অষ্টম শ্রেণির বাংলা দুই বিঘা জমি
দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর কবি-পরিচিতি নাম প্রকৃত নাম : রবীন্দ্রনাথ ঠাকুর; ছদ্মনাম : ভানুসিংহ ঠাকুর। জন্ম পরিচয় জন্ম তারিখ : ৭ই মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ); জন্মস্থান : জোড়াসাঁকো, কলকাতা, ভারত। বংশ পরিচয় পিতার নাম : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতার নাম : সারদা দেবী; পিতামহের নাম : প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। শিক্ষাজীবন রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞানার্জনের কোনো ত্রæটি হয়নি। পেশা/কর্মজীবন ১৮৮৪ খ্রিষ্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ খ্রিষ্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এ সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহাজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। সাহিত্য সাধনা কাব্য : মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, ক্ষণিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিনে, শেষলেখা বিশেষ উল্লেখযোগ্য। উপন্যাস : গোরা, ঘরে-বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা। কাব্যনাট্য : কাহিনী, চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায় অভিশাপ, বিসর্জন, রাজা ও রাণী। নাটক : অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তির উপায়, রক্তকরবী, রাজা। গল্পগ্রন্থ : গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী, লিপিকা, সে, কৈশোরক। ভ্রমণকাহিনী : জাপানযাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, য়ুরোপ যাত্রীর ডায়েরী, য়ুরোপ প্রবাসীর পত্র। পুরস্কার ও সম্মাননা নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট (১৯১৩), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট (১৯৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি. লিট (১৯৩৬)। জীবনাবসান মৃত্যু তারিখ : ৭ই আগস্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)। উৎস নির্দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ‘দুই বিঘা জমি’ কোন ধরনের কবিতা? কাহিনী-কবিতা খ গীতিকবিতা গ চতুর্দশপদী কবিতা ঘ স্বদেশপ্রেমের কবিতা ২. ‘সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম’Ñ পঙ্ক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলোÑ র. স্মৃতিকাতরতা রর. স্পর্শকাতরতা ররর. অনুদারতা নিচের কোনটি সঠিক? ক র র ও রর গ র ও ররর ঘ রর ও ররর ৩. বাবু সাহেবের সম্পত্তি-আকাক্সক্ষা ফুটে উঠেছে যে চরণেÑ র. বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে রর. পেলে দুই বিঘে, প্রস্থ ও দিঘে সমান হইবে টানা ররর. এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভ‚রি ভ‚রি নিচের কোনটি সঠিক? ক র র ও রর গ র ও ররর ঘ রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : এক যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন শামিম সাহেব। কিন্তু তারপরও তার মনে সুখ নেই। সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন কোনোকিছুই তাকে আকৃষ্ট করে না। সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকাবাঁকা মেঠো পথের ধারের কুঁড়েঘরে, যেখানে কেটেছে তার শৈশব, কৈশোরের সোনালি সময়। ৪. উদ্দীপকে শামিম সাহেবের মানসিকতায় ‘দুই বিঘা জমি’ কবিতার কোন অনুভ‚তি প্রকাশ পেয়েছে? স্বদেশপ্রীতি খ প্রকৃতিপ্রীতি গ স্বাজাত্যপ্রীতি ঘ মর্ত্যপ্রীতি ৫. উক্ত অনুভ‚তি ফুটে উঠেছে নিচের কোন চরণে? ক চেয়ে দেখো মোর আছে বড়-জোর মরিবার মতো ঠাঁই খ কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য গ কল্যাণময়ী ছিলে তুমি অয়ি ক্ষুধাহরা সুধারাশি তবু নিশিদিনে ভুলিতে পারিনে, সেই দুই বিঘা জমি ৬. ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘ধাম’ বলতে কবি কী বুঝিয়েছেন? তীর্থস্থান খ পাত্র বিশেষ গ আনন্দ ঘ জমি ৭. মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুমÑপঙ্ক্তিতে প্রকাশ পেয়েছেÑ ক স্পর্শকাতরতা স্মৃতিকাতরতা গ আকুতি ঘ হতাশা ৮. ছিলে দেবী হলে দাসী। কবি এখানে জন্মভ‚মিকে কী হারানোর কথা বুঝিয়েছেন? ক স্বাধীনতা সৌন্দর্য গ ক্ষমতা ঘ ঐশ্বর্য ৯. গ্রামগুলিকে ‘শান্তির নীড়’ বলা হয়েছে কেন? ক সমৃদ্ধির জন্য প্রকৃতির জন্য গ স্বয়ংসম্পূর্ণতার জন্য ঘ আনন্দের জন্য ১০. উপেনে জন্মভ‚মিকে কী বলে ধিক্কার দিয়েছে? ক নিলাজ জননী নিলাজ কুলটা গ নিলাজ দাসী ঘ দাসী জননী ১১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? ক ১৯১২ ১৯১৩ গ ১৯১৪ ঘ ১৯১৫ ১২. রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেনÑ র. কবি ও দার্শনিক রর. গীতিকার, সুরকার ও শিক্ষাবিদ ররর. চিত্রশিল্পী, নাটকের প্রযোজক ও অভিনেতা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ১৩. ‘আঁখি করি লাল’Ñ‘লাল আঁখি’ কীসের প্রতীক? ক ঘৃণার খ শোকের রাগের ঘ দুঃখের ১৪. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপস্থাপিত হয়েছেÑ ক লোভের পরিণতি খ গরিব মানুষের পরিচয় গ লুটেরাদের ভোগলালসা মানুষের অসহায়ত্ব ১৫. সপ্তম সুর বলতে কী বোঝানো হয়েছে? ক কোমল সুর কর্কশ সুর গ উঁচু গলা ঘ নিচু গলা ১৬. ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘সপ্তম সুরে’ কথাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? ক জন্মভ‚মির বন্দনা খ রাজার কাছে প্রার্থনা গ উপেনের স্মৃতিকাতরতা কটু কথা বলা ১৭. জমিদার কীভাবে উপেনের জমি দখল করে নেয়? ক অনুগত বাহিনী দিয়ে খ ভয়ভীতি দেখিয়ে গ পরিষদ দিয়ে মিথ্যে মামলা দিয়ে ১৮. সহসা শ্বাস ফেলে গেল কে? বাতাস খ ঝড় গ ফল ঘ শাখা ১৯. ‘দুই বিঘা জমি’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ক মানসী খ গীতাঞ্জলি গ সোনারতরী কথা ও কাহিনী সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর কবি-পরিচিতিকোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? (জ্ঞান) ক প্রভাত সংগীত খ চৈতালি গ সোনার তরী গীতাঞ্জলি ২০. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১২৫৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ গ ১২৭৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ ঘ ১২৯৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ ২১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ১৯৪১ খ ১৯৪২ গ ১৯৪৫ ঘ ১৯৫০ ২২. বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ২০শে বৈশাখ ২২শে শ্রাবণ গ ২৩শে ভাদ্র ঘ ২৩শে শ্রাবণ ২৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ১৩১২ খ ১৩২০ গ ১৩৩৫ ১৩৪৮ ২৪. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ক ঢাকায় কলকাতায় গ লন্ডনে ঘ সুইজারল্যান্ডে ২৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন? (জ্ঞান) ৭ই আগস্ট খ ১৪ই আগস্ট গ ৭ই মে ঘ ১৪ই মে মূলপাঠ ২৬. ‘ভুঁই’ শব্দটি ‘দুই বিঘা জমি’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে? (জ্ঞান) জমি খ কপাল গ পাহাড় ঘ ভÐ ২৭. ‘দুই বিঘা জমি’ কবিতায় ভ‚মিহীন প্রজা কে? (জ্ঞান) ক মালি খ কিশোর উপেন ঘ গোপাল ২৮. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেনের জমি কে কিনে নিতে চায়? (জ্ঞান) রাজা খ উপেন গ প্রজা ঘ কবি ২৯. ‘দুই বিঘা জমি’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে? (জ্ঞান) ক বৈশাখ জ্যৈষ্ঠ গ আষাঢ় ঘ শ্রাবণ ৩০. উপেন ছোটবেলায় কোথা থেকে পালাত? (জ্ঞান) ক গ্রাম থেকে খ স্কুল থেকে গ বাড়ি থেকে
অষ্টম শ্রেণির বাংলা দুই বিঘা জমি Read More »