Author name: Masud Rana

অষ্টম শ্রেণীর সহপাঠ কিশোর কাজি

কিশোর কাজি (আরব্য উপন্যাস অবলম্বনে) বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?  বাগদাদের খ ইরানের গ বাহরাইনের ঘ সৌদি আরবের ২. খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন? [য. বো. ’১৫] ক শাস্তি প্রদানের কৌশল  বিচার করার কৌশল গ সত্য উদ্ঘাটনের কৌশল ঘ রায় দেওয়ার কৌশল ৩. নাজিম হলো- র. নিষ্ঠুর ও নিপীড়ক রর. লোভী ও স্বার্থপর ররর. বিশ্বাসঘাতক নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৪. আলী মোহরের অস্তিত্ব প্রমাণ করতে পারল না। কারণÑ ক কলসিতে কোনো মোহর ছিল না ˜ মোহর রাখার কোনো সাক্ষী ছিল না গ আলী সত্য কথা বলছিল না ঘ নাজিম কোনো সহযোগিতা করছিল না নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও : অমল বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে পাঠকচক্রের বই নিয়ে বন্ধু বিমলকে ধার দেয়। কিছুদিন পরে অমল বইটি ফেরত চাইলে বিমল তা সম্পূর্ণ অস্বীকার করে। ৫. উদ্দীপকের বিমল ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? ক আলিকোজাই খ কাজি ˜ নাজিম ঘ নাজিমের স্ত্রী ৬. উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্রে বিশেষভাবে প্রতীয়মানÑ ক ক‚টকৌশল খ হীনম্মন্যতা ˜ প্রতারণা ঘ ধূর্ততা ৭. খলিফা যে রাতে বালকদের খেলা দেখছিল সে রাত কেমন ছিল? ক অমাবস্যার রাত ˜ পূর্ণিমার রাত গ মেঘাচ্ছন্ন রাত ঘ ধূসর রাত ৮. ‘কিশোর কাজি’ গল্পে বালকেরা কী দিয়ে জলপাইয়ের কলসি ভর্তি করেছিল? ক ইটের কুচি খ নুড়িপাথর ˜ মাটির ঢেলা ঘ কাগজের টুকরা ৯. ‘কিশোর কাজি’ গল্পে কিশোর কাজির কর্মকাÐে প্রকাশ পেয়েছেÑ ক কর্মদক্ষতা ˜ বিচক্ষণতা গ অভিজ্ঞতা ঘ দায়িত্বশীলতা ১০. আলী কোজাই পেশায় ছিলেনÑ ˜ ব্যবসায়ী খ কৃষক গ চাকরিজীবী ঘ বিচারক ১১. হারুন-অর-রশিদের উপাধি কী ছিল? ক বাদশাহ খ সম্রাট গ রাজা ˜ খলিফা নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও : জুবায়ের ও মতিন দুই বন্ধু। মনির বিপদে পড়ায় জুবায়ের তাকে কিছু টাকা ধার দেয়। পরে প্রয়োজন পড়ায় জুবায়ের তার টাকাগুলি ফেরত চাইলে মনির টাকা নেওয়ার ব্যাপারটি অস্বীকার করে। ১২. উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত কোন রচনার বিষয়বস্তুর মিল রয়েছে? ক মার্চেন্ট অব ভেনিস ˜ কিশোর কাজি গ রাজকুমার ও ভিখারীর ছেলে ঘ সাড়ে তিন হাত জমি ১৩. উল্লিখিত রচনায় প্রকাশ পেয়েছেÑ ক প্রতিহিংসা ভালো নয় খ বুদ্ধিমত্তার মূল্য আছে ˜ লোভের পরিণতি হয় ভয়ানক ঘ অতিরিক্ত কৌত‚হল বিপদ ডেকে আনে ১৪. ‘কিন্তু আমি তা ছুঁইনি।’ Ñউক্তিটি কার? ˜ নাজিমের খ আলী কোজাইয়ের গ নাজিমের স্ত্রীর ঘ বালক কাজীর ১৫. যতেœ রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে? ক চার মাস খ পাঁচ মাস ˜ ছয় মাস ঘ সাত মাস ১৬. সোনার মোহর কীসের ভিতর ছিল? ক বাক্সের খ গøাসের গ পাতিলের  কলসির ১৭. আলী কোজাই পেশায় ছিলেনÑ  ব্যবসায়ী খ কৃষক গ চাকরিজীবী ঘ বিচারক ১৮. কতদিন আলী কোজাই-এর খোঁজ পাওয়া যায়নি?  দু’বছর খ তিনবছর গ পাঁচবছর ঘ সাতবছর ১৯. নিরুপায় হয়ে আলী কোজাই কোথায় নালিশ করল? ক ফৌজদারি আদালতে খ খলিফার দরবারে  কাজির দরবারে ঘ দেওয়ানি আদালতে নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও : সাগরের নিকট থেকে তার বন্ধু সোহাগ কয়েকটি বই পড়তে নিয়ে যায়। সাগরের প্রয়োজনে বইগুলো ফেরত চাইলে সোহাগ বই নেয়ার বিষয়টি অস্বীকার করে। এতে দুজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ২০. উদ্দীপকের সোহাগের সাথে ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়?  নাজিমের খ কিশোর কাজির গ আলী কোজাই-এর ঘ কাজির ২১. সাদৃশ্যপূর্ণ চরিত্রটির মধ্যে নিচের কোন বৈশিষ্ট্য লক্ষণীয়? ক কুটিলতা  মিথ্যাবাদিতা গ চতুরতা ঘ শঠতা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২. বিচারালয়ে বহু মানুষের ভিড় হওয়ার কারণ কী? (জ্ঞান) ক আলী কোজাইয়ের ঘটনা সবাই জানত বলে  বালকদের বিচার দেখতে গ খলিফা সবাইকে দাওয়াত করলেন ঘ সাক্ষীর জন্য বহু মানুষের প্রয়োজন বলে ২৩. আলীর মোহরগুলো নাজিম কোথায় রেখেছিল? (জ্ঞান) ক থলেতে  সিন্দুকে গ মাটির নিচে ঘ বড় কলসিতে ২৪. নাজিম কলসি উপুড় করে ঢেলে দিলে ভেতরে কী দেখতে পেল? (জ্ঞান) ক সোনার গহনা  সোনার মোহর গ রুপার মোহর ঘ রুপার গহনা ২৫. ‘তুমি ভীষণ মিথ্যাবাদী’Ñ কথাটি কে বলেছিল? (জ্ঞান) ক আলী  কাজি গ নাজিম ঘ নাজিমের স্ত্রী ২৬. কোন খলিফার শাসনকালে বাগদাদে আলী কোজাই নামের এক বণিক বাস করত? (জ্ঞান)  হারুন-অর-রশীদ খ আবুল মনসুর গ মামুন ঘ উমর বিন আব্দুল আজিজ ২৭. বণিক আলী কোজাই কীভাবে টাকা সঞ্চয় করেছিল? (অনুধাবন)  পরিশ্রম করে খ দান পেয়ে গ পুরস্কার পেয়ে ঘ ভিক্ষাবৃত্তি করে ২৮. আলী কোজাই কলসি কিনেছিল কেন? (অনুধাবন) ক পানি রাখার জন্য খ কলসি নদীতে ভাসানোর জন্য  সঞ্চিত অর্থ নিরাপদে রাখার জন্য ঘ দান করার জন্য ২৯. সঞ্চিত অর্থ নিরাপদে রাখার জন্য জনাব মুহিত একটা বাক্সে ভরে বন্ধুর কাছে আমানত রেখে বিদেশে পাড়ি জমালেন। ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের সাথে জনাব মুহিতের কাজটি সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ) ক কিশোর কাজি খ নাজিম  আলী কোজাই ঘ খলিফা হারুন-অর-রশীদ ৩০. ‘কিশোর কাজি’ গল্পে নাজিমের কাজে কোন গুণটি লঙ্ঘিত হয়েছে? (প্রয়োগ)  সততা খ দয়া গ ভ্রাতৃত্ব ঘ পরমতসহিষ্ণুতা ৩১. নাজিমের স্ত্রী আলী কোজাইয়ের গচ্ছিত রাখা কলসির মুখ খুলতে স্বামীকে বাধা দেওয়ার মধ্য দিয়ে কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে? (প্রয়োগ) ক সৎসাহস  আমানতদারিতা গ সততা ঘ বিশ্বস্ততা ৩২. আলী কোজাইয়ের কলসির মুখ কী দিয়ে ঢাকা ছিল? (জ্ঞান)  জলপাই খ আপেল গ বরই ঘ জামরুল ৩৩. আলী কোজাই সম্পদ গচ্ছিত রেখে কোথায় গিয়েছিলেন? (জ্ঞান) ক আমেরিকা  মক্কা গ ভারত ঘ ইরান ৩৪. খলিফা ও উজির বিস্মিত হয়েছিলেন কেন? (অনুধাবন) ক বালকদের খেলা দেখে  বালকদের বিচার ক্ষমতা দেখে গ আলী কোজাইয়ের বিশ্বস্ততা দেখে ঘ নাজিমের ধূর্ততা দেখে ৩৫. কিশোর কাজির বিচারের মধ্য দিয়ে কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে? (প্রয়োগ) ক সততা খ সাহসিকতা গ দৃঢ়তা  বিচক্ষণতা ৩৬. কলসির মধ্যে কীসের মোহর ছিল? (জ্ঞান)  সোনার খ রুপার গ পিতলের ঘ তামার ৩৭. ‘কিশোর কাজি’ গল্পটির শিক্ষণীয় দিক কী? (উচ্চতর দক্ষতা)  বিচক্ষণতার সাথে সত্য উদ্ঘাটন করা খ ছোট ছোট বালক-বালিকাদের প্রতি স্নেহ প্রদর্শন গ অপরাধীকে ক্ষমা করে দেয়া ঘ অপরাধের দায় স্বীকার করা ৩৮. নাজিমের কাছে গিয়ে মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আলী কোজাই কী করলেন? ক মারামারি খ গালাগালি  অনুরোধ ঘ প্রতিজ্ঞা ৩৯. ‘কিশোর কাজি’ গল্পের বণিক কে? ক নাজিম খ আজিম গ নিজাম  আলী কোজাই ৪০. নাজিম কলসির মুখ খুলেছিল কেন? ক সোনার মোহরগুলো নিতে  জলপাই নিতে গ কৌত‚হলের বশবর্তী হয়ে ঘ লোভের বশবর্তী হয়ে ৪১. বালকেরা আলী-নাজিমের বিচার খেলে কেন? ক দোষীকে চি‎িহ্নত করার জন্য  মজা করার জন্য গ পুরস্কার পাওয়ার জন্য ঘ পূর্ণিমা রাতের জন্য  বহুপদী

অষ্টম শ্রেণীর সহপাঠ কিশোর কাজি Read More »

অষ্টম শ্রেণির বাংলা একুশের গান

একুশের গান আবদুল গাফ্ফার চৌধুরী কবি পরিচিতি নাম আবদুল গাফ্ফার চৌধুরী। জন্ম পরিচয় জন্ম তারিখ : ১২ই ডিসেম্বর, ১৯৩৪ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : উলানিয়া, বরিশাল। পিতৃ ও মাতৃ পরিচয় পিতা : ওয়াহেদ রেজা চৌধুরী; মাতা : জাকিয়া চৌধুরী। শিক্ষাজীবন উচ্চতর শিক্ষা : স্নাতকোত্তর (বাংলা), ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা/কর্মজীবন কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে খ্যাতিমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সাহিত্য সাধনা গল্পগ্রন্থ : কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর। উপন্যাস : নাম না জানা ভোর, চন্দ্রদ্বীপের উপাখ্যান, নীল যমুনা, শেষ রজনীর চাঁদ। শিশুতোষ গ্রন্থ : ‘ডানপিটে শওকত’, ‘আঁধার কুঠির ছেলেটি’ ইত্যাদি। পুরস্কার ও সম্মাননা তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কারসহ বিভিন্ন পদক ও পুরস্কারে ভ‚ষিত হন। তথ্য নির্দেশ  ‘একুশের গান’ কবিতাটি প্রথম ছাপা হয় ১৯৫৩ খ্রিষ্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রæয়ারি’ সংকলনে। নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’এখানে কোন শহিদের কথা বলা হয়েছে? ক একাত্তরের মুক্তিযুদ্ধের  বায়ান্নর ভাষা-আন্দোলনের গ উনসত্তরের গণঅভ্যুত্থানের ঘ নব্বুইয়ের গণআন্দোলনের কবিতাংশটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও : কেননা আমার বৃদ্ধ পিতার শরীরে এখন পশুদের প্রহারের চিহ্ন; ২. কবিতাংশের সাথে মিল খুঁজে পাওয়া যায় নিচের কোন লাইনটির? ক তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রæয়ারি খ দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি  দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি ঘ দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি? ৩. কবিতাংশে বর্ণিত পশুরা হচ্ছে ‘একুশের গান’ কবিতায় বর্ণিত  র. ওরা এদেশের নয়Ñচরণের ‘ওরা’ রর. দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি? – চরণের ‘তোরা’ ররর. তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রæয়ারি  চরণের ‘তুমি’ নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৪. আব্দুল গাফফার চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন? ক যশোর খ কুড়িগ্রাম ˜ বরিশাল ঘ কুমিল্লা ৫. ‘একুশের গান’ কবিতার কবির মতে বাঙালির ইতিহাস বৈশিষ্ট্য কেমন? ক ধূলি ধূসর খ ভাঙা চোরা ˜ খুন রাঙা ঘ অতি কাল্পনিক ৬. ‘ক্রান্তি’ শব্দের অর্থ কী? ˜ পরিবর্তন খ ক্লান্ত গপরিশ্রান্ত ঘ শেষ ৭. ‘একুশের গান’ কবিতায় ‘ওরা এদেশের নয়’Ñবলতে কাদের কথা বোঝানো হয়েছে? ক আমলাদের খ সেনাবাহিনীর ˜ শাসকদের ঘ পুলিশদের ৮. ‘একুশের গান’ কবিতায় ‘খুন’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক হত্যা ˜ রক্ত গ আঘাত ঘ মৃত্যু ৯. ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’। এর মাধ্যমে বোঝানো হয়েছে শহিদদেরÑ ˜ ত্যাগ বাঙালিকে প্রেরণা দিচ্ছে খ আত্মার জাগরণ ঘটেছে গ পরিচয় ছড়িয়ে পড়েছে ঘ আত্মার মুক্তি পেয়েছে ১০. ‘একুশের গান’ কবিতায় ‘ওরা’ বলতে বোঝানো হয়েছে পাকিস্তানিÑ ˜ শাসককে খ সৈন্যকে গ নেতৃত্বকে ঘ জনতাকে ১১. পাকিস্তানি পশুদের প্রতি চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কাদের? র. ভাইয়ের রর. বোনের ররর. মায়ের নিচের কোনটি সঠিক? ক র ও রর খ ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর ১২. ‘মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে’Ñউদ্দীপকের ‘ওরা’ একুশের গান কবিতায় কবির দৃষ্টিতে? র. আঁধারের পশু রর. ক্ষ্যাপা বুনো ররর. নাগিনীরা নিচের কোনটি সঠিক? ক র ˜ র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৩. বাঙালিদের হাতে পাকিস্তানিদের ক্ষমতা হস্তান্তর না করার সিদ্ধান্ত ছিলÑ র. অন্যায় রর. অপরিহার্য ররর. অগণতান্ত্রিক নিচের কোনটি সঠিক? ক র ও রর ˜ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৪. ‘একুশের গান’ কবিতায় ‘আমি কি ভুলিতে পারি’ চরণটি কয় বার ব্যবহৃত হয়েছে? ক দুই বার  তিন বার গ চার বার ঘ পাঁচ বার ১৫. শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। এই শিশু কারা? [রা. বো. ’১৪] ক শাসকরা খ মুক্তিযোদ্ধারা  ভাষা শহিদরা ঘ পাকিস্তানিরা ১৬. ‘এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে’উদ্ধৃতাংশের সাথে ‘একুশের গান’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হচ্ছে  জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা খ দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি? গ তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা ঘ আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে ১৭. ‘একুশের গান’ কবিতায় ‘নাগিনী’ বলতে কাদের বোঝানো হয়েছে? ক ভাষা শহিদদের খ পাক সেনাদের  ছেলেহারা মায়েদের ঘ ভাষা সংগ্রামীদের ১৮. ‘বীর ছেলে বীর নারী’ কোথায় পড়ে মরে? ক রাজপথে খ ক্ষ্যাপা বুনো বাড়ে গ হাসপাতালের বিছানায়  জালিমের কারাগারে ১৯. ‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো’ কবি এখানে ঝড় বলতে কী বুঝিয়েছেন? ক পালাবদলের আভাস খ জালিমের অত্যাচার  শোষকদের আক্রমণ ঘ আসন্ন বিপদ ২০. যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যে শিশুর কান্না-হাসিতে আমার বিশ্ব ঢাকা, সেই স্বপ্নের শিবির বাঁচাতে আজকে লড়ি। উদ্ধৃতাংশের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তি কোনটি? ক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি খ জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা  দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রæয়ারি ঘ তাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা ২১. ‘একুশের গান’ প্রথম কোথায় প্রকাশিত হয়? ক ‘নীল যমুনা’ গ্রন্থে  একুশে ফেব্রæয়ারি সংকলনে গ ‘সুন্দর হে সুন্দর’ গ্রন্থে ঘ ‘কৃষ্ণপক্ষ’ গ্রন্থে  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর  কবি-পরিচিতি ২২. আবদুল গাফ্ফার চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন? (জ্ঞান) ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ কলকাতা বিশ্ববিদ্যালয় গ রাজশাহী বিশ্ববিদ্যালয়  ঢাকা বিশ্ববিদ্যালয় ২৩. আবদুল গাফ্ফার চৌধুরী কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন? (জ্ঞান)  বাংলা খ ইংরেজি গ রাষ্ট্রবিজ্ঞান ঘ ইতিহাস ২৪. আবদুল গাফ্ফার চৌধুরী পেশা হিসেবে কোনটিকে গ্রহণ করেন? (জ্ঞান) ক অধ্যাপনা খ রাজনীতি গ ব্যবসা  সাংবাদিকতা ২৫. একাধারে কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে খ্যাতিমান কোন লেখক? (জ্ঞান) ক লালন শাহ্  আবদুল গাফ্ফার চৌধুরী গ কামরুল হাসান ঘ কাজী নজরুল ইসলাম ২৬. আবদুল গাফ্ফার চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)  ১৯৩৪ খ ১৯৩৬ গ ১৯৩২ ঘ ১৯৪৩ ২৭. নিচের কোন রচনাটি আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা? (জ্ঞান)  আঁধার কুঠির ছেলেটি খ নিমজ্জ্বন গ বন্দি শিবির থেকে ঘ নেমেসিস ২৮. ‘ডানপিটে শওকত’ আবদুল গাফ্ফার চৌধুরীর কী জাতীয় রচনা? [খুলনা জিলা স্কুল] ক কাব্য খ প্রহসন গ নাটক  শিশুতোষ  মূলপাঠ ২৯. আমরা কোন দিনটির কথা ভুলতে পারি না? (জ্ঞান) ক ৭ই নভেম্বরের কথা খ ৩রা এপ্রিলের কথা গ ১০ই মার্চের কথা  ২১শে ফেব্রæয়ারির কথা ৩০. ছেলেহারা মায়েদের অশ্রæ দিয়ে গড়া কোন দিনটি? (জ্ঞান)  ২১শে ফেব্রæয়ারি খ ২৫শে ফেব্রæয়ারি গ ৩রা নভেম্বর ঘ ১৪ই ডিসেম্বর ৩১. কোন দিনটি ভাইয়ের রক্ত দিয়ে রাঙানো? (জ্ঞান)  ২১শে ফেব্রæয়ারি খ ৭ই মার্চ গ ২৩শে নভেম্বর ১৬ই ডিসেম্বর ৩২. ‘একুশের গান’ কবিতায় ‘একুশে ফেব্রæয়ারি’ কথাটি কয়বার ব্যবহৃত হয়েছে? (জ্ঞান) ক পাঁচ বার  আট বার গ দশ বার ঘ

