এইচএসসি বাংলা বিড়াল বহুনির্বাচনি প্রশ্নোত্তর

বিড়াল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. কমলাকান্ত বিড়ালের উপর রাগ করতে না পারার কারণ, বিড়ালের-
চ অধিকার খ দুর্দশা গ ক্ষুৎপিপাসা ঘ দারিদ্র্য
২. ‘বিড়ালের প্রতি পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়’ বলতে কোন ধরনের আচরণকে বোঝানো হয়েছে?
চ প্রথাগত খ স্বাভাবিক
গ স্বভাববিরুদ্ধ ঘ অস্বাভাবিক
ক্স নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
দেখিনু সেদিন রেলে,
কুলি বলে এক বাবু সাব তার ঠেলে দিলে
নিচে ফেলে!
চোখ ফেটে এল জল,
এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?
৩. কবিতাংশে “বিড়াল” প্রবন্ধের যে চেতনার প্রকাশ ঘটেছে তা হলোÑ
র. শ্রেণিবৈষম্য রর. সাম্যবাদিতা
ররর. মানবিকতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৪. উক্ত চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে নিচের কোন বাক্যে?
ক অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়
ছ তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কী?
গ পরোপকারই পরম ধর্ম
ঘ খাইতে পাইলে কে চোর হয়?
মাস্টার ট্রেইনার কর্তৃক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কী ছিলেন?
ক আইনজীবী খ শিক্ষক গ প্রকৌশলী ঝ ম্যাজিস্ট্রেট
৬. কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্রের সাহিত্য জীবনের সূচনা ঘটে?
ক বঙ্গদর্শন ছ সংবাদ প্রভাকর
গ তত্ত¡বোধনী ঘ সমাচার
৭. বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা কত?
ক ৩৩টি ছ ৩৪টি গ ৩৫টি ঘ ৩৬টি
৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করেন?
চ বঙ্গদর্শন খ বেঙ্গল গেজেট
গ দিগ্দর্শন ঘ সংবাদ প্রভাকর
৯. বঙ্কিমচন্দ্র কোথায় মৃত্যুবরণ করেন?
ক ঢাকায় খ খুলনায় গ বরিশালে ঝ কলকাতায়
১০. ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক ১৮৭০ খ ১৮৭১ জ ১৮৭২ ঘ ১৮৭৩
১১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
চ ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬ জুন খ ১৮৩৯ খ্রিষ্টাব্দের ২৭ জুন
গ ১৮৪০ খ্রিষ্টাব্দের ২৮ জুন ঘ ১৮৪১ খ্রিষ্টাব্দের ২৯ জুন
১২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক সুবারিপুর খ পশ্চিমগাঁও
জ কাঁঠালপাড়া ঘ আমপাড়া
১৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামটি কোন জেলায় অবস্থিত?
চ চব্বিশ পরগনা খ বর্ধমান
গ মেদিনীপুর ঘ মুর্শিদাবাদ
১৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন?
ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছ কলকাতা বিশ্ববিদ্যালয়
গ করাচি বিশ্ববিদ্যালয় ঘ যাদবপুর বিশ্ববিদ্যালয়
১৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে বিএ পাস করেন?
ক ১৮৫৭ সালে ছ ১৮৫৮ সালে
গ ১৮৫৯ সালে ঘ ১৮৬০ সালে
১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?
চ যাদবচন্দ্র চট্টোপাধ্যায় খ রাধারমন চট্টোপাধ্যায়
গ শীর্ষেন্দ চট্টোপাধ্যায় ঘ বিমল চট্টোপাধ্যায়
১৭. কত সালে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা প্রকাশিত হয়?
ক ১৮৫০ খ ১৮৫১ জ ১৮৫২ ঘ ১৮৫৩
১৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
চ দুর্গেশনন্দিনী খ আনন্দপাঠ
গ চন্দ্রশেখর ঘ শকুন্তলা
১৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসটির নাম কী?
চ জধলসড়যড়হং ডরভব খ ঝঁষঃধহম’ধং ফৎবধস
গ ঈরারষরুধঃরড়হ ঘ ঈড়হয়ঁবংঃ ড়ভ যধঢ়ঢ়রহবংং
২০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৫ই এপ্রিল খ ১৮৬৫ খ্রিষ্টাব্দের ৬ই এপ্রিল
গ ১৮৯১ খ্রিষ্টাব্দের ৭ই এপ্রিল ঝ ১৮৯৪ খ্রিষ্টাব্দের ৮ই এপ্রিল
২১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?
ক পলি­কবি খ বিদ্রোহী কবি
জ সাহিত্যসম্রাট ঘ ছন্দের জাদুকর
২২. নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য?
চ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচয়িতা
খ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত কাব্য রচয়িতা
গ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত নাটক রচয়িতা
ঘ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত প্রবন্ধ রচয়িতা
২৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা পেশায় কি ছিলেন?
ক ব্যবসায়ী খ পুলিশ গ বিচার পতি ঝ ডেপুটি কালেক্টর
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
২৪. বিড়ালটি কমলাকান্তের হাতে যষ্টি দেখে ভয় পেল না কেন?
ক অতিমাত্রায় সাহসী ছিল বলে
খ যষ্টির আঘাতে ব্যথা পাবে না বলে
জ কমলাকান্ত সম্পর্কে জানত বলে
ঘ ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছিল বলে
২৫. ‘অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।’Ñ এখানে ‘পুরুষের ন্যায় আচরণ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
চ ক্রোধে গর্জে ওঠা খ উচ্চ বাক্য করা
গ সজোরে হুংকার দেয়া ঘ ধৈর্য ধরে থাকা
২৬. ‘বিড়াল’ গল্পে কে শয়নগৃহে ছিল?
ক মঙ্গলা খ প্রসন্ন
জ কমলাকান্ত ঘ নেপোলিয়ন
২৭. কমলাকান্ত চারপায়ীর উপর বসে হুঁকা হাতে কী করছিল?
ক দুধ খাচ্ছিল ছ ঝিমাচ্ছিল গ ঘুমাচ্ছিল ঘ গান করছিল
২৮. দেয়ালের উপর কীসের ছায়া প্রেতবৎ নাচছিল?
ক চারপায়ীর ছ ক্ষুদ্র আলোর
গ কমলাকান্তের ঘ ভাঙা যষ্টির
২৯. কমলাকান্ত কীসের উপর ঝিমাচ্ছিল?
ক কেদারার খ মাদুরের জ চারপায়ীর ঘ সোফার
৩০. কে দুগ্ধ রেখে গিয়েছিল?
চ প্রসন্ন খ মঙ্গলা
গ কমলাকান্ত ঘ ওয়েলিংটন
৩১. দুধের মালিক কে?
ক কমলাকান্ত খ বিড়াল
গ প্রসন্ন ঝ মঙ্গলা
৩২. মঙ্গলা কে?
ক প্রসন্নের স্বামী ছ একটি গাভী
গ মার্জারের বাবা ঘ কমলাকান্তের বাবা
৩৩. কমলাকান্ত কী হাতে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিল?
চ ভাঙা লাঠি খ ঠেঙা লাঠি গ ইট ঘ পাথর
৩৪. কার কথা ভারি সোশিয়ালিস্টিক?
ক কমলাকান্তের খ নেপোলিয়নের
জবিড়ালের ঘ প্রসন্নের
৩৫. প্রবন্ধে ‘বিড়াল’ কাদের প্রতিনিধি?
ক চোরের ছ ক্ষুধিতের
গ সাধুর ঘ বিচারকের
৩৬. বিড়াল দুধ খেয়ে ফেললেও কমলাকান্ত রাগ করেনি কেন?
চ দুধে দু’জনেরই সমান অধিকার
খ বিড়ালের মতো তুচ্ছ প্রাণীর সঙ্গে রাগ করা লজ্জাজনক
গ বিড়ালের ভয়
ঘ বিড়ালের প্রতি ভালোবাসা
৩৭. প্রসন্ন কর্তৃক দোহনকৃত দুধ কার?
ক বিড়ালের ছ মঙ্গলার
গ কমলাকান্তের ঘ নেপোলিয়নের
৩৮. বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখে না কে?
ক কমলাকান্ত ছ বিড়াল গ নেপোলিয়ন ঘ প্রসন্ন
৩৯. বিজ্ঞ চতুষ্পদের কাছে কী ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ান্তর নেই?
ক আফিং খাওয়া ছ শিক্ষালাভ
গ চুরি শেখা ঘ হুঁকাটানা
৪০. বিড়াল কার জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখে না?
চ মানুষের খ মার্জারের
গ আফিংখোরের ঘ অধার্মিকের
৪১. যাঁরা চোরের নামে শিহরিয়া ওঠেন, তাঁরা অনেকে চোর অপেক্ষা কেমন?
ক বক ধার্মিক ছ অধার্মিক
গ আফিংখোর ঘ পরোপকারী
৪২. ‘সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে’Ñ এখানে ‘তোমরা’ কারা?
ক বিড়ালরা ছ মানুষেরা গ অধার্মিকরা ঘ চোরেরা
৪৩. ‘আমরা কিছু পাইব না কেন?’Ñ এখানে ‘আমরা’ কারা?
চ বিড়ালেরা খ মানুষরা গ ধনীরা ঘ চোরেরা
৪৪. যাঁরা চোরের নামে শিহরিয়া ওঠেন, তাঁরা অনেকে কী অপেক্ষাও অধার্মিক?
ক বিড়াল খ মানুষ গ ধার্মিক ঝ চোর
৪৫. যাঁরা সাধু তাঁরা চোরের নামে কী করেন?
চ শিহরিয়া ওঠেন খ পাষাণবৎ হন
গ প্রেতবৎ নাচেন ঘ ঝিমাতে থাকেন
৪৬. আহারাভাবে বিড়ালের উদর কীরূপ?
ক বিনত ছ কৃশ গ ফুলা ঘ লোমশ
৪৭. আহারাভাবে বিড়ালের জিহŸা কীরূপ হয়েছে?
ক কৃশ ছ ঝুলে পড়েছে গ বিনত ঘ ফেলো
৪৮. বিড়ালের লাঙ্গুল আহারাভাবে কীরূপ ধারণ করেছে?
ক কৃশ খ বাঁকা জ বিনত ঘ মোট
৪৯. আহারাভাবে বিড়ালের দাঁত পরিণতি কোনটি হয়েছে?
ক কৃশ হয়েছে খ ঝুলে পড়েছে
গ বিনত হয়েছে ঝ বের হয়ে গেছে
৫০. আহারাভাবে বিড়ালের কী পরিদৃশ্যমান?
চ অস্থি খ উদর গ লাঙ্গুল ঘ জিহŸা
৫১. মার্জারী স্বজাতিমণ্ডলে কী বলে উপহাস করতে পারে?
ক চোর ছ কাপুরুষ গ ধার্মিক ঘ দূরদর্শী
৫২. মার্জারী কোথায় কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করতে পারে?
ক চারপায়ীর ওপর খ মনুষ্যকুলে
জ স্বজাতিমণ্ডলে ঘ শয়নগৃহে
৫৩. কমলাকান্ত কোনটি প্রাপ্ত হয়ে মার্জারের সকল বক্তব্য বুঝতে পারলো?
ক আফিং খ দৈবশক্তি জ দিব্যকর্ণ ঘ ক্ষুৎপিপাসা
৫৪. কে হঠাৎ বিড়ালম্ব প্রাপ্ত হলো?
চ ওয়েলিংটন খ নেপালিয়ন গ কমলাকান্ত ঘ মার্জারী
৫৫. মার্জারী কাকে চিনত?
ক প্রসন্নকে ছ কমলাকান্তকে
গ মঙ্গলাকে ঘ বিড়ালকে
৫৬. কমলাকান্ত অনেক অনুসন্ধানে কী আবিষ্কার করল?
চ ভগ্ন যষ্টি খ দুগ্ধদধি গ পাষাণবৎ ঘ চঞ্চল ছায়া
৫৭. ‘আমি তোমার ধর্মের সহায়।’Ñ কে বলেছে?
চ বিড়াল খ প্রসন্ন গ কমলা ঘ মঙ্গলা
৫৮. ‘বিড়াল’ রচনায় চতুষ্পদকে কী বলা হয়েছে?
চ বিজ্ঞ খ অধার্মিক গ কৃপণ ঘ সাধু
৫৯. হাঁড়ি খাওয়ার কথা কী অনুসারে বিবেচনা করা যাইবে?
ক নীতি অনুসারে ছ ক্ষুধানুসারে
গ শক্তি অনুসারে ঘ কৃপণতা অনুসারে
৬০. কাকে অন্ধকার থেকে আলোকে এনেছে বলে কমলাকান্ত মনে করে?
ক প্রসন্নকে ছ পতিত আত্মাকে
গ মঙ্গলাকে ঘ নেপোলিয়নকে
৬১. মার্জার বললো কীসের বিশেষ প্রয়োজন নেই?
চ আফিংয়ের খ দুধের
গ হাঁড়ি খাওয়ার ঘ মাখনের
৬২. তাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কী হয়ে পড়ে?
ক অধার্মিক খ কৃপণ জ কবি ঘ ধনী
৬৩. সমাজের ধনবৃদ্ধির অর্থ কার ধন বৃদ্ধি?
ক চোরদের ছ ধনীদের গ বিড়ালদের ঘ অধার্মিকদের
৬৪. সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত কীসের উন্নতি নেই?
চ সমাজের খ রাষ্ট্রের গ পরিবারের ঘ গরিবের
৬৫. কমলাকান্তের দপ্তর পড়লে কীসের অসীম মহিমা বুঝতে পারবে?
ক চুরির ছ আফিংয়ের
গ পরোপকারের ঘ দুধের
৬৬. কমলাকান্ত বিড়ালটিকে কীরূপ আফিং দিতে চাইলো?
ক নির্জল ছ সরিষাভোর গ নির্ভেজাল ঘ সোহাগের
৬৭. তিনদিন উপবাস থাকলে কার ভাণ্ডারঘরে ধরা পড়ার সম্ভাবনা?
ক প্রসন্নের খ মঙ্গলার জ নদীবাবুর ঘ কমলাকান্তের
৬৮. কীসের উপর চঞ্চল ছায়া নাচছে?
চ দেয়ালের খ বিড়ালের গ চারপায়ীর ঘ শয়নগৃহের
৬৯. ‘বিড়াল’ রচনায় এক্ষণে আর কাকে অতিরিক্ত পুরস্কার দেয়া যেতে পারে না?
ক নেপোলিয়নকে ছ ডিউক মহাশয়কে
গ কমলাকান্তকে ঘ মার্জার সুন্দরীকে
৭০. “বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল।”Ñ কীসে?
চ মেও স্বরে খ দুধ চুরিতে
গ অধার্মিকতায় ঘ কৃপণতায়
৭১. মনুষ্যকুলে কুলাঙ্গার হতে চায় না কে?
চ কমলাকান্ত খ প্রসন্ন গ নেপোলিয়ন ঘ ওয়েলিংটন
৭২. মার্জারী কমলাকান্তকে কাপুরুষ বলে কী করতে পারে?
ক পরিহাস ছ উপহাস গ কুলাঙ্গার ঘ পুরস্কার
৭৩. ‘মারপিট কেন?’Ñ কার উক্তি?
ক কমলাকান্তের খ প্রসন্নের
জ বিড়ালের ঘ ধনীর
৭৪. ‘তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ কর।’Ñ কে বলেছে?
ক নেপোলিয়ন ছ বিড়াল গ কমলাকান্ত ঘ ওয়েলিংটন
৭৫. মানুষ এত দিনে বিড়ালের কথা বুঝতে পেরেছে বলে কমলাকান্ত মনে করেছে। এটা কী দেখে সে বুঝেছে?
চ বিদ্যালয় খ পরোপকার গ আফিং ঘ শয়নগৃহ
৭৬. বিড়াল কোথায় মেও বলে বেড়ায়?
ক ঘরে ঘরে ছ প্রাচীরে প্রাচীরে
গ নদীবাবুর ভাণ্ডারঘরে ঘ নর্দমায় নর্দমায়
৭৭. যাদের পেট ভরা, তারা কার ক্ষুধা জানতে পারে না?
চ ক্ষুধিতের খ দরিদ্রের গ চোরের ঘ ধার্মিকের
৭৮. দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া কীসের কথা?
ক ঘৃণার কথা ছ লজ্জার কথা
গ পুরস্কারের কথা ঘ কাপুরুষের কথা
৭৯. অনেকে মুষ্টি ভিক্ষা দেয় না কাকে?
