Author name: Masud Rana

অষ্টম শ্রেণির বাংলা দুই বিঘা জমি

দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর কবি-পরিচিতি নাম প্রকৃত নাম : রবীন্দ্রনাথ ঠাকুর; ছদ্মনাম : ভানুসিংহ ঠাকুর। জন্ম পরিচয় জন্ম তারিখ : ৭ই মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ); জন্মস্থান : জোড়াসাঁকো, কলকাতা, ভারত। বংশ পরিচয় পিতার নাম : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতার নাম : সারদা দেবী; পিতামহের নাম : প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। শিক্ষাজীবন রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞানার্জনের কোনো ত্রæটি হয়নি। পেশা/কর্মজীবন ১৮৮৪ খ্রিষ্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ খ্রিষ্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এ সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহাজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। সাহিত্য সাধনা কাব্য : মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, ক্ষণিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিনে, শেষলেখা বিশেষ উল্লেখযোগ্য। উপন্যাস : গোরা, ঘরে-বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা। কাব্যনাট্য : কাহিনী, চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায় অভিশাপ, বিসর্জন, রাজা ও রাণী। নাটক : অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তির উপায়, রক্তকরবী, রাজা। গল্পগ্রন্থ : গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী, লিপিকা, সে, কৈশোরক। ভ্রমণকাহিনী : জাপানযাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, য়ুরোপ যাত্রীর ডায়েরী, য়ুরোপ প্রবাসীর পত্র। পুরস্কার ও সম্মাননা নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট (১৯১৩), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট (১৯৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট (১৯৩৬)। জীবনাবসান মৃত্যু তারিখ : ৭ই আগস্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)। উৎস নির্দেশ  রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ‘দুই বিঘা জমি’ কোন ধরনের কবিতা?  কাহিনী-কবিতা খ গীতিকবিতা গ চতুর্দশপদী কবিতা ঘ স্বদেশপ্রেমের কবিতা ২. ‘সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম’Ñ পঙ্ক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলোÑ র. স্মৃতিকাতরতা রর. স্পর্শকাতরতা ররর. অনুদারতা নিচের কোনটি সঠিক? ক র  র ও রর গ র ও ররর ঘ রর ও ররর ৩. বাবু সাহেবের সম্পত্তি-আকাক্সক্ষা ফুটে উঠেছে যে চরণেÑ র. বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে রর. পেলে দুই বিঘে, প্রস্থ ও দিঘে সমান হইবে টানা ররর. এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভ‚রি ভ‚রি নিচের কোনটি সঠিক? ক র  র ও রর গ র ও ররর ঘ রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : এক যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন শামিম সাহেব। কিন্তু তারপরও তার মনে সুখ নেই। সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন কোনোকিছুই তাকে আকৃষ্ট করে না। সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকাবাঁকা মেঠো পথের ধারের কুঁড়েঘরে, যেখানে কেটেছে তার শৈশব, কৈশোরের সোনালি সময়। ৪. উদ্দীপকে শামিম সাহেবের মানসিকতায় ‘দুই বিঘা জমি’ কবিতার কোন অনুভ‚তি প্রকাশ পেয়েছে?  স্বদেশপ্রীতি খ প্রকৃতিপ্রীতি গ স্বাজাত্যপ্রীতি ঘ মর্ত্যপ্রীতি ৫. উক্ত অনুভ‚তি ফুটে উঠেছে নিচের কোন চরণে? ক চেয়ে দেখো মোর আছে বড়-জোর মরিবার মতো ঠাঁই খ কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য গ কল্যাণময়ী ছিলে তুমি অয়ি ক্ষুধাহরা সুধারাশি  তবু নিশিদিনে ভুলিতে পারিনে, সেই দুই বিঘা জমি ৬. ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘ধাম’ বলতে কবি কী বুঝিয়েছেন? ˜ তীর্থস্থান খ পাত্র বিশেষ গ আনন্দ ঘ জমি ৭. মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুমÑপঙ্ক্তিতে প্রকাশ পেয়েছেÑ ক স্পর্শকাতরতা ˜ স্মৃতিকাতরতা গ আকুতি ঘ হতাশা ৮. ছিলে দেবী হলে দাসী। কবি এখানে জন্মভ‚মিকে কী হারানোর কথা বুঝিয়েছেন? ক স্বাধীনতা ˜ সৌন্দর্য গ ক্ষমতা ঘ ঐশ্বর্য ৯. গ্রামগুলিকে ‘শান্তির নীড়’ বলা হয়েছে কেন? ক সমৃদ্ধির জন্য ˜ প্রকৃতির জন্য গ স্বয়ংসম্পূর্ণতার জন্য ঘ আনন্দের জন্য ১০. উপেনে জন্মভ‚মিকে কী বলে ধিক্কার দিয়েছে? ক নিলাজ জননী ˜ নিলাজ কুলটা গ নিলাজ দাসী ঘ দাসী জননী ১১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? ক ১৯১২ ˜ ১৯১৩ গ ১৯১৪ ঘ ১৯১৫ ১২. রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেনÑ র. কবি ও দার্শনিক রর. গীতিকার, সুরকার ও শিক্ষাবিদ ররর. চিত্রশিল্পী, নাটকের প্রযোজক ও অভিনেতা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর ১৩. ‘আঁখি করি লাল’Ñ‘লাল আঁখি’ কীসের প্রতীক? ক ঘৃণার খ শোকের ˜ রাগের ঘ দুঃখের ১৪. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপস্থাপিত হয়েছেÑ ক লোভের পরিণতি খ গরিব মানুষের পরিচয় গ লুটেরাদের ভোগলালসা ˜ মানুষের অসহায়ত্ব ১৫. সপ্তম সুর বলতে কী বোঝানো হয়েছে? ক কোমল সুর  কর্কশ সুর গ উঁচু গলা ঘ নিচু গলা ১৬. ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘সপ্তম সুরে’ কথাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? ক জন্মভ‚মির বন্দনা খ রাজার কাছে প্রার্থনা গ উপেনের স্মৃতিকাতরতা  কটু কথা বলা ১৭. জমিদার কীভাবে উপেনের জমি দখল করে নেয়? ক অনুগত বাহিনী দিয়ে খ ভয়ভীতি দেখিয়ে গ পরিষদ দিয়ে  মিথ্যে মামলা দিয়ে ১৮. সহসা শ্বাস ফেলে গেল কে?  বাতাস খ ঝড় গ ফল ঘ শাখা ১৯. ‘দুই বিঘা জমি’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ক মানসী খ গীতাঞ্জলি গ সোনারতরী  কথা ও কাহিনী  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর  কবি-পরিচিতিকোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? (জ্ঞান) ক প্রভাত সংগীত খ চৈতালি গ সোনার তরী  গীতাঞ্জলি ২০. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১২৫৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ  ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ গ ১২৭৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ ঘ ১২৯৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ ২১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)  ১৯৪১ খ ১৯৪২ গ ১৯৪৫ ঘ ১৯৫০ ২২. বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ২০শে বৈশাখ  ২২শে শ্রাবণ গ ২৩শে ভাদ্র ঘ ২৩শে শ্রাবণ ২৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ১৩১২ খ ১৩২০ গ ১৩৩৫  ১৩৪৮ ২৪. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ঢাকায়  কলকাতায় গ লন্ডনে ঘ সুইজারল্যান্ডে ২৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)  ৭ই আগস্ট খ ১৪ই আগস্ট গ ৭ই মে ঘ ১৪ই মে  মূলপাঠ ২৬. ‘ভুঁই’ শব্দটি ‘দুই বিঘা জমি’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে? (জ্ঞান) ˜ জমি খ কপাল গ পাহাড় ঘ ভÐ ২৭. ‘দুই বিঘা জমি’ কবিতায় ভ‚মিহীন প্রজা কে? (জ্ঞান) ক মালি খ কিশোর ˜ উপেন ঘ গোপাল ২৮. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেনের জমি কে কিনে নিতে চায়? (জ্ঞান) ˜ রাজা খ উপেন গ প্রজা ঘ কবি ২৯. ‘দুই বিঘা জমি’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে? (জ্ঞান) ক বৈশাখ ˜ জ্যৈষ্ঠ গ আষাঢ় ঘ শ্রাবণ ৩০. উপেন ছোটবেলায় কোথা থেকে পালাত? (জ্ঞান) ক গ্রাম থেকে খ স্কুল থেকে গ বাড়ি থেকে

অষ্টম শ্রেণির বাংলা দুই বিঘা জমি Read More »

অষ্টম শ্রেণির বাংলা বঙ্গভূমির প্রতি

বঙ্গভূমির প্রতি নাম মাইকেল মধুসূদন দত্ত। জন্ম পরিচয় জন্ম তারিখ : ২৫শে জানুয়ারি, ১৮২৪ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাঁড়ি গ্রাম। পিতৃ ও মাতৃপরিচয় পিতার নাম : রাজনারায়ণ দত্ত; মাতার নাম : জাহ্নবী দেবী। শিক্ষাজীবন প্রথমে তিনি মায়ের তত্ত¡াবধানে সাগরদাঁড়ির পাঠশালায় পড়াশোনা করেন। এরপর সাত বছর বয়সে কলকাতার খিদিরপুর স্কুলে দু বছর পড়ার পর কলকাতার লালবাজার গ্রামার স্কুলে ভর্তি হন। এরপর হিন্দু কলেজ এবং পরবর্তীতে বিশপস কলেজে ভর্তি হন। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছিলেন। কর্মজীবন/পেশা প্রথম জীবনে আইন পেশায় জড়িত হলেও লেখালেখি করেই জীবিকা নির্বাহ করেন। সাহিত্য সাধনা কাব্য : তিলোত্তমাসম্ভব, মেঘনাদবধ, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলি। তাছাড়া ‘ঞযব ঈধঢ়ঃরাব খধফরব’ ও ‘ঠরংরড়হং ড়ভ ঃযব চধংঃ’ তার দুটি ইংরেজি কাব্যগ্রন্থ। পত্রকাব্য : বীরাঙ্গনা। নাটক : শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। প্রহসন : একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ। ইংরেজি নাটক ও নাট্যানুবাদ : রিজিয়া, রতœাবলি, নীলদর্পণ। গদ্য অনুবাদ : হেক্টর বধ। জীবনাবসান মৃত্যু তারিখ : ২৯শে জুন, ১৮৭৩ খ্র্ষ্টিাব্দ; সমাধিস্থান : কলকাতার লোয়ার সার্কুলার রোড। ১. ‘মক্ষিকা’র সমার্থক শব্দ কোনটি? ক মৌমাছি  মাছি গ বোলতা ঘ ফড়িং ২. নরকুলে ধন্য কে? ক ক্ষমতাবান ব্যক্তি খ দীর্ঘজীবী মানুষ  যিনি কীর্তিমান ঘ মন্দিরের সেবক নিচের কবিতাংশ পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : ক. ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম- যেন এই দেশেতে মরি। খ. রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে। ৩. কবিতাংশ দুটিতে প্রকাশিত হয়েছেÑ র. দৃঢ় বিশ্বাস রর. সুচিন্তিত সিদ্ধান্ত ররর. গভীর আকুলতা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৪. কবিতাংশ দুটিতে সম্বোধিত ‘মা’ কে? ক কবির মা  জননী জন্মভ‚মি গ কোনো এক মা ঘ সকল মা ৫. ‘মানস’ শব্দের অর্থ কী? ক সরোবর ˜ মন গ মস্তিষ্ক ঘ মধু ৬. এই কথাটি মনে রেখ আমি যে গান গেয়েছিলাম শুকনো পাতা ঝরার বেলায়।” উদ্দীপকের ভাবার্থ কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? ক দুই বিঘা জমি খ আবার আসিব ফিরে ˜ বঙ্গভ‚মির প্রতি ঘ নদীর স্বপ্ন ৭. ‘মধুহীন করো না গো’Ñএই চরণে প্রকাশ পেয়েছেÑ র. প্রণতি রর. আত্মনিবেদন ররর. একাগ্রতা নিচের কোনটি সঠিক? ˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৮. “ছিলে দেবী হলে দাসী” কবি এখানে জন্মভ‚মি কী হারানোর কথা বুঝিয়েছেন? ক স্বাধীনতা খ সৌন্দর্য ˜ মমতা ঘ ঐশ্বর্য ৯. সেই ধন্য নরকুলে, পরের চরণটি কোনটি? ক কিন্তু যদি বাম মনে খ প্রবাসে দৈবের বশে গ পড়িলে অমৃত হৃদে ˜ লোকে যারে নাহি ভুলে ১০. তবে যদি দয়া করÑএখানে কার কাছে ‘দয়া’ চাওয়া হয়েছে? ক মক্ষিকা খ অমৃত হ্রদ ˜ বঙ্গভ‚মি ঘ বিদেশে ১১. ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্ত রচিত কী জাতীয় গ্রন্থ? ক উপন্যাস ˜ নাটক গ কাব্য ঘ গল্প নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও : বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? ১২. উদ্দীপকের ভাবের সাথে তোমার পঠিত কোন কবিতার মিল পাওয়া যায়? ˜ বঙ্গভ‚মির প্রতি খ দুই বিঘা জমি গ নদীর স্বপ্ন ঘ আবার আসিব ফিরে ১৩. উল্লিখিত দিকটি নিচের কোন চরণে ফুটে উঠেছে? ক আমি তোর লাগি ফিরেছি বিবাগি খ পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো  মধুহীন করো না গো তব মনঃ কোকনদে ঘ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে ১৪. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? ক পদ্মাবতী খ শর্মিষ্ঠা ˜ বীরাঙ্গনা ঘ কৃষ্ণকুমারী ১৫. ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ Ñচরণের কবি ভাবনার পরিচয় রয়েছে কোন কবিতায়? ক নারী খ মানবধর্ম ˜ বঙ্গভ‚মির প্রতি ঘ প্রার্থী ১৬. ‘রেখো, মা দাসেরে মনে’এ পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের ক স্মৃতিকাতরতা খ প্রকৃতিপ্রীতি  স্বদেশপ্রেম ঘ মহত্ত¡ নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও : সোহান আদরের ছেলে। মায়ের সাথে ঝগড়া করে অভিমানে বাড়ি ছেড়ে চলে যায়। মাসখানেক পর সোহান নিজের ভুল বুঝতে পেরে আবার বাড়িতে ফিরে এলে তাঁর মা তাকে আপন করে নেয়। ১৭. সোহানের দৃষ্টিভঙ্গির সাথে ‘বঙ্গভ‚মির প্রতি’ কবিতার কোন ভাবটি সাদৃশ্যপূর্ণ? ক ভাষাপ্রেম খ প্রকৃতপ্রেম গ মানবপ্রেম  দেশপ্রেম ১৮. উপরের অনুচ্ছেদে ‘বঙ্গভ‚মির প্রতি’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে র. মায়ের প্রতি ভালোবাসা রর. মায়ের ক্ষমাশীলতা ররর. মায়ের সাথে ঝগড়া নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর  কবি-পরিচিতি // ১৯. বাংলা সাহিত্যের প্রথম প্রথাবিরোধী লেখক কে? (জ্ঞান) ক কাজী নজরুল ইসলাম  মাইকেল মধুসূদন দত্ত গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ সুকুমার রায় ২০. মাইকেল মধুসূদন দত্ত বিলেত গিয়ে কোন ধর্ম গ্রহণ করেন? (জ্ঞান) ক জৈন খ ইসলাম  খ্রিষ্ট ঘ বৌদ্ধ ২১. বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী? (জ্ঞান)  মেঘনাদবধ কাব্য খ মহাশ্মশান গ বীরাঙ্গনা ঘ একেই কি বলে সভ্যতা ২২. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? (জ্ঞান) ক মৃত্যুক্ষুধা খ অয়োময়  কৃষ্ণকুমারী ঘ কবর ২৩. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন কোনটি? (জ্ঞান)  একেই কি বলে সভ্যতা খ গোপাল ভাঁড় গ গোবর গণেশ ঘ নীলদর্পণ ২৪. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? (জ্ঞান) ক জসীমউদ্দীন খ জীবনানন্দ দাস গ সুকুমার রায়  মাইকেল মধুসূদন দত্ত ২৫. মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক ও প্রহসন রচনা করে কে চিরস্মরণীয় হয়ে আছেন? (জ্ঞান) ক সুকান্ত ভট্টাচার্য খ জীবনানন্দ দাস গ কাজী নজরুল ইসলাম  মাইকেল মধুসূদন দত্ত ২৬. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১৮১০ খ ১৮১৪  ১৮২৪ ঘ ১৮৩০ ২৭. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ১৮১৮ খ ১৮৭০  ১৮৭৩ ঘ ১৮৮০ ২৮. মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক লন্ডনে  কলকাতায় গ প্যারিসে ঘ ঢাকায় ২৯. মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন জেলায়? (জ্ঞান) ক বরিশাল খ ফরিদপুর  যশোর ঘ নড়াইল ৩০. মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন গ্রামে? (জ্ঞান) ক শ্যামলপুর খ মণিরামপুর  সাগরদাঁড়ি ঘ শার্শা ৩১. সুশীল লন্ডনে গিয়ে সুবিধার জন্য হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। এদিক দিয়ে সুশীলের সঙ্গে কোন কবির সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ) ক দ্বিজেন্দ্রলাল রায় খ রবীন্দ্রনাথ ঠাকুর  মাইকেল মধুসূদন দত্ত ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৩২. ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটি কে রচনা করেছেন? (জ্ঞান) ক রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ দীনবন্ধু মিত্র  মাইকেল মধুসূদন দত্ত ৩৩. কবি কীসের বর চেয়েছেন? (জ্ঞান)  অমরতার খ মৃত্যুর গ সম্পদের ঘ পুত্রের  মূলপাঠ // ৩৪. ‘বঙ্গভ‚মির প্রতি’ কবিতায় ‘খেদ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? (জ্ঞান) ক বিক্ষোভ  আক্ষেপ গ আনন্দ ঘ প্রার্থনা ৩৫. ‘বঙ্গভ‚মির

অষ্টম শ্রেণির বাংলা বঙ্গভূমির প্রতি Read More »

