এইচএসসি বাংলা বিড়াল বহুনির্বাচনি প্রশ্নোত্তর
বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. কমলাকান্ত বিড়ালের উপর রাগ করতে না পারার কারণ, বিড়ালের- চ অধিকার খ দুর্দশা গ ক্ষুৎপিপাসা ঘ দারিদ্র্য ২. ‘বিড়ালের প্রতি পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়’ বলতে কোন ধরনের আচরণকে বোঝানো হয়েছে? চ প্রথাগত খ স্বাভাবিক গ স্বভাববিরুদ্ধ ঘ অস্বাভাবিক ক্স নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও : দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তার ঠেলে দিলে নিচে ফেলে! চোখ ফেটে এল জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? ৩. কবিতাংশে “বিড়াল” প্রবন্ধের যে চেতনার প্রকাশ ঘটেছে তা হলোÑ র. শ্রেণিবৈষম্য রর. সাম্যবাদিতা ররর. মানবিকতা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর ৪. উক্ত চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে নিচের কোন বাক্যে? ক অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ছ তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কী? গ পরোপকারই পরম ধর্ম ঘ খাইতে পাইলে কে চোর হয়? মাস্টার ট্রেইনার কর্তৃক বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কী ছিলেন? ক আইনজীবী খ শিক্ষক গ প্রকৌশলী ঝ ম্যাজিস্ট্রেট ৬. কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্রের সাহিত্য জীবনের সূচনা ঘটে? ক বঙ্গদর্শন ছ সংবাদ প্রভাকর গ তত্ত¡বোধনী ঘ সমাচার ৭. বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা কত? ক ৩৩টি ছ ৩৪টি গ ৩৫টি ঘ ৩৬টি ৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করেন? চ বঙ্গদর্শন খ বেঙ্গল গেজেট গ দিগ্দর্শন ঘ সংবাদ প্রভাকর ৯. বঙ্কিমচন্দ্র কোথায় মৃত্যুবরণ করেন? ক ঢাকায় খ খুলনায় গ বরিশালে ঝ কলকাতায় ১০. ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? ক ১৮৭০ খ ১৮৭১ জ ১৮৭২ ঘ ১৮৭৩ ১১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? চ ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬ জুন খ ১৮৩৯ খ্রিষ্টাব্দের ২৭ জুন গ ১৮৪০ খ্রিষ্টাব্দের ২৮ জুন ঘ ১৮৪১ খ্রিষ্টাব্দের ২৯ জুন ১২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ক সুবারিপুর খ পশ্চিমগাঁও জ কাঁঠালপাড়া ঘ আমপাড়া ১৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামটি কোন জেলায় অবস্থিত? চ চব্বিশ পরগনা খ বর্ধমান গ মেদিনীপুর ঘ মুর্শিদাবাদ ১৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন? ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছ কলকাতা বিশ্ববিদ্যালয় গ করাচি বিশ্ববিদ্যালয় ঘ যাদবপুর বিশ্ববিদ্যালয় ১৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে বিএ পাস করেন? ক ১৮৫৭ সালে ছ ১৮৫৮ সালে গ ১৮৫৯ সালে ঘ ১৮৬০ সালে ১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী? চ যাদবচন্দ্র চট্টোপাধ্যায় খ রাধারমন চট্টোপাধ্যায় গ শীর্ষেন্দ চট্টোপাধ্যায় ঘ বিমল চট্টোপাধ্যায় ১৭. কত সালে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা প্রকাশিত হয়? ক ১৮৫০ খ ১৮৫১ জ ১৮৫২ ঘ ১৮৫৩ ১৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? চ দুর্গেশনন্দিনী খ আনন্দপাঠ গ চন্দ্রশেখর ঘ শকুন্তলা ১৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসটির নাম কী? চ জধলসড়যড়হং ডরভব খ ঝঁষঃধহম’ধং ফৎবধস গ ঈরারষরুধঃরড়হ ঘ ঈড়হয়ঁবংঃ ড়ভ যধঢ়ঢ়রহবংং ২০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? ক ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৫ই এপ্রিল খ ১৮৬৫ খ্রিষ্টাব্দের ৬ই এপ্রিল গ ১৮৯১ খ্রিষ্টাব্দের ৭ই এপ্রিল ঝ ১৮৯৪ খ্রিষ্টাব্দের ৮ই এপ্রিল ২১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী? ক পলিকবি খ বিদ্রোহী কবি জ সাহিত্যসম্রাট ঘ ছন্দের জাদুকর ২২. নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য? চ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচয়িতা খ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত কাব্য রচয়িতা গ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত নাটক রচয়িতা ঘ বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত প্রবন্ধ রচয়িতা ২৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা পেশায় কি ছিলেন? ক ব্যবসায়ী খ পুলিশ গ বিচার পতি ঝ ডেপুটি কালেক্টর খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২৪. বিড়ালটি কমলাকান্তের হাতে যষ্টি দেখে ভয় পেল না কেন? ক অতিমাত্রায় সাহসী ছিল বলে খ যষ্টির আঘাতে ব্যথা পাবে না বলে জ কমলাকান্ত সম্পর্কে জানত বলে ঘ ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছিল বলে ২৫. ‘অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।’Ñ এখানে ‘পুরুষের ন্যায় আচরণ’ দ্বারা কী বোঝানো হয়েছে? চ ক্রোধে গর্জে ওঠা খ উচ্চ বাক্য করা গ সজোরে হুংকার দেয়া ঘ ধৈর্য ধরে থাকা ২৬. ‘বিড়াল’ গল্পে কে শয়নগৃহে ছিল? ক মঙ্গলা খ প্রসন্ন জ কমলাকান্ত ঘ নেপোলিয়ন ২৭. কমলাকান্ত চারপায়ীর উপর বসে হুঁকা হাতে কী করছিল? ক দুধ খাচ্ছিল ছ ঝিমাচ্ছিল গ ঘুমাচ্ছিল ঘ গান করছিল ২৮. দেয়ালের উপর কীসের ছায়া প্রেতবৎ নাচছিল? ক চারপায়ীর ছ ক্ষুদ্র আলোর গ কমলাকান্তের ঘ ভাঙা যষ্টির ২৯. কমলাকান্ত কীসের উপর ঝিমাচ্ছিল? ক কেদারার খ মাদুরের জ চারপায়ীর ঘ সোফার ৩০. কে দুগ্ধ রেখে গিয়েছিল? চ প্রসন্ন খ মঙ্গলা গ কমলাকান্ত ঘ ওয়েলিংটন ৩১. দুধের মালিক কে? ক কমলাকান্ত খ বিড়াল গ প্রসন্ন ঝ মঙ্গলা ৩২. মঙ্গলা কে? ক প্রসন্নের স্বামী ছ একটি গাভী গ মার্জারের বাবা ঘ কমলাকান্তের বাবা ৩৩. কমলাকান্ত কী হাতে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিল? চ ভাঙা লাঠি খ ঠেঙা লাঠি গ ইট ঘ পাথর ৩৪. কার কথা ভারি সোশিয়ালিস্টিক? ক কমলাকান্তের খ নেপোলিয়নের জবিড়ালের ঘ প্রসন্নের ৩৫. প্রবন্ধে ‘বিড়াল’ কাদের প্রতিনিধি? ক চোরের ছ ক্ষুধিতের গ সাধুর ঘ বিচারকের ৩৬. বিড়াল দুধ খেয়ে ফেললেও কমলাকান্ত রাগ করেনি কেন? চ দুধে দু’জনেরই সমান অধিকার খ বিড়ালের মতো তুচ্ছ প্রাণীর সঙ্গে রাগ করা লজ্জাজনক গ বিড়ালের ভয় ঘ বিড়ালের প্রতি ভালোবাসা ৩৭. প্রসন্ন কর্তৃক দোহনকৃত দুধ কার? ক বিড়ালের ছ মঙ্গলার গ কমলাকান্তের ঘ নেপোলিয়নের ৩৮. বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখে না কে? ক কমলাকান্ত ছ বিড়াল গ নেপোলিয়ন ঘ প্রসন্ন ৩৯. বিজ্ঞ চতুষ্পদের কাছে কী ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ান্তর নেই? ক আফিং খাওয়া ছ শিক্ষালাভ গ চুরি শেখা ঘ হুঁকাটানা ৪০. বিড়াল কার জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখে না? চ মানুষের খ মার্জারের গ আফিংখোরের ঘ অধার্মিকের ৪১. যাঁরা চোরের নামে শিহরিয়া ওঠেন, তাঁরা অনেকে চোর অপেক্ষা কেমন? ক বক ধার্মিক ছ অধার্মিক গ আফিংখোর ঘ পরোপকারী ৪২. ‘সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে’Ñ এখানে ‘তোমরা’ কারা? ক বিড়ালরা ছ মানুষেরা গ অধার্মিকরা ঘ চোরেরা ৪৩. ‘আমরা কিছু পাইব না কেন?’Ñ এখানে ‘আমরা’ কারা? চ বিড়ালেরা খ মানুষরা গ ধনীরা ঘ চোরেরা ৪৪. যাঁরা চোরের নামে শিহরিয়া ওঠেন, তাঁরা অনেকে কী অপেক্ষাও অধার্মিক? ক বিড়াল খ মানুষ গ ধার্মিক ঝ চোর ৪৫. যাঁরা সাধু তাঁরা চোরের নামে কী করেন? চ শিহরিয়া ওঠেন খ পাষাণবৎ হন গ প্রেতবৎ নাচেন ঘ ঝিমাতে থাকেন ৪৬. আহারাভাবে বিড়ালের উদর কীরূপ? ক বিনত ছ কৃশ গ ফুলা ঘ লোমশ ৪৭. আহারাভাবে বিড়ালের জিহŸা কীরূপ হয়েছে? ক কৃশ ছ ঝুলে পড়েছে গ বিনত ঘ ফেলো ৪৮. বিড়ালের লাঙ্গুল আহারাভাবে কীরূপ ধারণ করেছে? ক কৃশ খ বাঁকা জ বিনত ঘ মোট ৪৯. আহারাভাবে বিড়ালের দাঁত পরিণতি কোনটি হয়েছে? ক কৃশ হয়েছে খ ঝুলে পড়েছে গ বিনত হয়েছে
এইচএসসি বাংলা বিড়াল বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »