প্রথম শ্রেণি

প্রথম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর

প্রথম শ্রেণির বাংলা প্রশ্ন ক) ব্যাঙের ছাতা কোথায় ? = ব্যাঙের ছাতা গাছের তলায় । খ) বউ কীসের পালকিতে চড়বে? = বউ সোনার পালকিতে চড়বে। গ) কাক বনে যেতে চাইলো কেন? = কাক খাবারের খোজে বনে যেতে চাইলো। ঘ) ঘাসের রঙ কি ? = ঘাসের রঙ সবুজ। ঙ) রুবির ভাইয়ের নাম কি? = রুবির ভাইয়ের নাম অনি। চ) শিউলি ফুলের বোটার রঙ কেমন? = শিউলি ফুলের বোটার রঙ কমলা রঙ্গের মত। ছ) সূর্য কোন দিকে উঠে ? = সূর্য পূর্ব দিকে উঠে। জ) সরষে ফুলের রং কী ? = সরষে ফুলের রং হলুদ। ঞ) ব্যাঙের মাথা কোথায় ডুবে? = ব্যাঙের মাথা ডেবায় ডুবে। ট) আমরা কখন ঘুম থেকে উঠি? = ভোরে ঘুম থেকে উঠি। ঠ) হনহন পনপন কবিতাটি কে লিখেছেন? = হনহন পনপন কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায় । প্রথম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর ক। চাঁদা ভাই কী করে ? উত্তর: চাঁদা ভাই রোজ সকালে খুকুর কপালে টিপ দেয়। খ। আমরা কোন কোন সময় হাত দুই? উত্তর: আমরা খাওয়ার আগে ও পরে হাত ধুই। গ। ঝড়ের দিনে কি করতে সুখ লাগে? উত্তর: ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। ঘ। কী গলায় দিয়ে মামার বাড়ি যাই? উত্তর: ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঙ। মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন ? উত্তর:মামার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দীন। চ। রুবির বাগানে কী আছে ? উত্তর: রুবির বাগানে আছে নানা রকম ফুলের গাছ। ছ। কার পিপাসা পেল? উত্তর: পিঁপড়ে ও ঘুঘু গল্পে পিঁপড়ের পিপাসা পেল। জ। কে পিঁপড়ের বন্ধু হলো। উত্তর: ঘুঘু পিঁপড়ের বন্ধু হলো। ঝ। আমাদের মহানবির নাম কী? উত্তর: আমাদের মহানবীর নাম হযরত মুহাম্মদ (স;) ঞ। লোকটির হাতে কী ছিলো ? উত্তর: লোকটির হাতে একটি পাখির বাসা ছিল। ট। মা পাখিটা বাচ্চাদের কী দিয়ে ঢেকে রাখলো ? উত্তর: মা পাখিটা বাচ্চাদের ডানা দিয়ে ডেকে রাখল। ঠ। মহানবী (স:) কাদের নিয়ে বসে আছেন ? উত্তর: মহানবী (স:) সাথীদের নিয়ে বসে আছেন। ড। সকল ছেলে কোথায় ছুটে বেড়ায় ? উত্তর: সকল ছেলে বনে ও মাঠে ছুটে বেড়ায় । ঢ। খুকু কখন ঘুম থেকে উঠে ? উত্তর: খুকু ভোর সকালে ঘুম থেকে উঠে। ণ। তোমার বাংলা বইয়ের নীতি বাক্যটি কী? উত্তর: বড়দের সম্মান করা। ত। মৌচাকে কী আছে ? উত্তর: মৌচাকে মৌ আছে। থ। বাংলা বছরের প্রথম মাসের নাম কী? উত্তর: বাংলা বছরের প্রথম মাসের নাম বৈশাখ। দ। সহপাঠি কারা? উত্তর: যারা আমার সাথে লেখা পড়া করে তারাই সহপাঠী। ধ। বৃষ কীভাবে এলো? উত্তর: বৃষ এলো দৃঢ় পায়ে। ন। কে তৃন খায় ? উত্তর: মৃগছানা তৃন খায়। প্রথম শ্রেণির বাংলা অতিরিক্ত প্রশ্ন ক) কারা বাঙ্গালীদের উপর হামলা করল? উত্তর ঃ পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করল । খ) কে মুক্তিযোদ্ধাদের ডাক দিলেন ? উত্তর ঃ শেখমুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের ডাক দিলেন । গ) মুক্তিযুদ্ধের শেষে কারা হার মানল? উত্তর ঃ মুক্তিযুদ্ধের শেষে পাকিস্তানিরা হার মানল। ঘ) শিকারী তীর ছুরতে গেলে পিপড়া কী করল? উত্তর ঃ শিকারী তীর ছুরতে গেলে পিপড়া তার পায়ে কামড় বসিয়ে দিল। ঙ) পিঁপড়ে কাকে কামর দিল? উত্তর ঃ পিঁপড়ে শিকারীকে কামর দিল। চ) আমাদের দেশকে কী বলা হয় ? উত্তর ঃ আমাদের দেশকে ধানের দেশ, গানের দেশ বলা হয় ছ) আমাদের বড় নদীগুলোর ন াম কী? উত্তর ঃ আমাদের বড় নদীগুলোর নাম হলো পদ্মা ,মেঘনা ,যমুনা। জ) কত দিনে এক সপ্তাহ ? উত্তর ঃ সাত দিনে এক সপ্তাহ । ঝ) ছুটির দিন কী বার ? উত্তর ঃ শুক্রবার ঞ) কে পিঁপড়ের সামনে একটি পাতা ফেলে দিল? উত্তরঃ ঘুঘু পিঁপড়ের সামনে একটি পাতা ফেলে দিল। ট) ঘুঘু পাতাটা কিভাবে ডাঙায় আনল? উত্তরঃ ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙায় আনল। ঠ) শিকারীর পায়ে কে কামর দিল? উত্তরঃ শিকারীর পায়ে পিঁপড়ে কামর দিল। ড) ঘুঘুটি কীভাবে উড়ে গেল? উত্তরঃ ঘুঘুটি ফুড়–ৎ করে উড়ে গেল। ঢ) আমাদের জাতীয় পাখির নাম কী? উত্তরঃ আমাদের জাতীয় পাখি দেয়েল। ণ) ৩টি বড় নদীর নাম লিখ। উত্তরঃ পদ্মা ,মেঘনা ,যমুনা।   ক) তোমার বাংলা বইয়ের নীতি বাক্যটি কী? উ: বড়দের সম্মান কর। খ) নদীর জলে কী চলে? উ: নদীর জলে নাও চলে। গ) বউ কীসের পালকিতে চলে। উ: বউ সোনার পালকিতে চড়বে। ঘ) কাক বনে যেতে চাইল কেন? উ: কাক খাবারের খোঁজে বনে যেতে চাইল। ঙ) ব্যাঙ কীভাবে ডাকে? উ: ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ করে। চ) ব্যাঙের ছাতা কোথায়? উ:ব্যাঙের ছাতা গাছের তলায়। ছ) বায়ু কেমন শব্দ করে? উ: বায়ু শনশন শব্দ করে। জ) কী গলায় দিয়ে মামার বাড়ি যায়? উ: ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝ) মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন? উ: মামার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসীমউদ্দীন। ঞ) খুকু কখন ঘুম থেকে ওঠে? উ: খুকু রোজ সকালে ঘুম থেকে ওঠে। ট) রুবির বাগানে কী আছে? উ: রুবির বাগানে আছে নানা রকমের ফুলের গাছ। ঠ) কে চশমা খুঁজে আনল? উ: শুভ চশমা খুঁজে আনল। ড) রুবির ভাই কী কাজ করে। উ: রুবির ভাই আম বাগানে কাজ করে। ঢ) রুবির ভাইয়ের নাম কী? উ: রুবির ভাইয়ের নাম অমি। ণ) লোকটির হাতে কী ছিল? উ: লোকটির হাতে পাখির বাসা ছিল। ত) আমাদের দেশের নাম কী? উ: আমাদের দেশের নাম বাংলাদেশ। থ) আমাদের দেশকে কী বলা হয়? উ: আমাদের দেশকে ‘ধানের দেশ’ ‘গানের দেশ’ বলা হয়। দ) আমাদের বড় নদীগুলোর নাম কী? উ: পদ্মা, মেঘনা, ও যমুনা। ধ) মুক্তিযুদ্ধের মহান নেতা কে? উ: শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহান নেতা? ন) কারা বাঙালিদের ওপর হামলা করল? উ: পাকিস্তানিরা বাঙালীর ওপর হামলা করল। প) মুক্তিযুদ্ধের শেষে কারা হার মানল? উ: মুক্তিযুদ্ধের শেষে পাকিস্তানি সেনারা হার মানল। ফ) শব্দ বলা খেলায় কয়টি দল আছে? উ: শব্দ বলা খেলায় দুটি দল আছে। ব) সকল ছেলে কোথায় ছুটে বেড়ায়? উ: সকল ছেলে বনে ও মাঠে ছুটে বেড়ায়। ভ) সাত দিনে কয় সপ্তাহ? উ: সাত দিনে এক সপ্তাহ। ম) পিঁপড়ে কাকে কামড় দিল? উ: পিঁপড়ে শিকারীকে কামড় দিল। য) নদীতে কী ছিল? উ: নদীতে ছিল টেউ। র) শিকারীর হাতে কী ছিল? উ: শিকারীর হাতে ছিল তীর ধনুক। ল) ছুটির দিন কী বার? উ: ছুটির দিন শুক্রবার। শ) মুমু রবিবার কী করে? উ: রবিবার মুমু বাগান দেখাশুনা করেন। ষ) সপ্তাহের প্রথম দিন মুমু কী কাজ করে? উ: সপ্তাহের প্রথম দিন মুমু পড়ার টেবিল সাজায়।