অষ্টম শ্রেণির বাংলা মানবধর্ম

মানবধর্ম লালন শাহ কবি-পরিচিতি নাম লালন শাহ্। জন্ম পরিচয় জন্ম তারিখ : ১৭৭২ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া। শিক্ষাজীবন প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। কর্মজীবন বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর সিরাজ শাহ্ নামক একজন বাউল সাধক তাঁকে সেবা শুশ্রƒষা করে বাঁচিয়ে তোলেন। এরপর মরমি সাধনায় আত্মনিয়োগ করে সিরাজ শাহের সাথে পালকি বহনের কাজ করে তিনি জীবনধারণ করতেন। সাহিত্যকর্ম লালন শাহ্ রচিত গানের সংখ্যা সহস্রাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশী নগর’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘নানা বরণ গাভীরে ভাই, একই বরণ দুধ’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘মিলন হবে কত দিনে’, ‘আর আমারে মারিস না’, ‘তিন পাগলে হলো মেলা’ প্রভৃতি। জীবনাবসান মৃত্যু তারিখ : ১৭ই অক্টোবর, ১৮৯০ খ্রিষ্টাব্দ। তথ্য নির্দেশ  ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানটি ‘মানবধর্ম’ কবিতা হিসেবে অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে সংকলিত হয়েছে।   বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. লালন শাহ কতটি গান রচনা করেছিলেন? ক দেড় সহস্রাধিক ˜ সহস্রাধিক গ দুই সহস্রাধিক ঘ অর্ধ-সহস্র ২. ‘মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে কবিরÑ ক স্বাজাত্যবোধ ˜ মনুষ্যত্ববোধ গ দেশপ্রেম ঘ প্রকৃতিপ্রেম ৩. ব্রাহ্মণ চÐাল, চামার মুচি এক জলে হয় সবার শুচি উদ্ধৃতাংশে ‘মানবধর্ম’ কবিতায় কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে? ˜ সাম্যবাদ খ সা¤প্রদায়িকতা গ অভিজ্ঞতা ঘ ধর্মানুভ‚তি ৪. লালন শাহের জীবনীর কোন বিষয় নিয়ে মতভেদ আছে? ক দর্শন খ ধর্ম ˜ জন্ম ঘ মৃত্যু ৫. লালন শাহের গানের বৈশিষ্ট্য কী? ক প্রাকৃতিক সৌন্দর্যবোধ ˜ আধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা গ প্রকৃতি ও মানুষের সম্পর্ক ঘ বাস্তবচিন্তা ও সমাজচেতন ৬. ‘মূলে এক জল’ চরণে লালন শাহ্ ‘জল’ বলতে বুঝিয়েছেন ক ধর্ম খ বংশ  জাত ঘ পবিত্রতা নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” ৭. উদ্দীপকটিতে ‘মানবধর্ম’ কবিতার কী প্রকাশ পেয়েছে? ˜ মানুষের মহিমা ঘোষণা খ মানুষের গৌরব গ মানুষের আশাবাদ ঘ মানুষের অমরত্ব ৮. যে দিক থেকে উদ্দীপকটিকে ‘মানবধর্ম’ কবিতাটির মূল সুর বলা যায়Ñ র. ধর্মের ভেদাভেদ রর. অসা¤প্রদায়িকতা ররর. মনুষ্য ধর্ম নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর ˜ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : আমিরুল মিঞা ও অরিত্র মজুমদার একে অন্যের প্রতিবেশী। কিন্তু দুজনই ভিন্ন ভিন্ন পথে চলাফেরা করেন। দুজনের দেখা হলেও কাছাকাছি এসে কথা বলেন না। তাদের বিশ্বাস এতে অমঙ্গল হবে। ৯. উদ্দীপকের আমিরুল মিঞা ও অরিত্র মজুমদারের আচরণ এবং চিন্তাধারার বিপরীত অবস্থান কোন কবিতায় মেলে? ক পাছে লোকে কিছু বলে ˜ মানবধর্ম গ দুই বিঘা জমি ঘ নারী ১০. উক্ত কবিতায় রয়েছেÑ র. ধর্মীয় স¤প্রীতির আহŸান রর. জাতি-ভেদ না করার শিক্ষা ররর. মানবতা জাগরণের প্রত্যাশা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ˜ র, রর ও ররর ১১. ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়’ চরণের পূর্বের চরণ কোনটি? ক তাইতে কী কাহ ভিন্ন বলায় খ গর্তে গেলে ক‚পজল কয় ˜ গঙ্গায় গেলে গঙ্গাজল হয় ঘ ভিন্ন জানায় পাত্র অনুসারে ১২. লালন ‘জেতের ফাতা’ সাত বাজারে বিকিয়েছেন কেন? ক প্রয়োজন নেই বলে খ ক্ষতিকারক বলে গ তুচ্ছতম বলে  গুরুত্বহীন বলে ১৩. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’এই মনোভাবের ধারক কবিতা কোনটি? ক দুই বিঘা জমি  মানবধর্ম গ নারী ঘ প্রার্থী ১৪. লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী? ক শাস্ত্রজ্ঞান খ সা¤প্রদায়িকতা  আধ্যাত্মিকতা ঘ শ্রেণিবৈষম্য ১৫. নবাব সাহেব সর্বত্র নিজের ‘নবাব’ বংশের গরিমা দেখান। উদ্দীপকের বংশের সাথে ‘মানবধর্ম’ কবিতার কোনটির সাদৃশ্য আছে? ক পণপ্রথা খ জাতভেদ গ কুলীনপ্রথা  বংশগৌরব ১৬. ‘মানবধর্ম’ কবিতার মূলকথা কী? ক জাতিধর্ম  মনুষ্যধর্ম গ সমাজধর্ম ঘ লোকধর্ম ১৭. ‘মানবধর্ম’ কবিতার স্তবক সংখ্যা কয়টি? ক দুটি খ তিনটি  চারটি ঘ পাঁচটি ১৮. ‘গঙ্গাজল’ হিন্দুদের কাছে কীসের প্রতীক? ক দেবতার  পবিত্রতার গ বিশুদ্ধতার ঘ স্নেহময়তার ১৯. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর হলো র. ক‚পের জল রর. জাতের বড়াই ররর. বংশকৈৗলীন্য নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ২০. ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় কবে’উল্লিখিত চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে র. মানুষ জন্ম-মৃত্যুর অধীন রর. জীবন ক্ষণস্থায়ী ররর. কর্মগুণে অমর হওয়া যায় নিচের কোনটি সঠিক? ক র  রর গ র ও ররর ঘ র, রর ও ররর  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর  কবি-পরিচিতি ২১. লালন শাহ্ কোন ধরনের কবি? (জ্ঞান) ক সাম্যবাদী  মানবতাবাদী গ নৈরাজ্যবাদী ঘ ধর্মবাদী ২২. লালন শাহ্ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন? (জ্ঞান) ক সাধক  ফকির গ জ্ঞানী ঘ প্রভু ২৩. কীসের মধ্য দিয়ে লালন শাহ্র দর্শন প্রকাশ পেয়েছে? (জ্ঞান)  গান খ নাটক গ কবিতা ঘ উপন্যাস ২৪. লালন শাহ্ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১৭১০ খ ১৭২০ গ ১৭৫০  ১৭৭২ ২৫. সিরাজ সাঁই কী ছিলেন? (জ্ঞান) ক কবি খ গায়ক গ সুরকার  সাধক ২৬. লালন শাহ্কে মানবতার কবি বলা হয় কেন? (অনুধাবন) ক মানুষ নিয়ে গান লেখেন বলে  মানবধর্ম লালন করেন বলে গ মানুষের গান করেন বলে ঘ মানুষের ভজনা করেন বলে ২৭. লালন শাহ্র কাছে কোন ধর্ম আসল? (উচ্চতর দক্ষতা) ক হিন্দুধর্ম খ ইসলামধর্ম গ সংসারধর্ম  মানবধর্ম ২৮. লালন শাহের কোন পরিচয়টি প্রধান? (জ্ঞান) ক চারণ কবি খ পথকবি  মরমি কবি ঘ পল্লিকবি ২৯. কত খ্রিষ্টাব্দে লালন শাহ্ মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ১৮২০ খ ১৮৪৬ গ ১৮৬০  ১৮৯০  মূলপাঠ ৩০. ‘কেউ মালা, কেউ তস্বি গলায়, তাইতে কী জাত ভিন্ন বলায়’ কথাটির মর্মার্থ কী? (উচ্চতর দক্ষতা)  মানুষের রূপ ভিন্ন হলেও জাত অভিন্ন খ মানুষের আত্মিক কল্যাণ সাধন গ হিন্দু ও মুসলমান ভাই ভাই ঘ সমাজে ভেদাভেদহীন মনুষ্য ধর্ম প্রতিষ্ঠিত ৩১. ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়’ পঙ্ক্তিটির ভাবার্থ কী? (উচ্চতর দক্ষতা) ক সব পানির উৎপত্তিস্থল এক খ সব পানির মিলনস্থল এক  সব মানুষ সমান ঘ জাত ও পানির সমান মূল্য ৩২. ‘মানবধর্ম’ কবিতায় কোনটি থেকে বিরত থাকার কথা বলা হয়েছে? (জ্ঞান)  জাতের মিথ্যা গর্ব খ কর্মের মিথ্যা গর্ব গ অর্থের মিথ্যা গর্ব ঘ জ্ঞানের মিথ্যা গর্ব ৩৩. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর কী? (জ্ঞান) ক ক‚পের জল  জাতের বড়াই গ গঙ্গাজল ঘ পেশার বড়াই ৩৪. লালনের চোখে জাতের রূপ অস্পষ্ট কেন? (অনুধাবন)  তিনি মানবধর্মে বিশ্বাসী খ তিনি গোত্রীয় পরিচয়ে বিশ্বাসী গ তিনি

