আজকের ৮ম শ্রেণীর ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১ পোস্টে সকলকে স্বাগতম। তোমরা জানো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত সেপেম্বর মাসের ২৮ তারিখ মঙ্গলবার তোমাদের ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করেছে। সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে তোমাদের এই সপ্তাহে রয়েছে গণিত অ্যাসাইনমেন্ট।
১৮ সপ্তাহের ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত
আজ তোমাদের আমরা প্রশ্ন সহ উত্তর দিবো। তোমরা প্রথমে অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্নটি দেখবে তারপর নমুনা উত্তরটি দেখবে ও মুখুস্ত করবে। পরে নিজে নিজে সমাধান করবে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায়।
১৮ সপ্তাহের ৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২১
- ৮.১- চতুর্ভুজ
- ৮.২- চতুর্ভুজের প্রকারভেদ
- ৮.৩-চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
- ৮.৪- চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল
- ৮.৫- ঘনবস্তু
- ৮.৬- চতুর্ভুজ অঙ্কন
- ক. বর্গ
- খ. রম্বস কিন্তু বর্গ নয়।
- গ. আয়ত কিন্তু বর্গ নয়।
- ঘ, সামান্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়।
- ঙ. ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়।
৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন পিডিএফ ডাউনলোড
নমুনা উত্তরে আমরা তোমাদের যে বৈশিষ্ট্যগুলো লিখে দিবো তোমরা ইচ্ছা করলে সেগুলো বাদে তোমাদের ইচ্ছা মত বৈশিষ্ট্য লিথতে পারো।
৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ১৮ সপ্তাহ
’ক’ প্রশ্নের উত্তর
বর্গঃ যেহেতু চতুর্ভজের চারটি বাহুর সমষ্টি 20 সে.মি সেহেতু এর পরিসীমা 20 সে.মি। আমরা জানি, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহ সমান এবং প্রতোকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে।
সুতরাং বর্গের একটি বাহুর = 20 ÷ 4= 5 সে.মি
বর্গের ২টি বৈশিষ্ট্যঃ
- বর্গের চারটি বাহু সমান।
- বর্গের চারটি কোন সমকোণ।
’খ’ প্রশ্নের উত্তর
রম্বসঃ যেহেতু চতুর্ভজের চারটি বাহর সমষ্টি 20 সে.মি সেহেতু এর পরিসীমা 20 সে.মি। আমরা জানি, যে চতুর্ভুজের প্রতোকটি বাহু সমান এবং প্রতোকটি কোণ সমকোণ নয় তাকে রম্বস বলে।
সুতরাং রম্বসের একটি বাহুর = 20 ÷ 4= 5 সে.মি
রম্বসের ২টি বৈশিষ্ট্যঃ
- রম্বসের চারটি বাহু সমান।
- রম্বসের চারটি কোন সমকোণ নয়।
‘গ’ প্রশ্নের উত্তর
আয়তঃ আমরা জানি, যে চতুভূজের বিপরীত বাহদ্বয় পরম্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। যেহেতু চতুর্ভুজের চারটি বাহুর সমষ্টি 20 সে.মি এবং কোনো বাহুই 3 সে.মি এর কম নয় তাই ধরা যায় আয়তের পরিসীমা 20 সে.মি এবং এর প্রস্থ 3 সে.মি।
এখন আয়তের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 20
বা, দৈর্ঘ্য + প্রস্থ = 20 ÷2
বা, দৈর্ঘ্য + 3 = 10
বা, দৈর্ঘ্য = 10-3
∴ দৈর্ঘ্য = 7
আয়তের ২টি বৈশিষ্ট্যঃ
- আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- আয়তেরন কোনগুলো সমকোণ।
’ঘ’ প্রশ্নের উত্তর
সামান্তরিকঃ আমরা জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহদ্বয় পরম্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ নয় তাকে সামন্তরিক বলে। যেহেতু চতুর্ভুজের চারটি বাহর সমষ্টি 20 সে.মি এবং কোনো বাহুই 3 সে.মি এর কম নয় তাই ধরা যায় সামন্তরিকের পরিসীমা 20 সে.মি এবং এর প্রস্থ 3 সে.মি।
এখন সামান্তরিকের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 20
বা, দৈর্ঘ্য + প্রস্থ = 20 ÷2
বা, দৈর্ঘ্য + 3 = 10
বা, দৈর্ঘ্য = 10-3
∴ দৈর্ঘ্য = 7
সামান্তরিকের ২টি বৈশিষ্ট্যঃ
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কোনগুলো সমকোণ নয়।
ট্রাপিজিয়ামের ২টি বৈশিষ্ট্যঃ
- ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল।
- ট্রাপিজিয়ামের সন্নিহিত কোনদ্বয়ের সমষ্টি 180٥
আরো পড়ুনঃ
- ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২১তম সপ্তাহ
- ৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮ সপ্তাহ অ্যসাইনমেন্ট
- ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট উত্তর
- ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
আজকের ১৮তম সপ্তাহের গণিত ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্টটি করতে তোমাদের মজা লাগবে বলে আমরা মনে করি। তোমাদের সুবিধার্তে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমাদের উত্তরগুলো অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। গণিত ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি আমরা নিখুত করার চেষ্টা করেছি তারপরও যদি কোনো ভূল হয়ে থাকে এবং তোমরা ধরতে পারো তবে কমেন্ট করে আমাদের জানাবে। ভালো হলেও কমেন্ট করে জানাও।
১৯ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের জন্য আমাদের ফেজবুক পেজটি লাইক দিয়ে রাখো। এবং নিচের এসাইনমেন্ট গ্রুপে জয়েন হয়ে থাকো।
৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১
সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
Wow! Good
ন্্াবর।
রবববববরর
্বববববর্
।ুডটিসাবব