অ্যাসাইনমেন্ট

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ১৮ সপ্তাহ শারীরিক শিক্ষা উত্তর

আজ আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট উত্তর দিতে চলেছি। অ্যাসাইনমেন্টটি হলো ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ১৮ সপ্তাহ শারীরিক শিক্ষা উত্তর। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় খুশি হয়েছো। অষ্টম শ্রেণীর আঠারো সপ্তাহের অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা তোমাদের অনেক সহজ একটি অ্যাসাইনমেন্ট। Contents [hide] অষ্টদশ সপ্তাহে অষ্টম শ্রেণির জন্য দুটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট দুটির একটি গণিত ও অন্যটি শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা। তোমাদের আঠারো সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি আমরা তোমাদের লিখে দিয়েছি। যার লিংক তোমরা নিচে দেখতে পাবে। শারীরিক শিক্ষা এসাইনমেন্ট অষ্টম শ্রেণির ১৮ সপ্তাহ যেহেতু এটা ১৮ সপ্তাহের এসাইনমেন্ট চলছে সেহেতু তোমরা অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছো। অনেকদিন ধরে তোমাদের এসাইনমেন্ট কার্যক্রম চলছে। তোমাদের হয়তো ২১ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট লিখা লাগতে পারে। তোমাদের ভয়ের কিছু নাই। আমরা তোমাদের সাথে রয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা কি ১৮ সপ্তাহের সকল প্রশ্নের পিডিএফ পেয়েছো। যদি না পেয়ে থাকো তাহলে নিচের লিংখ থেকে ডাউনলোড করে নিতে পারো। Download আজকের প্রশ্নটি খুবই মজার। তোমরা নিশ্চয় মাঠে প্রতিদিন খেলতে যাও। অথবা বাড়ির আশে পাশে খেলা কর। এমন একটি ঘটনার মধ্যে দিয়ে আজকের অ্যাসাইনমেন্টটি তোমাদের লিখতে হবে। তো চলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ১৮ সপ্তাহের প্রশ্নগুলো দেখে নিই। অষ্টম শ্রেণীর ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা প্রশ্ন শ্রেণিঃ ৮ম/অষ্টম বিষয়ঃ শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা অধ্যায়ঃ স্কাউটিং, গার্ল গাইড, ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৮ম শ্রেণির শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা অ্যাসাইনমেন্ট ২ অ্যাসাইনমেন্ট নির্ধরিত বিষয়ঃ  রিতা ও জুই দুই বান্ধবী। প্রতিদিনের মতাে তারা স্কুলের মাঠে খেলা করছিল। হঠাৎ রিতা পড়ে গিয়ে হাতে প্রচন্ড ব্যথা পায়। কিছুক্ষণ পরে দেখা যায় রিতার হাত ফুলে গিয়েছে এবং প্রচন্ড ব্যথা অনুভব করে। এমতাবস্থায় উঁই তার অন্যান্য বান্ধবীদের ডেকে এনে রিতা কে ডাক্তারের কাছে। নেওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এমন পরিস্থিতির সম্মুখীন হলে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে তােমার পাঠ্য পুস্তকের আলােকে মতামত উপস্থাপন কর। অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ  পাঠ্যপুস্তক থেকে ধারণা নেওয়া যেতেপারে। পূর্ববর্তী বা পরবর্তী শ্রেণির পাঠ্যপুস্তক থেকেও ধারণা নেওয়া যেতে পারে। বিষয় শিক্ষকের পরামর্শ নেওয়া যেতে পারে। ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে। অষ্টম শ্রেণীর ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় উপরের ছবিটি থেকে এবং আমাদের লেখা থেকে প্রশ্নগুলো পড়ে নিয়েছো। যদি না পড়ে থাকো তাহলে এক্ষুনি পড়ে আসো। প্রশ্ন পড়া ছাড়া এসাইনমেন্ট কখোনো লিখবেনা। আমরা সব সময় সাজস্ট করি প্রশ্ন পড়ে উত্তর লিখতে। তোমাদের অনেকেই আমাদের কাছে বলেছো তোমরা প্রশ্ন না দেখেই উত্তর লিখতে শুরু করো। এবং লেখা শেষে তোমরা নিজরা বুঝতেই পারোনা কি লিখেছো আর প্রশ্নই বা কি ছিলো। ৮ম শ্রেণির কয়েকটি শিক্ষার্থীকে আমরা জিজ্ঞেস করেছি তোমরা কি এই বিষয়ে এসাইনমেন্ট লিখেছো। তখন তারা উত্তর দিয়েছে মনে নাই। আসলে তারা প্রশ্ন দেখে উত্তর লেখেনি। তাই তোমাদের কাছে আমাদের সাজেশন অবশ্যই প্রশ্ন পড়বে।  ১৮ সপ্তাহের ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা উওর অ্যাসাইনমেন্ট শুরু করার আগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বলতে চাই তোমরা উত্তরটি হুবুহু কপি না করে একবার পড়ে নিজের মত করে লিখবে। কারণ কপি করলে তোমাদের খাতা বাতিল হতে পারে। এসাইনমেন্ট শুরু শিরোনামঃ প্রাথমিক চিকিৎসা কোনো আহত ব্যক্তিকে ডাক্তার আসার পূর্বে যে সেবা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে ।  প্রাথমিক চিকিৎসা হচ্ছে বিজ্ঞান সম্মত সেই শিক্ষা , যা আয়ত্তে থাকলে আকম্মিক কোনো দুর্ঘটনায় সাহায্য করতে পারে , যাতে রোগীর জীবন রক্ষা পায়। আমার বান্ধবী এমন পরিস্থিতির সম্মুখীন হলে আমি যে যে পদক্ষেপ গ্রহণ করব তা নিচে আলোচনা করা হলোঃ  তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে । যেহেতু তার হাতে প্রচন্ডাব্যাথা পেয়েছে তাই তার হাত কে আরামে রাখতে হবে। এজন্য তার বাহুর অগ্রভাগ আরামে ঝুলিয়ে রাখার জন্য আর্ম স্রিংয়ের প্রয়োজন। হাতের কোনো হাড় ভেঙ্গে গেলে বা হাতে কোনো আঘাত লাগলে তাকে অনড় করে ঝুলিয়ে রাখতে হয় | একটি নির্ভাজ ব্রিকোণ ব্যান্ডেজ নিয়ে তার এক প্রান্ত কাঁধের উপর স্থাপন করতে হবে । গলার পিছন দিক দিয়ে ঘুরিয়ে আহত অংশের কাধের দিকে আনতে হবে এবং বুকের সম্মুখভাগে অন্য প্রান্তটি আনতে হবে এবং বুকের সম্মুখভাগে অন্য প্রান্তা ঝুলিয়ে রখতে হবে। অতঃপর ব্যান্ডেজের মধ্যস্তথুলে আহত বাহুখানি রেখে শীর্ষদিক কনুইয়ের পিছন দিকে নিয়ে যেতে হবে। এবার দ্বিতীয় প্রান্তটিকে প্রথমটির সাথে বেধে দিতে হবে । শীর্ষদিক কনুই পর্যন্ত ভাজ করে এনে দুটি সেফটিপিনের সাহায্যে ব্যান্ডেজের সম্মুখভাগ সংযুক্ত করে দিতে হবে । তারপর যত দ্রুত সম্ভব থাকে ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ৮ম শ্রেণির গণিত ১৮ সপ্তাহ অ্যসাইনমেন্ট ৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮ সপ্তাহ অ্যসাইনমেন্ট ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট উত্তর ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ উপরের উত্তরটি দেখে তোমরা নিশ্চয় ভাবছো যে এত ছোট উত্তর। অন্যান্য ওয়েবসাইটে তো অনেক বড় করে দেওয়া আছে। তোমরা আসলে ভূলের মধ্যে আছো। প্রশ্নটি প্রথমে পড় এবং যাচাই করো সকল ওয়েবসাইটের উত্তর কি সঠিক আছে। তারা বই থেকে শুধুমাত্র তুলে দিয়েছে। কিন্তু প্রশ্নটি পড়লেই বুঝতে পারবে। আসলে এটা বই থেকে লেখার কিছু না। নিজে বানিয়ে বানিয়ে লিখতে হবে।  ১৯ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের জন্য আমাদের ফেজবুক পেজটি লাইক দিয়ে রাখো। এবং নিচের এসাইনমেন্ট গ্রুপে জয়েন হয়ে থাকো। সতর্কতাঃ শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্ন না পড়ে উত্তর লিখবেনা। তার ‍দুটি কারণ। একটি তোমার অ্যাসাইনমেন্ট লেখার আসল উদ্দেশ্য ব্যহত হবে। অন্যটি সঠিক উত্তর যাচাই করতে। হুবুহু কপি করবেনা। করলে খাতা বাতিল হতে পারে। এতে আমরা দায়ী নই কারণ আমরা শুধুমাত্র নমুনা উত্তর দিয়ে থাকি। ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা সমাধান ২০২১ সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। অন্য এসাইনমেন্টের জন্য আমাদের সাথেই থাকুন।

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ১৮ সপ্তাহ শারীরিক শিক্ষা উত্তর Read More »

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা ১৮তম সপ্তাহ

নবম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ১৮ সপ্তাহের শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর প্রকাশ করবো। তোমরা অনেক আগ্রহ নিয়ে পোস্টটি ওপেন করেছো। আমরা তোমাদের সেই কাঙ্খিত ষষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১৮তম সপ্তাহ এসাইনমেন্ট টি সম্পূর্ণ লিখে দিবো। Contents [hide] করোনাকালীন সময়ে তোমাদের বিদ্যালয় খুললেও তোমাদের সপ্তাহে একদিন ক্লাস হচ্ছে। তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত হবে। ক্লাসে উপস্থিত হওয়ার সাথে সাথে তোমরা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখছো। তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট হয়তো ২১ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। আঠারো সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা এসাইনমেন্ট ২০২০ সাল থেকে তোমদের সকল অ্যাসাইনমেন্ট আমরা লিখে আসছি। আমাদের তিনটি সাইটে তোমাদের এসাইনমেন্ট নমুনা উত্তর আমরা প্রকাশ করে থাকি। সেই ধারাবাহিকতায় অষ্টদশ সপ্তাহের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তোমাদের দেওয়া হলো। ১৮ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রশ্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা তোমরা কি প্রশ্নগুলো পড়েছো। ধরে নিলাম তোমরা পড়েছো। তোমরা কি জানো কেস স্টাডি কি। কিভাবে কেস স্টাডি করতে হয়। না জেনে থাকলে নিচের লিংক থেকে জেনে নিতে পারো। কেস স্টাডি কিভাবে কেস স্টাডি লিখতে হয়। ষষ্ঠ শ্রেণির ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা উত্তর এসাইনমেন্ট শুরু প্রাথমিক চিকিৎসাঃ প্রাথমিক চিকিৎসা হলো সামান্য বা গুরুতর অসুস্থতা বা অবস্থার অবনতি থেকে বাঁচতে বা পুনরুদ্ধারের জন্য যত্নসহকারে দেওয়া প্রথম বা তাৎক্ষণিক সহায়তা । প্রাথমিক চিকিৎসাকারির কাজঃ  যিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন তিনিই মূলত প্রাথমিক চিকিৎসাকারি ।তাকে মূলত প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য মাথায় রেখে কাজ করতে হবে। প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যঃ রোগীর অবস্থার অবনতি রোধ করা; রোগীর অবস্থার উন্নতি করা; রোগীর জীবন রক্ষা করা । এই উদ্দেশ্য গুলো জানার পর তাকে নিম্নলিখিত কাজগুলো করতে হবেঃ- লক্ষণ দেখে রোগ নির্ণয়ঃ প্রাথমিক চিকিৎসককে সর্ব প্রথম রোগীর বিভিন্ন লক্ষণ দেখে রোগ বা দুর্ঘটনার কারণ নির্ণয় করতে হবে। চিকিৎসাঃ রোগীর দুর্ঘটনার কারণ বা রোগ নির্ণয় করে যত দ্রুত সম্ভব তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী রোগীর চিকিৎসা করতে হবে। স্থানান্তরঃ প্রাথমিক চিকিৎসার সর্বশেষ স্তর হল-পরিস্থিতি অনুযায়ী রোগীকে ডাক্তারের কাছে বা হাসপাতালে বা তার বাড়ীতে পৌছে দেয়া। প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহ্গত উপকরণসমূহঃ প্রাথমিক চিকিৎসার জন্য সাধারণত প্রাথমিক চিকিৎসা বাক্স ব্যবহার করা হয় এতে যা যা থাকে- ‘অ্যন্টিসেপটিক দ্রবণ (যেমন স্যাভলন, ডেটল, পোভিডন আয়োডিন দ্রবণ)। আ্যান্টিসেপটিক ক্রিম। তুলা, গজ, কাঁচি। ব্যান্ডেজ (ছোট ব্যান্ডেজের স্ট্রিপ কিনতে পাওয়া যায়)। মাইক্রোপোর (সাদা রঙের পাতলা একটি জিনিস, যা স্কচটেপের মতো আটকানো যায়)। দুটি তিন কোণা বড় কাপড়। মাঝারি আকারের কাপড়। বেশ কয়েক প্যাকেট খাওয়ার স্যালাইন । প্যারাসিটামল ট্যাবলেট ও গ্যাস্ট্রিকের ওষুধ । পোড়া জায়গায় লাগানোর মলম (যেমন সিলভার সালফাডায়াজিন ১% ক্রিম, যা শুধু বাহ্যিক ব্যবহার্য) । থার্মোমিটার । ক্রেপ ব্যান্ডেজ । প্রাথমিক চিকিৎসা প্রদানকারী এবং গ্রহণকারীর পরিচয়ঃ বেশ কিছুদিন আগে আমার ছোট ভাই পানিতে পড়ে গিয়েছিল। তখন তাকে হাসপাতালে নেওয়া সম্ভব ছিল না কিন্তু আমি প্রাথমিক চিকিৎসা পদ্ধতিটি জানতাম যার কারণে আমি তাকে প্রাথমিক চিকিৎসা দানের মাধ্যমে সুস্থ করে তুলেছিলাম। দুর্ঘটনা ও আমার প্রদত্ত চিকিৎসা পদ্ধাতিঃ আমার ছোট ভাইয়ের পানিতে ডোবার কারণে শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল ।আমি এর জন্য যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেছিলাম তা নিম্নে বর্ণনা করা হলোঃ রোগীর চিবুক তুলে ধরে গলা সোজা করা এবং মুখ খোলা; এক হাতের আঙ্গুল দিয়ে নাক চেপে নাক বন্ধ করা; বড় করে একটা নিঃশ্বাস নেওয়া; রোগীর মুখের উপর মুখ চেপে ধরে আস্তে আস্তে তার মুখের ভেতরে শ্বাস ছেড়ে দেওয়া; ৩০ সেকেন্ড বিরতি দিয়ে এভাবে মুখের ভিতরে শ্বাস ছেড়ে দেওয়া দ্রুত ডাক্তার ডাকা বা রোগীকে স্থানান্তর করা । উপরোক্ত চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে হয়েছিলাম । প্রদত্ত চিকিৎসার উদ্দেশ্যঃ প্রদত্ত চিকিৎসাটি ছিল প্রাথমিক চিকিৎসা নিম্নে এর উদ্দেশ্য দেওয়া হলোঃ রোগীর অবস্থার অবনতি রোধ করা; রোগীর অবস্থার উন্নতি করা; রোগীর জীবন রক্ষা করা । এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮ সপ্তাহ অ্যসাইনমেন্ট ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট উত্তর ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ তোমরা দেখলে কিভাবে আমরা কেস স্টাডিটা লিখেছি। তোমরা উপরের নমুনা উত্তর থেকে ধারণা নিয়ে তোমাদের নিজর মত করে উত্তরটি সাজিয়ে লিখবে। যদি নিজ থেকে না পারো তবে নমুনা উত্তর থেকে আংশিক কপি করবে। তবে কোনো ক্রমেই সম্পূর্ণ উত্তরটি কপি করবেনা। ১৯ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের জন্য আমাদের ফেজবুক পেজটি লাইক দিয়ে রাখো। এবং নিচের এসাইনমেন্ট গ্রুপে জয়েন হয়ে থাকো। ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা সমাধান ২০২১ সতর্কতাঃ ৬ষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তরটি তোমাদের কেবলমাত্র একটি নমুনা উত্তর। এটি অনুসরণ করে তোমরা নিজেরা লিখবে কপি করলে তোমাদের খাতা বাতিল হতে পারে। এ কারণে তোমাদের খাতা বাতিল হলে আমরা দায়ী নয়। সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। অন্য এসাইনমেন্টের জন্য আমাদের সাথেই থাকুন।

