১৮ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
আশা করছি এই ১৮ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি তোমাদের অনেক কাজে লাগবে। আমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো মানসম্মত। তোমাদের অনেকেই কমেন্ট করে জানাও যে তোমরা অনেক উপকৃত হয়েছো।
গণিত অ্যাসাইনমেন্টগুলো তোমাদের লিখতে অনেক ভালো লাগে কারণ গণিত এসাইনমেন্ট লিখতে অনেক লেখার প্রয়োজন হয় না। খুব অল্প লেখাতেই অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ করা যায়। আমরা চেষ্টা করবো তোমাদের অ্যাসাইনমেন্টগুলোতে কম লেখার জন্য।
তোমরা করোনাকালীন সময়ে কি গণিত করেছো। অনেকে বিদ্যালয় বন্ধ থাকলেও নিজে বাড়িতে সব পড়েছো। অনেকে বাসায় গ্রহশিক্ষক নিয়ে পড়ালেখা চলমান রেখেছো। তাই আমাদের ধারণা তোমাদের গণিতের অনেক কিছু পড়া হয়েছে। অনুপাত ও শতকরা তোমাদের ৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এই অনুপাত ও শতকরা অধ্যায়টি একটু কঠিন আছে। তাই তোমাদের এই অধ্যায়টি বেশি করে চর্চা করতে হবে।
আজ আমরা তোমাদের শতকরা ও অনুপাত অধ্যায়টির অ্যাসাইনমেন্ট প্রশ্নটি সমাধান করে দেখাবো। অ্যাসাইনমেন্ট উত্তরটি আমরা সংক্ষেপ করার চেষ্টা করবো। প্রথমে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই।
৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ১৮তম সপ্তাহের গনিত প্রশ্ন
শ্রেণিঃ ৬ষ্ঠ/ষষ্ঠ
বিষয়ঃ গণিত
অধ্যায়ঃ দ্বিতীয় (
অনুপাত-শতকরা)
অ্যাসাইনমেন্ট বিষয়বস্তুঃ
- ২১ অনুপাত
- ২.২ বিভিন্ন অনুপাত
- ২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক
- ২.৪ এঁকিক নিয়ম
অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজঃ
আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছুসংখ্যক ইট তৈরির জন্য ২৫০জন শ্রমিককে ৩০ দিনের জন্য নিয়োজিত করলেন। জরুরী প্রয়োজনে কাজটি ১২ দিনে শেষ করার তাগিদ দিলেন। তার ইট তেরিতে ৭০ কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত ৫৪২।
(ক) মাটি ও বালির পরিমাণ নির্ণয় কর ।
(খ) কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি ২৪৫ হবে।
(গ) অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় কর।
অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করতে হবে।
মূল্যায়ন রুব্রিক্সঃ
- ক.অনুপাতের ব্যবহার
- খ. মিশ্রনের আনুপাতিক তুলনাকরণ
- গ.এঁকিক নিয়মের প্রয়োগ
 |
৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ১৮তম সপ্তাহের গনিত প্রশ্ন |
আজকের প্রশ্নটি তোমাদের গণিত বইয়ের অনুপাত ও শতকরা অধ্যায় থেকে করা হয়েছে। এই অধ্যায়ের প্রশ্নগুলো পাটিগণিতের হওয়ায় একটু কঠিন হয়। তবে তোমাদের ১৮ সপ্তাহের গণিত প্রশ্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে তা অনেক সহজ। এবং অনেক ছোট হবে। চলো তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই।
উত্তর লেখার আগে তোমরা প্রশ্নগুলো পড়ে নাও। তোমাদের অনেকেই প্রশ্ন না পড়ে উত্তর লেখা শুরু করো যা মোটেও ঠিক নয়।
৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গনিত ২০২১ ১৮তম সপ্তাহ সমাধান
এসাইনমেন্টটির নমুনা উত্তরটি নিচে দেওয়া হলো। তোমরা উত্তরটি মনোযোগ সহকারে করবে।
এসাইনমেন্ট শুরু
’ক’ নং প্রশ্নের উত্তর
দেওয়া আছে,
ইট তৈরিতে মাটি ও বালির মিশ্রণ = ৭০ কেজি।
মাটি ও বালির পরিমাণের অনুপাত = ৫ঃ২
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫+২ = ৭
মিশ্রণে মাটির পরিমাণ = ৭০ এর ৫/৭
৩৫০
= ——-
৭
= ৫০ কেজি
বালির পরিমাণ = ৭০ এর ২/৭
১৪০
= ——-
৭
= ২০ কেজি
∴ নির্ণেয় উত্তরঃ মাটি ৫০ কেজি এবং বালি ২০ কেজি
খ নং প্রশ্নের উত্তর
‘ক’ থেকে পাই ইটের মিশ্রণে মাটি ৫০ কেজি এবং বালি ২০ কেজি
মনে করি,
উক্ত মিশ্রণে x পারিমাণ বালি যোগ করা হলো
∴ মাটি ও বালির নতুন অনুপাত হবে = ২ঃ৫
তাহলে মিশ্রণে,
মাটির পরিমাণ ঃ বালির পরিমাণ = ২ঃ৫
বা, ৫০ ঃ (২০+x) = ২ঃ৫
৫০ ২
বা, ——- = —–
(২০+x) ৫
বা, ২(২০+x) = ৫০×৫
বা, ২০+x = ২৫০÷২
বা, ২০+x = ১২৫
বা, x = ১২৫ – ২০
∴ x = ১০৫
নির্ণেয় উত্তরঃ মিশ্রণে ১০৫ কেজি অতিরিক্ত বালি যোগ করতে হবে।
’গ’ প্রশ্নের উত্তর
৩০ দিনে ইটভাটার কাজ সম্পন্ন করতে শ্রমিক লাগে ২৫০ জন
∴ ১ ” ” ” ” ” ” ” ২৫০×৩০
২৫০×৩০
∴ ১২ ” ” ” ” ” ” ” ———-
১২
= ৬২৫ জন
বর্তমান শ্রমিক সংখ্যা = ২৫০ জন
অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন = (৬২৫-২৫০) জন
= ৩৭৫ জন
∴ নির্ণেয় উত্তর = ৩৭৫ জন।
আরো পড়ুনঃ
প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের উত্তরটা নিশ্চয় লিখেছো। তোমাদের জন্য আমরা ১৮ সপ্তাহের শারীরিক শিক্ষা উত্তরটিও লিখে দিবো। তোমাদের গণিত অ্যাসাইনমেন্টটি আলাদা করে লেখার যেহেতু সুযোগ নাই তাই তোমরা হুবুহু কপি করতে পারো। গণিত অ্যাসাইনমেন্টটি লেখার সময় তোমরা তোমাদের খাতাটি সুন্দর করে সাজাতে পারো।
ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১
বি.দ্রঃ আজকের ১৮ সপ্তাহের এসাইনমেন্ট গণিত লেখার জন্য তোমাদের নিজেদের চেষ্টা করা উচিত। নিজে নিজে না পারলে তখন নমুনা উত্তরটি দেখে নিতে পারো। কিন্তু তোমরা উত্তরটি লেখার সময় সমস্যাগুলো নিজেরাই সমাধান করো।
সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর।