মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের আজকের পোস্টে স্বাগতম। তোমাদের জন্য আজ নিয়ে এলাম ১৪ সপ্তাহের ৯ম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১। এখানে তোমরা নির্ভূল ও মানসম্মত কৃষি শিক্ষা চতুর্দশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নমুনা উত্তর পেয়ে যাবে।
করোনাকালীন সময়ে তোমাদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান আছে সেই কার্যক্রমের একটি অংশ হিসেবে ১৪ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই চতুর্দশ সপ্তাহের এসাইনমেন্টের মধ্যে তোমাদের কয়েকটি অ্যাসাইনমেন্ট রয়েছে। তবে তোমাদের সবাইকে সব এসাইনমেন্ট লিখতে হবেনা।
১৪ সপ্তাহের ৯ম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
তোমাদের যারা বিজ্ঞান বিভাগে অধ্যায়ন কর তারা জীববিজ্ঞান ও সাথে একটি ফোর সাবজেক্ট লিখবে কারো হয়তো কৃষি শিক্ষা, অথবা, গার্হস্থ্য বিজ্ঞান, অথবা উচ্চতর গণিত অথবা চারু ও কারুকরা থাকতে পারে।
আর যারা মানবিক বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাদের জন্য মূল বিষয় বাদে ফোর সাবজেক্ট হিসেবে কৃষি শিক্ষা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকরা লিখতে হবে।
তবে সবাইকে তাদের মূল বিষয় যেমন, জীব বিজ্ঞান, ফিন্যন্স ও ব্যাংকিং, পৌরনীতি ও নাগরিকতা লিখতেই হবে।
আচ্ছা আমরা বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি। এখন চলো আমরা কৃষি শিক্ষা ১৪ সপ্তাহের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি।
১৪ সপ্তাহের কৃষি শিক্ষা ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২১
বিষয়ঃ কৃষি শিক্ষা
অধ্যায়ঃ ২য় অধ্যায় কৃষি উপকরণ।
বিষয়বস্তুঃ
ক্লাশ-২: বংশ বিস্তারক উপকরণ উৎপাদনের ধাপসমূহ, ফসল বীজের গুরুতৃ, বংশ বিস্তাব্রক উপকরণের গুরুত্ব
দ্বিতীয় পরিচ্ছেদ: ক্লাশ-৩। আদর্শ পুকুরের বৈশিষ্ট্য, মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ।
ক্লাশ-৪: পুকুরের প্রকারভেদ ও এর বিভিন্ন স্তর, পুকুরের বিডির স্তর ও পুকুরে বসবাস কারী জীব সম্প্রদায় স্ৃতীয় পরিচ্ছেদ: ক্লাশ-৫ নতুন পুকুর খনন, পুকুর প্রস্ততকরণ বা মাছ চাষের উপযোগীকরণ
ক্লাশ-৬: পুকুরে পোনা ছাড়ার পদ্ধতি
৪র্থ পরিচ্ছেদ: ক্লাশ-৭: মাছের অভয়শেম ও মৎস্য অভয়াশ্রম স্থাপনের গুরুতু
পঞ্চম পরিচ্ছেদ: ক্লাশ-৮২ মৎস্য সংরক্ষণ জাইন
৯ম শ্রেণির ১৪ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
একটি পতিত জলাশয় ও মাছ চাষের জন্য আদর্শ পুকুর পর্যবেক্ষণ করলে এদের মধ্যে বসবাসকারী জীব সম্প্রদায় ও পরিবেশের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তার উপর চিত্রসহ একটি প্রতিবেদন উপস্থাপন করা হল।
মাছ চাষের জন্য একটি আদর্শ পুকুর তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তাই একটি আদর্শ পুকুর তৈরি করতে আমাদের আগে আদর্শ পুকুরের বৈশিষ্ট সম্পর্কে জানতে হবে। নিচে আদর্শ পুকুরের বৈশিষ্ট নিয়ে আলোচনা করা হলো।
২। পুকুরের পাড় উচু হতে হবে।
৩। পুকুরটি উচু স্থানে অবস্থিত হতে হবে যেন বন্যার পানিতে ভেসে না যায়।
৪। পুকুরটির মাটি দোআঁশ ও পলি দোআঁশ হলে ভালো হয়।
৫। পুকুরটিতে সারা বছর পানি থাকলে ভালো হয়।
৫। পুকুরের পানির গভীরতা ০.৭৫-২ মিটার সুবিধাজনক।
৬। পুকুরের পাণির Pᵸ এর মান ৭ এর কাছাকাছি হতে হবে।
৭। একটি আদর্শ পুকুরের কাদার পুরুত্ব ২০-২৫ সেমি এর বেশি হবেনা।
৮। পুকুরটিতে যতেষ্ট রোদের ব্যবস্থা থাকতে হবে।
৯। মাছ চাষের জন্য আদর্শ পুকুর ২০-২৫ শতকের আয়তনের হলে ভালো হয়।
মাছ চাষের পুকুরের পানির গুণাগুণঃ
আদর্শ পুকুরের জন্য পানির ২ ধরনের গুণাগুণ থাকে। যথা:
- ভৌত গুণাগুণ
- রাসায়নিক গুণাগুণ
১। ভৌত গুণাগুণঃ
ক) গভীরতাঃ পুকুরের গভীরতা একটি গুরুত্বপূর্ণ উপাদান। পুকুর বেশি গভীর হলেও সমস্যা আবার কম গভীর হলেও সমস্যা। বেশি গভীর হলে পুকুরের তলদেশে সুর্যের আলো পৌছাতে পারবেনা। আবার কম গভীর হলে পুকুর সূর্যের তাপে বেশি গরম হয়ে যাবে ফলে মাছের উৎপাদন ব্যহত হবে।
খ) তাপমাত্রাঃ মাছের উৎপাদান বেশির জন্য পুকুরের তাপমাত্র ঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। কম তাপমাত্রায় মাছ কম বাড়ে আবার বেশি তাপমাত্রায় মাছের রোগবলায় বেশি হয়। আদর্শ তাপমাত্র হল ২৫-৩০ ডিগ্রি।
ঘ) ঘনত্বঃ পাণির ঘনত্ব মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণত পানিতে কাদার পরিমান বেশি হলে পাণি ঘোলা হয়ে যায় এবং পাণির ঘোলাত্ব বেশি হয়ে যায় ফলে পুকুরে অক্সিজেনের পরিমান কমে যায়। আবার খাবারের পরিমাণ বেশি হয়ে গেলে পাণির ঘনত্ব বেশি হয়ে যায়।
২। রাসায়নিক গুণাগুণঃ
ক) দ্রবীভূত অক্সিজেনঃ পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। পাণিতে ফাইটোপ্লাংটন বেশি থাকলে অক্সিজেন সঠিক থাকে কারণ এটি পাণিতে অক্সিজেন সংশ্লেষণ করে। পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কৃত্তিম উপায়ে অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে। পানিতে মাছ চাষের জন্য আদর্শ অক্সিজেন পরিমাণ হলো ৫মিলিগ্রাম/লিটার।
খ) দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডঃ পুকুরের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকতে হবে ১২মিলিগ্রাম/লিটার। এর সামান্য বেশি কম থাকলে সমস্যা নাই। কিন্তু অতিরিক্ত কম বেশি হয়ে গেলে তার নিয়ন্ত্রণ করতে হবে।
গ) Pᵸ (পিএইচ) এর মানঃ পুকুরের আদর্শ Pᵸ এর মান হলো ৬.৫ থোক ৮.৫। এর বেশি হলে পানি ক্ষারিয় হয়ে যাবে। আর কম হয়ে গেলে পানি অম্লিয় হয়ে যাবে। পুকুরে Pᵸ এর মান বাড়ানোর জন্য চুন ব্যবহার করা যেতে পারে। আর Pᵸ এর কমানো জন্য এমোনিয়াম সালফেট যোগ করতে হবে।
পুকুরের প্রকারভেদঃ
১। পানির স্থায়িত্বের উপর ভিত্তি করে পুকুরকে দুটি ভাগে ভাগ করা যায়।
- স্থায়ী বা বার্ষিক পুকুর
- অস্থায়ী বা মৌসুমি পুকুর
২। চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে পুকুরকে ৩টি ভাগে ভাগ করা যায়।
- আঁতুড় বা নার্সারি পুকুর
- লালন পুকুর
- মজুদ পুকুর
পুকুরের স্তরঃ সাধারণত পুকুরের স্তর থাকে ৩টি যথা:
- উপরের স্তর
- মধ্যস্তর
- নিচের স্তর
পুকুরকে চাষের জন্য প্রস্তুত করণঃ পুকুরে মাছ চাষে সফল হতে হলে যথাযথভাবে পুকুর প্রস্তুত করতে হবে। পুকুর প্রস্তুতির জন্য যে বিষয়গুলোর দিকে নজর দিতে হবে সেগুলো নিচে আলোচনা করা হলো।
১। নতুন পুকুর খননঃ পুকুরকে মাছের চাষযোগ্য করতে পুকুর প্রতি বছর খনন করতে হবে। এবং গভীর করতে হবে। অন্ততপক্ষে ১-২ মিটার গভীর করতে হবে। সেই সাথে পুকুরের পাড় ঠিক করতে হবে। পুকুরের পাড় ১/২ থেকে ১ মিটার করতে পারলে ভালো হয়। পুকুরের তলা সমান করতে হবে। এবং পুকুরের মাটি পরীক্ষা করতে হবে।
২। আগাছা দমনঃ পুকুরের মধ্যে আগাছা তৈরি হলে সেই আগাছা পরিষ্কার করতে হবে। এবং এটি চলমান রাখতে হবে। পুকুরের আগাছা দেখা দিলে জিবানুর সংক্রমন বেশি হয় এবং মাছ রোগাক্রান্ত হয় বেশি। তাই পুকুরকে সব সময় আগাছা মুক্ত রাখতে হবে।
৩। রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ অপসারণঃ পুকুরে রাক্ষুসে মাছ যেমন মাগুর, বোয়াল ইত্যাদি থাকলে তা সরিয়ে ফেলতে হবে। নতুনা মাছের পোনা খেয়ে ফেলবে। তেমনি অচাষযোগ্য মাছ অপসারণ করতে হবে নতুবা মাছের প্রয়োগকৃত খাদ্য অচাষযোগ্য মাছ খেয়ে ফেলবে। তাই এগুলো অপসারণ করা জরুরী।
জীব সম্প্রদায় ও পরিবেশের মধ্যে যে পার্থক্যঃ একটি আদর্শ পুরুরের জীব সম্প্রদায় ও পরিবেশের মধ্যাকর অনেক পার্থক্য রয়েছে। নিচে একটি পুকুরের জীব সম্প্রদায় ও পরিবেশের পার্থক্য দেওয়া হলো।
জীব সম্প্রদায়ঃ
- পুকুরে বসবাসকারী সজীব উপাদান সমূহকে জীব সম্প্রদায় বলে।
- দুই প্রকার যথা: উদ্ভিদ অংশ (ফাইটোপ্লাংটন), প্রাণী অংশ (জুপ্লাংটন)
- উপাদান: ছোট উদ্ভিদ, ক্ষুদ্র পোকামাকড় ইত্যাদি
- পরিবেশের অন্তর্গত একটি প্রক্রিয়া বিশেষ।
পরিবেশঃ
- পুকুরের চারিপাশের উপদানসমূহকে পুকুরের পরিবেশ বলে।
- দুই প্রকার যথা: প্রাকৃতিক, অপ্রাকৃতিক
- উপাদান: বায়ূ, জল, মাটি, সূর্যতাপ, পাড় ইত্যাদি।
- পরিবেশ এক ব্যপক ও সামগ্রিক প্রক্রিয়া
আরো পড়ুনঃ
- ১৪ সপ্তাহের ৯ম শ্রেণির জীববিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
- ১৪ সপ্তাহের ৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
৯ম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট ২০২১
আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
সতর্কতাঃ সবার উদ্দেশ্যে বলতে চাই আজকের ৯ম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ কেবল মাত্র একটি নমুনা উত্তর। তাই তোমরা হুবুহু কপি না করে এটা থেকে ধারণা নিয়ে নিজে লেখার চেষ্টা কর। হুবুহু লিখলে খাতা বাতিল হওয়ার সম্ভবনা থেকে যায়। তাই তোমরা নিজে বানিয়ে বানিয়ে লিখবে। তবে কুরআন ও হাদিসের দলিলগুলি কপি করতে পারো তাতে কোনো সমস্যা নায়।