অষ্টম শ্রেণীর সহপাঠ কিশোর কাজি
কিশোর কাজি (আরব্য উপন্যাস অবলম্বনে) বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন? বাগদাদের খ ইরানের গ বাহরাইনের ঘ সৌদি আরবের ২. খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন? [য. বো. ’১৫] ক শাস্তি প্রদানের কৌশল বিচার করার কৌশল গ সত্য উদ্ঘাটনের কৌশল ঘ রায় দেওয়ার কৌশল ৩. নাজিম হলো- র. নিষ্ঠুর ও নিপীড়ক রর. লোভী ও স্বার্থপর ররর. বিশ্বাসঘাতক নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর ৪. আলী মোহরের অস্তিত্ব প্রমাণ করতে পারল না। কারণÑ ক কলসিতে কোনো মোহর ছিল না মোহর রাখার কোনো সাক্ষী ছিল না গ আলী সত্য কথা বলছিল না ঘ নাজিম কোনো সহযোগিতা করছিল না নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও : অমল বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে পাঠকচক্রের বই নিয়ে বন্ধু বিমলকে ধার দেয়। কিছুদিন পরে অমল বইটি ফেরত চাইলে বিমল তা সম্পূর্ণ অস্বীকার করে। ৫. উদ্দীপকের বিমল ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? ক আলিকোজাই খ কাজি নাজিম ঘ নাজিমের স্ত্রী ৬. উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্রে বিশেষভাবে প্রতীয়মানÑ ক ক‚টকৌশল খ হীনম্মন্যতা প্রতারণা ঘ ধূর্ততা ৭. খলিফা যে রাতে বালকদের খেলা দেখছিল সে রাত কেমন ছিল? ক অমাবস্যার রাত পূর্ণিমার রাত গ মেঘাচ্ছন্ন রাত ঘ ধূসর রাত ৮. ‘কিশোর কাজি’ গল্পে বালকেরা কী দিয়ে জলপাইয়ের কলসি ভর্তি করেছিল? ক ইটের কুচি খ নুড়িপাথর মাটির ঢেলা ঘ কাগজের টুকরা ৯. ‘কিশোর কাজি’ গল্পে কিশোর কাজির কর্মকাÐে প্রকাশ পেয়েছেÑ ক কর্মদক্ষতা বিচক্ষণতা গ অভিজ্ঞতা ঘ দায়িত্বশীলতা ১০. আলী কোজাই পেশায় ছিলেনÑ ব্যবসায়ী খ কৃষক গ চাকরিজীবী ঘ বিচারক ১১. হারুন-অর-রশিদের উপাধি কী ছিল? ক বাদশাহ খ সম্রাট গ রাজা খলিফা নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও : জুবায়ের ও মতিন দুই বন্ধু। মনির বিপদে পড়ায় জুবায়ের তাকে কিছু টাকা ধার দেয়। পরে প্রয়োজন পড়ায় জুবায়ের তার টাকাগুলি ফেরত চাইলে মনির টাকা নেওয়ার ব্যাপারটি অস্বীকার করে। ১২. উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত কোন রচনার বিষয়বস্তুর মিল রয়েছে? ক মার্চেন্ট অব ভেনিস কিশোর কাজি গ রাজকুমার ও ভিখারীর ছেলে ঘ সাড়ে তিন হাত জমি ১৩. উল্লিখিত রচনায় প্রকাশ পেয়েছেÑ ক প্রতিহিংসা ভালো নয় খ বুদ্ধিমত্তার মূল্য আছে লোভের পরিণতি হয় ভয়ানক ঘ অতিরিক্ত কৌত‚হল বিপদ ডেকে আনে ১৪. ‘কিন্তু আমি তা ছুঁইনি।’ Ñউক্তিটি কার? নাজিমের খ আলী কোজাইয়ের গ নাজিমের স্ত্রীর ঘ বালক কাজীর ১৫. যতেœ রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে? ক চার মাস খ পাঁচ মাস ছয় মাস ঘ সাত মাস ১৬. সোনার মোহর কীসের ভিতর ছিল? ক বাক্সের খ গøাসের গ পাতিলের কলসির ১৭. আলী কোজাই পেশায় ছিলেনÑ ব্যবসায়ী খ কৃষক গ চাকরিজীবী ঘ বিচারক ১৮. কতদিন আলী কোজাই-এর খোঁজ পাওয়া যায়নি? দু’বছর খ তিনবছর গ পাঁচবছর ঘ সাতবছর ১৯. নিরুপায় হয়ে আলী কোজাই কোথায় নালিশ করল? ক ফৌজদারি আদালতে খ খলিফার দরবারে কাজির দরবারে ঘ দেওয়ানি আদালতে নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও : সাগরের নিকট থেকে তার বন্ধু সোহাগ কয়েকটি বই পড়তে নিয়ে যায়। সাগরের প্রয়োজনে বইগুলো ফেরত চাইলে সোহাগ বই নেয়ার বিষয়টি অস্বীকার করে। এতে দুজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ২০. উদ্দীপকের সোহাগের সাথে ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? নাজিমের খ কিশোর কাজির গ আলী কোজাই-এর ঘ কাজির ২১. সাদৃশ্যপূর্ণ চরিত্রটির মধ্যে নিচের কোন বৈশিষ্ট্য লক্ষণীয়? ক কুটিলতা মিথ্যাবাদিতা গ চতুরতা ঘ শঠতা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২. বিচারালয়ে বহু মানুষের ভিড় হওয়ার কারণ কী? (জ্ঞান) ক আলী কোজাইয়ের ঘটনা সবাই জানত বলে বালকদের বিচার দেখতে গ খলিফা সবাইকে দাওয়াত করলেন ঘ সাক্ষীর জন্য বহু মানুষের প্রয়োজন বলে ২৩. আলীর মোহরগুলো নাজিম কোথায় রেখেছিল? (জ্ঞান) ক থলেতে সিন্দুকে গ মাটির নিচে ঘ বড় কলসিতে ২৪. নাজিম কলসি উপুড় করে ঢেলে দিলে ভেতরে কী দেখতে পেল? (জ্ঞান) ক সোনার গহনা সোনার মোহর গ রুপার মোহর ঘ রুপার গহনা ২৫. ‘তুমি ভীষণ মিথ্যাবাদী’Ñ কথাটি কে বলেছিল? (জ্ঞান) ক আলী কাজি গ নাজিম ঘ নাজিমের স্ত্রী ২৬. কোন খলিফার শাসনকালে বাগদাদে আলী কোজাই নামের এক বণিক বাস করত? (জ্ঞান) হারুন-অর-রশীদ খ আবুল মনসুর গ মামুন ঘ উমর বিন আব্দুল আজিজ ২৭. বণিক আলী কোজাই কীভাবে টাকা সঞ্চয় করেছিল? (অনুধাবন) পরিশ্রম করে খ দান পেয়ে গ পুরস্কার পেয়ে ঘ ভিক্ষাবৃত্তি করে ২৮. আলী কোজাই কলসি কিনেছিল কেন? (অনুধাবন) ক পানি রাখার জন্য খ কলসি নদীতে ভাসানোর জন্য সঞ্চিত অর্থ নিরাপদে রাখার জন্য ঘ দান করার জন্য ২৯. সঞ্চিত অর্থ নিরাপদে রাখার জন্য জনাব মুহিত একটা বাক্সে ভরে বন্ধুর কাছে আমানত রেখে বিদেশে পাড়ি জমালেন। ‘কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের সাথে জনাব মুহিতের কাজটি সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ) ক কিশোর কাজি খ নাজিম আলী কোজাই ঘ খলিফা হারুন-অর-রশীদ ৩০. ‘কিশোর কাজি’ গল্পে নাজিমের কাজে কোন গুণটি লঙ্ঘিত হয়েছে? (প্রয়োগ) সততা খ দয়া গ ভ্রাতৃত্ব ঘ পরমতসহিষ্ণুতা ৩১. নাজিমের স্ত্রী আলী কোজাইয়ের গচ্ছিত রাখা কলসির মুখ খুলতে স্বামীকে বাধা দেওয়ার মধ্য দিয়ে কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে? (প্রয়োগ) ক সৎসাহস আমানতদারিতা গ সততা ঘ বিশ্বস্ততা ৩২. আলী কোজাইয়ের কলসির মুখ কী দিয়ে ঢাকা ছিল? (জ্ঞান) জলপাই খ আপেল গ বরই ঘ জামরুল ৩৩. আলী কোজাই সম্পদ গচ্ছিত রেখে কোথায় গিয়েছিলেন? (জ্ঞান) ক আমেরিকা মক্কা গ ভারত ঘ ইরান ৩৪. খলিফা ও উজির বিস্মিত হয়েছিলেন কেন? (অনুধাবন) ক বালকদের খেলা দেখে বালকদের বিচার ক্ষমতা দেখে গ আলী কোজাইয়ের বিশ্বস্ততা দেখে ঘ নাজিমের ধূর্ততা দেখে ৩৫. কিশোর কাজির বিচারের মধ্য দিয়ে কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটেছে? (প্রয়োগ) ক সততা খ সাহসিকতা গ দৃঢ়তা বিচক্ষণতা ৩৬. কলসির মধ্যে কীসের মোহর ছিল? (জ্ঞান) সোনার খ রুপার গ পিতলের ঘ তামার ৩৭. ‘কিশোর কাজি’ গল্পটির শিক্ষণীয় দিক কী? (উচ্চতর দক্ষতা) বিচক্ষণতার সাথে সত্য উদ্ঘাটন করা খ ছোট ছোট বালক-বালিকাদের প্রতি স্নেহ প্রদর্শন গ অপরাধীকে ক্ষমা করে দেয়া ঘ অপরাধের দায় স্বীকার করা ৩৮. নাজিমের কাছে গিয়ে মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আলী কোজাই কী করলেন? ক মারামারি খ গালাগালি অনুরোধ ঘ প্রতিজ্ঞা ৩৯. ‘কিশোর কাজি’ গল্পের বণিক কে? ক নাজিম খ আজিম গ নিজাম আলী কোজাই ৪০. নাজিম কলসির মুখ খুলেছিল কেন? ক সোনার মোহরগুলো নিতে জলপাই নিতে গ কৌত‚হলের বশবর্তী হয়ে ঘ লোভের বশবর্তী হয়ে ৪১. বালকেরা আলী-নাজিমের বিচার খেলে কেন? ক দোষীকে চিিহ্নত করার জন্য মজা করার জন্য গ পুরস্কার পাওয়ার জন্য ঘ পূর্ণিমা রাতের জন্য বহুপদী
অষ্টম শ্রেণীর সহপাঠ কিশোর কাজি Read More »