You are currently viewing তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৮ ভগ্নাংশ

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৮ ভগ্নাংশ

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৮ ভগ্নাংশ পোস্টে এই অধ্যায়ের নিজে কর অংশের উত্তরের সাথে সাথে পরীক্ষায় প্রস্তুতির জন্য অতিরিক্ত সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নউত্তর দেওয়া হলো।

৩য় শ্রেণির গণিত অধ্যায় ৮ ভগ্নাংশ

৮.১ খালি ঘরে সমতুল সংখ্যা বসায়

 

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৮ ভগ্নাংশ

খালি ঘরে সমতুল সংখ্যা বসায়

৮.২ ভগ্নাংশের যোগ

যোগ করিঃ

(১)১/২+১/২=২/২=১ (২) ২/৩+১/৩=৩/৩=১ (৩) ২/৪+১/৪=৩/৪
(৪) ২/৫+৩/৫=৫/৫=১ (৫) ১/৭+৪/৭=৫/৭ (৬) ১/৪+২/৪=৩/৪
(৭) ১/৬+৩/৬=৪/৬=২/৩ (৮) ৩/৮+৪/৮=৭/৮ (৯) ২/৫+৩/৫=৫/৫=১
(১০) ১/৭+৬/৭=৭/৭=১ (১১) ৫/৯+২/৯=৭/৯ (১২) ৭/৮/+১/৮=৮/৮=১

৮.৪ নিজে করি: প্রশ্ন ও উত্তর

১। নিচে কিছু ভগ্নাংশের হর ও লব দেওয়া হলো। ভগ্নাংশগুলো লিখি।
১) লব ৭ হর ৯
২) হর ১৭ লব ৫
৩) লব ১১ হর ১৫
৪) হর ৮ লব ৩

১) ভগ্নাংশ = লব/হর = ৭/৯ ২) ভগ্নাংশ = লব/হর = ৫/১৭
৩) ভগ্নাংশ = লব/হর = ১১/১৫ ৪) ভগ্নাংশ = লব/হর = ৩/৮

২। নিচের ভগ্নাংশগুলোর জন্য ৩টি করে সমতুল ভগ্নাংশ লিখি :

সমতুল ভগ্নাংশ

৩। ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি। পরে সমতুল বা সমতুল নয় লিখি :

সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি

৪। যোগ করি

যোগ করি

৫। বিয়োগ করি

বিয়োগ

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৮ ভগ্নাংশ  সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

 সাধারণ
১. ভগ্নাংশের উপরের অংশকে কী বলে?
উত্তর : লব।
২. ভগ্নাংশের নিচের অংশকে কী বলে?
উত্তর : হর।
 যোগ্যতাভিত্তিক
৩. লব ৩, হর ৭ হলে ভগ্নাংশটি কী?
উত্তর : ৩/৭
৪. ১/৫ মিটার দৈর্ঘ্যরে ২ অংশ কত?
উত্তর : ২/৫ মিটার।
৫. ৪/৮, ৩/৮ এর মধ্যে কোনটি বড়?
উত্তর : ৪/৮ বড়।
৬. দুই তৃতীয়াংশে লব কত?
উত্তর : ২
৭. ৩/২ – ১ = কত?
উত্তর : ১/২
৮. ২/৫ পয়সা ১ টাকার কত অংশ?
উত্তর : ১/৪ অংশ।
৯. ১ + ২/৩ = কত?
উত্তর : ৫/৩
১০. দশ ভাগের চার ভাগ, অঙ্কে ভগ্নাংশে প্রকাশ কর।
উত্তর : ৪/১০

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৮ ভগ্নাংশ কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর (যোগ্যতাভিত্তিক)

১। নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও।
৫/১২ একটি ভগ্নাংশ।
ক. উপরের ভগ্নাংশের লব ও হর কত? ২
খ. উপরের ভগ্নাংশের সমতুল দুটি ভগ্নাংশ লেখ। ২
গ. ভগ্নাংশটির সাথে ১ যোগ করলে যোগফল কত হবে? ২
ঘ. ভগ্নাংশটির সাথে আর কত যোগ করলে যোগফল
১ হবে? ২
ঙ. উপরের ভগ্নাংশটি থেকে ৩/১২ বিয়োগ করলে কত হবে? ২

সমাধানঃ

ক. ৫/১২ ভগ্নাংশটির লব ৫ এবং হর ১২।
খ. ৫১২ = ৫ × ২১২ × ২ = ১০২৪
৫১২ = ৫ × ৩১২ × ৩ = ১৫৩৬
গ. ১ + ৫১২ = ১২১২ + ৫১২
= ১২ + ৫১২
= ১৭১২
ঘ. ১  ৫১২ = ১২  ৫১২ = ৭১২
ভগ্নাংশটির সাথে ৭১২ যোগ করলে যোগফল ১ হবে।
ঙ. ৫১২  ৩১২
= ৫  ৩১২
= ২১২
= ১৬
২। নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও।
২৪ ও ৮১৬ দুইটি ভগ্নাংশ
ক. ভগ্নাংশ দুইটি সমতুল কি না পরীক্ষা কর। ২
খ. লবগুলোর ও হরগুলোর গুণফল কত? ২
গ. ভগ্নাংশ দুটি কথায় লেখ। ২
ঘ. ভগ্নাংশ ২টির যোগফল নির্ণয় কর। ২
ঙ. ১ম ভগ্নাংশ থেকে ২য় ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় কর। ২

ক. ২৪ ৮১৬ →→ ৮ × ৪ = ৩২১৬ × ২ = ৩২
 ভগ্নাংশ দুইটি সমতুল।
খ. লবগুলোর গুণফল ২ × ৮ = ১৬
হরগুলোর গুণফল ১৬ × ৪ = ৬৪
গ. ২৪ = চার ভাগের দুই ভাগ
৮১৬ = ষোলো ভাগের আট ভাগ।
ঘ. ২৪ + ৮১৬ = ৮ + ৮১৬ = ১৬১৬ = ১
ঙ. ২৪ = ২ × ৪৪ × ৪ = ৮১৬
২৪  ৮১৬
= ৮১৬  ৮১৬
= ৮  ৮১৬
= ০১৬ = ০

Leave a Reply