করোনাকালীন সময়ে ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট। তোমাদের নিশ্চয় একথা শুনে মজা পাচ্ছ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তোমাদের সেই ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে গত মঙ্গলবার ২০/১০/২১ তারিখে। আমরা আজ তোমাদের ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২১ সপ্তাহ প্রকাশ করবো। তোমরা সম্পূর্ণ পোস্টটি পড় এবংনমুনা উত্তর অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি লিখো।
করোনাকালীন সময়ে তোমাদের বিদ্যালয় বন্ধ থাকলেও তোমরা নিশ্চয় তোমাদের বাসায় গণিত বই পড়েছো। তোমরা যারা গণিত বইয়ের সাথে সম্পর্ক রেখেছিলে তাদের জন্য আজকের একুশ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি সহজ হবে।
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের ৬ষ্ঠ শ্রেণির গণিত বই পড় এবং গণিত প্র্যকটিজ করো। তাহলে তোমরা ৭ম শ্রেণিতে গণিত ভালো করবে। তোমরা অনেকেই ফাকি দিয়ে গণিত বিষয়টা ৬ষ্ঠ শ্রেণিতে পড়নি। তাগের জন্য পরবর্তি ক্লাসে গণিত বিষয়টি কঠিন মনে হবে।
৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত ২১তম সপ্তাহ
গণিত একটি মজাদার বিষয়। যাদের কাছে গণিত কঠিন বিষয় মনে হয়। তাদের গণিত বিষয়টি বেশি করে অধ্যায়ন করতে হবে। তাহলে তোমরা গণিত বিষয়টির দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে।
শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইটি ভালো করে লক্ষ করলে দেখতে পাবে সেখানে ৩য় অধ্যায়ে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এই অধ্যায়টি ভালো করে অধ্যায়ন করবে। তাহলে আজকের এসাইনমেন্টটি তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।
২১ সপ্তাহ ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১ প্রশ্ন
শ্রেণিঃ ষষ্ঠ/৬ষ্ঠ
বিষয়ঃ গণিত
অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ৫
অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজঃ
সাতটি পূর্ণসংখ্যা 5, 1, -3, -2, 0, 6, 9
(খ) অঋণাত্নক সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন কর।
(গ) সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখ।
(ঘ) সংখ্যারেখায় স্থাপন করে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় কর
৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২১ সপ্তাহ ২০২১
অ্যাসাইনমেন্ট শিরোনামঃ পূর্ণ সংখ্যা
’ক’ প্রশ্নের উত্তর
উপরের সংখ্যাগুলোর মধ্যে ঋণাত্বক সংখ্যা হলোঃ -3, -2
উপরের সংখ্যাগুলোর মধ্যে অঋণাত্বক সংখ্যা হলোঃ 0, 1, 5, 6, 9
’খ’ প্রশ্নের উত্তর
অঋণাত্বক সংখ্যাগুলো হলোঃ 0, 1, 5, 6, 9
অঋণাত্বক সংখ্যাগুলোাকে সংখ্যারেখায় স্থাপন করা হলো
‘গ’ প্রশ্নের উত্তর
5, 1, -3, -2, 0, 6, 9 সংখ্যাগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, -3, -2, 0, 1, 5, 6, 9
’ঘ’ প্রশ্নের উত্তর
সংখ্যরেখায় স্থাপন করে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা হলো।
সংখ্যা গুলো হলোঃ -3, -2, 0, 1, 5, 6, 9
প্রথমে একটি সংখ্যারেখা আঁকায়। সংখ্যারেখার ০ বিন্দু থেকে ২ ঘর বামদিকে গিয়ে -২ বিন্দুতে পৌছায়। -২ বিন্দু থেকে ৩ ঘর বাম দিকে গিয়ে -৫ বিন্দুতে পৌছায়। -৫ বিন্দু থেকে ১ ঘর ডানে গিয়ে -৪ বিন্দুতে পৌছায়। অতপর -৪ বিন্দু থেকে ৫ ঘর ডানে গিয়ে ১ বিন্দুতে পৌছায়। ১ বিন্দু থেকে ৬ ঘর ডানে গিয়ে ৭ বিন্দুতে পৌছায়। ৭ বিন্দু থেকে ৯ ঘর ডানে অতিক্রম করে ১৬ বিন্দুতে পৌছায়।
অতএব, উপরোক্ত সংখ্যারেখাটিতে যোগফল হবে,
(-3)+(-2)+0+1+5+6+9
= -3-2+0+1+5+6+9
= -5+21
= 16
অর্থাৎ ০ থেকে ডানদিকে 16 এর ঘরটি যোগফল নির্দেশ করে।
আরো পড়ুনঃ
- ২১ সপ্তাহের ৬ষ্ঠ শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর
- ২১ সপ্তাহের ৭ম শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর
- ২১ সপ্তাহের ৮ম শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর
- ২১ সপ্তাহের ৭ম শেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর
- ২১ সপ্তাহের ৮ম শেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর
৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
২১ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি ২০২১
তোামদের সকলকে ধন্যবাদ আজকের পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। আশা করি তোমাদের এই পোস্টটি থেকে উপকার হয়েছে। আমরা তোমাদের ভবিষৎ এ উপকার করার ও চেষ্টা করবো তাই আমাদের সাথেই থাকো।
so good