নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা
এসএসসি সাধারণ বিজ্ঞান প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়? গøুকোজ খ ফ্রুকটোজ গ সুক্রোজ ঘ বিটা ক্যারোটিন ২. স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলোÑ র. অ, উ, ঊ রর. অ, ই, ঈ ররর. অ, উ, ক নিচের কোনটি সঠিক? ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : রহিমার ওজন ৫০ কেজি ও উচ্চতা ১.৫ মিটার। গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাবসহ ওজন হ্রাস পেয়ে ৪৭ কেজি হয়ে গেছে। ৩. রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে- র. রক্ত চলাচলে বিঘœ ঘটে রর. পেশি নাজুক হয়ে পড়ে ররর. লবণের ভারসাম্য বজায় থাকে নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৪. অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি (ইগও) কত হয়েছে? ক ২২.৩ (প্রায়) ২০.৯ (প্রায়) গ ৪৯.২৫ (প্রায়) ঘ ৪৪.৭৫ (প্রায়) গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. নিচের কোনটির অভাবে বয়স্ক মহিলাদের অস্টিমম্যালেসিয়া রোগ হয় ক ফসফরাসের খ লৌহের ক্যালসিয়ামের ঘ পটাসিয়ামের ৬. ৬৫ কেজি দেড় মিটার উচ্চতা বিশিষ্ট একজন ব্যক্তির ইগও নিচের কোনটি? ক ৯৭.৫ খ ৪৩.৩৩ ২৮.৮৯ ঘ ০.০৩ ৭. ভিটামিন ঊ এর অভাবে নিচের কোনটি ঘটে? ভ্রূণের মৃত্যু হতে পারে খ বুক ধড়ফড় করতে পারে গ অস্থির গঠন মজবুত হতে পারে ঘ ধমনিতে ক্যালসিয়াম জমা হতে পারে ৮. খাদ্যের উপাদান কত প্রকার? ক দুই খ চার ছয় ঘ আট ৯. এক গ্রাম শর্করা জারণে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়? ৪.১ খ ৪.২ গ ৪.৩ ঘ ৪.৪ ১০. আমিষ গঠনের একক কোনটি? ক হাইড্রোক্লোরিক এসিড খ কার্বোলিক এসিড গ ফরমিক এসিড অ্যামাইনো এসিড ১১. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ক অ ঈ গ উ ঘ ক ১২. প্রভার উচ্চতা ১.৭ মিটার এবং ওজন ৭০ কেজি। তার বি.এম.আই (ইগও) কত? ক ২৬.২২ খ ২৫.২২ ২৪.২২ ঘ ২৩.২২ ১৩. রক্তে হিমোগেøাবিন্ তৈরি করে কোনটি? ক শর্করা খ ভিটামিন গ আমিষ খনিজ লবণ ১৪. কোনটির অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না? ক খনিজ লবণ খ প্রোটিন ভিটামিন-সি ঘ ভিটামিন-এ ১৫. তরমুজে কোনটি পাওয়া যায়? ক গøুকোজ খ ফ্রুকটোজ গ সুক্রোজ সেগুলোজ ১৬. ১০ গ্রাম চিংড়িতে ১.৯১ গ্রাম আমিষ আছে। এটি থেকে কী পরিমাণ শক্তি পাওয়া যাবে? ক ৯৩ ক.ঈধষ খ ৮৯ ক.ঈধষ ৮.৯ ক.ঈধষ ঘ ৭.৮ ক.ঈধষ ১৭. একটি বাড়ন্ত শিশুর প্রত্যহ কী পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন হয়? ৫০০৬০০ সম খ ৪৫০৫৫০ সম গ ৪০০৪৫০ সম ঘ ৩০০৪০০ সম ১৮. তুবার ওজন ৫০ কেজি এবং উচ্চতা ১.১ মিটার। তুবার বি এম আই কত? ৪১.৩২ খ ৪২.৩২ গ ৪৪.৩২ ঘ ৪৬.৩২ ১৯. মানুষের প্রধান খাদ্য কোনটি? ক স্নেহ শর্করা গ আমিষ ঘ ভিটামিন ২০. রাফেজ-এর কাজ কোনটি? ক তাপ ও শক্তি উৎপন্ন করে খ দাঁতের মাড়ি সুস্থ রাখে গ হিমোগেøাবিন গঠন করে অতিরিক্ত চর্বি কমানো ২১. রহিমের ওজন ৭২ কেজি এবং উচ্চতা ১.৮ মিটার, রহিমের ইগও কত? ২২.২ (প্রায়) খ ২৩.২ (প্রায়) গ ২৪.২ (প্রায়) ঘ ২৫.২ (প্রায়) ২২. কোন জাতীয় খাদ্য আঁশযুক্ত? সেলুলোজ খ স্টার্চ গ প্রোটিন ঘ ভিটামিন ২৩. কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে? ক খাদ্যপ্রাণ স্নেহ পদার্থ গ খনিজ লবণ ঘ শর্করা ২৪. কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? ক ভিটামিন অ খ ভিটামিন উ গ ভিটামিন ঈ ভিটামিন ই ২৫. মানবদেহে কয় ধরনের অ্যামাইনো এসিড রয়েছে? ২০ খ ১৮ গ ১৬ ঘ ১৪ ২৬. ভিটামিন ঈ এর অভাবে কোন রোগটি হয়? স্কার্ভি খ অ্যানিমিয়া গ বেরিবেরি ঘ রাতকানা ২৭. ঁেঢকি ছাঁটা চাল ও আটায় কোন ভিটামিন থাকে? ক রাইবোফ্ল্যাভিন খ পিরিডক্সিন গ কোবালমিন থায়ামিন ২৮. মিলনের ওজন ৭০ কেজি, উচ্চতা ১.৫ মিটার হলে তার বি.এম.আই কত? ৩১.১১ খ ৩৫.১৫ গ ৪০.১৩ ঘ ৪৬.৬৬ ২৯. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী র. সালফার ডাইঅক্সাইড রর. কার্বন মনোঅক্সাইড ররর. নাইট্রোস অক্সাইড নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩০. ভিটামিন ‘সি’ র. অস্থির গঠন শক্ত ও মজবুত করে রর. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ররর. ত্বকে ঘা সৃষ্টি করে, ক্ষত শুকাতে দেরি হয় নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩১. নিচের তথ্যগুলোর ভিত্তিতে প্রযোজ্য র. একমাত্র প্রাণিজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায় রর. পামতেল ভিটামিন “ঊ” এর উত্তম উৎস ররর. “ই” ভিটামিন সংখ্যায় এগারটি নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন \ ১ \ নিউট্রিয়েন্টস কী? উত্তর : খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনীশক্তির জোগান দেয়, তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে। প্রশ্ন \ ২ \ খাদ্য উপাদানগুলোর মধ্যে কোনগুলো দেহ পরিপোষক? উত্তর : খাদ্য উপাদানগুলোর মধ্যে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ বা ফ্যাট দেহ পরিপোষক। প্রশ্ন \ ৩ \ খাদ্য উপাদানগুলোর মধ্যে কোনগুলো দেহ সংরক্ষক? উত্তর : ভিটামিন, খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষক খাদ্য উপাদান। প্রশ্ন \ ৪ \ শর্করা কী দ্বারা গঠিত? উত্তর : শর্করা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। প্রশ্ন \ ৫ \ প্রতি গ্রাম শর্করা জারণে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়? উত্তর : প্রতি গ্রাম শর্করা জারণে ৪.১ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়। প্রশ্ন \ ৬ \ আমিষে কী পরিমাণ নাইট্রোজেন থাকে? উত্তর : আমিষে ১৬% পরিমাণ নাইট্রোজেন থাকে। প্রশ্ন \ ৭ \ মানুষের মধ্যে কয় ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে? উত্তর : মানুষের মধ্যে ২০ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে। প্রশ্ন \ ৮ \ চর্বি কী? উত্তর : চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি এসিড। প্রশ্ন \ ৯ \ উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার? উত্তর : উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই প্রকার। প্রশ্ন \ ১০ \ ভিটামিন উ কোথায় সংশ্লেষিত হয়? উত্তর : ভিটামিন উ মানুষের দেহে সংশ্লেষিত হয়। প্রশ্ন \ ১১ \ লৌহের প্রধান কাজ কী? উত্তর : লৌহের প্রধান কাজ হিমোগেøাবিন গঠনে সাহায্য করা। প্রশ্ন \ ১২ \ অস্টিওম্যালেসিয়া কী? উত্তর : অস্টিওম্যালেসিয়া বয়স্ক মহিলাদের ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। প্রশ্ন \ ১৩ \ থায়ামিন কী? উত্তর : ভিটামিন ই১ কে থায়ামিন বলে। প্রশ্ন \ ১৪ \ শর্করা ও প্রোটিনের ক্যালরি মান কত? উত্তর : শর্করা ও প্রোটিনের ক্যালরি
নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা Read More »