নবম-দশম

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস বহুনির্বাচনী প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?  সুদের হার খ মুদ্রা নীতি গ অর্থের তারল্য ঘ বর্ধিত মুনাফা ২. সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি? ক সরল সুদ  চক্রবৃদ্ধি সুদ গ মোট সুদ ঘ নিট সুদ ৩. বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়- র. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া রর. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া ররর. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৪. নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম? ক সুদের হার নির্ধারণ  বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ গ আর্থিক অবস্থা নিরূপণ ঘ ঋণের কিস্তি হ্রাস করা ৫. জনাব হারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে ১২% সুদে ডিজিটাল ব্যাংকে ৫ বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে ৫,০০,০০০.০০ টাকা দিতে চাইল। জনাব হারুন কত টাকা জমা রাখতে চান? ক ২,০০,৭৩০.০০ টাকা  ২,৮৩,৭২০.০০ টাকা গ ৩,১৩,৫২০.০০ টাকা ঘ ৪,৪০,০০০.০০ টাকা নিচের উদ্দীপকটি পড়ে ৬, ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও শুভ, সৈনিক ও মুন্না এই তিন বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় ‘কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করে। তাদের সার্ভিসিং সেন্টারের জন্য একটি কম্পিউটার ক্রয় করার আবশ্যকতা দেখা দেয়। ফলে স্থানীয় ব্যাংকসমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় অ নামক ব্যাংকটি ২০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং ই ব্যাংক মাসিক ১০% চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ঋণ পরিশোধ করার শর্তে ৫০,০০০/= টাকার ঋণ প্রদানে সম্মত হয়। ৬. কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়? ক চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি  বাট্টাকরণ পদ্ধতি গ সরল সুদ নির্ণয়ের মাধ্যমে ঘ ঊঅজ এর মাধ্যমে ৭. ‘অ’ ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে? ক ৫০,০০০ টাকা খ ৬০,০০০ টাকা গ ৬২,০০০ টাকা  ৭২,০০০ টাকা ৮. ‘ই’ ব্যাংক হতে ঋণ নেয়া হলে কত টাকা সুদ পরিশোধ করতে হতো? ক ১০,৫৫৫.২০ প্রায়  ১১,০১৯.৫৫ প্রায় গ ১১,০৩০.২০ প্রায় ঘ ১৩,০১৯.৫০ প্রায় ৯. বছরের চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? [স. বো. ’১৫] ক র খ হ  স ঘ ৎ নিচের উদ্দীপকটি পড় এবং ১০নং প্রশ্নের উত্তর দাও : শাওন তার বৃত্তির প্রাপ্ত ১,০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা রাখে। ২ বছর পর সে সুদসহ জমাকৃত অর্থ তুলে নেয়। [স. বো. ’১৫] ১০. শাওন কত টাকা পেল? ক ১,১০০ টাকা খ ১,২০০ টাকা  ১,২১০ টাকা ঘ ১,২০০ টাকা অর্থের সময়মূল্যের ধারণা ¡ পৃষ্ঠা Ñ ২৮  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১১. অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে কোনটি জড়িত? (অনুধাবন) ক সম্পত্তির সময় মূল্যের ধারণাটি খ বিনিয়োগের সুযোগ ব্যয় ধারণাটি গ প্রকল্প মূল্যায়নের ধারণাটি  অর্থের সময়মূল্যের ধারণাটি ১২. বর্তমান সময়ের ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না কেন? (উচ্চতর দক্ষতা) ক অর্থের সাথে দ্রব্য মূল্যের পরিবর্তনের জন্য খ অর্থের সাথে চাহিদার পরিবর্তনের জন্য  সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তনের জন্য ঘ অর্থের সাথে ক্রয়ক্ষমতার পরিবর্তনের জন্য ১৩. কারা ঋণদান কার্যক্রমের সাথে জড়িত? (জ্ঞান) ক গ্রামীণ স্বর্ণকার  গ্রামীণ মহাজন গ গ্রামীণ পুরুহিত ঘ গ্রামীণ ফেরিওলা ১৪. ফিন্যান্সের দৃষ্টিতে কিসের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়? (জ্ঞান) ক আয় খ ব্যয় গ বিনিয়োগ  সময় ১৫. সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনের ধারণাকে কী বলে? (জ্ঞান) ক অর্থায়ন  অর্থের সময়মূল্য গ অর্থের চাহিদামূল্য ঘ অর্থের পরিবর্তিত মূল্য ১৬. কোন ধারণা অনুযায়ী আজকের ১০০ টাকা ও আগামীকালের ১০০ টাকার মূল্য সমান নয়? (জ্ঞান) ক অর্থের মূল্য পরিবর্তন ধারণা খ অর্থের চাহিদামূল্য ধারণা গ অর্থের যোগান মূল্য ধারণা  অর্থের সময়মূল্য ধারণা ১৭. সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় কেন? (অনুধাবন)  সুদের হারের কারণে খ উৎপাদন বৃদ্ধির কারণে গ অর্থের চাহিদা বৃদ্ধির কারণে ঘ বাজার স¤প্রসারণের কারণে ১৮. সুদের হারের কারণে পার্থক্য সৃষ্টি হয় কোনটির? (অনুধাবন) ক বর্তমান ও ভবিষ্যৎ সময়ের পরিকল্পনার  বর্তমান ও ভবিষ্যৎ সময়ের অর্থ মূল্যের গ চক্রবৃদ্ধি ও বাট্টাকরণ পদ্ধতির ব্যবহারের ঘ বিনিয়োগ ও ঋণের মোট পরিমাণের ১৯. অর্থের সময় মূল্যের ধারণা অনুযায়ী এখনকার ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা কিরূপ? (অনুধাবন) ক সমান মূল্য বহন করে  সমান মূল্য বহন করে না গ সমানুপাতিক মূল্য বহন করে ঘ গতানুপাতিক মূল্য বহন করে অর্থের সময়মূল্যের গুরুত্ব ¡ পৃষ্ঠা Ñ ২৮  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২০. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে কোনটি জড়িত থাকে? (অনুধাবন)  অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ খ অভ্যন্তরীণ ও বহিস্থ উৎসের ব্যবহার গ মাসিক ও বার্ষিক কিস্তির হার ঘ ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি ২১. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে? (জ্ঞান)  সুযোগ ব্যয় খ প্রকল্প ব্যয় গ প্রকল্প মূল্যায়ন ঘ অর্থায়ন সুযোগ ২২. অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কোনটির পরিমাণ নির্ধারণ করা যায়? (অনুধাবন) ক প্রকৃত অর্থ  সুযোগ ব্যয় গ মূল্য নির্ধারণ ঘ প্রকল্প মূল্যায়ন ব্যয় ২৩. ‘রুল-৭২’ ব্যবহার করা যায় কখন? (অনুধাবন)  নির্দিষ্ট মেয়াদে অর্থ দ্বিগুণ হলে খ নির্দিষ্ট মেয়াদে অর্থ তিনগুণ হলে গ এক বছরে অর্থ দেড় গুণ হলে ঘ সুদের হার পরিবর্তন হলে ২৪. নির্দিষ্ট মেয়াদে টাকা দ্বিগুণ হলে মেয়াদ নির্ণয় করতে কোনটি প্রয়োজন? (অনুধাবন) ক রুল – ৬২ খ রুল – ৭২  রুল – ৭৩ ঘ রুল Ñ ৭৫ ২৫. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে নিচের কোনটি করতে হয়? (অনুধাবন) ক সময়ের সাথে আয়ের তুলনা খ ভবিষ্যৎ ব্যয়ের সাথে বর্তমান আয়ের তুলনা  বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা ঘ বর্তমানের আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা ২৬. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে বর্তমান ব্যয়ের সাথে কোনটি তুলনা করা হয়? (জ্ঞান) ক বর্তমান আয়  ভবিষ্যৎ আয় গ বর্তমান মুনাফা ঘ ভবিষ্যৎ ব্যয় ২৭. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নিতে কোনটি করতে হয়? (অনুধাবন) ক বর্তমান ব্যয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ খ বর্তমান আয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ গ ভবিষ্যৎ ব্যয়ের বর্তমান মূল্য নির্ধারণ  ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য নির্ধারণ ২৮. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে প্রকল্পের কোনটি তুলনা করতে হয়? (অনুধাবন) ক বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ ব্যয় খ বর্তমান আয়ের সাথে ভবিষ্যৎ আয়  বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয় ঘ বর্তমান আয়ের সাথে ভবিষ্যৎ ব্যয় ২৯. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়? (জ্ঞান)  কিস্তি পরিশোধের ক্ষমতা খ অর্থ বিনিয়োগের ক্ষমতা গ নির্ধারিত কমিশন ঘ সুদের পরিমাণ ৩০. ব্যাংক হতে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণ করা যায় কীভাবে? (অনুধাবন) ক মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি ব্যবহার করে  অর্থের সময়মূল্যের ধারণা ব্যবহার করে গ ঝুঁকি নির্ধারণ পদ্ধতি ব্যবহার

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস বহুনির্বাচনী প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি? ক ক্ষুদ্র ঋণ  বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান গ ক্রেতা হতে অগ্রিম গ্রহণ ঘ প্রাপ্য বিল বাট্টাকরণ ২. ব্যবসার প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণে উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়- র. মূলধন যোগানের ব্যয় রর. মূলধনের গুরুত্ব ও লক্ষ্য ররর. বিভিন্ন ধরনের উপকারিতা নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : পোশাকশিল্প ব্যবসায়ী জনাব বজলুর সাহেব তার নতুন প্রতিষ্ঠানের জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি সাত বছরের জন্য ভাড়া নিয়েছেন। অল্প দিনের মধ্যেই তিনি ব্যবসায়ী মহলে সুপরিচিতি লাভ করেন। ৩. জনাব বজলুর সাহেবের তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন? ক ক্রেতা হতে অগ্রিম গ্রহণ  লিজিং গ ঋণপত্র ঘ বাণিজ্যিক পত্র ৪. বজলুর সাহেবের তহবিল সংগ্রহের ক্ষেত্রে নিচের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? ক সঞ্চিতি তহবিল ব্যবহার  দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ গ অবণ্টিত লভ্যাংশ ঋণ ঘ বাধ্যতামূলক সুদ প্রদান ৫. বাণিজ্যিকপত্র অর্থায়নের কোন জাতীয় উৎস? [স. বো. ’১৫]  স্বল্পমেয়াদি খ মধ্যমেয়াদি গ দীর্ঘমেয়াদি ঘ অভ্যন্তরীণ ৬. দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতি কী? [স. বো. ’১৫] ক ঋণ  লিজিং গ ঋণপত্র ঘ বন্ড নিচের উদ্দীপকটি পড় এবং ৭নং প্রশ্নের উত্তর দাও : পান্না বেকারির মালিক ক্রেতাদের নিকট থেকে বেশ কিছু বিল পান। টাকার প্রয়োজনে তিনি বিলগুলো বাট্টাকরণ করেন। ৭. পান্না বেকারির নিকট বিলগুলোÑ [স.বো. ’১৫] ক প্রদত্ত বিল  প্রাপ্য বিল গ প্রদেয় বিল ঘ প্রাপ্ত বিল ভ‚মিকা  পৃষ্ঠা-১৫  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৮. তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বণ্টনকে কী বলে? (জ্ঞান) ক ব্যবসায় খ বাণিজ্য গ ব্যাংকিং  অর্থায়ন ৯. কারবারের বিভিন্ন অবস্থায় বিভিন্ন অর্থায়নের উৎস ব্যবহার করা হয় কেন? (অনুধাবন)  বিভিন্ন অর্থায়নের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে খ বিভিন্ন অর্থায়নের অভিন্ন বৈশিষ্ট্যের কারণে গ অবস্থার সহিত অর্থায়নের বৈশিষ্ট্য পরিবর্তন হওয়ায় ঘ কারবারের নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট অর্থায়নের কারণে ১০. কোনটির জন্য শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? (অনুধাবন)  স্থায়ী মূলধন খ চলতি মূলধন গ স্থায়ী খরচ ঘ চলতি খরচ ১১. কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের সুযোগ ব্যবহার করা উচিত? (জ্ঞান)  বাকিতে ক্রয় খ নগদ ক্রয় গ দেশীয় পণ্য ক্রয় ঘ বাকিতে বিক্রয় ১২. কোনটির জন্য স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত? (উচ্চতর দক্ষতা)  কাঁচামাল ক্রয় খ যন্ত্রপাতি ক্রয় গ স্থায়ী খরচ ঘ ব্যয় নিয়ন্ত্রণ ১৩. কারবারের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উৎস নির্বাচন কোন ব্যবস্থাপনার কাজ? (জ্ঞান) ক অর্থ  অর্থায়ন গ কারবার ঘ হিসাববিজ্ঞান ১৪. তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে কোন বাক্যটি সত্য? (অনুধাবন) ক তহবিল সংগ্রহের উৎস ভিন্ন হলেও খরচ এক খ তহবিল সংগ্রহে বিভিন্ন উৎস ব্যবহারে ঝামেলা সৃষ্টি হয় গ তহবিল সংগ্রহের উৎসে ভিন্নতা থাকলেও ব্যবহার এক  ভিন্ন মেয়াদভিত্তিক তহবিলের সুবিধা অসুবিধা আলাদা ১৫. প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস নির্বাচনে জনাব শফিউল্লাহ নিচের কোন বিষয়টি বিবেচনায় আনবেন না? (প্রয়োগ) ক তহবিল উৎসের সুবিধা-অসুবিধা খ তহবিল প্রয়োজনের ধরন ও উদ্দেশ্য গ প্রতিষ্ঠানের প্রকৃতি  প্রতিষ্ঠানের সম্ভাব্য মুনাফা ১৬. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)  মুনাফা অর্জন খ সম্পদ বৃদ্ধিকরণ গ কারবার স¤প্রসারণ ঘ সঞ্চয় বৃদ্ধিকরণ ১৭. মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও কর বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)  নিট মুনাফা খ নিট ক্ষতি গ মোট ক্ষতি ঘ মোট আয় ১৮. নিট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)  নিট মুনাফা = মোট মুনাফা – অর্থায়ন খরচ ও কর খ নিট মুনাফা= মোট মুনাফা + অর্থায়ন খরচ-কর গ নিট মুনাফা = মোট মুনাফা – অর্থায়ন খরচ + কর ঘ নিট মুনাফা = মোট সম্পত্তি – অর্থায়ন খরচ ১৯. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া অত্যাবশ্যক? (অনুধাবন) ক তহবিল বণ্টন ব্যয় খ সম্পদ ব্যয় গ প্রাথমিক খরচ  তহবিল উৎসের খরচ ২০. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিলের খরচ কিরূপ হওয়া আবশ্যক? (জ্ঞান) ক সর্বোচ্চ  ন্যূনতম গ দীর্ঘমেয়াদি ঘ স্বল্পমেয়াদি ২১. কোন প্রতিষ্ঠানের মোট ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হলে কী বুঝায়? (জ্ঞান)  মোট মুনাফা খ নিট মুনাফা গ মোট ক্ষতি ঘ নিট ক্ষতি ২২. কিসের জন্য শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? (অনুধাবন)  স্থায়ী মূলধনের জন্য খ চলতি মূলধনের জন্য গ স্থায়ী আয়ের জন্য ঘ চলতি আয়ের জন্য  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৩. অর্থায়ন বলতে বোঝায় (অনুধাবন) র. তহবিল সংগ্রহ রর. তহবিল ব্যবস্থাপনা ররর. তহবিল বণ্টন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৪. দৈনন্দিন প্রয়োজনে তহবিল সংগ্রহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হলো (অনুধাবন) র. বাকিতে পণ্য ক্রয় রর. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ ররর. শেয়ার বিক্রি নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৫. কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে তহবিল ব্যবহার করা উচিত (অনুধাবন) র. ধারে ক্রয় রর. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ ররর. শেয়ার বিক্রয় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৬. প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে হবে (অনুধাবন) র. সর্বোচ্চ সুবিধা প্রদানকারী উৎস হতে রর. ন্যূনতম খরচযুক্ত উৎস হতে ররর. সর্বোচ্চ মুনাফা প্রদানকারী উৎস হতে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৭. জনাব কামরুলের মুদি দোকান থেকে ২০১৫ সালে মোট মুনাফা হয়েছে ১ লাখ টাকা। এ থেকে কামরুল নিট মুনাফা পাবেন (প্রয়োগ) র. কর বাদ দিলে রর. আমদানি শুল্ক বাদ দিলে ররর. তহবিল উৎস বাবদ খরচ বাদ দিলে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর বিভিন্ন প্রকার তহবিলের উৎসের ধারণা ¡ পৃষ্ঠা – ১৫  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৮. ব্যবসায় করার জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করাকে কী বলে? (জ্ঞান) ক অর্থায়ন খ বিনিয়োগ  ব্যবসায় অর্থায়ন ঘ ব্যবসায় ব্যবস্থাপনা ২৯. ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়? (অনুধাবন)  ব্যবসায়ে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করা খ ব্যবসায়ে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা গ ব্যবসায়ের অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা ঘ ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণ করা ৩০. ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করা যায়Ñ (জ্ঞান) ক স্থায়ী খরচ নির্বাহের জন্য  দৈনন্দিন খরচ নির্বাহের জন্য গ স্থায়ী সম্পদ অর্জনের জন্য ঘ নতুন খাতে বিনিয়োগের জন্য ৩১. মি. কুদ্দুস নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন খরচ পরিচালনার জন্য কোন ধরনের ঋণ গ্রহণ করতে পারেন? (প্রয়োগ)  স্বল্পমেয়াদি খ দীর্ঘমেয়াদি গ মধ্যমেয়াদি ঘ নিজস্ব

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ? ক ঊর্ধ্বমুখী  বিপরীত গ নিম্নমুখী ঘ সমানুপাত ২. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো- র. পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান রর. কয়েক মাসের জন্য মূলধন খাটানো ররর. অর্থ বণ্টন-সংক্রান্ত সিদ্ধান্ত নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩. ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী? [স. বো. ’১৫] ক সাফল্য অর্জন খ সুনাম অর্জন গ সম্পদ অর্জন  মুনাফা অর্জন ৪. অর্থায়ন কী নিয়ে কাজ করে? [স. বো. ’১৫] ক বিনিময় ব্যবস্থাপনা  তহবিল ব্যবস্থাপনা গ মূলধন ব্যবস্থাপনা ঘ মুনাফা ব্যবস্থাপনা ৫. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িতÑ [স. বো. ’১৫] ক অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন খ পারিবারিক অর্থায়ন  সরকারি অর্থায়ন ঘ আন্তর্জাতিক অর্থায়ন ৬. অর্থায়ন ব্যবস্থার নীতিমালাÑ [স. বো. ’১৫[ র. তারল্য বনাম মুনাফা নীতি রর. উপযুক্ততার নীতি ররর. কারবারে বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও : সিলভা লিঃ ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির শেয়ার ক্রয় করতে পারে। [স. বো. ’১৫] ৭. সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ক সমবায় সংগঠন খ অংশীদার সংগঠন  পাবলিক কোম্পানি ঘ প্রাইভেট কোম্পানি ৮. সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা পেতে পারেÑ ক সুদ খ কমিশন গ বোনাস  লভ্যাংশ অর্থায়নের ধারণা  পৃষ্ঠা Ñ ২  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৯. পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন? (অনুধাবন) ক দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায় খ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায় গ নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ থাকায়  ব্যবসায় বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায় ১০. কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়? (অনুধাবন) ক আন্তর্জাতিক খাতে অর্থায়ন করে খ সঠিক পণ্য নির্বাচন করে  অর্থের সদ্ব্যবহার করে ঘ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করে ১১. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ কীভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে সমর্থ হয়? (অনুধাবন) ক অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করে  বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে গ কাঁচামালের সহজলভ্যতা যাচাই করে ঘ নিজস্ব ও বাহ্যিক মূলধনের উৎস যাচাই করে ১২. কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে? (জ্ঞান) ক উপযোগিতা  অর্থায়ন গ পরিকল্পনা ঘ নির্দেশনা ১৩. অর্থায়নের নানাবিধ নীতি কী কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান) ক অর্থায়নের গুরুত্ব বোঝাতে খ অর্থের উপযোগিতা বৃদ্ধি করতে  অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে ঘ অর্থের সময়মূল্য বিবেচনা করতে ১৪. অর্থায়ন ব্যবস্থাপনা কীভাবে একজন ব্যবসায়ীকে সহায়তা করে? (অনুধাবন) ক দীর্ঘমেয়াদি পুঁজি বিনিয়োগে উৎসাহিত করে খ অধিক পুঁজি বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে  স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে ঘ সঠিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে ১৫. ব্যবসায়ের মূল চালিকাশক্তি কোনটি? (অনুধাবন)  অর্থায়ন খ বিনিয়োগ গ শিল্পায়ন ঘ আত্মবিশ্বাস ১৬. কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায় তার দিক নির্দেশনা দিয়ে থাকে কোনটি? (অনুধাবন) ক মুনাফা নীতি  অর্থায়ন গ বিক্রয় নীতি ঘ বিনিয়োগ নীতি ১৭. নজরুল সাহেব একজন নতুন ব্যবসায়ী। তাকে ব্যবসায়িক প্রয়োজনে মেশিনাদি ও কাঁচামাল ক্রয় করতে হবে। এমতাবস্থায় নজরুল সাহেবের ব্যবসায়ের মালামাল প্রস্তুত ও কাঁচামাল ক্রয় করতে কিসের প্রয়োজন? (প্রয়োগ) ক স্থায়ী সম্পদ  তহবিল গ বিনিয়োগ ঘ পরিকল্পনা ১৮. পরিকল্পনামাফিক তহবিল সংগ্রহ করতে হয় কেন? (উচ্চতর দক্ষতা) ক আমদানি শুল্ক যাতে কম থাকে  উৎপাদন প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে গ ব্যয়ের সাথে আয় যাতে জড়িত থাকে ঘ মুনাফা যাতে বেশি বেশি বৃদ্ধি হতে থাকে ১৯. তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)  অর্থায়ন খ পরিকল্পনা গ বাস্তবায়ন ঘ প্রকল্প ২০. লিয়াকত হোসেন একটি দর্জি দোকান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দোকানটি পরিচালনা করার জন্য তাকে মেশিন, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হবে। এজন্য তাকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে হবে কোন উৎস হতে? (উচ্চতর দক্ষতা) ক স্বল্পমেয়াদি খ দীর্ঘমেয়াদি গ মধ্যমেয়াদি  স্বল্প ও দীর্ঘমেয়াদি ২১. মি. রাশেদ একজন দর্জি দোকানের ব্যবসায়ী। দোকানের প্রয়োজনে তাকে সেলাই মেশিন, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হয়। মি. রাশেদ ব্যবসায়ের শুরুতে এসব সামগ্রী ক্রয়ের জন্যে প্রয়োজনীয় তহবিল কোন উৎস থেকে নির্বাহ করেছিলেন? (প্রয়োগ) ক সরকারি খ আর্থিক প্রতিষ্ঠান  নিজস্ব ঘ আন্তর্জাতিক ২২. কোন কোন মাধ্যমে পরিবারে আয়ের সংস্থান হতে পারে? (অনুধাবন) ক ব্যবসায়, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল খ কৃষিকাজ, স্কুলের বেতন, বাজার খরচ  আত্মউদ্যোগ, বাড়িভাড়া, চাকরি ঘ চাকরি, বাজার খরচ, পানি বিল ২৩. নিচের কোনটি পারিবারিক আয়ের অন্যতম উৎস? (প্রয়োগ) ক বিদ্যুৎ বিল খ বাজার খরচ গ বাড়িভাড়া  আত্মউদ্যোগ ২৪. জাহিদ সাহেব চাকরি বাবদ প্রতিমাসে যে টাকা আয় করেন তা দিয়ে তার পরিবারের নিয়মিত খরচগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন। এবার তিনি বেতন পেয়ে বাসার জন্য পূর্বপরিকল্পনা ছাড়াই একটি টেলিভিশন ক্রয় করেন। (উচ্চতর দক্ষতা) ক তিনি অর্থায়নের সঠিক প্রয়োগ করেছেন  তিনি অর্থায়নের ভুল প্রয়োগ করেছেন গ তিনি ঋণ ও মালিকানায় ভারসাম্য রক্ষা করেছেন ঘ তিনি বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ২৫. পারিবারিক ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া প্রয়োগের কারণ কোনটি? (প্রয়োগ) ক পারিবারিক আয় বৃদ্ধি করা খ পারিবারিক ব্যয় হ্রাস করা  পারিবারিক তহবিলের উৎস নির্ধারণ ও সুষ্ঠু ব্যবহার ঘ পারিবারিক সঞ্চয় বৃদ্ধি ২৬. বাসার জন্য নতুন টেলিভিশন ক্রয়ের অর্থায়নের উপযুক্ত উৎস কোনটি? (প্রয়োগ) ক বেতন খ বাড়িভাড়া  দীর্ঘমেয়াদি ঋণ ঘ বিভিন্ন বিল ২৭. সোহেল বিনোদনমূলক অনুষ্ঠান দেখার জন্যে একটি টেলিভিশন কিনতে ইচ্ছুক। কিন্তু প্রতি মাসে তার নিয়মিত আয় থেকে টেলিভিশন কেনার অর্থ সরবরাহ করা অসম্ভব। এক্ষেত্রে সোহেল কীভাবে এ অর্থের ব্যবস্থা করতে পারেন? (প্রয়োগ) ক লিজিং কোম্পানি থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে খ সমবায় সমিতি থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে গ বন্ধু-বান্ধব থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে  ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে ২৮. সামাজিক প্রতিষ্ঠানে মুনাফার উদ্দেশ্য থাকে না তা সত্তে¡ও প্রতিটি সামাজিক প্রতিষ্ঠানে তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা থাকে কেন? (উচ্চতর দক্ষতা) ক প্রতিষ্ঠানটিকে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে  প্রতিষ্ঠানটিকে টিকে থাকতে বহুবিধ কার্য সম্পাদন করতে গ প্রতিষ্ঠানটিকে মানব কল্যাণের বিভিন্ন খাতে ব্যয় করতে ঘ প্রতিষ্ঠানটিকে পণ্য ক্রয়বিক্রয় সংক্রান্ত কার্যসম্পাদন করতে ২৯. নিচের কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান? (জ্ঞান) ক পরিবার খ বিদ্যালয়  মুদি দোকান ঘ দাতব্য চিকিৎসালয় ৩০. দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? (জ্ঞান)  চলতি মূলধন খ স্থায়ী মূলধন গ নিজস্ব মূলধন ঘ ঋণকৃত অর্থ ৩১. দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? (অনুধাবন)  চলতি মূলধন খ স্থায়ী মূলধন গ নিজস্ব মূলধন ঘ ঋণকৃত অর্থ ৩২. ব্যবসায়ের

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ত্রয়োদশ অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর

ত্রয়োদশ অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক  কেন্দ্রীয় ব্যাংকের ধারণা যে ব্যাংককে কেন্দ্র করে দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে ও পরিচালিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অধ্যাপক সেয়ার্সের মতে, “কেন্দ্রীয় ব্যাংক সরকারের এমন একটি প্রতিষ্ঠান, যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে এবং যা উক্ত কার্যাবলি সম্পাদনকালে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলির ওপর প্রভাব বিস্তার করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে।”  কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য ১. বলিষ্ঠ মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ ২. অর্থনৈতিক উন্নয়ন ৩. নোট ও মুদ্রা প্রচলন ৪. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ৫. দেশের মুদ্রা মান নিয়ন্ত্রণ ৬. ব্যাংকসমূহের ব্যাংকার ৭. নিকাশ ঘর হিসাবে কাজ করা ৮. ঋণ নিয়ন্ত্রণ ৯. সরকারকে পরামর্শ দেয়া ১০. মূল্যস্তর স্থিতিশীল রাখা ১১. সরকারের ব্যাংক ১২. জনকল্যাণ ১৩. সম্পদের সুষম বণ্টন ১৪. মূলধন গঠনের সহায়তা করা ১৫. সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা ১৬. ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক।  কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি ক. সাধারণ কার্যাবলি : ১. নোট ও মুদ্রা প্রচলন ২. মুদ্রাবাজারের অভিভাবক ৩. সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি ৪. ঋণ নিয়ন্ত্রণ ৫. মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ ৬. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ ৭. মূল্যস্তর স্থিতিশীল রাখা ৮. বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ ৯. ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ১০. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ১১. সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক। খ. সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলি ১. ঋণের উৎস ২. তহবিল সংরক্ষণ ৩. হিসাব সংরক্ষণ ৪. লেনদেন সম্পাদন ৫. বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় ৬. উপদেষ্টা ৭. তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ ৮. আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী ৯. সরকারের প্রতিনিধিত্ব। গ. সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলি ১. অনুমতিদান ও তালিকাভুক্তকরণ ২. কার্যরত ব্যাংকের নতুন শাখা ৩. নিকাশ ঘর ৪. ঋণের শেষ আশ্রয়স্থল ৫. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ ৬. হিসাবপত্র পরীক্ষা ৭. উপদেষ্টা ও পরামর্শ দাতা ৮. বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ ৯. অন্যান্য ব্যাংকের প্রতিনিধি ১০. ঋণ আদায় ১১. বৈদেশিক বাণিজ্য উন্নয়ন। ঘ. অন্যান্য কার্যাবলি ১. কৃষি উন্নয়ন ২. শিল্প উন্নয়ন ৩. সমবায় ব্যাংকের উন্নয়ন ৪. গবেষণা কার্যক্রম ৫. ঋণের ব্যবহার নিশ্চিতকরণ।  কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা  কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক ১. বিধিবদ্ধ রিজার্ভ ২. নিকাশ ঘর ৩. কার্যবিবরণী ৪. তথ্য সরবরাহকারী ৫. তারল্য ৬. অভিভাবক ৭. শেষ আশ্রয়স্থল ৮. সদস্যভুক্তির মাধ্যমে সুযোগ গ্রহণ ৯. ব্যাংকার-মক্কেল সম্পর্ক ১০. সহযোগী ১১. সব ব্যাংকের ব্যাংকার।  অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের ভ‚মিকা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংককে একটি স্থায়ী ও কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করা হলেও ১৯৭২ সালের ৩১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অবদান অনেক। বাংলাদেশ ব্যাংক প্রধানত ১. নোট ইস্যু করে। ২. দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা করে। ৩. সরকারের হিসাব পরিচালনা করে। ৪. কৃষিঋণ ও শিল্পঋণ বিতরণে সরকারের নীতি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করে। ৫. দেশের বৈদেশিক মুদ্রা হস্তান্তর ও স্থানান্তরে বিশেষ ভ‚মিকা রাখে। ৬. বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন রকম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ৭. সরকারের গুরুত্বপূর্ণ যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডে সরকারকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : ‘খ’ ব্যাংকে কর্মরত জনাব করিম সাহেব ঈদের জন্য ব্যাংক থেকে নতুন টাকার নোট তুলে আনলে তার ৭ বছরের কন্যা সব টাকার নোটের উপর ‘ক’ ব্যাংকের নাম লেখা কেন তা জানতে চায়। ক. কেন্দ্রীয় ব্যাংক কোন ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে? খ. বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসাবে কী জমা রাখে? ব্যাখ্যা কর। গ. ‘ক’ ব্যাংক কী ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর। ঘ. ‘খ’ ব্যাংকের তারল্য সংকটে ‘ক’ ব্যাংক কী ভ‚মিকা রাখবে? আলোচনা কর।  ১নং প্রশ্নের উত্তর  ক. কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে। খ. বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে আমানতি অর্থের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে জমা রাখে। ব্যাংকের আমানতকারীর স্বার্থরক্ষার্থে এবং পর্যাপ্ত তারল্যতা সংরক্ষণের উদ্দেশ্যে প্রত্যেক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংককে রিজার্ভ হিসেবে আমানতের নির্দিষ্ট অংশ জমা রাখতে হয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যেন আমানতকারীর সাথে প্রতারণা করতে না পারে সে জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে আমানতের অংশ বিশেষ জমা রাখার নির্দেশ প্রদান করে। গ. ‘ক’ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যার প্রধান উদ্দেশ্য হলো দেশের সর্বসাধারণের মঙ্গল সাধন করা। দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার নেতৃত্ব প্রদান করে। দেশের ব্যাংকিং খাতের অভিভাবক হিসেবে কাজ করে। এছাড়া দেশের অভ্যন্তরে ব্যাংক নোট ইস্যু করে থাকে। উদ্দীপকের ‘ক’ ব্যাংকটি সরকারের মালিকানায় প্রতিষ্ঠিত একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা ছাপানো, ঋণ নিয়ন্ত্রণ ও সরকারের অনুক‚লে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা এই ব্যাংকের প্রধান কার্যাবলি। এছাড়া দেশের যাবতীয় বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ ও সরকারের পক্ষে ব্যাংক হিসেবে কাজ করার মাধ্যমে ‘ক’ ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থা উন্নয়নে ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। সুতরাং, সম্পাদিত কার্যাবলির ভিত্তিতে ‘ক’ ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক। ঘ. ‘খ’ ব্যাংকের তারল্য সংকটে ‘ক’ ব্যাংক ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ভ‚মিকা রাখবে। কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের ব্যাংকার বলা হয়। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকগুলোর কার্যাবলি তত্ত¡াবধান করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। তারল্য সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদানের মাধ্যমে সাহায্যে করে। উদ্দীপকে ‘খ’ ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। অপরদিকে ‘ক’ ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক। দেশের ব্যাংকিং আইন অনুযায়ী ‘খ’ ব্যাংক বাধ্যতামূলকভাবে ‘ক’ ব্যাংকের নিকট তার মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ জমা রাখে। তাই ‘খ’ ব্যাংকের প্রতিষ্ঠা, পরিচালনা, ও সমস্যা সমাধানে ‘ক’ ব্যাংক বিভিন্নভাবে সহায়তা করে থাকে। তারল্য সংকটের সময় ‘খ’ ব্যাংক যখন অন্য কোনো উৎস হতে অর্থ প্রাপ্তিতে ব্যর্থ হয় তখন একমাত্র ‘ক’ ব্যাংকই ঋণ প্রদান করে ‘খ’ ব্যাংককে তারল্য সংকট হতে মুক্তি দেয়। ‘ক’ ব্যাংক ‘খ’ ব্যাংকের রিজার্ভ তহবিল থেকে ‘খ’ ব্যাংককে ঋণ প্রদান করে। এছাড়া ‘ক’ ব্যাংক নিজস্ব তহবিল থেকেও ‘খ’ ব্যাংককে ঋণ প্রদান করতে পারে। তারল্য সংকট কাটিয়ে উঠতে ‘ক’ ব্যাংক ‘খ’ ব্যাংককে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। সুতরাং, ‘ক’ ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে ‘খ’ ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে এবং এর আর্থিক সংকটের সময় ঋণ প্রদানের মাধ্যমে দেশের ব্যাংকিং ব্যবস্থা সচল রাখে। প্রশ্ন-২  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : রামগড়ে স্থানীয় এলাকায় কোনো বাণিজ্যিক ব্যাংক না থাকায় এলাকাবাসীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ বিষয়ে প্রশাসনকে অবগত করলে সেখানে ‘ক’ ব্যাংকের একটি শাখা চালু হয় এবং এলাকাবাসী সকলেই উপকৃত হয়। পরবর্তীকে ‘খ’ ব্যাংকের একটি শাখা কার্যক্রম শুরু করে। কিছুদিন পর কেন্দ্রীয় ব্যাংক ‘খ’ ব্যাংককে বন্ধের নোটিশ দেয়। ক. কেন্দ্রীয় ব্যাংক কিসের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর পারস্পরিক লেনদেন নিষ্পত্তি করে? খ. কেন্দ্রীয় ব্যাংক কোনটি স্থিতিশীল রাখে ব্যাখ্যা কর। গ. কেন্দ্রীয় ব্যাংক ‘খ’ ব্যাংককে কেন বন্ধের নোটিশ দেয়? ব্যাখ্যা কর। ঘ. রামগড়ের মতো এলাকায় উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ‘ক’ ব্যাংককে কীভাবে কাজে লাগাতে পারে? আলোচনা কর।  ২নং

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ত্রয়োদশ অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর Read More »

দশম(১০ম) শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

দশম(১০ম) শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

আজকের দশম(১০ম) শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পোস্টে সকলকে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা নিয়ে এলাম তোমাদের তৃতীয় সপ্তাহের বাংলা সাইনমা ২০২২ দশম শ্রেণি। দশম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান দশম শ্রেণীর জন্য ২০২২ সালের তৃতীয় সপ্তাহে তিনটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তবে তোমাদের সকল বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্মেন্ট লেখার প্রয়োজন নাই। অর্থাৎ প্রত্যেক বিভাগের জন্য দুইটি করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তবে বাংলা এসাইনমেন্ট সকল বিভাগের শিক্ষার্থীদের লিখতে হবে। অন্যদিকে রসায়ন লিখতে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য, ব্যবসায় উদ্যোগ লিখতে হবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য, এবং ভূগোল ও পরিবেশ লিখবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৩য় সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর প্রদান করব তারই ধারাবাহিকতায় আজকে বাংলা এসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের উত্তর প্রদান করা হলো। তবে ইতোমধ্যে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রকাশ যা নমুনা উত্তর তোমরা নিচের লিংকে পেয়ে যাবে। দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে তোমরা ফোন করবে এবং তারপর উত্তর লেখা শুরু করবে। তোমরা সম্পূর্ণ পোস্টটি না পড়লে অনেক কিছুই তোমাদের অজানা থেকে যাবে এবং উত্তর লিখলে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে তাই তোমাদের অবশ্যই উচিত হবে সম্পূর্ণ পোস্টটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে তারপর নমুনা উত্তরটি ভালো করে দেখে তারপর শেষে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় উত্তর লিখতে হবে। ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্ন উপরের প্রশ্নগুলোর পরে তোমরা কি বুঝতে পেরেছো তোমরা কি পারবে লিখতে তোমাদের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ তবে নমুনা উত্তরটি দেখে নাও নিচে যা দেওয়া আছে। এবং তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় উত্তর লেখা শুরু করো ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট ২০২২ সমাধান অ্যাসাইনমেন্ট শুরু অ্যাসাইনমেন্ট শেষ আরো পড়ুনঃ সকল শ্রেণির সকল অ্যাসাইনমেন্ট দেখুন ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ৮ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ৮ম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের ব্যসসায় ‍উদ্যোগ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের ব্যসসায় ‍উদ্যোগ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২  

দশম(১০ম) শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহক সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর

দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহক  ব্যাংক ও গ্রাহক ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত ব্যক্তি, কর্পোরেশন অথবা কোম্পানিকে ব্যাংকার বলা হয়। তেমনি গ্রাহক বলতে ঐ ব্যক্তিকেই বোঝায়, যিনি ব্যাংকের যেকোনো ধরনের হিসাব অথবা অন্যান্য সেবার মাধ্যমে ঐ ব্যাংকের সাথে যুক্ত থাকেন। ব্যাংক ও গ্রাহকের আস্থা, সততা, নিষ্ঠা এবং বিশ্বাসের ওপর টিকে থাকে। কারণ সততা, নিষ্ঠা এবং বিশ্বাসের অভাব ব্যাংক ও গ্রাহকের আস্থায় ফাটল ধরায়।  ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ধরন ১. ডেটর-ক্রেডিটর সম্পর্ক ৪. বন্ধক দাতা-বন্ধক গ্রহীতা সম্পর্ক ২. চুক্তিবদ্ধ সম্পর্ক ৫. ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। ৩. ব্যাংক গ্রাহকের অছি  গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব ১. অর্থ ফেরত ৪. সুদের আদান-প্রদান ও সেবার ফি ২. হিসাবের গোপনীয়তা ৫. সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। ৩. আমানতকারীর নির্দেশ পালন  ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব ১. সততা ৩. সুদ আদায় ২. ঋণ পরিশোধ ৪. সতর্কতার সাথে চেক অঙ্কন।  ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এ সংক্রান্ত তথ্য ১. দেউলিয়া ঘোষণা ৬. যুদ্ধজনিত কারণে শত্রæতা ২. মক্কেল মানসিক ভারসাম্য হারালে ৭. সম্পূর্ণ জের স্থানান্তর ৩. গারনিশি অর্ডার জারি করা হলে ৮. মৃত্যুজনিত কারণে ৪. ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত ৯. দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা। ৫. মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : বহুদিন ধরে চেষ্টা করে আবেদ তার বন্ধু রফিককে ব্যাংকে হিসাব খোলার ব্যাপারে রাজি করাতে সক্ষম হয়নি, কারণ নির্দিষ্ট প্রক্রিয়া ও হারে সুদ পাওয়া যায় বলে রফিক সর্বদা তার অর্থকড়ি স্থানীয় পৌরসভা কর্তৃক পরিচালিত সমিতিতে রাখে। কিন্তু গত কয়েক মাস পূর্বে তাদের ব্যবসার কিছু নতুন শাখায় প্রচুর মালামাল ও সাজসজ্জা সরঞ্জাম ক্রয়ে তাৎক্ষণিক অর্থের প্রয়োজন হওয়ায় আবেদ তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে আনে। কিন্তু রফিক তার ফুলপুর পৌর সমিতির কোষাধ্যক্ষকে বহু অনুরোধ করে দরখাস্ত দিয়েও সময়মতো টাকা তুলতে ব্যর্থ হয়। ক. ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তিকে কী বলে? খ. হুকুম চেক কী তা ব্যাখ্যা কর। গ. আবেদের তাৎক্ষণিকভাবে টাকা তুলতে পারার কারণগুলো বর্ণনা কর। ঘ. আবেদ ও রফিকের দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনটিতে টাকা রাখাকে তুমি অধিক যুক্তিযুক্ত বলে মনে কর।  ১নং প্রশ্নের উত্তর  ক. ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত ব্যক্তিকে ব্যাংকার বলে। খ. হুকুম চেক হচ্ছে এমন এক ধরনের চেক যেখানে গ্রাহকের আদেশ অনুযায়ী নির্দিষ্ট প্রাপককে ব্যাংকের হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয়। এ ধরনের চেকে নগদে অর্থ পরিশোধের কোনো সুযোগ নেই। এ ধরনের চেককে দাগকাটা চেকও বলা হয়। গ. আবেদ ব্যাংকে টাকা রেখেছিল বলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ের প্রয়োজনে সে টাকা তুলতে পেরেছিল। ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি অনুযায়ী গ্রাহকের স্বার্থরক্ষা করা ব্যাংকের অবশ্যই পালনীয় কর্তব্য। উদ্দীপকে আবেদ একজন ব্যবসায়ী। তার ব্যবসায়ের কিছু নতুন শাখায় প্রচুর মালামাল ও সাজসজ্জার সরঞ্জামের জন্য তাৎক্ষণিকভাবে অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে তার ব্যাংকে হিসাব থাকায় সাথে সাথেই সে ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসায়ের ব্যয় মেটাতে পেরেছে। কেননা ব্যাংক গ্রাহকের টাকা চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য থাকে। সাধরণত ব্যবসায়ীরা চলতি হিসাবে টাকা রাখে, যাতে ব্যবসায়ীরা যেকোনো প্রয়োজনে যখন ইচ্ছা তখনই টাকা তুলতে পারে। এতে ব্যাংকের অনুমতির প্রয়োজন হয় না। সুতরাং আবেদ চাওয়ামাত্র ব্যাংক অর্থ প্রদানে বাধ্য ছিল বলেই সে টাকা তুলতে সমর্থ হয়েছে। ঘ. আবেদ ও রফিকের দুটি প্রতিষ্ঠানের মধ্যে আবেদের প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখাই আমি অধিক যুক্তিযুক্ত মনে করি। ব্যাংক অর্থ নিয়ে ব্যবসায় করে। তাই যে কোনো সময় গ্রাহকের সেবা প্রদানে তারা সর্বদা সম্মত থাকে। ব্যাংক গ্রাহকের টাকা চাহিবামাত্র পরিশোধে বাধ্য থাকে। কিন্তু সমিতি বা অন্য অনার্থিক প্রতিষ্ঠানে সেটি সম্ভব নয়। ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক থাকে যা কখনো অবহেলা করা হয় না। উদ্দীপকের আবেদ ব্যাংকে টাকা জমা রাখে কিন্তু তার বন্ধু রফিক স্থানীয় এক সমিতিতে টাকা জমা রাখে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং কম হারে সুদ পাওয়া যায় বলে ব্যাংকে জমা না রেখে রফিক স্থানীয় পৌরসভা কর্তৃক পরিচালিত ফুলপুর পৌর সমিতিতে টাকা জমা রাখে। সে একজন ব্যবসায়ী বলে তার যখন তখন টাকা প্রয়োজন হতে পারে। এ রকমই এক প্রয়োজনের সময় সে সমিতির কোষাধ্যক্ষকে বহু অনুরোধ করে দরখাস্ত দিয়েও সময়মতো টাকা তুলতে ব্যর্থ হয়েছে। ফলে তার ব্যবসায়ে সে প্রয়োজনীয় টাকা বিনিয়োগ করতে পারেনি। কিন্তু আবেদ ব্যাংকে টাকা জমা রাখে। তাই ব্যবসায়ের সাজসজ্জা ও সরঞ্জাম ক্রয়ের জন্য অর্থের প্রয়োজন হলে সে তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে টাকা তুলে বিনিয়োগ করতে পেরেছে, যা বিভিন্ন রকম বিধিনিষেধের কারণে রফিক পারেনি। ব্যাংক আবেদের প্রতিনিধি হিসেবে দেনা পরিশোধ ও পাওনা আদায় করে, যা রফিকের পৌর সমিতি বা অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে অসম্ভব। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, অর্থাৎ ব্যাংক ও সমিতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকে টাকা রাখাকে আমি যুক্তিযুক্ত বলে মনে করি। প্রশ্ন-২  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : মি. সুজয় একজন চাকরিজীবী। তিনি তাঁর ছেলেকে একটি চেক দিয়ে ব্যাংকে পাঠিয়ে ১০,০০০ টাকা উত্তোলন করেন। তিনি টাকাগুলো গুণে ৫০০ টাকার একটি নোট বেশি দেখতে পান। তখন মি. সুজয় ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করে ৫০০ টাকা ফেরত দিয়ে আসেন। [স. বো. ’১৫] ক. দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান কোনটি? ১ খ. চেকে দাগ কাটা হয় কেন? ব্যাখ্যা কর। ২ গ. মি. সুজয় তাঁর ছেলেকে কী ধরনের চেক দিয়েছেন? বর্ণনা কর। ৩ ঘ. গ্রাহক হিসেবে ব্যাংকের প্রতি মি. সুজয়ের দায়িত্ব মূল্যায়ন কর। ৪  ২নং প্রশ্নের উত্তর  ক. কেন্দ্রীয় ব্যাংক দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান। খ. বাহক চেক বা হুকুম চেকের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য চেকে দাগ কাটা হয়। দাগকাটা চেকের টাকা যে কেউ উত্তোলন করতে পারে না। যাকে চেকটি প্রদান করা হবে ওই ব্যক্তি কেবল তার ব্যাংক হিসাবের মাধ্যমেই চেকের টাকা উত্তোলন করতে পারে। তাই গ্রাহকের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা প্রদানে চেকে দাগ কাটা হয়। গ. মি. সুজয় তাঁর ছেলেকে বাহক চেক দিয়েছেন। বাহক চেক এমন এক ধরনের চেক যা উপস্থাপন করলে ব্যাংক চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে। অর্থাৎ যে ব্যক্তি এ ধরনের চেক বহন করে ব্যাংকে উপস্থাপন করবে ব্যাংক তাকেই উক্ত চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকিবে। উদ্দীপকের মি. সুজয় তাঁর ছেলেকে একটি চেক দিয়ে ব্যাংকে পাঠায় টাকা উত্তোলন করার জন্য। তাঁর ছেলে ঐ চেক নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক তাকে চেকে উল্লিখিত টাকা প্রদান করে। এ চেকের বৈশিষ্ট্যগুলো বাহক চেকের ধারক। এ চেকের মাধ্যমে বাহক ব্যক্তি চাহিবামাত্র যেকোনো সময় ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারে। ব্যাংকও ঐ চেকের অর্থ নগদে প্রদান করতে বাধ্য। সুতরাং, উদ্দীপকের উল্লিখিত চেকটি বাহক চেক। ঘ. গ্রাহক হিসেবে ব্যাংকের প্রতি মি. সুজয়ের দায়িত্ব পালন তাঁর সততার পরিচয়। ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেয়া গ্রাহকের একটি পরম দায়িত্ব। হিসাব খোলা থেকে শুরু করে সর্বাবস্থায় সঠিক তথ্য প্রদান করা গ্রাহকের অবশ্য কর্তব্য। উদ্দীপকের মি. সুজয়

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহক সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং একাদশ অধ্যায় ব্যাংকের আমানত সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর

একাদশ অধ্যায় ব্যাংকের আমানত  ব্যাংক আমানতের ধারণা ব্যাংক আমানত হলো ব্যাংকে আমানতকারীদের জমাকৃত অর্থ। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক তার বিভিন্ন আমানত হিসাবে গ্রাহকদের নিকট থেকে যে অর্থ সংগ্রহ করে তাকেই ব্যাংক আমানত বলে। ব্যাংক জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে তা ঋণ হিসেবে ঋণগ্রহীতার মধ্যে বণ্টন করে। আমানত না থাকলে ব্যাংক ঋণ প্রদান ও স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে না। ব্যাংকিং ব্যবসায়ে তহবিলের মূল উৎস আমানত।  ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব গ্রাহকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ১. অর্থের নিরাপত্তা ১. আমানত গ্রহণ ১. সঞ্চয়প্রবণতা সৃষ্টি ২. ব্যবসায়িক লেনদেন ২. বিনিয়োগ ২. পুঁজি বা মূলধন গঠন ৩. ঋণের সুবিধা ৩. বৈদেশিক বিনিময় ৩. বিনিয়োগ ও উৎপাদন ৪. ঝুঁকিহীন বিনিয়োগ ৪. আন্তর্জাতিক বাণিজ্য ৫. সেবা অর্জন ৬. অতিরিক্ত অর্থের প্রয়োজন মিটানো  ব্যাংক হিসাবের প্রকারভেদ ১. চলতি হিসাব ৩. স্থায়ী হিসাব ২. সঞ্চয়ী হিসাব এ তিন ধরনের হিসাব ছাড়াও অন্য যেসব হিসাব রয়েছে তা নিম্নরূপ : ৪. স্কুল সঞ্চয়ী হিসাব ৭. ডিপোজিট পেনশন স্কিম হিসাব ৫. বিমা সঞ্চয়ী হিসাব ৮. ঋণ আমানতি হিসাব ৬. বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব ৯. রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব (জঋঈউ)  ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় ১. ব্যাংকের অবস্থান ৭. তালিকাভুক্ত ব্যাংক ২. দক্ষতা ৮. ঋণ সুবিধা ৩. বহুমুখী সেবা ৯. সুদ ৪. বৈদেশিক বিনিময় ১০. সেবার ওপর চার্জ ৫. সুনাম ১১. ইলেকট্রনিক ব্যাংকিং সেবা ৬. শাখা  ব্যাংক হিসাব খোলার পদ্ধতি সাধারণত গ্রাহক তার ও তার লেনদেন সম্পর্কে যে তথ্য তুলে ধরেন : ১. গ্রাহকের নাম ৭. আমানতের পরিমাণ ২. আয়ের উৎস ৮. বর্তমান ঠিকানা ৩. জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ফটোকপি ৯. স্থায়ী ঠিকানা ৪. গ্রাহকের পেশা ১০. কর্মস্থলের ঠিকানা ৫. গ্রাহকের ছবি ১১. যোগাযোগের নম্বর ইত্যাদি। ৬. নমিনির ছবি  ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতি গ্রাহকের হিসাব বন্ধ করার ক্ষেত্রে করণীয় নিম্নরূপ : ১. হিসাব বন্ধ করার অনুরোধপত্র (কোম্পানির ক্ষেত্রে অনুমোদিত সভার অনুরোধপত্র)। ২. অব্যবহৃত চেকবই, পাসবই, ডেবিট / ক্রেডিট কার্ড ফেরত দিতে হবে। কোনো ধরনের ঋণ না থাকলে গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে ব্যাংক হিসাবটি বন্ধ করে দেয়।  ইলেকট্রনিক ব্যাংকিং-এর বিভিন্ন পণ্য ও সেবা ১. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ৫. ইন্টারনেট ব্যাংকিং ২. এটিএম ৬. এনি ব্রাঞ্চ ব্যাংকিং / অনলাইন ব্যাংকিং ৩. মোবাইল ব্যাংকিং ৭. কল সেন্টার। ৪. এসএমএস ব্যাংকিং  আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা, তার ভবিষ্যৎ ও বাংলাদেশ ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সময়ে অর্থ স্থানান্তর, বিদেশ থেকে আসা রেমিটেন্স বিতরণসহ ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এতে অর্থ বিনিয়োগ, কমিশন, সার্ভিস চার্জের মাধ্যমে স্বল্পসংখ্যক দক্ষ কর্মীর মাধ্যমে অধিকতর জনগোষ্ঠীকে সেবা প্রদান করা সম্ভব হয়। এ ব্যাংকিং ব্যবস্থা দীর্ঘমেয়াদে সেবা এবং আয় সবদিক থেকেই সুবিধাজনক হয় বলে বর্তমানে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ই-ব্যাংকিং জনপ্রিয়তা লাভ করছে। ভবিষ্যতে এ ব্যাংক ব্যবস্থা বাংলাদেশে আরও স¤প্রসারিত হয়ে ধনী-গরিব, শিক্ষিত অশিক্ষিত সকল জনগোষ্ঠীকেই তার সেবা পৌঁছে দিতে পারবে। অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রশ্ন-১  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : জনাব আরিফ ঢাকার একজন ব্যবসায়ী। “জাবেদ ব্যাংক”Ñ এ তার একটি হিসাব রয়েছে। যা থেকে তিনি যতবার ইচ্ছা টাকা তুলতে পারেন। তিনি একবার বেড়াতে চট্টগ্রাম যান। তখন হঠাৎ বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান। ঐ ব্যাংকের কল্যাণে তিনি তা সময়মতো কিনতে সমর্থ হন। বাংলাদেশের যে কোনো জেলায় তাদের শাখা রয়েছে। তবে কোনো কার্ডের ব্যবস্থা নেই। ক. ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কী? খ. ব্যাংকে বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় কেন? ব্যাখ্যা কর। গ. ‘জাবেদ ব্যাংক’Ñএ জনাব আরিফের কোন ধরনের হিসাব রয়েছে? ব্যাখ্যা কর। ঘ. ব্যাংকের একটি সেবা আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়Ñ উক্তিটি মূল্যায়ন কর।  ১নং প্রশ্নের উত্তর  ক. ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস হচ্ছে আমানত। খ. মানুষের জীবিকা, প্রয়োজন, সময় অবস্থান এবং চাহিদা অনুযায়ী ব্যাংক হিসাব বিভিন্ন রকম হয়ে থাকে। একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম হলেও চাকরিজীবীর জন্য সঞ্চয়ী হিসাব উপর্যুক্ত। আবার একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবীর জন্য স্থায়ী হিসাব খোলাই শ্রেয়। এসব কারণেই ব্যাংকে বিভিন্ন প্রকারের হিসাব খোলার সুবিধা দেয়া হয়। গ. ‘জাবেদ ব্যাংক’Ñ এ জনাব আরিফের চলতি হিসাব রয়েছে। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা ও চাহিবামাত্র টাকা উত্তোলন করা যায় তাই চলতি হিসাব। সাধারণ ব্যবসায়ী শ্রেণিদের জন্য চলতি হিসাব প্রযোজ্য। ব্যবসায়ী শ্রেণির গ্রাহকগণ প্রতিনিয়ত ব্যাংকে লেনদেন করে থাকে। এ ধরনের সুবিধা চলতি হিসাব ব্যতীত অন্য কোনো হিসাবে পাওয়া যায় না। উদ্দীপকের আরিফ ঢাকায় ব্যবসায় করেন। তাই তার যে কোনো সময় অর্থে প্রয়োজন দেখা দিতে পারে। এ জন্য ‘জাবেদ ব্যাংক’-এ তার একটি হিসাব রয়েছে যা থেকে তিনি যতবার ইচ্ছা টাকা তুলতে পারেন। অর্থাৎ তাই তার জন্য এ হিসাব সুবিধাজনক। এ হিসাবে তিনি কোনো সুদ না পেলেও জমাতিরিক্ত টাকা উত্তোলন করতে পারেন। অর্থাৎ চলতি হিসাবের সাথে সামঞ্জস্যপূর্ণ সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় বলা যায়, জাবেদ ব্যাংক -এ জনাব আরিফের হিসাবটি হলো একটি চলতি হিসাব। ঘ. ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য এনি ব্রাঞ্চ ব্যাংকিং সেবা আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে আরো গতিশীল ও সহজ করে দেয়। ব্যবসায়ী গ্রাহকদের জন্য ব্যাংক হিসাব অতি গুরুত্বপূর্ণ। উন্নতি ও আধুনিকায়নের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায়েও বিভিন্ন রকমের ইলেকট্রনিক পণ্যের উদ্ভব হয়েছে। বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ফলে ব্যবসায়ীসহ সব ধরনের গ্রাহক ২৪ ঘণ্টাই ব্যাংকিং সেবা পাচ্ছে। উদ্দীপকে জনাব আরিফ ঢাকায় জাবেদ ব্যাংকে হিসাব খুলে এনি ব্রাঞ্চ ব্যাংকিংয়ের মাধ্যমে চট্টগ্রামে তার লেনদেন করতে পেরেছেন। চট্টগ্রামে বেড়াতে গিয়ে যখন বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান তখন এই এনি ব্রাঞ্চ ব্যাংকিংয়ের মাধ্যমে জনাব আরিফ সহজেই সময়মতো তা কিনতে সমর্থ হয়েছেন। আবার জাবেদ ব্যাংক কর্তৃক কোনো কার্ড সরবরাহ না করা হলেও বাংলাদেশের প্রায় সব জেলায় এই ব্যাংকের শাখা থাকায় ব্যবসায়ী আরিফ সব জেলায় সহজে তার ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে সমর্থ হচ্ছেন। সুতরাং “ব্যাংকের একটি সেবা আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়,” উক্তিটি যথার্থ। প্রশ্ন-২  নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : শৈলী ব্যাংক শৌখিন ব্যাংক সেবা দানের পদ্ধতি ও পণ্যসমূহ  সনাতন পদ্ধতি কম্পিউটার ব্যাংক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এসএমএস পদ্ধতি এনি ব্রাঞ্চ ব্যাংকিং কার্যক্রম শুরু  ২০০৫ সাল ২০০৫ সাল পরিচালনা ব্যয় (বছর প্রতি)  ২ কোটি ২ কোটি লাভ  ৫০ লাখ ৮০ লাখ বর্তমানে শৈলী ব্যাংকয়ের পরিচালকরা ‘শৌখিন ব্যাংক’Ñ এর মতো সেবা চালু করতে চাচ্ছে। ক. কে ভালো বাণিজ্যিক ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয়? খ. কোন ধরনের হিসাব খুলে বিমার সুবিধাও পাওয়া যাবে? ব্যাখ্যা কর। গ. শৌখিন ব্যাংকে কোন ধরনের ব্যাংকিং সেবা চালু আছে? ব্যাখ্যা কর। ঘ. শৈলী ব্যাংক এ শৌখিন ব্যাংকের মতো সেবা চালু করা কতটুকু যুক্তিযুক্ত হবে বলে মনে কর? বিশ্লেষণ কর।  ২নং প্রশ্নের উত্তর  ক. বাংলাদেশ ব্যাংক দেশের

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং একাদশ অধ্যায় ব্যাংকের আমানত সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর Read More »

Scroll to Top