এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ)
নবম দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বহুনির্বাচনী (MCQ) ১. রেল লাইন নির্মাণের সময় দুইটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন? ক লোহা সাশ্রয় করার জন্য খ গ্রীষ্মকালে রেল লাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য গ রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য ✅ তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য ২. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? ক পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই ✅ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই গ পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই ঘ পাখার বাতাস সরাসরি লোমক‚প দিয়ে শরীরে ঢুকে যায় তাই ৩. সুপ্ততাপের মাধ্যমে- i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয় ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয় iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক i খ ii ✅ ii ও iii ঘ i, ii ও iii চিত্রের সাহায্যে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও : ৪. সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল? ক ২ মিনিট খ ৪ মিনিট ✅ ৬ মিনিট ঘ ৮ মিনিট ৫. গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? ✅ ৬ খ ৮ গ ১২ ঘ ১৮ ৬. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত কেলভিন? ক ৩৬.৮৯K খ ৯৮.৪K গ ১৩৬.৮৯K ✅ ৩০৯.৮৯K ৭. সিসার আপেক্ষিক তাপ কত? ক ৫১০ Jkg-1K-1 খ ৪০০ Jkg-1K-1 গ ২৩০ Jkg-1K-1 ✅ ১৩০ Jkg-1K-1 ৮. ১০০ গ্রাম পানির তাপমাত্রা ৩০°C থেকে ৩৫°C পর্যন্ত উঠাতে কী পরিমাণ তাপের প্রয়োজন? ক ২১ J খ ২১০ J ✅ ২১০০ J ঘ ২১০০০ J ৯. নিচের কোন সম্পর্কটি সঠিক? ✅ γ = ৩α এবং β = ২α খ γ = ২β এবং β = ২α গ ৩ ঘ ১০. একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা ৯৮.৪৪°F. হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? ক ৩৬.৯১°C খ ৩৬.৯০°F ✅ ৩৬.৮৯°C ঘ ৩৬.৮৮°C ১১. পানির আপেক্ষিক তাপ কত? ✅ ৪২০০ Jkg-1K-1 খ ২৮০০ Jkg-1K-1 গ ২১০০ Jkg-1K-1 ঘ ২০০০ Jkg-1K-1 ১২. এক জুল = কত ক্যালরী? ক ৪২ খ ৪.২ গ ২.৪ ✅ ০.২৪ ১৩. ক্যালরিমিতির মূলনীতি কোনটি? ক গৃহীত তাপ > বর্জিত তাপ ✅ গৃহীত তাপ = বর্জিত তাপ গ গৃহীত তাপ < বর্জিত তাপ ঘ বর্জিত তাপ < গৃহীত তাপ ১৪. একজন মানুষের দেহের তাপমাত্রা ১০০°F হলে, সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? ✅ ৩৭.৭৭°C খ ১০০°C গ ২১২°C ঘ ৩৭৩°C ১৫. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? ক -২৭৩ K ✅ ২৭৩ K গ ৩৭৩ K ঘ ১২৭৩ K ১৬. ২৫°C তাপমাত্রার পানি এবং ৬০°C তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে? ✅ ২৫°C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে খ ২৫°C তাপমাত্রার পানি তাপ বর্জন করবে গ ৬০°C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে ঘ উভয় প্রকার পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ১৭. কোন তাপমাত্রায় পানি ফুটতে থাকে? ক ৩২°F খ ১০০°F ✅ ২১২°F ঘ ৩৭৩°F ১৮. নিচের কোনটির আপেক্ষিক তাপ ২০০০Jkg-1K-1? ক কেরোসিন ✅ জলীয় বাষ্প গ বরফ ঘ পানি ১৯. নিচের কোন সম্পর্কটি সঠিক? ক α = ২β = ৩γ ✅ গ ২α = ২β = γ ঘ ৩α = ২β = γ ২০. ২ Kg ভরের পানির তাপমাত্রা ৫০°C বৃদ্ধি করতে কী পরিমাণ তাপশক্তির প্রয়োজন? ক ২.১ × ১০৫ J ✅ ৪.২ × ১০৫ J গ ৬.৭২ × ১০৫ J ঘ ৪৫.৩৬ × ১০৫ J ২১. ১০ মস পানির তাপমাত্রা 1 K বাড়াতে কত তাপের প্রয়োজন? ক ৪.২ × ১০৪ J খ ৪.২ × ১০৩ J গ ৪.২ × ১০৫ J ঘ ৪.২ × ১০২ J [সঠিক উত্তর : ৪২ J] ২২. বাষ্পীভবন পদ্ধতিতে পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? ক ৭০°C খ ১০০°C গ ১২০°C ✅ যেকোনো তাপমাত্রায় ২৩. মোমের ক্ষেত্রে- i. চাপ বাড়ালে গলনাঙ্ক হ্রাস পায় ii. চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায় iii. গলে তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক i ও ii ✅ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii ২৪. সুপ্ত তাপের মাধ্যমে- i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয় iii. বস্তুর আন্তঃআণবিক বন্ধন শিথিল হয় নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii ✅ ii ও iii ঘ i, ii ও iii ২৫. দুই টুকরো বরফের স্পর্শতলে চাপ বৃদ্ধি করলে- i. বরফের গলনাঙ্ক কমে যাবে ii. স্পর্শতলের উষ্ণতা বৃদ্ধি পাবে iii. স্পর্শতলের বরফ গলে যাবে নিচের কোনটি সঠিক? ক র খ i ও iii গ ii ও iii ✅ i, ii ও iii নিচের চিত্র হতে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও : চিত্র ঃ সময়ের সাপেক্ষে বিভিন্ন তাপমাত্রার চারটি কঠিন পদার্থের (A, B, C, D) অবস্থার পরিবর্তনের লেখচিত্র। ২৬. কোন পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি? ✅ A খ B গ C ঘ D ২৭. ১২ং পরে পদার্থগুলোর অবস্থা কিরূপ হবে? ক A কঠিন, B তরল খB তরল, C কঠিন গ A তরল, D তরল ✅ B কঠিন, C তরল একটি টেস্ট টিউবে কিছু মোম নিয়ে তার মধ্যে থার্মোমিটার রেখে ধীরে ধীরে সুষমভাবে তাপ দেওয়া হলো এবং প্রতি ৫ মিনিট অন্তর অন্তর পাঠ লিপিবদ্ধ করা হলো। এভাবে প্রাপ্ত তথ্য থেকে নিম্নের লেখচিত্রটি পাওয়া গেল। উল্লিখিত তথ্য থেকে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : ২৮. মোমের স্ফুটনাংক কত? ক ৪৫ ক ✅ ৪৫৩ K গ ০°C ঘ -২৭৩ K ২৯. লেখচিত্র থেকে পাওয়া যায় মোমের- i. আপেক্ষিক তাপ ii. গলনাঙ্ক iii. স্ফুটনাঙ্ক নিচের কোনটি সঠিক? ক র খ i ও ii ✅ ii ও iii ঘ i, ii ও iii তাপমাত্রা বনাম সময় লেখচিত্রটি লক্ষ করে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও : ৩০. সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় কত মিনিট? ক ৫ খ ১০ ✅ ১৫ ঘ ২০ ৩১. বরফ গলা পানির তাপমাত্রা স্ফুটনাংকে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? ক ১৫ ✅ ২০ গ ২৫ ঘ ৩৫ এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় MCQ অনুচ্ছেদ অনুযায়ী ৬.১ তাপ ও তাপমাত্রা 👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩২. তাপের আদান-প্রদান কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন) ক তাপের পরিমাণ ✅ তাপীয় অবস্থা গ পরিবেশ ঘ উপাদান ৩৩. কোনো বস্তুতে তাপ প্রদান করলে অণুগুলোর গতি কেমন হয়? (জ্ঞান) ✅ বেড়ে যায় খ কমে যায় গ স্থির থাকে ঘ কখনো বাড়ে, কখনো কমে ৩৪. পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে? (জ্ঞান) ক স্থিতিশীল ✅ গতিশীল গ স্থির ঘ প্রথমে গতিশীল, পরে স্থিতিশীল ৩৫. ত্রৈধবিন্দু তাপমাত্রায় পানি কয়টি অবস্থায়
এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ) Read More »