ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

You are currently viewing ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পোষ্টে সকলকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ৫ম সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর উত্তর প্রদান করব। তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে ৫ম সপ্তাহের সকল প্রশ্ন গুলো পেয়ে গেছো। এখন শুধু উত্তর লেখার পালা।

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা ২০২২ সালে চতুর্থ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট লিখে ফেলেছ। তমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। আর তোমরা সেই পঞ্চম সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ খুঁজছো। আশা করি তোমাদের এই পোষ্টের মাধ্যমে সম্পূর্ণ সঠিক একটি অ্যাসাইনমেন্ট উপহার দিতে পারব।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতোমধ্যে জেনে গেছ তোমাদের সকল সপ্তাহের সকল শ্রেণীর অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর আমরা প্রকাশ করে থাকি। এবং তোমরা ২০২১ সাল থেকে আমাদের সাথে রয়েছো। তাই তোমাদের বলব তোমরা আমাদের এই সাইটির নাম মনে রাখবে।

৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২

গণিত ৫ম সপ্তাহের ষষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট লেখার আগে তোমাদের অবশ্যই এর প্রশ্ন গুলো পড়ে নিতে হবে। তোমরা যদি গণিত ৫ম সপ্তাহের প্রশ্ন গুলো না পড়ে সরাসরি উত্তর লেখা শুরু করে দাও তাহলে তোমরা ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছুই জানতে পারবেনা। অর্থাৎ তোমাদের যে কারণে এই ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে তা সম্পূর্ণ ব্যাহত হবে। তাই তোমাদের কাছে সব সময়ের জন্য আমাদের সাজেশন থাকবে তোমরা অবশ্যই প্রশ্ন গুলো পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে।

তাহলে প্রথমে চলো প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক। প্রশ্ন গুলো পড়তে নিচের ছবিটি জুম করে দেখতে পারো। তাহলে স্পষ্ট দেখতে পাবে। তো চলো ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে গণিত ৫ম সপ্তাহের প্রশ্ন গুলো দেখে নিই।

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২২

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২২

শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে। অনেক বড় প্রশ্ন তাই না? বড় প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা তোমাদের আশ্বাস দিচ্ছি উত্তরটি খুবই সহজ হবে। তোমরা নিশ্চয় ইতোমধ্যে অনুপাত এর সকল অংক ষষ্ঠ শ্রেণির গণিত বই থেকে করে ফেলেছ।

যারা এই অধ্যায়ের অংক গুলো করেছ তাদের জন্য অ্যাসাইনমেন্ট টি খুবি সহজ হতে চলেছে আর যারা এখনও ষষ্ঠ শ্রেণির গণিত দ্বিতীয় অধ্যায় এর অংক গুলো করোনি তাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। তবে তোমরা ভালো করে বুঝে তারপর উত্তর লেখা শুরু করবে। তাহলে আর দেরি কেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ এর নমুনা উত্তরটি দেখে নিই।

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান

শ্রেণিঃ ষষ্ঠ/৬ষ্ঠ

বিষয়ঃ গণিত

আ্যসাইনমেন্ট সপ্তাহ : ৫ম

অ্যাসাইনমেন্ট শুরু

শিরোনাম : গল্প থেকে অনুপাত ও শতকরা নির্ণয় ।

(ক) নং প্রশ্বের উত্তরঃ
১৫% এপ অর্থঃ ১৫% এর অর্থ হচ্ছে ১০০ ভাগের ১৫ ভাগ অর্থাৎ ১৫/১০০ বা, ৩/২০ ।
১৫০% কে দশক ভগ্নাংশে প্রকাশ করা হলো-
১৫% = ১৫/১০০
=০.১৫
∴ ১৫% এর দশমিক ভগ্নাংশ ০.১৫।

(খ) নং প্রশ্নের উত্তরঃ
সামির ও কামালের ক্রয়কৃত ইটের সরল অনুপাত ও ব্যস্ত অনুপাত নির্ণয়ঃ
সরল অনুপাত:
সামিরের ক্রয়কৃত ইটের সংখ্যা = ১৫,০০০ টি
কামালের ক্রয়কৃত ইটের সংখ্যা = ১৭,০০০ টি
∴সামির ও কামালের ইটের সংখ্যার অনুপাত = ১৫,০০০ : ১৭,০০০
=১৫ : ১৭

∴ সামির ও কামালের ইটের সংখ্যার সরল অনুপাত = ১৫ :১৭।
ব্যস্ত অনুপাত:

সামির ও কামালের ইটের সংখ্যার ব্যস্ত অনুপাত = ১৭ : ১৫।

(গ) নং প্রশ্নের উত্তরঃ
সামির ও কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দামের সমতুল ও গুরু অনুপাত নির্ণয়ঃ
সামিরের ক্রয়কৃত সিমেন্টের মোট দাম = (৫৫০×১৮০) বা, ৪৪,০০০ টাকা
কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দাম = (8৫০×৮০) বা, ৩৬,০০০ টাকা
∴ সামির ও কামালের সিমেন্টের মোট দামের অনুপাত = ৪৪,০০০ : ৩৬,০০০
=88: ৩৬
= ১১ :৯
∴ ১১ :৯ এর সমতুল অনুপাত = ২২:১৮ বা, ৩৩: ২৭ বা, 8৪: ৩৬।
গুরু অনুপাত যাচাইকরণ:

আমরা জানি, কোনো সরল অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি থেকে বড় হলে  তাকে গুরু অনুপাত বলে।
এখানে, নির্ণেয় সরল অনুপাতটি হলো = ১১ : ৯। যার, পূর্ব রাশি = ১১ এবং
উত্তর রাশি = ৯।
যেহেতু, অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি অপেক্ষা বড়।
সুতরাং, অনুপাতটি গুরু অনুপাত । (যাচায়িত)

 

(ঘ) নং প্রশের উত্তরঃ
সামির ও কামালের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয়ঃ
(১) সামিরের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয়ঃ
মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ = ৮০০ কেজি
বালি ও সিমেন্টের অনুপাত নল ৫:১
∴অনুপাতের রাশিগুলোর যোগফল = (৫+১) বা, ৬
মিশ্রণে বালির পরিমাণ = (৮০০ এর ৫/৬ ) কেজি
=৬৬৬.৬৭ কেজি
মিশ্রণে সিমেন্টের পরিমাণ = ( ৮০০ এর ১/৬ ) কেজি
= ১৩৩.৩৩ কেজি
বালির পরিমাণ ৬৬৬.৬৭ কেজি এবং সিমেন্টের পরিমাণ ১৩৩.৩৩ কেজি।
(২) কামালের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয়ঃ
মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ = ৮০০ কেজি
বালি ও সিমেন্টের অনুপাত= ৯ : ১
অনুপাতের রাশিগুলোর যোগফল = (৯+১) বা, ১০
মিশ্রণে বালির পরিমাণ = ( ৮০০ এর ৯/১০ ) কেজি
= ৭২০ কেজি
মিশ্রণে সিমেন্টের পরিমাণ = (৮০০ এর ১/১০ ) কেজি
= ৮০ কেজি
বালির পরিমাণ ৭২০ কেজি এবং সিমেন্টের পরিমাণ ৮০ কেজি ।

’ঙ’ নং প্রশ্নের উত্তর

’ঘ’ নং হতে পাই,
সামিরের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ ৬৬৬.৬৭ কেজি

এবং সিমেন্টের পরিমাণ ১৩৩.৩৩ কেজি
আবার,
কামালের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ ৭২০ কেজি

এবং সিমেন্টের পরিমাণ ৮০ কেজি

মন্তব্য: উদ্দীপকটি বিশ্রেষণ করলে লক্ষ্য করা যায় যে, কামাল বাড়ি তৈরিতে সামিরের তুলনায় বালি বেশি ব্যবহার করেছে। অন্যদিকে সিমেন্ট তুলনামূলকভাবে কম ব্যবহার করেছে । বালির পরিমাণ বেশি ও সিমেন্টের পরিমাণ আনুপাতিক হারের তুলনায় কম হওয়ায় বাড়ির নাজুক অবস্থা হয়েছে । তাই সামিরের বাড়িটি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে কিন্তু কামালের বাড়িটি তেমন টেকসই ও দীর্ঘস্থায়ী হবে না।

অ্যাসাইনমেন্ট শেষ

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতই তোমাদের বলবো অ্যাসাইনমেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অন্তত একটা থ্যাঙ্কস জানিয়ে যেও।

আমরা তোমাদের ২০২২ সালের সকল এসাইনমেন্ট এর নমুনা উত্তর প্রকাশ করব এবং তা আমাদের ফেসবুক পেজ ”সমস্যা ও সমাধান” এ প্রকাশ করব। তোমরা এই পেজটিতে যদি লাইক দিয়ে রাখো তাহলে সবার আগে দ্রুত উত্তর গুলো পেয়ে যাবে।

আরো পড়ুনঃ 

সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট

⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

⇒ ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

⇒ ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

⇒ ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট

⇒ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট

⇒ ১০ম শ্রেণির ৫ম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

 

 

Share to help others:

Leave a Reply