নবম দশম/এসএসসি রসায়ন ৯ম অধ্যায় এসিড ক্ষার সমতার গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ) নিচে দেওয়া হলো।
এসএসসি রসায়ন ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
রসায়ন ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
১. চুনাপাথরের উপর লঘু সালফিউরিক এসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে?
√ CO২ খ H2
গ O2 ঘ SO২
২. নিচের কোনটি ক্ষার?
ক কোমল পানীয় খ লেবুর রস
গ সিরকা √ কাপড়কাচা সোডা
৩. নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষার?
ক NH৪+ আয়ন √ OH- আয়ন
গ NH৩ ঘ H2O
৪. একটি অজানা ধাতুর সাথে নাইট্রিক এসিডের বিক্রিয়ায় বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। উৎপন্ন দ্রবণটিতে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে সাদা বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় কিন্তু অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে তা-ও দ্রবীভ‚ত হয়ে যায়। ধাতুটি-
ক কপার খ আয়রন গ লেড √ জিংক
৫. একটি ইথানয়িক এসিড দ্রবণের pH -এর মান ৪, pH -এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে-
i. অ্যামোনিয়া দ্রবণ ii. ঘন হাইড্রোক্লোরিক এসিড
iii. কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৬. pH এর কোন মানের জন্য দ্রবণ নিরপেক্ষ হয়?
ক ৬ √ ৭
গ ৮ ঘ ৯
৭. মৌমাছির কামড়ে ক্ষতস্থানে জ্বালাপোড়া করে নিচের কোনটির কারণে?
√ এসিড খ ক্ষার
গ অ্যালকোহল ঘ লবণ
৮. NH৪Cl + CaO → ‘A’ + CaCl২ + H2O
উদ্দীপকের অ এর দ্রবণে নিচের কোনটির দ্রবণ যোগ করলে সাদা অধঃক্ষেপ পড়বে?
ক FeCl২ খ CuCl২
গ FeCl৩ √ ZnCl২
৯. নিচের কোনটি লাল লিটমাসকে নীল করে?
ক CH৪ খ H2O
√ NH৩ ঘ HCl
১০. আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
ক ০.১০ মি.গ্রা/লিটার √ ০.০১ মি.গ্রা/লিটার
গ ০.০০১ মি.গ্রা/লিটার ঘ ০.০০২ মি.গ্রা/লিটার
১১. Fe(OH)৩ এর বর্ণ কিরূপ?
ক হলুদাভ সাদা খ হালকা নীল
গ সাদা √ লালচে বাদামি
নিচের বিক্রিয়াদ্বয়ের আলোকে ১২ ও ১৩ প্রশ্নের উত্তর দাও :
i. AlCl৩(aq) + NH৪OH(aq) → Al(OH)৩↓ + অ
ii. A + NaOH → B+ NaCl + H2O
১২. i. নং বিক্রিয়ায় উৎপন্ন অধঃক্ষেপটির বর্ণ কিরূপ?
ক হালকা নীল খ লালচে বাদামি
গ সবুজ √ সাদা
১৩. উদ্দীপকে উৎপন্ন ই গ্যাসটি কোন ধর্মী?
ক অম্লধর্মী খ নিরপেক্ষধর্মী
গ উভধর্মী √ ক্ষারধর্মী
নবম দশম রসায়ন ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (পাঠ্যাংশ অনুযায়ী)
৯.১ এসিড
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৪. লেবুতে কোন এসিড বিদ্যমান? (অনুধাবন)
ক নাইট্রিক এসিড খ ফরমিক এসিড
√ সাইট্রিক এসিড ঘ কার্বনিক এসিড
১৫. ভিনেগারের রাসায়নিক নাম কী? (জ্ঞান)
ক মিথেন √ ইথানয়িক এসিড
গ অক্সালিক এসিড ঘ সাইট্রিক এসিড
১৬. CH3COOH-কে কী এসিড বলা হয়? (অনুধাবন)
ক অক্সালিক এসিড খ ট্যানিক এসিড
√ ইথানয়িক এসিড ঘ টারটারিক এসিড
১৭. মানুষের পাকস্থলীতে কী এসিড উৎপন্ন হয়? (জ্ঞান)
√ HCl খ HNO3
গ CH3COOH ঘ H2CO৩
১৮. আমরা ভিটামিন ‘সি’ হিসেবে যে এসকরবিক এসিড খাই তা কী এসিড? (প্রয়োগ)
√ জৈব এসিড খ অজৈব এসিড
গ মৃদু এসিড ঘ খনিজ এসিড
১৯. আমরা সচরাচর যেসব পানীয় ও ফলের রস পান করে থাকি সেগুলো- (অনুধাবন)
ক ক্ষারীয় পদার্থ √ অম্লীয় পদার্থ
গ লবণাক্ত পদার্থ ঘ নিরপেক্ষ পদার্থ
২০. কোন এসিড খাওয়া যায়? (অনুধাবন)
ক HNO3 খ HCl
গ H2SO৪ √ CH3COOH
২১. আমাদের পাকস্থলীতে খাদ্যদ্রব্য হজম করতে কোন এসিড অত্যাবশ্যকীয়? (জ্ঞান)
ক CH3COOH খ NaHCO3
√ HCl ঘ H2CO৩
২২. কখন আমাদের বদহজম হয়? (অনুধাবন)
ক আমিষ জাতীয় খাবার বেশি খেলে
খ খাওয়ার আগে অধিক পানি পানে
গ সময় মেনে খাবার গ্রহণ না করা হলে
√ পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে গেলে
২৩. আমেরিকান স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে পিঁয়াজ, রসুন, মরিচ ও অন্যান্য অতিরিক্ত মসলাযুক্ত খাবার, চকোলেট আমাদের পাকস্থলীতে এসিডের মাত্রা বাড়ায়। এখানে কোন এসিডের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
ক HNO3 খ H2SO৪
√ HCl ঘ H2CO৩
২৪. অতিরিক্ত খাওয়ার ফলে তুমি পাকস্থলীতে সমস্যা অনুভব করছ। এর জন্য দায়ী কে? (জ্ঞান)
√ HCl খ CH3COOH
গ H2CO৩ ঘ HNO3
২৫. তুমি বিয়ে বাড়িতে খাবার শেষে দধি খেয়েছ। এতে কী এসিড আছে? (প্রয়োগ)
ক এসিটিক এসিড খ ম্যালিক এসিড
গ টারটারিক এসিড √ ল্যাকটিক এসিড
২৬. তেঁতুলে কোন এসিড থাকে? (জ্ঞান)
ক ইথানয়িক এসিড √ টারটারিক এসিড
গ কার্বনিক এসিড ঘ সাইট্রিক এসিড
২৭. আমরা পাকস্থলী ও গলায় কখন প্রদাহ অনুভব করি? (অনুধাবন)
ক পেটে অতিরিক্ত ক্ষার উৎপন্ন হলে
খ পেটে অতিরিক্ত ক্ষারক উৎপন্ন হলে
√ পেটে অতিরিক্ত এসিড উৎপন্ন হলে
ঘ পেটে অতিরিক্ত লবণ উৎপন্ন হলে
২৮. যেসব খাদ্য খেলে অতিরিক্ত এসিড উৎপন্ন হয় আমাদের উচিত সেগুলো- (অনুধাবন)
√ পরিহার করা খ বেশি খাওয়া
গ শুকিয়ে খাওয়া ঘ সুসিদ্ধ করে খাওয়া
২৯. ল্যাবরেটরিতে প্রাপ্ত এসিডগুলো কী জাতীয় এসিড? (অনুধাবন)
ক জৈব √ অজৈব
গ মৃদু ঘ উদ্ভিজ্জ
৩০. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণকে কী বলা হয়- (জ্ঞান)
ক কার্বনিক এসিড খ ইথানয়িক এসিড
√ হাইড্রোক্লোরিক এসিড ঘ টারটারিক এসিড
৩১. বিশুদ্ধ HCl, H2SO৪ ও HNO3 কী? (অনুধাবন)
ক লাল বর্ণের তরল পদার্থ খ রঙিন তরল পদার্থ
গ নীল বর্ণের তরল পদার্থ √ বর্ণহীন তরল পদার্থ
৯.২ লঘু এসিডের ধর্ম
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
৩৮. বিশুদ্ধ হাইড্রোক্লোরিক এসিডের বর্ণ কেমন? (অনুধাবন)
ক লাল খ হলুদাভ
√ বর্ণহীন ঘ সাদা
৩৯. ভিনেগার/সিরকা কোনটি? (জ্ঞান)
ক COOH √ CH3COOH
গ CH3CH2OH গ CH3CH2COOH
৪০. টক স্বাদযুক্ত সব বস্তুর মধ্যে কী থাকে? (জ্ঞান)
ক ক্ষার খ ক্ষারক
গ লবণ √ এসিড
৪১. যেসব রাসায়নিক পদার্থ নীল লিটমাস কাগজকে লাল করে তাদের কী বলা হয়? (জ্ঞান)
ক লবণ খ নির্দেশক
√ এসিড ঘ ক্ষারক
৪২. সফ্ট ড্রিংকস বিকারে নিয়ে নীল বা লাল লিটমাস কাগজ ডুবিয়ে বর্ণ পরিবর্তন দেখা গেল এ থেকে কী বোঝা গেল? (উচ্চতর দক্ষতা)
ক সফট ড্রিংকস ক্ষারীয় পদার্থ
√ সফট ড্রিংকস অম্লীয় পদার্থ
গ সফট ড্রিংকস নিরপেক্ষ পদার্থ
ঘ সফট ড্রিংকস অম্লীয় বা ক্ষারীয় পদার্থ
৪৩. একটি টেস্টটিউবে ৪/৫ ফোঁটা লেবুর রস নিয়ে তাতে নীল লিটমাস কাগজ ডুবালে দেখা যাবে এটি লাল বর্ণ ধারণ করেছে। তাহলে লেবুর রস কী? (প্রয়োগ)
√ এসিড খ ক্ষার
গ ক্ষারক ঘ লবণ
৪৪. নীল বর্ণের লিটমাস কাগজ লালবর্ণ ধারণ করে কখন? (অনুধাবন)
ক K2CO৩ বা NH৩ যোগ করলে খ NaOH বা CaO যোগ করলে
√ H2SO৪ বা HCl যোগ করলে ঘ Na২SO৪ বা CO২ যোগ করলে
৪৫. সক্রিয় ধাতুর সাথে লঘু এসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসটি হলো- (প্রয়োগ)
ক অক্সিজেন √ হাইড্রোজেন
গ নাইট্রোজেন ঘ অ্যামোনিয়া
৪৬. ল্যাবরেটরিতে নিচের কোন সক্রিয় ধাতুর সাথে লঘু এসিডের বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটে বলে তার পরীক্ষা থেকে বিরত থাকতে হয়? (অনুধাবন)
ক ম্যাগনেসিয়াম খ আয়রন
গ লেড √ সোডিয়াম
৪৭. কোন ধাতুটির সক্রিয়তা অধিক? (অনুধাবন)
√ পটাসিয়াম খ ক্যালসিয়াম
গ অ্যালুমিনিয়াম ঘ জিঙ্ক
৪৮. Mg ধাতুর সাথে লঘু H2SO৪ -এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? (অনুধাবন)
ক ক্ষারক ও হাইড্রোজেন গ্যাস √ লবণ ও হাইড্রোজেন গ্যাস
গ লবণ ও অক্সিজেন গ্যাস ঘ ক্ষারক ও অক্সিজেন গ্যাস
৪৯. ধাতব কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় একটি গ্যাস নির্গত হয় যা শুষ্ক বরফ তৈরিতে ব্যবহৃত হয়। এই গ্যাসটি কী? (প্রয়োগ)
ক H2 খ O2
গ NH৩ √ CO২
৫০. লঘু নাইট্রিক এসিডের সাথে ধাতব কার্বনেটের বিক্রিয়ায় কী গ্যাস নির্গত হয়? (জ্ঞান)
ক H2 খ N2
√ CO২ ঘ O2
৫১. ধাতুর হাইড্রোক্সাইডের সাথে এসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
√ লবণ ও পানি খ ক্ষারক ও পানি
গ পানি ও গ্যাস ঘ লবণ ও গ্যাস
৫২. এসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
ক এসিড ও ক্ষারক খ লবণ
√ লবণ ও পানি ঘ পানি
৫৩. এসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এসিডের এই ধর্ম কী কাজে ব্যবহৃত হয়? (উচ্চতর দক্ষতা)
ক সার উৎপাদন √ আগুন নেভানো
গ সোনা পরিশোধন ঘ রকেট জ্বালানি
৫৪. নাইট্রিক এসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে? (প্রয়োগ)
√ লবণ ও পানি খ লবণ
গ লবণ ও ক্ষার ঘ পানি
৫৫. ধাতুর অক্সাইডের সাথে এসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
ক লবণ ও ক্ষার √ লবণ ও পানি
গ লবণ ঘ পানি
৫৬. সকল লঘু এসিড- (অনুধাবন)
ক তাপ পরিবাহী খ তড়িৎ অপরিবাহী
√ তড়িৎ পরিবাহী ঘ তাপ কুপরিবাহী
৯.৩ পরীক্ষাসমূহের ফলাফল বিশ্লেষণ
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
৬৩. ধাতুর ধর্ম কোনটি? (অনুধাবন)
ক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করা
√ ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন করা
গ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অম্লীয় অক্সাইড উৎপন্ন করা
ঘ হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করা
৬৪. ধাতু + লঘু এসিড → K + হাইড্রোজেন গ্যাস; ক নিচের কোনটি? (প্রয়োগ)
ক ক্ষারক খ পানি
গ ক্ষার √ লবণ
৬৫. কোনটি লঘু হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে না? (অনুধাবন)
ক K খ Pb
√ Cu ঘ Fe
৬৬. লঘু H2SO৪ দ্রবণে আয়রন গুঁড়া যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? (প্রয়োগ)
ক SO২ খ SO৩
√ H2 ঘ O2
৬৭. ২HNO3→২X + H2O + [O] ; বিক্রিয়াটিতে X এর বর্ণ কীরূপ? (উচ্চতর দক্ষতা)
ক গোলাপি √ বাদামি
গ রক্ত লাল ঘ সবুজাভ
৬৮. কোনটি সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়ামের উপরে অবস্থিত? (অনুধাবন)
ক Zn খ Fe
√ Ca ঘ Pb
৬৯. ধাতব কার্বনেট + লঘু এসিড → লবণ + পানি + ণ; ণ এর সংকেত কোনটি? (প্রয়োগ)
ক CO √ CO২
গ H2CO৩ ঘ CO৩২-
৭০. কোনটির কারণে লঘু H2SO৪ এর সাথে CaCO৩ এর বিক্রিয়ায় CaCO৩ এর উপরিতলে আস্তরণ সৃষ্টি হয়? (উচ্চতর দক্ষতা)
ক CO২ খ Ca(OH)২
√ CaSO৪ ঘ H2CO৩
৭১. কোনটি জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়? (অনুধাবন)
ক হাইড্রোক্লোরিক এসিড √ ইথানয়িক এসিড
গ সালফিউরিক এসিড ঘ নাইট্রিক এসিড
৭২. সোডিয়াম কার্বনেটের সাথে লঘু নাইট্রিক এসিডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? (প্রয়োগ)
ক সোডিয়াম নাইট্রাইট √ সোডিয়াম নাইট্রেট
গ সোডিয়াম কার্বাইড ঘ সোডামাইড
৭৩. H2SO৪(l) + পানি → ঢ (aq) → ২ণ + SO৪২- (aq); ণ নিচের কোনটি? (উচ্চতর দক্ষতা)
√ H+ খ H3O+
গ H2S ঘ SO৩২-
৭৪. কোনটি সক্রিয় ধাতু? (অনুধাবন)
√ Mg খ Al
গ Fe ঘ Cu
৭৫. কোনটি অধিকতর সক্রিয় ধাতু? (অনুধাবন)
ক Al √ K
গ Mg ঘ Zn
৭৬. Mg ধাতু লঘু H2SO৪ এর সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? (প্রয়োগ)
√ H2 খ O2
গ S2 ঘ CO২
৭৭. NO২-এর বর্ণ কেমন? (জ্ঞান)
ক লাল খ সবুজ
√ বাদামি ঘ নীল
৭৮. কার্বনেট লবণের মধ্যে এসিড যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়? (প্রয়োগ)
√ CO২ খ O2
গ N2 ঘ H2
৭৯. রাসায়নিক সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরের ধাতুসমূহ লঘু এসিডের সাথে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে। এ গ্যাসটি কী? (প্রয়োগ)
ক অক্সিজেন √ হাইড্রোজেন
গ কার্বন ডাইঅক্সাইড ঘ নাইট্রোজেন
৮০. ম্যাগনেসিয়াম ধাতু লঘু হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এতে কী প্রমাণিত হয়? (উচ্চতর দক্ষতা)
ক লঘু এসিড নিরপেক্ষ থাকে
খ লঘু এসিড অ্যানায়ন বা ক্যাটায়ন উৎপন্ন করে
√ লঘু এসিডে হাইড্রোজেন আয়ন উপস্থিত
ঘ লঘু এসিডে অক্সিজেন আয়ন উপস্থিত
৮১. কোনটি মধ্যম সক্রিয় ধাতু? (অনুধাবন)
ক Na খ Ca
গ Mg √ Fe
৮২. ভিনেগার ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে। এ গ্যাসটি কী? (প্রয়োগ)
ক N2 খ O2
√ H2 ঘ CO২
৮৩. কোন ধাতু HCl এর সাথে বিক্রিয়া করে না কিন্তু লঘু ও গাঢ় HNO3 ও H2SO৪ এর সাথে বিক্রিয়া করে? (অনুধাবন)
ক Ag √ Cu
গ H ঘ ক
৮৪. গাঢ় H2SO৪→H2O + SO২ + [O] বিক্রিয়ায় উৎপন্ন জায়মান অক্সিজেন ধাতুর সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে? (প্রয়োগ)
√ ধাতুর অক্সাইড খ ধাতব লবণ
গ বর্ণহীন গ্যাস ঘ গাঢ় তরল
৮৫. সোডিয়াম কার্বনেট লঘু এসিডের সাথে বিক্রিয়া করলে একটি গ্যাসের বুদবুদ উৎপন্ন হয়। এ গ্যাসটি কী? (প্রয়োগ)
ক H2 খ O2
গ NH৩ √ CO২
৮৬. লঘু H2SO৪ এর সাথে CaCO৩ এর বিক্রিয়া শেষ পর্যন্ত অগ্রসর হয় না কেন? (উচ্চতর দক্ষতা)
ক H2SO৪ তৈরি হয় বলে
খ CO২ গ্যাসের বুদবুদ তৈরি হয় বলে
√ CaSO৪ এর আস্তরণ সৃষ্টি হয় বলে
ঘ H+ উৎপন্ন হয় না বলে
৮৭. ধাতব কার্বনেট + লঘু এসিড → + পানি + CO২। এখানে শূন্যস্থানে কী বসবে? (অনুধাবন)
√ লবণ খ হাইড্রোজেন
গ ক্ষারক ঘ এসিড
৮৮. NaHCO3(aq) + HCl (aq)→ ? (অনুধাবন)
ক NaCl(s) + H2O(g) + CO২(g) √ NaCl(aq) + H2O(l) + CO২(g)
গ Na(s) + H2O(l) + CO২(g) ঘ Na2O(aq) + HCl(l) + CO২(g)
৮৯. ২HNO3(aq) + CaO(s) → ? (অনুধাবন)
ক Ca২(NO২)(s) + H2(g) খ CaO(s) + NO২(g) + H2O(g)
√ Ca(NO৩)২(aq) + H2O(l) ঘ Ca(s) + N2O4(aq) + H2O(g)
৯০. অনার্দ্র সাইট্রিক এসিডের ক্রিস্টালের ওপর শুষ্ক নীল লিটমাস পেপার স্পর্শ করালে কোনো পরিবর্তন হয় না কেন? (উচ্চতর দক্ষতা)
√ হাইড্রোজেন আয়ন নেই বলে
খ হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় বলে
গ পানি উৎপন্ন হয় বলে
ঘ কার্বন পরমাণুর উপস্থিতির জন্য
৯১. যেসব এসিড জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তাদের কী বলে? (জ্ঞান)
ক জৈব এসিড খ আংশিক এসিড
গ তীব্র এসিড √ দুর্বল এসিড
৯২. জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় কোনটি? (অনুধাবন)
√ HCl খ H2CO৩
গ CH3COOH ঘ CH3OH
৯.৪ ক্ষারক এবং ক্ষার
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
৯৭. কোনটি ক্ষার? (অনুধাবন)
ক কোমল পানীয় খ লেবুর রস
গ সিরকা √ কাপড় কাচা সোডা
৯৮. কোনটি ক্ষার নয়? (অনুধাবন)
ক Na2O খ Ca (OH)২
গ NH৪OH √ Fe (OH)২
৯৯. যেসব রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাদের কী বলা হয়? (জ্ঞান)
ক এসিড √ ক্ষারক
গ লবণ ঘ নির্দেশক
১০০. এসিড + অ → লবণ + পানি ; অ নিচের কোনটি? (প্রয়োগ)
ক CH3COOH √ Ca(OH)২
গ H2CO৩ ঘ CaCl২
১০১. যারা পানিতে OH- উৎপন্ন করে তাদের কী বলা হয়? (জ্ঞান)
ক এসিড খ নির্দেশক
√ ক্ষারক ঘ লবণ
১০২. ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইডকে কী বলা হয়? (জ্ঞান)
√ ক্ষারক খ এসিড
গ লবণ ঘ নির্দেশক
১০৩. যেসব ক্ষারক পানিতে দ্রবীভ‚ত হয় তাদের কী বলে? (জ্ঞান)
ক লবণ খ ক্ষারক
গ এসিড √ ক্ষার
১০৪. চুন নিচের কোন লিটমাস কাগজের রং পরিবর্তন করে? (অনুধাবন)
√ লাল খ নীল
গ আকাশি ঘ বেগুনি
১০৫. কোনটি সাবান তৈরির মূল উপাদান? (অনুধাবন)
ক H2SO৪ খ Ca(OH)২
গ CaO √ NaOH
১০৬. NaOH কী? (অনুধাবন)
ক লবণ খ এসিড
√ ক্ষারক ঘ নির্দেশক
১০৭. KOH-কে একটি ক্ষারক বলা হয় কেন? (অনুধাবন)
√ এটি পানিতে OH- উৎপন্ন করে বলে
খ এটি পানিতে H+ উৎপন্ন করে বলে
গ এটি টক স্বাদযুক্ত বলে
ঘ এটি গন্ধহীন বলে
১০৮. HNO3 + KOH = KNO৩ + H2O-এ বিক্রিয়ায় ক্ষার কোনটি? (অনুধাবন)
ক HNO3 √ KOH
গ KNO৩ ঘ H2O
১০৯. ক্ষারক পানিতে কী তৈরি করে? (প্রয়োগ)
ক H+ √ OH-
গ H- ঘ OH+
১১০. কোনটি ক্ষারক কিন্তু ক্ষার নয়? (অনুধাবন)
ক NaOH √ CuO
গ Ca(OH)২ ঘ NH৪OH
১১১. এসিডের বিপরীতধর্মী পদার্থ কী নামে পরিচিত? (জ্ঞান)
ক অম্ল খ ক্ষার
গ লবণ √ ক্ষারক
১১২. ক্ষারক ও এসিডের বিক্রিয়ায় উৎপন্ন মূল পদার্থকে কী বলা হয়? (জ্ঞান)
ক ক্ষার √ লবণ
গ নির্দেশক ঘ গ্যাস
১১৩. সাবান পানির দ্রবণ কী জাতীয় পদার্থ? (জ্ঞান)
ক এসিডীয় খ অম্লীয়
গ নিরপেক্ষ √ ক্ষারকীয়
১১৪. একটি টেস্টটিউবে একটি দ্রবণ নিয়ে তাতে লাল লিটমাস কাগজ দিলে লিটমাস কাগজ নীল বর্ণ ধারণ করল। এই দ্রবণটি কী? (প্রয়োগ)
√ ক্ষারক খ এসিড
গ লবণ ঘ নির্দেশক
১১৫. আমরা যে সাবান ব্যবহার করি তা তৈরি হয় কী থেকে? (জ্ঞান)
√ সোডিয়াম হাইড্রক্সাইড ও চর্বি
খ ক্যালসিয়াম অক্সাইড ও তেল
গ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ও গিøসারিন
ঘ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও তেল
১১৬. এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লিটমাস কাগজ নিরপেক্ষ হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক লিটমাস কাগজ বিদ্যুৎ পরিবহনে সক্ষম বলে
খ বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় বলে
√ বিক্রিয়ায় H+ ও OH- আয়ন পানিতে পরিণত হয় বলে
ঘ বিক্রিয়ায় অম্লীয় ও ক্ষারীয় ধর্ম তীব্র হয় বলে
১১৭. অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণকে কী বলা হয়? (অনুধাবন)
√ ক্ষার খ এসিড
গ লবণ ঘ নির্দেশক
১১৮. কোনটি ক্ষারকের উদাহরণ? (অনুধাবন)
ক NaOH খ Ca(OH)২
গ Na2O √ Fe২O3
১১৯. বাসাবাড়িতে পরিচ্ছন্নতার কাজে বেশি ব্যবহৃত হয়- (অনুধাবন)
ক এসিড জাতীয় পদার্থ √ ক্ষার জাতীয় পদার্থ
গ লবণ জাতীয় পদার্থ ঘ নির্দেশক জাতীয় পদার্থ
১২০. টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
√ NaOH খ NH৩
গ Ca(OH)২ ঘ CaO
১২১. কাচ পরিষ্কারক হিসেবে কী ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক NH৪OH √ NaOH
গ CaO ঘ Ca(OH)২
১২২. পান খাওয়ার চুনে কী ব্যবহৃত হয়? (জ্ঞান্)
ক NH৩ খ NaOH
√ Ca(OH)২ ঘ Na2O
৯.৫ লঘু ক্ষারের ধর্ম
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১২৮. কটু স্বাদ ও গন্ধযুক্ত সব বস্তুর মধ্যে কী থাকে? (জ্ঞান)
√ ক্ষার খ এসিড
গ লবণ ঘ প্রোটিন
১২৯. স্পর্শে সকল পিচ্ছিল অনুভ‚ত হয়। শূন্যস্থানে কী বসবে? (প্রয়োগ)
ক এসিড খ লবণ
√ ক্ষার ঘ আমিষ
১৩০. যেসব রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাদের কী বলে? (জ্ঞান)
ক এসিড √ ক্ষার
গ লবণ ঘ নির্দেশক
১৩১. সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH) কী? (অনুধাবন)
ক লবণ খ এসিড
গ নির্দেশক √ ক্ষার
১৩২. সাবানকে স্পর্শ করলে পিচ্ছিল মনে হয় কেন? (অনুধাবন)
√ এটি ক্ষারক বলে খ এটি লবণ বলে
গ এটি এসিড বলে ঘ এটি নির্দেশক বলে
১৩৩. ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে কী বর্ণ প্রদান করে? (জ্ঞান)
ক হলুদ খ সবুজ
গ লাল √ নীল
১৩৪. লঘু Ca(OH)২ দ্রবণে লাল লিটমাস কীরূপ বর্ণ ধারণ করে? (প্রয়োগ)
√ নীল খ লাল
গ বর্ণহীন ঘ সবুজ
১৩৫. লঘু NH৩ দ্রবণে নীল লিটমাস বর্ণ কীরূপ হয়? (উচ্চতর দক্ষতা)
√ বর্ণ অপরিবর্তিত খ লাল
গ বর্ণহীন ঘ সবুজ
১৩৬. NH৩ গ্যাসের মধ্যে ভেজা লাল লিটমাসের বর্ণ কীরূপ হবে? (প্রয়োগ)
√ নীল খ বর্ণহীন
গ বর্ণ অপরিবর্তিত ঘ সবুজ
১৩৭. ধাতব আয়নের সাথে লঘু ক্ষারের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
ক লবণ ও পানি খ ধাতব লবণ
গ এসিড ও ক্ষারক √ ধাতব হাইড্রক্সাইডের অধঃক্ষেপ
১৩৮. অ্যামোনিয়াম যৌগের সাথে ক্ষারের বিক্রিয়ায় কী গ্যাস মুক্ত হয়? (জ্ঞান)
ক হাইড্রোজেন খ নাইট্রোজেন
√ অ্যামোনিয়া ঘ নাইট্রাস অক্সাইড
৯.৭ গাঢ় এসিড
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৭৪. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভ‚ত হয়ে কিসে পরিণত হয়? (জ্ঞান)
√ হাইড্রোক্লোরিক এসিডে খ অ্যামোনিয়ামে
গ কঠিন পদার্থে ঘ গ্যাসীয় পদার্থে
১৭৫. গাঢ় হাইড্রোক্লোরিক এসিডে ভরের অনুপাতে কত ভাগ হাইড্রোজেন ক্লোরাইড থাকে? (জ্ঞান)
ক ২৫% √ ৩৫%
গ ৫০% ঘ ৬৫%
১৭৬. গাঢ় হাইড্রোজেন ক্লোরাইডের মুখ খুললে কী সৃষ্টি হয়? (জ্ঞান)
ক ধোঁয়া খ শিশির
√ কুয়াশা ঘ বাষ্প
১৭৭. NO২ গ্যাস পানিতে দ্রবীভ‚ত হয়ে কী উৎপন্ন করে? (অনুধাবন)
ক HNO২ √ HNO২ ও HNO3
গ HNO3 ঘ N2O5
১৭৮. গাঢ় HNO3-এর ভরের অনুপাতে কত ভাগ HNO3 থাকে? (জ্ঞান)
ক ৩৫% খ ৫০%
√ ৭০% ঘ ৯৮%
১৭৯. HNO3 উৎপন্ন হয়- (অনুধাবন)
√ NO২ গ্যাস পানিতে দ্রবীভ‚ত হয়ে
খ N2 গ্যাস পানিতে দ্রবীভ‚ত হয়ে
গ N2O5 গ্যাস পানিতে দ্রবীভ‚ত হয়ে
ঘ N2ঙ গ্যাস পানিতে দ্রবীভ‚ত হয়ে
১৮০. NO২ গ্যাস কী বর্ণের হয়? (জ্ঞান)
ক সাদা খ সবুজ
√ বাদামি ঘ নীল
১৮১. HNO3-কে বাদামি বর্ণের বোতলে রাখা হয় কেন? (অনুধাবন)
ক বাদামি বর্ণ আলো অধিক শোষণ করে বলে
√ আলোর উপস্থিতিতে বিযোজিত হয়ে যেন NO২ গ্যাস উৎপন্ন না করে
গ বাদামি বর্ণ এসিডকে নিরাপদ রাখে বলে
ঘ বাদামি বর্ণ দুর্ঘটনা এড়াতে ভ‚মিকা রাখে বলে
১৮২. SO৩ গ্যাস পানিতে দ্রবীভ‚ত হয়ে একটি এসিড উৎপন্ন করে। এ এসিডটি হলো- (প্রয়োগ)
ক HCl খ HNO3
√ H2SO৪ ঘ HNO২
১৮৩. গাঢ় H2SO৪-এ ভরের অনুপাতে কত ভাগ H2SO৪ থাকে? (জ্ঞান)
ক ৩৫% খ ৭০%
গ ৭৮% √ ৯৮%
৯.৮ গাঢ় এসিড ও ক্ষারের ক্ষয়কারী ধর্ম
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৮৮. ‘কস্টিক’-এর অর্থ কী? (জ্ঞান)
√ পোড়ানো খ মিষ্টি
গ আঘাত ঘ ক্ষার
১৮৯. ‘কস্টিক সোডা’র সংকেত কোনটি? (জ্ঞান)
ক KOH খ Ca(OH)২
√ NaOH ঘ Mg(OH)২
১৯০. ত্বক ও চোখের বেশি ক্ষতি করে কোনটি? (অনুধাবন)
ক এসিড √ ক্ষার
গ লবণ ঘ নির্দেশক
১৯১. ল্যাবরেটরিতে কাজের সময় যদি অসাবধানতাবশত গাঢ় এসিড বা ক্ষার লেগে যায় তাহলে কী করবে? (উচ্চতর দক্ষতা)
√ সাথে সাথে আক্রান্ত স্থানে প্রচুর পানি দিব
খ সাথে সাথে শিক্ষককে জানাব
গ সাথে সাথে ফার্মেসিতে যাব
ঘ সাথে সাথে লবণ ছিটিয়ে আক্রান্ত স্থান প্রশমন করব
১৯২. কোনটি অত্যন্ত ক্ষয়কারক পদার্থ? (অনুধাবন)
ক NaCl খ CaCO৩
গ NH৪OH √ H2SO৪
৯.৯ সবল ও দুর্বল এসিড বা সবল ও দুর্বল ক্ষারের পরীক্ষা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১৯৭. একটি কোষের জন্য গুরুত্বপূর্ণ- (অনুধাবন)
i. ইলেকট্রোড
ii. ব্যাটারি
iii.হাইড্রোক্লোরিক এসিড
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii গ i ও iii √ i, ii ও iii
৯.১০ pH-এর ধারণা
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
২০০. আভিধানিক অর্থে pH মানে কী? (জ্ঞান)
√ হাইড্রোজেন আয়নের ক্ষমতা খ হাইড্রোজেনের ক্ষমতা
গ অক্সিজেনের ক্ষমতা ঘ নাইট্রোজেনের ক্ষমতা
২০১. কোনো দ্রবণের pH ৭ এর চেয়ে বেশি হলে- (অনুধাবন)
ক দ্রবণটি অম্লীয় √ ক্ষারীয়
গ নিরপেক্ষ ঘ লবণাক্ত
২০২. pH মিটারের একটি দ্রবণে pH এর মান ৪ পাওয়া গেল। দ্রবণটির বর্ণ কিরূপ হবে? (অনুধাবন)
ক নীল খ বেগুনি
গ সবুজ √ হলুদ
২০৩. pH এর সীমা কত? (জ্ঞান)
√ ০-১৪ খ ০-৭
গ ৭-১৪ ঘ ৪-১২
২০৪. কোনো একটি দ্রবণে কী পরিমাণ এসিড বা ক্ষার আছে তা কীভাবে বোঝা যাবে?
ক নির্দেশক ব্যবহার করে √ pH এর মান পরিমাপ করে
গ বাফার দ্রবণ নিয়ে ঘ ঘনমাত্রা ব্যবহার করে
২০৫. একটি দ্রবণের pH = ৫ হলে দ্রবণটি কেমন হবে? (অনুধাবন)
ক ক্ষারীয় খ নিরপেক্ষ
√ অম্লীয় ঘ লবণাক্ত
২০৬. একটি দ্রবণের pH =১১ হলে দ্রবণটি কেমন হবে? (অনুধাবন)
ক অম্লীয় খ নিরপেক্ষ
গ মৃদু √ ক্ষারীয়
২০৭. একটি দ্রবণের pH =৭ হলে দ্রবণটি কেমন হবে? (অনুধাবন)
ক ক্ষারীয় √ নিরপেক্ষ
গ ক্ষর ঘ অম্লীয়
২০৮. ০ < pH < ৭-এ তথ্যের আলোকে একটি দ্রবণ কীরূপ? (উচ্চতর দক্ষতা)
ক ক্ষারীয় √ অম্লীয়
গ প্রশম ঘ আয়নিক
২০৯. কোনো একটি দ্রবণের pH =১৪ হলে দ্রবণটি কীরূপ? (অনুধাবন)
ক মৃদু এসিড খ মৃদু ক্ষার
গ তীব্র এসিড √ তীব্র ক্ষার
২১০. কোনো দ্রবণের pH এর মান ৭ এর কম হলে নীল লিটমাস পেপার কোন বর্ণ ধারণ করে? (অনুধাবন)
√ লাল খ নীল
গ গোলাপি ঘ বেগুনি
২১১. কোনটি নির্দেশক? (অনুধাবন)
√ ফুলের রঙিন পাপড়ি খ NH৪OH
গ NaCl ঘ আলুর চিপস
২১২. ইউনিভার্সাল ইন্ডিকেটর কী? (অনুধাবন)
ক ফুলের রসের নির্যাস খ সবজির নির্যাস
√ এসিড-ক্ষার ইন্ডিকেটরের মিশ্রণ ঘ আধুনিক pH স্কেল
২১৩. অজানা কোনো দ্রবণের pH মান জানার জন্য দ্রবণে কয়েক ফোঁটা কী যোগ করা হয়? (জ্ঞান)
ক Ca(OH)২ দ্রবণ খ NH৪OH দ্রবণ
গ NaOH দ্রবণ √ ইউনিভার্সাল ইন্ডিকেটর
২১৪. কোনো দ্রবণে pH মান জানার জন্য ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করা হলো এবং স্টান্ডার্ড কালার চার্টে নীল বর্ণ দেখা গেল। তুমি উক্ত দ্রবণকে কী হিসেবে চিহ্নিত করবে? (উচ্চতর দক্ষতা)
√ দুর্বল ক্ষার খ দুর্বল এসিড
গ তীব্র এসিড ঘ তীব্র ক্ষার
২১৫. pH মিটারের ইলেকট্রোডকে অজানা দ্রবণে ডুবিয়ে সরাসরি pH এর মান জানা যায় কী দেখে? (জ্ঞান)
ক রং এর পরিবর্তন থেকে √ মিটারের ডিজিটাল ডিসপ্লে থেকে
গ দ্রবণে বুদবুদ দেখে ঘ চার্ট থেকে
২১৬. কোনো দ্রবণের pH এর মান ৭ এর বেশি হলে লাল লিটমাস পেপারে কোন বর্ণ ধারণ করে? (অনুধাবন)
ক লাল √ নীল
গ সোনালি ঘ বেগুনি
২১৭. দুর্বল এসিডের pH মান কত? (জ্ঞান)
ক ০-৩ √ ৩-৭
গ ০-৭ ঘ ৫-৭
২১৮. তীব্র ক্ষারের pH মান কত? (জ্ঞান)
√ ১১-১৪ খ ৭-১১
গ ৭-১৪ ঘ ০-১৪
২১৯. কোনো দ্রবণে pH মান জানার জন্য ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করা হলো এবং স্টান্ডার্ড কালার চার্টে হলুদ বর্ণ দেখা গেল। উক্ত দ্রবণের pH মান কত? (উচ্চতর দক্ষতা)
ক ০-৩ খ ৭-১১
√ ৩-৭ ঘ ১১-১৪
৯.১১ pH-এর গুরুত্ব
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
২২৫. ত্বকের pH মানের সীমা কত-এর মধ্যে থাকলে ত্বক ভালো থাকে? (জ্ঞান)
√ ৫.৫-৬.৫ খ ৪-৬
গ ৬-৮ ঘ ৪.৫-৭.৫
২২৬. প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলীতে pH এর মান কত থাকা প্রয়োজন? (জ্ঞান)
২ খ ৩
গ ৪ ঘ ৫
২২৭. খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্ত্রে pH মান কত থাকা প্রয়োজন? (জ্ঞান)
ক ৭ √ ৮
গ ৯ ঘ১০
২২৮. প্রস্রাবের pH মান কত থাকা প্রয়োজন? (জ্ঞান)
ক ৪ খ ৫
√ ৬ ঘ ৭
২২৯. দেহত্বকের জন্য আদর্শ pH মান কত? (জ্ঞান)
√ ৫.৫ খ ৫.৬
গ ৫.৭ ঘ ৫.৮
২৩০. pH মান কোন সীমার মধ্যে থাকলে চুল উজ্জ্বল ও মসৃণ দেখায়? (জ্ঞান)
ক ২-৩ খ ৩-৪
গ ৪-৫ √ ৪-৬
২৩১. pH এর মান কত হলে চুলের কিউটিকলগুলো মসৃণ থাকে?
