Loading [MathJax]/extensions/tex2jax.js

পদার্থবিজ্ঞান

ssc physics

এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় গাণিতিক সমস্যা

নবম/দশম বা এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় প্রায় দেখা যায় ১ম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ তেকে একটি গাণিতিক সমস্যা আসে। নবম শ্রেণির পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় থেকে কয়েক ধরনের গাণিতিক সমস্যার সমাধান করা জানলেই যথেষ্ট হয়। নিচে এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় গাণিতিক সমস্যা প্রশ্ন দেওয়া হলো। ১ম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ গাণিতিক সমস্যা

এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় গাণিতিক সমস্যা Read More »

এসএসসি পদার্থবিজ্ঞান

এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ)

নবম দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বহুনির্বাচনী (MCQ) ১. রেল লাইন নির্মাণের সময় দুইটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন? ক লোহা সাশ্রয় করার জন্য খ গ্রীষ্মকালে রেল লাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য গ রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য ✅ তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য ২. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? ক পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই ✅ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই গ পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই ঘ পাখার বাতাস সরাসরি লোমক‚প দিয়ে শরীরে ঢুকে যায় তাই ৩. সুপ্ততাপের মাধ্যমে- i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয় ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয় iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক i খ ii ✅ ii ও iii ঘ i, ii ও iii চিত্রের সাহায্যে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :           ৪. সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল? ক ২ মিনিট খ ৪ মিনিট ✅ ৬ মিনিট ঘ ৮ মিনিট ৫. গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? ✅ ৬ খ ৮ গ ১২ ঘ ১৮ ৬. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত কেলভিন? ক ৩৬.৮৯K খ ৯৮.৪K গ ১৩৬.৮৯K ✅ ৩০৯.৮৯K ৭. সিসার আপেক্ষিক তাপ কত? ক ৫১০ Jkg-1K-1 খ ৪০০ Jkg-1K-1 গ ২৩০ Jkg-1K-1 ✅ ১৩০ Jkg-1K-1 ৮. ১০০ গ্রাম পানির তাপমাত্রা ৩০°C থেকে ৩৫°C পর্যন্ত উঠাতে কী পরিমাণ তাপের প্রয়োজন? ক ২১ J খ ২১০ J ✅ ২১০০ J ঘ ২১০০০ J ৯. নিচের কোন সম্পর্কটি সঠিক? ✅ γ = ৩α এবং β = ২α খ γ = ২β এবং β = ২α গ ৩ ঘ ১০. একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা ৯৮.৪৪°F. হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? ক ৩৬.৯১°C খ ৩৬.৯০°F ✅ ৩৬.৮৯°C ঘ ৩৬.৮৮°C ১১. পানির আপেক্ষিক তাপ কত? ✅ ৪২০০ Jkg-1K-1 খ ২৮০০ Jkg-1K-1 গ ২১০০ Jkg-1K-1 ঘ ২০০০ Jkg-1K-1 ১২. এক জুল = কত ক্যালরী? ক ৪২ খ ৪.২ গ ২.৪ ✅ ০.২৪ ১৩. ক্যালরিমিতির মূলনীতি কোনটি? ক গৃহীত তাপ > বর্জিত তাপ ✅ গৃহীত তাপ = বর্জিত তাপ গ গৃহীত তাপ < বর্জিত তাপ ঘ বর্জিত তাপ < গৃহীত তাপ ১৪. একজন মানুষের দেহের তাপমাত্রা ১০০°F হলে, সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? ✅ ৩৭.৭৭°C খ ১০০°C গ ২১২°C ঘ ৩৭৩°C ১৫. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? ক -২৭৩ K ✅ ২৭৩ K গ ৩৭৩ K ঘ ১২৭৩ K ১৬. ২৫°C তাপমাত্রার পানি এবং ৬০°C তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে? ✅ ২৫°C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে খ ২৫°C তাপমাত্রার পানি তাপ বর্জন করবে গ ৬০°C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে ঘ উভয় প্রকার পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ১৭. কোন তাপমাত্রায় পানি ফুটতে থাকে? ক ৩২°F খ ১০০°F ✅ ২১২°F ঘ ৩৭৩°F ১৮. নিচের কোনটির আপেক্ষিক তাপ ২০০০Jkg-1K-1? ক কেরোসিন ✅ জলীয় বাষ্প গ বরফ ঘ পানি ১৯. নিচের কোন সম্পর্কটি সঠিক? ক α = ২β = ৩γ ✅ গ ২α = ২β = γ ঘ ৩α = ২β = γ ২০. ২ Kg ভরের পানির তাপমাত্রা ৫০°C বৃদ্ধি করতে কী পরিমাণ তাপশক্তির প্রয়োজন? ক ২.১ × ১০৫ J ✅ ৪.২ × ১০৫ J গ ৬.৭২ × ১০৫ J ঘ ৪৫.৩৬ × ১০৫ J ২১. ১০ মস পানির তাপমাত্রা 1 K বাড়াতে কত তাপের প্রয়োজন? ক ৪.২ × ১০৪ J খ ৪.২ × ১০৩ J গ ৪.২ × ১০৫ J ঘ ৪.২ × ১০২ J [সঠিক উত্তর : ৪২ J] ২২. বাষ্পীভবন পদ্ধতিতে পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? ক ৭০°C খ ১০০°C গ ১২০°C ✅ যেকোনো তাপমাত্রায় ২৩. মোমের ক্ষেত্রে- i. চাপ বাড়ালে গলনাঙ্ক হ্রাস পায় ii. চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায় iii. গলে তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক i ও ii ✅ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii ২৪. সুপ্ত তাপের মাধ্যমে- i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয় iii. বস্তুর আন্তঃআণবিক বন্ধন শিথিল হয় নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii ✅ ii ও iii ঘ i, ii ও iii ২৫. দুই টুকরো বরফের স্পর্শতলে চাপ বৃদ্ধি করলে- i. বরফের গলনাঙ্ক কমে যাবে ii. স্পর্শতলের উষ্ণতা বৃদ্ধি পাবে iii. স্পর্শতলের বরফ গলে যাবে নিচের কোনটি সঠিক? ক র খ i ও iii গ ii ও iii ✅ i, ii ও iii নিচের চিত্র হতে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও : চিত্র ঃ সময়ের সাপেক্ষে বিভিন্ন তাপমাত্রার চারটি কঠিন পদার্থের (A, B, C, D) অবস্থার পরিবর্তনের লেখচিত্র। ২৬. কোন পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি? ✅ A খ B গ C ঘ D ২৭. ১২ং পরে পদার্থগুলোর অবস্থা কিরূপ হবে? ক A কঠিন, B তরল খB তরল, C কঠিন গ A তরল, D তরল ✅ B কঠিন, C তরল একটি টেস্ট টিউবে কিছু মোম নিয়ে তার মধ্যে থার্মোমিটার রেখে ধীরে ধীরে সুষমভাবে তাপ দেওয়া হলো এবং প্রতি ৫ মিনিট অন্তর অন্তর পাঠ লিপিবদ্ধ করা হলো। এভাবে প্রাপ্ত তথ্য থেকে নিম্নের লেখচিত্রটি পাওয়া গেল। উল্লিখিত তথ্য থেকে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : ২৮. মোমের স্ফুটনাংক কত? ক ৪৫ ক ✅ ৪৫৩ K গ ০°C ঘ -২৭৩ K ২৯. লেখচিত্র থেকে পাওয়া যায় মোমের- i. আপেক্ষিক তাপ ii. গলনাঙ্ক iii. স্ফুটনাঙ্ক নিচের কোনটি সঠিক? ক র খ i ও ii ✅ ii ও iii ঘ i, ii ও iii তাপমাত্রা বনাম সময় লেখচিত্রটি লক্ষ করে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও : ৩০. সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় কত মিনিট? ক ৫ খ ১০ ✅ ১৫ ঘ ২০ ৩১. বরফ গলা পানির তাপমাত্রা স্ফুটনাংকে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? ক ১৫ ✅ ২০ গ ২৫ ঘ ৩৫ এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় MCQ অনুচ্ছেদ অনুযায়ী ৬.১ তাপ ও তাপমাত্রা 👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩২. তাপের আদান-প্রদান কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন) ক তাপের পরিমাণ ✅ তাপীয় অবস্থা গ পরিবেশ ঘ উপাদান ৩৩. কোনো বস্তুতে তাপ প্রদান করলে অণুগুলোর গতি কেমন হয়? (জ্ঞান) ✅ বেড়ে যায় খ কমে যায় গ স্থির থাকে ঘ কখনো বাড়ে, কখনো কমে ৩৪. পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে? (জ্ঞান) ক স্থিতিশীল ✅ গতিশীল গ স্থির ঘ প্রথমে গতিশীল, পরে স্থিতিশীল ৩৫. ত্রৈধবিন্দু তাপমাত্রায় পানি কয়টি অবস্থায়

এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ) Read More »

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নবম-দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এখানে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাই উত্তরগুলো পিডিএফ আকারে পেতে নিচে মেইল সহ কমেন্ট করুন। এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রশ্ন -১ → নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : রাজীবরা সপরিবারে সিলেটের জাফলং বেড়াতে যাবার জন্য একটি মাইক্রোবাসে রওনা হলো। সে যাত্রার শুরু থেকে সিলেট যাওয়া পর্যন্ত প্রতি ৫ সরহ পর পর গাড়ির স্পিডোমিটার থেকে বেগের মান তথা দ্রæতি লিখে নিল। বেগের মান পেল যথাক্রমে প্রতি ঘণ্টায় ১৮, ৩৬, ৫৪, ৫৪, ৫৪, ৩৬ ও ১৮ কিলোমিটার। ক. তাৎক্ষণিক দ্রæতি কী? খ. বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা কর। গ. প্রথম ৫ মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। ঘ. সংগৃহীত উপাত্ত দিয়ে বেগ-সময় লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা কর? ১নং প্রশ্নের উত্তর  ক. কোনো গতিশীল বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রæতিকে বস্তুটির প্রকৃত দ্রæতি বা তাৎক্ষণিক দ্রæতি বলে। খ. সময়ের সাথে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক ত্বরণ a  দ্বারা প্রকাশ করা হয়। t সময়ে কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তন w  হলে, কৌণিক ত্বরণ, a = এখানে w = গ.  এখানে, প্রথম 5 min পর বেগ, v = 18 km h–1                =  ms–1                = 5 m s–1 সময়, t = 5 min = 5 × 60 s = 300 s আদিবেগ, u = 0 প্রথম ৫ মিনিটে অতিক্রান্ত দূরত্ব, s =? সুতরাং, প্রথম ৫ মিনিটে গাড়িটি ৭৫০ স দূরত্ব অতিক্রম করে। ঘ. ছক কাগজের ঢ অক্ষ বরাবর সময় (ঃ) এবং ণ অক্ষ বরাবর বেগ (া) স্থাপন করে যে লেখ পাওয়া যায় তাকে বেগ-সময় লেখচিত্র বলা হয়। উদ্দীপক হতে প্রথম ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০ ও ৩৫ সরহ-এ বেগ যথাক্রমে ১৮, ৩৬, ৫৪, ৫৪, ৫৪, ৩৬ ও ১৮শসয১। তাহলে ঢ অক্ষে সরহ এককে সময় এবং ণ অক্ষে শস য১ এককে বেগ বিবেচনা করে ঢণ তলে (৫, ১৮), (১০, ৩৬), (১৫, ৫৪), (২০, ৫৪), (২৫, ৫৪), (৩০, ৩৬) ও (৩৫, ১৮) বিন্দুগুলো স্থাপন করি। লেখচিত্র হতে দেখা যায়, মাইক্রোবাসটি প্রথমে স্থির অবস্থান অর্থাৎ ঙ বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং লেখচিত্রের অ বিন্দু পর্যন্ত সমত্বরণে চলে। এরপর ত্বরণ শূন্য হয়ে যায় এবং ই বিন্দু পর্যন্ত সুষম বেগে চলে। এরপর মন্দন সৃষ্টি হয়। ফলে মাইক্রোবাসটির বেগ আস্তে আস্তে কমতে থাকে। অতএব, লেখচিত্র থেকে খুব সহজেই ত্বরণ, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনের হার নির্ণয় করা যায়। প্রশ্ন -২ → নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : হাত দিয়ে একটা কলম ধরে রাখ। কিছুক্ষণ পর তোমার হাতে ধরে থাকা কলমটিকে এদিক সেদিক নাড়তে থাক। ক. স্থিতি কাকে বলে? ১ খ. এদিক সেদিক নাড়তে থাকা কলমটির অবস্থান পরিবর্তনের ঘটনাকে কী বলে? ২ গ. তোমার সাপেক্ষে কলমের গতির অবস্থা ব্যাখ্যা কর। ৩ ঘ. কলমটির স্থিতি বা গতি সম্পূর্ণই আপেক্ষিক- বিশ্লেষণ কর। ৪ ২নং প্রশ্নের উত্তর  ক. সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ঐ বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে। আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি। খ. আমার হাতে থাকা কলমটি যখন এদিক সেদিক নাড়তে থাকি তখন কলমটির আশপাশের প্রত্যেকটি বস্তু থেকে কলমের দূরত্ব এবং দিক ক্রমাগত পরিবর্তন হচ্ছে। সময়ের সাথে কলমটির অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে কলমটির অবস্থানের পরিবর্তন ঘটে আর অবস্থানের এ পরিবর্তনের ঘটনাকে বলে গতি। গ. আমরা জানি, দুটি বস্তুর মধ্যকার আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না হলে একটিকে অপরটির সাপেক্ষে স্থির বা স্থিতিশীল বিবেচনা করা হয়। এ বিবেচনায়, আমি যখন কলমটি হাতে ধরেছিলাম তখন এটি আমার সাপেক্ষে স্থির ছিল। অপরদিকে, দুটি বস্তুর মধ্যকার আপেক্ষিক অবস্থানের পরিবর্তন হলে একটিকে অপরটির সাপেক্ষে গতিশীল বলে বিবেচনা করা হয়। তাই যখন হাতে ধরে থাকা কলমটিকে যতক্ষণই এদিক সেদিক নাড়তে থাকি ততক্ষণই কলমটি আমার সাপেক্ষে গতিশীল ছিল। নাড়ানোর সময় কলমের গতি স্পন্দন গতি হওয়ায় কিছুক্ষণ পরপর অতি সামান্য সময়ের জন্য কলমটি আমার সাপেক্ষে স্থির অবস্থানে আসে। ঘ. কলমের স্থিতি বা গতি বিবেচনা করা হয়েছিল আমার সাপেক্ষে। তাই এক্ষেত্রে কলমের গতির অবস্থা সম্পূর্ণই আপেক্ষিক। কিন্তু প্রকৃতপক্ষে আমার অবস্থান স্থির নয়। যদি স্থির থাকতাম তাহলে কলমের স্থিতি বা গতিকে পরম স্থিতি বা পরম গতি বলা হতো। বিবেচ্য স্থিতি বা গতির ক্ষেত্রে আমি নিজেই প্রসঙ্গ বস্তু বা ব্যক্তি। এ মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্যও তার গ্রহ, উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে। আমার অবস্থান পৃথিবী পৃষ্ঠে অবস্থিত হওয়ায় পৃথিবীর সাথে সাথে আমিও ঘুরছি। সুতরাং উদ্দীপকে বিবেচ্য গতির প্রসঙ্গ বস্তু স্থির নয়, বরং গতিশীল। তাই আমার সাপেক্ষে কলমের স্থিতি বা গতি সম্পূর্ণই আপেক্ষিক, পরম নয়। প্রশ্ন -৩ → নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : একটি গাড়ি ঢালু রাস্তা বরাবর নিচে নামছে। কোনো এক মুহূর্তে (সময় ঃ = ০) হতে শুরু করে পাঁচ সেকেন্ড পর পর এর বেগের পাঠ নিচের সারণি আকারে দেওয়া হলো। সময় (s) বেগ (kmh-1) বেগ (ms-1) 0 0 0 5 9 2×5 10 18 5×0 15 27 7×5 20 36 10×0 25 45 12×5 30 54 15×0 ক. ত্বরণের একক কী? ১ খ. সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ থেকে কীভাবে ত্বরণ পাওয়া যায় ব্যাখ্যা কর। ২ গ. তোমার পছন্দমতো সুবিধাজনক একক নিয়ে উদ্দীপকের সারণিতে বর্ণিত গতির জন্য বেগ-সময় লেখচিত্রটি অঙ্কন কর। ৩ ঘ. লেখচিত্র থেকে ১২ সেকেন্ডের সময় গাড়িটির বেগ ও ত্বরণ বের কর। ৪ ৩নং প্রশ্নের উত্তর  ক. ত্বরণের একক ms-2। খ. সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখ একটি মূল বিন্দুগামী সরলরেখা হয়। এ সরলরেখার ঢাল বস্তুর ত্বরণ নির্দেশ করে। চিত্রে p সরলরেখার ওপর যেকোনো বিন্দু। গ. ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগের মানসমূহ বসিয়ে লেখটি অঙ্কন করা হলো। ঘ. লেখচিত্রে সময় অক্ষ বরাবর t= ১২s মুহূর্তকাল নির্দেশক বিন্দুটির ওপর লম্ব আঁকি, তা লেখটিকে চ বিন্দুতে ছেদ করে। চ হতে ‘বেগ’ অক্ষের ওপর লম্ব টানলে সংশ্লিষ্ট বেগ ৬ms-1 পাওয়া যায়। সুতরাং ১২ সেকেন্ডের সময় গাড়িটির বেগ ৬ms-1 । এভাবে বিভিন্ন সময়ে গাড়িটির বেগ বিভিন্ন ছিল অর্থাৎ, গাড়িটি অসম বেগে নিচে নামছিল। আমরা জানি, ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। বেগ-সময় লেখের যেকোনো বিন্দুতে ঢাল নির্ণয় করলে প্রাপ্ত মান উক্ত বিন্দুতে ত্বরণ নির্দেশ করে। সুতরাং ১২ সেকেন্ডের ত্বরণ = বেগের পরিবর্তন/সময় ব্যবধান অতএব, লেখটি মূলবিন্দুগামী সরলরেখা বলে এক্ষেত্রে

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর Read More »

