এইচএসসি বাংলা সেই অস্ত্র বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সেই অস্ত্র আহসান হাবীব কবি পরিচিতি নাম আহসান হাবীব। জন্ম পরিচয় জন্মতারিখ : ২ জানুয়ারি, ১৯১৭ খ্রিস্টাব্দ। জন্মস্থান : শঙ্করপাশা, পিরোজপুর। শিক্ষাজীবন উচ্চ মাধ্যমিক : আইএ, ব্রজমোহন, কলেজ, বরিশাল। কর্মজীবন সহকারী সম্পাদকÑ দৈনিক তকবীর, মাসিক বুলবুল; ভারপ্রাপ্ত সম্পদকÑ মাসিক সওগাত। স্টাফ আর্টিস্টÑ আকাশবাণী, কালকাতা, সাংবাদিকতাÑ দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ, সাপ্তাহিক প্রবাহ। সাহিত্য সম্পাদকÑ দৈনিক পাকিস্তান (পরবর্তীকালে দৈনিক বাংলা)। সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ : রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি। গদ্যগ্রন্থ : অরণ্যে নীলিমা, রাণী খালের সাঁকো প্রভৃতি। শিশুতোষ গ্রন্থ : ছোটদের পাকিস্তান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে। পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), একুশে পদক (১৯৭৮) প্রভৃতি। জীবনাবসান মৃত্যু তারিখ : ১০ জুলাই, ১৯৮৫ খ্রিস্টাব্দে। গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. ‘সেই অস্ত্র’ কবিতাটি আহসান হাবীবের কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে? ক রাত্রিশেষ খ ছায়াহরিণ জ বিদীর্ণ দর্পণে মুখ ঘ মেঘ বলে চৈত্রে যাবো ২. ‘সেই অস্ত্র’ কবিতায় ‘অমোঘ অস্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে? ক মোহাবিষ্ট অস্ত্র ছ অব্যর্থ অস্ত্র গ অনন্য অস্ত্র ঘ খেলনা অস্ত্র উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। কোথায় স্বর্গ, কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। … … … … প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে। ৩. উদ্দীপকের সাথে ‘সেই অস্ত্র’ কবিতার মিল রয়েছেÑ র. অহিংসায় রর. আত্মত্যাগে ররর. পারস্পরিক সৌহার্দে নিচের কোনটি ঠিক? ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৪. উপর্যুক্ত মিলের যথার্থতা পরিলক্ষিত হয় নিচের কোন চরণে? ক ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। খ অর্থবিত্ত দিয়ে সব জয় করা যায়। গ পারস্পরিক সহযোগীতায় সমৃদ্ধি সাধিত হয়। ঝ স্বার্থপরতা ভালোবাসার অন্তরায়। মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. আহসান হাবীব কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ক মাধবপাশা খ রানিশংকেল জ শংকরপাশা ঘ স্বরূপপাশা ৬. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? ক ১৯০৭ সালে খ ১৯১১ সালে জ ১৯১৭ সালে ঘ ১৯২৭ সালে ৭. শেষ পর্যন্ত আহসান হাবীব কোন পেশায় যুক্ত ছিলেন? ক শিক্ষকতায় খ আইন পেশায় জ সাংবাদিকতায় ঘ প্রকাশনায় ৮. আহসান হাবীব কোন সালে ‘দৈনিক বাংলায়’ যোগ দেন? ক ১৯৫০ খ ১৯৬১ জ ১৯৬৪ ঘ ১৯৭৮ ৯. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? ক ১৯৭৮ সালে খ ১৯৮১ সালে জ ১৯৮৫ সালে ঘ ১৯৮৭ সালে ১০. কোন প্রতিষ্ঠানে আহসান হাবীব আইএ পাশ করেন? চ ব্রজমোহন কলেজ খ ঢাকা কলেজ গ জগন্নাথ কলেজ ঘ সিটি কলেজ ১১. আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? ক সারা দুপুর ছ রাত্রিশেষ গ মেঘ বলে চৈত্রে যাবো ঘ ছায়া হরিণ ১২. ‘রাত্রিশেষ’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে? ক ১৯৪০ খ ১৯৪৫ জ ১৯৪৭ ঘ ১৯৫৭ ১৩. নিচের কোনটি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ নয়? ক মেঘ বলে চৈত্রে যাবো খ সারা দুপুর গ দু’হাতে দুই আদিম পাথর ঝ রাণী খালের সাঁকো ১৪. আহসান হাবীব রচিত উপন্যাস কোন দুটি? ক ছায়া হরিণ, অরণ্যে নীলিমা ছ রাণী খালের সাঁকো, অরণ্যে নীলিমা গ মেঘ বলে চৈত্রে যাবো, রানী খালের সাঁকো ঘ দু’হাতে দুই আদিম পাথর, রানী খালের সাঁকো ১৫. আহসান হাবীব রচিত শিশুতোষ গ্রন্থ হলোÑ ক বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ ছোটদের পাকিস্তান গ ছুটির দিন দুপুরে ঝ উপরের সবকয়টি ১৬. আহসান হাবীবের কবিতায় কোন দিকটি শিল্পসম্মতভাবে পরিস্ফুট হয়েছে? ক মধ্যবিত্তের বাস্তব জীবনবোধ খ বস্তুনিষ্ঠতা গ সমকালীন যুগ-যন্ত্রণা ঝ উপরের সবকয়টি ১৭. আহসান হাবীব একাধারে ছিলেনÑ ক সাংবাদিক ও সমালোচক খ সাংবাদিক ও শিক্ষক জ সাংবাদিক ও কবি ঘ সাংবাদিক ও সমাজকর্মী ১৮. আহসান হাবীব মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে? ক ১০ জানুয়ারি, ১৯৮৫ খ ১০ জুন, ১৯৮৫ জ ১০ জুলাই, ১৯৮৫ ঘ ১০ আগস্ট, ১৯৮৫ ১৯. মধ্যবিত্তের মনস্তাত্তি¡ক সংকট ফুটে উঠেছে আহসান হাবীবের কোন রচনায়? চ ‘অরণ্যে নীলিমা’ উপন্যাসটিতে খ ‘পূর্বাশার আলো’ কবিতায় গ ‘রাণী খালের সাঁকো’ উপন্যাসটিতে ঘ ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ২০. আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে? চ ব্যঙ্গাত্মক কবিতা খ সামাজিক কবিতা গ øিগ্ধসুরের কবিতা ঘ কৌতুক মিশ্রিত কবিতা ২১. আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন? চ দৈনিক বাংলা খ দৈনিক প্রভাতী গ দৈনিক ইত্তেফাক ঘ দৈনিক আজাদ ২২. নিচের কোন কবিদ্বয় দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেছেন? ক আহসান হাবীব ও রোকেয়া সাখাওয়াত হোসেন ছ আহসান হাবীব ও শামসুর রাহমান গ আহসান হাবীব ও সৈয়দ শামসুল হক ঘ আহসান হাবীব ও সৈয়দ আলী আহসান ২৩. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে একুশে পদক লাভ করেন? ক ১৯৬৮ সালে খ ১৯৫৮ সালে জ ১৯৭৮ সালে ঘ ১৯৪৮ সালে ২৪. ‘সেই অস্ত্র’ কবিতাটি নিচের কোন কবির রচনা? ক শামসুর রাহমান ছ আহসান হাবীব গ সৈয়দ আলী আহসান ঘ আল মাহমুদ ২৫. আহসান হাবীবের জন্ম কোন জেলায়? ক কুমিলা খ নোয়াখালী জ পিরোজপুর ঘ ফেনী ২৬. আহসান হাবীবের পিতার নাম কী? চ হামিজুদ্দিন হাওলাদার খ সিরাজ হাওলাদার গ কুতুবুদ্দিন হাওলাদার ঘ মিনার হাওলাদার ২৭. আহসান হাবীবের মাতার নাম কী? ক আসমা খাতুন খ আকলিমা খাতুন জ জমিলা খাতুন ঘ রাশেদা খাতুন ২৮. কবি আহসান হাবীবের কবিতা লেখার হাতেখড়ি কখন হয়? চ স্কুল জীবনে খ কলেজ জীবনে গ বিশ্ববিদ্যালয় জীবনে ঘ সংসার জীবনে ২৯. কোন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে ভাগ্যান্বেষণে কলকাতায় চলে যেতে হয়? ক রাজউক কলেজ ছ ব্রজমোহন কলেজ গ আইডিয়াল কলেজ ঘ নটরডেম কলেজ ৩০. কবি আহসান হাবীব কলকাতা ছেড়ে ঢাকা আসেন কত সালে? ক ১৯৪৭ সালে খ ১৯৪৮ সালে গ ১৯৪৯ সালে ঝ ১৯৫০ সালে ৩১. ‘দৈনিক বাংলা’ পত্রিকার তৎকালীন নাম কী ছিল? ক দৈনিক প্রথম আলো খ দৈনিক যুগান্তর গ দৈনিক বাংলাদেশ ঝ দৈনিক পাকিস্তান ৩২. ‘দৈনিক বাংলা’ পত্রিকার কোন বিভাগে আহসান হাবীব সম্পাদক হিসেবে যোগ দেন? ক অর্থনীতি সম্পাদক খ রাজনীতি সম্পাদক জ সাহিত্য সম্পাদক ঘ ক্রীড়া সম্পাদক ৩৩. আহসান হাবীব বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কত সালে? চ ১৯৬১ সালে খ ১৯৬২ সালে গ ১৯৬৩ সালে ঘ ১৯৬৪ সালে ৩৪. কত সালে কবি আহসান হাবীব একুশে পদকে ভূষিত হন? ক ১৯৭৭ সালে ছ ১৯৭৮ সালে গ ১৯৭৯ সালে ঘ ১৯৮০ সালে খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ৩৫. দেশ ও জনতার প্রতি কবির গভীর কী ছিল? ক মহানুভবতা খ ভালোবাসা জ সংবেদনশীলতা ঘ মমত্ববোধ ৩৬. নিচের কোনটি আহসান হাবীবের কাব্যগ্রন্থ? ক সাঁঝের মায়া খ উদাস পথিক জ ছায়াহরিণ ঘ শেষ বিকেল ৩৭. আহসান হাবীব কী ফিরিয়ে দিতে বলেছেন? ক সেই কবিতা খ সেই অরণ্য জ সেই অস্ত্র ঘ সেই প্রেম ৩৮. কীসের করাল গ্রাসে মানুষ মানবিকতাশূন্য হয়ে পড়ে?
এইচএসসি বাংলা সেই অস্ত্র বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »