ফেব্রুয়ারি ১৯৬৯
শামসুর রহমান
কবি পরিচিত
নাম শামসুর রহমান
জন্মপরিচয় জন্ম তারিখ : ২৩ অক্টোবর, ১৯২৯ খ্রিষ্টাব্দ।
জন্মস্থান : মাহুতটুলা, ঢাকা।
পিতৃক নিবাস : পাড়াতলী, রায়পুরা, নরসিংদী।
পিতৃ পরিচয় পিতার নাম : মুখলেসুর রহমান চৌধুরী।
শিক্ষাজীবন মাধ্যমিক : পোগাজ স্কুল (১৯৪৫), ঢাকা।
উচ্চ মাধ্যমিক : ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (১৯৪৭)।
উচ্চতর শিক্ষা : বিএ (অনার্স), এম.এ (ইংরেজি); ঢাকা বিশ্ববিদ্যাল।
পেশা ও কর্মজীবন সাংবাদিকতা । সম্পাদক-দৈনিক বাংলা। সভাপতি-বাংলা একাডেমি।
সাহিত্য কর্ম কাব্য : প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ফোঁটা কেমন অনল, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা প্রভৃতি উলেখযোগ্য।
উপন্যাস : অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আঁধার এক, এলো সে অবেলায়।
প্রবন্ধ : আমৃত্যু তাঁর জীবনানন্দ।
শিশুতোষ : এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেবো, গোলাপ ফোটে কুকীর হাতে, রংধনু সাঁকো, লাল ফুলকির ছড়া।
অনুবাদ : ফ্রস্টের কবিতা, হ্যামলেট, ডেনমার্কের যুবরাজ।
সম্পাদনা : হাসান হাফিজুর রহমানের অপ্রকাশিত কবিতা।
পুরস্কার ও সম্মাননা পুরস্কার : আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯),
একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৯১)।
মৃত্যু মৃত্যু তারিখ : ১৭ আগস্ট, ২০০৬ খ্রিষ্টাব্দ।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর
বি.দ্র: ক,খ,গ,ঘ এর মধ্যে যেটা অন্য বর্ণ করা সেটাই উত্তর
১. ‘ফেব্র“য়ারি-১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
চ নক্ষত্র খ রক্ত গ ফুল ঘ রৌদ্র
২. “আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে”Ñ চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে?
ক গণআন্দোলন ছ ভাষা আন্দোলন
গ স্বাধীনতা আন্দোলন ঘ স্বদেশী আন্দোলন
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
১৯৭১ সালে মাতৃভূমির মুক্তির জন্য অকাতরে জীবন বিসর্জন দেন মতিউর রহমান, মোস্তফা কামাল, মহিউদ্দীন জাহাঙ্গীরসহ লক্ষ লক্ষ মানুষ। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
৩. উদ্দীপকের ত্যাগী মানুষদের প্রতিচ্ছবি ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় যাদের নির্দেশ করে তারা হলেন
র. সালাম রর. বরকত
ররর. দু:খিনী মাতা
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৪. ওই ব্যক্তিদের আত্মত্যাগের মূলমন্ত্র কী ছিল?
ক আদর্শ ছ দেশপ্রেম গ বিদ্রোহ ঘ স্বাধিকার
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. শামসুর রাহমানের জন্ম কত সালে?
ক ১৯৭২ খ ১৯২৮ জ ১৯২৯ ঘ ১৯৩০
৬. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
ক নোয়াখালী ছ নরসিংদি গ নেত্রকোনা ঘ কুমিলা
৭. শামসুর রাহমানের জন্ম কোন গ্রামে?
চ পাড়াতলি খ বালিয়াকান্দি
গ কাঁঠালপাড়া ঘ সাগরদাড়ি
৮. শামসুর রাহমানের পিতার নাম কী?
ক আহমদ উলাহ
ছ মুখলেসুর রহমান চৌধুরী
গ আফসার আহমেদ চৌধুরী ঘ আলফাজ রাহমান
৯. শামসুর রাহমানের মাতার নাম কী?
ক আসমা খাতুন খ মোমেনা খাতুন
জ আমেনা বেগম ঘ আম্বিয়া বেগম
১০. শামসুর রাহমান কত খ্রিস্টাব্দে প্রবেশিকা পাস করেন?
ক ১৯৪২ খ্রিস্টাব্দে খ ১৯৪৩ খ্রিস্টাব্দে
গ ১৯৪৪ খ্রিস্টাব্দে ঝ ১৯৪৫ খ্রিস্টাব্দে
১১. শামসুর রাহমান কত সালে ইন্টারমিডিয়েট পাস করেন?
চ ১৯৪৭ খ্রিস্টাব্দে খ ১৯৪৬ খ্রিস্টাাব্দে
গ ১৯৪৫ খ্রিস্টাব্দে ঘ ১৯৪৪ খ্রিস্টাব্দে
১২. শামসুর রাহমান কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন?
ক কবি নজরুল কলেজ ছ ঢাকা কলেজ
গ আইডিয়াল কলেজ ঘ জগন্নাথ কলেজ
১৩. শামসুর রাহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন?
চ ঢাকা বিশ্ববিদ্যালয়
খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৪. কর্মজীবনে শামসুর রাহমান কী ছিলেন?
ক শিক্ষক ছ সাংবাদিক
গ ব্যবসায়ী ঘ চাকরিজীবী
১৫. শামসুর রাহমান কত খ্রিস্টাব্দে প্রথম সাংবাদিকতা শুরু করেন?
ক ১৯৫৫ খ্রিস্টাব্দে খ ১৯৫৬ খ্রিস্টাব্দে
জ ১৯৫৭ খ্রিস্টাব্দে ঘ ১৯৫৮ খ্রিস্টাব্দে
১৬. কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে শামসুর রাহমান কর্মজীবন শুরু করেন?
ক দৈনিক ইত্তেফাক ছ দৈনিক মর্নিং-এজ
গ দৈনিক বাংলা ঘ ডেইলি স্টার
১৭. শামসুর রাহমান কত খ্রিস্টাব্দে ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকায় যোগ দেন?
ক ১৯৬২ খ্রিস্টাব্দে ছ ১৯৬৪ খ্রিস্টাব্দে
গ ১৯৬৬ খ্রিস্টাব্দে ঘ ১৯৬৮ খ্রিস্টাব্দে
১৮. ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকাটি পরবর্তীতে কী নামে রূপ লাভ করে?
চ দৈনিক বাংলা খ বাংলার বাণী
গ দৈনিক ইত্তেফাক ঘ দৈনিক সংবাদ
১৯. কোন পত্রিকায় শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়?
ক দৈনিক সংবাদ খ দৈনিক ইত্তেফাক
জ সাপ্তাহিক সোনার বাংলা ঘ সাপ্তাহিক ২০০০
২০. কত খ্রিষ্টাব্দে শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়?
ক ১৯৪৭ খ্রিষ্টাব্দে খ ১৯৪৮ খ্রিষ্টাব্দে
জ ১৯৪৯ খ্রিষ্টাব্দে ঘ ১৯৫০ খ্রিষ্টাব্দে
২১. নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?
ক রাত্রিশেষ ছ নিজ বাসভূমে
গ লোক-লোকান্তর ঘ কালের কলস
২২. শামসুর রাহমানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে?
ক ২০০৪ খ্রিস্টাব্দে খ ২০০৫ খ্রিস্টাব্দে
জ ২০০৬ খ্রিস্টাব্দে ঘ ২০০৭ খ্রিস্টাব্দে
২৩. কোনটি শামসুর রাহমান রচিত উপন্যাস নয়?
ক অদ্ভুত আঁধার এক খ অক্টোপাস
জ বন্দী শিবির থেকে ঘ এলো সে অবেলায়
২৪. কোন গ্রন্থটি শামসুর রাহমানের রচনা নয়?