ক বিড়ালকে খ সাধুকে জ অন্ধকে ঘ দরিদ্রকে
৮০. চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করেন না?
চ সাধুরা খ বিড়ালরা গ কৃপণরা ঘ ধনীরা
৮১. চোরের দণ্ড হলে কার দণ্ড হওয়া উচিত?
ক ধার্মিকের ছ কৃপণের গ সাধুর ঘ প্রসন্নের
৮২. ‘চারপায়’ শব্দটি দ্বারা কোনটিকে নির্দেশ করা হয়েছে?
ক বিড়াল খ গাভী জ টুল ঘ চেয়ার
৮৩. সমাজের প্রধান ব্যক্তিকে কী বলা যায়?
ক ন্যায়ালঙ্কার খ ডিউক গ নৈয়ায়িক ঝ শিরোমণি
৮৪. জলযোগ কী?
ক পানি পূর্ণ করা খ নদী পারাপার
জ হালকা খাবার ঘ তরল খাবার
৮৫. ‘বিড়াল’ রচনাটিতে পতিত আত্মা বলতে কাকে বোঝানো হয়েছে?
চ মার্জারকে খ কমলাকান্তকে
গ নেপোলিয়নকে ঘ ওয়েলিংটনকে
৮৬. কোন সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হতো?
ক এশীয় সমাজে ছ ইউরোপীয় সমাজে
গ আফ্রিকান সমাজে ঘ আমেরিকার সমাজে
৮৭. নেপোলিয়ান আধিপত্য প্রতিষ্ঠা করে কোথায়?
ক আমেরিকায় ছ ইউরোপে গ এশিয়ায় ঘ অস্ট্রেলিয়ায়
৮৮. ‘ব্যূহ’ শব্দের অর্থ কী?
ক ধুম্রজাল খ বাহু জ বেষ্টনি ঘ মায়া
৮৯. ওয়েলিংটন কী ছিলেন?
চ ডিউক খ জর্জ গ জেনারেল ঘ কর্নেল
৯০. নেপোলিয়ন কোথায় মৃত্যুবরণ করেন?
ক সেন্ট হার্মিস দ্বীপে খ সেন্ট জর্জেস দ্বীপে
জ সেন্ট হেলেনা দ্বীপে ঘ সেন্ট আলভিনো দ্বীপে
৯১. ‘কমলাকান্তের দপ্তর’-এর অন্তর্ভুক্ত রচনাগুলো কেমন?
চ ব্যঙ্গধর্মী ও রসাত্মক খ গম্ভীর ধরনের
গ বেদনা বিধুর ঘ উপদেশমূলক
৯২. ‘বিড়াল’ রচনাটির শেষাংশটি কীসের খোরাক জোগায়?
ক হাস্যরসের ছ গভীর ভাবনার
গ প্রাণীদের প্রতি গভীর অনুরাগের ঘ গভীর বেদনার
৯৩. বিড়াল রচনায় কোন চরিত্রের আশ্রয়ে ধনী-দরিদ্র, শোষক-শোষিতের অধিকার সংগ্রামের কথা বলা হয়েছে?
ক কমলাকান্ত খ নেপোলিয়ন গ নৈয়ায়িক ঝ বিড়াল
৯৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলনের নাম কী?
ক কমলাকান্তের কথা খ কমলাকান্তের রম্য
জ কমলাকান্তের দপ্তর ঘ কমলাকান্তের ভাবনা
৯৫. কী কারণে কমলাকান্ত ওয়াটারলু যুদ্ধ নিয়ে ভাবছিলেন?
ক স্মৃতি মনে পড়ে যাওয়ায় খ এ বিষয়ক গল্প হচ্ছিল
গ তখন ওয়াটারলু যুদ্ধ চলছিল ঝ তিনি মাতাল ছিলেন
৯৬. বিড়াল ও কমলাকান্তের মধ্যে কী ধরনের কথা চলছিল?
ক রসাত্মক ছ কাল্পনিক গ ব্যঙ্গাত্মক ঘ গুরুত্বপূর্ণ
৯৭. পরাস্ত হলে কারা উপদেশ প্রদান করে?
চ বিজ্ঞ লোক খ মাতাল লোক
গ মূর্খ লোক ঘ পাকা লোক
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
৯৮. ‘যষ্টি’ অর্থ কী?
ক অনুষ্ঠান খ দিবস জ লাঠি ঘ অবলম্বন
৯৯. ‘পতিত আত্মা’ বলতে ‘বিড়াল’ রচনায় কাকে বোঝানো হয়েছে?
ক ভূত ছ বিড়াল গ দরিদ্র ব্যক্তি ঘ বৃদ্ধ লোক
১০০. ‘লাঙ্গুল’ শব্দের অর্থ কোনটি?
ক আঙ্গল খ ডানা গ লাঙ্গল ঝ লেজ
১০১. ‘ন্যায়ালংকার’ শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
চ ন্যায়শাস্ত্রে পণ্ডিত খ ব্যাকরণশাস্ত্রে পণ্ডিত
গ মাথায় পরার অলংকার বিশেষ ঘ বাংলাশাস্ত্রে পণ্ডিত
১০২. ‘ঠেঙ্গালাঠি’ বলতে কোনটিকে বোঝায়?
ক পাহারাদারদের লাঠি ছ প্রহার করার লাঠি
গ এক ধরনের বাদ্যযন্ত্র ঘ এক ধরনের ধাতব অস্ত্র
১০৩. ‘ব্যূহ রচনা’ বলতে কোনটিকে বোঝায়?
ক প্রতিরক্ষা বাহিনী ছ প্রতিরোধ বেষ্টনী তৈরি করা
গ সেনাদের অস্ত্রে সজ্জিত করা ঘ কুচকাওয়াজের জন্য সৈন্য সাজানো
১০৪. ‘মার্জার’ শব্দের অর্থ কোনটি?
চ বিড়াল খ গৃহকর্তা গ বানর ঘ গরু
১০৫. ওয়াটার লু যুদ্ধে নেপোলিয়ন কার হাতে পরাজিত হন?
ক ডিউক খ হেমলেট জওয়েলিংটন ঘ ওয়াশিংটন
১০৬. নেপোলিয়ন বোনাপার্ট কত সালে জন্মগ্রহণ করেন?
চ১৭৬৯ খ ১৮৫৯ গ ১৮৮০ ঘ ১৮৬৯
১০৭. ‘কস্মিনকালে’ শব্দের অর্থÑ
ক কখন ছ কোনো সময়ে গ অতীতে ঘ ভবিষ্যতে
১০৮. ‘ক্ষুৎপিপাসার’ সন্ধি বিচ্ছেদ কী?
ক ক্ষুদ + পিপাসা খ ক্ষিধা + পিপাসা
গ ক্ষুৎ + পিয়াস ঝ ক্ষুৎ + পিপাসা
১০৯. ‘তীব্রভাবে যা প্রকাশিত’ তাকে বলে?
ক তীব্রতর খ দ্রুত জ প্রকটিত ঘ প্রলম্বিত
১১০. নিচের কোনটি ‘চার পায়া’ শব্দটির সমার্থক?
চ টুল খ দেয়াল গ গরু ঘ বৃক্ষ
১১১. ‘এ পৃথিবীর মৎস্য, মাংসে আমাদের কিছু অধিকার আছে।”Ñউক্তিটির প্রতিপাদ্য কী?
ক অধিকার চেতনা
খ ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ
গ শোষণের বিরুদ্ধে প্রতিবাদ
ঝ ওপরের সবগুলোই
১১২. ‘কেহ মরে বিল সেঁচে, কেহ খায় কই’-বাক্যটিতে কী প্রকাশিত হয়েছে?
চ শ্রমজীবীদের অবস্থা খ বিলের অবস্থা
গ মাছের অবস্থা ঘ বিড়ালের অবস্থা
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
১১৩. প্রবন্ধটিতে বিড়ালের কণ্ঠে কী প্রকাশিত হয়েছে?
চ শোষিতের আর্তনাদ খ চুরির সাজা
গ বিড়ালের ধর্ম ঘ নেশার সর্বনাশা দিক
১১৪. ‘কমলাকান্তের দপ্তর’ কী ধরনের রচনার সংকলন?
ক আইন বিষয়ক খ তথ্যমূলক ও ব্যঙ্গধর্মী
গ শিক্ষামূলক ঝ রসাত্মক ও ব্যঙ্গধর্মী
১১৫. ‘কমলাকান্তের দপ্তর’ কয় অংশে বিভক্ত?
ক দুই ঝ তিন গ চার ঘ পাঁচ
১১৬. ‘বিড়াল’ রচনার প্রথম অংশটি কেমন?
ক ব্যঙ্গাত্মক খ গূঢ়ার্থে সন্নিহিত
গ তত্ত¡মূলক ঝ নিখাদ হাস্যারসাত্মক
১১৭. ‘বিড়াল’ রচনায় বিড়ালের কথাগুলো কেমন?
ক ধনবাদী ছ মানবতাবাদী
গ সমাজতান্ত্রিক ঘ রাজনৈতিক
১১৮. ‘বিড়াল’ রচনায় কার কথা শুনে কমলাকান্ত বিস্মিত হয়ে পড়েন?
ক ন্যায়রতœ মহাশয়ের খ ওয়েলিংটনের
গ ডিউকের ঝ বিড়ালের
১১৯. ‘বিড়াল’ রচনায় বঙ্কিমচন্দ্রের ভাষা কেমন?
ক হাস্যকর খ মর্মস্পর্শী গ আবেগঘন ঝশ্লেষাত্মক
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর :
১২০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দায়িত্ব পালনে ছিলেনÑ
র. নিষ্ঠাবান
রর. যোগ্যবিচারক ররর. ব্যক্তিত্ববান
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর ঝ র, রর ও ররর
১২১. বঙ্কিমচন্দ্র প্রবন্ধ রচনা করেছেনÑ
র. সাহিত্য বিষয়ক রর. সমাজ বিষয়ক
ররর. দর্শন বিষয়ক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেনÑ
র. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন
রর. নিষ্ঠাবান ও যোগ্য বিচারক
ররর. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ সাহিত্য হলোÑ
র. কৃষ্ণচরিত্র রর. লোকরহস্য
ররর. কমলাকান্তের দপ্তর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হলোÑ
র. কপালকুণ্ডলা রর. দেবী চৌধুরাণী
ররর. লোকরহস্য
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৫. দেয়ালের ওপরের ছায়াটি হলোÑ
র. চঞ্চল রর. প্রেতবৎ ররর. নিমীলিত
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৬. কমলাকান্তের ভাবনা হলোÑ
র. নেপোলিয়ন হওয়ার ইচ্ছে
রর. ওয়োলিংটনের বিড়াল হওয়া ররর. ওয়াটার লু
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৭. আফিং ভিক্ষা করতে এসেছেÑ
র. ওয়েলিংটন রর. বিড়াল ররর. নেপোলিয়ন
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৮. যাকে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হয়েছেÑ
র. ডিউক মহাশয়কে রর. ওয়েলিংটনকে
ররর. বিড়ালটিকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১২৯. ওয়াটার লু সম্পর্কে বলা যায়Ñ
র. এখানে নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ হয়
রর. ১৮১৫ খ্রিষ্টাব্দে এখানে যুদ্ধ হয়েছিল
ররর. এটি ব্রাসেলস থেকে ১০ মাইল দক্ষিণে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩০. “কেহ মরে বিল সেঁচে, কেহ খায় কই”Ñ এ কথাটি বলার কারণ হলোÑ
র. প্রসন্নর জন্য রাখা দুধ মঙ্গলায় খাওয়া
রর. কমলাকান্তের জন্য রাখা দুধ বিড়ালে খাওয়া
ররর. একজনের ভাগের খাবার অন্যে খেয়ে ফেলা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩১. চিরায়ত প্রথার অবমাননা হলোÑ
র. দুধ চোর বিড়ালকে তাড়ালে মানবতার অপমান হয়
রর. দুধ চোর বিড়ালকে না তাড়ালে মনুষ্যকুলের কুলাঙ্গার হয়
ররর. বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে লাঠিপেটা করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩২. চতুষ্পদের বৈশিষ্ট্য হলোÑ
র. এরা বিজ্ঞ রর. এরা চোর
ররর. এরা চঞ্চল
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৩. কমলাকান্তের মতে, পুরুষের ন্যায় আচরণ হলোÑ
র. পুরুষ চোরকে লাঠিপেটা করে
রর. পুরুষ নির্মম ও নিষ্ঠুর প্রকৃতির
ররর. পুরুষ অপরাধীকে শাস্তি দেয়
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৪. অধার্মিকরাÑ
র. চোরের নামে শিহরিয়া ওঠেন
রর. তাঁরা অনেকে চোরাপেক্ষা অধার্মিক
ররর. চুরি করার প্রয়োজন নেই বলে চুরি করেন না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৫. ‘ধনীর দোষেই দরিদ্র চোর হয়।’ কারণÑ
র. ধনীরা গরিবকে বঞ্চিত করে সম্পদ জমায়
রর. গরিবরা ক্ষুধার জ্বালায় চুরি করে
ররর. ধনীরা পাঁচশ জনের আহার্য ভোগ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৬. আহারাভাবে বিড়ালেরÑ
র. উদর কৃশ হয় রর. অস্থি পরিদৃশ্যমান হয়
ররর. লাঙ্গুল বিনত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৩৭. “খাইতে দাও, নইলে চুরি করিব।”Ñ বিড়ালের এ কথা বলার কারণÑ
র. পেটের জ্বালা নীতি মানে না
রর. এ সংসারে মাছ-মাংসে তার অধিকার আছে
ররর. চুরি করে খাওয়া অধর্ম বলে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৮. বিশেষ অপরিমিত লোভ ভালো না হওয়ার কারণ হলোÑ
র. এতে বিপদ ডেকে আনে
রর. এতে অধর্ম হয়
ররর. এতে সম্মানহানি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও রর
১৩৯. মার্জারী যষ্টি দেখে বিশেষ ভীত হওয়ার লক্ষণ প্রকাশ করে নি। কারণÑ
র. সে কমলাকান্তকে চিনত
রর. কমলা তেমন রাগী নয়
ররর. চিরায়ত প্রথার অবমাননা করায়
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪০. ‘কৃপণ, চুরির মূল কারণ।’ এর স্বপক্ষে যুক্তি হলো, কৃপণরাÑ
র. ধন সম্পদ নিজ হাতে কুক্ষিগত করে রাখে
রর. অভাবীদের মাঝে বিতরণ করে না
ররর. প্রয়োজনাতীত ধন থাকতে দুঃস্থদের দেয় না
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪১. ‘আমি তোমার ধর্মের সহায়।’ একথা বলার কারণ হলোÑ
র. চুরি করে বিড়ালটি দুধ খাওয়ায় পরোপকার সিদ্ধ হয়েছে
রর. বিড়ালটি দুধ খাওয়ায় কমলাকান্ত সেই ফলভাগী হলো
ররর. বিড়ালের দ্বারা কমলাকান্তের ধর্ম রক্ষা সম্ভবপর হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪২. ‘বিড়াল’ রচনায় ছোট লোকের দুঃখে কাতর হওয়াকে ধিক্কার জানানোর কারণ হলো
র. ছোটলোকদের দরিদ্রের জন্য ব্যথিত হওয়ায় গৌরব নেই
রর. দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা
ররর. রাজা ফাঁপরে পড়লে রাতে ঘুম বন্ধ হয়ে যায়
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৩. বিড়ালটিকে ‘পতিত আত্মা’ বলার কারণ হলোÑ
র. ধর্মাচরণে মন দেয় না বলে
রর. অন্যের খাদ্য চুরি করে খেয়েছে বলে
ররর. তুচ্ছ প্রাণী হয়ে বিজ্ঞ মনোভাব পোষণ করেছে বলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৪. বিচারক বা নৈয়ায়িক কিছু বোঝাতে না পারার কারণ হলো মার্জারÑ
র. সুবিচারক রর. সুতার্কিক
ররর. সুভাষিণী
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৫. কমলাকান্ত বিড়ালটিকে সরিষাভোর আফিং দিতে আইলো যে কারণেÑ
র. কারো হাঁড়ি খেতে বারণ করেছে বলে
রর. ক্ষুধায় নিতান্ত অধীর হয়ে পড়লে
ররর. চুরি করে খাওয়ার নিষেধ শুনলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৬. ‘বিড়াল’ রচনায় বিজ্ঞ হলোÑ
র. চতুষ্পদ রর. মার্জার ররর. প্রসন্ন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৭. বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয়, এটা হলোÑ
র. দিব্যগত প্রথা রর. মনুষ্যকুলের গৌরব
ররর. সুপুরুষভাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৮. কমলাকান্তের হাতে একটি ভগ্ন যষ্টি দেখে-
র. হাই তুলল রর. একটু সরে বসল
ররর. মেও শব্দ করল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৪৯. ‘দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই।’ কারণÑ
র. দুধ আমার বাপের নয়
রর. দুধ মঙ্গলার, দুহিয়েছে প্রসন্ন
ররর. দুধে সবার অধিকার আছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫০. দুধ উদরসাৎ করার পর বিড়ালের স্বাভাবিক কর্ম হলোÑ
র. অতি মধুর স্বরে বলছে মেও
রর. ভাবছে, কেহ মরে বিল সেঁচে, কেউ খায় কই
ররর. ওয়াটারলু মাঠে বূহ্য রচনায় ব্যস্ত
নিচের কোনটি সঠিক
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫১. বিড়ালের মনের ভাব হলোÑ
র. শেষ অপরিমিত লোভ ভালো নহে
রর. কেহ মরে বিল সেঁচে, কেহ খায় কই
ররর. তোমার দুধত খাইয়া বসিয়া আছি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫২. বাঞ্ছনীয় নয় যা, তাহলোÑ
র. দুধ খাওয়ার অপরাধে বিড়ালকে মারা
রর. চিরায়ত প্রথার অবমাননা করা
ররর. মনুষ্যকুলের কুলাঙ্গার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৩. পুরুষের ন্যায় আচরণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে কমলাকান্ত যা করলেন, তা হলোÑ
র. হস্ত হতে হুঁকা নামালেন
রর. সগর্বে মার্জারীর প্রতি ধাবমান হলেন
ররর. একটি ভগ্ন যষ্ঠি আবিষ্কার করলেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৪. মার্জারীর যষ্টি দেখে ভীত না হওয়ার কারণ বোঝা যায় যা দেখে
র. মুখপানে চেয়ে হাই তুলল রর. একটু সরে বসলো
ররর. মেও বলে শব্দ করলো
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৫. দুধ পানের অভিযোগে মারপিটের বদলে বিড়ালটির প্রত্যাশা হলোÑ
র. স্থির হয়ে চিন্তা করে দেখুক
রর. হুঁকায় সুখ টান দিয়ে ভাবুক
ররর. একটু বিচার করে দেখুক
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৬. ‘এ সংসারে ক্ষীর, সর, দুধ, দই, মাছ, মাংসে বিড়ালেরও অধিকার আছে।’ এ ব্যাপারে তার যুক্তি হলোÑ
র. তোমরা মনুষ্য, আমরা বিড়াল প্রভেদ কী?
রর. তোমাদের ক্ষুৎপিপাসা আছে আমাদের কী নাই?
ররর. তোমরা খাও, আপত্তি নাই, আমরা খাইলে ঠেঙ্গাও কেন?
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৭. বিড়াল মানুষের ধর্মের সহায় বলে তার প্রতি যে আচরণ করতে হবে,Ñ
র. প্রহার করা যাবে না
রর. তার প্রশংসা করতে হবে
ররর. আদর করে দুধ খাওয়াতে হবে
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৮. বিড়ালটি স্বীকার করে বলেছেÑ
র. সে সাধ করে চোর হয় নি
রর. খেতে পেলে কেউ চোর হয় না
ররর. সাধুরা চোর অপেক্ষাও অধার্মিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৫৯. ‘বিড়াল’ রচনা মতে বড় বড় সাধুদের প্রকৃতি হলোÑ
র. চোরের নামে শিহরিয়া ওঠেন
রর. চুরি করার প্রয়োজন নেই বলে করেন না
ররর. প্রয়োজনাতীত ধন থাকতেও কাউকে দেন না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৬০. ‘বিড়াল’ রচনা মতে চোরের চুরি করার কারণ হলোÑ
র. খেতে পায় না বলে
রর. চুরি করা অধর্ম বলে
ররর. ধনীরা কৃপণ বলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬১. প্রয়োজনীয় ধন থাকতেও চোরের প্রতি যারা মুখ তুলে চান না, তারা হলেনÑ
র. সাধু রর. অধার্মিক ররর. কৃপণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
১৬২. চোরের চেয়ে শত গুণে দোষী হলোÑ
র. কৃপণেরা রর. ধনীরা ররর. ধার্মিকেরা
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৩. কৃপণের দণ্ড হওয়া উচিত। কেননা কৃপণরাÑ
র. চুরি করার মূল কারণ রর. ধর্মের কথা বলে বেড়ায়
ররর. ধন সঞ্চয় করে রাখে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৪. মানুষ মাছের কাঁটা, পাতের ভাত যেখানে ফেলেÑ
র. জলে রর. নর্দমায় ররর. ভাণ্ডারঘরে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৫. ‘পেতবৎ’ বলতে বোঝায়Ñ
র. ভূতের মতো রর. নোংরা
ররর. শক্তিশালী
নিচের কোনটি সঠিক
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৬. নৈয়ায়িক অর্থ হলোÑ
র. বিচারক রর. ন্যায় শাস্ত্রবেত্তা
ররর. অধার্মিক
নিচের কোনটি সঠিক
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৭. ‘বিজ্ঞ লোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে, তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে’Ñ কমলাকান্তের এই উক্তিটিÑ
র. আত্মরক্ষামূলক রর. শ্লেষাত্মক ররর. যুক্তিনিষ্ঠ
নিচের কোনটি সঠিক
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৮. কমলাকান্তের মতে বিড়ালটিÑ
র. সুবিচারক রর. সুতার্কিক
ররর. সোশিয়ালিস্ট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
চ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর :
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৬৯ ও ১৭০ নং প্রশ্নের উত্তর দাও:
‘আপনারে রাখিলে ব্যর্থ জীবন সাধনা
জনম বিশ্বের তরে পরার্থে কামনা।’
১৬৯. অনুচ্ছেদটিতে ‘বিড়াল’ রচনার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক স্বার্থপরতা খ স্বজনপ্রীতি জ পরহিতব্রত ঘ বিচ্ছিন্নতা
১৭০. উপরিউক্ত ভাব প্রকাশক বাক্য হলোÑ
র. দরিদ্রের ক্ষুধা সবার বোঝা উচিত
রর. অনাহারে মরে যাবার জন্য পৃথিবীতে কেউ আসেনি
ররর. সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নেই
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭১ ও ১৭২ নং প্রশ্নের উত্তর দাও:
‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর
জীবে প্রেম করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বর।
১৭১. অনুচ্ছেদে ‘বিড়াল’ রচনার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ
চ জীবে প্রেম খ স্বার্থপরতা গ স্বজনপ্রেম ঘ বিবেকহীনতা
১৭২. উপরিউক্ত ভাব প্রকাশ পেয়েছে
র. এ পৃথিবীর মৎস্য, মাংসে বিড়ালেরও অধিকার আছে
রর. চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই
ররর. সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭৩ ও ১৭৪ নং প্রশ্নের উত্তর দাও:
‘পরের অভাব মনে করিলে চিন্তন
আপন অভাব ক্ষোভ থাকে কতক্ষণ।’
১৭৩. ‘বিড়াল’ রচনার কোন ভাবটি অনুচ্ছেদের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক পরের কল্যাণে বিরোধিতা ছ পরের মঙ্গল চিন্তা
গ আপন স্বার্থসিদ্ধি ঘ সুখের প্রত্যাশা
১৭৪. উপরিউক্ত ভাব প্রকাশ পেয়েছে যে বাক্যেÑ
র. ধনীদের খাবার হলে দরিদ্রকে দেওয়া দরকার
রর. দরিদ্রদের ক্ষুধা আর ধনীর ক্ষুধা আলাদা নয়
ররর. দরিদ্রদের জন্য ব্যথী হলে ধনীর অগৌরব নেই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭৫ ও ১৭৬ নং প্রশ্নের উত্তর দাও:
‘পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও;
তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।’
১৭৫. ‘বিড়াল’ রচনার কোন ভাবটি অনুচ্ছেদে প্রকাশ পেয়েছে?
ক স্বজনপ্রীতি খ স্বার্থপরতা
গ সুখের প্রত্যাশা ঝ পরের জন্য স্বার্থত্যাগ
১৭৬. উপরিউক্ত ভাব প্রকাশ পেয়েছে যে বাক্যেÑ
র. অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কার করিলাম
রর. সে দুধে আমার যে অধিকার, বিড়ালেরও তাই
ররর. দুধ আমার রূপান্তর নয়, দুধ মঙ্গলার
নিচের কোনটি সঠিক
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭৭ ও ১৭৮ নং প্রশ্নের উত্তর দাও:
‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।’
১৭৭. অনুচ্ছেদের কোন দিকটি ‘বিড়াল’ রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক স্বার্থপরতা খ বিবেকহীনতা
গ পরের স্বার্থ হরণ ঝ উদারতা
১৭৮. উপরিউক্ত ভাবটি প্রকাশ পেয়েছে যে বাক্যেÑ
র.বিড়ালটি দুধ খেয়েছে বলে রাগ না করা
রর. বিড়ালটি যাতে আরো ক্ষুধা নিবারণ করতে পারে তার ব্যবস্থা করা
ররর. ভগ্ন যষ্টি নিয়ে বিড়ালটির পিছনে ছোটা
নিচের কোনটি সঠিক?
চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৭৯ ও ১৮০ নং প্রশ্নের উত্তর দাও:
‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান।’
১৭৯. অনুচ্ছেদের কোন ভাবটি ‘বিড়াল’ রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
চ দারিদ্র্য গৌরবের খ দারিদ্র্য ঘৃণার
গ দরিদ্ররা চোর ঘ দরিদ্ররা কাতর
১৮০. এরূপ সাদৃশ্যপূর্ণ ভাবটি হলোÑ
র. দরিদ্র ও খ্রিষ্টান অসম্মানের
রর. দরিদ্রের জন্য ব্যথিত হওয়া গৌরবের
ররর. দরিদ্রদের হীনন্মন্যতা থাকা উচিত নয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর জ রর ও ররর ঘ র, রর ও ররর
ক্স অনুচ্ছেদটি পড় এবং ১৮১ ও ১৮২ নং প্রশ্নের উত্তর দাও:
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে যান। সেখানে একটি কুকুরের সঙ্গে লেখকের সখ্যতা গড়ে ওঠে। লেখকের দৈনন্দিন ভ্রমণ সঙ্গী এই কুকুরটিকে ছেড়ে যেতে তার খুব কষ্ট হয়েছে।
১৮১. অনুচ্ছেদের কোন দিকটি ‘বিড়াল’ রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক গৃহপালিত প্রাণীর প্রতি আকর্ষণ
ছ তুচ্ছ জীবের প্রতি মমত্ববোধ
গ বেওয়ারিশ কুকুরের প্রতি অবজ্ঞা
ঘ নিম্নশ্রেণির জীবের জন্য বিলাপ

Leave a Reply