অষ্টম শ্রেণির বাংলা মানবধর্ম Read More »

Class 9-10 English 2nd Paper Composition Writing

SSC English 2nd Paper Composition Writing  List of Composition Science in Everyday Life/The Wonders of Modern Science/The Triumph of Science/The Blessings of Science. Newspapers/The role of newspaper in Modern life/Importance of Reading Newspaper/Importance of Newspaper. Television/Uses and Abuses of Television. Uses & Abuses of Satellite TV. The Use of Computer in Daily Life.. Student Life/The Duties of a student. Physical Exercise. Value of Time. Discipline. Drug Abuse. Population Problem in Bangladesh/Population Explosion in Bangladesh. A Journey by Train/A Journey You Have Recently Enjoyed/My Experience of a Journey by Train. A Journey by Boat. A Journey by Bus. My Favourite Hobby/My Hobby/Gardening as My Hobby. My Favourite Game/My Favourite Sport /The Game I like Most. My Aim in Life/My Future plan of life. My Favourite Teacher/The Person I like Most. My Childhood Memories/Some Sweet Recollections of My Childhood. My Daily Life/A Typical Day of mine/My Daily Routine. Prize Giving Ceremony of Our School / sports day. The Season I like Most/The Spring in Bangladesh. Rainy season. Floods in Bangladesh. The Rivers of Bangladesh. The Fruits of Bangladesh. A village Market. A Village Fair. Tree plantation. My Visit to a Historical Place. r    Composition †jLvi mnR Tips : cÖ_‡gB wk‡ivbvg ev Title wjL‡Z n‡e| Composition Gi m¤¢ve¨ word msL¨v n‡e 250| Composition Gi g~jZ 3wU Ask _v‡K : Introduction, body Ges conclusion| †h wel‡qi Dci Composition †jLv nq Zvi g~jfve mswÿßfv‡e Introduction As‡k wjL‡Z n‡e| welqe¯‘i we¯ÍvwiZ eY©bv avivevwnKfv‡e c¨viv AvKv‡i body As‡k Dc¯’vcb Ki‡Z n‡e| conclusion As‡k m¤ú~Y© welqe¯‘i Dci mgvwßm~PK e³e¨ wjL‡Z n‡e|       Science in Everyday Life/The Wonders of Modern Science/The Triumph of Science/ The Blessings of Science We live in an age (hyM) of science. We cannot think of our modern life without the blessing (Avkxe©v`) of science. Science has given us many things. The inventions (Avwe¯‹vi) of science have made our life easy and comfortable. It has brought the world smaller. Computer, mobile etc. are the recent inventions of science. With the help of these, we can communicate with others within a moment. We see the blessings of science in the field of medical, recreation (we‡bv`b), education, agriculture, transport, construction, industry etc. In city life, we enjoy mostly the gifts of science. We use computer that can do almost everything. We cannot do (Pj‡Z cvwibv) a single day without using mobile, computer, internet, telephone etc. The blessing of science lights up (Av‡jvwKZ K‡i) streets and houses. Cinema shows, radio, televisions, electronic fans all are gifts of science. Scientific machines and medicines purify (cwiï× K‡i) water. Mills and factories are run with the help of electricity. Medical science has lessened (Kwg‡q‡Q) human sufferings (†fvMvwšÍ) and it has increased the joys of life. Penicillin,   x-ray, biopsy, ultra sonogram, E.C.G. etc. are the wonders of modern science. Complicated (RwUj) medical treatment is also provided by the doctors who use scientific measures (gvc) in every step of their work. In the field of education, science has widened (cÖ¯^¯’ K‡i‡Q) our horizon of knowledge. We can read printed books with the help of science. Students and teachers can easily get their necessary information’s on the in internet. In the field of agriculture, science has invented tractors, power tillers, power pumps etc. Besides, the use of scientific measures has increased the quantity of crops. All these inventions have benefited (jvfevb K‡i‡Q) us. Science has added a new dimension (gvÎv) in the case of communication system. It has invented aeroplanes, buses, trains, steamers, rockets, launches etc. All these inventions have removed the distance of place. Thus, science has saved our valuable time. We can now travel hundreds of miles within a short time. However, science is not mere (wbQK) blessing. Sometimes it becomes a curse. It becomes curse during war. Some destructive weapons (aŸsmvZ¡K A¯¿) are used in killing people. People also use the inventions of science in different kinds of evil (Amr) purposes. The inventions of science are no doubt blessing for us. It has done a lot for the development of human civilization. We are mostly (A‡bKvs‡k) dependent on the inventions of modern science in our everyday life. Newspapers/The role of newspaper in Modern life/Importance of Reading Newspaper/ Importance of Newspaper   A newspaper is a paper that gives us news of day to day (ˆ`bw›`b) happenings (NUbv) of the different parts of the world. It is one of the blessings of the modern civilization. We cannot think of modern life without the newspaper. The first newspaper was published in China. Venice of Italy was the first place where the first newspaper saw the light of the day (w`‡bi Av‡jv) in Europe. During the reign (kvmbvg‡j) of Elizabeth it was published in England. The “Indian Gazette” published in 1774 was the first newspaper in the sub-continent (Dcgnv‡`k). “The Samachar Darpan” brought out by the Missionaries of Sree Rampur was the first Bengali newspaper.   There are various kinds of newspapers in the world. They are dailies, weeklies, monthlies, fortnightlies (lvb¥vwmK), and so on. The daily newspaper carries the news of the daily affairs. It is popular with all sections of people. Other kinds of newspapers are known as periodicals (mvgwqKx) and magazines. They contain articles, stories, literatures, poems and some other items.   Newspaper is very useful to all sections of people. It tells us what is happening at home and abroad (†`k-we‡`‡ki). It is said that, newspaper is a store house of knowledge. It familiarizes (cwiwPZ Kivq) the students with the world outside. Merchants (ewYK) read the newspaper to know the condition of the market, Lovers of sports go through (c‡o) them to get the sports news, and Politicians come to know the political news of the world. The employment seekers (PvKzix cÖv_©xiv) get useful information in it. It is for all these reasons newspapers are a great concern to all.   Newspaper leads (cwiPvwjZ K‡i) the people and nation in right way. But this is often ignored (D‡cwÿZ). As the newspapers are owned by different political parties, they provide news and express views (gZvgZ cÖKvk K‡i) in

Class 9-10 English 2nd Paper Composition Writing Read More »

Class 9-10 English 2nd Paper Paragraph Writing

SSC English 2nd Paper Paragraph Writing  List of Paragraph A Tea Stall Traffic Jam A School Magazine Tree Plantation The Life of a Farmer Bad Effects of Smoking A Winter Morning A Rainy Day The Life of a Street Hawker or A Street Hawker My Visit to a Book Fair Deforestation Environmental Pollution My Last Day at School Early Rising Your Aim in Life/Future Plan   Paragraph (c¨vivMÖvd) †jLvi mnR wUcm : cÖ`Ë cÖkœ¸‡jvi Av‡jv‡K Paragraph wjL‡Z n‡e| cÖkœ¸‡jvi DËi GKwU GKwU K‡i bv w`‡q eis Ggb fv‡e wjL‡Z n‡e hv‡Z cy‡iv Paragraph Ry‡o cÖkœ¸‡jvi DËi kÖæwZgayifv‡e _v‡K| cÖ‡qvR‡b cÖ‡kœi evB‡iI Z_¨ †`Iqv †h‡Z cv‡i| cy‡iv Paragraph GKwU c¨vivq wjL‡Z n‡e| †ev‡W©i cÖ‡kœ 100 ev 250 words-G Paragraph wjL‡Z ejv nq|   Write a paragraph on ‘A Tea Stall’.   Ans.                                                                                     A Tea Stall A tea stall is a small shop. Tea is mainly sold here for the passers-by. It is a common place to all classes of people. It is usually found at the turn (†gvo) of the road, bus stands, railway stations, bazars or even beside offices where the common people are available. It opens early in the morning and closes at late night. Biscuits, bread, bananas, betel leaf (cvb cvZv) and different kinds of handmade snacks are also available there. A tea stall is furnished with some benches and tables. A boy is employed in a tea stall to serve the people. The manager generally sits beside the cash box inside his tea stall. He receives money from the customers. He also looks after the overall management of it. People who come to a tea stall usually do not leave it immediately (ZvrÿwYKfv‡e) after taking a cup of tea. People refresh (m‡ZR K‡i) themselves with a cup of tea in a tea stall. A tea stall is also a place where social disputes are discussed. They mainly talk about politics and current affairs. This is why it is called a Mini Sangsad. Infact, a tea stall is nowadays an important place of social gathering and at the same time a place of charm for the common people. So, a tea stall occupies an important place in our day-to-day life.   Write a paragraph on ‘Traffic Jam’.   Ans.                                                              Traffic Jam Traffic jam means blockade (¯’weiZv) of vehicles. It is one of the major problems of modern time. It is mainly happened in urban (kû‡i) areas. There are a lot of reasons behind traffic jam. This problem is created by the rapid growth of population and the increasing number of vehicles. The roads of our country are very narrow (miæ/AcÖk¯Í). There are many unlicenced vehicles (hvbevnb) in our country. The drivers are not willing to obey traffic rules. They want to drive according to their freedom. As a result, traffic jam is created. Traffic jam is very harmful for our life. During traffic jam, life stands still. It is really unbearable (Amnbxq) and miserable (†kvPbxq/`ywe©ln). It kills our valuable time and our works are hampered widely (e¨vcKfv‡e). It causes great sufferings to the ambulance carrying dying patients and the fire brigade vehicles. However, this problem can be solved by taking some steps. We should obey the traffic rule. Our government should construct spacious (cÖk¯Í) roads. One way movement of vehicles should be introduced. Traffic rules should be imposed strictly (K‡Vvifv‡e Av‡ivc Kiv DwPZ) so that the drivers are bound to obey traffic rules. Sufficient (ch©vß) traffic police should be posted (wb‡qvM Ki‡Z n‡e) on important points. Finally unlicenced vehicles should be removed. By doing the above things, we can be free from traffic jam. Write a paragraph on ‘A School Magazine’.   Ans.                                                                             A School Magazine A school magazine is an annual publication of a school. It is usually published once a year. Students and teachers write to it. It contains the literary works or other information of a school. It also contains quizzes (auv-auv), poems, short-stories etc. Some teachers and students work for it. The committee is formed among them. The editor invites writings. Then the best writings are selected for publishing (cÖKvkbvi Rb¨). Mainly students and teachers bear the expenditure (LiP) for the publication of the magazine. A fund is formed named ‘magazine fund’ for this. A school magazine has great importance in school life. A student can express his latent (myß) talent through it Students can know about their school. They can also enrich (mg„× K‡i) their knowledge. Every school should publish a school magazine. It is a part and parcel (Awe‡”Q`¨ Ask) of school life.   Write a paragraph on ‘Tree Plantation’.   Ans.                                                           Tree Plantation Tree Plantation means planting seedlings (PvivMvQ) in an organized way. The importance of tree plantation cannot be ignored any more. Through tree plantation our environment remains balanced properly. Natural calamities (`~‡h©vM) cannot occur unexpectedly. Our demand of food is met up. Oxygen is properly balanced in air. The most important thing is that ecological balance remains fit for the betterment of the maintenance of humans, animals and plants as well. If trees are not planted, we cannot get food, oxygen and different kinds of needful elements. So, there is a close relationship in between trees and humans. If there had been no trees, the environment would have lost balance. Floods and drought (Abve„wó) may occur repeatedly (evievi). Lands would turn into desert place. The rainy season is the best time for plantation of trees. We can plant trees in the lands which are uncultivable. Road-side, road-divider, rooftop etc. can also be used to plant trees. We should take some effective measures to grow them well. We should take care of them properly so that the animals or other concerns cannot damage them. We can get available trees from any nursery or govt. agriculture department. We can take several actions to make tree plantation successful. We can take part in tree plantation campaign. The campaign may be held in schools, colleges, universities or in any other populated (Rbeûj) places. We may also arrange tree fair in the rainy

Class 9-10 English 2nd Paper Paragraph Writing Read More »

Class 9-10 English 2nd Paper E-mail Writing

SSC English 2nd Paper E-mail Writing   E-mail an e-mail to the railway Station Manager asking him for booking a ticket for you. an e-mail to your father informing him about your preparation for SSC examination. an e-mail to your younger brother congratulating him for his brilliant result. an e-mail to the manager requesting him to send you a Membership Form. an e-mail to your father in Singapore telling him about your result in your SSC Exam. an e-mail requesting him to visit your house during the Eid vacation. an e-mail to the editor requesting him for sending you the guidelines and other information of the competition.   E-mail Kx? B-†gBj n‡jv B‡jKUªwbK †gBj Gi mswÿß iƒc| GwU Avm‡j GK ai‡bi wPwV| B-†gBj cvVv‡Z Ges MÖnY Ki‡Z B-†gBj wVKvbv cÖ‡qvRb| eZ©gvbKv‡j †hvMv‡hv‡Mi †ÿ‡Î B-†gBj ¸iæZ¡c~Y© f‚wgKv cvjb Ki‡Q| B-†gBj Gi gva¨‡g Text, Picture, Audio Ges Video gyn~‡Z©i g‡a¨B †cÖiY Ges MÖnY Kiv hvq|   E-mail Gi KvVv‡gv : E-mail Gi wewfbœ Ask e¨vL¨vmn †`Iqv n‡q‡Q| g‡bv‡hvM mnKv‡i c‡ov| E-mail †jLvi mnR Tips : B-†gBj AvbyôvwbK ev AbvbyôvwbK n‡Z cv‡i| m¤§vbm~PK Awfev`b †hgb : Dear Sir/Madam Ges AvšÍwiK Awfev`b †hgb : Your sincerely, Yours faithfully BZ¨vw` e¨envi Kiv hvq| wKš‘ hw` Nwbô e¨w³i Kv‡Q †jLv nq Z‡e GB iKg AvbyôvwbK aib e¨envi Kiv nq bv| B-†gBj evZ©vwU mswÿß I mywbw`©ó nq| B-†gBj evZ©vwU cvVv‡bvi Av‡M fyj n‡q‡Q wKbv Zv cixÿv K‡i †bIqv DwPZ| Suppose, you will go to Dhaka to attend the marriage ceremony of one of your cousins. So you want to book a train ticket for a fixed day. Now, write an email to the railway Station manager asking him for booking a ticket for you. To : railwaybookingdha@gmail.com Cc : Bcc : Subject : ticket booking Dear Sir, I would like to inform (Rvbv‡Z) you that I have planned (cwiKíbv K‡iwQ) to go from chittagong to Dhaka by train on the 7th instant (GB gv‡mi). I need a ticket of the Subarna Express. I request you to keep a second class (wØZxq †kªwYi) ticket for me.   Thanking you Rohan Chowdhury 212, Port Colony, Chittagong Phone No : 0192……………..   Suppose, you are Sumon. You are going to appear at the SSC examination. Write an email to your father informing him about your preparation for SSC examination. To : kashem@yahoo.com Cc : Bcc : Subject : preparation for SSC examination. dear father, At first take my salam. I am very glad (Lywk) to receive your letter. I assure (wbðqZv w`w”Q) you that you need not think so much about my studies. I am preparing very well for the SSC examination. Well, you will be delighted (Avbw›`Z) to know that I have got GPA5 in the test examination. I have already completed (†kl K‡iwQ) my revision. Convey (†cuŠ‡Q w`Z) my salam to mother. Pray for me. Your affectionate son, Sumon   Suppose you are Rafi and you live in Dhaka. Your younger brother is Bappi who lives in another city. Recently, you have informed that he has scored a brilliant result in his annual examination. Now, write an email to your younger brother congratulating him for his brilliant result.   To : bappi@gmail.com Cc : Bcc :   Subject : congratulations for brilliant result. Dear Bappi, I’ve just received your message. I’m very happy to know that you’ve got GPA 5 in your JSC exam. Congratulations (Awfb›`b) for your brilliant (AmvaviY) result. I hope you’ll do better in future. Go ahead. I bless (Avwke©v` Kwi) you from my heart. With best wishes your elder brother, Rafi   Suppose Bangladesh Foundation has an advertisement in the national dailies to form a young learner’s group. Now, write an email to the manager requesting him to send you a Membership Form. To       : ylgbd@yahoo.com Cc       : Bcc     :   Subject : Request for sending a membership form.   Dear Sir, From your advertisement (weÁvcb) published in the Daily Star on 5 July 2015 I have come to know that you are going to form a Young Learner’s Group. I am eagerly (AvMÖ‡ni mv‡_) interested to join in such activity. I have read the prospectus of Bangladesh Foundation. The goal and objectives of this organization attracted me very much. So, I want to take part in forming (MV‡b) the organization. I request you to send me a Membership Form and conditions for installing (¯’vcb Kivi) the group.   Thanking you, Shafi   Write an email to your father in Singapore telling him about your result in your SSC Exam.   To           :   shahin@gmail.com Cc           : Bcc         :   Subject  :   SSC result.   Dear Father, Hope that you are in good health (my-¯^v‡¯’¨). You will be glad to know that I have done well in the SSC examination. I have got GPA 5 by the grace (K…cvq) of Almighty Allah. I am very much excited (Avbw›`Z). But if you were here I would be more happy. take care of you health. No more today. with best regards.   Your loving son, Mahin   Suppose, you are Jahir living in Pabna. Your friend Shahrukh Kabir is going to have an Eid vacation next month. Now, write an e-mail requesting him to visit your house during the Eid vacation. To : skabir2000@yahoo.com Cc : Bcc : Subject : Request to visit our house.   Dear Shahrukh, Accept my cordial (AvšÍwiK) love. Hope you are well. Friend, I would like to invite you to pass (KvUv‡bvi Rb¨) few days with me in my village during the ensuing (Avmbœ) Eid vacation. You will be able to enjoy the wonderful natural beauty here. Here in the river Chitra you can enjoy boating and taking a thrilling (†ivgvÂKi) bath with great pleasure. My parents will be highly (AZ¨waK) glad to have you (†Zvgv‡K †c‡q) amongst us. Hope, I am getting a good news from you very soon.   Yours loving Jahir   Suppose, you want to participate in the Inter-School Debate Competition-2016 organized by The Daily Prothom Alo, one of the leading national dailies in Bangladesh.

