নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ একাদশ অধ্যায় ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বহুনির্বাচনী প্রশ্নোত্তর
একাদশ অধ্যায় ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান? ক অর্থনৈতিক সামাজিক গ রাজনৈতিক ঘ পারিবারিক ২. ব্যবসায়ীকে দীর্ঘদিন ব্যবসায় টিকে থাকার জন্য প্রয়োজন র. অতিরিক্ত মুনাফা অর্জন রর. পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ ররর. মানসম্মত পণ্য সরবরাহ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : জনাব ফাহিম কিশোরগঞ্জের জনবহুল এলাকা আগরপুরে ‘‘তাসনিম হাইড এন্ড স্কিন’’ নামে একটি চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা স্থাপন করেন। এ কারখানায় বর্জ্য নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সেগুলো জলাশয়ে গিয়ে পড়ে। তবে কারখানার নিকটেই তিনি শ্রমিকদের থাকার ব্যবস্থা করেন এবং নিয়মিত কর প্রদান করেন। ৩. নিয়মিত কর প্রদানের মাধ্যমে ফাহিম কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন? ক সমাজ রাষ্ট্র গ ক্রেতা ঘ শ্রমিক ৪. ‘তাসনিম হাইড এন্ড স্কিন’ শিল্পটি স্থাপনের ফলে র. দেশের জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে রর. এলাকার কৃষি জমির ওপর বিরূপ প্রভাব পড়বে ররর. এলাকার জলজ প্রাণীর বিলুপ্তি ঘটবে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ৫. শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি? ক আর্থিক পুঁজি খ আইনগত জটিলতা পরিবেশ দূষণ ঘ সামাজিক বৈষম্য ৬. সুন্দর ব্যবসায় পরিবেশ সৃষ্টিতে কোনটি করণীয়? ক পাহাড় কেটে ফেলা খ ব্যাপক হারে বৃক্ষ রোপণ গ বিলাসবহুল গাড়ি ব্যবহার শিল্প বর্জ্য নিষ্কাশন করা ৭. “ইথস (‘ঊঃযড়ং) শব্দের অর্থ কী? মানব আচরণের মানদণ্ড খ অনুসরণীয় মূল্যবোধ গ অনুকরণীয় জ্ঞানবোধ ঘ শিক্ষকদের আদেশ নির্দেশ ৮. অসাধু ব্যবসায়ী আকাশ মাছ না পচার জন্য মাছে ফরমালিন মিশিয়েছে। আকাশের কাজটির ফলেÑ র. ভোক্তার আস্থা নষ্ট করেছে রর. পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর হয়েছে ররর. মানসম্মত পণ্য সরবরাহে ব্যর্থ হয়েছে নিচের কোনটি সঠিক? ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : ফাহিম অসুস্থ হওয়ায় ডাক্তার সাহেব রোগ নির্ণয়পূর্বক নির্দিষ্ট কিছু ঔষধ খাওয়ার পরামর্শ দেন। ঔষধ খেয়ে তার অসুস্থতা বেড়ে গেলে অন্য ডাক্তার সাহেবও অন্য কোম্পানির একই ঔষধ খেতে বলেন। ফলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যান। ৯. প্রথম ডাক্তার এর পরামর্শে ঔষধ খাওয়ায় ফাহিমের অসুস্থতা বেড়ে গেল কেন? ঔষধে ভেজাল ছিল খ রোগ নির্ণয় ভুল ছিল গ ঔষধ খেতে ভুল করেছিল ঘ ডাক্তারি পরামর্শে ভুল ছিল ১০. ফাহিমের মতো জনসাধারণের প্রতি ব্যবসায়ীগণ কীভাবে দায়িত্ব পালন করতে পারে? পণ্যের গুণগত মান ঠিক রেখে খ বেশি পরিমাণে পণ্য মজুদ করে গ পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ঘ অন্যের জন্য কাজের সুযোগ সৃষ্টি করে ভ‚মিকা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১১. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কোনটি? (জ্ঞান) ক সেবা করা মুনাফা অর্জন গ সম্পদ হ্রাস ঘ কর্মসংস্থান সৃষ্টি ১২. সমাজ ও ব্যবসায় স¤প্রদায়ের সদস্য কে? (জ্ঞান) ক নেতা খ রাজনীতিবিদ উদ্যোক্তা ঘ শিল্পী ১৩. ব্যবসায়ীকে কোন ধরনের দৃষ্টিভঙ্গি লালন করতে হয়? (জ্ঞান) ইতিবাচক খ নেতিবাচক গ প্রত্যক্ষ ঘ পরোক্ষ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৪. ব্যবসায় প্রতিষ্ঠানকে মেনে চলতে হয়- (অনুধাবন) র. নৈতিকতা রর. সামাজিক দায়বদ্ধতা ররর. মুনাফা অর্জনের উচ্চাকাক্সক্ষা নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৫. সমাজ ও ব্যবসায় স¤প্রদায়ের সদস্য হিসেবে ব্যবসায় উদ্যোক্তাকে লালন ও পালন করতে হয়Ñ (অনুধাবন) র. নৈতিকতা রর. সামাজিক মূল্যবোধ ররর. ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ব্যবসায় মুল্যবোধ ও নৈতিকতার ধারণা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৬. মূল্যবোধ ও নৈতিকতার সম্পর্কের ধরন কীরূপ? (অনুধাবন) ক বিপরীত অবিচ্ছেদ্য গ সম্পর্কহীন ঘ স্বতন্ত্র ১৭. মূল্যবোধ কী? (জ্ঞান) জ্ঞানবোধ খ জ্ঞান গ বিজ্ঞান ঘ কলা ১৮. সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে কোনটিকে? (জ্ঞান) মূল্যবোধ খ সম্পদ গ সততা ঘ সত্যবাদিতা ১৯. নৈতিক নীতিবোধ থেকে কোনটি আসে? (অনুধাবন) ভালো-মন্দের পার্থক্যের ক্ষমতা খ অন্যায় শিক্ষা গ মুনাফা অর্জন ক্ষমতা ঘ ব্যবসায়ে উন্নতির শিক্ষা ২০. মানুষ কোনটির অভাবে ভালো-মন্দের পার্থক্য নির্ণয় করতে অপারগ হয়? (অনুধাবন) ক সততা খ পরিশ্রম গ অধ্যয়ন মূল্যবোধ ২১. কোনটি অধর্ম থেকে ধর্মের শিক্ষা প্রদান করে? (জ্ঞান) ক মূল্যবোধ খ সততা নৈতিকতা ঘ দেশাত্মবোধ ২২. অসত্য থেকে সত্যের শিক্ষা প্রদান করে কে? (জ্ঞান) ক মূল্যবোধ নৈতিকতা গ সততা ঘ মিথ্যা ২৩. অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে ধর্ম, অসত্য থেকে সত্য নিরূপণের ক্ষমতা আসে কোথা থেকে? (অনুধাবন) ক সামাজিক কর্মকাণ্ড থেকে নৈতিক নীতিবোধ থেকে গ ধর্মীয় শিক্ষা থেকে ঘ বিজ্ঞাপন থেকে বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৪. ব্যবসায়িক মূল্যবোধ বলতে বোঝায়- (অনুধাবন) র. মূল্যবান আচরণ রর. অনুকরণীয় আচরণ ররর. ব্যবসায়ীর স্থায়ী আচরণ নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৫. নৈতিকতাবোধ মানুষের জীবনের জন্য- (অনুধাবন) র. ইতিবাচক রর. মঙ্গলময় ররর. কল্যাণময় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ২৬. নিলুফা নৈতিক আচরণ অনুসরণ করেন। নৈতিক আচরণবিধি প্রয়োজন- (প্রয়োগ) র. সুখী সমাজ গঠনে রর. দেশের জনগণের জন্য ররর. প্রয়োজন নেই নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নৈতিকতা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭. নৈতিকতা শব্দটি কোন জাতীয় শব্দ? (জ্ঞান) ক বাংলা খ আরবি গ ফারসি গ্রিক ২৮. নৈতিকতা শব্দটি কোন শব্দ থেকে এসেছে? (জ্ঞান) ক ইথনিক ইথস গ ইয়ুথ ঘ ইয়েস ২৯. মানব আচরণের মানদণ্ড হিসেবে বিবেচিত হয় কোনটি? (জ্ঞান) ক মূল্যবোধ নৈতিকতা গ শিক্ষা ঘ পরিশ্রম ৩০. শিক্ষার্থীর ভুল সংশোধন করা শিক্ষকের কোন কাজটির অন্তর্ভুক্ত? (উচ্চতর দক্ষতা) ক মূল্যবোধ খ সততা নৈতিকতা ঘ মানসিকতা ৩১. শোভন ও শুভ ৯ম শ্রেণির ছাত্র। শোভন নিয়মিত স্কুলে যায়, বাড়ির কাজ করে এবং শিক্ষকের আদেশ মেনে চলে। কিন্তু শুভ শোভনের সম্পূর্ণ বিপরীত। কিসের ভিত্তিতে শুভ ও শোভনের পৃথক করা যায়? (অনুধাবন) ক মূল্যবোধ খ আদর্র্শ নৈতিকতা ঘ গুণাবলি ৩২. নৈতিকতাবোধ কিসের পার্থক্য নির্ণয় করে? (জ্ঞান) ভালো-মন্দের খ টাকা-পয়সার গ সম্পদের ঘ ব্যবসায়ের ৩৩. ভালো-মন্দের বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় কোনটি? (জ্ঞান) নৈতিকতা খ ধর্ম শিক্ষা গ সম্পদ শিক্ষা ঘ আইন ৩৪. নৈতিকতার অংশ হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়? (অনুধাবন) ক সত্য কথা বলা যথাযথ দায়িত্ব পালন করা গ পরিশ্রম করা ঘ দান-খয়রাত করা ৩৫. জনাব মেহেদী একজন কলেজ শিক্ষক।