চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোউত্তর
চতুর্থ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ অনুশীলনী প্রশ্ন ও উত্তর ও সেই সাথে সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নোউত্তর দেখতে নিচে চোখ রাখুন। ৪র্থ শ্রেণির গণিত ২য় অধ্যায় যোগ ও বিয়োগ ২.৬ অনুশীলনী ১। উপরে নিচে হিসাব কর : সমাধান: (১) ৪৭২৫৮ (২) ২৩৪৫৬ + ২১৬৩১ + ৫৬৭৩৮ ৬৮৮৮৯ ৮০১৯৪ (৩) ৬৭৩৪২ (৪) ৫৮২৭৪ + ৬৫৭৯ + ৩১৭২৬ ৭৩৯২১ ৯০০০০ (৫) ১৩২৪২ (৬) ৪৯৮৪৭ ৩৪২১৫ ১২১৪২ + ২২৫৩২ + ১৮৪৩১ ৬৯৯৮৯ ৮০৪২০ (৭) ১৪৫৩৭ (৮) ১৭৭৮৪ ৩২৫২১ ১৯৯৮৬ ১২৫১২ ১৯১২৩ + ২৩৫২৪ ১৯৬৬৭ ৮৩০৯৪ + ১৯৪৪৬ ৯৬০০৬ (৯) ৪৭৯২ (১০) ৩৪৫২৬ – ৯৮২ – ৮ ৩৮১০ ৩৪৫১৮ (১১) ৬৬৮৪২ (১২) ৯১২৭৬ – ৫৯৩৩ – ৮৯৬৬৯ ৬০৯০৯ ১৬০৭ (১৩) ৮৭০০৩ (১৪) ৪০০৬৮ – ৬৬৯৭ – ৩৪১৭৪ ৮০৩০৬ ৫৮৯৪ (১৫) ৮১১১১ (১৬) ১০০০০০ – ৫৮৮৮৯ – ৯ ২২২২২ ৯৯৯৯১ ২। পাশাপাশি হিসাব কর : (১) ১৩৭২৫ + ১৬১৩১ + ১২১৪২ + ১৩১০৩ (২) ২০০০০ – ১৮৭৬০ সমাধান: (১) ১৩৭২৫ + ১৬১৩১ + ১২১৪২ + ১৩১০৩ = ৫৫১০১ (২) ২০০০০ – ১৮৭৬০ = ১২৪০ ৩। খালিঘর পূরণ কর : (১) ☐ – ৬৪৮৩ = ৩৫১৭ (২) ৬৮৭৪ + ☐= ৯৩০০ (৩) ৪২৭০০ + ২৮৮০০ + = ১০০০০০ সমাধান: (১) ১০০০০– ৬৪৮৩ = ৩৫১৭ (২) ৬৮৭৪ + ২৪২৬= ৯৩০০ (৩) ৪২৭০০ + ২৮৮০০ + ২৮৫০০= ১০০০০০ [বিশেষ দ্রষ্টব্য : অধ্যায়-৬ এ খালিঘর পূরণের নিয়ম দেওয়া আছে।] ৪। একটি গুদামে ৮৩৭৫ বস্তা চিনি, ১১৮৬০ বস্তা গম ও ১২৭২০ বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? সমাধান: গাণিতিক বাক্য : ৮৩৭৫ + ১১৮৬০ + ১২৭২০ = ☐ ৮৩৭৫ ১১৮৬০ + ১২৭২০ ৩২৯৫৫ উত্তর : মোট ৩২৯৫৫ বস্তা। ৫। এমন একটি সংখ্যা নির্ণয় কর যা ১৫৪৩ থেকে ৫০০ বড়। সমাধান: গাণিতিক বাক্য : ১৫৪৩ + ৫০০ = ☐ ১৫৪৩ + ৫০০ ২০৪৩ উত্তর : ২০৪৩। ৬। ৬, ৪, ৮ ও ০ অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? সমাধান: ৬, ৪, ৮ ও ০ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা ৮৬৪০ ও ক্ষুদ্রতম সংখ্যা ৪০৬৮। গাণিতিক বাক্য : ৮৬৪০ – ৪০৬৮ = ☐ ৮৬৪০ – ৪০৬৮ ৪৫৭২ উত্তর : ৪৫৭২। ৭। ৫৬৮০৬ এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল ৬৪৯৩২ হবে? সমাধান: গাণিতিক বাক্য : ৫৬৮০৬ +☐ = ৬৪৯৩২ ৬৪৯৩২ – ৫৬৮০৬ ৮১২৬ উত্তর : ৮১২৬। ৮। তিনটি সংখ্যার যোগফল ৮৪০২৫। তাদের মধ্যে দুইটি সংখ্যা ১২৪৫০ ও ৩৭৮৬৫ হলে তৃতীয় সংখ্যাটি কত? সমাধান: গাণিতিক বাক্য: ১২৪৫০ +৩৭৮৬৫ +☐ = ৮৪০২৫ ১২৪৫০ ৮৪০২৫ + ৩৭৮৬৫ – ৫০৩১৫ ৫০৩১৫ ৩৩৭১০ উত্তর : ৩৩৭১০। ৯। গীতা অপেক্ষা শিহাবের ৩৯০ টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা গীতার ৪৭০ টাকা কম আছে। শিমুলের কাছে ৮৯০ টাকা আছে। গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? সমাধান: গীতার ক্ষেত্রে, গাণিতিক বাক্য : ৮৯০ – ৪৭০ =☐ ৮৯০ – ৪৭০ ৪২০ গীতার কাছে আছে ৪২০ টাকা। শিহাবের ক্ষেত্রে, গাণিতিক বাক্য : ৪২০ + ৩৯০ =☐ ৪২০ + ৩৯০ ৮১০ শিহাবের কাছে আছে ৮১০ টাকা। উত্তর : গীতার ৪২০ টাকা, শিহাবের ৮১০ টাকা। বিকল্প সমাধান : শিমুলের আছে = ৮৯০ টাকা ∴ গীতার কম আছে = (-) ৪৭০ টাকা ∴ গীতার আছে = ৪২০ টাকা গীতার আছে = ৪২০ টাকা ∴ শিহাবের বেশি আছে = (+) ৩৯০ টাকা ∴ শিহাবের আছে = ৮১০ টাকা উত্তর : গীতার ৪২০ টাকা, শিহাবের ৮১০ টাকা। ১০। পাশের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট ৩৮৩৭ জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত? শ্রেণি ছাত্র-ছাত্রীর সংখ্যা (বালক ও বালিকা) ১ ১৬৩২ ২ ১৫৮১ ৩ ১৫৪৩ ৪ ১৪৯৯ ৫ ১৫৭৭ সমাধান: গাণিতিক বাক্য : ১৬৩২ + ১৫৮১ + ১৫৪৩ + ১৪৯৯ + ১৫৭৭ – ৩৮৩৭ =☐ ১৬৩২ ৭৮৩২ ১৫৮১ – ৩৮৩৭ ১৫৪৩ ৩৯৯৫ ১৪৯৯ + ১৫৭৭ ৭৮৩২ উত্তর : বালক ৩৯৯৫ জন। ১১। সোহাগ ৭০০০০ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করবে বলে চিন্তা করল। মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা ও মেরামত বাবদ ৮০০ টাকা খরচ হবে। এখন সে যদি সাইকেলটি ৯০০০০ টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? সমাধান: গাণিতিক বাক্য: ৯০০০০ – (৭০০০০ + ১৫০০ + ৮০০) =☐ ৭০০০০ ৯০০০০ ১৫০০ – ৭২৩০০ + ৮০০ ১৭৭০০ ৭২৩০০ উত্তর : লাভ ১৭৭০০ টাকা। ১২। একটি বনে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। ১৫০ বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল ২৯৬১ বছর। বর্তমানে পাইন গাছটির বয়স ১৪৩২ বছর। ২০০ বছর পর বট গাছটির বয়স কত হবে? সমাধান: বর্তমানে গাছ দুইটির বয়সের যোগফল = (২৯৬১ + ১৫০ + ১৫০) বছর = ৩২৬১ বছর গাণিতিক বাক্য : ৩২৬১ – ১৪৩২ + ২০০ =☐ ৩২৬১ ১৮২৯ -১৪৩২ + ২০০ ১৮২৯ ২০২৯ উত্তর : ২০০ বছর পর বট গাছটির বয়স ২০২৯ বছর হবে। বিকল্প সমাধান