Class 9-10 English 2nd Paper E-mail Writing Read More »

Class 9-10 English 2nd Paper CV with Cover Letter

SSC English 2nd Paper CV with Cover Letter CV With Cover Letter a CV with a cover letter for the post of a computer Operator in a company. a CV with a cover letter for the post of an English teacher. a CV with a cover letter for the post of an Accounts Officer. a CV with a cover letter for the post of a marketing manager. a CV with a cover letter for the post of a Management Trainee. a CV with a cover letter for the post of a News Reporter. a CV with a cover letter for the post of a Medical Representative. a CV with a cover letter for the post of a Sales Girl. a CV with a cover letter for the post of a Peon.   Suppose, you are Taskia/Toukir and you have passed H.S.C and got a diploma on computer. Now, write a CV with a cover letter for the post of a computer Operator in a company. Your CV should not exceed one page.   Ans. 1 January 2017   The HR Manager ABC Company Mirpur, Dhaka   Subject : Application for the post of a computer operator.   Sir, I would like to inform you that from the advertisement published (cÖKvwkZ) in the ‘The Daily Star’ on 25 December 2015, I came to know that you have a vacant post of a computer operator in your company. As an interested candidate (AvMÖnx cÖv_©x wn‡m‡e), I would like to apply for the post. Here is my curriculum vitae for your wise consideration (mywe‡ePbv).   I, therefore, hope that you would kindly call me for the next proceedings (cieZ©x c`‡ÿc¸‡jv).   Sincerely yours (Avcbvi wek¦¯Í), Taskia CURRICULAM VITAE   Name                                             :     Taskia Father’s Name                                :     Kamrul Islam Mother’s Name                               :     Lutfunnesa Date of Birth                                  :     01 January 1995 Nationality                                     :     Bangladeshi by birth Permanent Address                         :     Vill : Yousufpur, P.O + P.S : Daulatpur, Dist : Kustia Educational profile (wkÿvMZ †hvM¨Zv)  :      (a) Diploma in Database Management System (2012) GPA 3.10, NACTAR, Bogra (b) HSC (2011) Humanities, GPA 4, Jessore Board (c) SSC (2009) Humanities, GPA 4.25, Jessore Board Experience (AwfÁZv)                    :     I have been serving as a computer operator at XYZ Company since 2013. References                                     :     (a) Md. Abdur Rashid HR Manager, XYZ Company, Kustia Mobile: ……………. (b) Ziaur Rahman Assistant Professor, Kushtia College, Kushtia Mobile: ……………. Suppose, you are Azim/Nuzhat. Your home district in Satkhira. you have recently completed your MA in English from Rajshahi University. You have found a job advertisement in the Daily Star that Nur High School is looking for a young and energetic English teacher. You have decided to take up teaching as a profession. Now, write a CV with a cover letter for the post. Your CV should not exceed one page. [Dinajpur Board–2015, Sylhet Board–2015, Chittagong Board–2015, Rajshahi Board–2015]   Ans.   10 February 2017   The Headmaster Nur High School Satkhira Sadar, Satkhira.   Subject : Application for the post of an English teacher.   Sir, I would like to inform you that from the advertisement published in ‘The Daily Star’ on 29 January, 2016, I came to know that you have a vacant post of an English teacher in your school. As an interested candidate, I would like to apply for the post. Here is my curriculum vitae for your wise consideration.   I, therefore, hope that you would kindly call me for the next proceedings.   Sincerely yours, Azim   CURRICULAM VITAE   Name                                             :     Azim Father’s Name                                :     Abdur Rahman Mother’s Name                               :     Mrs. Aklima Akhter Date of Birth                                  :     01 January 1992 Nationality                                     :     Bangladeshi by birth Permanent Address                         :     Vill : Tetulia, P.O + P.S : Kaligonj, Dist : Satkhira Educational profile                         :     (a) MA (English), 2015, 1st Class, Rajshahi University (b) BA (Hons. in English), 2014, 1st Class, Rajshahi University (c) HSC (2010) Humanities GPA 4.5, Jessore Board (d) SSC (2008) Humanities GPA 5, Jessore Board Experience                                     :     I have been serving as an Assistant English teacher at KPB High School, Dhaka since 2015. References                                     :     (a) Zillur Rahman Assistant Professor, B.M College, Barisal Mobile: ……………. (b) Md. Khaleduzzaman Khan Headmaster Azimpur High School, Dhaka Mobile:……………. Suppose, some Accounts Officer will be appointed in the Prime Bank. You are interested to be one. Now, write a CV with a cover letter for the post. [Comilla Board–2015, Jessore Board–2015]   Ans.   20 January 2017   The HR Manager Prime Bank Motijheel C/A, Dhaka   Subject : Application for the post of an accounts Officer.   Sir, I would like to inform you that from the advertisement published in the ‘The Independent’ on 15 Janurary 2016, I came to know that you have some vacant posts of accounts Officer in your Bank. As an interested candidate, I would like to apply for one of the posts. Here is my curriculum vitae for your wise consideration.   I, therefore, hope that you would kindly call me for the next proceedings.   Sincerely yours, Sabiha Sultana   CURRICULAM VITAE   Name                                             :     Sabiha Sultana Father’s Name                                :     Monirul Islam Mother’s Name                               :     Khaleda Akhter Date of Birth                                  :     01 January 1991 Nationality                                     :     Bangladeshi by birth Permanent Address                         :     Vill : Natai Para, P.O + P.S : Bogra Sadar, Dist : Bogra Educational profile                         :     (a) MBA (Accounting), 2014, GPA : 3.75, Dhaka University (b) BBA (Accounting), 2013, GPA : 3.30, Dhaka University (c) HSC (2009) Business Studies, GPA 4, Rajshahi Board (d) SSC (2007) Business Studies, GPA 4.25, Rajshahi Board Experience                                     :     I have been serving as an Assistant Accounts Officer at XYZ Bank Ltd., Motijheel, Dhaka, since 2013. References                                     :     (a) Siddikur Rahman HR Manager, XYZ Bank Ltd., Motijheel, Dhaka. Mobile: ……………. (b) Latifur Rahman Assistant Professor, Dhaka University, Dhaka Mobile: …………….   Suppose, you are Saiful and you have passed MBA in Marketing. You have seen a vacancy advertisement for the post of marketing manager. Now write a CV with a cover letter for the post. Your

Class 9-10 English 2nd Paper CV with Cover Letter Read More »

Scroll to Top