Author name: Masud Rana

এসএসসি গণিত সমাধান

এসএসসি গণিত অনুশীলনী ১২.২ প্রশ্ন সমাধান

নবম-দশম শ্রেণির বা এসএসসি গণিত ১২ অধ্যায়ের অনুশীলনীর ১২.২ প্রশ্ন সমাধান নিচে দেওয়া হলো। নবম দশম শ্রেণির গণিত অনুশীলনীর ১২.২ প্রশ্ন সমাধান বি.দ্র: কিছু ফন্ট ঠিক দেখতে Google Chrome Browser ব্যবহার করুন। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কর (১ – ৩) : প্রশ্ন \ ১ \ 7x – 3y = 31                    9x – 5y = 41 সমাধান : দেওয়া আছে, 7x – 3y = 31 … … … … … … (i) 9x – 5y = 41 … … … … … … (ii) সমীকরণ (i) থেকে পাই, – 3y = 31 – 7x ∴y =  … … … … … … … (iii) সমীকরণ (ii)-এ y এর মান বসিয়ে পাই, 9x – 5 = 41 বা, বা, 27x + 155 – 35x = 123 [উভয়পক্ষকে ৩ দ্বারা গুণ করে] বা, – 8x = 123 – 155 [পক্ষান্তর করে] বা, – 8x = – 32 বা, ∴x = 4 x এর মান সমীকরণ (iii)-এ বসিয়ে পাই, নির্ণেয় সমাধান : (x, y) = (4, – 1) প্রশ্ন \ ২ \ সমাধান : দেওয়া আছে, … … … … … (i) … … … … … (ii) সমীকরণ (i) ও (ii) এর উভয়পক্ষকে ৬ দ্বারা গুণ করে ভগ্নাংশমুক্ত করি, 3x + 2y = 6 … … … … … (iii) ∴ 2x + 3y = 6 … … … … … (iv) সমীকরণ (iii) থেকে পাই, 2y = 6 – 3x ∴ y = … … … … … (v) সমীকরণ (রা)-এ y এর মান বসিয়ে পাই, 2x + 3 = 6 বা, 4x + 18 – 9x = 12  [উভয়পক্ষকে ২ দ্বারা গুণ করে] বা, – 5x = 12 – 18 বা, – 5x = – 6 ∴ x = x এর মান সমীকরণ (v)-এ বসিয়ে পাই, y = নির্ণেয় সমাধান : (x, y) = প্রশ্ন \ ৩ \   2  ax + by = a2 + b2 সমাধান : দেওয়া আছে,  2 … … … … … (i) ax + by = a2 + b2 … … … (ii) সমীকরণ (ii) থেকে পাই, by = a2 + b2 – ax বা, y = … … … … (iii) সমীকরণ (i)-এ y এর স্থলে ধীন বসিয়ে পাই, বা, বা, b2x + a3 + ab2 – a2x = 2ab2  [ধন২ দ্বারা উভয়পক্ষকে গুণ করে] বা, b2x – a2x = 2ab2 – a3 – ab2 বা,x(b2 – a2) = ab2 – a3 বা, x = ∴ x =  a সমীকরণ (iii)-এ x এর মান বসিয়ে পাই, ∴ y = ∴সমাধান : (x, y) = (a, b) অপনয়ন পদ্ধতিতে সমাধান কর (৪ – ৬) : প্রশ্ন \ ৪ \ 7x – 3y = 31                 9x – 5y = 41 সমাধান : দেওয়া আছে, 7x – 3y = 31 … … … … … (i) 9x – 5y = 41 … … … … … (ii) সমীকরণ (i) ও (ii) কে যথাক্রমে ৫ এবং ৩ দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, 35x – 15y  =   155 27x – 15y  =   123 (–)     (+)        (–)     8x               =   32 বা, x = ∴ x = 4 x এর মান সমীকরণ (i)-এ বসিয়ে পাই, 7 × 4 – 3y = 31 বা, 28 – 3y = 31 বা, – 3y = 31 – 28 বা, – 3y = 3 ∴ y = = –1 নির্ণেয় সমাধান : (x, y) =(4, – 1) প্রশ্ন \ ৫ \ 7x – 8y = – 9                  5x – 4y = – 3 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 7x – 8y = – 9  …………. (i) 5x – 4y = – 3 ………… (ii) সমীকরণ (i) কে ৫ দ্বারা এবং (ii) কে ৭ দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, 35x – 40y = – 45 35x – 28y = – 21 (– )   ( + )        ( + )         – 12y = – 24 বা,12y = 24 বা, y = ∴ y = 2 y এর মান সমীকরণ (i)-এ বসিয়ে পাই, 7x – 8 × 2 = -9 বা,   7x = -9 + 16 বা,   7x = 7 বা, x = ∴ x = 1 নির্ণেয় সমাধান : (x, y) =(1, 2) প্রশ্ন \ ৬ \ ax + by = c                  a2x + b2y = c2  সমাধান : দেওয়া আছে, ax + by = c … … … … … (i) a2x + b2y = c2 … … … … … (ii) সমীকরণ (i) কে ধ দ্বারা গুণ করি, a2x + aby = ac … … … … … (iii) সমীকরণ (iii) থেকে (ii) বিয়োগ করি, a2x + aby  = ac a2x + -b2y = c2 (–)         (–)           (–)          aby – b2y = ac – c2 বা, y(ab – b2) = ac – c2 বা, y = ∴ y =  সমীকরণ (i)-এ y এর মান বসিয়ে পাই, বা, বা, বা, বা, ∴ x = নির্ণেয় সমাধান : (x, y) = আড়গুণন পদ্ধতিতে সমাধান কর (৭-১৫) : প্রশ্ন \ ৭ \ 2x + 3y + 5 = 0                 4x + 7y + 6 = 0 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 2x + 3y + 5 = 0 … … … … … … (i) 4x + 7y + 6 = 0 … … … … … … (ii) সমীকরণ (i) ও (ii)-এ বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই, বা, বা, এখন, এবং বা,   বা, ∴ y = 4 নির্ণেয় সমাধান : (x, y) = প্রশ্ন \ ৮ \ 3x – 5y + 9 = 0                  5x – 3y – 1 = 0 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 3x – 5y + 9 = 0 … … … … … (i) 5x – 3y – 1 = 0 … … … … … (ii) সমীকরণ (i) ও (ii)-এ বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই, বা, বা, বা, [১৬ দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশকে গুণ করে] এখন, এবং ∴ x = 2 ∴ y = 3 নির্ণেয় সমাধান : (x, y) = (2, 3) প্রশ্ন \ ৯ \ x + 2y = 7                 2x – 3y = 0 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, x + 2y = 7 বা,   x + 2y – 7

এসএসসি গণিত অনুশীলনী ১২.২ প্রশ্ন সমাধান Read More »

এসএসসি গণিত সমাধান

এসএসসি গণিত ১২ অধ্যায় দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ অনুশীলনী ১২.১ প্রশ্ন সমাধান

নবম-দশম শ্রেণির বা এসএসসি গণিত ১২ অধ্যায় দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ অনুশীলনীর প্রশ্ন সমাধান নিচে দেওয়া হলো। দ্বাদশ অধ্যায় দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ বি.দ্র: কিছু ফন্ট ঠিক দেখতে Google Chrome Browser ব্যবহার করুন। পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি 👉 সরল সহসমীকরণ সরল সহসমীকরণ বলতে দুই চলকবিশিষ্ট দুইটি সরল সমীকরণকে বুঝায় যাদের যুগপৎ সমাধান চাওয়া হয়, এরূপ দুইটি সমীকরণকে একত্রে সরল সমীকরণজোটও বলে। প্রথমে আমরা ২ী + ু = ১২ সমীকরণটি বিবেচনা করি। এটি একটি দুই চলকবিশিষ্ট সরল সমীকরণ।   সমীকরণজোট সহগ ও ধ্রুবক পদ তুলনা সমঞ্জস/অসমঞ্জস পরস্পর নির্ভরশীল/অনির্ভরশীল সমাধান আছে (কয়টি)/নেই (i) a1x + b1y = c1 a2x + b2y = c2 সমঞ্জস অনির্ভরশীল আছে (একটিমাত্র) (ii) a1x + b1y = c1 a2x + b2y = c2 সমঞ্জস নির্ভরশীল আছে (অসংখ্য) (iii) a1x + b1y = c1 a2x + b2y = c2 অসমঞ্জস অনির্ভরশীল নেই   অনুশীলনীর প্রশ্ন ও সমাধান নিচের সরল সহসমীকরণগুলো সমঞ্জস, পরস্পর নির্ভরশীল/অনির্ভরশীল কি না যুক্তিসহ উল্লেখ কর এবং এগুলোর সমাধানের সংখ্যা নির্দেশ কর : প্রশ্ন \ ১ \ x – y = 4              x + y = 10 সমাধান : প্রদত্ত সমীকরণ জোট : x এর সহগদ্বয়ের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত – আমরা পাই, ≠ – ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির একটিমাত্র (অনন্য) সমাধান আছে। প্রশ্ন \ ২ \ 2x + y = 3            4x + 2y = 6 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত বা  y এর সহগদ্বয়ের অনুপাত ধ্রুবক পদদ্বয়ের অনুপাত ৩৬ বা আমরা পাই, = =  ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল। সমীকরণজোটটির অসংখ্য সমাধান আছে। প্রশ্ন \ ৩ \ x – y – 4 = 0                3x – 3y – 10 = 0 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত   বা ধ্রুবক পদদ্বয়ের অনুপাত বা আমরা পাই, = ≠ ∴ সমীকরণজোটটি অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির কোনো সমাধান নেই। প্রশ্ন \ ৪ \ 3x + 2y = 0                   6x + 4y = 0 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত বা y এর সহগদ্বয়ের অনুপাত বা আমরা পাই, = ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল। সমীকরণজোটটির অসংখ্য সমাধান আছে। প্রশ্ন \ ৫ \  3x + 2y = 0                 9x – 6y = 0 সমাধান : প্রদত্ত সমীকরণজোট :  x এর সহগদ্বয়ের অনুপাত বা y এর সহগদ্বয়ের অনুপাত বা আমরা পাই, ≠ ∴ সমীকরণজোটটি সর্বদা সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল এবং একটিমাত্র (অনন্য) সমাধান আছে। প্রশ্ন \ ৬ \ 5x – 2y – 16 = 0                 3x – y = 2 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত  বা, বা ধ্রুবক পদদ্বয়ের অনুপাত = বা আমরা পাই, = ≠ ∴ সমীকরণজোটটি অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির কোনো সমাধান নেই। প্রশ্ন \ ৭ \                     x – 2y = 2 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত বা – y এর সহগদ্বয়ের অনুপাত বা – ধ্রুবক পদদ্বয়ের অনুপাত – আমরা পাই, = = – ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল। সমীকরণজোটটির অসংখ্য সমাধান আছে। প্রশ্ন \ ৮ \                     x – 2y = 0 সমাধান : প্রদত্ত সমীকরণজোট :   x এর সহগদ্বয়ের অনুপাত বা – y এর সহগদ্বয়ের অনুপাত বা আমরা পাই, ≠ [∵ c1 = c2 = o] ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির একটিমাত্র (অনন্য) সমাধান আছে। প্রশ্ন \ ৯ \                     x + y = 5 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : ∴ x এর সহগদ্বয়ের অনুপাত বা – y এর সহগদ্বয়ের অনুপাত আমরা পাই, – ≠ ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির একটিমাত্র সমাধান আছে। প্রশ্ন \ ১০ \ ax – cy = 0                    cx – ay = c2 – a2 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত বা আমরা পাই, ≠ ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির একটিমাত্র (অনন্য) সমাধান আছে। 🔶🔶 এসএসসি গণিত অনুশীলনী ১১.১ 🔶🔶 এসএসসি সাধারণ গণিত সকল অধ্যায়  

এসএসসি গণিত ১২ অধ্যায় দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ অনুশীলনী ১২.১ প্রশ্ন সমাধান Read More »

৬ষ্ঠ শ্রেণি গণিত সমাধান

৬ষ্ঠ শ্রেণির গণিত ৮ অধ্যায় তথ্য ও উপাত মডেল টেস্ট প্রশ্ন

বহুনির্বাচনি প্রশ্ন ১. পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের? ক ১ খ ২ গ ৩ ঘ ৪ ২. পরিসংখ্যান উপাত্ত কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? ক সংখ্যা খ তথ্য গ উপাত্ত ঘ বর্ণনা ৩. কোনো সংখ্যাবাচক তথ্যকে কী বলে? ক উপাত্ত খ পরিসংখ্যান গ মধ্যক ঘ প্রচুরক ৪. সংখ্যার মাধ্যমে প্রকাশিত তথ্যকে কী বলে? ক সংখ্যাতত্ত ¡ খ সাংখ্যিক তথ্য গ উপাত্ত ঘ সংখ্যাত্মক তথ্য ৫. নিচের কোনটি পরিসংখ্যান? ক তিনজন ছাত্রের প্রাপ্ত নম্বর ৮০, ৯০, ৯৫ খ অলির বয়স ৫০ বছর গ রনির উচ্চতা ৭’ ৬” ঘ রানার ওজন ৬০ কেজি ৬. নিচের তথ্যগুলো লক্ষ কর : i. দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি হলো গণমাধ্যম ii. একটি সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয় iii. পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্য নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii ৭. ক্লাস পরীক্ষায় নিলু বিভিন্ন বিষয়ে ৪৮, ৩৮, ৪৯, ৫০ নম্বরগুলো পেল। এগুলো হলো: i. পরিসংখ্যান ii. সংখ্যাভিত্তিক তথ্য iii. পরিসংখ্যানের উপাত্ত নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii নিচের তথ্যের আলোকে ৮-১০ নং প্রশ্নের উত্তর দাও: ২৫ নম্বরের প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় ১০ জনের প্রাপ্ত নম্বর ২০, ১৬, ২৪, ১৬, ১৫, ১৬, ২০, ১৬, ১৫, ১২। ৮. প্রথম পাঁচ জনের প্রাপ্ত নম্বরের গড় কত? ক ১৭.২ খ ১৮.২ গ ১৮ ঘ ১৭.৮ ৯. শেষ পাঁচ জনের প্রাপ্ত নম্বরের গড় কত? ক ১৫.৮ খ ১৪.৫ গ ১৩.৫ ঘ ১২.৬ ১০. প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের গড় কত? ক ১৫ খ ১৬ গ ১৭ ঘ ১৮ সৃজনশীল প্রশ্ন প্রশ্ন- ১ : তন্দ্রা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছে দুপুর ১২টা থেকে তিন ঘণ্টা অন্তর ১২ ঘণ্টার তাপমাত্রা নিচে দেখান হলো : ১০৩, ১০১, ১০৪, ১০০, ৯৯। ক. ০° থেকে ৯৮° পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে? ২ খ. উপরিউক্ত তথ্যগুলোর সাহায্যে রেখাচিত্র অঙ্কন কর। ৪ গ. ১২ ঘণ্টার তাপমাত্রার প্রকৃতি রেখাচিত্র অনুসারে বর্ণনা দাও। ৪ প্রশ্ন- ২ : আনিকাদের বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ২০ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো : ৭০, ৬০, ৭১, ৬০, ৮০, ৭৮, ৯০, ৭৫, ৮০, ৯২, ৮০, ৯০, ৯৫, ৯০, ৮৫, ৯০, ৭৮, ৭৫, ৯০, ৮৫। ক. উপরিউক্ত উপাত্তটি কোন ধরনের উপাত্ত? ২ খ. উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রম ও অধঃক্রম বিন্যস্ত কর। ৪ গ. উপাত্তগুলোর সাহায্যে মধ্যক ও প্রচুরক নির্ণয় কর। ৪ প্রশ্ন- ৩ :  ওভার ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ১০ম রান ১০ ৮ ৫ ০ ৭ ১২ ৮ ৫ ৯ ১২   ক. রেখাচিত্র কী? ২ খ. উপরের তথ্যের ভিত্তিতে রানের গড় নির্ণয় কর। ৪ গ. উপরের তথ্যের রেখাচিত্র অঙ্কন কর। ৪ আরো পড়ুনঃ 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান  

৬ষ্ঠ শ্রেণির গণিত ৮ অধ্যায় তথ্য ও উপাত মডেল টেস্ট প্রশ্ন Read More »

৬ষ্ঠ শ্রেণি গণিত সমাধান

৬ষ্ঠ শ্রেণির গণিত ৭ অধ্যায় ব্যাবহারিক জ্যামিতি মডেল টেস্ট

বহুনির্বাচনী প্রশ্ন ১. সম্পূর্ণ চাঁদার ডিগ্রি পরিমাপ কত? ক ১৮০° খ ৩৬০° গ ২৪০° ঘ ২৮০° ২. দুটি রশ্মির মিলনস্থলে কী উৎপন্ন হয়? ক কোণ খ রেখা গ সমতল ঘ বক্ররেখা ৩. ৫৯° কোণের সম্পূরক কোণ কোনটি? ক ২১° খ ৩১° গ ১৩১° ঘ ১২১° ৪. চাঁদার সাহায্যে প্রতিবার সর্বোচ্চ কত ডিগ্রি কোণ পরিমাপ করা যায়? ক ৯০° খ ১৮০° গ ২৭০° ঘ ৩৬০° ৫. বৃত্ত অঙ্কন করতে নিচের কোনটি ব্যবহার করা হয় ক রুলার খ কম্পাস গ ত্রিকোণী ঘ কাঁটা কম্পাস ৬. সমান দৈর্ঘ্য চি‎ি‎হ্নত করা হয় কোনটি দিয়ে? ক কম্পাস খ রুলার গ চাঁদা ঘ ত্রিকোণী ৭. ৩৭° এর বিপ্রতীপ কোণ কত? ক ৫৩° খ ৩৭° গ ১২৭° ঘ ১৪৩° ৮. দুই সমকোণের চেয়ে বড় কোণকে কী বলা হয়? ক সরল কোণ খ সম্পূরক কোণ গ পূরক কোণ ঘ প্রবৃদ্ধ কোণ ৯. ৪৫° এর পূরক কোণের মান কত? ক ০° খ ৪৫° গ ৯০° ঘ ১৩৫° ১০. সমকোণ ছাড়া ত্রিকোণীর একটি কোণ ৪৫° হলে অপর কোণটির পরিমাপ কত? (মধ্যম) ক ৩০° খ ৪৫° গ ৬০° ঘ ৯০° ১১. একটি সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে লম্ব আঁকা যায়Ñ i. রুলার ও কম্পাসের সাহায্যে ii. ত্রিকোণী ও রুলারের সাহায্যে iii. শুধু কম্পাসের সাহায্যে নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii ১২. নিচের তথ্যগুলো লক্ষ কর : i. চাঁদার সাহায্যে ৪৫° কোণ আঁকা যায় ii. রুলার কম্পাসের সাহায্যে ৬০° কোণ আঁকা যায় iii. চাঁদা ব্যবহার না করেও ১২০° কোণ আঁকা যাবে নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii নিচের চিত্রের আলোকে ১৩ – ১৫নং প্রশ্নের উত্তর দাও : ১৩. চিত্রটির নাম কী? ক ত্রিকোণী খ চাঁদা গ কম্পাস ঘ রুলার ১৪. চিত্রটির তিন কোণের সমষ্টি কত? ক ৯০° খ ১৮০° গ ৩৬০° ঘ ২৮০° ১৫. চিত্রটির একটি কোণ সমকোণ অপর দুটি কোণের নাম কী? ক স্থূলকোণ খ সমকোণ গ সূক্ষকোণ ঘ পূরককোণ সৃজনশীল প্রশ্ন প্রশ্ন- ১ : চিত্রে ক. ∠DCE এর বিপ্রতীপ কোণ কোনটি? ২ খ. ∠ACB এর মান কত এবং কেন? ৪ গ. প্রমাণ কর B, C, D একই সরলরেখায় অবস্থিত। ৪ প্রশ্ন- ২ : AB একটি ৭ সে.মি. রেখাংশ। ক. বর্ণনাসহ চিত্র আঁক।          ২ খ. AB এর মধ্যবিন্দু O তে লম্ব আঁক।       ৪ গ. অঙ্কনের বিবরণ দাও।             ৪ প্রশ্ন- ৩ :  AB একটি সরলরেখা O বিন্দুতে OC রশ্মির প্রান্ত বিন্দুতে মিলিত হয়েছে। ক. প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্রটি আঁক। ২ খ. প্রমাণ কর যে, ∠AOC + ∠BOC = 180° গ. যদি ∠AOC = 2x° এবং ∠BOC = x° হয় তাহলে কোণ দুইটির পরিমাণ নির্ণয় কর। ৪ আরো পড়ুনঃ 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান  

৬ষ্ঠ শ্রেণির গণিত ৭ অধ্যায় ব্যাবহারিক জ্যামিতি মডেল টেস্ট Read More »

৬ষ্ঠ শ্রেণি গণিত সমাধান

৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ অধ্যায় সরল সমীকরণ মডেল টেস্ট

ষষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায় সরল সমীকরণ মডেল টেস্ট বহুনির্বাচনী প্রশ্ন ১. সমীকরণের অজ্ঞাত রাশিকে কী বলা হয়? (সহজ) ক. সহগ খ. চলক গ. ধ্রুবক ঘ. প্রক্রিয়া চি‎হ্ন ২. সমান (=) চি‎হ্ন দ্বারা একটি রাশির সাথে অপর একটি রাশির সম্পর্ককে কী বলে? (সহজ) ক. রাশি খ. সমীকরণ গ. অভেদ ঘ. অসমতা ৩. নিচের কোনটি দুই চলকবিশিষ্ট সরল সমীকরণ? (সহজ) ক 3x + 2y = 10 খ 5x + 7 = 3x + 8 গ 3x + 4 = 12 – x ঘ 3x = 5 – 2x ৪. সমীকরণে- i. দুইটি পক্ষ থাকে ii. x, y, z  চলক হিসেবে ব্যবহৃত হয় iii. সমান (=) চি‎হ্ন দ্বারা দুটি রাশি যুক্ত থাকে নিচের কোনটি সঠিক? (সহজ) ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii ৫. x + 1 = 5 একটি সমীকরণ হলে- i. এটি একটি অসমতা ii. x + 1 কে বামপক্ষ বলা হয় iii. অজ্ঞাত রাশি x কে চলক বলা হয় নিচের কোনটি সঠিক? (সহজ) ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii ৬. 2x = 18 হলে নিচের কোনটি সঠিক? ক x + 3 = 10 খ x – 2 = 7 গ 2x + 1 = 16 ঘx – 1 = 7 নিচের তথ্যের আলোকে ৭ – ৯ নং প্রশ্নের উত্তর দাও : 2x = 6 + x ৭. নিচের কোনটি সমীকরণটির একটি মূল? ক ৫ খ -৫ গ ৬ ঘ -৬ ৮. x = 2 বসালে সমীকরণের বামপক্ষের মান নিচের কোনটি? ক -৬ খ ৬ গ ৪ ঘ -৪ ৯. x = 3 বসালে সমীকরণের ডানপক্ষের মান নিচের কোনটি?  ক ৫ খ ৯ গ ১২ ঘ ১৫ ১০. দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল ২৫। বড় সংখ্যাটি ৪০ হলে, ছোট সংখ্যাটি কত? ক ৫ খ ১০ গ ১৫ ঘ ২০ সৃজনশীল প্রশ্ন প্রশ্ন- ১ – তিনটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল ৩৩। ক. প্রথম সংখ্যাটি (2x + 1) হলে তৃতীয় সংখ্যাটি কত? ২ খ. সংখ্যা তিনটি নির্ণয় কর। ৪ গ. কোনো অজ্ঞাত সংখ্যার দ্বিগুণ হতে দ্বিতীয় সংখ্যাটি বাদ দিলে যদি তৃতীয় সংখ্যাটি পাওয়া যায় অজ্ঞাত সংখ্যাটি কত? ৪ প্রশ্ন- ২ – একটি সংখ্যার পাঁচগুণ থেকে সংখ্যাটির দ্বিগুণের বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ৮ বেশি। ক. অজ্ঞাত সংখ্যাটি x হলে সমীকরণ গঠন কর। ২ খ. সংখ্যাটি নির্ণয় কর। ৪ গ. প্রাপ্ত সংখ্যাটি অপর একটি সংখ্যা y এর দ্বিগুণ অপেক্ষা ১০ কম হলে, y এর মান নির্ণয় কর। ৪ প্রশ্ন-৩ – একটি আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য a মিটার। প্রস্থ, দৈর্ঘ্য অপেক্ষা ২ মিটার কম। বাগানটিতে ফুলের চারা লাগাতে মোট ৩২০ টাকা খরচ হয়। ক. বাগানের পরিসীমা নির্ণয় কর। ২ খ. বাগানের পরিসীমা ৩৬ মিটার হলে a এর মান নির্ণয় কর। ৪ গ. প্রতি বর্গমিটারে চারা লাগাতে কত খরচ হবে? ৪ প্রশ্ন- ৪ – কনিকার কাছে যতগুলো চকলেট আছে, মনিকার কাছে তার তিনগুণ চকলেট আছে। দুইজনের একত্রে ৪৮টি চকলেট আছে। আবার লিপিকার কাছে y টি চকলেট আছে। ক. কনিকার চকলেট x টি হলে, মনিকার চকলেট সংখ্যা x এর মাধ্যমে লেখ। ২ খ. কনিকার কতটি চকলেট আছে? ৪ গ. মনিকার চকলেট লিপিকার চকলেটের চারগুণ হলে, লিপিকার কয়টি চকলেট আছে? ৪ প্রশ্ন- ৫ – নিচের সমীকরণটি লক্ষ কর : 7x – 2 = x + 16 ক. সরল সমীকরণ কাকে বলে? উদাহরণ দাও। ২ খ. উপরিউক্ত সমীকরণটির বীজ নির্ণয় কর। ৪ গ. সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে কিনা যাচাই কর। ৪ প্রশ্ন- ৬ – বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ অপেক্ষা ৪ বছর বেশি। ক. পুত্রের বর্তমান বয়সকে x ধরে একটি সমীকরণ গঠন কর। ২ খ. পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর। ৪ গ. দশ বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে? ৪ আরো পড়ুনঃ 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান  

৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ অধ্যায় সরল সমীকরণ মডেল টেস্ট Read More »

৬ষ্ঠ শ্রেণির গণিত ৪ অধ্যায় মডেল টেস্ট

বহুনির্বাচনী প্রশ্ন ১. যোগ, বিয়োগ, গুণ ও ভাগ যেসব চি‎হ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে কী বলে? ক) সমান চি‎হ্ন খ) অসমান চি‎‎হ্ন গ) প্রক্রিয়া চি‎হ্ন ঘ) সংখ্যা চি‎হ্ন ২. a × b কে কীভাবে পড়া হয়? ক. a ডিভিশন b খ) a বাই b গ. a ডিফারেন্স b ঘ) ধ ইন্টু b ৩. a এর ৯ গুণ থেকে b এর ৫ গুণ বিয়োগ করলে কোনটি হবে? (সহজ) ক. ৯a ৫b        খ. ৪৫ab গ. ৯a – ৫b   ঘ ৫a – ৯b ৪. a৮ × a– ৫ = কত? (মধ্যম) ক. a১৩         খ. a১০ গ. a৯            ঘ. a৩ 5. 3z2y এর বিসদৃশ পদ কোনটি? (মধ্যম) ক. 5yz2          খ. 6z2y গ. 3y3z2           ঘ. z2y ৬. নিচের তথ্যগুলো লক্ষ কর : i. a ডিভিশন y কে লেখা হয়  ii. x মাইনাস m কে লেখা হয় (x – m) iii. b ইন্টু ৫ কে লেখা হয় ৫b. নিচের কোনটি সঠিক? (মধ্যম) ক. i ও ii          খ. i ও iii গ. ii ও iii          ঘ. i, ii ও iii ৭. নিচের রাশিগুলো লক্ষ কর : i. (x + y)2 = x2 + 2xy + y2 ii. (a + c) (a – c) = a2 – c2 iii. (x – y)2 = x2 + xy + y2 নিচের কোনটি সঠিক? ক. i ও ii             খ. i ও iii গ. ii ও iii            ঘ. i, ii ও iii ৮. নিচের তথ্যগুলো লক্ষ কর : i. 4a – 2b ও 2a + b এর যোগফল 6a – b ii.x – y ও y + z এর যোগফল x + y + z iii. 2a + 4b ও 3a + 2b এর যোগফল 5a + 6b নিচের কোনটি সঠিক? (মধ্যম) ক. i ও ii           খ. i ও iii গ. ii ও iii          ঘ. i, ii ও iii নিচের তথ্যের আলোকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও: 5a3 × a5 ৯. a এর সূচক কোনটি? ক. ৫          খ. ৮       গ. ১৫        ঘ. a৮ 10. 5a3 × a5 এর মান কত? ক.  5a8         খ. 6a8 গ. 5a2            ঘ. 15a3a5 নিচের তথ্যের আলোকে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও: (i) -x2 + y2 + z2  (ii) y2 + x2 – z2 ১১. (i) ও (ii) এর যোগফল নিচের কোনটি? ক. – 2y2            খ. 2×2 গ. 2y2           ঘ. -2×2 ১২. (i) এর সাথে কত যোগ করলে যোগফল (ii) এর সমান হবে? ক. 2×2 – 2z2       খ. -2×2 + 2z2 গ. 2×2 + 2z2        ঘ.-2×2 – 2z2 সৃজনশীল প্রশ্ন 1.  একটি বীজগাণিতিক রাশি। ক. x, y ও z এর সহগ বের কর। খ. x কে ৩ দ্বারা y কে ২ দ্বারা গুণ করে যোগ কর। গ. z কে ৫ দ্বারা গুণ করে “খ” এর প্রাপ্ত ফলাফলের সাথে যোগ কর। ৪ 2.  বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ, মান নির্ণয় 5×2 + xy + 3y2 , – x2 – 8xy, y2 – x2 + 10xy তিনটি বীজগাণিতীয় রাশি। ক. ভিত্তি কাকে বলে? খ. রাশি তিনটির যোগফল বের কর। গ. (5×2 + xy + 3y2) – (- x2 – 8xy) – (y2 – x2 + 10xy)  সরল করে নির্ণয় কর। যখন x = 2 এবং y = 1. 3. বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ ও মান নির্ণয় x = 5a + 7b + 9c, y = b – 3a – 4c, z = c – 2b + a ক. a = 1, b = 2 এবং c = 3 হলে x এর মান কত? খ. উদ্দীপকের তথ্য থেকে x – y এর মান নির্ণয় কর। গ. উদ্দীপকের সমীকরণ তিনটি থেকে প্রমাণ কর যে, x + y + z = 3 (a + 2b + 2c) 4. নিচের বীজগণিতীয় রাশিগুলো লক্ষ কর: i. 4×2 – 5xy + 6y2 ii. – 4xy + 9y2 – 6×2 iii. 6y2 + xy + 3×2 ক. -5xy এর একটি সদৃশ পদ লেখ। খ. সদৃশ পদগুলো নিচে নিচে লিখে (i) ও (ii) রাশিগুলোর যোগফল বের কর। গ. x = 2 এবং y = -3 হলে, (i) থেকে (ii) নম্বর রাশির বিয়োগফলের মান নির্ণয় কর।   আরো পড়ুনঃ 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান  

৬ষ্ঠ শ্রেণির গণিত ৪ অধ্যায় মডেল টেস্ট Read More »

এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস

এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস pdf (সকল বিষয় আলাদা আলাদ ও একসাথে)

২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আজকের পোষ্টে তোমাদের স্বাগতম। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের অনেকেই হয়তো এসএসসি ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাস এখনো ডাউনলোড করোনি। অথবা অনেকেই হয়তো এই এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস নিয়ে উদাসীন। এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস অনুযায়ী হয়তো তোমরা তোমাদের বইয়ের অধ্যায় গুলো কে মার্ক করে রেখেছো। কিন্তু শুধুমাত্র অধ্যায়গুলো কে মার্ক করে রাখলেই সবকিছু হয়ে যাবে না। তোমাদের দেখতে হবে এই এসএসসি পরীক্ষা ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস এ কোন কোন অধ্যায়ের কোন কোন বিষয়গুলো রয়েছে। এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস pdf ডাউনলোড করে ওপেন করলে তোমরা দেখতে পাবে প্রতিটি অধ্যায়ের ডানদিকে বিষয়ের উল্লেখ রয়েছে। অর্থাৎ অধ্যায়ের প্রত্যেকটি আর্টিকেল সিলেবাসে আছে কিনা সেটা তোমাদের যাচাই করতে হবে। যদি এমন হয় যে অধ্যায়ের সবগুলো টপিক সিলেবাসে নাই তাহলে সেগুলো যদি তোমরা পরো তাহলে তোমাদের অতিরিক্ত পড়া হয়ে যাবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে তোমাদের সমস্যা হবে। তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস pdf ডাউনলোড করে তার প্রত্যেকটি বিষয় প্রিন্ট করে তোমাদের সাথে রাখবে। এবং তোমাদের বউয়ের অধ্যায়ের ভিতরে ঢুকে কোন আর্টিকেল গুলো আছে সেগুলো মার্ক করে রাখবেন। অথবা প্রত্যেকটি বিষয় পড়ার সময় প্রিন্ট করা কপি টি দেখে সেই অনুযায়ী পড়বে। এসএসসি ২০২৩ এর মানবন্টন ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো পরীক্ষার মান বন্টন সম্পর্কে? তাহলে চলো প্রথমে সংক্ষিপ্ত সিলেবাস এর মানবন্টন দেখে নেওয়া যাক। ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(nctb) , বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৩ সালের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে । ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে অনুষ্ঠিত হবে । এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণনম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে । এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘন্টা সময় থাকবে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই উপরের পরীক্ষার মান বন্টন সম্পর্কে নিশ্চিত হয়েছে। এখন নিচে তোমাদের এসএসসি ২০২৩ সংক্ষিপ্ত সিলেবাস র েওপিডিএফ ডাউনলোড লিঙ্ক গুলো দেওয়া হল। এখান থেকে তোমরা প্রতিটা বিষয়ের জন্য আলাদা করে ডাউনলোড করতে পারবেন। এবং সব গুলো একসাথে ডাউনলোড করতে পারবে। সেজন্য তো মাদের নিচের অংশটি ভালো করে দেখতে হবে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস বিষয় ভিত্তিক নির্দিষ্ট  বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে নামের উপর ক্লিক করুন। এস এস সি ২০২৩ বাংলা ১ম পত্র সিলেবাস এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র সিলেবাস এসএসসি ২০২৩ ইংরেজী ১ম পত্র সিলেবাস এসএসসি ২০২৩ ইংরেজী ২য় পত্র সিলেবাস এসএসসি ২০২৩ গণিত সিলেবাস এসএসসি ২০২৩ উচ্চতর গণিত সিলেবাস এসএসসি ২০২৩ রসায়ন সিলেবাস এসএসসি ২০২৩ জীববিজ্ঞান সিলেবাস এসএসসি ২০২৩ পদার্থবিজ্ঞান সিলেবাস এস এস সি ২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিলেবাস এসএসসি ২০২৩ পৌরনীতি ও নাগরিকতা সিলেবাস এসএসসি ২০২৩ ভূগোল ও পরিবেশ সিলেবাস এসএসসি ২০২৩ কৃষি শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ গার্হস্থ্য বিজ্ঞান সিলেবাস এসএসসি ২০২৩ হিসাব বিজ্ঞান সিলেবাস এসএসসি ২০২৩ ব্যবসায় উদ্যোগ সিলেবাস এসএসসি ২০২৩ অর্থনীতি সিলেবাস এসএসসি ২০২৩ ইতিহাস ও বিশ্বসভ্যতা পত্র সিলেবাস এসএসসি ২০২৩ ফিন্যান্স ও ব্যাংকিং সিলেবাস এসএসসি ২০২৩ চারু ও কারুকলা সিলেবাস এসএসসি ২০২৩ ক্যারিয়ার শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ শারীরিক শিক্ষা, সাস্থবিজ্ঞান ও খেলাধুলা পত্র সিলেবাস এসএসসি ২০২৩ আরবি সিলেবাস এসএসসি ২০২৩ সংস্কৃত সিলেবাস এসএসসি ২০২৩ পালি সিলেবাস এসএসসি ২০২৩ সংগীত সিলেবাস এসএসসি ২০২৩ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিলেবাস এসএসসি ২০২৩ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ বিজ্ঞান সিলেবাস এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস pdf এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস সকল বিষয় একসাথে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এবং একটি গুগল ড্রাইভ লিংক ওপেন হবে। সেখানে ডানে কোনায় একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। দেখবেন ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হলে ওপেন করুন।

এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস pdf (সকল বিষয় আলাদা আলাদ ও একসাথে) Read More »

Scroll to Top