তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১২ বাংলাদেশের জনসংখ্যা
তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১২ বাংলাদেশের জনসংখ্যা পোস্টে এই অধ্যায়ের সকল পরিচ্ছেদের অনুশীলনীর প্রশ্নউত্তর সহ অতিরিক্ত সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নউত্তর দেওয়া হলো। তৃতীয় শ্রেণির বা ও বি অধ্যায় ১২ বাংলাদেশের জনসংখ্যা >> অধ্যায়টির মূলভাব জেনে নিই আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর নব্বইতম দেশ হলেও জনসংখ্যার দিক থেকে অষ্টম। এদেশে প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন মানুষ বসবাস করে। অর্থাৎ আয়তনের তুলনায় এখানে জনসংখ্যা খুব বেশি। জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা। অধিক জনসংখ্যা পরিবার, যানবাহন, পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। ৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ১২ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর অধ্যায় ১২ পরিচ্ছেদ ১ জনসংখ্যার আকার আমাদের দেশের মোট জনসংখ্যার যদি অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ হয় তবে বাংলাদেশে নারী ও পুরুষের সংখ্যা কত? শিক্ষকের সহায়তায় কাজটি কর। উত্তর : ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমাদের দেশের মোট জনসংখ্যার (১৪,৯৭,৭২,৩৬৪) যদি অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ হয় তবে বাংলাদেশে নারী ও পুরুষের সংখ্যা- ৭,৪৮,৮৬,১৮২ জন করে। নিচের কথাগুলো বলতে কী বোঝায়? আদমশুমারি জনসংখ্যার ঘনত্ব নারী-পুরুষের অনুপাত উত্তর : আদমশুমারি বলতে লোক গণনা করা বোঝায়। জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গকিলোমিটারে লোকসংখ্যাকে বোঝায়। নারী-পুরুষের অনুপাত বলতে নারী ও পুরুষের সংখ্যার তুলনা বোঝায়। অনেক ভিড়ে গাড়ি অথবা রিকশায় বসে থাকতে কেমন লাগে তা নিয়ে একটি বাক্য লেখ। উত্তর : অনেক ভিড়ে গাড়ি বা রিকশায় বসে থাকতে চরম অস্বস্তি ও বিরক্ত লাগে। > সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে কততম? ক সপ্তম √ খ অষ্টম গ নবম ঘ দশম অধ্যায় ১২ পরিচ্ছেদ ২ জনসংখ্যা ও পরিবার নিচের বিষয়গুলোতে বড় পরিবার কী ধরনের সমস্যার সম্মুখীন হয়? খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। উত্তর : নিচের বিষয়গুলোতে বড় পরিবার যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তা উল্লেখ করা হলো- > খাদ্য- পরিবারের সবাই পুষ্টিকর ও পরিমিত খাবার পায় না। > বস্ত্র- বড় পরিবারের সদস্যদের প্রয়োজনীয় পোশাকের অভাব হয়। > বাসস্থান- বাড়িতে থাকার জন্য যথেষ্ট স্থান পাওয়া যায় না। ঘুমানোর বা বিশ্রামের জায়গার অভাব দেখা দেয়। > স্বাস্থ্য- অসুখে সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়া যায় না। > শিক্ষা- পরিবারের সদস্যরা যথেষ্ট পরিমাণে বই-খাতা পায় না, অর্থের অভাবে অনেক শিশু স্কুলে যেতে পারে না। বড় পরিবারের ভালো ও মন্দ দিকগুলো নিচে লেখ। বইয়ে যে মন্দ প্রভাবগুলো দেওয়া আছে সেগুলো উল্লেখ কর। ভালো দিক মন্দ দিক উত্তর : বড় পরিবারের ভালো ও মন্দ দিকগুলো নিচে লেখা হলো। বইয়ে যে মন্দ প্রভাবগুলো দেওয়া আছে সেগুলো উল্লেখ করা হলো- ভালো দিক মন্দ দিক সকলে মিলেমিশে বাস করে। সবাই পুষ্টিকর খাবার পায় না। একতা গড়ে ওঠে। বিশ্রামের বা থাকার জায়গার অভাব হয়। একসাথে কাজ সমাধান করা যায়। ময়লা-আবর্জনা বেশি হয়। বড় পরিবারের সমস্যাগুলো নিয়ে একটি পোস্টার তৈরি কর। উত্তর : শিক্ষকের সহায়তায় সহপাঠীদের নিয়ে নিজে চেষ্টা কর। > অল্প কথায় উত্তর দাও। পরিবারের লোকসংখ্যা বেশি হলে কোন কোন প্রয়োজন মেটানো সম্ভব হয় না? উত্তর : পরিবারের লোকসংখ্যা বেশি হলে মানুষের মৌলিক প্রয়োজনগুলো মেটানো সম্ভব হয় না। যেমন- সবাই পুষ্টিকর খাবার পায় না। প্রয়োজনীয় পোশাকের অভাব হয়। বসবাসের জায়গার অভাব দেখা দেয়। অসুখ-বিসুখে সঠিক চিকিৎসা পায় না। সবাই মানসম্মত শিক্ষার সুযোগ পায় না। অধ্যায় ১২ পরিচ্ছেদ ৩ যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব ১. বাসে অতিরিক্ত মানুষ উঠলে কী হয়? উত্তর : বাসে অতিরিক্ত