প্রথম পরিচ্ছেদ : ধ্বনিতত্ত্ব ১. ভাষার মূল উপাদান কোনটি? [ঢা.বো. ০৯, দি.বো. ১০] ছ ক অক্ষর খ ধ্বনি গ বর্ণ ঘ শব্দ ২. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়? [য.বো. ৯৩, ব.বো. ০৮] জ ক কণ্ঠধ্বনি খ স্বরধ্বনি গ ব্যঞ্জনধ্বনি ঘ ইংরেজি ধ্বনি ৩. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? [য.বো. ১০, ০৩, সি.বো. ০৯, ০৬, ব.বো. ০৭, কু.বো. ৯৯, দি.বো. ০৯] ছ ক অক্ষর খ বর্ণ গ বর্ণমালা ঘ চিহ্ন ৪. ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? [সি.বো. ১০, ব.বো. ১২] জ ক স্বরধ্বনি খ ব্যঞ্জনধ্বনি গ ‘অ’ ধ্বনি ঘ ‘আ’ ধ্বনি ৫. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমেÑ [রা.বো. ০৬, য.বো. ৯৬, চ.বো. ২০০০] চ ক ৩২, ৮, ১০ খ ৩২, ৭, ১১ গ ৩০, ৮, ১২ ঘ ৩২, ৭, ৯ ৬. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? [কু.বো. ১০, দি.বো. ০৯] জ ক বত্রিশটি খ দশটি গ আটটি ঘ এগারোটি ৭. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? [ঢা.বো. ০৯, ০৪, রা.বো. ০৮, কু.বো. ০৮, য.বো. ০৪, ০১, ব.বো. ১২, ০৭, দি.বো. ১০] জ ক ৭টি খ ৮টি গ ১০টি ঘ ৯টি ৮. বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? [রা.বো. ০২, চ.বো. ০৪, ব.বো. ১১] ঝ ক এগারোটি খ ঊনচল্লিশটি গ ঊনপঞ্চাশটি ঘ পঞ্চাশটি ৯. স্বরবর্ণের পূর্ণ রূপ লেখা হয় কখন? [চ.বো. ০৭] ছ ক স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয় খ স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় গ ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহৃত হলে ঘ ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহৃত হলে ১০. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে? [য.বো. ৯৯, কু.বো. ৯৩] ছ ক ফলা খ কার গ রেখা ঘ যুক্তবর্ণ ১১. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? [ঢা.বো. ০৮, রা.বো. ২০০০, সি.বো. ০১, ০৯. ব.বো. ১১] ঝ ক আ-কার খ ই-কার গ ঈ-কার ঘ কার ১২. কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? [ঢা.বো. ৯৪, কু.বো. ৯৪] ছ ক প্রসারিত আকারে খ সংক্ষিপ্ত আকারে গ অর্ধপ্রসারিত আকারে ঘ অর্ধসংক্ষিপ্ত আকারে ১৩. বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? [ঢা.বো. ০৩, রা.বো. ০৩, ০৭, দি.বো. ১২, চ.বো. ১১] চ ক অ খ আ গ ই ঘ এ ১৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? [ঢা.বো. ০৬, রা.বো. ০৫, ৯৩, য.বো. ৯৪, কু.বো. ০৮, ৯৪, ৯২, সি.বো. ১১, ০২, ব.বো. ১০, ০২] ছ ক কার খ ফলা গ মাত্রা ঘ কষি ১৫. বাংলা বর্ণমালায় ফলা কয়টি? [কু.বো. ০৭, ব.বো. ০৫, দি.বো. ১২] চ ক পাঁচটি খ আটটি গ দশটি ঘ এগারোটি ১৬. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? [রা.বো. ৯৩, য.বো. ৯৩] ঝ ক মুখবিবর ও জিহŸা খ কণ্ঠ, ওষ্ঠ ও জিহŸা গ দন্ত ও ওষ্ঠ ঘ মুখবিবর, জিহŸা ও ওষ্ঠ ১৭. কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্তমূল? [ঢা.বো ১২, চ.বো. ০২] চ ক ন, ল, স খ শ, ষ, ঝ গ য, র, ঢ় ঘ ম, ব, প ১৮. বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? ছ [সি.বো. ১১, ০৭, ব.বো. ০৯] ক ঙ, ঞ, ম খ ঃ, ং, ঁ গ জ, য, ৎ ঘ শ, ষ, স ১৯. ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়? [ঢা.বো. ৯৩, রা.বো. ৯৪] ছ ক দীর্ঘ হয় খ বদলে যায় গ সংক্ষেপ হয় ঘ গরমিল হয় ২০. এক অক্ষরবিশিষ্ট শব্দ সবসময়Ñ [ঢা.বো. ০৭, ৯৪, ব.বো. ০১] ছ ক হ্রস্ব হয় খ দীর্ঘ হয় গ হ্রস্ব হয় না ঘ দীর্ঘ হয় না ২১. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? ছ [য.বো. ১০, কু.বো. ০১, চ.বো. ১২, ব.বো. ১১, সি.বো. ১২] ক এগারোটি খ পঁচিশটি গ চল্লিশটি ঘ পঞ্চাশটি ২২. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? চ [য.বো. ৯৪, ৯৩, কু.বো. ৯৬, ৯৪, ৯২, চ.বো. ৯৬] ক ঐ খ ঋ গ ঈ ঘ অ ২৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী? জ [ঢা.বো. ০৫, ০১, চ.বো. ০২, রা.বো. ১২] ক ই এবং উ খ অ এবং এ গ ঐ এবং ঔ ঘ আ এবং ও ২৪. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়? [ঢা.বো. ০৫, রা.বো. ১২] ঝ ক সম্মুখ ধ্বনি খ পশ্চাৎ ধ্বনি গ স্বরধ্বনি ঘ কেন্দ্রীয় স্বরধ্বনি ২৫. কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? [দি.বো. ০৯] চ ক ও খ অ গ এ ঘ উ ২৬. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়? ঝ [ঢা.বো. ২০০০, কু.বো. ১০] ক বিবৃত খ স্বাভাবিক গ অবিবৃত ঘ সংবৃত ২৭. নিচের কোন শব্দে ‘অ’ এর সংবৃত উচ্চারণ হয়েছে? জ [কু.বো. ০৫, ০৪, ব.বো. ০৫, দি.বো. ০৯] ক তৃণ খ মৌন গ অতি/করুণ/অতুল ঘ অমানিশা ২৮. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়? জ [ঢা.বো. ৯৯, রা.বো. ০৯, য.বো. ০৬, কু.বো. ৯৬, চ.বো. ২০০০] ক বিবৃত হয় খ প্রকৃত হয় গ সংবৃত হয় ঘ অপ্রকৃত হয় ২৯. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? [ঢা.বো. ০৫, রা.বো. ১২, য.বো. ৯৩, সি.বো. ০৯, ০৭, ব.বো. ০৬] জ ক শেষে খ মধ্যে গ আদিতে ঘ আদি-অন্তে ৩০. কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়? জ [রা.বো. ৯৪] ক ‘ও’ এবং ‘ই’ খ ‘এ’ এবং ‘ই’ গ ‘অ’ এবং ‘ই’ ঘ ‘ক’ এবং ‘ই’ ৩১. ক খ গ ঘ ঙ এর উচ্চারণ স্থান হলোÑ [ঢা.বো. ০৪, য.বো. ০৭] ছ ক অগ্রতালু খ জিহŸামূল গ পশ্চাৎ দন্তমূল ঘ অগ্র দন্তমূল ৩২. কোনগুলো কণ্ঠধ্বনি? চ [রা.বো. ১১, ০৬, ০৩, ৯২, য.বো. ৯৩, কু.বো. ৯৩, চ.বো. ০১, সি.বো. ০২] ক ক খ গ ঘ ঙ খ চ ছ জ ঝ ঞ গ ট ঠ ড ঢ ণ ঘ ত থ দ ধ ন ৩৩. উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ? [রা.বো. ০৫, চ.বো. ৯৬] জ ক প ফ ব ভ ম খ ক খ গ ঘ ঙ গ চ ছ জ ঝ ঞ শ য য় ঘ ট ঠ ড ঢ ণ র ড় ঢ় ৩৪. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? [চ.বো. ০৩] জ ক ৩টি খ ৪টি গ ৫টি ঘ ৭টি ৩৫. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? চ [ঢা.বো. ০৩, রা.বো. ০৮, ০২, য.বো. ৯৩, কু.বো. ০৬, ৯৪, চ.বো. ৯৬] ক অল্পপ্রাণ ধ্বনি খ অঘোষ ধ্বনি গ মহাপ্রাণ ধ্বনি ঘ শ্বাস ধ্বনি ৩৬. কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? চ [ঢা.বো. ১০, য.বো. ০৫, ৯৪, চ.বো. ০৮, ব.বো. ০২] ক ঘোষ ধ্বনি