ভব হয় (অনুধাবন)
র. হিসাববিজ্ঞানের রীতিনীতি অনুসরণ দ্বারা
রর. মিতব্যয়িতা অর্জনের দ্বারা
ররর. হিসাববিজ্ঞানের কলাকৌশল দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০৫. সঠিকভাবে হিসাবরক্ষণ করলে (অনুধাবন)
র. আয় বুঝে ব্যয় করার মানসিকতা সৃষ্টি হয়
রর. সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়
ররর. তহবিল তছরূপ প্রতিরোধ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২০৬. সরকারের আয়ের উৎস হলো (অনুধাবন)
র. ভ্যাট
রর. কাস্টমস ডিউটি
ররর. আয়কর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২০৭. হিসাবরক্ষণ ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গকে জবাবদিহি করতে হয় (অনুধাবন)
র. মালিকপক্ষের নিকট
রর. ঋণদাতার নিকট
ররর. বিনিয়োগকারীর নিকট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২০৮. আধুনিক বিকেন্দ্রীয়করণ ব্যবস্থা অনুসারে নির্দিষ্ট ব্যক্তিবর্গকে পূর্ণক্ষমতা দেয়া হয় (অনুধাবন)
র. প্রাতিষ্ঠানিক আয়ের জন্য
রর. প্রাতিষ্ঠানিক ব্যয়ের জন্য
ররর. প্রাতিষ্ঠানিক বিনিয়োগের জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৯ ও ২১০ নং প্রশ্নের উত্তর দাও :
শামীম ট্রেডার্সে কর্মকর্তাদের যে কোনো কাজ করার পূর্বে ও সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঊর্ধ্বতনদের অনুমতি নিতে হয়। এ কারণে তারা তাদের কাজে পূর্ণ মনোযোগ দিতে পারে না। কোনো কাজে কোনো সমস্যা দেখা দিলে উক্ত কাজের জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়।
২০৯. শামীম ট্রেডার্সের কর্মকর্তা ও কর্মচারীদের কীভাবে দায়িত্ব পালনে মনোযোগী করা সম্ভব? (প্রয়োগ)
ক পছন্দ অনুযায়ী কাজ বন্টন করে
খ কার্য সম্পাদনে ব্যর্থতায় শাস্তির ব্যবস্থা রেখে
কার্য সম্পাদনে পূর্ণ ক্ষমতা দিয়ে
ঘ অধিক পারিশ্রমিকের প্রলোভন দেখিয়ে
২১০. উক্ত প্রতিষ্ঠানটি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে পারবে (উচ্চতর দক্ষতা)
র. সঠিক আয় ও ব্যয় নির্ণয়ের মাধ্যমে
রর. প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স গ্রহণ করে
ররর. নিয়মিত কর, ভ্যাট ও আয়কর পরিশোধের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২১১. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে বলে-
ক লেনদেন লিপিবদ্ধকরণ খ হিসাবরক্ষক
হিসাববিজ্ঞান ঘ বুককিপিং ও হিসাবরক্ষণ
২১২. ব্যবসায়ের ভাষা কী?
ক অর্থায়ন খ বাণিজ্যনীতি
হিসাববিজ্ঞান ঘ শিল্পনীতি
২১৩. ব্যবসায়ের সামগ্রিক আর্থিক অবস্থা নিরূপণে কোনটি জরুরি?
লেনদেনের সুষ্ঠু ও সুশৃঙ্খল লিপিবদ্ধকরণ খ হিসাবরক্ষক নিয়োগ
গ সঠিক আয় বিবরণ প্রস্তুত ঘ সম্পদ ও দায়ের হিসাবরক্ষণ
২১৪. হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য নিচের কোনটি?
ক লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ খ ব্যয় নিয়ন্ত্রণ
আর্থিক অবস্থা নিরূপণ ঘ অর্থনৈতিক তথ্য পরিবেশন
২১৫. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?
ক আর্থিক অবস্থা নিরূপণ লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
গ ফলাফল নির্ণয় ঘ অর্থনৈতিক তথ্য পরিবেশন
২১৬. কোনটি দ্বারা প্রতিষ্ঠানের সঠিক ও নির্ভুল ফলাফল প্রকাশিত হয়?
হিসাববিজ্ঞান খ হিসাব গ হিসাবরক্ষণ ঘ লেনদেন
২১৭. আর্থিক ফলাফল নির্ণয় কী?
হিসাববিজ্ঞানের উদ্দেশ্য খ হিসাববিজ্ঞানের আওতা
গ হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা ঘ হিসাববিজ্ঞানের বিষয়বস্তু
২১৮. ব্যয় নিয়ন্ত্রণ হিসাববিজ্ঞানের একটি কী?
উদ্দেশ্য খ প্রয়োজনীয়তা গ গুরুত্ব ঘ সুবিধা
২১৯. পেশাজীবীদের (ডাক্তার, উকিল প্রভৃতি) হিসাব রাখার প্রয়োজন কেন?
আয়কর নির্ধারণের জন্য খ লাভ-লোকসান নির্ণয়ের জন্য
গ আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য ঘ আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য
২২০. হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুতকরণে বাধ্যতামূলকভাবে কী ব্যবহৃত হয়?
ক অর্থনৈতিক জ্ঞান হিসাববিজ্ঞানের জ্ঞান
গ ইতিহাসের জ্ঞান ঘ পরিসংখ্যান জ্ঞান
২২১. দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?
ক ১৪৪১ খ্রিস্টাব্দ খ ১৩৯৪ খ্রিস্টাব্দ
১৪৯৪ খ্রিস্টাব্দ ঘ ১৪৪৯ খ্রিস্টাব্দ
২২২. আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে?
ক এল. সি. ক্রুপার খ এ. ডবিøউ. জনসন
লুকা প্যাসিওলি ঘ আর. এন. কার্টার
২২৩. লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত গ্রন্থের নাম কী?
ক একাউন্টিং ইন দি এনসেন্ট ইতালিয়া
খ দি মডার্ন কনসেপ্ট অন একাউন্টিং
সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা
ঘ একাউন্টিং ইন দি পাস্ট
২২৪. ইতালির কোন শহরে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন করা হয়?
ক রোম ভেনিস গ ভ্যাটিক্যান সিটি ঘ ফ্লোরেন্স
২২৫. ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা কোন হিসাবের মাধ্যমে যাচাই করা যায়?
ক দেনাদার হিসাব খ পাওনাদার হিসাব
সংরক্ষিত হিসাব ঘ নগদ তহবিল হিসাব
২২৬. লুকা প্যাসিওলি কোন দেশের ধর্মযাজক ও দার্শনিক?
ক ফ্রান্সের খ আমেরিকার গ জাপানের ইতালির
২২৭. কোথায় হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল?
ক রোম ভেনিস গ লন্ডন ঘ বোস্টন
২২৮. লুকা প্যাসিওলি জš§গ্রহণ করেন কোথায়?
ক গ্রিস খ ফ্রান্স গ জার্মানি ইতালি
২২৯. মুদ্রার প্রচলন কখন শুরু হয়?
ক পৃথিবীর শুরু থেকে খ প্রাচীনকালে
কালক্রমে ঘ বর্তমানকালে
২৩০. গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতা?
সামাজিক খ নৈতিক গ মানসিক ঘ আদর্শিক
২৩১. কোনটির মাধ্যমে হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে?
ধর্মীয় অনুশাসন, নৈতিক চরিত্র গঠনের দ্বারা
খ সুষ্ঠু ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের মাধ্যমে
গ সঠিক ও নির্ভুল হিসাব দ্বারা
ঘ আয়কর ও আবগারি শুল্ক প্রদানের মাধ্যমে
২৩২. জবাবদিহিতা সৃষ্টিতে কোনটির ভ‚মিকা বেশি?
ক হিসাবরক্ষণের হিসাববিজ্ঞানের
গ বুক পিকিং-এর ঘ হিসাবশাস্ত্রের
২৩৩. হিসাববিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কারা?
ক মালিক পাওনাদার গ ক্যাশিয়ার ঘ ব্যবস্থাপক
২৩৪. অর্থ সম্পর্কিত ঘটনা পরিচালিত হয়
র. ব্যক্তির ক্ষেত্রে
রর. প্রতিষ্ঠানে
ররর. সমাজে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৩৫. হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত-
র. চিহ্নিতকরণ
রর. লিপিবদ্ধকরণ
ররর. যাচাই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৩৬. আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক লুকা প্যাসিওলি ছিলেন-
র. ইতালির গণিতবিদ
রর. ধর্মযাজক ও দার্শনিক
ররর. ভেনিস শহরের নাগরিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৩৭. আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানার প্রয়োজন হয়-
র. নির্দিষ্ট পদ্ধতি
রর. নির্দিষ্ট কৌশল
ররর. হিসাববিজ্ঞানের জ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৩৮. হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়-
র. ব্যয় নিয়ন্ত্রণ
রর. প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ
ররর. সম্পদ, দায় ও মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৩৯. কোনো ব্যবসায়ী সততা অবলম্বন করতে চাইলে
র. তাকে হিসাব সচেতন হতে হবে
রর. তাকে ঋণ পরিশোধে সচেতন হতে হবে
ররর. তাকে ধর্মভীরু হতে হবে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪০. সঠিক সময়ে ঋণ পরিশোধের চেতনা হিসাববিজ্ঞানের ক্ষেত্রে একজন ব্যক্তির
র. জবাবদিহিতা রর. মূল্যবোধ
ররর. প্রয়োজনীয়তা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর