৮ম শ্রেণীর ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১ class 8 math 18 week

আজকের ৮ম শ্রেণীর ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১ পোস্টে সকলকে স্বাগতম। তোমরা জানো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত সেপেম্বর মাসের ২৮ তারিখ মঙ্গলবার তোমাদের ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করেছে। সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে তোমাদের এই সপ্তাহে রয়েছে গণিত অ্যাসাইনমেন্ট।

করোনকালীন সময়ে তোমরা বিদ্যালয়ে যেতে পারছোনা। কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে। এটা তোমাদের ভালোর জন্যই দেওয়া হয়েছে। তোমরা যদি অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে করো তাহলে তোমাদের অনেক কিছু পড়া হয়ে যাবে।
তোমরা যারা বাসায় গণিত বইটি ভালো করে পড়েছো তাদের জন্য আজকের অ্যাসাইনমেন্টটি সমাধান করা সহজ হবে। তোমাদের সবাক কাছে নিশ্চয় ৭ম শ্রেণির গণিত বই আছে। আবার অনেকের কাছে ৭ম শ্রেণির গণিত গাইড ও আছে।

১৮ সপ্তাহের ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত

যে সকল শিক্ষার্থীর বাসায় গ্রহশিক্ষক রয়েছে তাদের হয়তো গণিত বইয়ের জ্যামিতি অংশ ভালে করে চর্চা করা হয়ে গেছে। জ্যামিতি অংশের একটি অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়টি চতুর্ভুজ সম্পর্কে। তাই তোমাদের যাদের চতুর্ভুজ সম্পর্কে ভালো ধারণা রয়েছে তারা আজ অনেক সহজে বুঝতে পারবে ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির গণিত নমুনা উত্তরটি।

আজ তোমাদের আমরা প্রশ্ন সহ উত্তর দিবো। তোমরা প্রথমে অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্নটি দেখবে তারপর নমুনা উত্তরটি দেখবে ও মুখুস্ত করবে। পরে নিজে নিজে সমাধান করবে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায়।

শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন না দেখে দেখে দেখে উত্তর লেখা শুরু করে দাও। কাজটি মোটেও ভালো নয়। আমার নিজের কিছু স্টুডেন্ট ও এই কাজটি করে। তাদের আমি সব সময় বলি তোমরা প্রশ্ন না দেখে উত্তর লিখলে তোমাদের কি কোনো উপকার হবে? আসলে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য হলো করোনাকালীন সময়ে তোমদের যেন বইয়ের সাথে সম্পর্ক থাকে এই জন্য। এই বই থেকে কিছু শিখতে পারো। কিন্তু তোমরা যদি প্রশ্ন না দেখে উত্তরগুলো কপি করো তাহলে কোনো উদ্দেশ্যই সফল হবেনা।
আমরা আশা করবো এখন থেকে তোমরা প্রশ্ন দেখে উত্তর লিখবে। শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আমরা আগে ৮ম শ্রেণির ১৮ সপ্তাহের গণিত প্রশ্নগুলো দেখে নিই।

১৮ সপ্তাহের ৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২১

শ্রেণিঃ অষ্টম/৮ম
বিষয়ঃ গণিত
অধ্যায়ঃ অষ্টম ( চতুর্ভুজ)
অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ৪
অ্যাসাইনমেন্ট বিষয়বস্তুঃ 
  • ৮.১- চতুর্ভুজ
  • ৮.২- চতুর্ভুজের প্রকারভেদ
  • ৮.৩-চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
  • ৮.৪- চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল
  • ৮.৫- ঘনবস্তু
  • ৮.৬- চতুর্ভুজ অঙ্কন
নির্ধারিত কাজঃ
একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যর সমষ্টি 20 সেমি এবং কোনাে বাহুই 3 সেমি এর কম নয়। নিচের চতুর্ভূজগুলাের আনুপাতিক চিত্র অঙ্কন কর এবং২টি করে বৈশিষ্ট্য লিখঃ
  • ক. বর্গ
  • খ. রম্বস কিন্তু বর্গ নয়।
  • গ. আয়ত কিন্তু বর্গ নয়।
  • ঘ, সামান্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়।
  • ঙ. ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়।
অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ 
গণিত পাঠ্যবইয়ের ৮ম অধ্যায়ে আলােচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে সমস্যা সমাধান করবে।
মূল্যায়ন রুব্রিক্সঃ
ক, ১, চিত্র অঙ্কন
২. বৈশিষ্ট্য নিরূপন
খ, ১. চিত্র অঙ্কন
২. বৈশিষ্ট্য নিরূপন
গ. ১. চিত্র অঙ্কন
২. বৈশিষ্ট্য নিরূপন
ঘ, ১. চিত্র অঙ্কন
২. বৈশিষ্ট্য নিরূপন
ঙ. ১. চিত্র অঙ্কন
২. বৈশিষ্ট্য নিরূপন

৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন পিডিএফ ডাউনলোড

শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে নিশ্চয় ১৮ সপ্তাহের পিডিএফ ফাইলটি আছে।  কারো কাছে যদি না থেকে থাকে তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলি কালেকশনে থাকা জরুরী। তোমরা সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলি ডাউনলোড করে রাখাবে। 
গণিত ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির প্রশ্নগুলো তোমরা নিশ্চয় পড়েছো। প্রশ্ন দেখে তোমর বুঝতে পেরেছো আজ তোমাদের চতুর্ভুজ সম্পর্কে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম তোমাদের ৫ম শ্রেণি থেকে পড়ানো হয়েছে। তাই এগুলো সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। আমরা তোমাদের সেইগুলোই মনে করিয়ে দিতে চাই। 

নমুনা উত্তরে আমরা তোমাদের যে বৈশিষ্ট্যগুলো লিখে দিবো তোমরা ইচ্ছা করলে সেগুলো বাদে তোমাদের ইচ্ছা মত বৈশিষ্ট্য লিথতে পারো।

শিক্ষার্থী বন্ধুরা তোমরা অধির আগ্রহে দেখছো কোথায় অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর দেওয়া আছে। চলো তাহলে সেই কাঙ্খিত ১৮ সপ্তাহের অষ্টম শ্রেণির গণিত এসাইনমেন্টটির নমুনা সমাধান আমরা দেখে নিই।

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ১৮ সপ্তাহ

এসাইনমেন্ট শুরু

’ক’ প্রশ্নের উত্তর

বর্গঃ যেহেতু চতুর্ভজের চারটি বাহুর সমষ্টি 20 সে.মি সেহেতু এর পরিসীমা 20 সে.মি। আমরা জানি, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহ সমান এবং প্রতোকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে।

সুতরাং বর্গের একটি বাহুর = 20 ÷ 4= 5 সে.মি

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত বর্গ

বর্গের ২টি বৈশিষ্ট্যঃ 

  • বর্গের চারটি বাহু সমান।
  • বর্গের চারটি কোন সমকোণ।

’খ’ প্রশ্নের উত্তর

রম্বসঃ যেহেতু চতুর্ভজের চারটি বাহর সমষ্টি 20 সে.মি সেহেতু এর পরিসীমা 20 সে.মি। আমরা জানি, যে চতুর্ভুজের প্রতোকটি বাহু সমান এবং প্রতোকটি কোণ সমকোণ নয় তাকে রম্বস বলে।

সুতরাং রম্বসের একটি বাহুর = 20 ÷ 4= 5 সে.মি

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত রম্বস

রম্বসের ২টি বৈশিষ্ট্যঃ 

  • রম্বসের চারটি বাহু সমান।
  • রম্বসের চারটি কোন সমকোণ নয়।

‘গ’ প্রশ্নের উত্তর

আয়তঃ আমরা জানি, যে চতুভূজের বিপরীত বাহদ্বয় পরম্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। যেহেতু চতুর্ভুজের চারটি বাহুর সমষ্টি 20 সে.মি এবং কোনো বাহুই 3 সে.মি এর কম নয় তাই ধরা যায় আয়তের পরিসীমা 20 সে.মি এবং এর প্রস্থ 3 সে.মি।

এখন আয়তের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 20

        বা, দৈর্ঘ্য + প্রস্থ = 20 ÷2

        বা, দৈর্ঘ্য + 3 = 10

        বা, দৈর্ঘ্য = 10-3

        ∴ দৈর্ঘ্য = 7

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত আয়ত


আয়তের ২টি বৈশিষ্ট্যঃ 

  • আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
  • আয়তেরন কোনগুলো সমকোণ।

’ঘ’ প্রশ্নের উত্তর

সামান্তরিকঃ আমরা জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহদ্বয় পরম্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ নয় তাকে সামন্তরিক বলে। যেহেতু চতুর্ভুজের চারটি বাহর সমষ্টি 20 সে.মি এবং কোনো বাহুই 3 সে.মি এর কম নয় তাই ধরা যায় সামন্তরিকের পরিসীমা 20 সে.মি এবং এর প্রস্থ 3 সে.মি।

এখন সামান্তরিকের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 20

        বা, দৈর্ঘ্য + প্রস্থ = 20 ÷2

        বা, দৈর্ঘ্য + 3 = 10

        বা, দৈর্ঘ্য = 10-3

        ∴ দৈর্ঘ্য = 7

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সামান্তরিক

সামান্তরিকের ২টি বৈশিষ্ট্যঃ 

  • সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
  • সামান্তরিকের কোনগুলো সমকোণ নয়।
’ঙ’ প্রশ্নের উত্তর
ট্রাপিজিয়ামঃ আমরা জানি, যে চতুর্ভুজের দুটি বাহ পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে। এক্ষেত্রে ট্রাপিজিয়ামের কোন বাহর দৈর্ঘ্ই সমান হবে না। যেহেতু চতুর্ভজের চারটি বাহ্‌র সমষ্টি 20 সে.মি এবং কোনো বাহুই 3 সে.মি এর কম নয় তাই ধরা যায় ট্রাপিজিয়ামের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সে.মি, 4 সে.মি এবং 5 সে.মি।
∴ ট্রাপিজিয়ামের ৪র্থ বাহুর দৈর্ঘ্য = 20-(3+4+5)
        = 20 – 12
        = 8 সেমি

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত ট্রাপিজিয়াম

ট্রাপিজিয়ামের ২টি বৈশিষ্ট্যঃ 

  • ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল।
  • ট্রাপিজিয়ামের সন্নিহিত কোনদ্বয়ের সমষ্টি 180٥

এসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

আজকের ১৮তম সপ্তাহের গণিত ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্টটি করতে তোমাদের মজা লাগবে বলে আমরা মনে করি। তোমাদের সুবিধার্তে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমাদের উত্তরগুলো অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। গণিত ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি আমরা নিখুত করার চেষ্টা করেছি তারপরও যদি কোনো ভূল হয়ে থাকে এবং তোমরা ধরতে পারো তবে কমেন্ট করে আমাদের জানাবে। ভালো হলেও কমেন্ট করে জানাও। 

১৯ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের জন্য আমাদের ফেজবুক পেজটি লাইক দিয়ে রাখো। এবং নিচের এসাইনমেন্ট গ্রুপে জয়েন হয়ে থাকো।

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১

সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর।


আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। অন্য এসাইনমেন্টের জন্য আমাদের সাথেই থাকুন।

This Post Has 2 Comments

  1. Unknown

    ন্্াবর।

    রবববববরর
    ্বববববর্

    ।ুডটিসাবব

Leave a Reply