নবম-দশম শ্রেণির বাংলা ২য় ধ্বনি পরিবর্তন

দ্বিতীয় পরিচ্ছেদ : ধ্বনি পরিবর্তন
৪৭. ‘স্কুল > ইস্কুল’ ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কী?
[রা.বো. ১২, কু.বো. ০৫] চ
ক আদি স্বরাগম খ মধ্যস্বরাগম
গ অন্ত্যস্বরাগম ঘ স্বরলোপ
৪৮. কোনগুলো আদি স্বরাগম? [ঢা.বো. ৯৪, রা.বো. ৯৬] জ
ক ¯েœহ > সিনেহ, দর্শন > দরিশন
খ রতœ > রতন, ধর্ম > ধরম
গ স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল ঘ গ্রাম > গেরাম, প্রেক > পেরেক
৪৯. মধ্যস্বরাগম-এর অপর নাম কী? [সি.বো. ০৬] জ
ক অসমীকরণ খ বিষমীভবন
গ বিপ্রকর্ষ ঘ সমীভবন
৫০. বিপ্রকর্ষের অপর নাম কী? [দি.বো. ১২] ছ
ক অন্ত্যস্বরাগম খ মধ্যস্বরাগম গ সম্প্রকর্ষ ঘ স্বরলোপ
৫১. পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে? [ঢা.বো. ০৯, ০৭, ০১, রা.বো. ০৬, ৯৯, কু.বো. ১১, য.বো. ০৬, ০৪, ৯৯, ব.বো. ০১] ঝ
ক বিপ্রকর্ষ খ স্বরাগম গ অভিশ্রæতি ঘ অপিনিহিতি
৫২. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে? [কু.বো. ৯৪] ঝ
ক পরাগত খ সম্প্রকর্ষ গ স্বরসংগতি ঘ অসমীকরণ
৫৩. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে? [কু.-১২, চ.৯৯, সি.০৫, ব. ০১, দি. ১০] ঝ
ক স্বরলোপ খ সমীকরণ গ অন্ত্যঃস্বরলোপ ঘ স্বরসংগতি
৫৪. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ? [চ.বো. ২০০০] ঝ
ক বিলাতি > বিলিতি খ দেশি > দিশি
গ বাক্য > বাইক্য ঘ মুলা > মুলো
৫৫. কোনটি সম্প্রকর্ষের উদাহরণ? [চ.বো. ১২] চ
ক জানলা খ রতন গ বউদি ঘ শরীল
৫৬. ‘রিকসা > রিসকা’ কিসের উদাহরণ? [য.বো. ১০, কু.বো. ০৩, ৯৩] ছ
ক ব্যঞ্জন বিকৃতি খ ধ্বনি বিপর্যয়
গ বিষমীভবন ঘ বিপ্রকর্ষ
৫৭. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? [ঢা.বো. ০৬, ’০০] ছ
ক মুড়া > মুড়ে খ বাকস > বাসক
গ মোজা > মুজো ঘ দেশি > দিশি
৫৮. ‘লগ্ন > লগগ’ কোন সমীভবন? [ঢা.বো. ০২] চ
ক প্রগত খ পরাগত গ মধ্যগত ঘ অন্যান্য
৫৯. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে? [ঢা.বো. ১০, ০৮, রা.বো. ১০, ০৭, ৯৩, য.বো. ০৭, ০৫, কু.বো. ১২, ০৯, ৯৫, সি.বো. ০৪, ০১, ব.বো. ১২] ছ
ক সমীভবন খ বিষমীভবন গ ব্যঞ্জনদ্বিত্বতা ঘ ব্যঞ্জনবিকৃতি
৬০. বিষমীভবনের উদাহরণ কোনটি? [ঢা.বো. ১২, ব.বো. ১০] ঝ
ক গ্রাম > গেরাম খ বিলাতি > বিলিত
গ ধোবা > ধোপা ঘ লাল > নাল
৬১. বউদিদি > বউদিÑকিসের উদাহরণ? [সি.বো. ০৮, ব.বো. ১১] চ
ক ব্যঞ্জনচ্যুতি খ ব্যঞ্জনবিকৃতি
গ বিষমীভবন ঘ সমীভবন
৬২. অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে? [রা.বো. ৯৩, য.বো. ৯৪] জ
ক নামধাতু খ অন্তর্হতি গ অভিশ্রæতি ঘ যোগরূঢ় শব্দ

Share to help others:

Leave a Reply