তৃতীয় শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় আমাদের পরিবেশ পোস্টে এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নউত্তর সহ অতিরিক্ত সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নউত্তর ও ৩য় শ্রেণির বিজ্ঞান বইয়ের শেষে দেওয়া প্রশ্নের উত্তর দেখতে নিচে চোখ রাখুন। ৩য় শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় আমাদের পরিবেশ >> অধ্যায়টির মূলভাব জেনে নিই আমাদের চারপাশের সবকিছু মিলে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। পরিবেশের উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে, আবার কিছু উপাদান মানুষ তৈরি করেছে। এভাবে ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। ৩য় শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় অনুশীলনীর প্রশ্ন ও উত্তর ১। শূন্যস্থান পূরণ কর। (১) আমাদের চারপাশের সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের —। (২) পরিবেশকে — পরিবেশ এবং — পরিবেশে ভাগ করা যায়। (৩) গাছপালা, পাখি ও বায়ু — পরিবেশের উপাদান। (৪) মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় — পরিবেশ। উত্তর : (১) পরিবেশ, (২) প্রাকৃতিক, মানুষের তৈরি (৩) প্রাকৃতিক, (৪) মানুষের তৈরি। ২। সঠিক উত্তরটিতে (√) টিক চিহ্ন দাও। ১) কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান? √ ক. গাছ খ. টেবিল গ. কলম ঘ. চেয়ার ২) কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান? ক. পাখি খ. পাহাড় গ. মাছ √ ঘ. ঘরবাড়ি ৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। (১) পরিবেশ কী ব্যাখ্যা কর। উত্তর : আমাদের চারপাশের সবকিছু মিলেই তৈরি হয়েছে পরিবেশ। শ্রেণিকক্ষের চেয়ার, টেবিল, বই, খাতা, শিক্ষক ও সহপাঠী এবং মাঠের গাছপালা, গরু-ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশের এই উপাদানগুলোর কতগুলো প্রাকৃতিকভাবে তৈরি এবং কতগুলো মানুষের তৈরি। (২) প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখ। উত্তর : প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদান হলোÑ ১. গাছপালা, ২. বায়ু, ৩. পশুপাখি, ৪. মাটি, ৫. সূর্যের আলো। (৩) প্রাকৃতিক ও মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লেখ। উত্তর : প্রাকৃতিক ও মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য হলো : প্রাকৃতিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশ ১) প্রকৃতিক উপায়ে তৈরি উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। যেমন গাছপালা, নদী-নালা, ইত্যাদি এ পরিবেশের উপাদান। ১) মানুষের তৈরি উপাদান নিয়ে মানুষের তৈরি পরিবেশ গঠিত। যেমন ঘরবাড়ি, টেবিল-চেয়ার, নৌকা ইত্যাদি এ পরিবেশের উপাদান। ২) এ পরিবেশের উপাদানগুলো আমাদের চারদিকে অর্থাৎ প্রকৃতির সর্বত্র রয়েছে। ২) এ পরিবেশের উপাদানগুলো কতগুলো নির্দিষ্ট স্থানে থাকে। ৩) এ পরিবেশ মানুষের তৈরি পরিবেশের উপর নির্ভরশীল নয়। ৩) এ পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। ৪। বাক্সে লেখা উপাদানগুলোকে নিচের ছকে সাজাও। চেয়ার, নদী, বাড়ি, ডিম, মাটি, আসবাবপত্র, গাছ, নৌকা, পাহাড়, জামা, বিদ্যালয়, ফুল প্রাকৃতিক পরিবেশের উপাদান মানুষের তৈরি পরিবেশের উপাদান উত্তর : প্রাকৃতিক পরিবেশের উপাদান মানুষের তৈরি পরিবেশের উপাদান নদী, ডিম, মাটি, গাছ, পাহাড়, ফুল চেয়ার, বাড়ি, আসবাবপত্র, নৌকা, জামা, বিদ্যালয় ৩য় শ্রেণির বিজ্ঞানর ১ম অধ্যায় অতিরিক্ত প্রশ্ন ও উত্তর >> সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ। ১) বন্ধুবান্ধব ও ঘরবাড়ি পরিবেশের উপাদান। ২) পরিবেশ দুই ধরনের। ৩) মাঠের পরিবেশের উপাদান বই, খাতা, শিক্ষক ও সহপাঠীরা। ৪) পরিবেশের উপাদানগুলো তিনভাগে বিভক্ত। ৫) মাটি ও পানি প্রাকৃতিক উপাদানের অন্তর্ভুক্ত। উত্তর : ১) স, ২) স, ৩) মি, ৪) মি, ৫) স। >> বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল কর। ক) চারপাশের সবকিছু মিলে মানুষের তৈরি পরিবেশের উপাদান খ) সূর্যের আলো একটি উপাদান হলো পাহাড় পর্বত গ) সাঁকো প্রাকৃতিক পরিবেশের উপাদান ঘ) প্রাকৃতিক পরিবেশের পরিবেশের একটি উপাদান ঙ) গাছপালা তৈরি হয়েছে আমাদের পরিবেশ চ) মানুষের তৈরি উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ উত্তর : ক) চারপাশের সবকিছু মিলে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। খ) সূর্যের আলো পরিবেশের একটি উপাদান। গ) সাঁকো মানুষের তৈরি পরিবেশের উপাদান। ঘ) প্রাকৃতিক পরিবেশের একটি উপাদান হলো পাহাড়-পর্বত। ঙ) গাছপালা প্রাকৃতিক পরিবেশের উপাদান। চ) মানুষের তৈরি উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। >> শূন্যস্থান পূরণ কর। ১) পরিবেশের উপাদানগুলোকে আমরা — ভাগে ভাগ করতে পারি। ২) আমাদের চারদিক — ঘিরে রেখেছে। ৩) পরিবেশকে — অনুসারে আমরা দুইভাগে ভাগ করতে পারি। ৪) আমরা যে পরিবেশে বাস করি তাতে — পরিবেশই রয়েছে। ৫) মাটি, পানি ও বায়ু — উপায়ে তৈরি হয়েছে। ৬) — বিভিন্ন উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ। উত্তর : ১) দুই, ২) নানা রকম জিনিস, ৩) উপাদান, ৪) দুই ধরনের, ৫) প্রাকৃতিক, ৬) প্রকৃতির। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ১. পরিবেশ কত প্রকার ও কী কী? উত্তর : পরিবেশ দুই প্রকার। যথা : ক) প্রাকৃতিক পরিবেশ খ) মানুষের তৈরি পরিবেশ ২. আমাদের ঘরের বাইরের পরিবেশের তিনটি উপাদানের নাম লেখ। উত্তর : আমাদের ঘরের বাইরের পরিবেশের তিনটি উপাদান হলোÑ ক) নদীনালা খ) গাছপালা ও গ) মাটি ৩. পরিবেশের শ্রেণিবিন্যাস প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও। উত্তর : পরিবেশের শ্রেণিবিন্যাস প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো হলোÑ ৪. প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়? উত্তর : প্রাকৃতিক উপায়ে তৈরি উপাদান নিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। যেমনÑ গাছপালা, পশুপাখি, মাটি, নদী, বায়ু, পানি ইত্যাদি উপাদান নিয়ে তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশ। কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর ন্ধ সাধারণ ১. পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত ও কী কী? উক্ত উপাদানগুলো কী কী ধরনের পরিবেশ সৃষ্টি করে? ব্যাখ্যা কর। উত্তর : পরিবেশের উপাদানগুলো দুই ভাগে বিভক্ত। যথা : ১. প্রাকৃতিক উপাদান। ২. মানুষের তৈরি উপাদান। ১. প্রাকৃতিক উপাদান যেমন- গাছপালা, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদি প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে। ২. মানুষের তৈরি উপাদান যেমনÑ চেয়ার, টেবিল, ঘরবাড়ি, রাস্তাঘাট, বাস ইত্যাদি মানুষের তৈরি পরিবেশ সৃষ্টি করে। ন্ধ যোগ্যতাভিত্তিক ২. তোমাদের ঘরের ভেতরে রয়েছে বিভিন্ন আসবাবপত্র এবং বাইরে রয়েছে বিভিন্ন রকমের গাছপালা। এক্ষেত্রে পরিবেশ কী? ঘরের ভেতর ও বাহিরের জিনিসগুলো মধ্যে ভিন্নতা কেন? ঘরের বাইরের উপাদান থেকে তৈরিকৃত ঘরের ভেতরের পাঁচটি উপাদানের নাম লেখ। উত্তর : আমার চারপাশের অর্থাৎ ঘরের ভেতরের ও বাইরের সবকিছু নিয়ে তৈরি হয়েছে পরিবেশ। ঘরের ভেতরের ও বাইরের জিনিসগুলোর উৎপত্তি ভিন্নভাবে হওয়ায় এদের মধ্যে ভিন্নতা হয়। ঘরের ভেতরের বিভিন্ন আসবাবপত্র মানুষের তৈরি। পক্ষান্তরে ঘরের বাইরের গাছপালা প্রাকৃতিকভাবে তৈরি। তাই ঘরের ভেতরের ও বাইরের জিনিসগুলোতে ভিন্নতা পরিলক্ষিত হয়। ঘরের বাইরের উপাদান গাছপালা থেকে ঘরের ভেতরের যে ৫টি জিনিস তৈরি করা যায় সেগুলো হলোÑ বুক সেলফ, খাট, দরজা, জানালা ও ড্রেসিং টেবিল। ৩. প্রাকৃতিক পরিবেশের উপাদান কী? দালানকোঠা মানুষের তৈরি পরিবেশের উপাদান কেন? প্রাকৃতিক পরিবেশের উপাদান থেকে তোমার পাওয়া ৩টি উপকারিতা লেখ। উত্তর : যে পরিবেশে উপাদানগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে সেগুলোকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বলে। যে পরিবেশে উপাদানগুলো মানুষের তৈরি সেগুলোকে মানুষের তৈরি পরিবেশের উপাদান বলে। বালি, ইট, পাথর ব্যবহার করে মানুষ দালানকোঠা তৈরি করে। তাই দালানকোঠা মানুষের তৈরি পরিবেশের উপাদান প্রাকৃতিক পরিবেশের উপাদান গাছপালা, নদীনালা, পশুপাখি ইত্যাদি থেকে পাওয়া তিনটি উপকারিতা হলোÑ ১) গাছপালা থেকে ফলমূল ও কাঠ পাই। ২) নদীনালা থেকে মাছ পাই। ৩) পশুপাখি থেকে গোশত ও ডিম পাই।
তৃতীয় শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় আমাদের পরিবেশ Read More »