প্রথম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর Read More »

প্রথম শ্রেণির বাংলা রচনা

প্রথম শ্রেণির বাংলা রচনা বা অনুচ্ছেদ লিখন আমি নিজে / আমার কথা =================== আমার নাম আরিয়ান সরওয়ার। আমার বয়স ৭ বছর । আমি প্রথম শ্রেণিতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম ৃৃৃৃৃৃৃৃৃৃৃ। আমার পিতা একজন ব্যবসায়ী। আমার মা একজন আদর্শ গৃহিনী। আমি নিয়মিত স্কুলে যাই। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। শাপলা ============ শাপলা আমাদের জাতীয় ফুল। আমাদের রাষ্ট্রীয় প্রতীক। আমাদের বাংলাদেশে শাপলা ফুল জন্মে তিন রঙের । তবে সাদা শাপলা ফুলই বেশি দেখা যায়। বাংলাদেশের পুকুর, হাওড়, বিল, নদী, নালায় বর্ষাকালে প্রচুর শাপলা ফুল ফোটে। শাপলা ফুলের মতো এমন গৈারবময় সম্মান আর কোনো ফুল পায়নি। আমার মা ====== আমার মায়ের নাম আমেনা । আমার মায়ের বয়স ৩০ বছর । আমার মা একজন আদর্শ গৃহিনী । তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন । সকালে ফজর নামাজ পড়ে নাস্তা বানিয়ে আমাকে খাইয়ে দেয়। এবং আমাকে বিদ্যালয়ে নিয়ে যান এবং বিদ্যালয় থেকে বাসায় নিয়ে আসেন । মা আমাকে পড়ালেখায় অনেক সাহায্য করেন । আমার মাকে আমি খুব ভালোবাসি। আমাদের গ্রাম ========== আমাদের গ্রামের নাম ৃৃৃৃৃৃ। এটি ৃৃৃৃৃৃ জেলায় অবস্থিত । আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ৃৃৃৃৃৃনদী । আমাদের গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় , দুইটি হাইস্কুল এবং দুটি মাদ্রাসা আছে । আমাদের গ্রামে দুইটি মসজিদ আছে । পাকা সড়ক আছে এবং একটি বাজার আছে । আমি আমার গ্রামকে ভালোবাসি। সত্যবাদীতা ======= সত্যবাদীতা মানব জীবনে একটি শ্রেষ্ঠ গুন। সত্যবাদী লোক সমাজে সম্মান ও মর্যাদার আসন পান। সবাই তাকে বিশ্বাস করে । সকল পাপের উৎস মিথ্যা কেননা মিথ্যা কেননা মিথ্যা থেকেই শুধু হয় প্রতারনা জালিয়াতি নানাবিধ কুকর্মে। তাই মিথ্যাবলা মহাপাপ। তাই আমরা সর্বদা সত্য কথা বলল এবং সৎ পথে চলব। আমাদের বিদ্যালয় =========== আমাদের বিদ্যালয়ের নাম ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ । এখানে প্লে থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বিদ্যালয়টি নতুন প্রতিষ্ঠান হয়েও ফলাফলের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছে। আমাদের বিদ্যালয়টি ৩ তলা ভবন। বিদ্যালয়ের শিক্ষকেরা খুবই আন্তরিক। আমাদের শিক্ষাদানের জন্য তারা আপ্রাণ কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের বিদ্যালয়কে যেমন ভালবাসি ঠিক তেমন ভালোবাসি আমাদের শিক্ষকদের ।

প্রথম শ্রেণির বাংলা রচনা Read More »

প্রথম শ্রেণির বর্ণ দিয়ে শব্দ গঠন

প্রথম শ্রেণির বর্ণ দিয়ে শব্দ তৈরি অ = অলি , অসি , অজু। আ = আম , আতা, আনারস। ই = ইলিশ , ইট, ইঁদুর । ঈ = ঈদ , ঈগল, ঈর্ষা। উ = উট,উঠান, উনুন। ক = কাক , কোকিল , কলস। খ = খেজুর , খড় , খবর। গ = গরু , গোলাপ , গয়না। ঘ = ঘোড়া, ঘটক, ঘুঘু । ঙ = রাঙা, ব্যাঙ, রঙ। চ = চাচা, চাকরি , চাঁদ। ট = টাকা, টক ঠ = ঠোঁট, ঠেলাগাড়ি। ড = ডাব, ডাল । ঢ = ঢাকা, ঢোল ণ = হরিণ, তৃণ। ত = তালা, তাল থ = থালা, থলে । দ = দই, দুধ। ধ = ধান, ধাতু । ন = নৌকা, নদী প = পেঁপে, পেয়ারা । ফ = ফুল, ফল । ব = বই, বক । ভ = ভাত, ভাই। ম = ময়ূর, মা ।য= যাতা, যোগ, যদি, যমুনা, যতœ। র= রং ,রাজা , রানী , রকেট , রাত। ল= লাল, লিচু ,লবণ , লাটিম , লাউ। শ= শসা , শাপলা , শালিক, শীত, শিশু। ষ= ষাড় , ষোলো , ষোড়শী , ষাট , ষষ্ঠ। স= সাদা , সাপ, সাগর, সাহস, সকাল। হ= হাঁস ,হাতি,হনুমান , হলুদ, হাত । ক্ষ= ক্ষতি , ক্ষমা, ক্ষেত , ক্ষুধা, ক্ষীর। ড়= বিড়াল , ঘড়ি, বাড়ি, পাহাড় , গাড়ি। ঢ়= আষাঢ়, ছর, গাঢ়, মূঢ়, রুঢ়। য়= আয় , ব্যয় , জয় , শিয়াল , বিয়োগ । ৎ= শরৎ, সৎ, মহৎ, উৎপল । ং= হংস, বংস, সং, ঢং, চিংড়ি। ঃ= আঃ , উঃ, দুঃখ, অন্তঃপুর, সঃ । ঁ = চাঁদ, বাঁশি , বাঁশ, পেঁচা , পেঁপে।  

প্রথম শ্রেণির বর্ণ দিয়ে শব্দ গঠন Read More »

প্রথম শ্রেণির ছড়া

প্রথম শ্রেণির বাংলা বইয়ের সকল ছড়া নিয়ে আজকের আয়োজন। এখানে প্রথম শ্রেণির বইসহ প্রথম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী কিছু ছড়া নিচে দেওয়া হলো প্রথম শ্রেণির ছড়া ইতল বিতল সুফয়িা কামাল ========= গাছরে পাতা গাছরে তলায় ব্যাঙরে মাথা। বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা ডোবায় ডুবে ব্যাঙরে মাথা। হন হন পন পন – সুকুমার রায় ======== চলে হনহন ছোটে পনপন ঘোরে বনবন কাজে ঠনঠন বায়ু শনশন শীতে কনকন কাশি খনখন ফোঁড়া টনটন মাছি ভনভন থালা ঝন ঝন। আতা গাছে তোতা পাখি ================= আতা গাছে তোতা পাখি ডালমি গাছে মৌ, এতো ডাকি তবু কথা কও না কনে বউ। বাক বাকুম পায়রা ========== বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কাল কি চড়বে সোনার পালকি। মামার বাড়ি ============== আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। ভোর হল, ======= ভোর হল, দোর খোল, খুকুমণি ওঠ রে। ঐ ডাকে জুঁই শাখে, ‘ফুল খুকী ছোট রে। খুলি’ হাল তুলি’ পাল ঐ তরী চলল। এই বার এই বার খুকু চোখ খুলল। আলসে নয় সে, ওঠে রোজ সকালে। রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। ছুটি ========== মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কী করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।

প্রথম শ্রেণির ছড়া Read More »

Class One Seasons, day and month name in English

Class One twelve months name in English is given below: 7 days name in english Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday   Six seasons name in English Summer Rainy season Autumn Late autumn Winter Spring   Name of twelve Month 1. January 7. July 2. February 8. August 3. March 9. September 4. April 10. October 5. May 11. November 6. June 12. December    

Class One Seasons, day and month name in English Read More »

Class One English Fill in the gaps

Class One English Fill in the blanks Fill in the gaps: a) Write ………… letters to make words.Ans: the b) It is …………… egg. Ans: an c) A bag is on ………….. box. Ans: the d) That is …………. leaf. Ans: an e) It is ……….. ox. Ans: an f) This is ………….. head. Ans: a g) Stre ……….m. Ans: a h) Come ……… . Ans: here. i) I am a rat on a ………… Ans: mat. j) I’m a cat in a ……….. Ans: hat. k) Show your ………….. Ans: bag l) Good morning ……… Ans: students. m) C………….unt. Ans: o n) I can ……………… Ans: see o) join …………… dots. Ans: the Questions Answer 1. A           p            e. Apple. 2. E              phant. Elephant. 3. k          tt           e. kettle. 4. F            ool. Floor. 5. Q        ilt . Quilt . 6. u          br          lla. umbrella. 7. W        n          ow . Window. 8. Put       your Show. on . 9. What            this ? is . 10. Z          b           r. zebra . 11. This is             ox. an 12.         ow . Now . 13. La           p . Lamp . 14. Draw            hen. a 15. What colour         is? it 16. It is              apple . an 17. Write     letter to make word. the 18. A bag is on        table. the 19. This is         table . a 20. join             dots. the

Class One English Fill in the gaps Read More »

Class One English Making Word With Letters/Alphabet

Class One English Making Word With Letters/Alphabet পোস্টে প্রথম শ্রেণির ইংরেজি বর্ণ দিয়ে শব্দ তৈরি কিছু উদাহরণ দেওয়া হলো। Making Word With Letters/Alphabet A= Ant, Apple, Ass, And, Angel. B = Ball, Book, Boy, Bird, Bee. C = Cat, Cap, Cup, Cock, Car. D = Dog, Doll, Deer, Door, Disk. E = Eye, Egg, Eat, Ear, Elephant. F = Fan, Fish, Fat, Fun, Food. G = Goat, Glass, Gun, Game, Gold. H = Hen, Hat, Hot, Hut, Hand. I = Ice, Ink, Ill, Inside, In. J = Jar. Jug, Jute, Jump, Joy. K = King, Key, Kid, Kite, Kill L = Lip, Lion, Leg, Long, Lie M = Moon, Mat, Milk,w Mother, Man. N=Net, Nest, Nose, Near, Name O = Ox, Old, Oil, Olive, Orange. P = Pen, Pan, Pat, Pot, Put. Q = Queen, Quran, Quick, Quilt, Quit. R =Rat, Rose, Red, Ring, Run. S=Shop, Sky, Ship, Say, Sun. T=Top, Tin, Tree, Ten, Teeth. U= Umbrella, Up, Under, Upset, Uncle. V= Van, Vase, Vat, Vegetable, Voice. W = Water, Wood, Word, World, Write. X= X-ray, X-Masday, Xebec, X- Modem, Xylophone Y= Yard, You, Yak, Young, Yoke Z= Zoo, Zebra, Zip, Zoom, Zero

Class One English Making Word With Letters/Alphabet Read More »

Scroll to Top