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা ১৮তম সপ্তাহ Read More »

৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ১৮ সপ্তাহ ২০২১

আজ আমরা তোমাদের ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো। ১৮ সপ্তাহের তোমাদের দুটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে। সেই দুটি অ্যসাইনমেন্টের মধ্যে ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ১৮ সপ্তাহ ২০২১ নিয়ে পোস্ট করবো। সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইলো। Contents [hide] বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৮ সপ্তাহে দুটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে। অ্যাসাইনমেন্ট দুটি হলো। পদার্থ বিজ্ঞান ১৮ সপ্তাহ অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৮ সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমরা আজকে এই পোস্টে শুধু পদর্থ বিজ্ঞানের নমুনা উত্তর নিয়ে আলোচনা করবো। এবং পোস্টের মধ্যে বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৮ সপ্তাহের উত্তরের লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ঐ অ্যাসাইনমেন্টটিও লিখে নিতে পারবে। ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ১৮ সপ্তাহ তোমরা এর আগে ৩টি পদার্থ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট লিখেছো। আজ এটি তোমদের ৪র্থ পদার্থ বিজ্ঞান অ্যসাইনমেন্ট। আমরা  তোমাদের পদার্থ বিজ্ঞান অ্যসাইনমেন্টগুলো নির্ভূল করে লিখে দিই। তোমরা নিশ্চয় পদার্ধ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়টি পড়েছো। তৃতীয় অধ্যায়ে তোমাদের বল সম্পর্কে বলা আছে। বল অধ্যায়টি তোমাদের কাছে কঠিন মনে হলেও এটি মূলত সহজ এটি বিষয়। বল অধ্যায়ে বিভিন্ন বল সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখন পদার্থবিজ্ঞান ১৮ সপ্তাহের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার সময়। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেরি না করে ১৮ সপ্তাহের নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্নটি দেখে নিই। নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১ প্রশ্ন ১৮ সপ্তাহ শ্রেণিঃ নবম/৯ম বিষয়ঃ পদার্থ বিজ্ঞান অধ্যায়ঃ ৩ (বল) অ্যাসাইনমেন্ট ক্রমঃ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ৪ তোমাদের কাছে অনুরোধ প্রশ্নটি পড়ে তারপর উত্তর লেখা শুরু করো। ১৮ সপ্তাহের ৯ম শ্রেণির পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ এসাইনমেন্ট শুরু আমার চারপাশের অসংখ্য সংঘর্ষের ভেতর পাঁচটি উল্লেখযোগ্য সংঘর্ষ শনাক্ত করে নিম্নে উল্লেখ করা হলোঃ ঘটনা-১ঃ সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‍্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা-২ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ি খাদে পড়ে চালক নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা-৩ঃ বরিশালের উজিরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার বৃহস্পতিবার রা‌ত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা-৪ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ দুইজন। হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উপজেলার গাড়াদহ এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা-৫ঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনায় একটি ট্রাক, ৫টি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ও তার কারণঃ উপরোক্ত ঘটনা গুলোর মধ্যে তিন নম্বর ঘটনাটি সবচেয়ে ভয়াবহ ছিল নিচে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে কারণ ব্যাখ্যা করা হলোঃ মূলত ট্রাক ও মোটরসাইকেলের বেপরোয়া বেগই ছিলো সংঘর্ষের কারণ। ধরি,  সংঘর্ষের সময় ট্রাকের ভর ছিল m1 ও মোটরসাইকেলের ভর ছিল m2 যেহেতু মুখোমুখি সংঘর্ষ হয়েছে তাই মোটরসাইকেলের বেগ ট্রাকের বেগ এর বিপরীত। অর্থাৎ ট্রাকের বেগ u হলে মোটরসাইকেলের বেগ –u যেহেতু মোটরসাইকেলের ভর m2 ট্রাকের ভরের m1 তুলনায় অনেক কম তাই সেটাকে শুন্য ধরে নিলে খুব বেশি ভুল হবেনা। m2 কে শুন্য ধরে সংঘর্ষের পর ট্রাকের বেগ, m2 কে শুন্য ধরে সংঘর্ষের পর মোটরসাইকেলের বেগ, ফলাফলটি খুব ভীতিজনক। সংঘর্ষের পর ট্রাকটি একই বেগে যেতে থাকবে অর্থাৎ সংঘর্ষের তেমন কোনো ভয়াবহতা অনুভব করবে না কিন্তু মোটরসাইকেলের বেগ -u থেকে পরিবর্তন হয়ে 3u হয়ে যাবে যার অর্থ মোটরসাইকেলের বেগের দিকে পরিবর্তিত হয়ে উল্টোদিকে {3u-(-u) = 4} চারগুণ বেগে ছিটকে যাবে। যে কারণে প্রাণহানি হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যপার। উপরোক্ত গাণিতিক সমাধান থেকে আমরা জানতে পারি মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষের ভয়াবহতার পেছনে মূল কারুকাজটি করেছে তাদের বেগ। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮ সপ্তাহ অ্যসাইনমেন্ট ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট উত্তর ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ আজকের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তরটি তোমাদের শতভাগ নির্ভূল করে দেওয়ার চেষ্টা করেছি। অন্য ওয়েবসাইটে তোমরা ভূল ও অনেক বড় উত্তর দেখেছো। আমরা তোমাদের ছোট ও তথ্যবহুল উত্তর দিয়েছি। ১৯ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের জন্য আমাদের ফেজবুক পেজটি লাইক দিয়ে রাখো। এবং নিচের এসাইনমেন্ট গ্রুপে জয়েন হয়ে থাকো। ৯ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞান সমাধান ২০২১ সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। অন্য এসাইনমেন্টের জন্য আমাদের সাথেই থাকুন।

৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ১৮ সপ্তাহ ২০২১ Read More »

৮ম শ্রেণীর ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১ class 8 math 18 week

আজকের ৮ম শ্রেণীর ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১ পোস্টে সকলকে স্বাগতম। তোমরা জানো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত সেপেম্বর মাসের ২৮ তারিখ মঙ্গলবার তোমাদের ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করেছে। সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে তোমাদের এই সপ্তাহে রয়েছে গণিত অ্যাসাইনমেন্ট। Contents [hide] করোনকালীন সময়ে তোমরা বিদ্যালয়ে যেতে পারছোনা। কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে। এটা তোমাদের ভালোর জন্যই দেওয়া হয়েছে। তোমরা যদি অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে করো তাহলে তোমাদের অনেক কিছু পড়া হয়ে যাবে। তোমরা যারা বাসায় গণিত বইটি ভালো করে পড়েছো তাদের জন্য আজকের অ্যাসাইনমেন্টটি সমাধান করা সহজ হবে। তোমাদের সবাক কাছে নিশ্চয় ৭ম শ্রেণির গণিত বই আছে। আবার অনেকের কাছে ৭ম শ্রেণির গণিত গাইড ও আছে। ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গণিত যে সকল শিক্ষার্থীর বাসায় গ্রহশিক্ষক রয়েছে তাদের হয়তো গণিত বইয়ের জ্যামিতি অংশ ভালে করে চর্চা করা হয়ে গেছে। জ্যামিতি অংশের একটি অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়টি চতুর্ভুজ সম্পর্কে। তাই তোমাদের যাদের চতুর্ভুজ সম্পর্কে ভালো ধারণা রয়েছে তারা আজ অনেক সহজে বুঝতে পারবে ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির গণিত নমুনা উত্তরটি। আজ তোমাদের আমরা প্রশ্ন সহ উত্তর দিবো। তোমরা প্রথমে অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্নটি দেখবে তারপর নমুনা উত্তরটি দেখবে ও মুখুস্ত করবে। পরে নিজে নিজে সমাধান করবে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন না দেখে দেখে দেখে উত্তর লেখা শুরু করে দাও। কাজটি মোটেও ভালো নয়। আমার নিজের কিছু স্টুডেন্ট ও এই কাজটি করে। তাদের আমি সব সময় বলি তোমরা প্রশ্ন না দেখে উত্তর লিখলে তোমাদের কি কোনো উপকার হবে? আসলে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য হলো করোনাকালীন সময়ে তোমদের যেন বইয়ের সাথে সম্পর্ক থাকে এই জন্য। এই বই থেকে কিছু শিখতে পারো। কিন্তু তোমরা যদি প্রশ্ন না দেখে উত্তরগুলো কপি করো তাহলে কোনো উদ্দেশ্যই সফল হবেনা। আমরা আশা করবো এখন থেকে তোমরা প্রশ্ন দেখে উত্তর লিখবে। শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আমরা আগে ৮ম শ্রেণির ১৮ সপ্তাহের গণিত প্রশ্নগুলো দেখে নিই। ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২১ শ্রেণিঃ অষ্টম/৮ম বিষয়ঃ গণিত অধ্যায়ঃ অষ্টম ( চতুর্ভুজ) অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ৪ অ্যাসাইনমেন্ট বিষয়বস্তুঃ  ৮.১- চতুর্ভুজ ৮.২- চতুর্ভুজের প্রকারভেদ ৮.৩-চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য ৮.৪- চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ৮.৫- ঘনবস্তু ৮.৬- চতুর্ভুজ অঙ্কন নির্ধারিত কাজঃ একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যর সমষ্টি 20 সেমি এবং কোনাে বাহুই 3 সেমি এর কম নয়। নিচের চতুর্ভূজগুলাের আনুপাতিক চিত্র অঙ্কন কর এবং২টি করে বৈশিষ্ট্য লিখঃ ক. বর্গ খ. রম্বস কিন্তু বর্গ নয়। গ. আয়ত কিন্তু বর্গ নয়। ঘ, সামান্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়। ঙ. ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়। অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ  গণিত পাঠ্যবইয়ের ৮ম অধ্যায়ে আলােচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে সমস্যা সমাধান করবে। মূল্যায়ন রুব্রিক্সঃ ক, ১, চিত্র অঙ্কন ২. বৈশিষ্ট্য নিরূপন খ, ১. চিত্র অঙ্কন ২. বৈশিষ্ট্য নিরূপন গ. ১. চিত্র অঙ্কন ২. বৈশিষ্ট্য নিরূপন ঘ, ১. চিত্র অঙ্কন ২. বৈশিষ্ট্য নিরূপন ঙ. ১. চিত্র অঙ্কন ২. বৈশিষ্ট্য নিরূপন ৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন পিডিএফ ডাউনলোড শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে নিশ্চয় ১৮ সপ্তাহের পিডিএফ ফাইলটি আছে।  কারো কাছে যদি না থেকে থাকে তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলি কালেকশনে থাকা জরুরী। তোমরা সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলি ডাউনলোড করে রাখাবে।  গণিত ১৮ সপ্তাহের ৮ম শ্রেণির প্রশ্নগুলো তোমরা নিশ্চয় পড়েছো। প্রশ্ন দেখে তোমর বুঝতে পেরেছো আজ তোমাদের চতুর্ভুজ সম্পর্কে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম তোমাদের ৫ম শ্রেণি থেকে পড়ানো হয়েছে। তাই এগুলো সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। আমরা তোমাদের সেইগুলোই মনে করিয়ে দিতে চাই।  নমুনা উত্তরে আমরা তোমাদের যে বৈশিষ্ট্যগুলো লিখে দিবো তোমরা ইচ্ছা করলে সেগুলো বাদে তোমাদের ইচ্ছা মত বৈশিষ্ট্য লিথতে পারো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অধির আগ্রহে দেখছো কোথায় অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর দেওয়া আছে। চলো তাহলে সেই কাঙ্খিত ১৮ সপ্তাহের অষ্টম শ্রেণির গণিত এসাইনমেন্টটির নমুনা সমাধান আমরা দেখে নিই। ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ১৮ সপ্তাহ এসাইনমেন্ট শুরু ’ক’ প্রশ্নের উত্তর বর্গঃ যেহেতু চতুর্ভজের চারটি বাহুর সমষ্টি 20 সে.মি সেহেতু এর পরিসীমা 20 সে.মি। আমরা জানি, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহ সমান এবং প্রতোকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। সুতরাং বর্গের একটি বাহুর = 20 ÷ 4= 5 সে.মি বর্গের ২টি বৈশিষ্ট্যঃ  বর্গের চারটি বাহু সমান। বর্গের চারটি কোন সমকোণ। ’খ’ প্রশ্নের উত্তর রম্বসঃ যেহেতু চতুর্ভজের চারটি বাহর সমষ্টি 20 সে.মি সেহেতু এর পরিসীমা 20 সে.মি। আমরা জানি, যে চতুর্ভুজের প্রতোকটি বাহু সমান এবং প্রতোকটি কোণ সমকোণ নয় তাকে রম্বস বলে। সুতরাং রম্বসের একটি বাহুর = 20 ÷ 4= 5 সে.মি রম্বসের ২টি বৈশিষ্ট্যঃ  রম্বসের চারটি বাহু সমান। রম্বসের চারটি কোন সমকোণ নয়। ‘গ’ প্রশ্নের উত্তর আয়তঃ আমরা জানি, যে চতুভূজের বিপরীত বাহদ্বয় পরম্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। যেহেতু চতুর্ভুজের চারটি বাহুর সমষ্টি 20 সে.মি এবং কোনো বাহুই 3 সে.মি এর কম নয় তাই ধরা যায় আয়তের পরিসীমা 20 সে.মি এবং এর প্রস্থ 3 সে.মি। এখন আয়তের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 20         বা, দৈর্ঘ্য + প্রস্থ = 20 ÷2         বা, দৈর্ঘ্য + 3 = 10         বা, দৈর্ঘ্য = 10-3         ∴ দৈর্ঘ্য = 7 আয়তের ২টি বৈশিষ্ট্যঃ  আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আয়তেরন কোনগুলো সমকোণ। ’ঘ’ প্রশ্নের উত্তর সামান্তরিকঃ আমরা জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহদ্বয় পরম্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ নয় তাকে সামন্তরিক বলে। যেহেতু চতুর্ভুজের চারটি বাহর সমষ্টি 20 সে.মি এবং কোনো বাহুই 3 সে.মি এর কম নয় তাই ধরা যায় সামন্তরিকের পরিসীমা 20 সে.মি এবং এর প্রস্থ 3 সে.মি। এখন সামান্তরিকের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 20         বা, দৈর্ঘ্য + প্রস্থ = 20 ÷2         বা, দৈর্ঘ্য + 3 = 10         বা, দৈর্ঘ্য = 10-3         ∴ দৈর্ঘ্য = 7 সামান্তরিকের ২টি বৈশিষ্ট্যঃ  সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সামান্তরিকের কোনগুলো সমকোণ নয়। ’ঙ’ প্রশ্নের উত্তর ট্রাপিজিয়ামঃ আমরা জানি, যে চতুর্ভুজের দুটি বাহ পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে। এক্ষেত্রে ট্রাপিজিয়ামের কোন বাহর দৈর্ঘ্ই সমান হবে না। যেহেতু চতুর্ভজের চারটি বাহ্‌র সমষ্টি 20 সে.মি এবং কোনো বাহুই 3 সে.মি এর কম নয় তাই ধরা যায় ট্রাপিজিয়ামের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সে.মি, 4 সে.মি এবং 5 সে.মি। ∴ ট্রাপিজিয়ামের ৪র্থ বাহুর দৈর্ঘ্য = 20-(3+4+5)         = 20 – 12         = 8 সেমি ট্রাপিজিয়ামের ২টি বৈশিষ্ট্যঃ  ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের সন্নিহিত কোনদ্বয়ের সমষ্টি 180٥ এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২১তম সপ্তাহ ৬ষ্ঠ

৮ম শ্রেণীর ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২০২১ class 8 math 18 week Read More »

৭ম শ্রেণির গনিত এসাইনমেন্ট সমাধান ১৮ সপ্তাহ ২০২১ class 7 math 18 week

করোনাকালীন সময়ে বছরের মূহুর্তে এসে তোমাদের বিদ্যালয় খুললেও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ক্লাস প্রতিদিন হচ্ছেনা। তাই তোমাদের অ্যাসাইনমেন্ট চালু রয়েছে। গত মঙ্গলবার ২৮/০৯/২০২১ তারিখে তোমাদের ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ১৮তম সপ্তাহের এসাইনমেন্টে তোমাদের দুটি এসাইনমেন্ট লিখতে হবে। Contents [hide] ১৮ সপ্তাহে তোমাদের দুটি এসাইনমেন্টের হলোঃ ৭ম শ্রেণির গণিত ১৮ সপ্তাহ ৭ম শ্রেণির শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা ১৮ সপ্তাহ উপরের দুটি এসাইনমেন্ট তোমাদের জন্য দেওয়া হয়েছে শুধুমাত্র ১৮তম সপ্তাহের জন্য। আজকের পোস্টে তোমাদের শুধু গণিত অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর আমরা পোস্ট করবো। এবং পোস্টের শেষে শারীরিক শিক্ষা এসাইনমেন্ট উত্তর লিংক দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা সেটা দেখে নিবা। ৭ম শ্রেণির যে সকল শিক্ষার্থী বাসায় গণিত চর্চা করেছো তাদের জন্য সপ্তম শ্রেণির গণিত অনেক সহজ হয়ে যাবে। কিন্তু যারা করোনা মহামারির সময় বাসায় গণিত পড়নি তারা অনেক পিছিয়ে আছো। তাদের জন্য আজকের গণিত অ্যাসাইনমেন্টটি কঠিন লাগতে পারে। ১৭ সপ্তাহের সপ্তম শ্রেণির গণিত এসাইনমেন্ট ২০২১ তোমরা যারা বাসায় ৭ম শ্রেণির গণিত বইয়ের অষ্টম অধ্যায়টি ভালো করে পড়েছো তাদের কাছে আজকের এসাইনমেন্ট উত্তরটি লেখা অনেক সহজ হবে। তোমাদের যাদের জ্যামিতি সম্পর্কে ভালো ধারণা আছে তাদের জন্য এই এসাইনমেন্টটি সুখবর বয়ে নিয়ে আসছে। Download জ্যামিতির শুরু হচ্ছে রেখা দিয়ে আর সেই রেখার একটি হলো সমান্তরাল সরলরেখা। আজ তোমরা সেই সমান্তরাল সরলরেখা নিয়ে অ্যাসাইনমেন্ট লিখবে। তোমরা যারা সমান্তরাল সরলরেখা এবং তাদের ছেদক দ্বারা উৎপন্ন একান্তর ও অনুরুপ কোণ সম্পর্কে ধারণা রাখো তাদের খুব সহজ মনে হবে আজকের ১৮ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি। তোমাদের সরলরেখা সম্পর্কে কথা বললাম। তোমাদের নিশ্চয় এখন প্রশ্নটি দেখতে ইচ্ছে করছে। হ্যা আমরা তোমাদের প্রশ্নের লিখিত রুপ ও একটি ছবি দিবো। সেখান থেকে তোমরা ৭ম গণিত ১৮সপ্তাহের প্রশ্নটি দেখতে পাবে। চলো শিক্ষার্থী বন্ধুরা নমুনা উত্তর দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। ১৮ সপ্তাহের ৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২১ শ্রেণিঃ  সপ্তম/৭ম বিষয়ঃ সাধারণ গণিত অধ্যায়ঃ ৮ (সমান্তরাল সরলরেখা) অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৭ম শ্রেণির গণিত অ্যসাইনমেন্ট ৪/ নির্ধারিত কাজ ৪ অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুঃ ১. সমান্তরাল সরলরেখা ও ছেদক ২. দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত ৩. দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত প্রমাণ। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজঃ  AB || CD এবং PQ ছেদক যা রেখাদ্বয়কে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। ১. দুই জোড়া অনুরূপ কোণ চিহ্নিত কর এবং প্রতি জোড়া অনুরূপ কোণ সমান কিনা যাচাই কর এবং প্রমাণ কর যে,∠AMN =∠MND ২. ∠ PMB 60° এবং M বিন্দুগামী একটি রেখাংশ ND কে যদি R বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন, MN=MR তাহলে প্রমাণ কর যে, MNR একটি সমবাহু ত্রিভূজ। অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ  ছেদ বিন্দুচিহ্নিত করবে এবং চাঁদার সাহায্যে অনুরূপ কোণ পরিমাপ করে সমান কিনা যাচাই করবে। অনুরূপ কোণ এবং বিপ্রতীপ কোণের ধারণা প্রয়ােগ করে প্রমাণ সম্পন্ন করবে। দুইটি সরলরেখা সমান্তরাল হলে তাদের ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ সমান হয় এবং ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, এই ধারণাগুলাে প্রয়ােগ করে প্রমাণ সম্পন্ন করবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় প্রশ্নগুলো পড়েছো। যদি না পড়ে থাকো তাহলে দ্রুত উপর থেকে প্রশ্নটির নির্ধারিত কাজ ও নির্দেশনা অংশটি পড়ে নাও। আমার বাসায় অনেক শিক্ষার্থী আছে যারা প্রশ্ন না দেখেই অ্যাসাইনমেন্ট উত্তর লিখে ফেলে। নিজে জানেই না কোন প্রশ্নের উত্তর লিখে অ্যাসইনমেন্ট সম্পন্ন করলো। তাহলে কি হলো? অ্যাসাইনমেন্টের আসল উদ্দেশ্য ব্যহত হলো। তাই তোমাদের সকলকে অনুরোধ রইলো তোমরা প্রশ্নগুলো অবশ্যই পড়বে। কেউ প্রশ্ন না পড়ে উত্তর লিখবেনা। সতর্কতাঃ আজকের পোস্টটি যেহেতু গণিত। এখানে বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। তাই তোমরা কপি করতে পারো। তাবে তোমরা যেটা করতো সেটা হলো প্রথমে উত্তরগুলো ভালো করে মুখুস্ত করার মত পড়ে নেবে এবং তারপর নিজে লিখবে। গণিত ১৮ সপ্তাহ ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট সমাধান এসাইনমেন্ট শুরু ১নং প্রশ্নের উত্তর ১ম অংশ দেওয়া আছে, AB || CD এবং PQ ছেদক যা রেখাদ্বয়কে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। এখানে PQ ছেদকটি সর্বমোট আটটি কোণ তৈরি করে। চিত্রের দুই জোড়া অনুরুপ কোণ হলোঃ i) ∠AMP = ∠CNM ii) ∠PMB = ∠MND ২য় অংশ দেওয়া আছে AB || CD এবং PQ ছেদক যা রেখাদ্বয়কে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ∠AMN = ∠MND প্রমাণঃ যেহেতু AB || CD এবং PQ তাদের ছেদক।  ∴ ∠PMB = অনুরুপ ∠MND আবার, ∠PMB = বিপ্রতীপ ∠AMN [ ∵ বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান] সুতরাং ∠AMN = ∠MND     (প্রমাণিত) ২নং প্রশ্নের উত্তর বিশেষ নির্বচনঃ  দেওয়া আছে, AB || CD এবং PQ তাদের ছেদক যা রেখাদ্বয়কে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। ∠ PNB = 60゜এবং M বিন্দুগামী একটি রেখাংশ ND কে R বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন, MN = MR । প্রমাণ করতে হবে যে MNR একটি সমবাহু ত্রিভূজ। প্রমাণঃ  MNR ত্রিভূজে MN = MR∴ ∠MNR = ∠MRNআবার ‍AB||CD এবং PQ তাদের ছেদক হওয়ায়,∴ ∠MNR = অনুরুপ ∠PMB = 60゜[∵∠PMB = 60゜]তাহলে ∠ MNR = ∠MRN = 60゜এখন, ΔMNR এ∠MNR+∠MRN+∠NMR = 180゜বা, 60゜+ 60゜+∠NMR = 180゜বা, 120゜+∠NMR = 180゜বা, ∠NMR = 180゜- 120゜বা, ∠NMR = 60゜যেহেতু ∠ MNR = ∠MRN = ∠NMR = 60゜সেহেতু MN = MR = NR ∴ MNR একটি সমবাহু ত্রিভূজ (প্রমাণিত) এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সমাধান ২১তম সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮ সপ্তাহ অ্যসাইনমেন্ট ১৮ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট উত্তর ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্তে আমরা সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট লিখে দিয়েছি। অনেকে হয়তো অ্যাসাইনমেন্টটির ছবি সাইটে সংযুক্ত করেছে। সেক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে এজন্য আমরা সম্পূর্ণটা টেকস্ট আকারে লিখে দিয়েছি। উত্তরটা তোমাদের ভলো লাগার কথা। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। এবং কোনো ভূল পেলেও কমেন্ট করে জানাবে। আমরা অতি দ্রুত সংশোধন করে দিবো। যদিও ভূল থাকার সম্ভাবণা অনেক কম। আমরা অনেক যাচাই বাছাই করে উত্তরটা লিখেছি। এরক ১৯ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখো। সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১ সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। অন্য এসাইনমেন্টের জন্য আমাদের সাথেই থাকুন।

৭ম শ্রেণির গনিত এসাইনমেন্ট সমাধান ১৮ সপ্তাহ ২০২১ class 7 math 18 week Read More »

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গনিত ১৮ সপ্তাহ সমাধান ২০২১ class 6 math 18 week assignment

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো এখন তোমাদের ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলছে। আজ আমরা তোমাদের সেই অষ্টদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ‘৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গনিত ১৮ সপ্তাহ সমাধান ২০২১’ অ্যাসাইনমেন্টটি প্রকাশ করছি। Contents [hide] ১৮ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ আশা করছি এই ১৮ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি তোমাদের অনেক কাজে লাগবে। আমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো মানসম্মত। তোমাদের অনেকেই কমেন্ট করে জানাও যে তোমরা অনেক উপকৃত হয়েছো। গণিত অ্যাসাইনমেন্টগুলো তোমাদের লিখতে অনেক ভালো লাগে কারণ গণিত এসাইনমেন্ট লিখতে অনেক লেখার প্রয়োজন হয় না। খুব অল্প লেখাতেই অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ করা যায়। আমরা চেষ্টা করবো তোমাদের অ্যাসাইনমেন্টগুলোতে কম লেখার জন্য। Download তোমরা করোনাকালীন সময়ে কি গণিত করেছো। অনেকে বিদ্যালয় বন্ধ থাকলেও নিজে বাড়িতে সব পড়েছো। অনেকে বাসায় গ্রহশিক্ষক নিয়ে পড়ালেখা চলমান রেখেছো। তাই আমাদের ধারণা তোমাদের গণিতের অনেক কিছু পড়া হয়েছে। অনুপাত ও শতকরা তোমাদের ৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এই অনুপাত ও শতকরা অধ্যায়টি একটু কঠিন আছে। তাই তোমাদের এই অধ্যায়টি বেশি করে চর্চা করতে হবে। আজ আমরা তোমাদের শতকরা ও অনুপাত অধ্যায়টির অ্যাসাইনমেন্ট প্রশ্নটি সমাধান করে দেখাবো। অ্যাসাইনমেন্ট উত্তরটি আমরা সংক্ষেপ করার চেষ্টা করবো। প্রথমে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই।  ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ১৮তম সপ্তাহের গনিত প্রশ্ন শ্রেণিঃ ৬ষ্ঠ/ষষ্ঠ বিষয়ঃ গণিত অধ্যায়ঃ দ্বিতীয় (অনুপাত-শতকরা) অ্যাসাইনমেন্ট বিষয়বস্তুঃ  ২১ অনুপাত ২.২ বিভিন্ন অনুপাত ২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক ২.৪ এঁকিক নিয়ম অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজঃ  আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছুসংখ্যক ইট তৈরির জন্য ২৫০জন শ্রমিককে ৩০ দিনের জন্য নিয়োজিত করলেন। জরুরী প্রয়োজনে কাজটি ১২ দিনে শেষ করার তাগিদ দিলেন। তার ইট তেরিতে ৭০ কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত ৫৪২। (ক) মাটি ও বালির পরিমাণ নির্ণয় কর । (খ) কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি ২৪৫ হবে। (গ) অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় কর। অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করতে হবে। মূল্যায়ন রুব্রিক্সঃ  ক.অনুপাতের ব্যবহার খ. মিশ্রনের আনুপাতিক তুলনাকরণ গ.এঁকিক নিয়মের প্রয়োগ ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ১৮তম সপ্তাহের গনিত প্রশ্ন আজকের প্রশ্নটি তোমাদের গণিত বইয়ের অনুপাত ও শতকরা অধ্যায় থেকে করা হয়েছে। এই অধ্যায়ের প্রশ্নগুলো পাটিগণিতের হওয়ায় একটু কঠিন হয়। তবে তোমাদের ১৮ সপ্তাহের গণিত প্রশ্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে তা অনেক সহজ। এবং অনেক ছোট হবে। চলো তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই। উত্তর লেখার আগে তোমরা প্রশ্নগুলো পড়ে নাও। তোমাদের অনেকেই প্রশ্ন না পড়ে উত্তর লেখা শুরু করো যা মোটেও ঠিক নয়। ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গনিত ২০২১ ১৮তম সপ্তাহ সমাধান এসাইনমেন্টটির নমুনা উত্তরটি নিচে দেওয়া হলো। তোমরা উত্তরটি মনোযোগ সহকারে করবে। এসাইনমেন্ট শুরু ’ক’ নং প্রশ্নের উত্তর দেওয়া আছে,      ইট তৈরিতে মাটি ও বালির মিশ্রণ = ৭০ কেজি।     মাটি ও বালির পরিমাণের অনুপাত = ৫ঃ২     অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫+২ = ৭     মিশ্রণে মাটির পরিমাণ = ৭০ এর ৫/৭            ৩৫০         = ——-             ৭                    = ৫০ কেজি বালির পরিমাণ = ৭০ এর ২/৭             ১৪০         = ——-             ৭         = ২০ কেজি ∴ নির্ণেয় উত্তরঃ  মাটি ৫০ কেজি এবং বালি ২০ কেজি খ নং প্রশ্নের উত্তর  ‘ক’ থেকে পাই ইটের মিশ্রণে মাটি ৫০ কেজি এবং বালি ২০ কেজি মনে করি,      উক্ত মিশ্রণে x পারিমাণ বালি যোগ করা হলো    ∴ মাটি ও বালির নতুন অনুপাত হবে = ২ঃ৫ তাহলে মিশ্রণে,     মাটির পরিমাণ ঃ বালির পরিমাণ = ২ঃ৫ বা, ৫০ ঃ (২০+x) = ২ঃ৫         ৫০          ২ বা, ——- =  —–     (২০+x)       ৫ বা, ২(২০+x) = ৫০×৫ বা, ২০+x = ২৫০÷২ বা, ২০+x = ১২৫ বা,     x = ১২৫ – ২০ ∴   x = ১০৫ নির্ণেয় উত্তরঃ মিশ্রণে ১০৫ কেজি অতিরিক্ত বালি যোগ করতে হবে। ’গ’ প্রশ্নের উত্তর   ৩০ দিনে ইটভাটার কাজ সম্পন্ন করতে শ্রমিক লাগে ২৫০ জন ∴ ১     ”            ”        ”        ”            ”        ”            ” ২৫০×৩০                                                                                     ২৫০×৩০ ∴ ১২  ”            ”        ”        ”            ”        ”            ” ———-                                                                                         ১২                                                                                 = ৬২৫ জন বর্তমান শ্রমিক সংখ্যা = ২৫০ জন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন = (৬২৫-২৫০) জন                         = ৩৭৫ জন ∴ নির্ণেয় উত্তর = ৩৭৫ জন। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২১ সপ্তাহ ১৮ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণির গনিত এসাইনমেন্ট সমাধান ১৮ সপ্তাহ ২০২১ ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের উত্তরটা নিশ্চয় লিখেছো। তোমাদের জন্য আমরা ১৮ সপ্তাহের শারীরিক শিক্ষা উত্তরটিও লিখে দিবো। তোমাদের গণিত অ্যাসাইনমেন্টটি আলাদা করে লেখার যেহেতু সুযোগ নাই তাই তোমরা হুবুহু কপি করতে পারো। গণিত অ্যাসাইনমেন্টটি লেখার সময় তোমরা তোমাদের খাতাটি সুন্দর করে সাজাতে পারো। ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১ বি.দ্রঃ আজকের ১৮ সপ্তাহের এসাইনমেন্ট গণিত লেখার জন্য তোমাদের নিজেদের চেষ্টা করা উচিত। নিজে নিজে না পারলে তখন নমুনা উত্তরটি দেখে নিতে পারো। কিন্তু তোমরা উত্তরটি লেখার সময় সমস্যাগুলো নিজেরাই সমাধান করো। সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গনিত ১৮ সপ্তাহ সমাধান ২০২১ class 6 math 18 week assignment Read More »

১৭ সপ্তাহের নবম শ্রেণির রসায়ন অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১ class 9 chemistry 17 week

করোনা মহামারির সময়ে বিদ্যালয় খোলা থাকলেও তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে তোমাদের ১৭ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চালু রয়েছে। এই সপ্তদশ সপ্তাহের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি এসাইনমেন্টের পাশাপাশি রসায়ন অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তাই আজ আমরা তোমাদের ১৭ সপ্তাহের নবম শ্রেণির রসায়ন অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১ (class 9 chemistry 17 week) নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের পোস্টটি ও অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আজকের লেখাটি পড়ে নেওয়া যাক। ৯ম শ্রেণির ১৭ সপ্তাহের রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি ১৭ সপ্তাহের সকল প্রশ্ন দেখেছো। যদি না দেখে থাকো তাহলে এখানে ক্লিক করে সকল প্রশ্নগুলো দেখে নাও। যদি শুধু ১৭তম সপ্তাহের রসায়ন প্রশ্নটা দেখতে চাও তাহলে নিচে আমরা ছবি আকারে দিয়ে দিচ্ছি সেটা দেখে নেও। রাসয়ন প্রশ্ন ১৭ সপ্তাহ ৯ম শ্রেণি অ্যাসাইনমেন্ট রাসয়ন প্রশ্ন ১৭ সপ্তাহ ৯ম শ্রেণি অ্যাসাইনমেন্ট উপরের প্রশ্নটি ভালোভাবে পড়ে নাও। তারপর নিচের নমুনা উত্তরটি পড়। এবং শেষে নিজের মনের মত করে উত্তরটি সাজিয়ে লেখ। ১৭ সপ্তাহের ৯ম শ্রেণির রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর এসাইনমেন্ট শুরু তারিখঃ –/–/– ইং । বরাবরপ্রধান শিক্ষক।বিদ্যালয়ের নামজেলার নাম বিষয়: ঘরের জানালায় বিভিন্ন বস্তু রয়েছে। প্রতিটি বন্ততে একটি প্রধান উপাদান মৌল রয়েছে। যে কোনো একটি বস্তর প্রধান উপাদান মৌলের বোর মডেল চিত্র অংকন, শক্তিত্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন জনাব, বিনতি নিবেদন এই যে. আপনার আদেশ নং বা.উ.বি.৩৫৫-১ তারিখ : -/- 1২০২১ ইং অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার স্বলিখিত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম । আমাদের ঘরের জানালায় সাধারণত কাঠ, লোহা রয়েছে। লোহার প্রধান উপাদান আয়রন(Fe)। আয়রনের পরমানবিক সংখ্যা (25)। আয়রন একটি ধাতব পদার্থ, নিম্নে আয়রনের বোর মডেলের | চিত্র, শক্তিস্তর ও উপশক্তিস্তরের ইলেকুন বিন্যাস এবং পর্যায় সারণিতে তার অবস্থান আয়রনের বোর পরমানু মডেলঃ বোর পরমাণু মডেল অনুযায়ী প্রতিটা প্রধান শক্তিস্তরে সব্বোর্চ্চ 2n² ইলেকট্রন থাকতে পারে। আয়রনের পারমাণবিক সংখ্যা ২৬। অতএব, প্রধান শক্তিস্তরে ইলেকট্রন বিন্যান হবে। Fe(26) = 2, 8, 14, 2 উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাসঃ Fe(26) = 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁶ 4s² আয়রনের বোর পরমানু মডেল চিত্র পর্যায় সারণিতে আয়রণের অবস্থানঃ উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাসঃ Fe(26) = 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁶ 4s²। সেহেতু পর্যায় সারণিতে এর অবস্থান হবে নিম্নরুপ। পর্যায় নির্ণয়ঃ উপরের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে আয়রনের সর্বশেষ ইলেকট্রনটি চতুর্থ প্রধান শক্তিস্তরে প্রবেশ করেছে অর্থাৎ এটি চতুর্থ পর্যায়ের মোৗল। গ্রুপ নির্ণয়ঃ আয়রনের শেষ ইলেকট্রনটি d অরবিটালে প্রবেশ করেছে অর্থাৎ এটি একটি d ব্লক মৌল। পর্যায় সারণিতে এর গ্রুপ হবে d অরবিটাল ও s অরবিটালের ইলেকট্রনের যোগফলের সমান অর্থাৎ (6+2) = 8। আয়রন পর্যায় সারণিত ৮ গ্রুপে অবস্থান করে। প্রতিবেদকের নাম : রোল নং : ০১ প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক, প্রতিবেদনের শিরোনাম : তোমার ঘরের জানালায় বিভিন্ন বন্ত রয়েছে। প্রতিটি বস্ততে একটি প্রধান উপাদান মৌল রয়েছে। যে কোনো একটি বন্তর প্রধান উপাদান মৌলের বোর মডেল চিত্র অংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্টন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন প্রতিবেদন তৈরির স্থান : তারিখ :-1-/২০২১ ইং। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ১৭ সপ্তাহের ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১  ১৭ সপ্তাহের ৯ম শ্রেণির ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট রসায়ন  উত্তর ২০২১ সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391

১৭ সপ্তাহের নবম শ্রেণির রসায়ন অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১ class 9 chemistry 17 week Read More »

Scroll to Top