[রংপুর জেলা স্কুল]
ক ৪-৫ √ ৪-৬
গ ৪-৭ ঘ ৪-৮
২৩২. রক্তের pH এর মান কত? (জ্ঞান)
ক ৭.৩৫ থেকে ৭.৮০ খ ৭.৩৫ থেকে ৭.৭০
৭.৩৫ থেকে ৭.৪৫ ঘ ৭.৫ থেকে ৮.৮
৯.১২ প্রশমন বিক্রিয়া ও রংধনু পরীক্ষা
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
২৩৭. কোন বিক্রিয়ায় এসিড ও ক্ষারকের বৈশিষ্ট্যসূচক ধর্ম লোপ পায়? (অনুধাবন)
ক বিযোজন বিক্রিয়া খ জারণ-বিজারণ বিক্রিয়া
√ প্রশমন বিক্রিয়া ঘ সংযোজন বিক্রিয়া
২৩৮. প্রশমন বিক্রিয়ায় এসিডের আয়ন ক্ষারের আয়নকে প্রশমিত করে কী উৎপন্ন করে? (জ্ঞান)
ক লবণ √ পানি
গ এসিড ঘ ক্ষার
২৩৯. কোনো ক্ষার দ্রবণে যথার্থ পরিমাণ এসিড দ্রবণ যোগ করা হলে প্রশম দ্রবণ উৎপন্ন হয়। অতিরিক্ত এসিড যোগ করা হলে কী হয়? (উচ্চতর দক্ষতা)
√ এসিডধর্ম প্রাপ্ত হয় খ ক্ষারধর্ম প্রাপ্ত হয়
গ প্রশমধর্ম প্রাপ্ত হয় ঘ নিরপেক্ষ হয়
২৪০. কাপড় কাচা সোডা কী জাতীয় পদার্থ? (জ্ঞান)
ক এসিড খ লবণ
√ ক্ষার ঘ নিরপেক্ষ
২৪১. রংধনু পরীক্ষায় মূলত কোন বিক্রিয়া সংঘটিত হয়? (জ্ঞান)
ক বিয়োজন বিক্রিয়া খ জারণ-বিজারণ বিক্রিয়া
√ প্রশমন বিক্রিয়া ঘ সংযোজন বিক্রিয়া
২৪২. কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কোনটি? (জ্ঞান)
√ Na২CO৩ খ CaCO৩
গ Na2O ঘ CaO
২৪৩. কাপড় কাচা সোডার দ্রবণে HCl এসিড মিশ্রিত করলে নিচের কোন বিক্রিয়া সংঘটিত হবে? (প্রয়োগ)
ক জারণ-বিজারণ প্রশমন বিক্রিয়া
গ সংযোজন বিক্রিয়া ঘ বিযোজন বিক্রিয়া
২৪৪. কাপড় কাচার সোডার দ্রবণে HCl এসিড মিশ্রিত করলে কোনটি উৎপন্ন হয়? (প্রয়োগ)
লবণ খ ক্ষার
গ পানি ঘ এসিড
৯.১৩ দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
২৫১. পাকস্থলীতে উৎপন্ন অতিরিক্ত এসিড হতে পরিত্রাণের জন্য কোন ক্ষারটি সেবন করা হয়? (অনুধাবন)
ক NaOH √ Mg(OH)২
গ Ca(OH)২ ঘ Al(OH)৩
২৫২. বেকিং পাউডারে কোনটি উপস্থিত থাকে? (অনুধাবন)
ক Na২CO৩ খ ZnCO৩
√ NaHCO3 ঘ CaCO৩
২৫৩. কোন লবণটি ক্ষারীয় প্রকৃতির? (অনুধাবন)
ক FeCl৩ খ NaCl
গ NH৪Cl √Na২CO৩
২৫৪. মানুষের মুখের ব্যাকটেরিয়া কোনটি উৎপন্ন করে? (জ্ঞান)
√ এসিড খ ক্ষার
গ লবণ ঘ এনামেল
২৫৫. বেকিং পাউডার ও পাকস্থলীর এসিডের বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয়? (প্রয়োগ)
ক H2 খ O2
√ CO২ ঘ CO
২৫৬. দাঁতের এনামেল কোন ধাতুর যৌগ? (জ্ঞান)
√ ক্যালসিয়াম খ পটাসিয়াম
গ অ্যালুমিনিয়াম ঘ আয়রন
২৫৭. চুনের রাসায়নিক সংকেত কোনটি? (জ্ঞান)
√ CaO খ MgCO৩
গ Na২CO৩ ঘ (NH৪)২SO৪
২৫৮. মাটির এসিডিটি হ্রাস করতে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
√CaO খ CaCO৩
গ CaCl২ ঘ Ca(OH)২
২৫৯. মাটির pH খুব বেশি হলে এতে কী মিশিয়ে pH মান কমানো যায়? (অনুধাবন)
ক NH৪OH √ (NH৪)২SO৪
গ Na২SO৪ ঘ Ca(OH)২
২৬০. কোন লবণটি এসিড প্রকৃতির? (অনুধাবন)
√ FeCl৩ খ Na২CO৩
গ (NH৪)২CO৩ ঘ Mg(OH)২
২৬১. সেবনযোগ্য ক্ষার নয় নিচের কোনটি? (অনুধাবন)
ক Mg(OH)২ খ MgCO৩
√ NaOH ঘ NaHCO3
২৬২. পাকস্থলীতে এসিড সৃষ্টি হলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জাতীয় ওষুধ সেবনে সেরে যায় কেন? (উচ্চতর দক্ষতা)
√ এসিড ও ক্ষারকের মধ্যে প্রশমন বিক্রিয়া ঘটে বলে
খ কোনো বিক্রিয়া করে না বলে
গ ক্ষারক ব্যথা কমাতে সাহায্য করে বলে
ঘ ক্ষারক এসিড শোষণ করে নেয় বলে
২৬৩. এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন পদার্থ নিরপেক্ষ হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক বিক্রিয়া বিদ্যুৎ পরিবহনে সক্ষম বলে
খ বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় বলে
√ বিক্রিয়ায় H+ ও OH- আয়ন পানিতে পরিণত হয় বলে
ঘ বিক্রিয়ায় অম্লীয় ও ক্ষারীয় ধর্ম তীব্র হয় বলে
২৬৪. টুথপেস্ট ব্যবহারে দাঁতের সুরক্ষা হয় কেন? (অনুধাবন)
টুথপেস্টের ক্ষার মুখের এসিডকে প্রশমিত করে বলে
খ টুথপেস্টে দাঁত সুরক্ষিত রাখার উপাদান বিদ্যমান থাকায়
গ টুথপেস্ট মুখে ফেনা সৃষ্টির দ্বারা দুর্গন্ধ দূর করে বলে
ঘ টুথপেস্ট দাঁতে বিদ্যমান জীবাণু ধ্বংস করে বলে
২৬৫. কেকের ময়দা ফোলাতে কোনটি ভ‚মিকা রাখে? (জ্ঞান)
ক N2 √ CO২
গ CO ঘ O2
২৬৬. মাটির এসিডিটি বেড়ে উর্বরাশক্তি নষ্ট হলে নিচের কোনগুলো ব্যবহারে তা ফিরিয়ে আনা যায়? (উচ্চতর দক্ষতা)
ক HCl, HNO3 খ Na OH, KOH
গ Znঙ, ZnCO৩ √ CaO, Ca(OH)২
২৬৭. বেকিং পাউডার + পানি→উৎপাদ; বিক্রিয়াটি কোন প্রকৃতির? (অনুধাবন)
√ প্রশমন খ জারণ-বিজারণ
গ সংশ্লেষণ ঘ পলিমারকরণ
২৬৮. পানি যোগ করে বেকিং পাউডার উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়? (প্রয়োগ)
√ CO২ খ H2O
গ Naঙ ঘ NaOH
২৬৯. কাপড় কাচা সোডা লবণের অম্লীয় মূলক কোনটি? (অনুধাবন)
ক CO২- CO২-৩
গ NO-২ ঘ ঐCO-৩
২৭০. এসিডিটি হলে কী গ্রহণে উপশম পাওয়া যায়? (প্রয়োগ)
ক অম্লধর্মী খাবার ক্ষারধর্মী খাবার
গ নিরপেক্ষ খাবার ঘ পানি জাতীয় খাবার
২৭১. কোমল পানীয়তে থাকা NaHCO3 পাকস্থলীর HCl-এর সাথে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে। এ গ্যাসটির নাম কী? (প্রয়োগ)
√ CO২ খ H2
গ O2 ঘ CO
২৭২. কেক তৈরিতে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক অ্যামোনিয়াম হাইড্রক্সাইড খ ম্যাগনেসিয়াম কার্বনেট
√ বেকিং পাউডার ঘ সোডিয়াম বাইকার্বনেট
২৭৩. সোডিয়াম বাইকার্বনেট এবং টারটারিক এসিডের শুষ্ক মিশ্রণ কোনটি? (জ্ঞান)
ক সোডিয়াম সালফেট বেকিং পাউডার
গ সোডিয়াম গøুটামেট ঘ সোডিয়াম মনো ফসফেট
৯.১৪ এসিড বৃষ্টি
সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
২৮২. এসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির pH কত হয়? (জ্ঞান)
√ ৪ খ ৫
গ ৬ ঘ ৭
২৮৩. সাধারণত বৃষ্টির পানি- (অনুধাবন)
√ এসিডিক খ ক্ষারীয়
গ প্রশম ঘ নিরপেক্ষ
২৮৪. বৃষ্টির পানিতে কী দ্রবীভ‚ত থাকে? (জ্ঞান)
ক SO২ গ্যাস √ CO২ ও NO২ গ্যাস
গ NH৩ গ্যাস ঘ CO ও N2O2 গ্যাস
২৮৫. কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়া করে একটি এসিড উৎপন্ন করে। এ এসিডটি হলো- (প্রয়োগ)
ক নাইট্রাস এসিড খ সালফিউরাস এসিড
√ কার্বনিক এসিড ঘ নাইট্রিক এসিড
২৮৬. NO২ বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়া করে একটি এসিড উৎপন্ন করে। এ এসিডটি হলো- (প্রয়োগ)
ক H2CO৩ খ H2SO৪
গ HCl √ HNO3
২৮৭. SO২ বায়ুমণ্ডলের O2 ও O3 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে- (অনুধাবন)
√ SO৩ খ H2SO৪
গ H2SO৩ ঘ H2S2ঙ৭
২৮৮. SO২ (g) + H2O (l) → ?; এখানে (?) স্থানে কী বসবে? (জ্ঞান)
ক SO৩(g) √ H2SO৩ (aq)
গ H2SO৪ (aq) ঘ H2S2ঙ৭ (aq)
২৮৯. বৃষ্টির পানিতে pH এর মান কত? (জ্ঞান)
ক ৭ √ >৭
গ ৫.৬ ঘ ৬.৫
২৯০. বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? (জ্ঞান)
ক NO খ N2ঙ
√ NO২ ঘ N2
২৯১. কোন এসিডটি অত্যন্ত ক্ষণস্থায়ী? (জ্ঞান)
ক HCl √ HNO২
গ HNO3 ঘ H2SO৪
২৯২. অন্তঃর্দহ ইঞ্জিনে পেট্রোলিয়াম পোড়ানোর সময় কোনটি উৎপন্ন হয়? (জ্ঞান)
ক NO √ NO২
গ SO২ ঘ SO৩
২৯৩. এসিড বৃষ্টির জন্য জলাশয়ের pH কত হয়? (জ্ঞান)
√ ৪ বা ৪-এর কম খ ৬ বা ৬-এর কম
গ ৭ বা ৭-এর কম ঘ ১৩ বা ১৩-এর কম
২৯৪. সালফার ট্রাইঅক্সাইড বায়ুমণ্ডলের পানির সাথে বিক্রিয়ায় উৎপন্ন করে- (অনুধাবন)
ক সালফিউরাস এসিড খ সালফার ডাইঅক্সাইড
√ সালফিউরিক এসিড ঘ ওলিয়াম
২৯৫. সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে কী তৈরি করে? (জ্ঞান)
ক শিলা বৃষ্টি √ এসিড বৃষ্টি
গ ক্ষার বৃষ্টি ঘ বজ্র সৃষ্টি
২৯৬. কোনটি বৃষ্টির পানির সাথে মিশে এসিড রেইনের সৃষ্টি করে? (অনুধাবন)
√ সালফার ট্রাইঅক্সাইড খ কার্বন মনোক্সাইড
গ নাইট্রোজেন পেন্টাক্সাইড ঘ সালফার
Class 9/10/ssc chemistry chapter 9 MCQ
৩৭৮. কোনটি সবচেয়ে দুর্বল এসিড?
√ HF খ HCl
গ HBr ঘ HI
৩৭৯. নিচের কোন লবণটির জলীয় দ্রবণে ক্ষারের জলীয় দ্রবণ যোগ করলে হালকা নীল অধঃক্ষেপ পড়বে?
ক ZnCl২ খ CuCl২
√ FeCl২ ঘ CaCl২
৩৮০. এক মোল মধ্যম গাঢ় HNO3 হতে কত গ্রাম জায়মান অক্সিজেন তৈরি হবে?
ক ৮ম খ ১৬ম √ ৪৮ম ঘ ৩২ম
৩৮১. Cu(OH)২ যৌগটির বর্ণ কেমন?
√ হালকা নীল খ গাঢ় নীল
গ লালচে বাদামি ঘ সবুজ
৩৮২. একটি ০.০০১ মোলার NaOH দ্রবণের pH কত হবে?
ক ৩.০ খ ১০-৩ √ ১১.০ ঘ ১.০
৩৮৩. ফিটকিরিতে পানি আছে কত অণু?
ক ২ খ ১০
গ ১২ √ ২৪
৩৮৪. নিচের কোনটি ক্ষারক?
ক NaOH খ KOH
√ Cu(OH)২ ঘ H2O
৩৮৫. BOD এর পূর্ণরূপ কী?
ক ইরড়ষড়মরপধষ ঙীুমবহ উঁঃু
√ ইরড়ষড়মরপধষ ঙীুমবহ উবসধহফ
গ ইধহমষধফবংয ঙৎমধহরংধঃরড়হ উবাবষড়ঢ়সবহঃ
ঘ ইধহমষধফবংয ঙৎমধহরপ উবাবষড়ঢ়সবহঃ
৩৮৬. কোন অজৈব এসিডটি আমরা খাই?
ক ঈ২ঐ৬ঙ খ HCl
গ HNO3 √ H2CO৩
৩৮৭. কোনটি ক্ষারীয় লবণ?
ক NaCl খ NH৪Cl
গ FeCl৩ √ Na২CO৩
৩৮৮. অন্তঃদহন ইঞ্জিন থেকে প্রাপ্ত গ্যাস কোন এসিড উৎপন্ন করে?
ক H2CO৩ √ HNO২
গ H2SO৪ ঘ H3PO৪
৩৮৯. কাচ পরিষ্কারক হিসাবে কোনটি ব্যবহার করা হয়?
ক NaOH খ Ca(OH)২
√ NH৪OH ঘ Mg(OH)২
৩৯০. এসিড ক্ষারকের প্রশমন বিক্রিয়ার রংধনু সৃষ্টিতে কোন ইন্ডিকেটর বা নির্দেশকটি ব্যবহৃত হয়?
ক ফুলের রঙিন পাপড়ি খ লিটমাস পেপার
গ pH মিটার √ ইউনিভার্সাল ইন্ডিকেটর
৩৯১. ক শিখা পরীক্ষায় কোন বর্ণ প্রদর্শণ করে?
ক সোনালী হলুদ √ বেগুনি
গ ইটের মত লাল ঘ নীলাভ সবুজ
৩৯২. কোনটি পানিতে অতিমাত্রায় দ্রবণীয়?
ক CO২ খ N2
√ NH৩ ঘ H2
৩৯৩. কোনটি দুর্বল অম্ল-
ক H2SO৪ খ HNO3
√ H2CO৩ ঘ HCl
৩৯৪. নিম্নের কোনটি কম সক্রিয় ধাতু?
ক Na খ Mg
গ Cu √ অঁ
৩৯৫. কোনটি লঘু এসিডের সাথে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে না?
ক Ca খ Al
গ Cu √ Fe
৩৯৬. দুর্বল এসিডের ক্ষেত্রে ইউনিভার্সাল নির্দেশক কী ধরনের বর্ণ দেয়?
ক লাল খ সবুজ
গ নীল √ হলুদ
৩৯৭. FeCl৩ দ্রবণের pH এর মান কত?
ক ৭ খ >৭
√ <৭ ঘ ৭
৩৯৮. কোনটি পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভ‚ত হয়?
ক কপার অক্সাইড খ আয়রন অক্সাইড
√ সোডিয়াম অক্সাইড ঘ আয়রন হাইড্রোক্সাইড
৩৯৯. কোনটি শক্তিশালী ক্ষার?
√ KOH খ Ca(OH)২
গ অ(OH)২ ঘ NH৪OH
৪০০. কোন পদার্থের জলীয় দ্রবণের pH এর মান ৭ অপেক্ষা কম?
√ CuSO৪ খ Na২CO২
গ Na২SO৪ ঘ NaCl
৪০১. পরিষ্কার চুনের পানির মধ্যে CO২ চালনা করলে কী উৎপন্ন হয়?
ক CaO খ Ca(HCO3)২
গ Ca(OH)২ √ CaCO৩
৪০২. তাপ শোষণ করে ধরে রাখে কোনটি?
ক NO২ খ ঈ
√ CO২ ঘ Cl২
৪০৩. Na২CO৩ + FeCl৩ → NaCl + CO২ + ণ বিক্রিয়াটিতে ণ হচ্ছে-
ক FeCl২ খ Fe৩O4
গ Feঙ √ Fe২O3
৪০৪. নাইট্রোজেনের কোন অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়?
ক NO √ N2ঙ
গ NO২ ঘ N2O2
৪০৫. ১ লিটার পানিতে অং এর গ্রহণযোগ্য মাত্রা কত মি. গ্রাম?
[জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
ক ০.০২ খ ১.০১
√ ০.০১ ঘ ০.০৫
৪০৬. NH৪Cl ও Ca(OH)২ এর মিশ্রণকে তাপ দিলে কোন গ্যাস উৎপন্ন হয়?
√ NH৩ খ N2
গ Cl২ ঘ CO২
৪০৭. ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি কী?
ক CO২ √ NH৩
গ চH3 ঘ SO২
৪০৮. কোন লবণের দ্রবণে NaOH(aq) যোগ করলে হালকা নীল অধঃক্ষেপ পাওয়া যায়?
ক Fe(ওও) খ Fe(ওওও)
গ Al √ Cu(ওও)
৪০৯. লঘু এসিডের সাথে কোন ধাতু বিস্ফোরণসহ বিক্রিয়া করে?
√ Na খ Ca
গ Mg ঘ Al
৪১০. বিশুদ্ধ অবস্থায় (১০০% বিশুদ্ধ) কোনটি গ্যাসীয় অবস্থায় থাকে?
ক HNO3 খ H2SO৪
√ HCl ঘ H2CO৩
৪১১. Mg ধাতু লঘু H2SO৪ এর সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে?
√ H2 খ O2
গ SO৩ ঘ SO২
৪১২. কোন এসিডটি অত্যন্ত ক্ষণস্থায়ী?
