নবম-দশম

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ একাদশ অধ্যায় ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বহুনির্বাচনী প্রশ্নোত্তর

একাদশ অধ্যায় ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান? ক অর্থনৈতিক  সামাজিক গ রাজনৈতিক ঘ পারিবারিক ২. ব্যবসায়ীকে দীর্ঘদিন ব্যবসায় টিকে থাকার জন্য প্রয়োজন র. অতিরিক্ত মুনাফা অর্জন রর. পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ ররর. মানসম্মত পণ্য সরবরাহ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : জনাব ফাহিম কিশোরগঞ্জের জনবহুল এলাকা আগরপুরে ‘‘তাসনিম হাইড এন্ড স্কিন’’ নামে একটি চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা স্থাপন করেন। এ কারখানায় বর্জ্য নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সেগুলো জলাশয়ে গিয়ে পড়ে। তবে কারখানার নিকটেই তিনি শ্রমিকদের থাকার ব্যবস্থা করেন এবং নিয়মিত কর প্রদান করেন। ৩. নিয়মিত কর প্রদানের মাধ্যমে ফাহিম কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন? ক সমাজ  রাষ্ট্র গ ক্রেতা ঘ শ্রমিক ৪. ‘তাসনিম হাইড এন্ড স্কিন’ শিল্পটি স্থাপনের ফলে র. দেশের জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে রর. এলাকার কৃষি জমির ওপর বিরূপ প্রভাব পড়বে ররর. এলাকার জলজ প্রাণীর বিলুপ্তি ঘটবে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৫. শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি? ক আর্থিক পুঁজি খ আইনগত জটিলতা  পরিবেশ দূষণ ঘ সামাজিক বৈষম্য ৬. সুন্দর ব্যবসায় পরিবেশ সৃষ্টিতে কোনটি করণীয়? ক পাহাড় কেটে ফেলা খ ব্যাপক হারে বৃক্ষ রোপণ গ বিলাসবহুল গাড়ি ব্যবহার  শিল্প বর্জ্য নিষ্কাশন করা ৭. “ইথস (‘ঊঃযড়ং) শব্দের অর্থ কী?  মানব আচরণের মানদণ্ড খ অনুসরণীয় মূল্যবোধ গ অনুকরণীয় জ্ঞানবোধ ঘ শিক্ষকদের আদেশ নির্দেশ ৮. অসাধু ব্যবসায়ী আকাশ মাছ না পচার জন্য মাছে ফরমালিন মিশিয়েছে। আকাশের কাজটির ফলেÑ র. ভোক্তার আস্থা নষ্ট করেছে রর. পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর হয়েছে ররর. মানসম্মত পণ্য সরবরাহে ব্যর্থ হয়েছে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : ফাহিম অসুস্থ হওয়ায় ডাক্তার সাহেব রোগ নির্ণয়পূর্বক নির্দিষ্ট কিছু ঔষধ খাওয়ার পরামর্শ দেন। ঔষধ খেয়ে তার অসুস্থতা বেড়ে গেলে অন্য ডাক্তার সাহেবও অন্য কোম্পানির একই ঔষধ খেতে বলেন। ফলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যান। ৯. প্রথম ডাক্তার এর পরামর্শে ঔষধ খাওয়ায় ফাহিমের অসুস্থতা বেড়ে গেল কেন?  ঔষধে ভেজাল ছিল খ রোগ নির্ণয় ভুল ছিল গ ঔষধ খেতে ভুল করেছিল ঘ ডাক্তারি পরামর্শে ভুল ছিল ১০. ফাহিমের মতো জনসাধারণের প্রতি ব্যবসায়ীগণ কীভাবে দায়িত্ব পালন করতে পারে?  পণ্যের গুণগত মান ঠিক রেখে খ বেশি পরিমাণে পণ্য মজুদ করে গ পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ঘ অন্যের জন্য কাজের সুযোগ সৃষ্টি করে ভ‚মিকা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১১. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কোনটি? (জ্ঞান) ক সেবা করা  মুনাফা অর্জন গ সম্পদ হ্রাস ঘ কর্মসংস্থান সৃষ্টি ১২. সমাজ ও ব্যবসায় স¤প্রদায়ের সদস্য কে? (জ্ঞান) ক নেতা খ রাজনীতিবিদ  উদ্যোক্তা ঘ শিল্পী ১৩. ব্যবসায়ীকে কোন ধরনের দৃষ্টিভঙ্গি লালন করতে হয়? (জ্ঞান)  ইতিবাচক খ নেতিবাচক গ প্রত্যক্ষ ঘ পরোক্ষ  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৪. ব্যবসায় প্রতিষ্ঠানকে মেনে চলতে হয়- (অনুধাবন) র. নৈতিকতা রর. সামাজিক দায়বদ্ধতা ররর. মুনাফা অর্জনের উচ্চাকাক্সক্ষা নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৫. সমাজ ও ব্যবসায় স¤প্রদায়ের সদস্য হিসেবে ব্যবসায় উদ্যোক্তাকে লালন ও পালন করতে হয়Ñ (অনুধাবন) র. নৈতিকতা রর. সামাজিক মূল্যবোধ ররর. ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ব্যবসায় মুল্যবোধ ও নৈতিকতার ধারণা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৬. মূল্যবোধ ও নৈতিকতার সম্পর্কের ধরন কীরূপ? (অনুধাবন) ক বিপরীত  অবিচ্ছেদ্য গ সম্পর্কহীন ঘ স্বতন্ত্র ১৭. মূল্যবোধ কী? (জ্ঞান)  জ্ঞানবোধ খ জ্ঞান গ বিজ্ঞান ঘ কলা ১৮. সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে কোনটিকে? (জ্ঞান)  মূল্যবোধ খ সম্পদ গ সততা ঘ সত্যবাদিতা ১৯. নৈতিক নীতিবোধ থেকে কোনটি আসে? (অনুধাবন)  ভালো-মন্দের পার্থক্যের ক্ষমতা খ অন্যায় শিক্ষা গ মুনাফা অর্জন ক্ষমতা ঘ ব্যবসায়ে উন্নতির শিক্ষা ২০. মানুষ কোনটির অভাবে ভালো-মন্দের পার্থক্য নির্ণয় করতে অপারগ হয়? (অনুধাবন) ক সততা খ পরিশ্রম গ অধ্যয়ন  মূল্যবোধ ২১. কোনটি অধর্ম থেকে ধর্মের শিক্ষা প্রদান করে? (জ্ঞান) ক মূল্যবোধ খ সততা  নৈতিকতা ঘ দেশাত্মবোধ ২২. অসত্য থেকে সত্যের শিক্ষা প্রদান করে কে? (জ্ঞান) ক মূল্যবোধ  নৈতিকতা গ সততা ঘ মিথ্যা ২৩. অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে ধর্ম, অসত্য থেকে সত্য নিরূপণের ক্ষমতা আসে কোথা থেকে? (অনুধাবন) ক সামাজিক কর্মকাণ্ড থেকে  নৈতিক নীতিবোধ থেকে গ ধর্মীয় শিক্ষা থেকে ঘ বিজ্ঞাপন থেকে  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৪. ব্যবসায়িক মূল্যবোধ বলতে বোঝায়- (অনুধাবন) র. মূল্যবান আচরণ রর. অনুকরণীয় আচরণ ররর. ব্যবসায়ীর স্থায়ী আচরণ নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৫. নৈতিকতাবোধ মানুষের জীবনের জন্য- (অনুধাবন) র. ইতিবাচক রর. মঙ্গলময় ররর. কল্যাণময় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৬. নিলুফা নৈতিক আচরণ অনুসরণ করেন। নৈতিক আচরণবিধি প্রয়োজন- (প্রয়োগ) র. সুখী সমাজ গঠনে রর. দেশের জনগণের জন্য ররর. প্রয়োজন নেই নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নৈতিকতা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭. নৈতিকতা শব্দটি কোন জাতীয় শব্দ? (জ্ঞান) ক বাংলা খ আরবি গ ফারসি  গ্রিক ২৮. নৈতিকতা শব্দটি কোন শব্দ থেকে এসেছে? (জ্ঞান) ক ইথনিক  ইথস গ ইয়ুথ ঘ ইয়েস ২৯. মানব আচরণের মানদণ্ড হিসেবে বিবেচিত হয় কোনটি? (জ্ঞান) ক মূল্যবোধ  নৈতিকতা গ শিক্ষা ঘ পরিশ্রম ৩০. শিক্ষার্থীর ভুল সংশোধন করা শিক্ষকের কোন কাজটির অন্তর্ভুক্ত? (উচ্চতর দক্ষতা) ক মূল্যবোধ খ সততা  নৈতিকতা ঘ মানসিকতা ৩১. শোভন ও শুভ ৯ম শ্রেণির ছাত্র। শোভন নিয়মিত স্কুলে যায়, বাড়ির কাজ করে এবং শিক্ষকের আদেশ মেনে চলে। কিন্তু শুভ শোভনের সম্পূর্ণ বিপরীত। কিসের ভিত্তিতে শুভ ও শোভনের পৃথক করা যায়? (অনুধাবন) ক মূল্যবোধ খ আদর্র্শ  নৈতিকতা ঘ গুণাবলি ৩২. নৈতিকতাবোধ কিসের পার্থক্য নির্ণয় করে? (জ্ঞান)  ভালো-মন্দের খ টাকা-পয়সার গ সম্পদের ঘ ব্যবসায়ের ৩৩. ভালো-মন্দের বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় কোনটি? (জ্ঞান)  নৈতিকতা খ ধর্ম শিক্ষা গ সম্পদ শিক্ষা ঘ আইন ৩৪. নৈতিকতার অংশ হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়? (অনুধাবন) ক সত্য কথা বলা  যথাযথ দায়িত্ব পালন করা গ পরিশ্রম করা ঘ দান-খয়রাত করা ৩৫. জনাব মেহেদী একজন কলেজ শিক্ষক।

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ একাদশ অধ্যায় ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা বহুনির্বাচনী প্রশ্নোত্তর

দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. সমর্থনমূলক সহায়তা কোনটি? ক পরামর্শ দান খ তথ্য সরবরাহ  পুঁজির সংস্থান ঘ ব্যবসায় আধুনিকায়ন ২. শিল্প স্থাপনে সহজে কেউ এগিয়ে আসতে চায় না কেন? ক এতে সৃজনশীলতার প্রয়োজন হয় খ কাজটি গঠনমূলক বলে  এ কাজে ঝুঁকি নিতে হয় বলে ঘ নিজস্ব পুঁজির প্রয়োজন হয় নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : সিলেটের নিশাত আফরিন ২০১১ সালে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী তৈরির একটি প্রকল্প হাতে নেন। উৎপাদন প্রক্রিয়া শুরু করতে গিয়ে আর্থিক সংকটে পড়ায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হন এবং প্রতিষ্ঠান থেকে কিছু ঋণ নেন। কর অবকাশ সুবিধা পাওয়ার কারণে দিন দিন তার ব্যবসায়ের উন্নতি হতে লাগল। ৩. নিশাত আফরিন ২০১৫ সালে অর্জিত আয়ের ওপর কত ভাগ কর অবকাশ পাবেন? ক ১০০% খ ৭৫%  ৫০% ঘ ২৫% ৪. আর্থিক প্রতিষ্ঠানটির সহায়তার ফলে প্রধানতÑ র. দেশে নারী উদ্যোক্তার উন্নয়ন হবে রর. বৃহৎ শিল্পের উন্নয়ন সাধিত হবে ররর. দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৫. কখন একজন নারী শিল্পোদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন? ক কোনো ব্যবসায়ের অংশীদার হলে খ কোম্পানির অন্তত একটি শেয়ার কিনলে  কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক হলে ঘ সমবায় সমিতির সদস্য হলে ৬. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? ক ১৯৬৫  ১৯৭৩ গ ১৯৮২ ঘ ১৯৯৭ ৭. সমর্থনমূলক সহায়তা নয় কোনটি? ক শিল্প প্রতিষ্ঠান নিবন্ধীকরণ খ পুঁজির সংস্থান  অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ ঘ কর অবকাশ ভ‚মিকা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৮. ব্যবসায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য কোনটি অধিকতর প্রয়োজন? (জ্ঞান)  সহায়তা খ সুনাম গ জমি ঘ দালান ৯. কখন একটি ব্যবসায়ের বিভিন্ন সহায়তা প্রয়োজন হয়? (অনুধাবন) ক ব্যবসায়ের মাঝামাঝি খ ব্যবসায়ের শেষে  উদ্যোগ গ্রহণ পর্যায়ে ঘ লেনদেন করার সময় ১০. উদ্যোক্তাকে শিল্প স্থাপনে অনুপ্রাণিত করে কোনটি? (জ্ঞান) ক প্রতিযোগী বাজার ব্যবস্থা  প্রয়োজনীয় সহায়তা গ একচেটিয়া অর্থ বিনিয়োগ ঘ ঋণের স্বল্প সুদ ১১. কোনটি একজন সম্ভাবনাময় উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপন ও সফলভাবে পরিচালনা করতে অনুপ্রাণিত করে? (অনুধাবনা) ক অধিক মূলধন খ কম ঝুঁকি  সহায়তা ঘ দক্ষ ম্যানেজার ১২. শিল্পোদ্যোগ গ্রহণে সহায়ক সেবা প্রদান করে কোনটি? (জ্ঞান)  বাংলাদেশ শিল্পনীতি খ বিমা গ ব্যাংকিং আইন ঘ বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবার ধারণা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৩. নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন কোন ধরনের কাজ? (অনুধাবন) ক সামাজিক খ রাজনৈতিক গ উদার  সৃজনশীল ১৪. নিচের কোনটির সাথে ঝুঁকি বিদ্যমান? (জ্ঞান)  নতুন ব্যবসায় স্থাপন খ চাকরি গ সঞ্চয়পত্র ক্রয় ঘ ডিবেঞ্চার ক্রয় ১৫. আশরাফুল ব্যবসায় স্থাপন করতে চায়। তার এ কাজে কোনটি অবশ্যই বিদ্যমান থাকবে? (প্রয়োগ) ক মুনাফা  ঝুঁকি গ সুদ ঘ মূলধন ১৬. সহজে কেউ কোন কাজে এগিয়ে আসতে চায় না? (জ্ঞান)  শিল্প স্থাপন খ চাকরি গ জমি ক্রয় ঘ ব্যাংকে অর্থ সঞ্চয় ১৭. ব্যবসায় উদ্যোগের ঝুঁকি নিরসনে কোনটি প্রয়োজন? (জ্ঞান)  সহায়তা খ অধিকা মুনাফা অর্জন গ অধিক প্রতিযোগিতা ঘ উন্নত পণ্য ১৮. তামান্না একটি ক্ষুদ্র ব্যবসায় স্থাপন করতে চান। এজন্য তার কোনটি প্রয়োজন? (প্রয়োগ) ক সেবা  সহায়তা গ ঝুঁকি ঘ মুনাফা ১৯. শিল্প নীতিতে বিভিন্ন সহায়ক দিক উদ্যোক্তাদের কী ধরনের সহায়তা প্রদান করবে? (অনুধাবন) ক ঝুঁকিমূলক  অনুপ্রেরণামূলক গ সিদ্ধান্ত গ্রহণে ঘ প্রতিক‚ল সহায়তা ২০. অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ প্রদান কোন ধরনের সহায়তা? (জ্ঞান)  উদ্দীপনামূলক খ সমর্থনমূলক গ সংরক্ষণমূলক ঘ আর্থিক ২১. সাখাওয়াত রংপুরে ব্যবসায় স্থাপন করে কর অবকাশ সুবিধা পেলেন। কর অবকাশ ব্যবসায়ের জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন? (প্রয়োগ)  উদ্দীপনামূলক খ সমর্থনমূলক গ সংরক্ষণমূলক ঘ প্রণোদনামূলক ২২. কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ কোন ধরনের সহযোগিতা? (জ্ঞান)  উদ্দীপনামূলক খ সমর্থনমূলক গ সংরক্ষণমূলক ঘ নিয়ন্ত্রণমূলক ২৩. কামরুলের কাগজ নির্মাণ কারখানায় সরকার অবকাঠামোগত সুবিধা প্রদান করলেন। এটি কোন ধরনের সহায়তা? (প্রয়োগ) ক উদ্দীপনামূলক  সমর্থনমূলক গ সংরক্ষণমূলক ঘ সামাজিক ২৪. ব্যবসায় স¤প্রসারণের পথে প্রতিবন্ধকতাগুলো দূর করা কোন ধরনের সহায়তা? (অনুধাবন) ক উদ্দীপনামূলক খ সমর্থনমূলক  সংরক্ষণমূলক ঘ গ্রহণমূলক  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৫. ব্যবসায় বা শিল্প স্থাপন হলোÑ (অনুধাবন) র. সৃজনশীল কাজ রর. গঠনমূলক কাজ ররর. নৈমিত্তিক কাজ নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৬. প্রকৃতি অনুযায়ী সহায়তা হলোÑ (অনুধাবন) র. উদ্দীপনামূলক রর. সমর্থনমূলক ররর. সংরক্ষণমূলক নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৭. সাইদুল ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করার চিন্তা করছে। তার জন্য সহায়তা প্রয়োজন- (প্রয়োগ) র. উদ্দীপনামূলক রর. সমর্থনমূলক ররর. সংরক্ষণমূলক নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৮. সহায়তাকারী প্রতিষ্ঠানসমূহের ভ‚মিকা হলোÑ (উচ্চতর দক্ষতা) র. দিকনির্দেশনা প্রদান রর. আর্থিক সহায়তা প্রদান ররর. তথ্য সরবরাহ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৯. উদ্দীপনামূলক সহায়তার উদাহরণ হলোÑ (অনুধাবন) র. পরামর্শ দান রর. তথ্য সরবরাহ ররর. প্রশিক্ষণ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩০. উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্তÑ (অনুধাবন) র. অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ রর. বিনিয়োগের সুযোগ-সুবিধা অবহিতকরণ ররর. সরকারি সাহায্য সম্পর্কে প্রচার নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩১. সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা সুবিধা পেয়ে থাকেন- (অনুধাবন) র. শিল্প স্থাপন রর. পরিচালনা ররর. সম্পদ ব্যবহার নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩২. সংরক্ষণমূলক সহায়তার বৈশিষ্ট্য হলোÑ (অনুধাবন) র. ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা রর. ব্যবসায় স¤প্রসারণের প্রতিবন্ধকতা দূরীকরণ ররর. কর অবকাশ নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৩. সংরক্ষণমূলক সহায়তা যে ধরনের প্রতিবন্ধকতা দূর করে- (অনুধাবন) র. কার্যক্রম পরিচালনা রর. স¤প্রসারণ ররর. নিবন্ধন নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও : হাফিজ প্রশিকা থেকে মৌমাছি পালনের ওপর প্রশিক্ষণ এবং ঋণ নিয়ে মৌমাছি চাষ শুরু করেন। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করে সফলভাবে ব্যবসা পরিচালনা করে তিনি সফলতা লাভ করেন। ৩৪. প্রশিকা

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ নবম অধ্যায় বিপণন বহুনির্বাচনী প্রশ্নোত্তর

নবম অধ্যায় বিপণন অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. বিপণনের অন্যতম কাজ কী?  ক্রয় খ বিক্রয় গ পরিবহন ঘ গুদামজাতকরণ ২. পণ্যের বিজ্ঞাপন কেন করা হয়? ক পণ্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে  পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা দিতে গ পণ্যের বাজার সম্পর্কে জানার জন্য ঘ উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : জনাব রুবেল একজন তরমুজ উৎপাদনকারী। উৎপাদিত তরমুজ তিনি নিজেই বহন করে স্থানীয় বাজারে বিক্রি করেন। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তিনি পণ্য বিক্রির জন্য অন্য কৌশল অবলম্বন করার চিন্তা করছেন। ৩. রুবেলের ক্ষেত্রে পণ্য বণ্টন প্রণালিটি হলোÑ  উৎপাদনকারী-ভোক্তা খ উৎপাদনকারী-খুচরা কারবারি গ উৎপাদনকারী-খুচরা ব্যবসায়ী-ভোক্তা ঘ পাইকার-খুচরা ব্যবসায়ী ৪. রুবেলের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলেÑ র. ক্রেতা ও বিক্রেতার মধ্যে দূরত্ব হ্রাস পায় রর. ক্রেতা কমমূল্যে পণ্য পেয়ে থাকে ররর. বিপণন কার্য সহজ হয় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৫. এক স্থানের উৎপাদিত পণ্য দ্রব্যাদি কিসের ফলে অন্য স্থানের লোকেরা ভোগ করতে পারে? ক মজুদকরণের  স্থানান্তরের গ প্রচারের ঘ তথ্য সংগ্রহের ৬. ‘ধৈর্যশীলতা’ একজন বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি? ক শারীরিক  মানসিক গ নৈতিক ঘ ব্যক্তিবাচক ৭. পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্যের ফলে কী সৃষ্টি হয়? ক পণ্যের স্থিতিশীলতা  দামের স্থিতিশীলতা গ উৎপাদনে স্থিতিশীলতা ঘ সেবার স্থিতিশীলতা ৮. বিপণনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় র. সময়গত রর. স্থানগত ররর. স্বত্বগত নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : মি. পলাশ শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও আগ্রহ অনুসারে কাপড় সরবরাহ করে থাকে। ৯. মি. পলাশের ব্যবসায়টিকে কী বলা যায়? ক পাইকারি খ বিক্রয় প্রতিনিধি  খুচরা ঘ মজুদদারী ১০. বিপণন কার্যাবলিতে মি. পলাশের কাজটি হচ্ছে র. ক্রয়-বিক্রয় রর. তথ্য সংগ্রহ ররর. ভোক্তা বিশ্লেষণ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : মোবাইল ফোন বিক্রেতা জনাব সৈকত বাণিজ্যমেলা, মীনাবাজার ও শিল্পমেলায় মোবাইল ফোন প্রদর্শন করেন। ১১. জনাব সৈকতের কাজটি কোনটির অন্তর্ভুক্ত? ক বাজার জরিপ খ পরিবহন  বিজ্ঞাপন ঘ তথ্য সংগ্রহ ১২. জনাব সৈকতের কাজটির মাধ্যমে র. পণ্যের বাজার স¤প্রসারিত হয় রর. পন্যের সুনাম বৃদ্ধি পায় ররর. জনগণ নতুন পণ্য সম্পর্কে জানতে পারে নিচের কোনটি সঠিক? ক র, রর খ র, ররর গ রর, ররর  র, রর ও ররর বিপণনের ধারণা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৩. পণ্য বা সেবা উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর যাবতীয় কার্যাবলিকে কী বলে? (জ্ঞান) ক বিক্রয়িকতা খ বিজ্ঞাপন গ বিক্রয়  বিপণন ১৪. কীভাবে উৎপাদিত পণ্য ক্রেতা ও ভোক্তাদের হাতে পৌঁছনো হয়? (অনুধাবন)  বিপণনের মাধ্যমে খ খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে গ পরিহনের মাধ্যমে ঘ প্রতিনিধির মাধ্যমে ১৫. বিপণনের অপর নাম কী? (জ্ঞান) ক বিজ্ঞাপন খ উৎপাদন  বাজারজাতকরণ ঘ বিক্রয় ১৬. পণ্য উৎপাদনের সার্থকতা নির্ভর করে কিসের ওপর? (অনুধাবন)  বিক্রয় করে মুনাফা অর্জনের ওপর খ গুদামজাতকরণের ওপর গ মোড়কিকরণের ওপর ঘ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ১৭. খোকন সরকার একজন উৎপাদক। তিনি পণ্য বা সেবা পৌঁছে দেন কার কাছে? (প্রয়োগ)  ভোক্তা খ বিপণন গ নেতা ঘ খেলোয়াড় ১৮. পণ্য উৎপাদন হয় কাদের জন্য? (জ্ঞান) ক উৎপাদক  ভোক্তা গ শিল্পপতি ঘ রাজনীতিবিদ ১৯. ক্রেতা ও ভোক্তাগণ মানসম্মত পণ্য কিসের মাধ্যমে পেয়ে থাকে? (জ্ঞান)  বিপণন খ গুদামজাতকরণ গ উৎসরণ ঘ বিক্রয়িকতা ২০. কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? (জ্ঞান)  উৎপাদন খ ক্রয় গ বিক্রয় ঘ সেবার মান ২১. বিপণনের দ্বারা বিক্রয় বৃদ্ধির সাথে সাথে আর কী হয়? (অনুধাবন)  উৎপাদন বৃদ্ধি পায় খ জনগণের আয় বৃদ্ধি পায় গ উৎপাদন হ্রাস পায় ঘ জাতীয় সম্পদ বৃদ্ধি পায় ২২. শিল্প, বাণিজ্য ও সেবার উন্নতি নির্ভর করে কোনটি উন্নয়নের ওপর? (অনুধাবন)  বিপণন খ পরিবহন গ প্রমিতকরণ ঘ প্যাকিং  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৩. বিপণন যেসব কাজের সমষ্টিÑ (অনুধাবন) র. ক্রয়-বিক্রয় রর. পরিবহন ররর. গুদামজাতকরণ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৪. বিপণনের উন্নয়নের সাথে সাথে উন্নয়ন ঘটে- (অনুধাবন) র. শিল্পের রর. বাণিজ্যের ররর. সেবার মানের নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর বিপণনের কার্যাবলি  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৫. বিপণনের প্রথম কাজ কোনটি? (জ্ঞান)  ক্রয় খ বিক্রয় গ পরিবহন ঘ বিজ্ঞাপন ২৬. পণ্যদ্রব্যের মালিকানা কীভাবে সৃষ্টি হয়? (অনুধাবন)  ক্রয়ের মাধ্যমে খ বিক্রয়ের মাধ্যমে গ উৎপাদনের মাধ্যমে ঘ শিল্পের মাধ্যমে ২৭. ক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? (জ্ঞান) ক স্থানগত খ কালগত গ জ্ঞানগত  মালিকানাগত ২৮. ক্রয়ের ফলে ক্রেতা পণ্যের কী লাভ করে? (জ্ঞান)  স্বত্ব খ লাইসেন্স গ ঝুঁকি ঘ পেটেন্ট ২৯. কোনটি বিপণনের আওতায় পড়ে? (অনুধাবন) ক উৎপাদন  ক্রয়-বিক্রয় গ ঋণ গ্রহণ ঘ শেয়ার হস্তান্তর ৩০. কোনটি বিপণনের আবশ্যকীয় কাজ? (অনুধাবন) ক পণ্যের স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি  পণ্যের ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করা গ পণ্যের বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা ঘ ভোক্তা বা ব্যবহারকারীর রুচি ও চাহিদা বিশ্লেষণ করা ৩১. পণ্যের মালিকানা স্থানান্তর হয় কীসের মাধ্যমে? (জ্ঞান) ক পরিবহন খ গুদামজাতকরণ গ বিজ্ঞাপন  বিক্রয় ৩২. জুবায়ের তার দোকানের ক্রেতাদের পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ করেন। তার এ কাজটি বিপণনের কোন কাজের সাথে জড়িত? (প্রয়োগ) ক ক্রয়  বিক্রয় গ বিজ্ঞাপন ঘ পরিবহন ৩৩. ক্রেতা অনুসন্ধান বিপণনের কোন কার্যের অন্তর্ভুক্ত? (জ্ঞান) ক ভোক্তা বিশ্লেষণ খ তথ্য সংগ্রহ  বিক্রয় ঘ পরিবহন ৩৪. কোনটি পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে? (জ্ঞান)  পরিবহন খ গুদামজাতকরণ গ মজুদকরণ ঘ প্রমিতকরণ ৩৫. বিপণন ব্যবস্থা কীভাবে পণ্যের সুষম বণ্টন নিশ্চিত করে? (অনুধাবন)  স্থানগত উপযোগ সৃষ্টি করে খ রূপগত উপযোগ সৃষ্টি করে গ স্বত্বগত উপযোগ সৃষ্টি করে ঘ কালগত উপযোগ সৃষ্টি করে ৩৬. গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? (জ্ঞান) ক স্বত্বগত  সময়গত গ মালিকানাগত ঘ স্থানগত ৩৭. শীতকালে উৎপাদিত গোলআলু বছরব্যাপী সরবরাহের জন্য বিপণনকে নিচের কোন কাজটি করতে হবে? (প্রয়োগ) ক প্রমিতকরণ খ প্রক্রিয়াজাতকরণ  গুদামজাতকরণ ঘ বিক্রয়িকতা ৩৮. জনাব রায়হান একজন বাজারজাতকারী। পণ্য বিপণনের সুবিধার্থে তিনি পণ্যের মান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। এর ফলে তিনি কী সুবিধা পান? (প্রয়োগ) ক ভোক্তার সন্তুষ্টি বিধান  বিক্রয়ে গতিশীলতা বৃদ্ধি গ গুদামজাতকরণের সুবিধা ঘ পরিবহনের সুবিধা ৩৯.

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ নবম অধ্যায় বিপণন বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর

অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. নেতৃত্বের প্রকারভেদ কয়টি? ক ২ খ ৩  ৪ ঘ ৫ ২. ব্যবস্থাপনা হলো ক ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার কৌশল খ উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার নিকট পণ্য পৌঁছে দেওয়া  কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া ঘ বাজারের চাহিদা যাচাইয়ের জন্য পদক্ষেপ গ্রহণ নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : “ধানসিড়ি ডিপার্টমেন্টাল স্টোর” স্থাপনের পূর্বে জনাব তাহসিন কতকগুলো অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করেন। যেমন কোথায় এটি স্থাপন করবেন, কাকে দিয়ে পরিচালনা করবেন, অর্থসংস্থান কীভাবে হবে ইত্যাদি। এতে তার বিভিন্ন কর্মকাণ্ডে সময় ক্ষেপণ কম হয়। বর্তমানে তিনি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছেন। ৩. “ধানসিড়ি ডিপার্টমেন্টাল স্টোর” স্থাপনের পূর্বে জনাব তাহসিনের কাজটি নিম্নের কোনটির সাথে সংগতিপূর্ণ?  পরিকল্পনা খ বাজার চাহিদা গ প্রকল্প নির্বাচন ঘ সংগঠন ৪. ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে তাহসিনের পদক্ষেপটি র. লক্ষ্য অর্জনের সহায়ক হবে রর. কাজের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে ররর. ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটাবে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৫. ব্যবস্থাপনার ১ম কাজ কোনটি? ক কর্মীসংস্থান  পরিকল্পনা গ সংগঠিতকরণ ঘ নির্দেশনা দান ৬. বদমেজাজী ও অসৎ কর্মচারী অপসারণ ব্যবস্থাপনার কোন অংশের আওতাভুক্ত? ক নির্দেশনা দান  কর্মীসংস্থান গ নিয়ন্ত্রণ ঘ সংগঠিতকরণ ৭. সাধারণত ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? [স. বো. ’১৫] ক নিজস্ব তহবিল খ আত্মীয়স্বজন  বাণিজ্যিক ব্যাংক ঘ কৃষি ব্যাংক ভ‚মিকা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৮. মানবসভ্যতার ক্রমবিকাশের সাথে নিচের কোনটির সহ-সম্পর্ক রয়েছে? (জ্ঞান) ক মানবসম্পদের  ব্যবস্থাপনার উৎপত্তির গ পরিকল্পনার ঘ নিয়ন্ত্রণের ৯. শুরুতে ব্যবস্থাপনা কোন ভিত্তিক ছিল? (জ্ঞান) ক সমাজ খ রাষ্ট্র  পরিবার ঘ ব্যক্তিক ১০. সভ্যতার বিকাশের সাথে সাথে ব্যবস্থাপনার কী বৃদ্ধি পেয়েছে? (জ্ঞান)  ক্ষেত্র খ সীমাবদ্ধতা গ নবায়ন ঘ সুবিধা ১১. ব্যবস্থাপনা ব্যাপক জনপ্রিয়তা পায় কোন সমাজের দ্বারা? (জ্ঞান)  ব্যবসায়ী খ ধর্মীয় গ রাজনীতিবিদ ঘ ব্যাংকিং ১২. কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের কৌশলকে কী বলে? (জ্ঞান) ক ব্যবসায়  ব্যবস্থাপনা গ অর্থনীতি ঘ সমাজকল্যাণ ১৩. নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে কী বলে? (জ্ঞান) ক পরিকল্পনা খ সংগঠন গ নিয়ন্ত্রণ  ব্যবস্থাপনা ১৪. ব্যবস্থাপনা বলতে নিচের কোনটিকে বোঝায়? (অনুধাবন) ক নিজের কাজ নিজে করা খ অন্যকে কাজ করতে সহায়তা করা  অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া ঘ অন্যের নির্দেশে কাজ করা ১৫. মানবগোষ্ঠীকে সঠিকভাবে পরিচালনা সংক্রান্ত কারণে কিসের উদ্ভব ঘটে? (অনুধাবন) ক নির্দেশনার  ব্যবস্থাপনার গ সংগঠনের ঘ প্রেষণার  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৬. মানবসভ্যতার শুরুতে ব্যবস্থাপনা ছিল (অনুধাবন) র. পরিবারভিত্তিক রর. দলভিত্তিক ররর. ব্যক্তিগত নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ব্যবস্থাপনার ধারণা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৭. অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশল ও দক্ষতাকে কী বলে? (জ্ঞান)  ব্যবস্থাপনা খ পরিকল্পনা গ সংগঠন ঘ নিয়ন্ত্রণ ১৮. ব্যবস্থাপনার কাজের প্রক্রিয়া কেমন? (অনুধাবন) ক এলোমেলো খ বিশৃঙ্খলা  ধারাবাহিক ঘ অসঙ্গতি ১৯. ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান) ক স্থির  চলমান গ মিশ্রণ ঘ ক্ষীণ ২০. সময়ের পরিবর্তনের সাথে সাথে কী পরিবর্তিত হয়? (জ্ঞান) ক অর্থনীতি খ বিজ্ঞান  ব্যবস্থাপনা ঘ নৃবিজ্ঞান ২১. জনাব খাইরুল তার বিপণন বিভাগের কর্মীদের সাথে আলোচনা করেন। আলোচনায় সিদ্ধান্ত হয় এ বছর পণ্যের বিক্রি বিগত বছর হতে ২০% বৃদ্ধি করবে। বিভাগীয় কর্মীদের নিয়ে লক্ষ্য অর্জনে জনাব খাইরুল সচেষ্ট কোন দায়িত্বের কারণে? (প্রয়োগ)  ব্যবস্থাপক খ পরিচালক গ উদ্যোক্তা ঘ বিক্রয়কর্মী  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২. ব্যবস্থাপনার ধাপ হলো (অনুধাবন) র. সংগঠিতকরণ রর. কর্মীসংস্থান ররর. সমন্বয়সাধন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৩. ব্যবস্থাপনা হলো (অনুধাবন) র. পূর্বানুমান ও পরিকল্পনা রর. সংগঠিতকরণ ও নির্দেশনা ররর. সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ রর ও ররর গ র ও ররর  র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও : মি. সুরুজ বাটা কোম্পানির বাগেরহাট অঞ্চলের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা। তিনি ঊর্ধ্বতনের অনুমতি নিয়ে আগামী ৩ মাসের বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন এবং স্থানীয় সেলস সুপারভাইজারদের ডেকে লক্ষ্যমাত্রা ও দায়িত্ব-কর্তব্য বুঝিয়ে দিলেন। ফলে ২০% বিক্রয় বৃদ্ধি পায়। তিন মাস পর তিনি সুপারভাইজারদের সভা আহŸান করলেন। ২৪. অনুচ্ছেদে কোন প্রচেষ্টার কারণে ২০% বিক্রয় বৃদ্ধি পায়? (প্রয়োগ)  দলীয় প্রচেষ্টা খ একক প্রচেষ্টা গ উদ্যোগী প্রচেষ্টা ঘ সাহসী প্রচেষ্টা ২৫. সুপারভাইজারদের সভায় মি. সুরুজের করণীয় পদক্ষেপ হলো (উচ্চতর দক্ষতা) র. স্থানীয় এলাকাগুলো থেকে বিক্রয় পরিসংখ্যান সংগ্রহ রর. লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা থাকলে তার কারণ মূল্যায়ন ররর. কোন কোন এলাকায় বিশেষ ছাড় দেওয়া হবে তার সিদ্ধান্ত নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ব্যবস্থাপনার কার্যাবলি  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৬. পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলির নাম কী? (জ্ঞান) ক অর্থনীতি খ প্রক্রিয়া গ প্রয়োগ  ব্যবস্থাপনা ২৭. ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? (অনুধাবন) ক লক্ষ্য অর্জন করা খ লক্ষ্য পূর্বানুমান করা গ সম্পাদিত কার্যাবলির রক্ষণাবেক্ষণ করা  পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলি ২৮. ব্যবস্থাপনার প্রয়োগ কোন উপাদানের ওপর বেশি? (জ্ঞান)  মানবিক খ যান্ত্রিক গ দৈহিক ঘ নৈতিক ২৯. মান্নাত আগামী মাসে কী কী কাজ করবেন তা স্থির করলেন। মান্নাতের কাজটিকে বলা হয়? (প্রয়োগ)  পরিকল্পনা খ বাজেট গ নির্দেশনা ঘ প্রকল্প ৩০. ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টি? (জ্ঞান) ক ২টি খ ৩টি গ ৫টি  ৭টি ৩১. নিচের কোনটি ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা? (জ্ঞান)  পরিকল্পনা খ সংগঠন গ নিয়ন্ত্রণ ঘ নির্দেশনা ৩২. ভবিষ্যতে কী কাজ, কে, কীভাবে, কখন করবে তা নির্ধারণ করাকে কী বলে? (জ্ঞান) ক ব্যবস্থাপনা খ নির্দেশনা  পরিকল্পনা ঘ প্রেষণা ৩৩. পরিকল্পনাকে কীসের সাথে তুলনা করা যেতে পারে? (জ্ঞান)  নীলনকশা খ ধারণা গ নীতি ঘ প্রয়োগ ৩৪. ব্যবসায় প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় উপাদানগুলো একত্রিতকরণকে কী বলে? (জ্ঞান) ক পরিকল্পনা  সংগঠিতকরণ গ কর্মীসংস্থান ঘ নির্দেশনাদান ৩৫. দায়িত্ব-ক্ষমতা ও সম্পদের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি করে কোনটি? (জ্ঞান) ক পরিকল্পনা  সংগঠন গ প্রেষণা ঘ নির্দেশনা ৩৬. মি. রিয়াজ ব্যবসায়ের উদ্দেশ্যে মূলধন, ভূমি ও শ্রমের মধ্যে সমন্বয় সাধন করলেন। মি. রিয়াজের কাজটি কী? (প্রয়োগ) ক পরিকল্পনা  সংগঠিতকরণ গ নির্দেশনা ঘ ব্যবস্থাপনা ৩৭. ইলিয়াস তার ব্যবসায়ের মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে চান। এজন্য তাকে কিসের সহায়তা নিতে হবে? (প্রয়োগ) ক প্রেষণার খ নিয়ন্ত্রণের গ কর্মসূচির  সংগঠনের ৩৮. মি.

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প বহুনির্বাচনী প্রশ্নোত্তর

সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. সর্বশেষ জাতীয় ‘শিল্পনীতি’ ঘোষিত হয় কত সালে? ক ২০০৯  ২০১০ গ ২০১১ ঘ ২০১২ ২. ক্ষুদ্রশিল্প বলতে নিম্নের কোনটিকে বোঝায়? ক যে শিল্প প্রতিষ্ঠানে ১০০ জন শ্রমিক নিয়োজিত খ ১০ কোটি টাকার বেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠান  স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন বাবদ ব্যয় ৫ লক্ষ থেকে ১ কোটি টাকা ঘ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত শিল্পপ্রতিষ্ঠান নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : জনাব সাদিফ তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শো-পিস তৈরি করে তার দোকানে বিক্রি করেন এবং বেশ লাভবান হন। জনাব সাদিফের প্রতিবেশীরাও উৎসাহিত হয়ে এ ধরনের শিল্প গড়ে তুলেছেন। ৩. জনাব সাদিফের শিল্পটি কোন ধরনের? ক ক্ষুদ্র শিল্প  কুটির শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প ৪. জনাব সাদিফ তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে র. কর্মসংস্থান তৈরিতে রর. জীবন যাত্রার মান উন্নয়নে ররর. দেশীয় ঐতিহ্য রক্ষায় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ভ‚মিকা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি? (জ্ঞান) ক চুন খ বালি  পাথর ঘ এঁটেল মাটি ৬. ছাতক সিমেন্ট কারখানা কী ধরনের শিল্প? (অনুুধাবন) ক কুটির শিল্প খ অতি ক্ষুদ্র শিল্প গ ক্ষুদ্র শিল্প  বৃহৎ শিল্প ৭. কোথা হতে সিমেন্ট তৈরির পাথর আমাদের দেশে আসে? (জ্ঞান) ক নেপাল সিমান্ত  ভারত সিমান্ত গ মায়ানমার সিমান্ত ঘ পাকিস্তান সিমান্ত শিল্পের প্রকারভেদ  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৮. শিল্পের সংজ্ঞার ক্ষেত্রে কোন উক্তিটি যুক্তিযুক্ত? (উচ্চতর দক্ষতা) ক স্বল্প মূলধন সামগ্রী ব্যবহার করা হয় খ কাঁচামালকে প্রাথমিক দ্রব্যে পরিণত করা হয়  প্রাথমিক দ্রব্যকে চ‚ড়ান্ত দ্রব্যে পরিণত করা হয় ঘ কেবল পণ্য সামগ্রী উৎপাদন করা হয় ৯. শিল্পের উৎপাদন সাধারণত কী ভিত্তিক হয়? (অনুুধাবন)  কারখানা খ চাহিদা গ মূলধন ঘ শ্রম ১০. অর্থনীতিতে কোনটির ভ‚মিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান) ক চাকরি খ কৃষি  শিল্প ঘ বনায়ন ১১. অর্থনৈতিক উন্নয়ন কোনটির প্রধান উদ্দেশ্য? (জ্ঞান) ক সমাজের খ সরকারের  শিল্পের ঘ আমদানির ১২. কত সালের শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্পকে দুই ভাগে ভাগ করা যায়? (জ্ঞান) ক ২০০৬ খ ২০০৮  ২০১০ ঘ ২০১২ ১৩. পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয় সকল প্রকার শিল্পকে কী বলে? (জ্ঞান) ক উত্তোলন শিল্প খ নির্মাণ শিল্প গ সেবা  উৎপাদনমুখী শিল্প ১৪. পণ্য উৎপাদন এবং পরবর্তী উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ কোন প্রকার শিল্প বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)  উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত খ সেবামূলক শিল্পের অন্তর্গত গ বৃহৎ শিল্পের অন্তর্গত ঘ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত ১৫. রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি? (অনুুধাবন)  শিল্প খ বাণিজ্য গ গুদামজাতকরণ ঘ বন্ধন ১৬. জনাব হান্নান একটি সিমেন্ট কারখানার মালিক। তার সিমেন্ট কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ) ক কুটির খ ক্ষুদ্র গ সেবা  উৎপাদনমুখী ১৭. সুধীর দাস কামরাঙ্গীরচরে একটি চামড়া শিল্প প্রতিষ্ঠা করে। তার এ শিল্পটি কোন ধরনের? (প্রয়োগ)  উৎপাদন শিল্প খ সেবা শিল্প গ কুটির শিল্প ঘ মাঝারি শিল্প ১৮. উৎপাদনমুখী শিল্পের উদাহরণ কোনটি? (অনুুধাবন)  রেল ও ইঞ্জিনিয়ারিং শিল্প খ বিনোদন শিল্প গ পর্যটন শিল্প ঘ নির্মাণ শিল্প ১৯. যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধাসম্পদ ব্যবহারের মাধ্যমে যে সেবামূলক কর্ম সম্পাদিত তাকে বলে? (জ্ঞান)  সেবা শিল্প খ উৎপাদন শিল্প গ ঝুঁকি শিল্প ঘ জাহাজ শিল্প ২০. লিয়াকত আলী নদী থেকে মৎস্য আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ) ক উৎপাদন শিল্প  সেবা শিল্প গ মাঝারি শিল্প ঘ কুটির শিল্প ২১. আমান উল্লাহর অটোমোবাইল সার্ভিসিং-এর প্রতিষ্ঠান রয়েছে। তার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)  সেবা শিল্প খ উৎপাদনমুখী শিল্প গ নির্মাণ শিল্প ঘ উত্তোলন শিল্প ২২. ফুল চাষ ও ফুল বাজারজাতকরণ কোন শিল্পের উদাহরণ? (অনুধাবন) ক উৎপাদন শিল্প  সেবা শিল্প গ নির্মাণ শিল্প ঘ হাউজিং শিল্প ২৩. বিপণন কোন শিল্পের উদাহরণ? (অনুধাবন) ক উৎপাদনমুখী  সেবা শিল্প গ নির্মাণ শিল্প ঘ হাউজিং শিল্প ২৪. রাহেলা খাতুন নিজের গ্রামের বাড়িতে দুগ্ধ ও পোলট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে এখন বেশ স্বাবলম্বী। রাহেলা খাতুনের এ কাজটি কোন শিল্পের অন্তর্গত? (প্রয়োগ) ক উৎপাদন শিল্প  সেবা শিল্প গ কুটির শিল্প ঘ মাঝারি শিল্প ২৫. কোনটি সেবা শিল্প? (অনুুধাবন) ক বস্ত্র শিল্প খ সিমেন্ট শিল্প  পর্যটন শিল্প ঘ চিনি শিল্প ২৬. বিনিয়োগের দৃষ্টিতে উৎপাদন ও সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান) ক ২ খ ৩  ৪ ঘ ৫  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৭. শিল্পের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা ও উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে- (অনুুধাবন) র. সরকারি রর. বেসরকারি ররর. রাজনৈতিক নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৮. আমাদের দেশ উন্নয়নশীল দেশ। এ দেশের শিল্পখাতের উন্নয়নে বৃদ্ধি পাচ্ছেÑ (প্রয়োগ) র. সরকারি পৃষ্ঠপোষকতা রর. বেসরকারি উদ্যোগ ররর. রাজনৈতিক প্রভাব নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৯. বাংলাদেশের শিল্পকে ভাগ করা যায় (অনুুধাবন) র. উৎপাদনমুখী শিল্পে রর. সেবামূলক শিল্পে ররর. যোগাযোগ শিল্পে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩০. উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত- (অনুুধাবন) র. পণ্য উৎপাদন রর. প্রক্রিয়াজাতকরণ ররর. সংযোজন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩১. সেবা শিল্পে ব্যবহার করা হয় (অনুুধাবন) র. যন্ত্রপাতি রর. স্থ্য়াী সম্পদ ররর. মেধা সম্পদ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩২. সেবা শিল্পের উদাহরণ হলো- (অনুুধাবন) র. নির্মাণ শিল্প ও হাউজিং রর. হার্টকালচার ররর. ফ্লোরিকালচার নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও : নোমান লেখাপড়া শেষ করে একটি পরিবহন ব্যবসায় শুরু করে। তার পরিবহনগুলো খুলনা থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে খুলনা যাতায়াত করে। তার ব্যবহার ও সময়ানুবর্তিতার কারণে অতি অল্প সময়ে সুনাম ছড়িয়ে পড়ে। আর্থিক দিক দিয়ে এখন সে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বে পরিণত হয়েছে। ৩৩. নোমানের ব্যবসায়টি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)  সেবা শিল্প খ ক্ষুদ্র শিল্প গ মাঝারি শিল্প ঘ বৃহৎ শিল্প ৩৪. নোমানের কর্মসংস্থানের জন্য যে বিষয়টি বেশি কাজ করেছে সেটি হলো (উচ্চতর দক্ষতা) র. স্বনির্ভর পেশায় নিয়োজিত

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর

ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. কোনটি ব্যবসায়ীকে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সহায়তা করে? ক মূলধন  পরিকল্পনা গ ভোক্তার আয় ঘ পণ্যের চাহিদা ২. কীভাবে প্রকল্পের সূচনা হয়?  পণ্যের চাহিদা থেকে খ উদ্যোক্তার আগ্রহ দ্বারা গ কারিগরি শিক্ষা দ্বারা ঘ নতুন প্রযুক্তি ব্যবহার করে নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : জনাব শামীম দীর্ঘদিন বিদেশে ছিলেন। স¤প্রতি দেশে ফিরে অতি স্বল্প সময়ের মধ্যে নিজ এলাকায় আধুনিক সাজে সজ্জিত একটি ফাস্ট ফুডের দোকান দেন। এলাকাটি জনবহুল হলেও অর্থনৈতিকভাবে অনগ্রসর। ফলে তার প্রত্যাশিত মাত্রায় মুনাফা অর্জিত হয়নি। ৩. জনাব শামীম ব্যবসায় শুরুর পূর্বে কোন দিকটি বিবেচনা করেননি? ক বাজারের আকার  পণ্যের চাহিদা গ শিক্ষার হার ঘ পণ্যের মান ৪. জনাব শামীমের ব্যবসায়ে প্রত্যাশিত সফলতা না আসার কারণ- র. ভোক্তার আয় কম রর. সঠিক পণ্য নির্বাচন না করা ররর. বাজারের আকার ছোট নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৫. ম্যাক্রোস্ক্রিনিং এর প্রাথমিক পদক্ষেপ কোনটি? ক পণ্য নির্বাচন খ স্থান নির্বাচন  প্রকল্প নির্বাচন ঘ কর্মী নির্বাচন ৬. “প্রত্যাশিত মুনাফা লাভ” মাইক্রোস্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত? ক বাজার চাহিদা খ কারিগরি দিক  আর্থিক দিক ঘ বাণিজ্যিক দিক ভ‚মিকা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৭. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? (জ্ঞান) ক সেবা  মুনাফা অর্জন গ প্রশিক্ষণ ঘ আত্মকর্মসংস্থান ৮. কী অনুযায়ী কার্যক্রম পরিচালনা করলে ব্যর্থ হবার সম্ভাবনা কমে আসে? (জ্ঞান) ক আইন  পরিকল্পনা গ পূর্ব ধারণা ঘ নেতার নির্দেশ ৯. কোনটির অভাবে ব্যবসায়ে সফলতা অনিশ্চিত হয়ে পড়ে? (জ্ঞান) ক শ্রমিকের  সুষ্ঠু পরিকল্পনার গ ঋণের ঘ সঞ্চয়ের  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১০. পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে- (অনুধাবন) র. মুনাফা অর্জন করা সহজ হয় রর. সাফল্য লাভ করা সহজ হয় ররর. ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমে আসে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ব্যবসায় পরিকল্পনা ধারণা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১১. কোনটি ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি? (জ্ঞান)  ব্যবসায় পরিকল্পনা খ অতীত অভিজ্ঞতা গ ব্যাংক উদ্বৃত্ত ঘ ক্যাশ বুক ১২. কোনো কার্য সম্পাদনের জন্য অগ্রিম চিন্তাভাবনাকে কী বলে? (জ্ঞান) ক চিন্তন খ ভবিষ্যৎ গ প্রকল্প  পরিকল্পনা ১৩. কোনটিতে ব্যবসায়ের ভবিষ্যতের চিত্র তুলে ধরা হয়? (জ্ঞান) ক ক্রয় বিক্রয় হিসাবে খ খতিয়ানে গ রেওয়ামিলে  ব্যবসায় পরিকল্পনা ১৪. কোনটিতে ব্যবসায়ের লক্ষ্য ও প্রকৃতি উল্লেখ থাকে? (জ্ঞান)  ব্যবসায় পরিকল্পনায় খ ক্যাশ বইয়ে গ খতিয়ানে ঘ রেওয়ামিলে ১৫. প্রত্যেকটি ব্যবসায়ের সুনির্দিষ্ট কী থাকে? (জ্ঞান)  লক্ষ্য খ মুনাফা গ অর্থলিপ্সা ঘ স্বজনপ্রীতি ১৬. ভবিষ্যৎ ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা কীসের ওপর নির্ভর করে? (জ্ঞান) ক মূলধনের ওপর খ বাজারের ওপর  বাস্তবসম্মত পরিকল্পনার ওপর ঘ মালিকের ওপর ১৭. শিল্পোদ্যোক্তার নিকট কোনটি দিকনির্দেশক হিসেবে ব্যবহৃত হয়? (অনুধাবন)  পরিকল্পনা খ প্রকল্প গ নিয়ন্ত্রণ ঘ কর্মীসংস্থান ১৮. কোনটি নতুন ব্যবসায় শুরু করার জন্য অধিকতর প্রয়োজন? (অনুধাবন)  ব্যবসায় পরিকল্পনা খ শ্রমিক গ দোকান ঘ অনুমতি ১৯. ব্যবসায় পরিকল্পনা কোনটির সাথে তুলনা করা যায়? (জ্ঞান) ক রাডার  রোডম্যাপ গ জাহাজ ঘ বিমান ২০. দালান নির্মাতার নীলনকশার সাথে কোনটি তুলনীয়? (অনুধাবন) ক রাডার  পরিকল্পনা গ সংগঠন ঘ ব্যবস্থাপনা ২১. রফিক সাহেব একজন ইঞ্জিনিয়ার। তিনি বিল্ডিং তৈরির পূর্বে নীলনকশা প্রণয়ন করেন। রফিক সাহেবের এরূপ কাজ ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? (প্রয়োগ)  পরিকল্পনা খ নিয়ন্ত্রণ গ নির্দেশনা ঘ সংগঠন  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২. ব্যবসায় পরিকল্পনা ব্যবসায়ের যেসব দিক তুলে ধরে- (অনুধাবন) র. বর্তমান অবস্থা রর. অতীত অবস্থা ররর. ভবিষ্যৎ রূপরেখা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৩. ব্যবসায়ের লক্ষ্য হওয়া উচিত- (অনুধাবন) র. সুনির্দিষ্ট রর. অনির্দিষ্ট ররর. পরিকল্পিত নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৪. পরিকল্পনা প্রণয়ন করা হয়- (অনুধাবন) র. ব্যক্তিগতভাবে রর. প্রাতিষ্ঠানিকভাবে ররর. রাষ্ট্রীয়ভাবে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৫. ব্যবসায় পরিকল্পনায় তুলে ধরা হয়- (অনুধাবন) র. ব্যবসায়ের লক্ষ্য রর. অর্থায়নের উপায় ররর. ব্যবস্থাপনার ধরন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও : জনাব হাসান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়ের যেকোনো কাজ করার পূর্বে তিনি ভবিষ্যৎ সম্পর্কে আগাম চিন্তা-ভাবনা করে কাজ করেন। যা অন্যান্য কার্য পরিচালনা ও বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করে। ২৬. জনাব হাসান ব্যবসায়ের যেকোনো কাজ করার পূর্বে কোন কাজটি করেন? (প্রয়োগ)  পরিকল্পনা খ সংগঠন গ সমন্বয় ঘ নিয়ন্ত্রণ ২৭. জনাব হাসানকে ভবিষ্যৎ সম্পর্কে আগাম চিন্তা-ভাবনা করে কাজ করতে হয়। কারণ আগাম চিন্তা-ভাবনা ব্যবসায়ীকে- (উচ্চতর দক্ষতা) র. সঠিক পথের নির্দেশিকা দেয় রর. সুষ্ঠু ব্যবস্থাপনার নিশ্চয়তা দেয় ররর. সাফল্যের সর্বোচ্চ চ‚ড়ায় পৌঁছে দেয় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : শ্যামল সাহা তার নাম ঠিকানা, প্রতিষ্ঠানের নাম ঠিকানা, উৎপাদন কর্মসূচি, কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক, মূলধন ও অন্যান্য সহায়ক দলিল একটি নির্ধারিত ছকের মাধ্যমে সাজিয়ে রাখেন। এর মাধ্যমে তার ব্যবসায়ের সামগ্রিক চিত্র ফুটে উঠেছে। ২৮. শ্যামল সাহার ব্যবসায়ের উপাদান ও উপকরণসমূহ সাজিয়ে রাখা ছকটিকে কী বলে? (প্রয়োগ) ক ব্যবসায় কাঠামো ছক  ব্যবসায় পরিকল্পনার ছক গ ব্যবসায়ের বাণিজ্যিক কাঠামো ছক ঘ ব্যবসায়ের বাণিজ্যিক কাঠামো ছক ২৯. শ্যামল সাহাকে ব্যবসায় পরিকল্পনা এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে- (উচ্চতর দক্ষতা) র. ব্যবসায়ের পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে রর. ব্যবসায়ের মালিক ও ঋণদানকারী প্রতিষ্ঠানের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে ররর. ব্যবসায়ী মহলে প্রশংসিত হয় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩০. ব্যবসায় শুরু ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ? (জ্ঞান) ক অনুমতি খ গৃহ  ব্যবসায় পরিকল্পনা ঘ ব্যাংক ঋণ ৩১. ব্যবসায়ে অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য কোনটির গুরুত্ব অপরিসীম? (অনুধাবন) ক গৃহ খ ভ‚মি গ শ্রমিক  ব্যবসায় পরিকল্পনা ৩২. ব্যবসায়ে পরিকল্পনার প্রয়োজন হয় কেন? (অনুধাবন)  লক্ষ্য অর্জনে খ দক্ষতা অর্জনে গ বেশি লাভ করতে ঘ কার্য সম্পাদনে ৩৩. মিতু সোনালী ব্যাংক থেকে ব্যবসায় ঋণ নিতে চায়। এ জন্য তাকে ব্যাংকে কোনটি দাখিল করতে

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী? ক উৎপাদন খ বাজারজাতকরণ গ মুনাফা অর্জন  চুক্তি ২. ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?  মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্য খ পণ্যের বাজার স¤প্রসারণের উদ্দেশ্যে গ ঝুঁকি এড়ানোর জন্য ঘ প্রতিযোগিতা মোকাবিলা করার উদ্দেশ্যে নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : ঢাকার শনির আখড়ার বাসিন্দা জনাব হাবিব একটি ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। এছাড়া তিনি বিদেশ থেকে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নানা রকম ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী আমদানি করেন। সরবরাহকারী প্রতিষ্ঠান উক্ত পণ্য বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেন। মাল আনয়নের ঝুঁকি এড়ানোর জন্য একটি বিমা করা হয়। ৩. উদ্দীপকে কে বিমাগ্রহীতা হবেন? ক উৎপাদনকারী  সরবরাহকারী গ আমদানিকারক ঘ বন্দর কর্তৃপক্ষ ৪. উদ্দীপকের ব্যবসায়টি বিমা করার ফলে- র. নির্দিষ্ট ঝুঁকি দূর হবে রর. সামুদ্রিক দুর্ঘটনা হ্রাস পাবে ররর. ক্ষতিপূরণ পাবার নিশ্চয়তা থাকবে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. ফ্রানসাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি? ক প্রচুর মুনাফা খ অধিক বিনিয়োগ  মানসম্মত পণ্য বিক্রয় ঘ কঠোর তদারকি ৬. বাংলাদেশে মেধাসম্পদ দিবস কত তারিখে পালিত হয়? ক ২৬ মে  ২৮ এপ্রিল গ ২৭ এপ্রিল ঘ ২৬ এপ্রিল  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও : মি. ফয়সাল বরিশাল থেকে ঢাকা আসার পথে লঞ্চ ডুবিতে মারা গেল। একটি বিমা কোম্পানি তার পূর্বে গৃহীত বিমা পলিসি বাবদ ১০ লক্ষ টাকা পরিশোধ করায় তার পরিবারের আর্থিক অনিশ্চয়তা কিছুটা লাঘব হয়। ৭. মি. ফয়সাল এর গৃহীত বিমা কোনটি? ক দুর্ঘটনা বিমা খ নৌ বিমা  জীবন বিমা ঘ বিশ্বস্বতা বিমা ৮. মি. ফয়সালের বিমার ক্ষেত্রে প্রযোজ্য হবে- র. এটি ক্ষতিপূরণের চুক্তি রর. এটি সবচেয়ে জনপ্রিয় ররর. মৃত্যু না হলেও অর্থ পাবেন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ভ‚মিকা  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৯. মানুষ ব্যবসায় করে কেন? (অনুধাবন) ক সুনাম বৃদ্ধির জন্য  জীবিকা অর্জনের জন্য গ ক্ষমতা লাভের জন্য ঘ ঝুঁকি গ্রহণের জন্য ১০. সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা কী হতে হয়? (জ্ঞান) ক শুধু স্বীকৃত খ শুধু বৈধ  স্বীকৃত ও বৈধ ঘ আইনের দরকার হয় না ১১. মুনাফা অর্জনের জন্য ব্যবসায় করার অধিকার আছে কার? (জ্ঞান) ক যুবকদের খ ব্যবসায়ীদের গ বেকারদের  সকলের  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১২. যেসব উদ্দেশ্য সাধনের জন্য সকলের বৈধ ব্যবসায় করার অধিকার রয়েছে (অনুধাবন) র. মুনাফা অর্জন রর. জীবিকা অর্জন ররর. ব্যবসায় স¤প্রসারণ নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৩. জনাব সাইফুল ব্যবসায় করে জীবিকা অর্জন করতে চান। তার ব্যবসায়টি দেশের প্রচলিত আইন দ্বারাÑ (প্রয়োগ) র. গঠিত হতে হবে রর. স্বীকৃত হতে হবে ররর. বৈধ হতে হবে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ১৪. ব্যবসায়ের আইনগত দিক হলোÑ (অনুধাবন) র. পুঁজি রর. লাইসেন্স ররর. ট্রেড মার্কস নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ব্যবসায়ে আইনগত দিক  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৫. কোন শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় উদ্যোগ কোর্সটি ব্যবসায় শিক্ষা শাখায় অন্তর্ভুক্ত করা হয়? (জ্ঞান)  ১৯৯৮ খ ২০০০ গ ২০০২ ঘ ২০০৪ ১৬. কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উদ্যোগে ব্যবসায় উদ্যোগ পাঠ্যপুস্তকটি রচিত হয়? (জ্ঞান)  ঢাকা বিশ্ববিদ্যালয় খ রাজশাহী বিশ্ববিদ্যালয় গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৭. কোন কারণে বইয়ের বিক্রয় আকস্মিকভাবে কমে যেতে পারে? (অনুধাবন) ক বইয়ের অপর্যাপ্ততা খ প্রচারের অভাব গ চাহিদার অভাব  নকল বইয়ের উপস্থিতি ১৮. কপিরাইট কী? (জ্ঞান)  বুদ্ধিবৃত্তিক সম্পদ খ খনিজ সম্পদ গ ভাসমান সম্পদ ঘ গৃহসম্পদ ১৯. আইনগত বিধিবিধান সম্পর্কে কাদের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক? (জ্ঞান) ক ব্যবসায়ীদের খ ভোক্তাদের গ ক্রেতাদের  ব্যবসায় উদ্যোক্তাদের ২০. কী সম্পর্কে ধারণা ব্যবসায়ের আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে? (জ্ঞান) ক ব্যবসায়ের ধরন খ ব্যবসায়ের নিয়মাবলি গ ব্যবসায়ের মূলধন  দেশের আইনকানুন  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২১. বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো (অনুধাবন) র. কপিরাইট রর. পেটেন্ট ররর. ট্রেডমার্ক নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২২. বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয় (অনুধাবন) র. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসল হিসেবে রর. ব্যবসায়ের অতি মূল্যবান সম্পদ হিসেবে ররর.মালিকের সম্পত্তি হিসেবে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নগুলোর উত্তর দাও : আনিকা বহুদিন ধরে গবেষণা করে একটি সফটওয়্যার আবিষ্কার করে। কিন্তু এর নিবন্ধন না করেই সফটওয়্যারটি ব্যবসায়িক উদ্দেশ্যে বাজারজাত করে। পরবর্তীতে বাজারে ওই সফটওয়্যারের নকল বের হলে আনিকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। ২৩. আনিকা কী করলে ক্ষতির সম্মুখীন হতো না? (প্রয়োগ)  নিবন্ধন খ মামলা গ বাজারজাত ঘ গবেষণা ২৪. আনিকার আবিষ্কারটি কী ধরনের সম্পদ হিসেবে বিবেচিত? (উচ্চতর দক্ষতা) ক আর্থিক খ জাতীয়  বুদ্ধিবৃত্তিক ঘ আইনগত লাইসেন্স  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৫. যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কী নিতে হয়? (জ্ঞান) ক ধারণা  অনুমোদন গ শুরু করার সময় ঘ পণ্য জ্ঞান ২৬. অনুমোদন বা নিবন্ধন পদ্ধতি কেমন? (অনুধাবন)  বিভিন্ন রকম খ একই রকম গ প্রায় এক রকম ঘ নিবন্ধন নি®প্রয়োজন ২৭. পৌর এলাকায় একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? (জ্ঞান) ক ইউনিয়ন পরিষদ  পৌর কর্তৃপক্ষ গ উপজেলা প্রশাসন ঘ জেলা প্রশাসন ২৮. কামাল হাজিগঞ্জ পৌর এলাকায় একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় শুরু করলেন। তাকে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে? (প্রয়োগ) ক জেলা প্রশাসক খ থানা নির্বাহী কর্মকর্তা  পৌর কর্তৃপক্ষ ঘ জেলা পরিষদ ২৯. পৌর এলাকার বাইরে একমালিকানা ব্যবসায় গঠন করতে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? (জ্ঞান) ক বিসিক শিল্প নগরী খ ইউনিয়ন পরিষদ  জেলা প্রশাসন ঘ পৌরসভা ৩০. মি. পিয়াল পৌর এলাকা থেকে প্রায় ১৮ কি.মি. দূরে একটি কনফেকশনারি দোকান স্থাপন করতে চায়। এজন্য তাকে কার নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে? (প্রয়োগ) ক পৌর কর্তৃপক্ষ  জেলা প্রশাসন গ ইউনিয়ন কর্তৃপক্ষ ঘ বাজার কমিটি ৩১. একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোনটি সংগ্রহ করতে হয়? (জ্ঞান) ক অনুমতিপত্র  ট্রেড লাইসেন্স গ আমদানি লাইসেন্স ঘ রপ্তানি লাইসেন্স

নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

Scroll to Top