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

নবম-দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর দেখতে নিচে চোখ রাখুন। এখানে পর্যায়ক্রমে আরো সংক্ষিপ্ত প্রশ্ন যোগ করা হবে। নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন   জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন \ ১ \ প্রসঙ্গ কাঠামো কাকে বলে? উত্তর : যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। প্রশ্ন \ ২ \ ঘূর্ণন গতি কাকে বলে? উত্তর : যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। প্রশ্ন \ ৩ \ পর্যাবৃত্ত গতি কাকে বলে? উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। প্রশ্ন \ ৪ \ অসম বেগ কাকে বলে? উত্তর : কোনো গতিশীল বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে, সময়ের সাথে সরণের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তিত হয় তবে বস্তুর ঐ সরণের হারকে অসম বেগ বলে। প্রশ্ন \ ৫ \ গড় দ্রুতি কী? উত্তর : বস্তু যদি সুষম দ্রæতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে প্রাপ্ত অতিক্রান্ত দূরত্বই হলো গড় দ্রæতি। প্রশ্ন \ ৬ \ অসম ত্বরণ কাকে বলে? উত্তর : কোনো বস্তুর যদি নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হার সমান না থাকে, তাহলে সে ত্বরণকে অসম ত্বরণ বলে। প্রশ্ন \ ৭ \ মন্দন বা ঋণাত্মক ত্বরণ কাকে বলে? উত্তর : গতিশীল কোনো বস্তুর সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলে। প্রশ্ন \ ৮ \ ত্বরণের মাত্রা কত? উত্তর : ত্বরণের মাত্রা, [a] = [L] /[T2] = [LT-2]। প্রশ্ন \ ৯ \ সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখের প্রকৃতি কীরূপ হয়? উত্তর : সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখের প্রকৃতি মূল বিন্দুগামী সরলরেখা। প্রশ্ন \ ১০ \ সরণের একক কী? উত্তর : এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে সরণের একক মিটার (স)। প্রশ্ন \ ১১ \ দ্রæতি কী? উত্তর : সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারই দ্রæতি। প্রশ্ন \ ১২ \ দ্রæতির একক কী? উত্তর : এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে দ্রæতির একক মিটার/ সেকেন্ড (ms-1 ) । প্রশ্ন \ ১৩ \ দ্রæতির মাত্রা সমীকরণ লেখ। উত্তর : দ্রæতির মাত্রা সমীকরণ, [V] = [LT-1]। প্রশ্ন \ ১৪ \ গড়বেগ কাকে বলে? উত্তর : যেকোনো সময় ব্যবধানে কোনো বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে বস্তুটির গড়বেগ বলে। ⇔ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ⇔ প্রশ্ন \ ১ \ ‘এ মহাবিশ্বের সকল স্থিতিই আপেক্ষিক, সকল গতিই আপেক্ষিক’- ব্যাখ্যা কর।  উত্তর : পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে এবং পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। কিন্তু এ মহাবিশ্বের এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয়, যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্যও তার গ্রহ, উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে। আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। কাজেই আমরা বলতে পারি এ মহাবিশ্বের সকর স্থিতিই আপেক্ষিক, সকল গতিই আপেক্ষিক। প্রশ্ন \ ২ \ ‘স্পন্দনগতি এক প্রকার পর্যাবৃত্ত গতি’- ব্যাখ্যা কর। উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আবার, কোনো বস্তু যদি পর্যাকালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। সুতরাং দেখা যাচ্ছে, স্পন্দনগতি সম্পন্ন কোনো বস্তু তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই বেগে এই দিক হতে অতিক্রম করে বলে সংজ্ঞানুসারে এর গতি পর্যাবৃত্ত গতিও বটে। তাই স্পন্দনগতি এক প্রকার পর্যাবৃত্ত গতি। প্রশ্ন \ ৩ \ ‘সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়’- ব্যাখ্যা কর। উত্তর : যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। অপরদিকে, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথ কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তাহলে দেখা যাচ্ছে, ঘূর্ণন গতিসম্পন্ন কোনো বস্তুর বৃত্তাকার গতিপথের যেকোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করতে হয় বলে ঘূর্ণন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতিও বটে। তবে সকল পর্যাবৃত্তগতি সম্পন্ন বস্তুর গতি ঘূর্ণন গতি নয়, যেমন : অল্প বিস্তারে সরল দোলকের গতি, যা পুরোপুরি রৈখিক গতি। প্রশ্ন \ ৪ \ কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রæতি শূন্য নাও হতে পারে- ব্যাখ্যা কর। উত্তর : কোনো বস্তু একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসে তাহলে তার সরণ শূন্য হয়। আমরা জানি, গড়বেগ = মোট সরণ/মোট সময় । এক্ষেত্রে যেহেতু মোট সরণ শূন্য, তাই গড়বেগও শূন্য। কিন্তু গড় দ্রæতি = মোট অতিক্রান্ত দূরত্ব/মোট সময়। এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, তাই গড় দ্রæতিও শূন্য হয় না। সুতরাং কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড়দ্রæতি শূন্য নাও হতে পারে। প্রশ্ন \ ৫ \ সুষম বেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময়ের লেখ প্রকৃতি ব্যাখ্যা কর। উত্তর : যখন বস্তু সুষম বেগ চলে, তখন এটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সুতরাং X অক্ষের দিকে সময় t এবং Y অক্ষের দিকে দূরত্ব (S) নিয়ে দূরত্ব-সময় লেখ আঁকলে একটি সরলরেখা হবে। প্রশ্ন \ ৬ \ কোনো বস্তুর ত্বরণ ৫ ms-2 পশ্চিম দিকে বলতে কী বোঝায়? উত্তর : কোনো বস্তুর ত্বরণ ৫ ms-2 পশ্চিম দিকে বলতে বুঝায় বস্তুটির বেগ পশ্চিম দিকে প্রতি সেকেন্ডে ৫ ms-1 বৃদ্ধি পায়। এ বেগ বৃদ্ধির দিক হলো আদি অবস্থান থেকে সোজা পশ্চিম দিকে। প্রশ্ন \ ৭ \ কোনো গাড়ির দ্রæতি ৫০ kmh-1 বলতে কী বোঝ? উত্তর : কোনো গাড়ির দ্রæতি ৫০ kmh-1 বলতে বুঝায়- গাড়িটি প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। গাড়িটির অবস্থান পরিবর্তনের হার ৫০ kmh-1 । এ অবস্থান পরিবর্তনের হার সরল অথবা বক্রপথে যেকোনো দিকে হতে পারে। প্রশ্ন \ ৮ \ বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ণয় কর। উত্তর : যদি কোনো বস্তু ঃ সময়ে নির্দিষ্ট দিকে ং দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ, V = । বা, বেগ = সরণ/সময়। আবার, কোনো বস্তুর আদিবেগ যদি u হয় এবং

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর Read More »

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা প্রশ্ন ও সমাধান

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা প্রশ্ন ও সমাধান

নবম-দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা প্রশ্ন ও সমাধান এখানে প্রকাশ করা হলো। এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গাণিতিক সূত্রাবলী সহ এসএসসি বোর্ড পরীক্ষায় গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলী নিয়ে আজকের পোস্টটি সাজানো হয়েছে। এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা এসএসসি পদার্থবিজ্ঞান 2য় অধ্যায় গাণিতিক সূত্রাবলী সূত্রাবলী প্রতীক পরিচিতি ⇒   a =  u = আদিবেগ v = শেষবেগ a = ত্বরণ t = সময় ⇒   v = u + at u = আদিবেগ v = শেষবেগ a = ত্বরণ t = সময় ⇒   s = ut + at2 s = সরণ ⇒   v2 = u2 + 2as  s = সরণ ⇒   v =   s = সরণ t = সময় v = গড়বেগ ⇒   s = t   u = আদিবেগ v = শেষবেগ t = সময় s = সরণ ⇒   v = u + gt  h = ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা g = অভিকর্ষজ ত্বরণ ⇒   h = t u = আদিবেগ v = শেষবেগ ⇒   h = ut + gt2  u = আদিবেগ ⇒   v2 = u2 + 2gh u = আদিবেগ v = শেষবেগ   এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা প্রশ্ন দুরুত্ব, সরণ, দ্রুতি, বেগ ও ত্বরণ সংক্রান্ত গাণিতিক সমস্যা ১। উপরের গ্রাফ থেকে একটি ত্বরণ-সময় লেখচিত্র অঙ্কন কর । গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা কর। (ঢা.বো ২১) ২। নিচে একটি গাড়ির বেগ, সময় তথ্য দেওয়া হলো। সময়(s) 0 5 10 15 20 25 30 35 40 বেগ ( ms-1) 0 5 10 15 20 20 20 15 10 তথ্যের ভিত্তিতে বেগ-সময় লেখচিত্র অঙ্কন কর। ৩। একটি গাড়ির প্রতি 5 sec পরপর গতিবেগ সংগ্রহ করে লিপিবদ্ধ করা হলো। (ঢা.বো ২১) সময়(s) 0 5 10 15 20 25 বেগ ( ms-1) 0 10 20 30 40 50   উল্লিখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষন কর।(কু.বো ২১) ৪। নিচে একটি গতিশীল গাড়ির বেগ-সময় লেখচিত্র দেওয়া হলো। সময়(s) 0 5 10 15 20 25 30 35 40 বেগ ( ms-1) 0 5 10 15 20 20 20 15 10   উপরের ছক হতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ কর। ৫। স্থির অবস্থায় থাকা 5kg ভরের একটি বস্তুর উপর 5N বল 4s ধরে কাজ করছে। তার 4s পর 10N বল আবার 4s ধরে কাজ করছে। বেগ-সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ কর। (ঢা.বো ২০) ৬। একটি 5000kg ভরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে বেগ 10m/s হয়। গাড়িটির ত্বরণ নির্ণয় কর। উ: 0.2ms-2 (সি.বো ২০) ৭। একটি সাইকেল চলার গতিপথ ও সময় নিম্নরুপ। তথ্যের আলাকে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় কর। উ: 1.11ms-1 (য.বো ২০) ৮। সময়(s) 0 8 16 24 32 40 48 বেগ ( ms-1) 0 4 8 8 8 4 0 উপরের চার্টে একটি চলন্ত গাড়ির বেগ এবং সময়ের তথ্য দেওয়া আছে। উপরের চার্ট থেকে ত্বরণ-সময় লেখ অঙ্কন কর এবং প্রকৃতি বিশ্লেষণ কর। ((ব.বো ২০) ৯। একটি গতিশীল গাড়ি সংশ্লিষ্ট তথ্য নিচের সারণিতে উপস্থাপন করা হলো। সময়(s) 0 12 24 36 48 60 দুরুত্ব (মিটার) 0 6 12 18 24 30   দুরুত্ব-সময় লেখচিত্র অঙ্কন কর এবং প্রাপ্ত লেখচিত্র X অক্ষের সাথে 450 কোণে আনত কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। (ম.বো ২০) ১০। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের ছকটি নিম্নরুপ: সময়(s) 0 10 20 30 40 50 60 70 বেগ ( ms-1) 0 2 4 6 8 10 12 14   উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বেগ-সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডের মুহুর্তে বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা কর। (চ.বো ২০) ১১। লেখচিত্র-১ ও লেখচিত্র-২ এর বিভিন্ন অংশের গতির তুলনামূলখ আলোচনা কর। (ব.বো ১৯) ১২। নিম্নে একটি গাড়ির বেগ-সময় লেখচিত্রের সাহায্যে দেখানো হলো: (I) লেখচিত্রে OX কত সময় তা গাণিতিকভাবে বিশ্লেষন কর। (II) গাড়িটি B বিন্দু থেকে E বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণের কিরুপ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর। (দি.বো ১৯) ১৩। অতিক্রান্ত দুরুত্ব নির্ণয় কর। ১৪। নিচে একটি গতিশীল গাড়ির বেগ-সময় তথ্য দেওয়া হলো। সময়(s) 0 5 10 15 20 25 30 35 40 বেগ ( ms-1) 0 5 10 15 20 20 20 15 10   গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দুরুত্ব নির্ণয় কর। সম্পূর্ণ গতিপথে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে- ব্যাখ্যা কর। (ঢা.বো-২১) উ: 550m, দুইবার। ১৫। ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দুরুত্ব 1.8km। সে স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড 0.5ms-2 সুষম ত্বরণে, পরবর্তী 2.5 মিনিট সমবেগে এবং শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয়। প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দুরুত্ব ফতিক্রম করে। এবং উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌছতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। (রা.বো ২১) উ: 500m, পারবে। ১৬। একটি বন্দুক থেকে 40ms-1 বেগে ছোড়া গুলি 50m দুরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01sec পর থেমে গেল। বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে? উ: 1.25s (কু.বো ২১) ১৭। শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে A ও B দুইটি বাসযোগে যাত্রা শুরু করলো। A বাসটি 4×10-2 kms-2 সুষম ত্বরণে এবং B বাসটি 200m পিছন থেকে 4×10-2 kms-1 সমবেগে গন্তব্যস্থলে পৌছাল। i) যাত্রা শুরুর কত সময় পরে বাস দুইটির বেগ সমান হবে? ii) যাত্রাপথে দুইটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে?         গাণিতিক উদাহরণ \1\ একটি গাড়ির বেগ 5 ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10s পরে 45 ms-1 হয়। গাড়িটির ত্বরণ বের কর। গাণিতিক উদাহরণ \2 \ একটি গাড়ির বেগ 20 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4s পরে 4 ms-1 হয়। গাড়িটির ত্বরণ বের কর। গাণিতিক উদাহরণ \3 \ স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 m s-2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 ms-1 হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? গাণিতিক উদাহরণ \4 \ 54 km h-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5s যাবত 4 m s-2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষবেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? গাণিতিক উদাহরণ \5 \ সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 m s-2 সুষম ত্বরণে চলার সময় 80 m দূরত্বে রাস্তার পাশে দাuড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে? গাণিতিক উদাহরণ \6 \ 50 m উচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভ‚পৃষ্ঠকে আঘাত করবে? g= 9·8 m s-2 সমস্যা \ 7 \ 36 kmh-1 বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50s- এ থামান হল। গাড়িটির ত্বরণ কত? এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? সমস্যা \

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা প্রশ্ন ও সমাধান Read More »

এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি বহুনির্বাচনী ssc physics chapter 2 mcq

এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি বহুনির্বাচনী ssc physics chapter 2 mcq

নবম-দশম বা এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই দ্বিতীয় অধ্যায় গতি এর সকল ধরনের এমসিকউ দেওয়া হলো যা শিক্ষার্থীরা অনুশীলন করলে গতি অধ্যায়ের mcq প্রস্তুতি সম্পূর্ণ হবে। এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. ত্বরণের একক কোনটি? ক ms-1 √ ms-2 গ Ns ঘ kgs-2 ২. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি? ক রৈখিক গতি খ উপবৃত্তাকার গতি √ পর্যাবৃত্ত গতি ঘ স্পন্দন গতি ৩. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের- ক সমানুপাতিক √ বর্গের সমানুপাতিক গ ব্যস্তানুপাতিক ঘ বর্গের ব্যস্তানুপাতিক ৪. একটি বস্তু স্থির অবস্থান থেকে a সমত্বরণে চলছে। নির্দিষ্ট সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে- i. s=(v+u)t/2 ii. s=ut+1/2at2 iii. s2=u2+2a নিচের কোনটি সঠিক? ক র খ রর গ ii ও iii ঘ i, ii ও iii [বি. দ্i. : সঠিক উত্তর i ও ii] ৫. নিচের বেগ-সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? ক A                খ B √ C                ঘ D ৬. সরল দোলকের গতি কি রকম গতি? ক রৈখিক খ উপবৃত্তকার গ ঘূর্ণন √ স্পন্দন ৭. নিচের কোনটি ভেক্টর রাশি? ক কাজ খ তাপমাত্রা গ দ্রæতি √ সরণ ৮. নিচের কোনটি ভেক্টর রাশি? ক তাপমাত্রা খ সময় √ ভরবেগ ঘ তড়িৎ প্রবাহ ৯. নিচের কোনটি স্কেলার রাশি? ক বেগ খ বল গ ত্বরণ √ শক্তি ১০. ১০ m ব্যাসবিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির এক-চতুর্থাংশ অতিক্রম করলে সরণ কত হবে? √ ৭·৮৫৪ m      খ ৭·০৭১ m     গ ৫ m     ঘ  ২·৫ m ১১. বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে? ক বেগ খ দূরত্ব গ ত্বরণ √ দ্রæতি ১২. একটি গাড়ির বেগ ৩০ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5s পরে ১০ms-1 হয়, গাড়িটির ত্বরণ কত? ক − ৮ms-2 খ ৮ms-2 √ − ৪ms-2 ঘ ৪ms-2 ১৩. বেগ নির্ণয়ের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ক ন্যানোমিটার √ স্পিডোমিটার গ হাইড্রোমিটার ঘ ব্যারোমিটার ১৪. কোনো গাড়ির বেগ ১৫ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে ১০ sec পরে ৭৫ms-1 হয়। গাড়িটির ত্বরণ কত? ক ২ ms-2 খ ৩ ms-2 √ ৬ ms-2 ঘ ৫ ms-2 ১৫. গতির সমীকরণ কয়টি? ক দুইটি খ তিনটি √ চারটি ঘ পাঁচটি ১৬. ১০০ kg ভরের একটি বস্তুর উপর ২ সেকেন্ড যাবৎ ২০০ঘ বল প্রয়োগ করলে, বেগ কী পরিমাণ বৃদ্ধি পাবে? √ ৪ ms-1 খ ২ ms-1 গ ১ ms-1 ঘ ০ ms-1 ১৭. নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? ক চন্দ্র ও সূর্য √ পৃথিবী ও বই গ বুধ ও শুক্র ঘ চেয়ার ও টেবিল ১৮. ৫০ m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগ ভ‚-পৃষ্ঠকে আঘাত করবে? ক ২১·১ ms-1 খ ২৩·৩ ms-1 গ ৩০·৩ ms-1 √ ৩১·৩ ms-1 ১৯. কোন লেখচিত্রটি স্থির অবস্থান থেকে বস্তুর সুষম ত্বরণের চলার পথ নির্দেশ করে? ২০. পর্যাবৃত্ত গতি হচ্ছে- i. সরলদোলকের গতি ii. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি iii. কম্পনমান সুরশলাকার গতি নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii ২১. মহাকর্ষ হলো- i. পৃথিবী ও সূর্যের মধ্যে আকর্ষণ ii. চাঁদ ও সূর্যের মধ্যে আকর্ষণ iii. বই ও পৃথিবীর মধ্যে আকর্ষণ নিচের কোনটি সঠিক? ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii নিম্নে একটি গাড়ির নির্দিষ্ট সময় পরপর তার সরণের একটি সারণি দেওয়া হলো : সময় (s) 0 10 20 30 40 বেগ(ms−1) 0 5 10 10 5 উদ্দীপকের আলোকে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও : ২২. যাত্রার ১০s পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? ক ৫০ m √ ২৫ m গ ৫ m ঘ ২ m ২৩. স্থির অবস্থান হতে প্রতি ১০ সেকেন্ড পরপর গাড়িটির গতির প্রকৃতি সম্পর্কে নিচের কোনটি সত্য? ক সমত্বরণ, সমবেগ ও সমমন্দন √ সমবেগ, সমত্বরণ ও সমবেগ গ সমবেগ, সমত্বরণ ও সমমন্দন ঘ সমত্বরণ, সমমন্দন ও সমবেগ নিচের সারণেিত একটি গাড়ির সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হলো : সময় (s) 0 5 10 15 20 25 30 35 40 বেগ (ms−1) 0 1 2 3 4 4 4 1 0 উদ্দীপকের সারণি থেকে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও : ২৪. ২০s-এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত স (মিটার) হবে? ক ৮০ খ ৭০ গ ৬০ √ ৪০ ২৫. গাড়িটির বেগ বিশ্লেষণের ক্ষেত্রে- √ প্রথমে সমত্বরণে যাত্রা শুরু করে খ কিছু সময় সমবেগে চলে পরে সমত্বরণে চলে গ শুরু থেকে শেষ পর্যন্ত সমত্বরণে চলে ঘ প্রথমে মন্দনে পরে সমবেগে চলে পড়ার সময় একটু মনে রাখবেন ( ং  ‍=s, স=m) এরকম কয়েকটি ২.১ স্থিতি ও গতি  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৬. যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে? (জ্ঞান) ক প্রসঙ্গ বিন্দু খ মূল বিন্দু √ প্রসঙ্গ কাঠামো ঘ প্রসঙ্গ বস্তু ২৭. তোমার বাসার গেট থেকে তোমার স্কুল ১ কিলোমিটার পূর্বদিকে। এখানে প্রসঙ্গ কাঠামো কোনটি? (অনুধাবন) √ স্কুল খ গেট গ যেকোনো বস্তু ঘ চলন্ত গাড়ি ২৮. সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে কী বলে? (জ্ঞান) √ স্থিতিশীল বস্তু খ গতিশীল বস্তু গ পরম স্থিতি বস্তু ঘ পরম গতিশীল বস্তু ২৯. সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাকে কী বলে? (জ্ঞান) ক স্থিতিশীল বস্তু √ গতিশীল বস্তু গ পরমস্থিতি বস্তু ঘ পরম গতিশীল বস্তু ৩০. সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে কী বলে? (জ্ঞান) ক স্থিতি খ বল গ বেগ √ গতি ৩১. সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে কী বলে? (জ্ঞান) √ স্থিতি খ গতি গ বেগ ঘ ত্বরণ ৩২. গতিশীল বস্তুর উদাহরণ নিচের কোনটি? (অনুধাবন) ক গাছপালা খ ঘরবাড়ি √ চলন্ত গাড়ি ঘ বৈদ্যুতিক খুঁটি ৩৩. তামিম দাঁড়িয়ে আছে। তার অবস্থান নিচের কোনটি? (অনুধাবন) √ স্থিতি খ গতি গ পরমস্থিতি ঘ পরমগতি ৩৪. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কয়ভাবে হতে পারে? (জ্ঞান) ক এক √ দুই গ তিন ঘ চার ৩৫. চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে? (অনুধাবন) ক পরম স্থিতি √ আপেক্ষিক স্থিতি গ আপেক্ষিক গতি ঘ পরম গতি ৩৬. কোনো বস্তু স্থির না গতিশীল তা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন) ক দর্শকের ওপর খ স্থির বস্তুর ওপর গ গতিশীল বস্তুর ওপর √ প্রসঙ্গ কাঠামোর ওপর ৩৭. পৃথিবীর গতি

এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি বহুনির্বাচনী ssc physics chapter 2 mcq Read More »

এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি গাণিতিক সমস্যা ও সমাধান

এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি গাণিতিক সমস্যা ও সমাধান

নবম দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি গাণিতিক সমস্যা ও সমাধান আজকের পোস্টে দেওয়া হবে। পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি গাণিতিক সমস্যা এসএসসি  পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায়ের সূত্রাবলি W= mas এসএসসি  পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায়ের গাণিতিক সমস্যা কাজ সম্পর্কিত গাণিতিক সমস্যাবলি ১। 200N বল প্রয়োগ করে একটি বস্তুকে বরের দিকে 10m সরানো হলো। কাজের পরিমাণ নির্ণয় কর। (W=Fs) ২। 90m গভীর খনি থেকে 50kg লোহা তুলতে কত কাজ করতে হবে? (W=mgs) ৩। 40kg ভরের একজন বালক প্রতিটি 20cm উচু ২০ টি সিড়ি অতিক্রম করতে 10s সময় নেয়। বালকের কৃতকাজ/বিভবশক্তি নির্ণয় কর।(W=mgh) ৪। 10kw ক্ষমতার তড়িৎ মোটর 20m উচু বাড়ির ছাদে 400kg রড 30s এ তুলতে পারে। মোটর দ্বারা কৃতকাজ ‍ও কর্মদক্ষতা বের কর। (W=mgh) ৫। সময় s 0 1 2 3 4 বেগ ms-1 0 5 10 15 20   উপরের সারণিতে একটি গাড়ির বিভিন্ন সময়ে বেগ দেওয়া হলো। গাড়িটির উপর কৃতকাজ নির্ণয় কর। (a=v-u/t), s=(u+v/2)t, w=Fs, উত্তর ২০০m J ৬। শামীম একটি স্প্রিং এর উপর 800J কাজ করায় তা 8cm সংকুচিত হয়। স্প্রিংটির উপর কৃতকাজ যদি বস্তুর উপর করা হয়, তবে বস্তুটির ভূমির সমান্তরালে কত দুরুত্ব অতিক্রম করবে? (W=Fs) ৭। লেখচিত্রে বিভিন্ন অংশে গাড়ির কৃতকাজ বিশ্লেষণ কর।(a=v-u/t), s=(u+v/2)t, w=Fs ক্ষমতা সম্পর্কিত গাণিতিক সমস্যাবলি ৮। 5kg ভরের একটি বস্তুকে ভুমি থেকে 60m উচুতে উঠাতে যদি ২মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে। উত্তত: 24.5 w ৯। একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300m উচুতে উঠাতে পারে। মোটরটির কার্যকর ক্ষমতা কত? উ: 9.8kw ১০। 200gm ভরের একটি বস্তুকে 10m উপরে তুলতে 1N বল প্রয়োগ করা হলো। এজন্য সময় লাগে 5s। বস্তুটি উপরে তুলতে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে। P=Fs/t, উ: 2w ১১। 40kg ও 50kg ভরের দুইজন বালক প্রতিটি 20cm উচু 20 টি সিড়ি অতিক্রম করতে যথাক্রমে 10s ও 18s সময় নেয়। দ্বিতীয় বালকের কৃতকাজ বেশি হলেও প্রথম বালকের ক্ষমতা বেশি। গাণিতিকভাবে বিশ্লেষণ কর। ১২। 100m গভীর কুয়া থেকে একটি পাম্পের  সাহায্যে প্রতি মিনিটে 1500 লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পের কর্মদক্ষতা 70%। পাম্পের ক্ষমতা নির্ণয় কর। পাম্প কর্তৃক অপচয়কৃত শক্তির পরিমাণ কত? উ: 35kw, 30% ১৩। একটি রিজার্ভার থেকে 30m উচু দালানের ছাদে অবস্থিত ট্যাঙ্কে পানি তোলার জন্য 2kw এর একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পটি 2 মিনিট চালালে কত পানি তোলা যাবে? ‍উ: 816.3kg ১৪। ভূ-পৃষ্ঠের 20m নিচ হতে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 600kg পানি ওঠানো হয়। যদি পানি বাইরে আসার বেগ 5ms-1 হয়, তবে পাম্পের ক্ষমতা কত? উ: 2.085kw ১৫।  একটি জলবিদুৎ পাওয়ার স্টেশন একটি লেক থেকে পানি সংগ্রহ করে যার পারি স্তরের উচ্চতা টার্বাইন থেকে 50m উচ্চতায় অবস্থিত। দক্ষতা 50% ধরে নিয়ে 1Mw ক্ষমতা পাওয়ার জন্য প্রতি সেকেন্ডে টার্বাইন দিয়ে প্রবাহিত পানির ভর নির্ণয় কর। গতিশক্তি ও বিভবশক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যাবলি ১৬। ভুমি থেকে সাদিক 10ms-1 বেগে একটি 0.2gm ভরের পাথর উপরের দিকে ছুঁড়ে দিল। সর্ব্বোচ্চ উচ্চতায় পাথরটির বিভব শক্তি কত নির্ণয় কর। উ: 0.01J ১৭। একজন ব্যাটসম্যান 250gm ভরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায় বলটি 40.5J শক্তি লাভ করে খাড়া উপরের দিকে উঠে গেল। উপরের দিকে উঠার মুহূর্তে বলটির বেগ নির্ণয় কর। উ: 18ms-1 ১৮। 500gm ভরের একটি আম 10m উচ্চতায় একটি আমগাগে ঝুলছে। আমটি বৃক্ষচূত হয়ে 3m অতিক্রম করার র কোনো স্থানে আটকে গেল। আটকেপড়া অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় কর। উ: 34.3J (দি.বো ২১) ১৯। 49ms-1 বেগে একটি বস্তু ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির এক-চতুর্থাংশ হবে নির্ণয় কর। উ: 98m (ঢ.বো ২১) ২০। উপরের চিত্রে 5kg ভরের একটি বস্তু A বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে। A, B এবং C বিন্দুতে মোট শক্তি সমান হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। উ: সমান (রা.বো ২১) ২১। 2KG ভরের একটি বস্তুকে 30MS-1 বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে বস্তুটির পুরো গতিশক্তি বিভব শক্তিতে রুপান্তরিত হবে। কত উচ্চতায় বস্তুটির পুরো গতিশক্তি বিভব শক্তিতে রুপান্তরিত  হবে। উ: 45.92m (রা.বো ২১) ২২। একজন বিমানযাত্রি ভূ-পৃষ্ঠ থেকে 220 m উচুতে থাকাকালীন সময়ে 6kg একটি পাথর ছেড়ে দিল। এতে পাথরটি সরাসরি ভূ-পৃষ্ঠে পতিত হল। ভূ-পৃষ্ঠে থেকে কত উচ্চতায় পাথরের গতিশক্তি বিভব শক্তির এক পঞ্চমাংশ হবে? উ: 183.33m (য.বো ২১) ২৩। একজন বিমানযাত্রি ভূ-পৃষ্ঠ থেকে 220 m উচুতে থাকাকালীন সময়ে 6kg একটি পাথর ছেড়ে দিল। এতে পাথরটি সরাসরি ভূ-পৃষ্ঠে পতিত হল। ভূ-পৃষ্ঠ থেকে 40m উচ্চতায় এবং বিমান থেকে পাথর ফেলে দেওয়ার 5s পর মোট শক্তির কিরুপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। ২৪। একজন বালক 2kg ভরের একটি বস্তুকে 9.8ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচচতায় উঠে বস্তুটি ভূ-পৃষ্ঠে পতিত হয়। ঐ বস্তুটিকে অর্ধেক আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে শক্তির নিত্যতার সূত্রের আলোকে ঘটনাটি ব্যাখ্যা করো। ব.বো-২১ ২৫। 500gm ভরের একটি আম  10m উচ্চতায় একটি আমগাছে ঝুলছে। আমটি বস্তুচূত হয়ে মুক্তভাবে ভূ-পৃষ্ঠে পড়লে শক্তির সংরক্ষণশীল নীতিকে সমর্থন করে কিনা? গাণিতিকভাবে ব্যাখ্যা কর। দি.বো-২১ ২৬। M অবস্থানে বস্তুটির বেগ নির্ণয় কর। ম.বো-২১ উ: 6ms-1 ২৭।  A অবস্থান থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে B ও C বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তির পরিবর্তনের গাণিতিক ব্যাখ্যা দাও। (ম.বো-২১) ২৮। 4kg ভরের একটি বস্তুকে 40ms-1 বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? (ঢা.বো-২০) উ: 54.42m ২৯। 500gm ভরের একটি বস্তু  A কে 196m উচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। ভূমি থেকে কত উচ্চতায় A বস্তুর গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে। (দি.বো-২০) উ: 98m ৩০। 25.225 mm ব্যাসার্ধ এবং 7.80gm/cc ঘনত্বের একটি গোলককে ভূমি হতে 50m উচ্চতায় নিয়ে স্থির অবস্থান হতে ছেড়ে দেওয়া হলো। ভূমি হতে 15 m উচ্চতায় গতিশক্তি ও বিভবশক্তির মধ্যে কোনটির পরিমাণ বেশি হবে? গাণিতিক বিশ্লেষণ কর। (য.বো-২০) উ: গতিশক্তি ৩১। 588w ক্ষমতার একজন লোক 300kg ভরের একটি ক্রিকেট বলকে 40ms-1 বেগে উপরের দিকে ছুড়ে দিলেন। কত উচ্চতায় ক্রিকেট বলটির বিভবশক্তি ও গতিশক্তি সমান হবে। উ: 40.82m (চ.বো-২০) ৩২। 200gm ভরের একটি বস্তু B কে 30ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। B বস্তুর নিক্ষেপের মুহুর্তে এবং নিক্ষেপের 2 sec পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে। গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর। (দি.বো-২০) ৩৩। চিত্রের বস্তুটির ভর 50g এবং বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেয়া হলো। C বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ। বস্তুটির মোট শক্তি C ও D বিন্দুতে একই থাকে। গাণিতিক বিশ্লেষনের মাধ্যমে ব্যাখ্যা কর। ৩৪। চিত্রে A অবস্থান থেকে বস্তুটি B বিন্দুতে বিনা বাধায় নেমে আসে এবং এর গতিশক্তি হয় 1960J. A থেকে B অবস্থানে বস্তুটির দুরুত্ব নির্ণয় কর। উ 20m

এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি গাণিতিক সমস্যা ও সমাধান Read More »