গণিত

দ্বিতীয় শ্রেণির গণিত ১ম অধ্যায় সংখ্যা

দ্বিতীয় শ্রেণির গণিত ১ম অধ্যায় সংখ্যা পোস্টে জোড় ও বিজোড় সংখ্যা, স্থানীয় মান, সংখ্যার তুলনা, ও  ক্রমবাচক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। ২য় শ্রেণির গণিত প্রথম অধ্যায় সংখ্যা ৫১ থেকে ১০০ বানান ৫১ -একান্ন ৫২ -বায়ান্ন ৫৩ -তিপ্পান্ন ৫৪ -চুয়ান্ন ৫৫ -পঞ্চান্ন ৫৬ -ছাপ্পান্ন ৫৭ -সাতান্ন ৫৮ -আটান্ন ৫৯ -ঊনষাট ৬০ -ষাট৬১ -একষট্টি ৬২- বাষট্টি ৬৩ -তেষট্টি ৬৪ -চৌষট্টি ৬৫ -পঁয়ষট্টি ৬৬ -ছেষট্টি ৬৭ -সাতষট্টি ৬৮ -আটষট্টি ৬৯ -ঊনসত্তর ৭০ -সত্তর৭১ -একাত্তর ৭২ -বাহাত্তর ৭৩ -তিয়াত্তর ৭৪ -চুয়াত্তর ৭৫ -পঁচাত্তর৭৬ -ছিয়াত্তর ৭৭ -সাতাত্তর ৭৮- আটাত্তর ৭৯ -ঊনআশি ৮০- আশি৮১ -একাশি ৮২- বিরাশি ৮৩ -তিরাশি ৮৪- চুরাশি ৮৫ -পঁচাশি ৮৬ -ছিয়াশি ৮৭ -সাতাশি ৮৮ -আটাশি ৮৯ -ঊননব্বই ৯০- নব্বই৯১ -একানব্বই ৯২- বিরানব্বই ৯৩ -তিরানব্বই ৯৪ -চুরানব্বই ৯৫ -পঁচানব্বই ৯৬ -ছিয়ানব্বই ৯৭- সাতানব্বই ৯৮ -আটানব্বই ৯৯- নিরানব্বই ১০০ -একশত   ক্রমবাচক সংখ্যা দেখুন এখানে। ১ম অধ্যায় সংখ্যা নিজে কর ১৫ পৃষ্ঠার ‍উত্তর সংখ্যাগুলো দশের সাহায্যে পড়ি ও দাগ টেনে মিল করি। ২। অঙ্কে লিখ আটাত্তর-৭৮, পঁচানব্বই-৯৫ ,আশি-৮০, ঊনসত্তর-৬৯, সাতাশি-৮৭, সাতাত্তর-৭৭ ৩। কথায় লিখি ৯২-বিরানব্বই, ৮৪-চুরাশি, ৫৭-সাতান্ন, ৬৯-ঊনসত্তর, ৭৫-পঁচাত্তর, ৬৬-ছেষট্টি, ৮১-একাশি, ৯৯-নিরানব্বই ৪। ৫৬ থেকে ৬৫ পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি। অঙ্কে : ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫। ৫। ৮৮ থেকে ১০০ পর্যন্ত কথায় লিখি। ৮৮-অটাশি, ৮৯-ঊননব্বই, ৯০-নব্বই, ৯১-একানব্বই, ৯২-বিরানব্বই, ৯৩-তিরানব্বই, ৯৪-চুরানব্বই, ৯৫-পঁচানব্বই, ৯৬-ছিয়ানব্বই, ৯৭-সাতানব্বই, ৯৮-আটানব্বই, ৯৯-নিরানব্বই, ১০০-একশত ৭। খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি। উত্তর : (ক) ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০ (খ) ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০ (গ) ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫ (ঘ) ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ ৮। যোগ করি । যোগফল বিজোড় হলে গোল দাগ দিই। ৫+৩, ৪+৫, ২+৬, ১+৪, ৭+২ উত্তর= ৫+৩=৮, ৪+৫=৯, ২+৬=৮, ১+৪=৫, ৭+২=৯ ৯। বিয়োগ করি । বিয়োগফল জোড় হলে গোল দাগ দিই । উত্তরঃ ৬-৫=১, ৯-৪=৫, ৮-২=৬, ৬-১=৫, ৫-৩=২ ১০। শিশুদের লাইনে রতন পিছনে থেকে অফ্টম এবং তার সামনে আরও ৯ জন শিশু আছে। লাইনে কত জন শিশু আছে ? উত্তরঃ ১৭জন ১১। আকাশ একটি বই পড়ছে। এখন সে নবম পৃষ্ঠা পড়ছে এবং বইয়ে আরও ৭ পৃষ্ঠা আছে। বইয়ে মোট কত পৃষ্ঠা আছে ? উত্তরঃ ১৬ পৃষ্ঠা আরো পড়ুনঃ ১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যা ১ থেকে ১০০ পর্যন্ত জোড় সংখ্যা  

দ্বিতীয় শ্রেণির গণিত ১ম অধ্যায় সংখ্যা Read More »

৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পোস্টে সকল শিক্ষার্থীকে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই তোমাদের ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর সমাধান খুঁজতে খুঁজতে এখানে এসেছ। আমরা এটুকু বলতে পারি তোমরা ঠিক জায়গাতে এসেছ। ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ গণিত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ এর উত্তর লেখা শুরু করার আগে তোমরা সম্পুর্ন পোস্ট টি মনোযোগ সহকারে পড়বে। তাহলে তোমরা কিছু না কিছু জানতে পারবে যা দ্বারা তোমাদের এই অ্যাসাইনমেন্ট লিখতে উপকার হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২২ সালে তোমাদের পাঁচটি অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রকাশ করেছে। তোমরা ইতোমধ্যে ২০২২ সালের চতুর্থ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট লিখেছ। আজকের গণিত অ্যাসাইনমেন্ট তোমাদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অষ্টম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ ৫ম সপ্তাহে অষ্টম শ্রেণীর জন্য দুইটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে যার একটি হচ্ছে গণিত এবং অন্যটি বিজ্ঞান। আজকে আমরা যেমন তোমাদের ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করছি ঠিক তেমনি কিছুক্ষণ পর তোমাদের ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট প্রকাশ করা হবে। তোমরা সকলে সিমেন্ট এর উত্তর পেতে সমাধান.নেট সাইটটি ভিজিট করবে। তাহলে কোন ঝামেলা ছাড়াই খুব সহজেই তোমরা অ্যাসাইনমেন্ট ২০২২ এর উত্তর গুলো পেয়ে যাবে। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অধীর আগ্রহে ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর নমুনা উত্তর লেখার জন্য অপেক্ষা করছে তাদের বলব তোমরা অবশ্যই অষ্টম শ্রেণীর গণিত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রশ্ন গুলো পড়ে নাও। নিচের ছবিটি জুম করে তোমাদের সুবিধামতো করে পড়ে নাও। ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্ন উপরের প্রশ্ন গুলোর পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তোমাদের একটি ঘরের চিত্র দেয়া হয়েছে যেখানে কতগুলো ত্রিভুজ ও চতুর্ভুজ এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে যার সাহায্যে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট এর উত্তর দিতে হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তরটি দেখেনিই। অষ্টম শ্রেণির গণিত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২   অ্যাসাইনমেন্ট শুরু শিরোনামঃ দেশীয়-ব্রিটিশ ও আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তাকার ও ত্রিভুজাকার বস্তুর উচ্চতা ও তলের ক্ষেত্রফল পরিমাপ। ’ক’ নং প্রশ্নের উত্তর: ক্ষেত্রফল বর্গগজে প্রকাশ: উদ্দীপক হতে পাই, দরজার দৈর্ঘ্য = ২ মিটার এবং প্রস্থ = ১.২৫ মিটার ∴ দরজাটির ক্ষেত্রফল (২×১.২৫ ) বর্গমিটার = ২.৫ বর্গমিটার = (২.৫×১.২) বর্গগজ [১ বর্গমিটার = ১.২ বর্গগজ] =৩ বর্গগজ অর্থাৎ নির্ণেয় দরজাটির ক্ষেত্রফল ৩ বর্গগজ। (উত্তর) ”খ” নং প্রশ্নের উত্তর: উদ্দীপক হতে পাই, প্রতিটি জানালার দৈর্ঘ্য = ১.৫ মিটার এবং প্রস্থ = ১ মিটার সুতরাং ২টি জানালার ক্ষেত্রফল = (১.৫×১) ×২ = ৩ বর্গমিটার এবং ‘ক’ হতে পাই সামনের দরজার ক্ষেত্রফল = ২.৫ বর্গমিটার অর্থাৎ ২ টি জানালা ও ১টি দরজার মোট ক্ষেত্রফল = (৩+২.৫) বর্গমিটার =৫.৫ বর্গমিটার চিত্র হতে পাই, আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ১৫ মিটার যেহেতু, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দেড়গুন (১.৫ ‍গুন) আয়তাকার ঘরের প্রস্থ= (১৫÷১.৫) মিটার = ১০ মিটার সুতরাং, আয়তাকার ঘরের সামনের দেয়ালের ক্ষেত্রফল = (১৫×১০) বর্গমিটার = ১৫০ বর্গমিটার অর্থাৎ, দরজা ও জানালা বাদে দেয়ালটির ক্ষেত্রফল  =(১৫০-৫.৫) =১৪৪.৫ বর্গমিটার সুতরাং নির্ণেয় দরজা ও জানালা বাদে দেয়ালটির ক্ষেত্রফল ১৪৪.৫ বর্গমিটার। ”গ” নং প্রশ্নের উত্তর: ঘরের সামনের চালে টিন লাগাতে মোট খরচ =১৪৪০০ টাকা। এবং প্রতি বর্গমিটারে খরচ = ৪৮০ টাকা অর্থাৎ ঘরের সামনের চালের ক্ষেত্রফল  = (১৪৪০০÷৪৮০) বর্গমিটার = ৩০ বর্গমিটার এবং ঘরের সামনের চালের দৈর্ঘ্য = ১৫ মিটার মনে করি,, চালের উচ্চতা = h মিটার আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল   = ১/২× (ভূমি × উচ্চতা) প্রশ্নমতে, ১/২× (ভূমি × উচ্চতা) = ৩০ বা, ১/২× (১৫ × h ) = ৩০ বা, (১৫ × h ) = ৩০×২ বা, h  = ৬০÷১৫ বা, h  = ৪ সুতরাং নির্ণেয় উচ্চতা ৪ মিটার। অ্যাসাইনমেন্ট শেষ অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ৫ম সপ্তাহ ২০২২ প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি উপরের অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তরটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সে অবশ্যই একটা ধন্যবাদ দিতে ভুলবেনা। তোমাদের একটি ধন্যবাদ আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে উৎসাহ যোগাবে। নিজের ফেসবুক পেজটিতে লাইক দিলে তোমরা খুব দ্রুত তোমাদের অ্যাসাইনমেন্ট এর উত্তর গুলো পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেল  S IS FOR SCHOOL সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরো পড়ুনঃ  ⇒ সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট ⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট  

৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ Read More »

৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

সকলকে স্বাগতম আজকের ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পোস্টে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে এলাম ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর উত্তর। ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ তোমরা নিশ্চয়ই অবগত আছ ২০২২ সালে তোমাদের ইতোমধ্যে ৪ সপ্তাহ অ্যাসাইনমেন্ট লেখা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করা হয়েছে। সেই ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের দুটি বিষয়ের উত্তর লিখতে হবে। ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দুটি হচ্ছে গণিত বিজ্ঞান ৭ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো ২০২১ সাল থেকে সমাধান.নেট সাইটে অ্যাসাইনমেন্ট সমাধান দেওয়া হয়ে থাকে। ২০২২ সালের গত চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর আমরা প্রকাশ করেছি। এবং সামনে তোমাদের যত অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তার উত্তর এই সাইটে এবং S IS FOR SCHOOL চ্যানেলে দেওয়া হবে। প্রিয় ৭ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি তোমাদের ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রশ্ন গুলো দেখেছো? যদি না দেখে থাকো তাহলে নিচে দেওয়া প্রশ্নটিই জুম করে তোমরা ভালো করে পড়ে নাও। কারণ অ্যাসাইনমেন্ট লেখার জন্য অবশ্যই তোমাদের প্রশ্ন গুলো দেখতে হবে। প্রশ্ন না দেখলে তোমরা বুঝতে পারবে না তোমরা কোন প্রশ্নের উত্তর লিখছো সেটা কি ভুল না কি সঠিক। সপ্তম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ আমরা তোমাদের যে এসাইনমেন্ট এর উত্তর গুলো দিয়ে থাকি তার শতভাগ নির্ভুল তাই তোমরা কোনরকম দ্বিধা দ্বন্দ্ব না করে প্রশ্ন গুলো ভালো করে দেখে তার সঙ্গে উত্তরগুলো মিলিয়ে তোমাদের এসাইনমেন্ট খাতায় লেখা শুরু করবে। চলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সপ্তম শ্রেণীর ৫ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক। নিচের ছবিটি জুম করে তোমরা পড়তে পারো। ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্ন উপরের প্রশ্নগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তোমাদের কি করতে হবে। তোমাদের যাদের ঐকিক নিয়ম ভালো জানা আছে তাদের জন্য আজকের অ্যাসাইনমেন্ট খুব সহজ হবে। নিচে তোমাদের ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ সপ্তম শ্রেণি এর উত্তর দেওয়া হল। ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ সমাধান শ্রেণিঃ সপ্তম/৭ম বিষয়ঃ গণিত আাসাইনমেন্ট সপ্তাহ : ৫ম অ্যাসাইনমেন্ট শুরু শিরোনাম : দূরত্ব ও গতি বিষয়ক সমস্যা সমাধান । (ক) নং প্রশ্নের উত্তরঃ দূরত্ব = ৫৪ কি.মি. = ৫৪ × ১১০০০ মিটার [১ কি.মি. = ১,০০০ মিটার] = ৫৪,০০০ মিটার ১ ঘন্টা = ৬০ মিনিট = ৬০ × ৬০ সেকেন্ড = ৩,৬০০ সেকেন্ড ট্রেনটি ৩,৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৫৪,০০০ মিটার ”          ১            ”               ”          ”    ৫৪,০০০÷৩,৬০০ = ১৫ মিটার ∴ ট্রেনটির গতিবেগ ১৫ মিটার/সেকেন্ড। (উত্তর:)   (খ) নং প্রশ্নের উত্তরঃ দূরত্ব – ৫৪ কিমি. = ৫৪ ×১,০০০ মিটার [১ কি.মি. = ১,০০০ মিটার] = ৫৪,০০০ মিটার ১ ঘন্টা = ৬০ মিনিট = ৬০ × ৬০ সেকেন্ড = ৩,৬০০ সেকেন্ড ট্রেনটি ৩,৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৫৪,০০০ মিটার ”      ১            ”          ”          ”      ৫৪,০০০÷৩,৬০০ ”      ৩২            ”        ”     ”  (৫৪,০০০× ৩২)÷৩,৬০০ = ৪৮০ মিটার ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = ৪৮০ মিটার ∴ সেতুর দৈর্ঘ্য = ৪৮০ – ট্রেনের দৈর্ঘ্য = (8৮০ – ১২০) মিটার = ৩৬০ মিটার = ৩৬০/১০০ কিমি. = ০. ৩৬ কিমি. ∴ নির্ণেয় সেতুটির দৈর্ঘ্য = ০.৩৬ কি. মি. (উত্তর)   (গ) নং প্রশ্নের উত্তরঃ খ’ হতে পাই সেতুর দৈর্ঘ্য – ৩৬০ মিটার ১ ঘন্টা =৩৬০ মিনিট = ৩,৬০০ সেকেন্ড এখন, ট্রেনটি ২৪ সেকেন্ডে অতিক্রম করে ৩৬০ মিটার ”      ১    ”      ”        ”  ৩৬০÷২৪ ” ৩৬০০    ”      ”        ”  (৩৬০×৩৬০০)÷২৪ = ৫৪০০০ মিটার = ৫৪ কি.মি. [১ কি.মি. = ১০০০ মি.] ∴ ট্রেনটির গতিবেগ ৫৪ কি.মি./ঘন্টা। (উত্তর:)   (ঘ) নং প্রশ্নের উত্তরঃ দূরত্ব = ৫৪ কি.মি. =৫৪ × ১,০০০ মিটার | ১ কি.মি.= ১,০০০ মিটার] = ৫৪,০০০ মিটার ১ ঘন্টা ল ৬০ মিনিট – ৬০ × ৬০ সেকেন্ড = ৩,৬০০ সেকেন্ড সেতুর দৈর্ঘ্য = ৩৬০ মিটার [ গ’ হতে পাই] ট্রেনটি ৩,৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৫৪,০০০ মিটার ”      ১            ”          ”          ”      ৫৪,০০০÷৩,৬০০ ”      ৩৬            ”        ”     ”  (৫৪,০০০× ৩২)÷৩,৬০০ = ৫৪০ মিটার | ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = ৫৪০ মিটার ∴ ট্রেনটির দৈর্ঘ্য = ট্রেনের দৈর্ঘ্য – সেতুর দৈর্ঘ্য = (৫৪০ – ৩৬০) মিটার = ১২০ মিটার . নির্ণেয় ট্রেনটির দৈর্ঘ্য = ১২০ কি. মি. (উত্তর) অ্যাসাইনমেন্ট শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি উপরের অ্যাসাইনমেন্ট এর উত্তরটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই একটা ধন্যবাদ জানিয়ে যাবে। সেই সাথে আমাদের ফেসবুক পেইজে একটি লাইক দিয়ে রাখবে কারণ অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর দুইটাই খুব দ্রুত আমাদের পেজে প্রকাশ করা হয়। সেই সাথে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল S IS FOR SCHOOL সাবস্ক্রাইব করে রাখ। আরো পড়ুনঃ  ⇒ সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট ⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ Read More »

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পোষ্টে সকলকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ৫ম সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর উত্তর প্রদান করব। তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে ৫ম সপ্তাহের সকল প্রশ্ন গুলো পেয়ে গেছো। এখন শুধু উত্তর লেখার পালা। ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা ২০২২ সালে চতুর্থ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট লিখে ফেলেছ। তমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। আর তোমরা সেই পঞ্চম সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ খুঁজছো। আশা করি তোমাদের এই পোষ্টের মাধ্যমে সম্পূর্ণ সঠিক একটি অ্যাসাইনমেন্ট উপহার দিতে পারব। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতোমধ্যে জেনে গেছ তোমাদের সকল সপ্তাহের সকল শ্রেণীর অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর আমরা প্রকাশ করে থাকি। এবং তোমরা ২০২১ সাল থেকে আমাদের সাথে রয়েছো। তাই তোমাদের বলব তোমরা আমাদের এই সাইটির নাম মনে রাখবে। ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ গণিত ৫ম সপ্তাহের ষষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট লেখার আগে তোমাদের অবশ্যই এর প্রশ্ন গুলো পড়ে নিতে হবে। তোমরা যদি গণিত ৫ম সপ্তাহের প্রশ্ন গুলো না পড়ে সরাসরি উত্তর লেখা শুরু করে দাও তাহলে তোমরা ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছুই জানতে পারবেনা। অর্থাৎ তোমাদের যে কারণে এই ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে তা সম্পূর্ণ ব্যাহত হবে। তাই তোমাদের কাছে সব সময়ের জন্য আমাদের সাজেশন থাকবে তোমরা অবশ্যই প্রশ্ন গুলো পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে। তাহলে প্রথমে চলো প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক। প্রশ্ন গুলো পড়তে নিচের ছবিটি জুম করে দেখতে পারো। তাহলে স্পষ্ট দেখতে পাবে। তো চলো ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে গণিত ৫ম সপ্তাহের প্রশ্ন গুলো দেখে নিই। ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২২ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে। অনেক বড় প্রশ্ন তাই না? বড় প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা তোমাদের আশ্বাস দিচ্ছি উত্তরটি খুবই সহজ হবে। তোমরা নিশ্চয় ইতোমধ্যে অনুপাত এর সকল অংক ষষ্ঠ শ্রেণির গণিত বই থেকে করে ফেলেছ। যারা এই অধ্যায়ের অংক গুলো করেছ তাদের জন্য অ্যাসাইনমেন্ট টি খুবি সহজ হতে চলেছে আর যারা এখনও ষষ্ঠ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় এর অংক গুলো করোনি তাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। তবে তোমরা ভালো করে বুঝে তারপর উত্তর লেখা শুরু করবে। তাহলে আর দেরি কেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর নমুনা উত্তরটি দেখে নিই। ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান শ্রেণিঃ ষষ্ঠ/৬ষ্ঠ বিষয়ঃ গণিত আ্যসাইনমেন্ট সপ্তাহ : ৫ম অ্যাসাইনমেন্ট শুরু শিরোনাম : গল্প থেকে অনুপাত ও শতকরা নির্ণয় । (ক) নং প্রশ্বের উত্তরঃ ১৫% এপ অর্থঃ ১৫% এর অর্থ হচ্ছে ১০০ ভাগের ১৫ ভাগ অর্থাৎ ১৫/১০০ বা, ৩/২০ । ১৫০% কে দশক ভগ্নাংশে প্রকাশ করা হলো- ১৫% = ১৫/১০০ =০.১৫ ∴ ১৫% এর দশমিক ভগ্নাংশ ০.১৫। (খ) নং প্রশ্নের উত্তরঃ সামির ও কামালের ক্রয়কৃত ইটের সরল অনুপাত ও ব্যস্ত অনুপাত নির্ণয়ঃ সরল অনুপাত: সামিরের ক্রয়কৃত ইটের সংখ্যা = ১৫,০০০ টি কামালের ক্রয়কৃত ইটের সংখ্যা = ১৭,০০০ টি ∴সামির ও কামালের ইটের সংখ্যার অনুপাত = ১৫,০০০ : ১৭,০০০ =১৫ : ১৭ ∴ সামির ও কামালের ইটের সংখ্যার সরল অনুপাত = ১৫ :১৭। ব্যস্ত অনুপাত: সামির ও কামালের ইটের সংখ্যার ব্যস্ত অনুপাত = ১৭ : ১৫। (গ) নং প্রশ্নের উত্তরঃ সামির ও কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দামের সমতুল ও গুরু অনুপাত নির্ণয়ঃ সামিরের ক্রয়কৃত সিমেন্টের মোট দাম = (৫৫০×১৮০) বা, ৪৪,০০০ টাকা কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দাম = (8৫০×৮০) বা, ৩৬,০০০ টাকা ∴ সামির ও কামালের সিমেন্টের মোট দামের অনুপাত = ৪৪,০০০ : ৩৬,০০০ =88: ৩৬ = ১১ :৯ ∴ ১১ :৯ এর সমতুল অনুপাত = ২২:১৮ বা, ৩৩: ২৭ বা, 8৪: ৩৬। গুরু অনুপাত যাচাইকরণ: আমরা জানি, কোনো সরল অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি থেকে বড় হলে  তাকে গুরু অনুপাত বলে। এখানে, নির্ণেয় সরল অনুপাতটি হলো = ১১ : ৯। যার, পূর্ব রাশি = ১১ এবং উত্তর রাশি = ৯। যেহেতু, অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি অপেক্ষা বড়। সুতরাং, অনুপাতটি গুরু অনুপাত । (যাচায়িত)   (ঘ) নং প্রশের উত্তরঃ সামির ও কামালের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয়ঃ (১) সামিরের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয়ঃ মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ = ৮০০ কেজি বালি ও সিমেন্টের অনুপাত নল ৫:১ ∴অনুপাতের রাশিগুলোর যোগফল = (৫+১) বা, ৬ মিশ্রণে বালির পরিমাণ = (৮০০ এর ৫/৬ ) কেজি =৬৬৬.৬৭ কেজি মিশ্রণে সিমেন্টের পরিমাণ = ( ৮০০ এর ১/৬ ) কেজি = ১৩৩.৩৩ কেজি বালির পরিমাণ ৬৬৬.৬৭ কেজি এবং সিমেন্টের পরিমাণ ১৩৩.৩৩ কেজি। (২) কামালের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয়ঃ মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ = ৮০০ কেজি বালি ও সিমেন্টের অনুপাত= ৯ : ১ অনুপাতের রাশিগুলোর যোগফল = (৯+১) বা, ১০ মিশ্রণে বালির পরিমাণ = ( ৮০০ এর ৯/১০ ) কেজি = ৭২০ কেজি মিশ্রণে সিমেন্টের পরিমাণ = (৮০০ এর ১/১০ ) কেজি = ৮০ কেজি বালির পরিমাণ ৭২০ কেজি এবং সিমেন্টের পরিমাণ ৮০ কেজি । ’ঙ’ নং প্রশ্নের উত্তর ’ঘ’ নং হতে পাই, সামিরের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ ৬৬৬.৬৭ কেজি এবং সিমেন্টের পরিমাণ ১৩৩.৩৩ কেজি আবার, কামালের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ ৭২০ কেজি এবং সিমেন্টের পরিমাণ ৮০ কেজি মন্তব্য: উদ্দীপকটি বিশ্রেষণ করলে লক্ষ্য করা যায় যে, কামাল বাড়ি তৈরিতে সামিরের তুলনায় বালি বেশি ব্যবহার করেছে। অন্যদিকে সিমেন্ট তুলনামূলকভাবে কম ব্যবহার করেছে । বালির পরিমাণ বেশি ও সিমেন্টের পরিমাণ আনুপাতিক হারের তুলনায় কম হওয়ায় বাড়ির নাজুক অবস্থা হয়েছে । তাই সামিরের বাড়িটি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে কিন্তু কামালের বাড়িটি তেমন টেকসই ও দীর্ঘস্থায়ী হবে না। অ্যাসাইনমেন্ট শেষ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতই তোমাদের বলবো অ্যাসাইনমেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অন্তত একটা থ্যাঙ্কস জানিয়ে যেও। আমরা তোমাদের ২০২২ সালের সকল এসাইনমেন্ট এর নমুনা উত্তর প্রকাশ করব এবং তা আমাদের ফেসবুক পেজ ”সমস্যা ও সমাধান” এ প্রকাশ করব। তোমরা এই পেজটিতে যদি লাইক দিয়ে রাখো তাহলে সবার আগে দ্রুত উত্তর গুলো পেয়ে যাবে। আরো পড়ুনঃ  ⇒ সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট ⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট ⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ⇒ ১০ম শ্রেণির ৫ম

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ Read More »

প্রথম শ্রেণীর যোগ বিয়োগ

প্রথম শ্রেণীর যোগ বিয়োগ অংক প্রথম শ্রেণির যোগ অঙ্ক ক) ২+১ = ৩ খ)৩+২ = ৫ গ) ২+২ = ৪ ঘ) ৫+১ = ৬ ঙ) ৬+৩ = ৯ চ) ২+৫ = ৭ ছ) ১+৭ = ৮ জ) ৮+২ = ১০ ঝ) ৯+১ = ১০ ঞ) ৪+০ = ৪ ট) ১+১+১ = ৩ ঠ) ২+২+২ = ৬ ড) ১+০+৮ = ৯ ঢ) ৪+৪ = ৮ ণ) ০+৭+০ = ৭ ক) যোগ কর : (যে কোন ৫টি) ৮      ৬     ৯       ০    ১৫     ১০      ৯       ১৫ +৫    +২   +৮    +৯   +০   +১০   +৫     +১০ —– —-  —-  ——  —-  —–  —–   —- খ) বিয়োগ কর: (যে কোন ৫টি) ৮      ৯    ১০      ১৮    ১৯     ১৮     ১৩ – ৪    – ৫    – ৬    – ৫    – ৯    – ৬    – ৩ —-  —- —–  —–   —–  —–  —— প্রথম শ্রেণির বিয়োগ অঙ্ক ক) ৩ -১ = ২ খ)৪-২ = ২ গ) ৫-১ = ৪ ঘ) ৬-৫ = ১ ঙ) ৩-২ = ১ চ) ৮-৪ = ৪ ছ) ৩-০ = ৩ জ) ৮-২ = ৬ ঝ) ৭-৭ = ০ ঞ) ১৫-৫ = ১০ প্রথম শ্রেণির যোগ-বিয়োগ করঃ ক) ৩+২= খ) ৫+৩= গ) ৬+০= ঘ) ০+৯= ঙ) ৮+২= চ) ১+১+১= ছ) ৩+২+১= জ) ২+২+২+২= ঝ) ১+২+৩+৪= ঞ) ১+০+৮= ট) ৫-২= ঠ) ১০-২= ড) ৮-৪= ঢ) ৫-২= ণ ) ৪-০= ১ম শ্রেণির গণিত যোগ-বিয়োগ করঃ ক) ১০-৫= খ) ১০-৮= গ) ১+৯+৫= ঘ) ৮-৩= ঙ) ৬+১২= চ) ১০+৮= ছ) ১৪+৩= জ) ৯+৯= ঝ) ৮+৪+১= ঞ) ৩+৮= ট) ৭+৭= ঠ) ১১+২+৩= ড) ১৩+১+৫= ঢ) ৩+৮+১= ণ ) ৪-০= ত) ৮-৫= থ) ১৮-১২= দ) ১৪-৩= ধ) ৯- ৫= ম) ৮-২=   প্রথম শ্রেণির ডাটা অংকঃ ক) মিঠুর ১ টি বিস্কুট ছিল । তার বাবা তাকে ৭টি এবং তার মা তাকে ২ টি বিস্কুট দিলেন । এখন তার মোট কতটি বিস্কুট হলো? খ) রুমির ৪টি বেলুন আছে । তাকে আরো ২টি বেলুন দেওয়া হল এখন তার মোট কতগুলো বেলুন হল ? গ) সুমন ৩টি ফুলে লাল ও ৫টি ফুলে হলুদ রং করল । সব মিলিয়ে সে মোট কত টি ফুলে রং করল ? ঘ) বাগানে ৪ জন শিশু ছিল । আরো ৫জন শিশু তাদের সাথে যোগ দিল । বাগানে মোট শিশুর সংখ্যা কত? ঙ) আলির ১০ টি কাগজ ছিল । সে তার ভাইকে দিল ৪টি এবং বোন কে দিল ৩টি কাগজ দির। তার কাছে মোট কত টি কাগজ আছে ? চ) লিজার ৮টি খেলনা ছিল । সে ছোট বোনকে ৩ টি খেলনা দিল । এখন তার কাছে মোট কতটি খেলনা আছে ? ছ) একটি গাছে ৬টি পাখি বসে আছে । ২টি উড়ে গেল আর কত টি পাখি থাকে? জ) রেজার কাছে ৩টি কলা আছে । তার বাবা তাকে আরো ৭টি কলা দিল এখন তার কাছে মোট কত টি কলা আছে ? ঝ) তপুর ৯টি বেলুন ছিল সে খিসাকে ৫টি বেলুন দিল । তপু ও খিসারের বেলুনের পার্থক্য কত? ঞ) একটি শ্রেণিতে ৮জন ছাত্র-ছাত্রী বসে আছে । তাদের মধ্যে ৩ জন ছাত্রী শ্রেণি কক্ষে কতজন ছাত্র আছে ? প্রথম শ্রেণির আরো কিছু ডাটা অংক ক) মলির জবা গাছে ৭টি ফুল ফুটেছে। সে তিনটি ফুল ভাইকে দিল । গাছে কয়টি ফুল রইলো? খ) রনির গল্পের বই আছে ৫টি । রুমির গল্পের বই আছে ৩ টি। তাদের একত্রে কয়টি গল্পের বই আছে ? গ) রিয়ার ৭টি পুতুল ছিল। সে তার ভাইকে ৫টি দিল। বাবা তাকে আরো ৩টি কিনে দিলেন। এখন তার কয়টি হলো ? ঘ) ছবি আঁকার জন্য রফিকের ১০টি রং পেনসিল ছিল। সে দোকান থেকে আরো ৯ টি রং পেনসিল কিনল। তার কতগুলো রং পেনসিল হলো ? ঙ) মাঠে ৭ জন করে দুই দলে হা-ডু-ডু খেলছে। মোট কত জন লোক খেলছে? চ)করিমের ১৪ টি লাঠিম ছিল । সে ৬টি লাঠিম বীথিকে দিল। এখন তার কাছে কতটি লাঠিম রইল? ছ) এশার মার ১১ টি পেয়ারার মধ্যে ৪টি পেয়ারা এশাকে দিল । মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? জ) ৬ এর সাথে কত যোগ করলে ৯ হবে ? ঝ) ৮ থেকে কত বিয়োগ করলে ৪ হবে? ঞ) টমার্স ৫টি মাছ ধরেছে। কবিতা ৭টি মাছ ধরেছে। কে বেশি মাছ ধরেছে এবং কয়টি বেশি ধরেছে? ট) মাইশার জন্মদিনে ১৩ জন বন্ধু এবং ৫ জন আত্মীয় এসেছে। জন্মদিনে তাদের বাড়িতে মোট কত জন অতিথি এসেছে? যোগ বিয়োগ অংক ক)একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ২৪ জন বালক এবং ২৫ জন বালিকা আছে। এই বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে কতজন শিক্ষার্থী আছে? খ) সবিতা একটি বই পড়ছে। সে গতকাল ১৩ পৃষ্ঠা পড়েছে এবং আজকে ১০ পৃষ্ঠা পড়েছে। দুইদিনে কত পৃষ্ঠা পড়েছে। গ) বিনা ২০ টাকা দিয়ে একটি পেয়ারা এবং ৩০ টাকা দিয়ে একটি বেল কিনল। সে মোট কত টাকা খরচ করল। ঘ) হাদির ৪টি সাদা কাগজ ছিল। পরে তার বাবা তাকে আরো ৭টি কাগজ দিলেন। এখন তার কয়টি কাগজ হলো? ঙ) তাছলিমার ৩৭ টি সাদা কাগজ ছিল । সে ছবি আঁকতে ১৫ টি ব্যবহার করল । তার কাছে কতগুলো সাদা কাগজ রইলো? চ) সাবিক ৪৮ টাকার একটি খেলনা কিনতে চাই কিন্তু কার কাছে মাত্র ২৮ টাকা আছে । খেলনাটি কিনতে তার আরো কত টাকা প্রয়োজন? ছ) ২য় শ্রেণিতে ২২ জন এবং ১ম শ্রেণিতে ৩৪ জন শিক্ষার্থী আছে । কোন শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে? জ) একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৫০। মিতা ২০ পৃষ্ঠা পড়ে শেষ করেছে। কত পৃষ্ঠা পড়া হয়নি? ঝ) হালিমার ২৫ টি বই ছিল। সে মেলা থেকে আরো ১৪ টি বই কিনল। এখন তার কাছে কতগুলো বই হলো? ঞ) ৪৮ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ২০ হবে? ট) একটি ক্রিকেট ম্যাচে মানিকের দল ৪৮ রান করল এবং তুহিনের দল ৩২ রান করল। কোন দল বেশি রান করেছে এবং কত বেশি করেছে? ঠ) মা তপনকে ২৪ টি পুড়ি পিঠা দিল । তপন তার ছোট বোনকে ১২ টি পিঠা দিল। পরে মা তাকে আবার ১০টি পিঠা দিল । তপনের কয়টি পিঠা হলো? ড) রনির বয়স ৪৯ বছর এবং অপুর বয়স ৩৩ বছর । রনি থেকে অপু কত বছরের ছোট? প্রথম শ্রেণীর গণিত প্রশ্ন ১। রুমির ৪টি বেলুন আছে। তাকে আরও ২টি বেলুন দেওয়া হলো। তার মোট কয়টি বেলুন হলো। ২। সুমন ৩টি ফুলে লাল রং এবং ৫টি ফুলে হলুদ রং করল। সুমন মোট কয়টি ফুলে রং করল। ৩। দুই কার্ডের সংখ্যা যোগ করলে কত হয়?

প্রথম শ্রেণীর যোগ বিয়োগ Read More »

প্রথম শ্রেণির গণিত খালি ঘর পূরণ

১ম শ্রেণির গণিত খালি ঘর পূরণ শূন্যস্থান পূরণ কর : ক) ১+__ = ৭ খ) ৪+__ =৭ গ) __+৩ =৮ ঘ) ৬-__ =৪ ঙ) ৭-__ =৪ চ)__ -৫ = ৪ ছ) ১২ + ৪=__ জ) ৮-__ =৫ ঝ) ১ মাস =__ দিন ঞ) ১ ডজন = __টি ট) ৬০ মিনিট =__ ঘন্টা ঠ) ষষ্ঠ__ সপ্তম__ ড) ৫ জোড়া = __টি ঢ) ৫ -__ = ৩ ণ) ৪ -__ = ১ খালিঘরে সংখ্যা বসানো। ১। ১+ ৬ = ৭ ২। ৫+ ২ = ৭ ৩। ৪+ ২ = ৬ ৪। ০ + ৮ = ৮ ৫। ৩ + ২ = ৫ ৬। ৬ – ২ = ৪ ৭। ৬ – ২ = ৪ ৮। ৩ + ৭ = ১০ ৯। ৬ + ৪ = ১০ ১০। ৮ – ৩ = ৫ ১১। ১০ – ৭ = ৩ ১২। ৮ – ৪ = ৪ ১৩। ১০ – ২ = ৮ ১৪। ৭ – ৪ = ৩ ১৫। ৯ – ৫ = ৪ ১৬। ১২ + ৪ = ১৬ ১৭। ১৪ – ৪ = ১০ ১৮। ৩ + ২ = ৫ ১৯। ৫ – ২ = ৩ ২০। ৬ – ৪ = ২ খালি ঘর পূরন করঃ ক) ১৪ ভেঙ্গে ১০ ও ৪ করা যায়? খ) ১০ থেকে ৮ বিয়োগ করলে ২ থাকে। গ) ২ ও ৩ নিয়ে ৫ হয় । ঘ) ৮ কে ১০ বানাতে ২ লাগে। ঙ) ৩ কে ভেঙ্গে ২ ও ১ করা যায়। চ) ৮ এর সাথে ৩ হতে ২ নিয়ে ১০ করা যায়। ছ) ৩ থেকে ২ চলে যাওয়ায় ১ রইলো। জ) ১০ ও ১ নিয়ে ১১ হয় । ঝ) ২ এর সাথে ৬ যোগ করলে ৮ হয় । ঞ) ৮ থেকে ২ বাদ দিলে ৬ থাকে।

প্রথম শ্রেণির গণিত খালি ঘর পূরণ Read More »

প্রথম শ্রেণির জ্যামিতি

প্রথম শ্রেণির জ্যামিতির চিত্র সহ সংজ্ঞাঃ রেখা কাকে বলে? যার দৈর্ঘ্য আছে কিন্তু,প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই তাকে রেখা (line)বলে। রেখার কোন প্রান্ত বিন্দু নেই,তাই রেখাকে ইচ্ছামত উভয় দিকে বাড়ানো যায়। কোণ কাকে বলে? সমতল জ্যামিতিতে, একই প্রান্তবিন্দু বিশিষ্ট দুইটি রশ্মি দ্বারা গঠিত জ্যামিতিক আকৃতিকে কোণ বলে। রশ্মি দুইটি দ্বারা সৃষ্ট কোণটি এদের সাধারণ প্রান্তবিন্দুতে উৎপন্ন হয়। রশ্মি দুইটিকে কোণের বাহু বলা হয়। বিন্দু কাকে বলে? একটি রেখার দৈর্ঘ্য ধীরে ধীরে হ্রাস করলে অবশেষে একটি বিন্দুতে পরিণত হয়। একটি সরলরেখার উপর অসংখ্য বিন্দু থাকে। প্রাথমিক জ্যামিতি যেসব ভিত্তির উপর প্রতিষ্ঠিত বিন্দু তাদের মধ্যে অন্যতম। সমকোন কাকে বলে? যে কোণের পরিমাপ ৯০° তাকে সমকোণ বলে। অতএব, ৯০° পরিমাপের কোণই হলো সমকোণ। একটি রশ্মির প্রান্তবিন্দু একটি সরলরেখার উপর স্থাপন করলে উৎপন্ন সন্নিহিত কোণ দুইটির পরিমাপ সমান হলে কোণ দুইটির প্রত্যেকটিকে সমকোণ বলে সুক্ষকোণ কাকে বলে? যে কোণের মান ৯০০ এর চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। চতুর্ভুজ কি? বহুভুজের বাহুর সংখ্যা চার হলে তাকে চতুর্ভুজ বলে। অন্যভাবে বললে, যে বহুভুজের চারটি শীর্ষ থাকে তাকে চতুর্ভুজ বলে। আর চতুর্ভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজক্ষেত্র বলে। তাই বলা যায়, চার বাহুবিশিষ্ট ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। বর্গ কাকে বলে? চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান হলে তাকে বর্গ বলে। বর্গ একটি সুষম ও সমকোণী চতুর্ভুজ। বর্গ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে। মূলতঃ বর্গক্ষেত্র দ্বারা বর্গের ক্ষেত্রফলকে বুঝায়। আয়তক্ষেত্র কাকে বলে? চতুর্ভুজের কোণগুলো সমকোণ বা ৯০০ হলে তাকে আয়ত বলে। আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। অন্যভাবে বললে, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলে। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে। রম্বস হলো বিশেষ ধরণের একটি চতুর্ভুজ। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ আকার বা আকৃতিকে ত্রিভুজ বলে। ত্রিভুজ গঠিত হওয়ার পর রেখাংশ তিনটির প্রত্যেকটিকে ত্রিভুজের বাহু বলে। আর এই ত্রিভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের বাহুগুলো পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ ৯০° তাকে সমকোণ বলে। সুতরাং ১ সমকোণ = ৯০°। তাহলে সমকোণ শেখা হলো ডিগ্রির মাধ্যমে। এখন ডিগ্রি কি তা জানা দরকার।

প্রথম শ্রেণির জ্যামিতি Read More »

Scroll to Top