ক H3PO৪ খ H2SO৪
√ HNO3 ঘ HNO3
৪১৩. Na২CO৩ + FeCl৩ → NaCl + CO২ + ণ; বিক্রিয়াটিতে ণ হচ্ছে-
ক FeCl২ খ FeCO৩
গ Feঙ √ Fe২O3
৪১৪. CaCO৩(s) + ণ(aq) → Ca(HCO3)২(aq); বিক্রিয়াতে ণ হচ্ছে-
√ CO২ খ NO
গ NO২ ঘ SO২
৪১৫. কোন গ্যাসটির বর্ণ বাদামি?
ক CO খ NO
√ NO২ ঘ SO২
৪১৬. ধাতুর অক্সাইডসমূহ-
ক ক্ষারধর্মী √ অম্লধর্মী
গ উভধর্মী ঘ নিরপেক্ষ
৪১৭. চুনাপাথর লঘু হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে কোনটি উৎপন্ন করে?
ক CO খ SO২
গ SO২ √ CO২
৪১৮. কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? [হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
√ ইধSO৪ খ K2SO৪
গ NH৪Cl ঘ HCl
৪১৯. HNO3 → ঢ + H2O + [O] বিক্রিয়াটিতে ঢ এর বর্ণ কীরূপ?
ক গোলাপী √ বাদামী
গ বর্ণহীন ঘ সবুজাভ
৪২০. সিরকা বা ভিনেগারে কোন এসিড থাকে?
ক সাইট্রিক এসিড খ টারটারিক এসিড
গ নাইট্রিক এসিড √ ইথায়নিক এসিড
৪২১. ধাতুর সক্রিয়তা সিরিজে ঐ-এর উপরের ধাতু কোনটি?
ক ক √ Pb
গ Cu ঘ Ag
৪২২. এসিডটির কমিয়ে উর্বরতা ফিরিয়ে আনতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক ZnCO৩ √ CaCO৩
গ Na2O ঘ NaOH
৪২৩. পানিতে Ca ও Mg ধাতুর ক্লোরাইড সালফেট লবণ দ্রবীভ‚ত থাকলে তা দূর করার উপায় হল-
i. সোডা পদ্ধতি
ii. পারমুটিট পদ্ধতি
iii. আয়ন বিনিময় রেজিন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ i ও iii √ i, ii ও iii
৪২৪. একটি ইথানয়িক এসিড দ্রবণের pH এর মান ৪, pH এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে-
i. অ্যামোনিয়া দ্রবণ
ii. কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট
iii. ঘন হাইড্রোক্লোরিক এসিড
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ i ও iii ঘ i, ii ও iii
৪২৫. সাধারণত পানি দূষণের মাত্রা বেশি হয়-
i. পানির COD মান বেশি হলে
ii. পানির BOD মান কম হলে
iii. পানির BOD ও COD মান বেশি হলে
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও ii গ ii ও iii √ i ও iii
৪২৬. অস্থায়ী খর পানিতে বিদ্যমান লবণগুলো হচ্ছে-
i. Mg(HCO3)২
ii. CaCO৩
iii. Fe(HCO3)২
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৪২৭. ক্ষারযোগে সাদা বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি করে-
i. Fe ধাতর আয়ন
ii. Al ও Ca ধাতুর ক্যাটায়ন
iii. Zn২+ ও Al৩+ ধাতুর ক্যাটায়ন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৪২৮. পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভ‚ত হয়-
i. ক্ষার
ii. সবল ক্ষার ও সবল এসিড
iii. ক্ষারক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ i ও iii ঘ i, ii ও iii
৪২৯. অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ-
i. লাল লিটমাসকে নীল করে
ii. কাচ পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হয় না
iii. এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ i ও iii ঘ i, ii ও iii
৪৩০. অজানা কোন দ্রবণের pH মান জানার জন্য ব্যবহৃত হয়-
i. ইউনিভার্সাল ইন্ডিকেটর
ii. pH মিটার
iii. pH পেপার
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৪৩১. NO২(g) পানিতে দ্রবীভ‚ত হয়ে তৈরি করে-
i. HNO২
ii. HNO3
iii. ঘ৩ঐ
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৪৩২. MgO + HCl → অ + H2O বিক্রিয়াটিতে অ পদার্থটি-
i. নিরপেক্ষ প্রকৃতির
ii. MgCl২
iii. Mg(OH)২
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ i ও iii ঘ i, ii ও iii
৪৩৩. ক্ষার যোগে সাদা বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি করে-
i. Fe ধাতুর আয়ন
ii. Al ও Ca ধাতুর ক্যাটায়ন
iii. Zn২+ ও Al৩+
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
৪৩৪. অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ-
i. লাল লিটমাস নীল করে
ii. কাচ পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হয়
iii. এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩৫ ও ৪৩৬নং প্রশ্নের উত্তর দাও :
অ + Cu → ই + NO২ + H2O
গাঢ়
অ + Cu → ই + NO + H2O
মধ্যম গাঢ়
৪৩৫. উদ্দীপকের ই যৌগটি কী?
ক CuCl২ খ CuO
√ Cu(NO৩)২ ঘ CuSO৪
৪৩৬. উদ্দীপকে অ যৌগটি-
i. HNO3
ii. H2SO৪
iii. জারক এসিড
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
লঘু H2SO৪ এর সাথে ঢ ও ণ ধাতু দুটির বিক্রিয়া নিম্নরূপ :
i. ঢ + H2SO৪ → ঢSO৪ + H2
ii. ণ + H2SO৪ → কোনো বিক্রিয়া হয় না
উদ্দীপকে আলোকে নিচের ৪৩৭ ও ৪৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
৪৩৭. ণ ধাতুটি কোনটি?
√ Cu খ Na
গ Ca ঘ Mg
৪৩৮. উদ্দীপক i ও ii এর ক্ষেত্রে-
i. ঢ একটি সক্রিয় ধাতু
ii. (র) নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া
iii. ণ এর অবস্থান সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
ঢ(s) + ণ(aq) → Na২SO৪(aq) + H2O(l) + CO২(g)
উদ্দীপকের ভিত্তিতে ৪৩৯ ও ৪৪০নং প্রশ্নের উত্তর দাও :
৪৩৯. ণ যৌগ হলো-
ক NaCO৩ খ NaHCO3
√ H2SO৪ ঘ H2CO৩
৪৪০. ঢ যৌগ হতে পারে-
i. Na২CO৩
ii. NaHCO3
iii. HCl
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৪১ ও ৪৪২নং প্রশ্নের উত্তর দাও :
FeCl৩(aq) + NaOH → ঢ(s) + NaCl
৪৪১. ‘ঢ’ যৌগটির আণবিক ভর কত?
ক ১০৪.৮৫ √ ১০৬.৮৫
গ ১০৭.৮৫ ঘ ১০৮.৮৫
৪৪২. উদ্দীপকের বিক্রিয়াটিতে-
i. ‘ঢ’ এর বর্ণ লালচে বাদামি
ii. ‘ঢ’ যৌগটি বিদ্যুৎ পরিবহন করে না
iii. অধঃক্ষেপণ বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৪৩ ও ৪৪৪নং প্রশ্নের উত্তর দাও :
NH৪Cl + Ca(OH)২ → ঢ + CaCl২ + H2O
৪৪৩. উপরের বিক্রিয়ায় ঢ যৌগটি কি?
ক এসিড √ ক্ষার
গ লবণ ঘ অক্সাইড
৪৪৪. উৎপন্ন ঢ যৌগটি-
i. লাল লিটমাসকে নীল করে
ii. pH এর মান ০ – ৭ এর মধ্যে
iii. যৌগটির আকৃতি কৌণিক
নিচের কোনটি সঠিক?
√ র খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৪৫ ও ৪৪৬নং প্রশ্নের উত্তর দাও :
অ এমন একটি এসিড যা মানুষের পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হয়।
৪৪৫. অ এসিডটি হলো-
√ HCl খ H2SO৪
গ HNO3 ঘ CH3COOH
৪৪৬. অ এসিডটি-
i. খাদ্য পরিপাকে সহায়তা করে
ii. অতিরিক্ত নিঃসরণে পাকস্থলীতে প্রদাহ সৃষ্টি করে
iii. কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে CO২ গ্যাস উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৪৭ ও ৪৪৮নং প্রশ্নের উত্তর দাও :
CaCO৩ + ঢ → CaCl২ + ণ + H2O
৪৪৭. বিক্রিয়ায় ঢ কোনটি?
ক H2O খ H2S
√ HCl ঘ H2SO৪
৪৪৮. ণ- কে অতিরিক্ত মাত্রায় চুনের পানির সাথে মিশালে কী উৎপন্ন হয়?
√ CaCO৩ খ Ca(HCO3)২
গ CaHCO3 ঘ NH৩