মানুষ উঠলে দুর্ঘটনা ঘটে। ২. রাস্তায় বেশি যানবাহন থাকলে কী অসুবিধা হয়? উত্তর : রাস্তায় বেশি যানবাহন থাকলে যানজটে চলাচলের অসুবিধা হয়। নিচের বাক্যগুলো সম্পূর্ণ কর। অধিক জনসংখ্যার ফলে ময়লা আবর্জনা ……………..। অধিক জনসংখ্যার ফলে বাসস্থানের ………………….। উত্তর : অধিক জনসংখ্যার ফলে ময়লা আবর্জনা বেশি হয় । অধিক জনসংখ্যার ফলে বাসস্থানের সমস্যা হয় । তোমার এলাকার রাস্তায় ভিড় কেমন হয়? তোমাদের বিদ্যালয়ের বাইরে ৫ মিনিট দাঁড়াও। লক্ষ কর কতজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে? কতগুলো গাড়ি, বাস, সাইকেল ইত্যাদি যাচ্ছে? গণনা করে নিচের বার চার্টের মতো একটি চার্ট তৈরি কর। উত্তর : শিক্ষকের সহায়তায় নিজে চেষ্টা কর। >> অল্প কথায় উত্তর দাও। বেশি বেশি জনসংখ্যা হলে যানবাহনের ওপর কী প্রভাব পড়ে? উত্তর : বেশি বেশি জনসংখ্যা হলে যানবাহনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। মানুষের যাতায়াত কঠিন হয়। অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১২ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর >> বাম অংশের সাথে ডান অংশ মিলকরণ ক) আয়তনে বাংলাদেশ পৃথিবীর খ) পরিবার বড় হলে গ) জনসংখ্যা অধিক হলে ঘ) জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে ঙ) বড় পরিবারের লোকজন অষ্টম। নব্বইতম। সঠিক চিকিৎসা পায় না। নানাবিধ সমস্যা হয়। যানবাহনে চাপ বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পায়। উত্তর : ক) আয়তনে বাংলাদেশ পৃথিবীর নব্বইতম। খ) পরিবার বড় হলে নানাবিধ সমস্যা হয়। গ) জনসংখ্যা অধিক হলে যানবাহনে চাপ বৃদ্ধি পায়। ঘ) জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে অষ্টম। ঙ) বড় পরিবারের লোকজন সঠিক চিকিৎসা পায় না। >> শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় ক) ছোট পরিবারের সদস্য সংখ্যা ৮ জন। খ) অধিক জনসংখ্যা পরিবারে উন্নতির কারণ। গ) জনসংখ্যা বেশি হলে যানবাহনে চাপ বাড়ে। ঘ) আমাদের দেশে প্রতি বর্গকিলোমিটার ১০১৫ জন বাস করে। ঙ) পরিবার বড় হলে সবার পুষ্টির চাহিদা পূরণ হয়। উত্তর : ক) অশুদ্ধ খ) অশুদ্ধ গ) শুদ্ধ ঘ) শুদ্ধ ঙ) অশুদ্ধ। >> শূন্যস্থান পূরণ ক) জনসংখ্যা বেশি হলে রাস্তার পাশে বা খোলা জায়গায় — গড়ে ওঠে। খ) ছোট পরিবারে সবার — মেটানো সম্ভব। গ) জনসংখ্যা আমাদের দেশের একটি — সমস্যা। ঘ) আয়তনের দিক থেকে — পৃথিবীর নব্বইতম দেশ। ঙ) আমাদের দেশে প্রতি বর্গকিলোমিটারে — জন মানুষ বাস করে। উত্তর : ক) বস্তি খ) প্রয়োজন গ) প্রধান ঘ) বাংলাদেশ ঙ) ১০১৫ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ১. বাংলাদেশকে অধিক জনসংখ্যার দেশ কেন বলা হয়? উত্তর : বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ। এদেশের আয়তন মাত্র ১,৪৭,৫৭৯ বর্গকিলোমিটার। অথচ জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লক্ষের অধিক। এখানে প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন মানুষ বাস করে। এছাড়া প্রতিবছর দ্রæতগতিতে জনসংখ্যা বেড়েই চলেছে। আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি বলেই বাংলাদেশকে অধিক জনসংখ্যার দেশ বলা হয়। ২. বেশি জনসংখ্যা কেন আমাদের দেশের একটি প্রধান সমস্যা? উত্তর : বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের মানুষ নানা সমস্যায় আক্রান্ত। অধিকাংশ সমস্যার সৃষ্টি হয় অধিক জনসংখ্যার কারণে। এজন্যই বেশি জনসংখ্যাকে আমাদের দেশের প্রধান সমস্যা বলা হয়। ৩. পরিবার বড় হলে শিশুদের কী কী সমস্যা হয়? উত্তর : পরিবার বড় হলে শিশুরা নানা সমস্যা ভোগ করে। তারা প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার পায় না। তাদের পড়ার খরচ চালাতে কষ্ট হয়। ফলে তারা বিদ্যালয়মুখী না হয়ে বিভিন্ন কাজে যোগদান করে। আবার অসুখ হলে প্রয়োজনীয় চিকিৎসাসেবাও পায় না। ৪. পরিবার ছোট রাখার সুবিধা কী? উত্তর : পরিবার ছোট রাখলে সব সদস্যের চাহিদা সহজেই মেটানো যায়। শিশুরা ঠিকমতো বেড়ে ওঠার সুযোগ পায়। সবার খাবারের চাহিদা পূরণ করা যায়। সবাই
তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১২ বাংলাদেশের জনসংখ্যা Read More »