নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প বহুনির্বাচনী প্রশ্নোত্তর

সপ্তম অধ্যায়
বাংলাদেশের শিল্প

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. সর্বশেষ জাতীয় ‘শিল্পনীতি’ ঘোষিত হয় কত সালে?
ক ২০০৯  ২০১০ গ ২০১১ ঘ ২০১২
২. ক্ষুদ্রশিল্প বলতে নিম্নের কোনটিকে বোঝায়?
ক যে শিল্প প্রতিষ্ঠানে ১০০ জন শ্রমিক নিয়োজিত
খ ১০ কোটি টাকার বেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠান
 স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন বাবদ ব্যয় ৫ লক্ষ থেকে ১ কোটি টাকা
ঘ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত শিল্পপ্রতিষ্ঠান
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সাদিফ তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শো-পিস তৈরি করে তার দোকানে বিক্রি করেন এবং বেশ লাভবান হন। জনাব সাদিফের প্রতিবেশীরাও উৎসাহিত হয়ে এ ধরনের শিল্প গড়ে তুলেছেন।
৩. জনাব সাদিফের শিল্পটি কোন ধরনের?
ক ক্ষুদ্র শিল্প  কুটির শিল্প
গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৪. জনাব সাদিফ তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে
র. কর্মসংস্থান তৈরিতে
রর. জীবন যাত্রার মান উন্নয়নে
ররর. দেশীয় ঐতিহ্য রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর

ভ‚মিকা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫. সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি? (জ্ঞান)
ক চুন খ বালি  পাথর ঘ এঁটেল মাটি
৬. ছাতক সিমেন্ট কারখানা কী ধরনের শিল্প? (অনুুধাবন)
ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প গ ক্ষুদ্র শিল্প  বৃহৎ শিল্প
৭. কোথা হতে সিমেন্ট তৈরির পাথর আমাদের দেশে আসে? (জ্ঞান)
ক নেপাল সিমান্ত  ভারত সিমান্ত
গ মায়ানমার সিমান্ত ঘ পাকিস্তান সিমান্ত
শিল্পের প্রকারভেদ
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮. শিল্পের সংজ্ঞার ক্ষেত্রে কোন উক্তিটি যুক্তিযুক্ত? (উচ্চতর দক্ষতা)
ক স্বল্প মূলধন সামগ্রী ব্যবহার করা হয়
খ কাঁচামালকে প্রাথমিক দ্রব্যে পরিণত করা হয়
 প্রাথমিক দ্রব্যকে চ‚ড়ান্ত দ্রব্যে পরিণত করা হয়
ঘ কেবল পণ্য সামগ্রী উৎপাদন করা হয়
৯. শিল্পের উৎপাদন সাধারণত কী ভিত্তিক হয়? (অনুুধাবন)
 কারখানা খ চাহিদা গ মূলধন ঘ শ্রম
১০. অর্থনীতিতে কোনটির ভ‚মিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান)
ক চাকরি খ কৃষি  শিল্প ঘ বনায়ন
১১. অর্থনৈতিক উন্নয়ন কোনটির প্রধান উদ্দেশ্য? (জ্ঞান)
ক সমাজের খ সরকারের  শিল্পের ঘ আমদানির
১২. কত সালের শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্পকে দুই ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
ক ২০০৬ খ ২০০৮  ২০১০ ঘ ২০১২
১৩. পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয় সকল প্রকার শিল্পকে কী বলে? (জ্ঞান)
ক উত্তোলন শিল্প খ নির্মাণ শিল্প
গ সেবা  উৎপাদনমুখী শিল্প
১৪. পণ্য উৎপাদন এবং পরবর্তী উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ কোন প্রকার শিল্প বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
 উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত খ সেবামূলক শিল্পের অন্তর্গত
গ বৃহৎ শিল্পের অন্তর্গত ঘ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত
১৫. রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি? (অনুুধাবন)
 শিল্প খ বাণিজ্য
গ গুদামজাতকরণ ঘ বন্ধন
১৬. জনাব হান্নান একটি সিমেন্ট কারখানার মালিক। তার সিমেন্ট কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ)
ক কুটির খ ক্ষুদ্র গ সেবা  উৎপাদনমুখী
১৭. সুধীর দাস কামরাঙ্গীরচরে একটি চামড়া শিল্প প্রতিষ্ঠা করে। তার এ শিল্পটি কোন ধরনের? (প্রয়োগ)
 উৎপাদন শিল্প খ সেবা শিল্প
গ কুটির শিল্প ঘ মাঝারি শিল্প
১৮. উৎপাদনমুখী শিল্পের উদাহরণ কোনটি? (অনুুধাবন)
 রেল ও ইঞ্জিনিয়ারিং শিল্প খ বিনোদন শিল্প
গ পর্যটন শিল্প ঘ নির্মাণ শিল্প
১৯. যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধাসম্পদ ব্যবহারের মাধ্যমে যে সেবামূলক কর্ম সম্পাদিত তাকে বলে? (জ্ঞান)
 সেবা শিল্প খ উৎপাদন শিল্প
গ ঝুঁকি শিল্প ঘ জাহাজ শিল্প
২০. লিয়াকত আলী নদী থেকে মৎস্য আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ)
ক উৎপাদন শিল্প  সেবা শিল্প গ মাঝারি শিল্প ঘ কুটির শিল্প
২১. আমান উল্লাহর অটোমোবাইল সার্ভিসিং-এর প্রতিষ্ঠান রয়েছে। তার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
 সেবা শিল্প খ উৎপাদনমুখী শিল্প
গ নির্মাণ শিল্প ঘ উত্তোলন শিল্প
২২. ফুল চাষ ও ফুল বাজারজাতকরণ কোন শিল্পের উদাহরণ? (অনুধাবন)
ক উৎপাদন শিল্প  সেবা শিল্প
গ নির্মাণ শিল্প ঘ হাউজিং শিল্প
২৩. বিপণন কোন শিল্পের উদাহরণ? (অনুধাবন)
ক উৎপাদনমুখী  সেবা শিল্প গ নির্মাণ শিল্প ঘ হাউজিং শিল্প
২৪. রাহেলা খাতুন নিজের গ্রামের বাড়িতে দুগ্ধ ও পোলট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে এখন বেশ স্বাবলম্বী। রাহেলা খাতুনের এ কাজটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ)
ক উৎপাদন শিল্প  সেবা শিল্প গ কুটির শিল্প ঘ মাঝারি শিল্প
২৫. কোনটি সেবা শিল্প? (অনুুধাবন)
ক বস্ত্র শিল্প খ সিমেন্ট শিল্প  পর্যটন শিল্প ঘ চিনি শিল্প
২৬. বিনিয়োগের দৃষ্টিতে উৎপাদন ও সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
ক ২ খ ৩  ৪ ঘ ৫
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭. শিল্পের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা ও উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে- (অনুুধাবন)
র. সরকারি
রর. বেসরকারি
ররর. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৮. আমাদের দেশ উন্নয়নশীল দেশ। এ দেশের শিল্পখাতের উন্নয়নে বৃদ্ধি পাচ্ছেÑ (প্রয়োগ)
র. সরকারি পৃষ্ঠপোষকতা
রর. বেসরকারি উদ্যোগ
ররর. রাজনৈতিক প্রভাব
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৯. বাংলাদেশের শিল্পকে ভাগ করা যায় (অনুুধাবন)
র. উৎপাদনমুখী শিল্পে
রর. সেবামূলক শিল্পে
ররর. যোগাযোগ শিল্পে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩০. উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত- (অনুুধাবন)
র. পণ্য উৎপাদন
রর. প্রক্রিয়াজাতকরণ
ররর. সংযোজন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৩১. সেবা শিল্পে ব্যবহার করা হয় (অনুুধাবন)
র. যন্ত্রপাতি
রর. স্থ্য়াী সম্পদ
ররর. মেধা সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৩২. সেবা শিল্পের উদাহরণ হলো- (অনুুধাবন)
র. নির্মাণ শিল্প ও হাউজিং
রর. হার্টকালচার
ররর. ফ্লোরিকালচার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
নোমান লেখাপড়া শেষ করে একটি পরিবহন ব্যবসায় শুরু করে। তার পরিবহনগুলো খুলনা থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে খুলনা যাতায়াত করে। তার ব্যবহার ও সময়ানুবর্তিতার কারণে অতি অল্প সময়ে সুনাম ছড়িয়ে পড়ে। আর্থিক দিক দিয়ে এখন সে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বে পরিণত হয়েছে।
৩৩. নোমানের ব্যবসায়টি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
 সেবা শিল্প খ ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৩৪. নোমানের কর্মসংস্থানের জন্য যে বিষয়টি বেশি কাজ করেছে সেটি হলো (উচ্চতর দক্ষতা)
র. স্বনির্ভর পেশায় নিয়োজিত হওয়ার মানসিকতা
রর. সমাজে সম্মানজনক পেশায় নিয়োজিত হওয়া
ররর. নিজের মেধা ও যোগ্যতার ওপর আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
কুটির শিল্প
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৫. পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্পকে কী বলে? (জ্ঞান)
ক ক্ষুদ্র শিল্প  কুটির শিল্প গ উৎপাদন শিল্প ঘ মাঝারি শিল্প
৩৬. জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে হলে তাকে কোন শিল্প বলে? (জ্ঞান)
ক মাঝারি শিল্প খ বৃহৎ শিল্প  কুটির শিল্প ঘ ক্ষুদ্র শিল্প
৩৭. জনাব সিরাজ খুলনার ডাক বাংলার মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসায় করেন। সেখানে তার পরিবারের সদস্যদের দ্বারা উৎপাদিত পণ্য বেচা-কেনা করেন। জনাব সিরাজ কোন শিল্পের সাথে জড়িত? (প্রয়োগ)
ক ক্ষুদ্র শিল্পে খ বৃহৎ শিল্পে  কুটির শিল্পে ঘ ভারী শিল্পে
৩৮. কুটির শিল্প কয়টি সময়ে সেবা কার্য পরিচালনা করতে পারে? (জ্ঞান)
 দুইটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৯. কুটির শিল্প কর্মসংস্থান সৃষ্টি করে (অনুুধাবন)
র. পূর্ণকালীন
রর. খণ্ডকালীন
ররর. সন্ধ্যাকালীন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও :
আলাল ও দুলাল আপন দুই ভাই। তারা তাদের গ্রামে স্থানীয় কাঁচামালকে কাজে লাগিয়ে ব্যবসায় করে। এই ব্যবসায়ে তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও সহায়তা করে থাকে।
৪০. তাদের স্থাপিত ব্যবসায়টি কী ধরনের? (প্রয়োগ)
 কুটির শিল্প খ ক্ষুদ্র শিল্প গ সেবা শিল্প ঘ মাঝারি শিল্প
৪১. তাদের ব্যবসায়েরÑ (উচ্চতর দক্ষতা)
র. প্রধান কর্মচারী পরিবারের সদস্যরা
রর. মূল কাজ পণ্য উৎপাদন করা
ররর. স্থায়ী সম্পদের মূল্য ৫ লক্ষ টাকার বেশি নয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
বাংলাদেশের কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪২. ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা এবং পারিবারিক সহযোগিতার ওপর ভিত্তি করে কোন শিল্প গড়ে ওঠে? (জ্ঞান)
 কুটির শিল্প খ ক্ষুদ্র শিল্প
গ নির্মাণ শিল্প ঘ মাঝারি শিল্প
৪৩. কোন শিল্পে স্বল্প মূলধন, ছোটখাটো ধরনের যন্ত্রপাতি ও সাধারণ দেশীয় কাঁচামাল ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক বৃহৎ শিল্পে খ পোশাক শিল্পে  কুটির শিল্পে ঘ মাঝারি শিল্পে
৪৪. কোন শিল্প আমাদের দেশকে সমৃদ্ধ করেছে? (জ্ঞান)
 কুটির শিল্প খ ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৪৫. মালিহা চৌধুরী তার বাড়িতে কুটির শিল্প কারখানা স্থাপন করেছেন। কুটির শিল্পের মাধ্যমে তিনি কোনটি অর্জন করতে পারবেন? (প্রয়োগ)
ক দক্ষ শ্রমিক  সমৃদ্ধি গ দুর্নাম ঘ ব্যর্থতা
৪৬. আমাদের দেশে কুটির শিল্পের প্রসার অনেক। যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কুটির শিল্প কীভাবে পরিচিত? (অনুুধাবন)
ক পণ্যের নামে  অঞ্চলের নামে গ দেশের নামে ঘ ব্যক্তির নামে
৪৭. মণিপুরি কোন শিল্পের জন্য বিখ্যাত? (জ্ঞান)
ক ক্ষুদ্র শিল্প খ বৃহদায়তন শিল্প
 কুটির শিল্প ঘ ঝিনুক শিল্প
৪৮. কুমিল্লার খদ্দর কোন শিল্পের আওতার্ভুক্ত? (অনুুধাবন)
 কুটির শিল্প খ ক্ষুদ্রশিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৪৯. শিকা ও পাটের স্যান্ডেল কোন জাতীয় কুটির শিল্প? (অনুুধাবন)
ক তাঁত শিল্প খ হস্ত শিল্প গ বেত শিল্প  পাটজাত শিল্প
৫০. দেয়াল মাদুর ও কার্পেট কোন জাতীয় কুটির শিল্প? (অনুুধাবন)
ক তাঁত শিল্প খ হস্তশিল্প গ বেত শিল্প  পাটজাত শিল্প
৫১. চাটাই ও ডালা কোন ধরনের কুটির শিল্প? (অনুুধাবন)
ক তাঁত শিল্প খ হস্ত শিল্প
 বাঁশ ও বেত শিল্প ঘ পাটজাত শিল্প
৫২. মেহেদী আশুলিয়াতে একটি চানাচুর তৈরির কারখানা স্থাপন করেন। কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ)
ক হস্তশিল্প খ মূল শিল্প  খাদ্য শিল্প ঘ ঝিনুক শিল্প
৫৩. রেডিও টেলিভিশন মেরামত কোন ধরনের কুটির শিল্প? (অনুুধাবন)
ক মৃৎ শিল্প খ হস্ত শিল্প
 ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প ঘ লৌহ শিল্প
৫৪. মাদুর তৈরি কোন শিল্পের অন্তর্ভুক্ত? (অনুুধাবন)
ক ক্ষুদ্র শিল্প  কুটির শিল্প
গ সেবা শিল্প ঘ বৃহদায়তন শিল্প
৫৫. আতিকের পরিবারের সদস্যরা মিলে মোমবাতি তৈরির কাজ করেন। এটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ)
 কুটির শিল্প খ ক্ষুদ্র শিল্প গ বৃহৎ শিল্প ঘ মাঝারি শিল্প
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৬. কুটির শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজন (অনুুধাবন)
র. ছোট জায়গা, স্বল্প মূলধন
রর. ব্যক্তিগত নৈপুণ্য ও কারিগরি জ্ঞান
ররর. পারিবারিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৫৭. পাটজাত শিল্পের অন্তর্গত (অনুধাবন)
র. শিকা
রর. কার্পেট
ররর. দোলনা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদির সাথে সামঞ্জস্য দেখা যায়- (অনুুধাবন)
র. টেবিল ক্লথ, জামদানি, মাফলার
রর. ব্যাগ, শীতবস্ত্র, হোসিয়ারি
ররর. সতরঞ্জি, নকশী কাঁথা, কার্পেট
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৯. হস্ত শিল্পের আওতাভুক্ত (অনুধাবন)
র. নকশিকাঁথা
রর. মাদুর
ররর. মাছ ধরার জাল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৬০. কেমিক্যাল, ফার্মাসিটিক্যালস শিল্পের অন্তর্গত (প্রয়োগ)
র. আতর, গোলাপজল ও মোমবাতি
রর. ব্যবহারিক তৈল, আগরবাতি ও ফিনাইল
ররর. ওয়াশিং সোপ, আতর ও শোপিস
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্ষুদ্র শিল্প
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬১. উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে ন্যূনতম প্রতিষ্ঠান ব্যয় কত? (জ্ঞান)
ক ৫ লক্ষ খ ২৫ লক্ষ গ ৩৫ লক্ষ  ৫০ লক্ষ
৬২. জমি ও কারখানা ভবন ব্যতিরেকে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের সর্বোচ্চ বিনিয়োগ কত? (জ্ঞান)
ক ৫০ লক্ষ খ ২ কোটি গ ৫ কোটি  ১০ কোটি
৬৩. উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে সর্বোচ্চ শ্রমিক সংখ্যা কত? (জ্ঞান)
ক ১০ জন খ ২৫ জন  ৯৯ জন ঘ ২০ জন
৬৪. মি. রঞ্জন একটি কলম তৈরি কারখানা স্থাপন করলেন। সেখানে ৩০ জন শ্রমিক কাজ করে। মি. রঞ্জনের শিল্পটি কোন ধরনের? (প্রয়োগ)
ক কুটির শিল্প  ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প ঘ সেবা শিল্প
৬৫. রায়হান গ্রæপের একটি প্রতিষ্ঠানে ৯৮ জন শ্রমিক কর্মরত। এটি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
ক কুটির শিল্প  ক্ষুদ্র শিল্প
গ মাঝারি শিল্প ঘ বৃহদায়তন শিল্প
৬৬. সেবামূলক ক্ষুদ্র শিল্পে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে সর্বনিম্ন বিনিয়োগ কত হবে? (জ্ঞান)
 ৫ লক্ষ খ ১০ লক্ষ গ ২৫ লক্ষ ঘ ১ কোটি
৬৭. সেবামূলক ক্ষুদ্র শিল্পে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে সর্বোচ্চ বিনিয়োগ কত? (জ্ঞান)
ক ৫ লক্ষ টাকা খ ১০ লক্ষ টাকা
 ১ কোটি টাকা ঘ ১০ কোটি টাকা
৬৮. সেবামূলক ক্ষুদ্র শিল্পে সর্বনিম্ন শ্রমিক সংখ্যা কতজন? (জ্ঞান)
 ১০ জন খ ১৫ জন গ ২০ জন ঘ ২৫ জন
৬৯. সেবামূলক ক্ষুদ্র শিল্পে সর্বোচ্চ শ্রমিক সংখ্যা কতজন? (জ্ঞান)
ক ৫ জন খ ১৫ জন গ ২০ জন  ২৫ জন
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭০. উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে (অনুুধাবন)
র. ২৫-৯৯ জন শ্রমিক কাজ করে
রর. ১০-২৫ জন শ্রমিক কাজ করে
ররর. জমি ও ভবন ব্যতিরেকে ব্যয় ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭১. সেবামূলক ক্ষুদ্র শিল্পে (অনুুধাবন)
র. ১০-২৫ জন শ্রমিক কাজ করে
রর. জমি ও কারখানা ভবন ব্যতিরেকে বিনিয়োগ ৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা
ররর. জমি ও কারখানা ভবন ব্যতিরেকে বিনিয়োগ ৫০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭২. ক্ষুদ্র শিল্প সম্পর্কে উপযুক্ত তথ্য হলোÑ (উচ্চতর দক্ষতা)
র. দেশজ কাঁচামাল, স্থানীয় শ্রমিক ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা যায়
রর. বৃহদায়তন শিল্পের কাঠামো শক্তিশালীকরণে সহযোগিতা করায় এর নিজস্ব কাঠামো দুর্বল থেকে যায়
ররর. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিল্পায়নে এ শিল্পের গুরুত্ব অপরিসীম।
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৩ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
আসিফ ৭ লক্ষ টাকা ব্যয়ে একটি বেকারি স্থাপন করেন। বর্তমানে তার বেকারি পণ্যের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটি স¤প্রসারণ করা প্রয়োজন।
৭৩. আসিফের বেকারির ব্যবসায়টি পুঁজি বিনিয়োগ বিবেচনায় কোন শিল্প? (প্রয়োগ)
 ক্ষুদ্র শিল্প খ মাঝারি শিল্প
গ কুটির শিল্প ঘ উৎপাদনমুখী শিল্প
৭৪. আসিফের শিল্পটি স¤প্রসারণ করতে (উচ্চতর দক্ষতা)
র. মোট বিনিয়োগ ব্যয় করতে পারবে সর্বোচ্চ ১ কোটি টাকা
রর. শ্রমিক নিয়োগ করতে পারবে সর্বনিম্ন ১০ জন
ররর. শ্রমিক নিয়োগ করতে পারবে সর্বোচ্চ ৯৯ জন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও :
মুসা কুষ্টিয়া সদর হাসপাতালের সামনে একটি ওষুধের ফার্মেসি স্থাপন করলেন। তার ফার্মেসিতে ১২ জন বিক্রয়কর্মী রয়েছেন যারা পর্যায়ক্রমে দিনে ও রাত্রে কাজ করেন।
৭৫. মুসার ফার্মেসিটি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
ক ঔষধ শিল্প  ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৭৬. শিল্প স্থাপনে জনাব মুসার অন্যতম বিবেচ্য বিষয় কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি  সঠিক বাজার তথ্য
গ খণ্ডকালীন বেকারত্ব দূর করা ঘ ক্ষুদ্র শিল্পের প্রসার
মাঝারি শিল্প
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৭. উৎপাদনমুখী মাঝারি শিল্পে জমি ও কারখানা ছাড়া স্থায়ী সম্পদের সর্বনিম্ন বিনিয়োগ কত? (জ্ঞান)
ক ১ কোটি খ ২ কোটি গ ৫ কোটি  ১০ কোটি
৭৮. উৎপাদনমুখী মাঝারি শিল্পে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের সর্বোচ্চ মূল্য কত? (জ্ঞান)
ক ১ কোটি খ ১০ কোটি গ ১৫ কোটি  ৩০ কোটি
৭৯. উৎপাদনমুখী মাঝারি শিল্পে সর্বনিম্ন শ্রমিক সংখ্যা কতজন? (জ্ঞান)
ক ১০ জন খ ২৫ জন
গ ৯৯ জন  ১০০ জন
৮০. সেবামূলক মাঝারি শিল্পে ভ‚মি ও কারখানা ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয়সহ সর্বনিম্ন কত হবে? (জ্ঞান)
ক ৫০ লক্ষ  ১ কোটি
গ ১৫০ কোটি ঘ ২ কোটি
৮১. সেবামূলক মাঝারি শিল্পে ভ‚মি ও কারখানা ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয়সহ সর্বোচ্চ কত হবে? (জ্ঞান)
ক ৫ কোটি খ ১০ কোটি  ১৫ কোটি ঘ ২০ কোটি
৮২. মি. হাবিব ১ কোটি টাকা ব্যয়ে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করেন এবং শ্রমিক নিয়োগ দেন ১০০ জন। মূলধন বিনিয়োগ বিবেচনায় এ শিল্পটি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
 সেবামূলক মাঝারি শিল্প খ উৎপাদনমুখী মাঝারি শিল্প
গ সেবামূলক ক্ষুদ্র শিল্প ঘ উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প
৮৩. সেবামূলক মাঝারি শিল্পে সর্বনিম্ন শ্রমিক সংখ্যা কত? (জ্ঞান)
ক ২০ জন খ ৩৫ জন গ ৪৫ জন  ৫০ জন
৮৪. সেবামূলক মাঝারি শিল্পে সর্বোচ্চ শ্রমিক সংখ্যা কত? (জ্ঞান)
ক ৫০ জন খ ৭০ জন
গ ৯০ জন  ১০০ জন
৮৫. জনাব রিপন খুলনার অভিজাত এলাকায় একটি হোটেল দেন। তিনি নিজের ব্যবস্থাপনায় ৫০ জন কর্মচারী নিয়োগ করেন। জনাব রিপনের হোটেলটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ)
ক কুটির শিল্প খ সেবামূলক ক্ষুদ্র শিল্প
 সেবামূলক মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৬. উৎপাদনমুখী মাঝারি শিল্পে (অনুুধাবন)
র. সর্বনিম্ন শ্রমিক সংখ্যা ১০০ জন
রর. সর্বোচ্চ শ্রমিক সংখ্যা ২৫০ জন
ররর. সর্বোচ্চ শ্রমিক সংখ্যা ৫০০ জন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৭. সেবামূলক মাঝারি শিল্পে (অনুুধাবন)
র. সর্বনিম্ন শ্রমিক সংখ্যা ৫০ জন
রর. সর্বনিম্ন শ্রমিক সংখ্যা ৭৫ জন
ররর. সর্বোচ্চ শ্রমিক সংখ্যা ১০০ জন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
কালাম মংলা ঊচতএ একটি তোয়ালে কারখানা স্থাপন করেন। সেখানে ১৫০ জন শ্রমিক উৎপাদন কাজে নিয়োজিত রয়েছে।
৮৮. কালামের তোয়ালে কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ)
ক ক্ষুদ্র শিল্প  মাঝারি শিল্প গ সেবা শিল্প ঘ বৃহৎ শিল্প
৮৯. সাধারণত এ ধরনের ব্যবসায়ের আকার নির্ধারণ করা হয় (উচ্চতর দক্ষতা)
র. বিনিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা
রর. ব্যবসায়টি কোন ধরনের পণ্য উৎপাদন করে তার দ্বারা
ররর. নিয়োজিত কর্মচারীর সংখ্যা দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্র
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯০. ময়দা ও আটা প্রস্তুতকরণ কোন ধরনের শিল্প? (জ্ঞান)
ক কুটির শিল্প খ ক্ষুদ্র শিল্প
গ মাঝারি শিল্প  ক্ষুদ্র ও মাঝারি শিল্প
৯১. লাল চিনি প্রস্তুতকরণ ও মধু শোধন কোন ধরনের শিল্প? (জ্ঞান)
ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৯২. তেলের মিল ও চকোলেট প্রস্তুতকরণ কোন ধরনের শিল্প? (জ্ঞান)
ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৯৩. সিগারেট ও বিড়ি কারখানা কোন ধরনের শিল্প? (জ্ঞান)
ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৯৪. স্বয়ংক্রিয় চাল, মুড়ি, চিড়া, খৈ প্রস্তুতকরণ মিল কোন ধরনের শিল্প? (জ্ঞান)
ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৯৫. আরাফাতের টেক্সটাইল মিলে থানকাপড় তৈরি হয়। তার ব্যবসায়টি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
ক খাদ্য ও খাদ্যজাত শিল্প  বস্ত্র শিল্প
গ বন শিল্প ঘ পাট ও পাটজাত শিল্প
৯৬. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য? (জ্ঞান)
ক জামদানি  থান কাপড় গ চালুন ঘ কলসি
৯৭. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য? (জ্ঞান)
 বেডসিট খ জামদানি গ কুলা ঘ কলসি
৯৮. করাত কল ও উন্নতমানের আসবাবপত্র কোন শিল্পের পণ্য? (জ্ঞান)
ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
৯৯. চামড়া ও রাবারের ব্যাগ কোন শিল্পের পণ্য? (জ্ঞান)
ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
১০০. চট্টগ্রামে রাবার বাগানে অনেক রাবার উৎপন্ন হয়। চামড়া ও রাবারের ব্যাগ কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ)
ক পাট ও পাটজাত শিল্প খ বস্ত্র শিল্প
গ বন শিল্প  চামড়া ও রাবার শিল্প
১০১. লিমন সাহার ওয়েলডিং ওয়ার্কশপ, মোটরসাইকেল, জিপ, ট্রাক ও বাস মেরামতের কারখানা রয়েছে। লিমন সাহার কারখানা কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
ক ক্ষুদ্র শিল্প খ মাঝারি শিল্প
গ বৃহৎ শিল্প  ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প
১০২. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য? (জ্ঞান)
 প্লাস্টিক কারখানা খ হোসিয়ারি
গ মোমবাতি ঘ ফিনাইল
১০৩. গøাস ও সিরামিক সামগ্রী কোন শিল্পের পণ্য? (জ্ঞান)
ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
১০৪. হিমাগার কোন শিল্পের আওতায় পড়ে? (জ্ঞান)
ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প
 ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
১০৫. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য নয়? (জ্ঞান)
ক জৈব সার খ মিশ্র সার গ গুটি ইউরিয়া  আগরবাতি
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৬. বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা- (অনুধাবন)
র. প্রচলিত ধ্যান ধারণা
রর. পর্যাপ্ত কাঁচামালের অভাব
ররর. বিদেশি পণ্যের অবাধ বাজার দখল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১০৭. পাট ও পাটজাত শিল্পের আওতাভুক্ত হলো Ñ (অনুধাবন)
র. কার্পেট
রর. সুতলি
ররর. কার্টন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও :
ফয়সাল ইন্টার পাশ করে কৃষি যন্ত্রপাতি ও অটো মোবাইল সামগ্রীর ব্যবসা শুরু করেন। অন্যদিকে তার চাচাতো ভাই নাহিদ ডিগ্রী পাশ করে উন্নতমানের আসবাবপত্রের ব্যবসা শুরু করেন।
১০৮. ফয়সালের ব্যবসায়টি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
ক কেমিক্যাল শিল্প  ক্ষুদ্র ইস্পাত শিল্প
গ পাট শিল্প ঘ খাদ্য শিল্প
১০৯. নাহিদের ব্যবসায়ের অনুরূপ শিল্প হলোÑ (উচ্চতর দক্ষতা)
র. বাঁশ ও বেতের জিনিসপত্র তৈরি
রর. বিভিন্ন ধরনের কাগজ তৈরি
ররর. ক্রীড়া সামগ্রী তৈরি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
বাংলাদেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১০. বাংলাদেশের অর্থনীতিতে নিচের কোন কারণে কুটির শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ? (অনুুধাবন)
 পরিবারের সচ্ছলতা বৃদ্ধি ও দরিদ্রতা দূর
খ জনগণের কল্যাণ সাধন
গ জাতীয় সম্পদের সংরক্ষণ
ঘ আত্মনির্ভরশীল জাতি গঠন
১১১. কর্মসংস্থানের বড় ক্ষেত্র কোনটি? (জ্ঞান)
ক বৃহৎ শিল্প খ বৈদেশিক শিল্প
গ সরকারি চাকরি  মাঝারি শিল্প
১১২. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে কোন শিল্প? (জ্ঞান)
ক বৃহৎ শিল্প  কুটির শিল্প
গ সার শিল্প ঘ চা শিল্প
১১৩. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মোট ক্ষুদ্র শিল্পের সংখ্যা কত? (জ্ঞান)
ক ৭৩,৬৬০টি খ ৮৩,৬৬০টি
 ৯৩,৬৬০টি ঘ ৯৯,৬৬০টি
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৪. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেÑ (অনুুধাবন)
র. কুটির শিল্প
রর. বৃহৎ শিল্প
ররর. ক্ষুদ্র শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১১৫. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেÑ (অনুুধাবন)
র. নিজের শ্রম ও মেধা খাটিয়ে
রর. স্থানীয় কাঁচামাল ব্যবহার করে
ররর. কর্মসংস্থান সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১১৬. ক্ষুদ্র ও কুটির শিল্পে কাজ করার ফলে- (অনুুধাবন)
র. শিক্ষার সুযোগ সৃষ্টি হয়
রর. পরিবারের সচ্ছলতা বৃদ্ধি পায়
ররর. দরিদ্রতা দূরীভ‚ত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৭. দেশের ৯৬ ভাগ শিল্প হলো (অনুুধাবন)
র. কুটির শিল্প
রর. ক্ষুদ্র শিল্প
ররর. মাঝারি শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১১৮. লক্ষ লক্ষ মানুষ জড়িত (অনুুধাবন)
র. কুটির শিল্পে
রর. ক্ষুদ্র শিল্পে
ররর. মাঝারি শিল্পে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মনির তার পরিবারের সদস্যদের নিয়ে নিজ এলাকায় উৎপাদিত বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করেন।
১১৯. জনাব মনিরের শিল্পটি কোন ধরনের? (প্রয়োগ)
ক বৃহৎ শিল্প খ মাঝারি শিল্প
 কুটির শিল্প ঘ ক্ষুদ্র শিল্প
১২০. জাতীয় অর্থনীতিতে জনাব মনিরের অবদান হলো (উচ্চতর দক্ষতা)
র. কর্মসংস্থান সৃষ্টি
রর. স্থানীয় সম্পদের সদ্ব্যবহার
ররর. উদ্যোক্তার প্রতিভা লালন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস মুক্তা সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্যে স্বামী ও সন্তানদের সহযোগিতায় স্কুল ব্যাগ, শিকা, দেয়াল মাদুর, পাটের স্যান্ডেল, কার্পেট ইত্যাদি পাটজাত দ্রব্য তৈরি করে গ্রামের বিভিন্ন বাজারে বিক্রি করে সংসার চালান।
১২১. মিসেস মুক্তা কোন ধরনের শিল্পে নিয়োজিত? (প্রয়োগ)
 কুটির শিল্পে খ ক্ষুদ্র শিল্পে গ মাঝারি শিল্পে ঘ বৃহৎ শিল্পে
১২২. এ ধরনের শিল্প বর্তমান সময়েও টিকে থাকার কারণ (উচ্চতর দক্ষতা)
র. কাঁচামালের সহজলভ্যতা
রর. শ্রমিকের পর্যাপ্ত যোগান
ররর. বিকল্প পণ্যের অনুপস্থিতি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৩. শিল্পের বিকাশে বাধাগ্রস্ত হতে পারে কোন কারণে? (জ্ঞান)
 প্রাকৃতিক দুর্যোগে খ মানুষের সৃষ্ট দুর্যোগে
গ গ্রাহক কম থাকলে ঘ সরকার টাকা না দিলে
১২৪. ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদন ব্যয় কোনটির জন্যে কম হয়? (অনুুধাবন)
ক সহজ শর্তে মূলধন পাওয়া যায় বলে
 কাঁচামাল সহজলভ্য বলে
গ পণ্যের চাহিদা থাকে বলে
ঘ শ্রমিকের পর্যাপ্ত যোগান রয়েছে বলে
১২৫. শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হলে কার পৃষ্ঠপোষকতা প্রয়োজন? (জ্ঞান)
ক উদ্যোক্তার খ ব্যাংকের
 সরকারের ঘ প্রভাবশালী ব্যক্তির
১২৬. উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য প্রয়োজন? (জ্ঞান)
ক ক্রেতা খ ভোক্তা গ পাইকার  বাজার
১২৭. কী ক্রয়ের বাজার কাছাকাছি থাকা উচিত? (জ্ঞান)
ক আসবাবপত্র খ মনিহারি  কাঁচামাল ঘ যন্ত্রপাতি
১২৮. ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মূলত কী ধরনের শিল্প? (জ্ঞান)
ক সহজ শিল্প  শ্রমঘন শিল্প
গ ঝুঁকিপূর্ণ ঘ ব্যবহুল শিল্প
১২৯. কোন শিল্পের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান)
ক ক্ষুদ্র শিল্প  কুটির শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
১৩০. কুটির শিল্পের চাহিদা বৃদ্ধিতে কোন জ্ঞান অপরিহার্য হয়ে পড়ে? (জ্ঞান)
ক পণ্য প্রচারণার জ্ঞান খ বিক্রয়ের কৌশল জ্ঞান
গ পণ্য সংরক্ষণের জ্ঞান  ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান
১৩১. কীসের ওপর শিল্পের সাফল্য নির্ভর করে? (জ্ঞান)
ক মূলধনের  দক্ষ শ্রমশক্তির
গ আধুনিক প্রযুক্তির ঘ বিদেশি বিশেষজ্ঞের
১৩২. বাজার বি¯ৃÍত হলে প্রতিষ্ঠানের কাঁচামাল আনা-নেয়ার ক্ষেত্রে কোনটি আবশ্যক হয়ে পড়ে? (অনুুধাবন)
ক বড় বাজার খ যানবাহন  যোগাযোগ ঘ শ্রমিক
১৩৩. উদ্যোক্তা নিজের পুঁজির স্বল্পতার কারণে কোথা থেকে পুঁজি সংগ্রহ করে? (অনুুধাবন)
ক বিদেশ থেকে  ব্যাংক থেকে
গ সরকার থেকে ঘ বিরোধী দল থেকে
১৩৪. সরকার কোন সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে সুযোগ-সুবিধা প্রদান করছে? (অনুুধাবন)
ক বাংলাদেশ শিল্প সংস্থা খ বাংলাদেশ উন্নয়ন ব্যাংক
 বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ঘ বেসিক ব্যাংক লিমিটেড
১৩৫. ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা গড়ে তুলেছে কে? (জ্ঞান)
 সরকার খ উদ্যোক্তা গ ব্যবসায়ী ঘ শিল্পমন্ত্রী
১৩৬. রেশম পল্লি শিল্প কার উদ্যোগে গড়ে ওঠেছে? (অনুধাবন)
ক বিসিক শিল্পের উদ্যোগে  সরকারি উদ্যোগে
গ আত্মকর্মসংস্থানের ঘ কোম্পানি ব্যবসায়ের উদ্যোগে
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৭. কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা হলোÑ (অনুুধাবন)
র. কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করা
রর. স্থানীয় ও বৈদেশিক চাহিদার ওপর গুরুত্বারোপ করা
ররর. সরকারি সুযোগ-সুবিধার সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৩৮. ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ত্বরান্বিত হবেÑ (অনুুধাবন)
র. কাঁচামাল ক্রয় নিশ্চিত করা গেলে
রর. উৎপাদন শুরু করা গেলে
ররর. উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করা গেলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৯. ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাগণ দেশের অর্থনীতিতে ভ‚মিকা রাখেÑ (অনুুধাবন)
র. শ্রম খাটিয়ে
রর. মেধা খাটিয়ে
ররর. স্থানীয় কাঁচামাল ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৪০. ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প বিকাশে করণীয়Ñ (অনুুধাবন)
র. দক্ষ শ্রমশক্তি
রর. স্বল্প মজুরি
ররর. শ্রমিকের প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৪১. স্থানীয় চাহিদার ওপর নির্ভর করে গড়ে ওঠেÑ (অনুুধাবন)
র. ক্ষুদ্র শিল্প
রর. কুটির শিল্প
ররর. মাঝারি শিল্প
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪২. ক্ষুদ্র ও কুটির শিল্পে স্থানীয় চাহিদার পাশাপাশি বিবেচনা করতে হয়Ñ
(অনুধাবন)
র. বৈদেশিক বাজার
রর. চাহিদা পূরণের দিক
ররর. ঝুঁকির দিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৩. যেখানে যে কাঁচামাল বেশি ওই স্থানে ওই ব্যবসায় গড়ে ওঠে। এ শিল্প বিকাশে বাধাগ্রস্ত হতে পারে- (প্রয়োগ)
র. প্রাকৃতিক দুর্যোগের কারণে
রর. যোগাযোগ অব্যবস্থার কারণে
ররর. বেশি যানবাহন থাকলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৪. কুটির শিল্পের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এ ব্যবসার জন্য অপরিহার্য হয়ে পড়ছে (প্রয়োগ)
র. ডিজাইন
রর. দক্ষ কারিগর
ররর. যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৫. সুফিয়ান একটি টেক্সটাইল শিল্পের মালিক। তার বাজার তথ্য প্রয়োজন-
(প্রয়োগ)
র. পণ্য উৎপাদনে
রর. পণ্য বাজারজাতকরণে
ররর. পণ্য সরবরাহের
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৬. ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতির জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা জরুরিÑ
(উচ্চতর দক্ষতা)
র. ক্ষুদ্র ও কুটির শিল্পকে বৃহদায়তন শিল্পের পরিপূরক হিসেবে গড়ে তুলতে হবে
রর. প্রয়োজনীয় ক্ষেত্রে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমাদনির সুবিধা দিতে হবে
ররর. সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
কামরুলের গ্রাম সুন্দর বনের পাশে। তাই তিনি স্বল্প পুঁজি নিয়ে গোলপাতা ও বেতের তৈরি জিনিসপত্রের ব্যবসা আরম্ভ করলেন। কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে ব্যবসায়টি ক্ষতির সম্মুখীন হয়।
১৪৭. কামরুল তার গ্রামে গোলপাতা ও বেতের তৈরি জিনিসপত্রের ব্যবসা স্থাপন করলেন কেন? (প্রয়োগ)
ক পুঁজির সহজলভ্য  কাঁচামালের সহজলভ্য
গ শ্রমিক পর্যাপ্ত ঘ পরিবহন উন্নত
১৪৮. ব্যবসায়টি ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ হতে পারে- (উচ্চতর দক্ষতা)
র. পুঁজি সহজলভ্য নয়
রর. যোগাযোগ ব্যবস্থা অনুন্নত
ররর. বৈদেশিক চাহিদা হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
বৃহৎ শিল্প
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৯. উৎপাদনমুখী বৃহৎ শিল্পের বিনিয়োগ সীমা কত? (জ্ঞান)
ক ১০ কোটির অধিক খ ২০ কোটির অধিক
 ৩০ কোটির অধিক ঘ ৪০ কোটির অধিক
১৫০. উৎপাদনমুখী বৃহৎ শিল্পের ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকের সংখ্যা কত?
[স. বো. ’১৫]
ক ১০০ জনের অধিক খ ১৫০ জনের অধিক
গ ২০০ জনের অধিক  ২৫০ জনের অধিক
১৫১. সেবামূলক বৃহৎ শিল্পের শ্রমিক সংখ্যা কত? (জ্ঞান)
ক ৫০ জনের অধিক  ১০০ জনের অধিক
গ ১৫০ জনের অধিক ঘ ২০০ জনের অধিক
১৫২. বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনটি? (জ্ঞান)
 সার শিল্প খ হিমাগার শিল্প
গ চামড়া শিল্প ঘ রাবার শিল্প
১৫৩. নিচের কোনটি বৃহৎ শিল্পের অন্তর্ভূক্ত? (জ্ঞান)
 সিমেন্ট শিল্প খ গøাস শিল্প গ সিরামিক শিল্প ঘ রাবার শিল্প
১৫৪. নিচের কোনটি বৃহৎ শিল্পের আওতায় পড়ে? (জ্ঞান)
ক তাঁত শিল্প খ সিরামিক শিল্প গ গøাস শিল্প  কাগজ শিল্প
১৫৫. নিচের কোনটি বৃহৎ শিল্পের আওতায় পড়ে? (জ্ঞান)
 বিদ্যুৎ উৎপাদন শিল্প খ মৃৎ শিল্প
গ হস্ত শিল্প ঘ সিরামিক শিল্প
১৫৬. নিচের কোনটি বৃহৎ শিল্পের আওতায় পড়ে? (জ্ঞান)
ক মৃৎ শিল্প  গার্মেন্ট শিল্প গ হস্তশিল্প ঘ সিরামিক শিল্প
১৫৭. নিচের কোনটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
 ইস্পাত শিল্প খ মৃৎ শিল্প গ হস্ত শিল্প ঘ সিরামিক শিল্প
১৫৮. চা শিল্প কোন ধরনের শিল্প? (জ্ঞান)
ক ক্ষুদ্র শিল্প  বৃহৎ শিল্প গ মাঝারি শিল্প ঘ কুটির শিল্প
১৫৯. নিচের কোনটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
ক কেমিক্যাল শিল্প খ গøাস শিল্প
গ সিরামিক শিল্প  চিনি শিল্প
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬০. বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ (অনুুধাবন)
র. সার শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প
রর. বিদ্যুৎ শিল্প, গার্মেন্টস শিল্প, ইস্পাত শিল্প
ররর. প্রকৌশল শিল্প, ঔষধ তৈরি শিল্প, পাট ও পাটজাত শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৬১. বৃহৎ শিল্পের ক্ষেত্রে সঠিক বাক্য হলো (অনুুধাবন)
র. উৎপাদনমুখী শিল্পে ২৫০ জনের অধিক শ্রমিক কাজ করে
রর. উৎপাদনমুখী শিল্পে মোট বিনিয়োগ ৩০ কোটি টাকার কম
ররর. সেবামূলক শিল্পে মোট বিনিয়োগ ১৫ কোটি টাকার বেশি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬২ ও ১৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
হাসান সদ্য প্রতিষ্ঠিত ‘মুন স্টার জুট মিলস লি.’ পরিদর্শন করে। সেখানে সে দেখল নারী-পুরুষ মিলে ৬ থেকে ৭ শত শ্রমিক কাজ করছে।
১৬২. ‘মুন স্টার জুট মিলস্ লি.’ কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
ক ক্ষুদ্র শিল্প খ মাঝারি শিল্প  বৃহৎ শিল্প ঘ সেবা শিল্প
১৬৩. ‘মুন স্টার জুট মিলস লি.-’এর ক্ষেত্রে সঠিক বাক্য হলো (উচ্চতর দক্ষতা)
র. উৎপাদনমুখী শিল্পে ২৫০ জনের অধিক শ্রমিক কাজ করে
রর. উৎপাদনমুখী শিল্পে মোট বিনিয়োগ ৩০ কোটি টাকার কম
ররর. সেবামূলক শিল্পে মোট বিনিয়োগ ১৫ কোটি টাকার বেশি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৪. নিচের কোনটি বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প? (জ্ঞান)
 খাদ্য প্রক্রিয়াজতকরণ শিল্প খ মৃৎ শিল্প
গ হস্ত শিল্প ঘ সিরামিক ািশল্প
১৬৫. নিচের কোনটি বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প? (জ্ঞান)
 জনশক্তির রপ্তানি খ মৃৎ শিল্প
গ হস্ত শিল্প ঘ ঝিনুক শিল্প
১৬৬. নিচের কোনটি বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প? (জ্ঞান)
ক মৃৎ শিল্প খ হস্ত শিল্প
গ হিমাগার শিল্প  নবায়নযোগ্য শক্তি
১৬৭. নিচের কোনটি বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প? (জ্ঞান)
 পর্যটন শিল্প খ মৃৎ শিল্প গ হস্ত শিল্প ঘ তাঁত শিল্প
১৬৮. নিচের কোনটি বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প? (জ্ঞান)
ক মৃৎ শিল্প  আইসিটি পণ্য সেবা
গ হস্ত শিল্প ঘ হস্ত শিল্প
১৬৯. নিচের কোনটি বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প? (জ্ঞান)
 ভেষজ ঔষধ শিল্প খ মৃৎ শিল্প
গ তাঁত শিল্প ঘ হস্ত শিল্প
১৭০. নিচের কোনটি বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প? (জ্ঞান)
ক মৃৎ শিল্প  চামড়া ও চামড়াজাত পণ্য
গ তাঁত শিল্প ঘ হস্ত শিল্প
১৭১. নিচের কোনটি বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প? (জ্ঞান)
ক মৃৎ শিল্প খ তাঁত শিল্প
 হাসপাতাল ও ক্লিনিক ঘ ঝিনুক শিল্প
১৭২. নিচের কোনটি বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প? (জ্ঞান)
ক সিরামিক শিল্প খ ঝিনুক শিল্প গ হস্ত শিল্প  অটোমোবাইল
১৭৩. মোট জাতীয় উৎপাদনে ২০০৯-২০১০ আর্থিক বছরে মাঝারি ও বৃহৎ শিল্পের অবদান কত? (জ্ঞান)
ক ১২.৬৩% খ ১২.১৮%  ১২.৬৮% ঘ ১৩.১২%
১৭৪. মোট জাতীয় উৎপাদনে ২০১০-২০১১ আর্থিক বছরে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান কত? (জ্ঞান)
ক ৫.১৪% খ ৫.১৮% গ ৫.২০%  ৫.২২%
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৫. বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প হলোÑ (অনুুধাবন)
র. খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য শক্তি
রর. পর্যটন শিল্প, আইসিটি পণ্য ও আইসিটি ভিত্তিক সেবা, ভেষজ ওষুধ শিল্প
ররর. চামড়া ও চামড়াজাত শিল্প, হাসপাতাল ও ক্লিনিক, অটোমোবাইল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৭৬. বৃহদায়তন ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য হলো [উচ্চতর দক্ষতা]
র. পৃথক আইনগত সত্তা থাকে
রর. ব্যবস্থাপনা ও পরিচালনা মালিকানার সাথে সম্পৃক্ত
ররর. আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  র ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৭ ও ১৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
এস.এম. সাজিদুল ইসলামের ঢাকায় একটি কারখানা রয়েছে। সেখানে ৩ শতাধিক শ্রমিক নিয়োজিত আছে, যারা আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট ভ‚মিকা রাখছে।
১৭৭. এস. এম. সাজিদের কারখানাটি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
ক ক্ষুদ্র  বৃহৎ গ মাঝারি ঘ নির্মাণ
১৭৮. এম. এম. সাজিদের কারখানাটি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে
(উচ্চতর দক্ষতা)
র. দেশের মোট জাতীয় সম্পদ বৃদ্ধি করছে
রর. নারীদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাস করছে
ররর. আন্তর্জাতিক বাজারে তৈরি পণ্যের চাহিদা পূরণ করছে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
উন্নত ও অনুন্নত শিল্প এলাকা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৯. নিচের কোনটি উন্নত শিল্প এলাকা? (জ্ঞান)
 ঢাকা খ কিশোরগঞ্জ গ ময়মনসিংহ ঘ টাঙ্গাইল
১৮০. ২০১০ সালের শিল্পনীতি অনুযায়ী নিচের কোনটি উন্নত শিল্প এলাকা? (জ্ঞান)
 নারায়ণগঞ্জ খ জামালপুর গ শেরপুর ঘ নেত্রকোনা
১৮১. ২০১০ সালের শিল্পনীতি অনুযায়ী নিচের কোনটি শিল্প উন্নত এলাকা? (জ্ঞান)
ক ময়মনসিংহ  নরসিংদী গ নেত্রকোনা ঘ শেরপুর
১৮২. ২০১০ সালের শিল্পনীতি অনুযায়ী নিচের কোনটি শিল্প উন্নত এলাকা? (জ্ঞান)
 গাজীপুর খ জামালপুর গ নেত্রকোনা ঘ শেরপুর
১৮৩. নিচের কোনটি শিল্প উন্নত এলাকা নয়? (জ্ঞান)
ক নোয়াখালী খ ল²ীপুর গ বগুড়া  খাগড়াছড়ি
১৮৪. নিচের কোনটি শিল্প উন্নত এলাকা নয়? (জ্ঞান)
ক চাঁদপুর খ কুমিল্লা গ ফেনী  রাঙামাটি
১৮৫. ২০১০ সালের শিল্পনীতি অনুযায়ী নিচের কোন বিভাগের উন্নত জেলা নেই? (জ্ঞান)
 সিলেট খ ঢাকা গ চট্টগ্রাম ঘ রাজশাহী
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৬. বাংলাদেশের শিল্পোন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো হলো (অনুুধাবন)
র. অপর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ
রর. কারিগরি জ্ঞান ও দক্ষ শ্রমিকের অভাব
ররর. অনুন্নত রাস্তাঘাট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর

১৮৭. কোন ক্ষেত্রে শিল্পের ভ‚মিকা ক্রমেই বাড়ছে?
ক রাজনীতিতে খ সরকারি নীতিতে
গ সমাজনীতিতে  অর্থনীতিতে
১৮৮. শিল্পকে ব্যাপক অর্থে কয় ভাগে ভাগ করা হয়?
 দুই খ তিন গ চার ঘ পাঁচ
১৮৯. কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয় কোন শিল্পে?
 সার খ হর্টিকালচার গ নির্মাণ ঘ ফুল চাষ
১৯০. বস্ত্র শিল্প কোন শিল্পের উদাহরণ?
 উৎপাদনমুখী খ সেবা শিল্প গ হস্তান্তর শিল্প ঘ কেনাবেচা
১৯১. কুটির শিল্পের প্রধান কর্মী কে?
ক শ্রমিক  পরিবারের সদস্যরা
গ খণ্ডকালীন কর্মী ঘ বেতনভুক্ত কর্মী
১৯২. কুটির শিল্পে সর্বোচ্চ কতজন জনবল প্রয়োজন?
ক ৭ জন খ ৮ জন গ ৯ জন  ১০ জন
১৯৩. ‘খদ্দর কোন স্থানের শিল্প?
ক যশোর  কুমিল্লা গ নোয়াখালী ঘ সিলেট
১৯৪. স্কুল ব্যাগ, শিকা, কার্পেট কোন শিল্পের অন্তর্গত?
ক হস্ত শিল্প খ তাঁত শিল্প গ বস্ত্র শিল্প  পাটজাত শিল্প
১৯৫. কোনটি কুটির শিল্প?
ক উৎপাদন শিল্প  মৃৎ শিল্প গ সেবা শিল্প ঘ মাঝারি শিল্প
১৯৬. নিরঞ্জন দাস তার গ্রামের বাড়িতে মাটি দিয়ে হাঁড়ি, কলস, ফুলদানি, ফুলের টব ও বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে জীবিকা নির্বাহ করে। নিরঞ্জনের শিল্পটি কোন ধরনের শিল্প?
 মৃৎ শিল্প খ হস্ত শিল্প গ খেলনা শিল্প ঘ ক্ষুদ্র শিল্প
১৯৭. ‘জামদানি’ কোন ধরনের শিল্প?
ক হস্ত খ পাটজাত  র্তাঁত ও বস্ত্র ঘ বস্ত্র
১৯৮. ‘ফলমূলের দোকান’ কোন শিল্পের অন্তর্গত?
 কুটির শিল্প খ মাঝারি শিল্প গ ক্ষুদ্র শিল্প ঘ বৃহৎ শিল্প
১৯৯. নকশী কাঁথা কোন শিল্পের অন্তর্গত?
ক তাঁত শিল্প খ বস্ত্র শিল্প  হস্ত শিল্প ঘ নির্মাণ শিল্প
২০০. ঝিনুকের মালা কোন শিল্পের অন্তর্ভুক্ত?
 কুটির শিল্প খ ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
২০১. মোহন সরকার বাজারে ভাড়া করা ঘরে দা, বঁটি, কোদাল, কাঁচি তৈরির কারখানা চালু করলেন। তার কারখানাটি কোন জাতীয় শিল্প?
ক ক্ষুদ্র শিল্প খ লৌহ শিল্প
গ ইস্পাত শিল্প  ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প
২০২. গোলাপজল তৈরি কোন শিল্পের অন্তর্গত?
 কুটির শিল্প খ তাঁত শিল্প গ নির্মাণ শিল্প ঘ মাঝারি শিল্প
২০৩. যেসব উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা মূলধন থাকে তাকে কোন শিল্প বলে?
 ক্ষুদ্র শিল্প খ কুটির শিল্প গ বৃহৎ শিল্প ঘ মাঝারি শিল্প
২০৪. যেসব উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে ২৫-৯৯ জন শ্রমিক কাজ করে সেসব শিল্পকে কোন শিল্প বলে?
ক কুটির শিল্প  ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
২০৫. উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে ন্যূনতম শ্রমিক সংখ্যা কত?
ক ১০ জন খ ২০ জন  ২৫ জন ঘ ৫৫ জন
২০৬. সেবামূলক ক্ষুদ্র শিল্পে শ্রমিকের সংখ্যা কত জন?
ক ৫-১০ জন  ১০-২৫ জন
গ ২৫-৯৯ জন ঘ ৫০-১০০ জন
২০৭. যে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ কোটির অধিক কিন্তু ৩০ কোটি টাকার মধ্যে থাকে সে শিল্পকে কী শিল্প বলে?
ক বিপণন শিল্প খ ক্ষুদ্র শিল্প  মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
২০৮. যে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানে ১০০-২৫০ জন শ্রমিক নিয়োজিত থাকে সে শিল্প প্রতিষ্ঠানকে কী শিল্প বলে?
ক ক্ষুদ্র শিল্প  মাঝারি শিল্প গ বৃহৎ শিল্প ঘ বিপণন শিল্প
২০৯. উৎপাদনমুখী মাঝারি শিল্পে সর্বোচ্চ কতজন শ্রমিক কাজ করে?
ক ১৫০ জন খ ১৮০ জন গ ১৯০ জন  ২৫০ জন
২১০. ক্ষুদ্র ও কুটির শিল্প কোন ধরনের দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে?
ক শিল্পোন্নত দেশের খ উন্নত দেশের
গ অনুন্নত দেশের  উন্নয়নশীল দেশের
২১১. দেশের কতভাগ শিল্পই কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতার্ভুক্ত?
ক ২০ ভাগ খ ৪০ ভাগ গ ৭৭ ভাগ  ৯৬ ভাগ
২১২. বাংলাদেশের ঐতিহ্য বলা হয় কোন শিল্পকে?
 কুটির শিল্প খ জাহাজ শিল্প গ বন শিল্প ঘ মাঝারি শিল্প
২১৩. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মোট কুটির শিল্পের সংখ্যা কত?
ক ৩,৩৬,৫৭৭টি খ ৪,৩৬,৫৭৭টি
গ ৫,৩৬,৫৭৭টি  ৬,৩৬,৫৭৭টি
২১৪. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে কতজনের?
ক ৩০.৩৭ লক্ষ খ ৩১.৩৭ লক্ষ গ ৩২.৩৭ লক্ষ  ৩৩.৩৭ লক্ষ
২১৫. বাংলাদেশের কুটির শিল্প প্রধানত কী ভিত্তিক?
ক মূলধন খ সঞ্চয়  পরিবার ঘ শ্রম
২১৬. ক্ষুদ্র ও কুটির শিল্পে সাধারণত পুঁজির যোগান দেয় কে?
ক ব্যাংক খ সরকার
 উদ্যোক্তা ঘ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা
২১৭. কোন শিল্প দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক?
ক ক্ষুদ্র শিল্প  কুটির শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
২১৮. সেবামূলক বৃহৎ শিল্পের বিনিয়োগ সীমা কত?
ক ৫ কোটির অধিক খ ১০ কোটির অধিক
 ১৫ কোটির অধিক ঘ ২০ কোটির অধিক
২১৯. উৎপাদন শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয়-
র. শ্রম ব্যবহারের মাধ্যমে
রর. যন্ত্র ব্যবহারের মাধ্যমে
ররর. মেধা ব্যবহারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২০. কুটির শিল্প সাধারণত পরিচালিত হয়Ñ
র. স্বামী-স্ত্রী দ্বারা
রর. পুত্র-কন্যা দ্বারা
ররর. ভাই-বোন দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২২১. দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে-
র. কুটির শিল্প
রর. মাঝারি শিল্প
ররর. ক্ষুদ্র শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২২২. কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো গড়ে ওঠেÑ
র. স্বল্প মূলধন ও স্থানীয় কাঁচামালের ভিত্তিতে
রর. ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতার ভিত্তিতে
ররর. আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৩. গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভ‚মিকা রাখছেÑ
র. কুটির শিল্প
রর. বৃহৎ শিল্প
ররর. ক্ষুদ্র শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৪. দেশের ইতিহাস ও ঐতিহ্য লালন এবং বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেÑ
র. কুটির শিল্প
রর. ক্ষুদ্র শিল্প
ররর. পিতার কন্ট্রাক্টরি ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৫. দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে-
র. কুটির শিল্প
রর. মাঝারি শিল্প
ররর. ক্ষুদ্র শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২২৬. ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে প্রয়োজন-
র. দক্ষ জনশক্তির প্রাপ্যতা
রর. স্বল্প মজুরিতে শ্রমিকের প্রাপ্যতা
ররর. পূর্ব অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৭. স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠেÑ
র. ক্ষুদ্র শিল্প
রর. কুটির শিল্প
ররর. মাঝারি শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৮ ও ২২৯ নং প্রশ্নের উত্তর দাও :
আব্দুর রহিম ধানমন্ডিতে একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন। কর্তৃপক্ষের সাথে মতের অমিল হওয়ায় চাকরি ছেড়ে দেন। অন্য কোথাও চাকরি না খুঁজে তিনি নিজেই মতিঝিলে একটি কনসালটেন্সি ফার্ম স্থাপন করেন এবং বর্তমানে তার প্রতিষ্ঠানটির বেশ সুনাম ছড়িয়েছে।
২২৮. আব্দুর রহিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প?
ক ক্ষুদ্র শিল্প খ মাঝারি শিল্প ˜ সেবা শিল্প ঘ বৃহৎ শিল্প
২২৯. আব্দুর রহিমের সাফল্য লাভের পিছনে কোনটির ভ‚মিকা অধিক?
˜ পেশাগত অভিজ্ঞতা খ মূলধন যোগান ও ব্যবহারের ক্ষমতা
গ ব্যবসায়ের অভিজ্ঞতা ঘ সাফল্য লাভের তীব্র আকাক্সক্ষা
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩০ ও ২৩১ নং প্রশ্নের উত্তর দাও :
জামাল বেকার বসে না থেকে বাঁশ ও বেতের ঝুড়ি, ডালা, চালুন, কুলা ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রয় করে। এ কাজে তার দুই ভাই তাকে সাহায্য করে। তার উৎপাদিত পণ্যসামগ্রী মানসম্মত হওয়ায় বিক্রয় বেশ ভালো হচ্ছে। এতে তার বেশ মুনাফাও হচ্ছে।
২৩০. জামালের কাজটি কোন শিল্পের অন্তর্গত?
˜ কুটির শিল্প খ ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
২৩১. কোন কারণে জামালের শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ?
˜ পরিবারের সচ্ছলতা বৃদ্ধি ও দরিদ্রতা দূর করে বলে
খ জনগণের কল্যাণ সাধন করে বলে
গ জাতীয় সম্পদ সংরক্ষণ করে বলে
ঘ আত্মনির্ভরশীল জাতি গঠন করে বলে
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩২ ও ২৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সাদিক তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করে তার দোকানে বিক্রি করেন এবং বেশ লাভবান হন। জনাব সাদিকের প্রতিবেশীরাও উৎসাহিত হয়ে এ ধরনের শিল্প গড়ে তুলেছেন।
২৩২. জনাব সাদিকের শিল্প কোন ধরনের?
ক ক্ষুদ্র শিল্প ˜ কুটির শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প
২৩৩. জনাব সাদিক তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে-
র. কর্মসংস্থান তৈরিতে
রর. জীবনযাত্রার মান উন্নয়নে
ররর. দেশীয় ঐতিহ্য রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর

Leave a Reply