ক নিজ বাসভূমি খ রৌদ্র করোটিতে
গ বন্দী শিবির থেকে
ঝ পায়ের আওয়াজ পাওয়া যায়
২৫. শামসুর রাহমান একুশে পদক পান কত খ্রিস্টাব্দে
ক ১৯৬৬ খ্রিস্টাব্দে ছ ১৯৭৭ খ্রিস্টাব্দে
গ ১৯৯১ খ্রিস্টাব্দে ঘ ১৯৯২ খ্রিস্টাব্দে
খ মূল পাঠ : (বোর্ড বই থেকে)
২৬. সর্বত্র তছনছ হচ্ছে কী?
ক শালবন খ হরিৎমাঠ জ কমলবন ঘ মধুবন
২৭. সারাদেশ কাদের অশুভ আস্তানা?
ক দালালের খ শোষকের গ পুলিশের ঝ ঘাতকের
২৮. কখন সালাম আবার ফিরে আসে?
ক বায়ান্নতে ছ ঊনসত্তরে গ ছেষট্টিতে ঘ একাত্তরে
২৯. শূন্যে ফ্ল্যাগ তুলে ধরে কে?
ক কামার খ কুমোর জ সালাম ঘ বরকত
৩০. ঘাতকের থাবার সামনে বুক পাতে কে?
ক তরুণ খ নব্য লেখক গ শিক্ষক ঝ বরকত
৩১. কার চোখ আজ আলোচিত ঢাকা?
ক রফিকের খ জব্বারের জ সালামের ঘ বরকতের
৩২. সালামের হাত থেকে কী ঝরে পড়ে?
ক অবিমিশ্র রক্ত খ ঝলকিত অস্ত্র
জ অবিনাশী বর্ণমালা ঘ অজস্র ফুল
৩৩. কার মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা?
চ সালামের খ রফিকের গ জব্বারের ঘ বরকতের
৩৪. কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে?
ক ঝুলন্ত গাছে খ গ্রামের বাঁকে
গ নদীর ধারে ঝ শহরের পথে
৩৫. কৃষ্ণচূড়া রং কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
চ একুশের চেতনা খ স্বাধীনতার চেতনা
গ ঊনসত্তরের গণঅভ্যুত্থান ঘ ছেষট্টির ছয় দফার চেতনা
৩৬. ঊনসত্তরের গণঅভ্যুত্থানে কীসের চেতনা কাজ করেছে?
ক লাহোর প্রস্তাবের চেতনা ছ একুশের চেতনা
গ স্বাধীনতার চেতনা ঘ স্বৈরাচার বিরোধী চেতনা
৩৭. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় মূলত কী ফুটে উঠেছে?
ক সহিংস চেতনা খ সন্ত্রাসী মনোভাব
জ দেশপ্রেমের চেতনা ঘ মানুষের প্রতি ভালোবাসা
৩৮. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কারণে সার্থক?
ক ভাষার জন্য খ রসের জন্য
গ বর্ণনার জন্য ঝ চেতনার জন্য
৩৯. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় প্রস্ফুটিত হয়েছে?
ক বাঙালির ভ্রাতৃত্ববোধ খ বাঙালির স্বদেশপ্রেম
জ সংঘবদ্ধ প্রতিবাদী আন্দোলন ঘ জীবনের তাৎপর্য
৪০. কবি শামসুর রাহমান ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় কোন বিষয়ে জোর দিয়েছেন?
ক ভাষা আন্দোলনের প্রতি খ দেশপ্রেমের প্রতি
গ দেশের প্রকৃতির প্রতি
ঝ স্বাধীনতাকামী মানুষের চেতনাবোধে
৪১. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় কোন শ্রেণিকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে?
ক রাজনৈতিক নেতা খ পুলিশ বাহিনী
জ আমজনতা ঘ কারখানার শ্রমিক
৪২. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় একুশের কৃষ্ণচূড়ার রংকে কবি কীসের রং হিসেবে উলেখ করেছেন?
ক বাঙালির প্রিয় রং ছ বাঙালির চেতনার রং
গ বাঙালির ঐতিহ্যের রং ঘ জাতীয় পতাকার রং
৪৩. “এ রঙের বিপরীত আছে অন্য রং” এখানে ‘অন্য রং’ দ্বারা কোন রংকে ইঙ্গিত করা হয়েছে?
ক লাল খ সাদা জ কালো ঘ হলুদ
৪৪. “সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা”Ñ এখানে ‘ঘাতক’ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে?
চ পাকিস্তানি শাসকগোষ্ঠীকে
খ বাঙালি সন্ত্রাসীদের
গ আন্দোলনকারী জনতাকে
ঘ নর-হত্যাকারী জলাদদের
৪৫. “বুঝি তাই উনিশশো ঊনসত্তরেও আবার সালাম নামে রাজপথে।”Ñ সালাম রাজপথে নেমে কী করে?
ক স্লোগান দেয় ছ পতাকা ওড়ায়
গ শহিদ হয় ঘ ভাষণ দেয়
৪৬. “বুক পাতে ঘাতকের থাবার মুখে”-কে?
ক তরুণ ছাত্র খ ফতুর কৃষক গ আসাদুজ্জামান ঝ বরকত
৪৭. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় “অবিনাশী বর্ণমালা”- বলতে কোন বর্ণমালাকে বোঝানো হয়েছে?
চ বাংলা বর্ণমালাকে
খ পৃথিবীর সকল বর্ণমালাকে
গ প্রাচীন বর্ণমালাকে ঘ উর্দু বর্ণমালাকে
৪৮. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় ‘হৃদয়ের হরিৎ উপত্যকা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক রাজপথকে ছ পূর্ব বাংলাকে
গ বধ্যভূমিকে ঘ হৃদয়ের উপত্যকাকে
৪৯. শহিদের ঝলকিত রক্তের বুদবুদ বলা হয়েছে কোন ফুলকে?
ক রক্তজবা ছ কৃষ্ণচূড়া গ পলাশ ঘ শিমুল
৫০. একুশের কৃষ্ণচূড়া কোনটির প্রতীক?
ক আমাদের সংগ্রামের খ আমাদের আকাক্সক্ষার
জ আমাদের চেতনার ঘ আমাদের বিজয়ের
৫১. ‘একুশের কৃষ্ণচূড়ার’ বিপরীত রং আমাদের মনে কী আনে?
ক প্রত্যয় খ সাহস গ পরাজয় ঝ সন্ত্রাস
৫২. একুশের কৃষ্ণচূড়ার বিপরীত রং আমাদের মনে কখন সন্ত্রাস আনে?
ক বছরে বছরে খ দিনে দিনে
গ দিনে রাতে ঝ সকাল-সন্ধ্যায়
৫৩. কোন রঙে পথ-ঘাট ছেয়ে গেছে?
ক একুশের কৃষ্ণচূড়ার রঙে ছ কৃষ্ণচূড়ার বিপরীত রঙে
গ পলাশ ফুলের রঙে ঘ পলাশের বিপরীত রঙে
৫৪. বহুলোক কোথায় ভূলুণ্ঠিত?
চ ঘাতকের আস্তানায় খ ঘাতকের দেশে
গ যুদ্ধক্ষেত্রে ঘ রাজপথে
৫৫. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় কোন কোন ভাষাশহিদদের কথা বলা হয়েছে?
চ সালাম, বরকত খ সালাম, জব্বার
গ বরকত, শফিউর ঘ জব্বার, শফিউর
৫৬. সালামের হাত থেকে অবিরত কী ঝরে পড়ে?
ক বিনাশী বর্ণমালা ছ অবিনাশী বর্ণমালা
গ নক্ষত্রমালা ঘ স্বরবর্ণমালা
৫৭. সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা কীসের মতো ঝরে পড়ে?
ক ঝরনার মতো খ গ্রহের মতো
জ নক্ষত্রের মতো ঘ চাঁদের মতো
৫৮. কোন কবিকে তাঁরই ইচ্ছানুসারে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়?
ক আবু জাফর আবদুলাহকে খ আহসান হাবীবকে
জ শামসুর রাহমানকে ঘ সৈয়দ শামসুল হককে
৫৯. কোনটি ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় ব্যবহৃত ইংরেজি শব্দ?
ক ফুল ছ ফ্ল্যাগ গ রং ঘ পথ
৬০. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতার কবি কোন ফুলকে শহিদের রক্তের সাথে তুলনা করেছেন?
ক গোলাপ খ জবা গ পলাশ ঝ কৃষ্ণচূড়া
৬১. ‘একুশের কৃষ্ণচূড়া’ কথাটি আমাদের কী স্মরণ করিয়ে দেয়?
ক একুশে এপ্রিলের কথা খ একুশে আগস্টের কথা
জ একুশে ফেব্র“য়ারির কথা ঘ একুশে জানুয়ারির কথা
৬২. কোন রং চোখে ভালো লাগে না?
ক যে রং পাকা নয় খ যে রং গাঢ় নয়
গ যে রং হালকা নয় ঝ যে রং সন্ত্রাস আনে
৬৩. “এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারাদেশ”Ñএখানে কোন রঙের কথা বলা হয়েছে?
ক কৃষ্ণচূড়ার রং ছ সন্ত্রাসের রং
গ ভালোবাসার রং ঘ সবকয়টি
৬৪. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় কবি কোন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন?
ক ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
গ তেভাগা আন্দোলন
ঝ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
গ শব্দার্থ ও টীকা : (বোর্ড বই থেকে)
৬৫. ‘কমল’ শব্দের অর্থ কী?
ক গোলাপ ছ পদ্ম গ কৃষ্ণচূড়া ঘ কলমিলতা
৬৬. ‘চোখ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক নেত্র খ আঁখি গ নয়ন ঝ কাজল
৬৭. ‘যার বিনাশ নেই’ তাকে এককথায় কী বলে?
ক বিনাশী ছ অবিনাশী গ বিনাশযোগ্য ঘ ধ্বংস
৬৮. নিচের কোনটি নক্ষত্রের সমার্থক শব্দ?
চ তারা খ চাঁদ গ গ্রহ ঘ ধূমকেতু
৬৯. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতাটি কবির কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
চ নিজ বাসভূমে খ রৌদ্র করোটিতে
গ বিধ্বস্ত নীলিমা ঘ নিরালোকে দিব্যরথ
৭০. ১৯৬৯-এর গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত কবিতা কোনটি?
ক শহিদ স্মরণে খ মাগো ওরা বলে
জ ফেব্র“য়ারি ১৯৬৯ ঘ স্বাধীনতা তুমি
৭১. ‘হরিৎ’ শব্দের অর্থ কী?
ক লাল বর্ণ খ নীল বর্ণ জ সবুজ বর্ণ ঘ হলুদ বর্ণ
৭২. নিচের কোনটি ভিন্নার্থক শব্দ?
ক বুদ্বুদ খ অলবিম্ব
গ পানির ভুড়ভুড়ি ঝ জল
ঘ পাঠ পরিচিতি : (বোর্ড বই থেকে)
৭৩. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতাটির মোট কয়টি চরণ?
ক ৯৬টি খ ৪৫টি জ ২৮টি ঘ ৩০টি
৭৪. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতাটির রচয়িতা কে?
চ শামসুর রাহমান খ আহসান হাবীব
গ সৈয়দ আলী আহসান ঘ নির্মলেন্দু গুণ
৭৫. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?
চ নিজ বাসভূমে খ বিধ্বস্ত নীলিমা
গ রৌদ্র করোটিতে ঘ বন্দী শিবির থেকে
৭৬. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতাটি কোন পটভূমিতে রচিত হয়েছে?
ক ১৯৫২-এর ভাষা আন্দোলন খ ১৯৫৬ -এর নির্বাচন
গ ১৯৬৬-এর ছয় দফা ঝ ১৯৬৯-এর গণজাগরণ
৭৭. “মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ”-চরণটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক মানুষের তৈরি বাগানের কারণে কমল বন নষ্ট হচ্ছে
ছ মূল্যবোধের অবক্ষয়
গ বাগান ধ্বংস হওয়া
ঘ বন ধ্বংস করে নগর সৃষ্টি করা
৭৮. “ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে”
Ñচরণটির পরের চরণ কোনটি?
চ হৃদয়ের হরিৎ উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ
খ দেখলাম রাজপথে, যে দেখলাম আমরা সবাই
গ সালামের মুখ আজ তরুণ শ্যামল পূূর্ব বাংলা
ঘ বুঝি তাই উনিশশো ঊনসত্তরেও
৭৯. শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর-
ক আনন্দের ছায়া খ কষ্টের ছায়ায়
জ দুঃখের ছায়ায় ঘ ভালোবাসার মায়ায়
৮০. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতাটির শেষ চরণ কোনটি?
ক এখানে এসেছি কেন? এখানে কী কাজ আমাদের?
খ বাহিরকে আমরা করেছি ঘর, ঘরকে বাহির
জ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়ায়
ঘ আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে
ঙ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর :
৮১. বীরের রক্তে দুখিনী মাতার অশ্র“জলে ফুল ফোটে
র. হৃদয়ের গতি উপত্যকায়
রর. হৃদয়ের হরিউপত্যকায়
ররর. বাস্তবের বিশাল চত্ত¡রে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
জ রর ও ররর ঘ র, রর ও ররর
৮২. আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ হয়। এ
‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় উলিখিত ভাষা শহিদ হলেন
র. সালাম রর. রফিক ররর. বরকত
নিচের কোনটি ঠিক?
ক র ও রর ছ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৩. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় নামের আড়ালে লুকিয়ে আছেÑ
র. বায়ান্নর ২১শে ফেব্র“য়ারির আন্দোলন
রর. একাত্তরের স্বাধীনতা আন্দোলন
ররর. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের জোয়ার
নিচের কোনটি ঠিক?
ক র ও রর ছ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৪. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় শামসুর রাহমানের অভিব্যক্তি-
র. একুশ আমাদের চেতনার নাম
রর. একুশের চেতনায় ঊনসত্তর আসে
ররর. একুশ ও ঊনসত্তর বাঙালির ঐক্যবদ্ধ সংগ্রামের ফল
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৮৫. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় লক্ষণীয় বিষয়-
র. আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ
রর. জীবনের তাৎপর্যের দার্শনিক উন্মোচন
ররর. আন্দোলন সংগ্রাম বাঙালির ঐতিহ্য
নিচের কোনটি ঠিক?
চ র ও রর খ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮৬. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতার আড়ালে প্রকাশ পায়-
র. ভাষা শহিদদের মহান আত্মত্যাগ
রর. আন্দোলনের সাধারণ মানুষের অবদান
ররর. বাঙালির স্বদেশপ্রেম
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৮৭. ঘাতকের আস্তানায় ভূলুণ্ঠিতদের মধ্যে কেউ কেউ
র. মৃত রর. অর্ধ-মৃত ররর. বিপ্লবী
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৮৮. “চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ।”-পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে
র. শাসকদের নির্মম অত্যাচার
রর. স্বৈরতান্ত্রিক মনোভাব
ররর. অমানবিক নিষ্ঠুরতা
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৮৯. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় ১৯৫২ সালের যেসব ভাষা শহিদদের নাম উলেখ রয়েছে তারা হলো
র. সালাম রর রফিক ররর বরকত
নিচের কোনটি ঠিক?
ক র ও রর ছ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯০. থরে থরে ফোটা কৃষ্ণচূড়া ফুল দেখে কবির মনে হয়েছে
র. এরা যেন শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ
রর. এরা শহিদের স্মৃতিগন্ধে ভরা
ররর. এরা আমাদের চেতনার রং
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৯১. ‘একুশের কৃষ্ণচূড়া’র বিপরীত রং সম্পর্কে বলা যায়’Ñ
র. এ রং কবির ভালো লাগে না
রর. এ রং আমাদের মনে সন্ত্রাস আনে
ররর. এ রং আমাদের সংগ্রামী করে
নিচের কোনটি ঠিক?
চ র ও রর খ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯২. বীরের রক্তে দুখিনী মাতার অশ্র“জলে ফুল ফোটে
র. হৃদয়ের গীত উপত্যকায়
রর. হৃদয়ের হরিৎ উপত্যকায়
ররর. বাস্তবের বিশাল চত্বরে
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর জ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৩. ‘মানবিক বাগান’ দ্বারা বোঝানো হয়েছে
র. মনুষ্যত্ব রর. মানবীয় জগৎ
ররর. ন্যায় ও মঙ্গলের জগৎ
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৯৪. ১৯৬৯ সালের আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন-
র. মতিউর রর. আসাদুজ্জামান
ররর. ড. শামসুজ্জোহা
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর গ রর ও ররর ঝ র, রর ও ররর
৯৫. কবির উলেখযোগ্য কাব্যগ্রন্থ হলোÑ
র. রৌদ্র করোটিতে রর. সিন্দু হিন্দোল
ররর. বন্দী শিবির থেকে
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর
জ র ও ররর ঘ র, রর ও ররর
৯৬. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় স্মৃতিচারণ করা হয়েছেÑ
র. ভাষা শহিদদের
রর. মুক্তিযোদ্ধাদের
ররর. শহিদ বুদ্ধিজীবীদের
নিচের কোনটি সঠিক?
চ র খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৭. শামসুর রাহমানের কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হলোÑ
র. নাগরিক জীবনের চিত্র
রর. একাকিত্ব
ররর. সামাজিক বন্ধন
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ র ও ররর ঝ র, রর ও ররর
৯৮. চেতনার রঙের বিপরীত রং হলোÑ
র. যে রং সংগ্রাম আনে
রর. যে রং লাগে না ভালো
ররর. যে রং সন্ত্রাস আনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
জ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৯. মানবিক বাগান বলতে বোঝায়Ñ
র. মানবীয় জগৎ
রর. মনুষ্যত্ব
ররর. ন্যায় ও মঙ্গলের জগৎ
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর
গ র ও ররর ঝ র, রর ও ররর
১০০. ১৯৬৯-এর আন্দোলনে শহিদ হনÑ
র. বরকত
রর. আসাদুজ্জামান
ররর. ড. শামসুজ্জোহা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
জ রর ও ররর ঘ র, রর ও ররর
১০১. ঘাতকের আস্তানায় সাধারণ মানুষের অবস্থা ছিলÑ
র. কেউ মরা
রর. আধমরা কেউ
ররর. কেউ বা ভীষণ জেদি
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও ররর
গ রর ও ররর ঝ র, রর ও ররর
১০২. কবি শাসসুর রাহমান যেসব পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন
র. আদমজী পুরস্কার
রর. পুলিৎজার পুরস্কার
ররর. স্বাধীনতা পুরস্কার
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ র ও ররর ঝ র, রর ও ররর
চ অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নোত্তর :
উদ্দীপকটি পড় এবং ১০৩-১০৪ নং প্রশ্নের উত্তর দাও:
বিষ্ণুপদ নিমসার হাইস্কুলে পড়ে। স্কুলে আজ হোলি খেলায় সবাই মেতেছে। লাল রং তার মনে স্বাধীনতা যুদ্ধের কথা মনে পড়ে গেল।
১০৩. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতার কৃষ্ণচূড়ার সাথে কোন অর্থে উদ্দীপকের মিল রয়েছে?
চ হোলি খেলার লাল রং খ হোলি খেলার রং
গ স্বাধীনতার রং ঘ রক্তবর্ণ স্বাধীনতা
১০৪. বিষ্ণুপদের মনে স্বাধীনতার চেতনা যেমন, তেমনি ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায়Ñ
র. একুশের চেতনা রর. স্বাধীনতার রং
ররর. রক্তবর্ণ স্বাধীনতা
নিচের কোনটি ঠিক?
ক র ও রর ছ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
উদ্দীপকটি পড় এবং ১০৫-১০৬ নং প্রশ্নের উত্তর দাও:
সুমন্তদের স্কুলে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। সমস্ত শরীরে বর্ণমালা খোদাই করা।
১০৫. উদ্দীপকের ভাস্কর্যটি ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে?
ক বরকত ছ সালাম গ রফিক ঘ শফিউর
১০৬. কবিতায় বর্ণিত ঐ ব্যক্তি সম্পর্কে বলা যায়
র. তিনি একজন ভাষা শহিদ
রর. তার চোখে আজ আলোকিত ঢাকা
ররর. তিনি আবার রাজপথে নেমে এসেছেন
নিচের কোনটি ঠিক
ক র ও রর খ র ও রর গ রর. ও ররর ঝ র, রর ও ররর
উদ্দীপকটি পড় এবং ১০৭-১০৮ নং প্রশ্নের উত্তর দাও:
কবিতা ভাষা শহিদ সালামের পৈতৃক বাড়ি বেড়াতে গিয়েছিল।
১০৭. উদ্দীপকে বর্ণিত ভাষা শহিদ ছাড়া ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় আর কয়জন ভাষা শহিদের উলেখ আছে?
চ একজন খ দুইজন গ তিনজন ঘ চারজন
১০৮. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতার আলোকে ওই ভাষা শহিদ সম্পর্কে বলা যায়
র. তিনি ভাষা শহিদ রফিক রর. তিনি ভাষা শহিদ বরকত
ররর. তিনি ঘাতকের থাবার সম্মুখে বুক পাতেন
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর জ রর. ও ররর ঘ র, রর ও ররর
উদ্দীপকটি পড় এবং ১০৯-১১০ নং প্রশ্নের উত্তর দাও।
শিমুল স¤প্রতি ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থের একটি কবিতা
পাঠ করেছে। কবিতাটিতে ১৯৫২ ও ১৯৬৯ সালের আন্দোলনের কথা ব্যক্ত হয়েছে।
১০৯. উদ্দীপকে বর্ণিত কবিতাটির রচয়িতা কে?
ক আহসান হাবীব খ দিলওয়ার
গ শহীদ কাদরী ঝ শামসুর রাহমান
১১০. উক্ত কবিতাটি-
র. শ্রেণিচেতনার কবিতা রর. দেশপ্রেমের কবিতা
ররর. গণজাগরণের কবিতা
নিচের কোনটি ঠিক?
ক র ও রর খ র ও রর জ রর ও ররর ঘ র, রর ও ররর
উদ্দীপকটি পড় এবং ১১১-১১২ নং প্রশ্নের উত্তর দাও :
বাঙালি চেতনার বীজ অঙ্কুরিত হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। বাঙালির স্বাধিকার অর্জনের পরবর্তী সকল আন্দোলন এর থেকে প্রেরণা পেয়েছে।
১১১. উদ্দীপকে বর্ণিত ভাষা আন্দোলন ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণিত কোন আন্দোলনকে প্রেরণা জুগিয়েছিল
ক ছাত্র আন্দোলন খ ছয় দফা আন্দোলন
গ ফকির আন্দোলন ঝ গণঅভ্যুত্থান
১১২. কবিতায় বর্ণিত ওই আন্দোলন সম্পর্কে বলা যায়
র. এ আন্দোলন হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে
রর. এ আন্দোলনে শহিদ হন আসাদুজ্জামান, মতিউর, ডা. শামসুজ্জোহা
ররর. এ আন্দোলনে শহিদ হন আসাদুজ্জামান, সালাম, শফিউর
নিচের কোনটি ঠিক?
চ র ও রর খ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর
উদ্দীপকটি পড় এবং ১১৩-১১৪ নং প্রশ্নের উত্তর দাও:
নিশাত গতকাল উইকিপিডিয়ায় একজন কবির জীবনী পড়ল। ওই কবির পৈতৃক নিবাস পাড়াতলী গ্রাম। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের নাম ‘রৌদ্র করোটিতে’।
১১৩. উদ্দীপকটি নিচের কোন কবিকে নির্দেশ করে?
চ শামসুর রাহমান খ শহিদ কাদরী
গ আল মাহমুদ ঘ দিলওয়ার