অষ্টম শ্রেণির বাংলা একুশের গান Read More »

অষ্টম শ্রেণির বাংলা প্রার্থী

প্রার্থী সুকান্ত ভট্টাচার্য কবি-পরিচিতি নাম সুকান্ত ভট্টাচার্য। জন্ম পরিচয় জন্ম তারিখ : ১৯২৬ খ্রিষ্টাব্দ (৩০শে শ্রাবণ, ১৩৩৩ বঙ্গাব্দ); জন্মস্থান : কলকাতার মাতুলালয়। পৈতৃক নিবাস : কোটালীপাড়া, গোপালগঞ্জ। পিতৃ-মাতৃ পরিচয় পিতা : নিবারণ চন্দ্র ভট্টাচার্য; মাতা : সুনীতি দেবী। শিক্ষাজীবন মাধ্যমিক : ম্যাট্রিক (১৯৪৫) অকৃতকার্য, বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুল। কর্মজীবন ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও দৈনিক পত্রিকা, স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক ছিলেন। সাহিত্য সাধনা ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে ‘আকাল’ (১৯৪৪) নামক কাব্যগ্রন্থ সম্পাদনা। বিশেষ কৃতিত্ব তার কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাঠকদের সচকিত করে তোলে। গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। জীবনাবসান মৃত্যু তারিখ : ১৩ই মে, ১৯৪৭ খ্রিষ্টাব্দ, (২৯শে বৈশাখ ১৩৫৪ বঙ্গাব্দ)। উৎস নির্দেশ  ‘প্রার্থী’ কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?  ২১ খ ২২ গ ২৩ ঘ ২৫ ২. সকালের এক টুকরো রোদকে কার সাথে তুলনা করা হয়েছে? ক কৃষকের চঞ্চল চোখ  এক টুকরো সোনা গ এক টুকরো গরম কাপড় ঘ এক জ্বলন্ত অগ্নিপিÐ ৩. সূর্যের কাছে রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য উত্তাপ চাওয়ার মধ্যে কবির যে অনুভ‚তি প্রকাশ পেয়েছে তা হলোÑ র. সহযোগিতা রর. সহমর্মিতা ররর. সহনশীলতা নিচের কোনটি সঠিক? ক র খ ররর  রর ঘ র, রর ও ররর উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : অর্থাভাবে বিনাচিকিৎসায় মারা যায় লিয়াকতের বাবা। সেই থেকে সে প্রচÐ শোক বুকে নিয়ে ঢাকা শহরে রিকশা চালিয়ে তিল তিল করে সঞ্চয় করে কিছু টাকা। আর সে টাকা দিয়ে তার গ্রামের বাড়ি বরিশালে গড়ে তোলে একটি হাসপাতাল; যাতে কোনো অসহায়, দুঃস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। ৪. লিয়াকতের কার্যক্রমে ‘প্রার্থী’ কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা হলোÑ র. মহানুভবতা রর. মানবতা ররর. মানসিকতা নিচের কোনটি সঠিক? ক র খ ররর গ রর  র, রর ও ররর ৫. ‘প্রার্থী’ কবিতায় কবি সুকান্তের জ্বলন্ত অগ্নিপিÐ হওয়া আর উদ্দীপকে লিয়াকতের শোকগ্রস্ত হওয়া আসলেÑ র. আর্তমানবতার কল্যাণ করা রর. কল্যাণের লক্ষ্যে অনুপ্রাণিত হওয়া ররর. মানুষ মানুষের জন্য-এ সত্যে উদ্বুদ্ধ হওয়া নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৬. মাঘ মাসের এক সকালে বাসার গেটের পাশে ছেঁড়া কাপড় পরা এক বৃদ্ধ ভিখারিকে শীতে ঠকঠক করে কাঁপতে দেখে সুমন তার মা’র কাছে ভিখারিটার জন্য একটা চাদর চায়Ñ ‘প্রার্থী’ কবিতার কবির যে মনোভাব সুমনের মধ্যে প্রকাশ পেয়েছে তা হলোÑ র. অসুস্থ মানুষের সেবা করার রর. রোগগ্রস্ত মানুষের জন্য বেদনাবোধ ররর. বঞ্চিত মানুষের জন্য মমত্ববোধ নিচের কোনটি সঠিক? ক র খ রর ˜ ররর ঘ র, রর ও ররর ৭. ‘চকোর চায় চন্দ্রমায়’ চরণে ‘চন্দ্রমা’ ‘প্রার্থী’ কবিতার কোনটির সাথে তুলনীয়? ˜ সকালের রোদ খ পথশিশু গ শীতের রাত ঘ স্যাঁতসেঁতে ঘর ৮. রাস্তার ধারের ছেলেটিকে কবি কেমন ছেলে বলে উল্লেখ করেছেন? ক শীতার্ত খ অসহায় গ দরিদ্র ˜ উলঙ্গ ৯. ‘বামপন্থি বিপ্লবী’ কবি বলা হয় কাকে? ক কামিনী রায় ˜ সুকান্ত ভট্টাচার্য গ বুদ্ধদেব বসু ঘ সুফিয়া কামাল ১০. কবি সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন কেন? ক মানসিক অস্থিরতা দূর করতে খ বৈষম্য দূর করতে গ পীড়িতদের সাহায্য করতে ˜ নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে ১১. ‘প্রার্থী’ কবিতা পাঠ করলে ক মানুষের প্রতি মমত্ব জাগবে খ দীন-দরিদ্রের প্রতি প্রেম জাগবে গ বঞ্চিত ও অবহেলিতের প্রতি প্রীতি জাগবে  অবহেলিত, বঞ্চিত ও দরিদ্রের প্রতি মমতা জাগবে ১২. ‘প্রার্থী’ কবিতায় কবি সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিÐ হতে চেয়েছেন কেন? ক অধিকার পেতে খ অজ্ঞতা রুখতে  সাহসী হতে ঘ সমব্যথী হতে ১৩. কবি সূর্যের অবদান থেকে কী নিতে চান? ক তেজ খ শক্তি গ আলো  প্রেরণা ১৪. ‘প্রার্থী’ শব্দটি দিয়ে কবি বুঝিয়েছেন ক প্রার্থনা করা খ উত্তাপ দেয়া  প্রার্থনাকারী ঘ জড়তা কাটানো ১৫. ‘প্রার্থী’ কবিতায় কবির যে মানসিকতা প্রকাশ পেয়েছেÑ র. শীতার্তদের রক্ষা করা রর. গরিবদের প্রতি মমত্ববোধ ররর. বঞ্চিতদের ভাগ্য উন্নয়ন ঘটানো নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও : উমর ফারুক (রা) একজন খলিফা হয়েও নিজের পিঠে বোঝা বয়ে দুঃখিনী মায়ের ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন। ১৬. ‘প্রার্থী’ কবিতায় কার সাথে উমরের কীর্তির সাদৃশ্য রয়েছে?  কবির খ প্রার্থীর গ ছেলেটির ঘ সূর্যের ১৭. উক্ত সাদৃশ্যধারীর কাছ থেকে আমরা যা লাভ করতে পারি তা হলো র. শীতের কষ্ট থেকে বাঁচার উপায় রর. মানুষের কল্যাণ সাধনের প্রেরণা ররর. মহৎ কাজে আড়ষ্টতা পরিহারের শিক্ষা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর  কবি-পরিচিতি ১৮. সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান) ক ১৯১৬  ১৯২৬ গ ১৯২৮ ঘ ১৯৩০ ১৯. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? (জ্ঞান) ক গোপালগঞ্জের কাশিয়ানীতে খ যশোরের সাগরদাঁড়িতে  গোপালগঞ্জের কোটালিপাড়ায় ঘ কুমারখালির শিলাইদহে ২০. সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন? (জ্ঞান)  দৈনিক স্বাধীনতা খ দৈনিক আজাদ গ দৈনিক ভোরের কাগজ ঘ দৈনিক ইনকিলাব ২১. কবি সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ক্যান্সারে খ য²ায় গ ম্যালেরিয়ায় ঘ নিউমোনিয়ায় ২২. কত খ্রিষ্টাব্দে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ১৯৩৭  ১৯৪৭ গ ১৯৫৭ ঘ ১৯৬৭ ২৩. কবি সুকান্ত ভট্টাচার্য বামপন্থি-বিপ্লবী কবি হিসেবে খ্যাতি অর্জন করেন কেন? (অনুধাবন) ক বঞ্চিত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য  শোষিত নিপীড়িতের মুক্তির আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য গ কর্মী মানুষ হিসেবে সমাজে পরিচিত হওয়ার জন্য ঘ দুর্বল ও শোষিতের মুক্তির লড়াই করার জন্য ২৪. আসলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সে অল্প বয়সেই সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের মুক্তির জন্য কাজ করে চলছে। আসলামের কার্যাবলির সঙ্গে কোন কবির কার্যাবলি সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ) ক জসীমউদ্দীনের খ কাজী নজরুল ইসলামের  সুকান্ত ভট্টাচার্যের ঘ রবীন্দ্রনাথ ঠাকুরের ২৫. সুকান্ত ভট্টাচার্য কেমন পরিবারের সন্তান ছিলেন? (অনুধাবন) ক নিম্নবিত্ত  নিম্ন মধ্যবিত্ত গ উচ্চবিত্ত ঘ উচ্চ মধ্যবিত্ত ২৬. কোন বয়সে সুকান্ত নিজেকে শোষিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড় করিয়েছেন? (জ্ঞান) ক যুবক বয়সে  কিশোর বয়সে গ শিশু বয়সে ঘ প্রৌঢ় বয়সে ২৭. ‘ঘুম নেই’ গ্রন্থটি কার লেখা? (জ্ঞান) ক শামসুর রাহমানের  সুকান্ত ভট্টাচার্যের গ কাজী নজরুল ইসলামের ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের  মূলপাঠ ২৮. শীতার্ত মানুষ কীভাবে শীতের রাত কাটায়? (জ্ঞান) ক কম্বল গায়ে দিয়ে খ স্ট্রিটল্যাম্পের নিচে বসে  খড়কুটো জ্বালিয়ে ঘ চাদর গায়ে দিয়ে ২৯. কবি সূর্যের অবদান থেকে

অষ্টম শ্রেণির বাংলা প্রার্থী Read More »

অষ্টম শ্রেণির বাংলা জাগো তবে অরণ্য কন্যারা

জাগো তবে অরণ্য কন্যারা সুফিয়া কামাল কবি-পরিচিতি নাম সুফিয়া কামাল। জন্ম পরিচয় জন্ম তারিখ : ২০শে জুন, ১৯১১ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : শায়েস্তাবাদ, বরিশাল। পিতৃ-মাতৃ পরিচয় পিতার নাম : সৈয়দ আবদুল বারী; মাতার নাম : নওয়াবজাদী সৈয়দা সাবেরা খাতুন। শিক্ষাজীবন অনানুষ্ঠানিক ও স্বশিক্ষায় শিক্ষিত। পেশা/কর্মজীবন কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা। সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ : সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, প্রশস্তি ও প্রার্থনা। গল্পগ্রন্থ : কেয়ার কাঁটা। ভ্রমণকাহিনী : সোভিয়েতের দিনগুলি। স্মৃতিকথা : একাত্তরের ডাইরি। শিশুতোষ গ্রন্থ : ইতল বিতল, নওল কিশোরের দরবারে। উপাধি : জননী সাহসিকা। পুরস্কার ও সম্মাননা বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, মোহাম্মদ নাসিরউদ্দীন স্বর্ণপদক, মুক্তধারা সাহিত্য পুরস্কার। জীবনাবসান মৃত্যু তারিখ : ২০শে নভেম্বর, ১৯৯৯ খ্রিষ্টাব্দ। উৎস নির্দেশ  ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি কবি সুফিয়া কামালের ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না? ক সাধারণ মানুষের  সুফিয়া কামালের গ অরণ্যের ঘ পাখির ২. কবি কেন ব্যথিত হন? ক ফুল-ফল না থাকায় খ মৌসুমি গান শোনায়  অরণ্য-নিধন লক্ষ করে ঘ বৃক্ষের বহ্নিজ্বালা দেখে ৩. কবি অরণ্য-কন্যাদের জেগে ওঠার আহŸান জানিয়েছেন কেন?  পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য খ মানুষের অস্তিত্ব রক্ষার জন্য গ ভালোভাবে বেঁচে থাকার জন ্য ঘ মৌসুমি ফুল দেখার জন্য নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : পৃথিবীর জনসংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলছে। এ বাড়তি জনসংখ্যার জন্য প্রতিনিয়ত কমছে আবাদি জমি, বন, জঙ্গল। ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা ঘটছে পরিবেশ বিপর্যয়। বিষয়টি উপলব্ধি করে মফিজ খাঁ এবং আমিনা বেগম বৃক্ষমেলা থেকে প্রচুর চারা কিনে এনে এলাকার শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন। ৪. উদ্দীপকে বর্ণিত বাড়তি জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাটি ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোন অবস্থাকে নির্দেশ করে? ক ফুল-ফলশূন্য পৃথিবী খ বৃক্ষ-শূন্য পৃথিবী  নির্বিচারে বৃক্ষনিধন ঘ বৃক্ষের সমারোহ সৃষ্টি ৫. এ অবস্থা থেকে মুক্তির জন্য ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় যে নির্দেশনা রয়েছে তা হলোÑ র. লাগাও গাছ, বাঁচাও দেশ রর. বৃক্ষ মাটির মুক্তিদাতা ররর. চারিদিকে সবুজের সমারোহ সৃষ্টি হোক নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও : সুস্থ পরিবেশের জন্য বৃক্ষরোপণ আবশ্যক। প্রতিটি নাগরিকের বছরে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। তাহলেই মানবজাতি বাঁচবে। মানুষের বসবাস উপযোগী পরিবেশ গড়ে উঠবে। ৬. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোন বিষয়টি অনুচ্ছেদে ফুটে উঠেছে? ক বক্ষের বহ্নিজ্বালা খ ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি গ বৃক্ষের জন্য হাহাকার ˜ বৃক্ষের জন্য প্রত্যাশা ৭. উক্ত ফুটে ওঠা দিকটির সাথে সংগতিপূর্ণ চরণ কোনটি? ˜ জাগো তবে অরণ্য কন্যারা জাগো আজি খ মাটি অরণ্যের পানে চায় গ ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন ঘ মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে না কো ৮. ‘আপনার পত্রপুষ্পপুটে, অনন্ত যৌবনা করি সাজাইলে বসুন্ধরা’ উদ্দীপকের সাথে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার প্রধান বৈসাদৃশ্য হলোÑ ক বৃক্ষের জ্বালা খ বৃক্ষের যতœহীনতা ˜ বৃক্ষ নিধন ঘ বৃক্ষের ক্ষত ৯. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ˜ উদাত্ত পৃথিবী খ ছাড়পত্র গ মাটির কান্না ঘ রূপসী বাংলা উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও : “ধূসরের ঊষরের কর তুমি অন্ত, শ্যামলিয়া ও-পরশে করগো শ্রীমন্ত।” ১০. উদ্দীপকের সাথে নিচের কোন রচনার সাদৃশ্য রয়েছে? ক দেশ খ নারীর স্বপ্ন গ আবার আসিব ফিরে ˜ জাগো তবে অরণ্য কন্যারা ১১. সাদৃশ্যপূর্ণ ভাবটি প্রকাশ পেয়েছে যে চরণেÑ ক তুই আকাশের রানি, আমি পদ্মার রাজা ˜ জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায় গ মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া ওঠ ঘ শরৎকালের শিশির সেথায় জ্বালায় মানিক আলা ১২. কবি সুফিয়া কামাল রচিত স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কী? ক ‘একাত্তরের দিনলিপি’ খ ‘একাত্তরের যিশু’ ˜ ‘একাত্তরের ডাইরি’ ঘ ‘একাত্তরের দিনগুলি’ ১৩. সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক ঢাকা খ কুমিল্লা ˜ বরিশাল ঘ পাবনা ১৪. একাত্তরের ডাইরি’ কী জাতীয় জাতীয় গ্রন্থ? ˜ স্মৃতিকথামূলক খ কাব্য গ গল্প ঘ উপন্যাস ১৫. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় প্রাণহীন মুখগুলো কেমন? ক ভয়ার্ত খ ক্ষুধার্ত গ অ¤øান ˜ ¤øান ১৬. ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ѯেøাগানের আভাস কোন কবিতায় রয়েছে? ক দেশ খ নদীর স্বপ্ন গ আবার আসিব ফিরে ˜ জাগো তবে অরণ্য কন্যারা ১৭. কোনটি কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ? ক বনফুল খ চক্রবাক  সাঁঝের মায়া ঘ বনলতা সেন ১৮. ‘একাত্তরের ডাইরি’ গ্রন্থটি কার লেখা?  কবি সুফিয়া কামাল খ কাজী নজরুল ইসলাম গ জসীমউদ্দীন ঘ কামিনী রায় ১৯. কবির মতে মুমূর্ষু ধরা প্রাণকে কে জাগাতে পারে? ক মনুষ্য কন্যারা খ মৌসুমি ফুলেরা গ মাটির মমতারস  অরণ্য কন্যারা নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও : সিলেট বেড়াতে গিয়ে মাহফুজ দেখল স্থানীয় দুষ্কৃতকারীরা অবৈধভাবে গাছ কেটে বন উজাড় করছে। সে ভাবল এভাবেইতো প্রকৃতির সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং প্রাণিজগৎ হুমকির মুখে পড়ছে। ২০. উদ্দীপকে প্রতিফলিত ভাবটি কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ। ক আবার আসিব ফিরে খ দেশ গ দুই বিঘা জমি  জাগো তবে অরণ্য কন্যারা ২১. উক্ত সাদৃশ্য যে চরণে ফুটে ওঠে ক বনের পর বন চলেছে বনের নাহি শেষ  ফুলের ফসল নেই, নেই কারও কণ্ঠে গান গ কুয়াশার বুকে ভেসে একদিন আসিবএ কাঁঠাল ছাঁয়ায় ঘ কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর  কবি-পরিচিতি ২২. সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)  ১৯১১ খ্রিষ্টাব্দে খ ১৯২৩ খ্রিষ্টাব্দে গ ১৯২৫ খ্রিষ্টাব্দে ঘ ১৯৩০ খ্রিষ্টাব্দে ২৩. সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? (জ্ঞান) ক বরিশালে  কুমিল্লায় গ কুষ্টিয়ায় ঘ ফরিদপুরে ২৪. নিচের কোন গ্রন্থটি সুফিয়া কামাল শিশুদের জন্য রচনা করেছেন? (জ্ঞান) ক মায়া কাজল  নওল কিশোরের দরবারে গ উদাত্ত পৃথিবী ঘ সাঁঝের মায়া ২৫. কবি সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ১৯৯৮ খ্রিষ্টাব্দে  ১৯৯৯ খ্রিষ্টাব্দে গ ২০০০ খ্রিষ্টাব্দে ঘ ২০০১ খ্রিষ্টাব্দে ২৬. মাহমুদার দাদি তৎকালীন সময় নারী শিক্ষার কোনো ব্যবস্থা না থাকার পরও নিজের চেষ্টায় লেখাপড়া শেখেন। এদিক দিয়ে মাহমুদার দাদির সাথে কোন কবির মিল পাওয়া যায়? (প্রয়োগ)  সুফিয়া কামাল খ জাহানারা ইমাম গ কামিনী রায় ঘ স্বর্ণ কুমারী দেবী  মূলপাঠ ২৭. ‘সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়’চরণটির অন্তর্নিহিত তাৎপর্য কী? (উচ্চতর দক্ষতা) ক মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে  মাটির মমতার রসে বৃক্ষগুলো পত্রপল্লবে ভরে উঠেছে গ ফুলে ফুলে পৃথিবী ভরে গিয়েছে ঘ গাছের ছায়ায় পথিক সান্ত¡না পায় ২৮. ‘মাটি অরণ্যের পানে চায়’ কথাটি দ্বারা কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন) ক বৃক্ষের সমারোহ সৃষ্টি  বৃক্ষের জন্য মাটির আকুলতা গ মাটির ক্ষয় হয়ে যাওয়া ঘ

অষ্টম শ্রেণির বাংলা জাগো তবে অরণ্য কন্যারা Read More »

অষ্টম শ্রেণির বাংলা নদীর স্বপ্ন

নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু কবি-পরিচিতি নাম বুদ্ধদেব বসু। জন্ম পরিচয় জন্ম তারিখ : ৩০শে নভেম্বর, ১৯০৮ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : কুমিল্লা; পৈতৃক নিবাস : বিক্রমপুর অর্থাৎ বর্তমানের মুন্সিগঞ্জ। পিতৃ ও মাতৃপরিচয় পিতার নাম : ভ‚দেবচন্দ্র বসু; মাতার নাম : বিনয় কুমারী। শিক্ষাজীবন মাধ্যমিক : ঢাকা কলেজিয়েট স্কুল (১৯২৫); উচ্চ মাধ্যমিক : ঢাকা সরকারি ইন্টারমিডিয়েট কলেজ (১৯২৭); উচ্চতর শিক্ষা : বিএ অনার্স (ইংরেজি) (১৯৩০), ঢাকা বিশ্ববিদ্যালয়, এমএ (ইংরেজি) (১৯৩১), ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মজীবন/ পেশা প্রথমে সাংবাদিকতা এবং পরে অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ : মর্মবাণী, পৃথিবীর পথে, কঙ্কাবতী, দ্রৌপদীর শাড়ি, শ্রেষ্ঠ কবিতা, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, স্বাগত বিদায়। সাহিত্য সাধনা উপন্যাস : সাড়া, সানন্দা, লালমেঘ, কালো হাওয়া, মৌলিনাথ, নীলাঞ্জনের খাতা, রাতভর বৃষ্টি, বিপন্ন বিস্ময় ইত্যাদি। গল্পগ্রন্থ : অভিনয়, রেখাচিত্র, শ্রেষ্ঠগল্প, হৃদয়ের জাগরণ, প্রেমপত্র প্রবন্ধগ্রন্থ : কালের পুতুল, সাহিত্যচর্চা, স্বদেশ ও সংস্কৃতি। ভ্রমণকাহিনী : সব পেয়েছির দেশে, জাপানি জার্নাল ইত্যাদি। পুরস্কার ও সম্মাননা সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মভ‚ষণ উপাধি ও রবীন্দ্র পুরস্কার লাভ। জীবনাবসান মৃত্যু তারিখ : ১৮ই মার্চ, ১৯৭৪ খ্রিষ্টাব্দ। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল? ক বেগুনি খ বাদামি গ লাল  হলুদ ২. কোথায় চলেছো? এদিকে এসো না! দুটো কথা শোনো দিকি, চরণটিতে প্রকাশ পেয়েছেÑ ক আদেশ খ নির্দেশ গ অনুরোধ  অনুনয় নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও : কিশোর মোরা উষার আলো, আমরা হাওয়া দুরন্ত, মনটি চির বাঁধন হারা, পাখির মতো উড়ন্ত। ৩. উদ্দীপকের দ্বিতীয় চরণের অর্থের সঙ্গে মিল পাওয়া যায় নিচের কোন চরণের অর্থের? ক পায়ে পড়ি, মাঝি সাথে নিয়ে চলো, মোরে আর ছোকানুরে  ছোকানুরে, তুই আকাশের রানি, আমি পদ্মার রাজা গ ল²ী তো, মোরে- আর ছোকানুরে, নৌকায় তুলে নাও ঘ এই ফাঁকে মোরে-আর ছোকানুরে, নৌকায় তুলে নাও ৪. উক্ত পঙ্ক্তি দুটিতে যে আবেগ ফুটে উঠেছে তা হচ্ছেÑ র. কিশোর মনের উচ্ছ¡াস রর. ভাই ও বোনের সত্যিকার মর্যাদা ররর. কল্পনার অবাধ প্রবাহ নিচের কোনটি সঠিক? ক র খ রর গ র ও রর  র ও ররর নচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও : পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা শোনার কোন বাইরে যেখানে পথ নাই, নাইরে সেখানে অকারণে যায় ছুটে। ৫. কবিতাংশটিতে ‘নদীর স্বপ্ন’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ক নৌ ভ্রমণের আনন্দ ˜ কল্পনার অবাধ প্রবাহ গ নদী ভ্রমণের ভাবনা ঘ অকারণে ছুটোছুটি ৬. উক্ত ফুটে ওঠা দিকটি নিচের যেসব চরণের সাথে সংগতিপূর্ণÑ র. সবগুলো নদী দেখাবে কিন্তু আগে পদ্মায় চলো রর. খাওয়া হলো শেষ, আবার চলেছি, দুলছে ছোট্ট নাও ররর. ছোকানুর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও নিচের কোনটি সঠিক? ˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৭. ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদকÑ ক রবীন্দ্রনাথ ঠাকুর ˜ বুদ্ধদেব বসু গ কাজী নজরুল ইসলাম ঘ জীবনানন্দ দাশ ৮. “পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে।” Ñউদ্ধৃতাংশে প্রকাশ পেয়েছেÑ ক উদারতা ˜ স্নেহপরায়ণতা গ কর্তব্যনিষ্ঠা ঘ সহমর্মিতা ৯. ‘প্রগতি’ পত্রিকার প্রকাশকাল কত? ক ১৯২৫-১৯২৭ খ্রি. খ ১৯২৬-১৯২৮ খ্রি. ˜ ১৯২৭-১৯২৯ খ্রি. ঘ ১৯২৮-১৯৩০ খ্রি. ১০. কানাই যে কথাটি বলে বোনের প্রতি দরদ প্রকাশ করেছে তা হলোÑ ˜ মাঝি, তুমি দেখো ছোকানুরে, ভাই খ ছোকানুরে তুই আকাশের রানি গ ছোকানুর কাছে দুটি আনি আছে ঘ ছোকানু আমার বোন ১১. কানাই মাঝিকে সবশেষে কোন রঙের পাল তোলার কথা বলেছিল?  লাল খ সাদা গ নীল ঘ হলুদ ১২. বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়? ক পাবনা ˜ মুন্সিগঞ্জ গ বরিশাল ঘ ফরিদপুর ১৩. মাঝির গানে তাল দেবে কে? ক কানাই  জলের শব্দ গ ছোকানু ঘ নদীর ঢেউ ১৪. ‘নদীর স্বপ্ন’ কবিতা পাঠে কিসের প্রসার ঘটবে? ক সৃজনশীল শক্তির খ বাকশক্তির  কল্পনাশক্তির ঘ মেধাশক্তির ১৫. কোন কাজের জন্য কানাই মাঝির প্রশংসা করে? ক নৌকায় তোলায় খ গল্প বলায় গ গান শোনার  ইলিশ কেনায় ১৬. ‘শোণ’ কিসের নাম?  নদীর খ সাগরের গ পাহাড়ের ঘ গ্রামের ১৭. মাঝিকে সিকিটি দেওয়ার প্রস্তাব করেছিল  কানাই খ ছোকানু গ জেলে ঘ অচেনা লোক  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর  কবি-পরিচিতি ১৮. ‘প্রগতি’ কী ধরনের পত্রিকা? (জ্ঞান) ক দৈনিক খ সাপ্তাহিক গ মাসিক ঘ ত্রৈমাসিক ১৯. বুদ্ধদেব বসু কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১৯০৬  ১৯০৮ গ ১৯০৯ ঘ ১৯১০ ২০. বুদ্ধদেব বসু কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ১৯৬০ খ ১৯৬৫ গ ১৯৭২  ১৯৭৪ ২১. বুদ্ধদেব বসু কয়টি পেশা গ্রহণ করেছিলেন? (জ্ঞান)  ২ খ ৩ গ ৪ ঘ ৫ ২২. বুদ্ধদেব বসু কোথায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক কুমিল্লায় খ ঢাকায় গ খুলনায় ঘ পাবনায় ২৩. সচিত্র মাসিক পত্রিকা ‘প্রগতি’ কোথা থেকে প্রকাশিত হয়? (জ্ঞান) ক পুরানা পল্টন খ নয়াপল্টন গ শান্তিনগর ঘ বাংলাবাজার  মূলপাঠ ২৪. দুরন্ত বালক কানাই কাকে দুটো কথা শোনার জন্য অনুনয় করছে? (জ্ঞান) ক ছোকানুকে  মাঝিকে গ দিদিকে ঘ স্কুলের দারোয়ানকে ২৫. মাঝির নৌকা কোথায় বাঁধা ছিল? (জ্ঞান)  ঘাটে খ নদীর ওপারে গ সাঁকোর সঙ্গে ঘ গাছের সাথে ২৬. মাঝির সঙ্গে কানাই ও ছোকানু কোন কোন নদীতে বেড়াতে চেয়েছিল? (জ্ঞান)  মেঘনা, পদ্মা, শোণ খ পদ্মা, যমুনা, শোণ গ যমুনা, সুরমা, পদ্মা ঘ বুড়িগঙ্গা, সুরমা, শোণ ২৭. কানাইয়ের বোনের নাম কী? (জ্ঞান)  ছোকানু খ গোলাপি গ রথি ঘ মিনি ২৮. কানাইয়ের মা কী করছেন? (জ্ঞান) ক খাবার খাচ্ছেন খ ঘুমিয়ে আছেন গ বেড়াতে যাচ্ছেন ঘ কানাইকে পাহারা দিচ্ছেন ২৯. কানাই মাঝিকে কোন নদীতে প্রথমে যেতে বলেছিল? (জ্ঞান) ক মেঘনা খ যমুনা  পদ্মা ঘ সুরমা ৩০. ‘নদীর স্বপ্ন’ কবিতায় ঝাঁকে ঝাঁকে বেঁকে কী উড়ে চলে যায়? (জ্ঞান) ক প্রজাপতি খ শঙ্খচিল  পাখি ঘ কবুতর ৩১. কে রুপোলি নদীর রুপোলি ইলিশ কিনেছিল? (জ্ঞান)  মাঝি খ কানাই গ ছোকানু ঘ দিদি ৩২. বিছানা বালিশ ছাড়া কে ঘুমাতে চাইল? (জ্ঞান) ক কানাই খ মাঝি গ ছোকানু ঘ জেলে ৩৩. কে বড়ই ভিতু? (জ্ঞান) ক কানাই খ ছোকানু গ দিদি ঘ মাঝি ৩৪. ছোকানুর কাছে কয় আনি মুদ্রা ছিল? (জ্ঞান) ক এক খ দুই গ তিন ঘ চার ৩৫. কানাই মাঝিকে কখন পাল নামাতে বলেছিল? (জ্ঞান)  সন্ধ্যার বুকে তারা ফুটলে খ আকাশের বুকে চাঁদ উঠলে গ জলের তলে সূর্য লুকালে ঘ বিকেলের হালকা রোদে ৩৬. ‘নদীর স্বপ্ন’ কবিতায় পইঠায় বসে ‘ধোঁয়া-ওঠা ভাতের সাথে কী খাওয়ার কথা বলা হয়েছে? (জ্ঞান) ক রুই মাছ খ ভাজা ইলিশ গ সবজি ভাজি ঘ শোল মাছ ৩৭. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কাকে ‘আকাশের মুখে তিল’ হিসেবে কল্পনা করা হয়েছে? (জ্ঞান)  ছোট পাখিকে খ তারাকে

অষ্টম শ্রেণির বাংলা নদীর স্বপ্ন Read More »

অষ্টম শ্রেণির বাংলা আবার আসিব ফিরে

আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ কবি-পরিচিতি নাম জীবনানন্দ দাশ। জন্ম ও পরিচয় জন্ম তারিখ : ১৭ই ফেব্রæয়ারি, ১৮৯৯ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : বরিশাল শহর। পিতৃ-মাতৃ পরিচয় পিতার নাম : সত্যানন্দ দাশ; মাতার নাম : কুসুম কুমারী দাশ। শিক্ষাজীবন মাধ্যমিক : বি. এম. স্কুল, বরিশাল। উচ্চ মাধ্যমিক : বি. এম. কলেজ, বরিশাল; স্নাতক : প্রেসিডেন্সি কলেজ, কলকাতা; স্নাতকোত্তর : কলকাতা বিশ্ববিদ্যালয় এমএ (ইংরেজি)। কর্মজীবন/পেশা অধ্যাপনা : কলকাতা সিটি কলেজ, রামযশ কলেজ দিল্লি, বরিশাল ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ, বড়িষা কলেজ ও হাওড়া গার্লস কলেজ। সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ : ঝরা পালক, ধূসর পাÐুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। গল্প : জীবনানন্দ দাশের গল্প। প্রবন্ধ : কবিতার কথা। উপন্যাস : মাল্যদান, সতীর্থ। জীবনাবসান মৃত্যু তারিখ : ২২শে অক্টোবর, ১৯৫৪ সাল। উৎস নির্দেশ  ‘আবার আসিব ফিরে’ কবিতাটি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ধানসিঁড়ি কীসের নাম?  নদীর খ শহরের গ ধানের ঘ গ্রামের ২. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? ক ধূসর পাÐুলিপি  রূপসী বাংলা গ ঝরা পালক ঘ বনলতা সেন ৩. ‘সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে’Ñএখানে সারাদিন কেটে যাবে কার? ক হঁাঁসের খ কিশোরীর গ কাকের  কবির কবিতাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : ‘গোধূলি লগনে জগদীশে স্মরণে বিদায় লইব জনমের তরে লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের ক্রোড়ে’ \ ৪. উদ্দীপকে ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?  স্বদেশচেতনা খ মৃত্যুচেতনা গ প্রকৃতিচেতনা ঘ ধর্মচেতনা ৫. উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে নিচের কোন চরণে? র. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় রর. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে ররর. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৬. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন? ˜ হাঁস খ পানকৌড়ি গ ল²ীপেঁচা ঘ বক ৭. ধানসিঁড়ি নদীটি কোন জেলায়? ক ঝালকাঠি ˜ বরিশাল গ খুলনা ঘ পিরোজপুর ৮. ‘হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে’ Ñএখানে শিশুর কর্মে কোনটি প্রকাশ পেয়েছে? ক অপচয় খ আনন্দ ˜ খেয়ালিপনা ঘ স্বাধীনতা ৯. সুদর্শন কীসের বাতাসে উড়বে? ˜ সন্ধ্যার বাতাসে খ পূবালী বাতাসে গ দক্ষিণা হাওয়ায় ঘ ভোরের হাওয়ায় উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও : ইব্রাহিমকে তার বাবা-মা বিদেশ পাঠাতে চাইলে সে কোনোভাবেই রাজি হয় না। বাবা-মাকে সে জানায় সে বাংলাদেশেই থাকবে। তার যদি আবার জন্ম হয় তবে সে এখানেই ফিরে আসতে চায়। ১০. উদ্দীপকটির মূলভাব নিচের কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ক দেশ খ বঙ্গভ‚মির প্রতি গ একুশের গান ˜ আবার আসিব ফিরে ১১. কবিতাটিতে ফুটে উঠেছে কবিরÑ ˜ স্বদেশপ্রেম খ মানবপ্রেম গ প্রকৃতিপ্রেম ঘ স্বজনপ্রেম ১২. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে? ক পদ্মা খ সুগন্ধা ˜ রূপসা ঘ কীর্তনখোলা ১৩. কবি জীবনানন্দ দাশের সারাদিন কেটে যাবে কোথায়? ক বাংলাদেশের সবুজ করুণ ডাঙায় ˜ কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে গ কুয়াশার বুকে ভেসে ঘ বাংলার নদী মাঠ খেত ভালোবেসে ১৪. কোন সময়ের বাতাসে সুদর্শন ওড়ে? ক বিকেলের ˜ সন্ধ্যার গ সকালের ঘ দুপুরের ১৫. উঠানের ঘাসে গ্রামের শিশু কী ছড়ায়? ক মুড়ি  খই গ বীজ ঘ চিড়া ১৬. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি বাংলাদেশের কোন রূপটি তুলে ধরেছেন? ক সম্পদের কথা খ পাখ পাখালির কথা  প্রাকৃতিক সৌন্দর্যের কথা ঘ নদ নদীর কথা ১৭. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কীসের প্রতি কবির আকর্ষণ দেখা যায়? ক বাংলার হাওয়া খ বাংলার নদনদী  বাংলার প্রকৃতি ঘ বাংলার গণমানুষ নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও : দূরে সরে গেছে হিমজর্জর কুয়াশায় ঢাকা বেদনা নিথর মর্মরি ওঠে মধুর রাগিনী বন নিকুঞ্জ তলে সুন্দর সে যে হাসিতে তাহার নিখিল ভুবন ভোলে। ১৮. উদ্দীপকের সাথে ‘আবার আসিব ফিরে’ কবিতার প্রধান বৈসাদৃশ্য কীসে? ক প্রকৃতিপ্রেমে  দেশাত্মবোধে গ ঋতুবৈচিত্র্যে ঘ চিত্রকল্পে ১৯. উক্ত বৈসাদৃশ্য ফুটে ওঠে যে চরণে তা হলো র. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরেএই বাংলায় রর. হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে ররর. জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায় নিচের কোনটি সঠিক?  র খ রর গ র ও ররর ঘ র, রর ও ররর  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর  কবি-পরিচিতি ২০. জীবনানন্দ দাশ কোথায় মারা যান? (জ্ঞান) ক ঢাকায়  বরিশালে গ নদীয়ায় ঘ কলকাতায় ২১. জীবনানন্দ দাশ কত সালে এম এ পাস করেন? (জ্ঞান) ক ১৯২০ ˜ ১৯২১ গ ১৯২২ ঘ ১৯২৩ ২২. জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন? (জ্ঞান) ক ঢাকা ˜ কলকাতা গ অক্সফোর্ড ঘ রবীন্দ্র ভারতী ২৩. জীবনানন্দ দাশের প্রথম কর্মজীবন শুরু হয় কী হিসেবে? (জ্ঞান) ক সাহিত্যিক খ সাংবাদিক ˜ অধ্যাপক ঘ রাজনীতিবিদ ২৪. জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১৮৯০ খ ১৮৯৫  ১৮৯৯ ঘ ১৯০১ ২৫. জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ১৯৪৫  ১৯৫৪ গ ১৯৫৫ ঘ ১৯৬৫  মূলপাঠ ২৬. ‘রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে; দেখিবে ধবল বক, -কোন সময়ের বর্ণনা? ক সকালের খ দুপুরের গ বিকেলের ˜ সন্ধ্যার ২৭. কোথায় ফিরে আসতে চান? (জ্ঞান) ক লন্ডনে খ ভারতে গ পাকিস্তানে  বাংলায় ২৮. কুয়াশার বুকে ভেসে একদিন কবি জীবনানন্দ দাশ কোথায় আসবেন? (জ্ঞান) ক শিমুল ছায়ায়  কাঁঠাল ছায়ায় গ পলাশ ছায়ায় ঘ আম্র ছায়ায় ২৯. কার লাল পায়ে ঘুঙুর থাকার কথা বলেছেন? (জ্ঞান) ক শিশুর খ যুবতীর  কিশোরীর ঘ বধূর ৩০. বাংলার সবুজ গঙ্গা কোনটি দ্বারা সিক্ত হয়? (জ্ঞান) ক শিশিরের জলে খ বৃষ্টির জলে  জলাঙ্গীর ঢেউয়ে ঘ কুয়াশার চাদরে ৩১. ‘আবার আসিব ফিরে’ কবিতায় ল²ীপেঁচা কোন গাছের ডালে বসে ডাকে? (জ্ঞান) ক কাঁঠাল খ সজনে  শিমুল ঘ সেগুন ৩২. রাঙা মেঘ সাঁতরায়ে কে অন্ধকারে নীড়ে আসছে? (জ্ঞান) ক মাছরাঙা খ এক ঝাঁক সারস  ধবল বক ঘ পাতিহাঁস ৩৩. বাংলাদেশে নবান্ন উৎসব কোন মাসে হয়? (জ্ঞান) ক অগ্রহায়ণ খ ভাদ্র  কার্তিক ঘ শ্রাবণ ৩৪. শিমুলের ডালে ল²ীপেঁচা রূপে কার ডাক শোনা যাবে? (জ্ঞান) ক কিশোরের খ শিশুর গ কিশোরীর ˜ কবির ৩৫. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন দুটি গাছের উল্লেখ আছে? (জ্ঞান) ˜ কাঁঠাল, শিমুল খ কাঁঠাল, জারুল গ শিমুল, জলপাই ঘ শিমুল, জাম ৩৬. আবার ধানসিঁড়িটির তীরে ফিরে আসতে চান কেন? (অনুধাবন)  বাংলাদেশের প্রতি ভালোবাসার জন্য খ মাকে ভালোবাসার জন্য গ দেশের মানুষকে ভালোবাসার জন্য ঘ বাংলার প্রকৃতিকে ভালোবাসার জন্য ৩৭. ‘আবার আসিব ফিরে’ কবিতাটিতে কবির কীসের প্রতি আকর্ষণ লক্ষ করা যায়?

অষ্টম শ্রেণির বাংলা আবার আসিব ফিরে Read More »

অষ্টম শ্রেণির বাংলা নারী

নারী কাজী নজরুল ইসলাম কবি-পরিচিতি নাম কাজী নজরুল ইসলাম। জন্ম পরিচয় জন্ম তারিখ : ২৪শে মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ (১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ); জন্মস্থান : বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। পিতৃ ও মাতৃ পরিচয় পিতার নাম : কাজী ফকির আহমদ; মাতার নাম : জাহেদা খাতুন। শিক্ষাজীবন প্রাথমিক শিক্ষা : গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষালাভ। মাধ্যমিক : প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল, পরে মাথরুন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। কর্মজীবন/পেশা প্রথম জীবনে জীবিকার তাগিদে তিনি কবিদলে, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। পরবর্তীতে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসায় ও সাহিত্য সাধনা করেন। সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ : অগ্নিবীণা, বিষের বাঁশী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয়-শিখা, দোলন-চাঁপা, ছায়ানট, সিন্ধু-হিন্দোল, চক্রবাক। উপন্যাস : বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্পগ্রন্থ : ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। নাটক : ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে। প্রবন্ধগ্রন্থ : যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী, রুদ্র মঙ্গল। জীবনীগ্রন্থ : মরুভাস্কর [হযরত মুহাম্মদ (স)-এর জীবনীগ্রন্থ] অনুবাদ : রুবাইয়াত-ই-হাফিজ, রুবাইয়াত-ই-ওমর খৈয়াম। গানের সংকলন : বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুলগীতিকা, সুরলিপি, গানের মালা। সম্পাদিত পত্রিকা : ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ। পুরস্কার ও সম্মাননা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘জগত্তারিণী স্বর্ণপদক’ এবং ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভ‚ষণ’ উপাধি লাভ। রবীন্দ্রভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডি. লিট ডিগ্রি (১৯৭৪) প্রদান করে। তাছাড়া ১৯৭৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে ‘একুশে পদক’ প্রদান এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করে। জীবনাবসান মৃত্যু তারিখ : ২৯শে আগস্ট, ১৯৭৬ খ্রিষ্টাব্দ (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ); সমাধিস্থান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ। উৎস নির্দেশ  ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? ক ১৯১৯ খ ১৯৭২ গ ১৯৭৫  ১৯৭৬ ২. বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই? ক বোনের সেবা  নারীর সিঁথির সিঁদুর গ ভগ্নির আত্মত্যাগ ঘ বধূদের আত্মত্যাগ ৩. ‘পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’- চরণটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ প্রবাদবাক্যÑ র. ইটটি মারলে পাটকেলটি খেতে হয় রর. যেমন কর্ম তেমন ফল ররর. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : গণসংগীত শিল্পী কাঙালিনী সুফিয়া জীবিকার তাগিদে কোদাল-টুকরি নিয়ে পুরুষ শ্রমিকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি নিতে গিয়ে দেখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে দু-শ টাকা আর তাকে দেওয়া হলো একশ টাকা। এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে- এটাই নিয়ম! ৪. বিজ্ঞাপিত উদ্দীপকটির সাথে ‘নারী’ কবিতার ভাবগত ঐক্যের দিকটি হলোÑ র. বৈষম্য রর. শোষণ ররর. সাম্য নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৫. উদ্দীপকের ভাব নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? ক অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর  কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে গ বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি ঘ কোনো কালে এক হয়নি কো জয়ী পুরুষের তরবারি ৬. “জগৎ জুড়িয়া একজাতি আছে সে জাতির নাম মানুষ জাতি”Ñ পঙক্তিদ্বয়ের সাথে সাদৃশ্যপূর্ণ নিচের কোন পঙক্তিটি? র. আমার চক্ষে পুরুষ-রমণী ভেদাভেদ নাই রর. অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ররর. প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-ল²ী নারী নিচের কোনটি সঠিক? ˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৭. উদ্দীপকে প্রকাশ পেয়েছেÑ ক জাতীয়তাবাদ ˜ সাম্যবাদ গ ন্যায়বিচার ঘ বর্ণবাদ ৮. ‘নারী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ক বিষের বাঁশী খ অগ্নিবীণা ˜ সাম্যবাদী ঘ সর্বহারা নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : “তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়।” ৯. উদ্দীপকে ফুটে ওঠা দিকটি কোন কবিতার সঙ্গে সংগতিপূর্ণ? ক বঙ্গভ‚মির প্রতি ˜ নারী গ দুইবিঘা জমি ঘ নদীর স্বপ্ন ১০. সাদৃশ্যপূর্ণ দিকটি কোন চরণে ফুটে উঠেছে? ˜ কোনোকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি খ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন গ মধুহীন করো না গো তব মমঃকোকনদে ঘ পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : মুসা ইব্রাহিম আমাদের এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি। স্ত্রী তাহুরার অনুপ্রেরণাই তাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে বলে তিনি মনে করেন, বরফের সুউচ্চ চ‚ড়ায় বাংলাদেশের পতাকা উড়ান। ১১. পরের উদ্দীপকের কাজী নজরুল ইসলাম রচিত ‘নারী’ কবিতার কোন ভাবটি প্রাসঙ্গিক? ক নারীর সাহসিকতা খ নারীর আত্মত্যাগ গ নারীর বেদনা ˜ নারীর অনুপ্রেরণা ১২. মুসা ইব্রাহিম এবং কবি নজরুল ইসলামের অনুভ‚তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ/চরণগুলো হলোÑ র. অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর রর. প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়-ল²ী নারী ররর. পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই নিচের কোনটি সঠিক? ক র খ রর ˜ র ও রর ঘ র, রর ও ররর ১৩. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন? ক ৪১ ˜ ৪৩ গ ৪৫ ঘ ৪৭ ১৪. পুরুষের তরবারি ছাড়াও বিজয়ের সাথে যুক্ত হয়েছেÑ র. নাারীর ভালোবাসা রর. নারীর প্রেরণা ররর. নারীর শক্তি নিচের কোনটি সঠিক? ক র খ র ও রর ˜ রর ও ররর ঘ ররর ১৫. সে যুগ হয়েছে ‘বাসি’ এখানে বাসি বলতে ক দাস খ সাহেব গ মুক্ত ঘ গোলাম [বি.দ্র. : সঠিক উত্তর নেই] ১৬. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ক জনকণ্ঠ খ সওগাত  বিজলী ঘ যুগান্তর ১৭. কাজী নজরুল ইসলাম তার লেখায় কোন শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন?  আরবি-ফারসি খ ফারসি-উর্দু গ হিন্দি-ইংরেজি ঘ আরবি-হিন্দি ১৮. কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? ক ১৯৭১  ১৯৭২ গ ১৯৭৩ ঘ ১৯৭৬ ১৯. নারী কোথায় সিঁথির সিঁদুর দিল? ক পীড়নে খ অভিযানে গ সাম্যে  রণে ২০. ‘নারী’ কবিতায় কবি কীসের ডঙ্কা বেজে ওঠার কথা বলেছেন? ক নারীর বিজয় লাভের খ পুরুষ শাসনের অবসানের গ নারীর কর্তৃত্ব প্রতিষ্ঠার  নারী-পুরুষের সমতার ২১. “আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই”Ñচরণটিতে কবি কাজী নজরুল ইসলামের কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে?  সাম্যবাদী মানসিকতা খ অসা¤প্রদায়িক চেতনা গ দায়িত্ববোধ ঘ অধিকার চেতনা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর  কবি-পরিচিতি ২২. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১৮৯০  ১৮৯৯ গ ১৯০০ ঘ ১৯০১ ২৩. কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)  বর্ধমান খ যশোর গ বরিশাল ঘ নাটোর ২৪. কাজী নজরুল ইসলাম কোন শ্রেণির ছাত্র থাকাকালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? (জ্ঞান) ক সপ্তম খ অষ্টম গ নবম  দশম

অষ্টম শ্রেণির বাংলা নারী Read More »

Scroll to Top