সৃজনশীল প্রশ্ন

৩য় শ্রেণি গণিত অধ্যায়-১ সংখ্যা সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন উত্তর Class Three Math Chapter 1 short

৩য় শ্রেণি গণিত অধ্যায়-১ সংখ্যা সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন উত্তর Class Three Math Chapter 1 short (তৃতীয়) ৩য় শ্রেণি গণিত অধ্যায়-১ সংখ্যা সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন উত্তর আজকের পোস্টের মূল বিষয়।  শিক্ষার্থীদের গণিত অনুশীলনী প্রশ্ন উত্তরের  সাথে সাথে সংক্ষিপ্ত কাঠামোবদ্ধ প্রশ্ন সম্পর্কে জ্ঞান এবং এর উত্তর নিয়ে চর্চা করা উচিত। অথবা শিক্ষকদের তৃতীয় শ্রেণীর গণিত প্রশ্ন করার ক্ষেত্রে সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্ন প্রয়োজন পড়ে।  সেই প্রয়োজনের তাগিদেই আমরা সমাধান.নেট সাইটে তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনির প্রশ্ন-উত্তরের সাথে সাথে সংক্ষিপ্ত কাঠামোবদ্ধ প্রশ্ন এর উত্তর প্রকাশ করে থাকি। অধ্যায়-১ সংখ্যা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর   ১. ‘<’ চিহ্নটির ডানে কোন সংখ্যা বসবে? উত্তর : বড় সংখ্যা। ২. ‘<’ চিহ্নটির বামে কোন সংখ্যা বসবে? উত্তর : ছোট সংখ্যা।  ৩. পাঁচ সহস্রকে অঙ্কে লেখ। উত্তর : ৫০০০। ৪. ২ এর স্থানীয় মান দশক এবং ৫ এর স্থানীয় একক হলে সংখ্যাটি কী? উত্তর : ২৫। ৫. ৯৮৭৬ সংখ্যাটি কথায় লেখ। উত্তর : নয় হাজার আটশত ছিয়াত্তর। ৬. ১০০০০ সংখ্যাটি কথায় লেখ। উত্তর : এক অযুত বা দশ হাজার। ৭. পাঁচ হাজার নয়শত তেষট্টি সংখ্যাটি অঙ্কে লেখ। উত্তর : ৫৯৬৩। ৮. ২৯০৯ সংখ্যাটির পরের সংখ্যা কোনটি? উত্তর : ২৯১০। ৯. ১০০০ এর আগের সংখ্যা কোনটি? উত্তর : ৯৯৯। ১০. ৪৯৫৬ সংখ্যাটিতে ৯ এর স্থানীয় মান কত? উত্তর : ৯০০। ১১. ৬৫ ও ৭৮ সংখ্যা দুটিকে কীভাবে বড় বা ছোট চিহ্নের সাহায্যে দেখানো যায়? উত্তর : ৬৫ < ৭৮ অথবা ৭৮ > ৬৫। ১২. ১৭৬, ১৫৫, ১৬৭, ১৯৮ সংখ্যাগুলোকে প্রতীক দিয়ে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে লেখ। উত্তর : ১৫৫ < ১৬৭ < ১৭৬ < ১৯৮। ১৩. ৩৯, ২৯, ৩৫, ৪৮, ১১ সংখ্যাগুলোকে প্রতীক দিয়ে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজিয়ে লেখ। উত্তর : ৪৮ > ৩৯ > ৩৫ > ২৯ > ১১। ১৪. একাদশ এর আগের ও পরের ক্রমবাচক শব্দ কী কী? উত্তর : দশম ও দ্বাদশ। ১৫. ‘অষ্টাদশ’ শব্দটির সংক্ষিপ্ত রূপ কী? উত্তর : ১৮শ। অধ্যায়-১ সংখ্যা সৃজনশীল প্রশ্নের উত্তর (যোগ্যতাভিত্তিক)   নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। শিমুলতলী উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৯৩ জন। এর মধ্যে ছাত্র ৩০০ জন এবং ছাত্রী ১৯৩ জন। ক. অঙ্কে প্রকাশিত সংখ্যাগুলোকে কথায় লেখ। ২ খ. মোট শিক্ষার্থীর সংখ্যাটিতে ৯ এর স্থানীয় মান কত? ২ গ. উদ্দীপকে উল্লিখিত সংখ্যাগুলোকে মানের ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে প্রতীকের সাহায্যে সাজিয়ে লেখ। ২ ঘ. উদ্দীপকে মোট কয়টি সংখ্যা আছে এবং প্রতি সংখ্যায় কয়টি করে অঙ্ক আছে? ২ ঙ. উপরের উদ্দীপকে ছাত্রসংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান লেখ। ২ সমাধানঃ   ক. ৪৯৩ = চারশত তিরানব্বই ৩০০ = তিনশত ১৯৩ = একশত তিরানব্বই খ. মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৯৩।  ৪৯৩ সংখ্যাটিতে ৯ এর স্থানীয় মান ৯০। গ. ছোট থেকে বড় : ১৯৩ < ৩০০ < ৪৯৩ বড় থেকে ছোট : ৪৯৩ > ৩০০ > ১৯৩ ঘ. উদ্দীপকে মোট ৩টি সংখ্যা আছে এবং প্রতি সংখ্যায় ৩টি করে অঙ্ক আছে। ঙ. ছাত্রসংখা ৩০০ ৩০০ এর ০ এর স্থানীয় মান ০ একক বা  ০ ৩০০ এর ০ এর স্থানীয় মান ০ দশক বা  ০০ ৩০০ এর ৩ এর স্থানীয় মান ৩ শতক বা ৩০০ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। একটি কারখানায় অফিসার ৫৩ জন, মহিলা কর্মচারী ২৫০, পুরুষ কর্মচারী ৩১১, ঝাড়ুদার ৯, সিকিউরিটি গার্ড ৩২ জন। ক. পুরুষ কর্মচারীর সংখ্যাটিতে ১ এর স্থানীয় মানগুলো লেখ। ২ খ. প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে প্রতীকের সাহায্যে সাজিয়ে লেখ।   ২ গ. উদ্দীপকের সংখ্যাগুলোকে কথায় লেখ। ২ ঘ. ঝাড়ুদারের সংখ্যায় ৯ এর স্থানীয় মান কত? ২ ঙ. উদ্দীপকে বিভিন্ন পদবিগুলোকে তাদের সাংখ্যিক মানের ক্রমানুসারে সাজাও। ২   ক. পুরুষ কর্মচারারীর সংখ্যা ৩১১।  ৩১১ তে ১ এর স্থানীয় মানগুলো হলো ১ একক ও ১ দশক।  খ. ছোট থেকে বড়  ৯ < ৩২ < ৫৩ < ২৫০ < ৩১১। বড় থেকে ছোট  ৩১১ > ২৫০ > ৫৩ > ৩২ > ৯। গ. ৫৩  = তেপ্পান্ন ২৫০ = দুইশত পঞ্চাশ ৩১১  = তিনশত এগারো ৯  = নয়  ৩২  = বত্রিশ  ঘ. ঝাড়–দারের সংখ্যা ৯ জন। ৯ এর স্থানীয় মান ৯ একক বা ৯। ঙ. প্রথম  =  পুরুষ কর্মচারী দ্বিতীয়  =  মহিলা কর্মচারী তৃতীয়  =  অফিসার চতুর্থ  =  সিকিউরিটি গার্ড পঞ্চম  = ঝাড়ুদার

৩য় শ্রেণি গণিত অধ্যায়-১ সংখ্যা সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন উত্তর Class Three Math Chapter 1 short Read More »

নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম সৃজনশীল প্রশ্ন

এসএসসি বা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায়ঃ সূচক ও লগারিদম সৃজনশীল প্রশ্ন  শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  অনেক শিক্ষার্থী গাইড বই কিনে থাকে কিন্তু গাইড বই থেকে চর্চা করা সম্ভব হয় না কারণ সেখানে সৃজনশীল উত্তর গুলো নিচে দেয়া থাকে। সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম সৃজনশীল প্রশ্ন তাই আমাদের ওয়েবসাইটে প্রত্যেক অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর  বহুনির্বাচনী প্রশ্ন উত্তর ও সৃজনশীল প্রশ্ন উত্তর আলাদা করে দেয়া থাকে এখান থেকে শিক্ষার্থীরা দেখে চর্চা করতে পারবেন অথবা এখান থেকে  নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন pdf ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম সৃজনশীল প্রশ্ন আরো দেখুনঃ সকল অধ্যায় নবম-দশম শ্রেণি সাধারাণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম সৃজনশীল প্রশ্নগুলো pdf আকারে ডাউনলোড করুন

নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম সৃজনশীল প্রশ্ন Read More »

জেএসসি (৮ম শ্রেণি) গণিত অনুশীলনী ৩ (পরিমাপ) বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান।

অষ্টম শ্রেণির গণিত অনুশীলনী ৩ (পরিমাপ) বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান। ৮ম শ্রেণি গণিত অনুশীলনী ৩ বহুনির্বাচনী প্রশ্ন, সমাধান ও সাজেশন। জেএসসি পরীক্ষার্থীদের গণিতে  ভালো ফলাফল করার জন্য প্রত্যেকটা অনুশীলনীর সকল সৃজনশীল প্রশ্নের সাথে সাথে সকল বহুনির্বাচনী প্রশ্নগুলো সমাধান করতে হবে। বহুনির্বাচনী প্রশ্নগুলো জ্ঞানমূলক, অনুধাবন মূলক ও প্রয়োগমূলক হয়ে থাকে।  গণিত অনুশীলনী ৩ পরিমাপ ৮ম শ্রেণি গণিত পরিমাপের বহুনির্বাচনী প্রশ্নগুলোকে নিচে দেওয়া হলো।  সকল প্রশ্নগুলো পিডিএফ আকাকে ডাউনলোড করতে পোস্টের নিচে দেখুন। জেএসসি গণিত ৩ অধ্যায় বোর্ডে আসা বহুনির্বাচনী  ১। ২ মাইল = কত গজ? (জেএসসি রা.বো- ২০১৮) ক) ৬০৮০ গজ খ) ৫২৮০ গজ গ) ৩৫২০ গজ ঘ) ১৭৬০ গজ উত্তরঃ গ) ৩৫২০ গজ ২। একটি বর্গাকার মাঠের পরিসীমা ৮ গজ হলে, মাঠটির ক্ষেত্রফল কত বর্গফুট?  (জেএসসি ঢা,বো-২০১৮) ক) ১২ খ) ২৪ গ) ৩৬ ঘ) ৬৪ উত্তরঃ গ) ৩৬ ৩। একটি বাক্সের দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ১ মিটার ৫০ সেমি। বাক্সটির আয়তন কত? (জেএসসি রা.বো-২০১৮,২০১৬) ক) ৬ ঘন মিটার খ) ৬.৫ ঘন মিটার গ) ৭.৫ ঘন মিটার ঘ) ৯ ঘন মিটার উত্তরঃ ঘ) ৯ ঘন মিটার ৪। ৪ ন্যটিকেল মাইল = কত ফুট? (জেএসসি রা.বো- ২০১৮) ক) ২৪৩২০ ফুট খ) ১৮২৮০ ফুট গ) ৭০৪০ ফুট ঘ) ৬৯৬০ ফুট উত্তরঃ ক) ২৪৩২০ ফুট ৫। ১ মাইল = কত কিলোমিটার। (জেএসসি দি.বো- ২০১৮, ঢা.বো, দি.বো -১৬, ব.বো-১৪) ক) ০.৬১ কি.মি খ) ০.৬২ কি.মি গ) ১.৬১ কি.মি ঘ) ১.৬২ কি.মি উত্তরঃ গ) ১.৬১ কি.মি ৬। গ্রিক ভাষায় হেক্টে অর্থ – (জেএসসি দি.বো- ২০১৮, ঢা.বো-১৫, ব.বো-১৪) ক) ১০ গুণ খ) ১০০ গুণ গ) ১/১০ গুণ ঘ) ১/১০০ গুণ উত্তরঃ ১০০ গুণ ৭।  একটি ঘরের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩মি. ২. মি, ও ১ মি। বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। ঘরে কত গ্রাম বায়ু আছে। (জেএসসি দি.বো-১৮) ক) ০.৭৭৪  গ্রাম খ) ৭.৭৪ গ্রাম গ) ৭৭.৪ গ্রাম ঘ) ৭৭৪০ গ্রাম উত্তরঃ ৭৭৪০ গ্রাম ৮। একটি ধনক আকৃতির চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য ৫ মিটার চৌবাচ্চাটির আয়তন কত? ( জেএসসি কু.বো-১৮) ক) ১২৫ ঘনমিটার খ) ২৫ ঘনমিটার গ) ২০ ঘনমিটার ঘ) ১৫ ঘনমিটার উত্তরঃ ১২৫ঘনমিটার ৯। ২০ মিলিগ্রাম সমান নিচের কোনটি?  (জেএসসি চ.বো-১৮) ক) ২ সেন্টিগ্রাম খ) ২ ডেকাগ্রাম গ) ২ ডেসিগ্রাম ঘ) ২ হেক্টোগ্রাম উত্তরঃ ২ সেন্টিগ্রাম ১০। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৭১৪ বর্গমিটার এবং দৈর্ঘ্য ৩৪ মিটার । বাগানের পরিসীমা কত মিটার? ( জেএসসি সি.বো-১৮) ক) ৫৫ খ) ৮৪ গ) ১১০ ঘ) ১৩৬ উত্তরঃ ১১০ JSC math chapter 3 MCQ Question, Solution and suggestion ১১। ১০ শতক =  কত বর্গফুট? (জেএসসি সি.বো ১৮) ক) ৪৩৪৬ খ) ৪৩৪৭ গ) ৪৩৫৬ ঘ) ৪৩৬৫ উত্তরঃ ৪৩৫৬ ১২। ৪⁰ C তাপমাত্রায় ১ ঘন সে.মি বিশুদ্ধ পানির ওজন- (জেএসসি ব.বো ১৮) ক) ১গ্রাম খ) ১০০ গ্রাম গ) ১০০০ গ্রাম ঘ) ১০০০০০ গ্রাম উত্তরঃ ১ গ্রাম ১৩। একটি চৌাবাচ্চার দৈর্ঘ্য ৩মি. প্রস্থ ২মি, উচ্চতা ১ মি। চৌবাচ্চার কত লিটার  পানি ধরবে? ( জেএসসি ঢা.বো ১৭) ক) ৬০ খ) ৬০০  গ) ৩০০০  ঘ) ৬০০০ উত্তরঃ ঘ ১৪। ১ কি.মি = কত মাইল? (জেএসসি রাবো ১৭, কু.বো ১৫) ক) ১.৬১ খ) ১.৬০৯ গ) ০.৬২১ ঘ) ০.৬১ উত্তরঃ গ ১৫। কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন হয়? (জেএসসি দি.বো ১৭) ক) গ্রীক খ) ইংল্যান্ড গ) জাপান ঘ) ফ্রান্স উত্তরঃ ঘ ১৬। একটি ত্রিভূজের ভূমির দৈর্ঘ্য ১৮ সেমি িএবং ক্ষেত্রফল ১০৮ বর্গ সেমি হলে উচ্চতা কত? (জেএসসি দি.বো ১৭) ক) ৩ খ) ৬ গ) ১২ ঘ) ২৪ উত্তরঃ গ ১৭। বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে ফিতা ব্যবহৃত হয় তা কত ফুট লম্বা? ক) ৩০ খ) ১০  গ) ৩০০ ঘ) ১০০ উত্তরঃ ঘ ১৮। কত ডিগ্রি তাপমাত্রায় ১ ঘন সেমি বিশুদ্ধ পানির ভর ১ গ্রাম? (জেএসসি সি.বো ১৭, ঢা.বো য.বো ব.বো ১৫) ক) ১০০ ডিগ্রী খ) ১ ডিগ্রী গ) ৪ ডিগ্রী ঘ) ৩ ডিগ্রী ১৯। ১০০ কাঠা = কত বর্গমিটার? (জেএসসি সি.বো ১৭) ক) ৫৫৮৯ খ) ৫৮৮৯ গ) ৬০৮৯ ঘ) ৬৬৮৯ উত্তরঃ ঘ ২০। এক টুকরা কাগজের দৈর্ঘ্য ২৫ সেমি, প্রস্থ ১৬ সেমি এবং পুরুত্ত ০.২ মিমি হলে এরুপ ১০ টুকরা কাগজের আয়তন কত ঘণ সেমি? (জেএসসি য.বো ১৭) ক) ০.০০৮ খ) ৮.০০ গ) ৮০ ঘ) ৮০০ উত্তরঃ গ ২১। একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ১.৫ মিটার, উচ্চতা ৮০ সেমি. হলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? (জেএসসি য.বো ১৭) ক) ০.৬ খ) ১.২ গ) ৬০ ঘ) ১২০ উত্তরঃ ক ২২। একটি আয়তাকার ঘনবস্তুর তল কতটি? (জেএসসি য.বো ১৭) ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ৮ উত্তরঃ গ ২৩। ৮০০০ লিটার বিশুদ্ধ পানির ওজন কত? (জেএসসি ব.বো ১৭) ক) ১ কেজি খ) ৮ কেজি গ) ৮০০০ কেজি ঘ) ৮০০০ গ্রাম উত্তরঃ গ ২৪। দশমাংশ শব্দটি গ্রহীত হয় কোন ভাষা থেকে?  (জেএসসি চ.বো ১৬) ক) গ্রিক খ) ল্যটিন গ) বাংলা ঘ)  ইংরেজি উত্তরঃ খ ২৫। বাংলাদেশে কত সালে মেট্রিক পদ্ধতি চালু করা হয়? (জেএসসি ব.বো ১৬) ক) ১জুলাই ১৯৮০ খ) ১ জুলাই ১৯৮১ গ) ১ জুলাই ১৯৮২ ঘ) ২ জুলাই ১৯৮৩ উত্তরঃ গ ২৬। বর্গের পরিসীমা নিচের কোনটি? (জেএসসি ঢা.বো ১৬, চ.বো ১৬) ক) ৪ × এক বাহুর দৈর্ঘ্য খ) ৪ × এক কর্ণ গ) ৩ × এক বাহু ঘ) ২ (দৈর্ঘ্য + প্রস্থ) উত্তরঃ ক ২৭। ১ ন্যটিকেল মাইল , ১ মাইল থেকে কত ফুট বেশী? (জেএসসি চ.বো ১৬) ক) ৮০০ খ) ৪৩২০ গ) ৫২৮০ ঘ) ৬০৮০ উত্তরঃ ক ২৮। এক মেট্রিক টন = কত কিলোগ্রাম? (জেএসসি য.বো ১৫) ক) ১০ খ) ১০০  গ) ১০০০ ঘ) ১০০০০ উত্তরঃ গ ২৯। সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। ১ ঘন সেমি পানির ওজন ১গ্রাম হলে ১০ ঘন সেমি সোনার ওজন কত গ্রাম? ( য.বো ১৬) ক) ১ খ) ১.৯৩ গ) ১৯.৩ ঘ) ১৯৩ উত্তরঃ ঘ ৩০। ২৫০ মিলি আয়তনের পানির ওজন কত কেজি? (জেএসসি য.বো ১৬) ক) ০.২৫ খ) ০.৫ গ) ২৫ ঘ) ২৫০ উত্তরঃ ক ৩১। ২ বিঘা = কত বর্গগজ? (জেএসসি কু.বো ১৬) ক) ৭২০ খ) ১৪৪০ গ) ১৬০০ ঘ) ৩২০০ উত্তরঃ ঘ ৩২। √৫ মিটার ধারবিশিষ্ট ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গমিটার? [জেএসসি চ.বো ১৫) ক) ৫ খ) ২০ গ) ৩০ ঘ) ১৫০ উত্তরঃ গ ৩৩। এক বর্গগজ =কত বর্গমিটার? [ জেএসসি য.বো ১৬, সি.বো ১৫] ক) ০.২৪  খ) ০.৫৩ গ) ০.৬৪ ঘ) ০.৮৪ ৩৪। ১ শতকে কত বর্গফুট? (জেএসসি চ.বো ১৫) ক) ১৩৩.৭৮ খ) ৩২৪.০ গ) ৭২০ ঘ) ৪৩৫.৬ উত্তরঃ ঘ ৩৫। আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কোনটি? (জেএসসি চ.বো        ১৫) ক)  দৈর্ঘ্য × প্রস্থ খ) ২ (দৈর্ঘ্য +প্রস্থ) গ) দৈর্ঘ্য + প্রস্থ ঘ) ১/২ (দৈর্ঘ্য + প্রস্থ) উত্তরঃ খ ৩৬।

জেএসসি (৮ম শ্রেণি) গণিত অনুশীলনী ৩ (পরিমাপ) বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান। Read More »

এসএসসি রসায়নবিজ্ঞান ৯ অধ্যায় এসিড ক্ষার সমতা প্রশ্ন ও সাজেশন (নবম-দশম শ্রেণি) ssc chemistry chapter 9 acid base balance

নবম-দশম শ্রেণি (এসএসসি) রসায়ন বিজ্ঞান এসিড ক্ষার সমতা (৯ অধ্যায়ের) সৃজনশীল প্রশ্নগুলো শিক্ষার্থীদের খুবই প্রয়োজন হয়। সকল বোর্ডের প্রশ্নগুলো সহ ৯অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন- সাজেশন পেতে চাইলে নবম-দশম শিক্ষার্থীরা এই পোস্টটি পড়তে পারে। পোস্টটিতে রসায়ন ৯ অধ্যায়ের সকল সৃজনশীল সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। রসায়ন ৯ অধ্যায় সকল সৃজনশীল প্রশ্নগুলো একসাথে পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচে ডাউনলোড লিংকে ক্লিক করুন। রসায়ন ৯অধ্যায় এসিড ক্ষার সমতা সৃজনশীল প্রশ্ন উত্তর সাজেশন ১। “এসিড বৃষ্টির” পানি ডু-পৃষ্ঠের উপর দিয়ে যাওয়ার সময় বিভিন্ন লবণ এতে দ্রবীভুত হয় এবং পানির বিশেষ বৈশিষ্ট্য “খরতার’ সৃষ্টি হয়। [সকল বো-২০১৮] ক. pHকী? ১ খ. খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?                        ২ গ. উদ্দীপকে উল্লিখিত পানির বিশেষ বৈশিষ্ট্য কীভাবে সৃষ্টি হয় সমীকরণসহ ব্যাখ্যা করো । ৩ ঘ. উদ্দীপকে উল্লিখিত বৃষ্টির কারণ ও ফলাফল বিশ্লেষণ করো।     ২।  নিম্নে তিনটি বিক্রিয়া দেয়া হলো:- i. CaCO₃(s)→ Ca0(s) + ‘X'(g) ii. X(g) + H₂O(l) —> M যৌগ iii. K₂0 + H₂O(l) —> N যৌগ            [কু. বো-২০১৭] ক. নিঃসরণ কাকে বলে?         ১ খ. উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি কোন ধরনের? ব্যাখ্যা করো।         ২ গ. উদ্দীপকের M’ যৌগে কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করো।         ৩ ঘ. উদ্দীপকের “‘ M “N যৌগদ্বয়ের সমন্বয়ে গঠিত লবণটি ক্ষারীয়-বিক্রিয়াসহ বিশ্লেষণ করো। ৪ ৩।  ক. COD এর পূর্ণরুপ লেখো।                         ১ খ. Na একটি ক্ষার ধাতু – ব্যাখ্যা করো।         ২ গ. ‘A’ পাত্রে অবশিষ্ট চুনের পরিমাণ নির্ণর করো ।     ৩ ঘ. B পাত্রের দ্রবণের pH এর সীমা কত হবে বিশ্লেষণ করো । 8 ৪। 2FeCl₂ + Cl₂ → 2FeCl₃ ক. কাসা- এর সংযুক্তিটি লেখো। খ. চুন পানিতে মেশালে তাপ উৎপন্ন হয়  কনে? সমীকরণসহ ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের বিক্রিয়াটি একটি জারণ-বিজারণ। সমীকরণসহ ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের লবণদ্বয় শনাক্তকরণে লঘু ক্ষারের বিশ্লেষণ করো। ৫। i. C₂H₆ + 2Cl₂ → C₂H₄Cl₂ + 2HCl [ C-H, Cl-Cl, C-Cl এবং H-Cl এর বন্ধনশক্তি যথাক্রমে 414 kj/mol, 244 kj/mol, 326 kj/mol এবং 413 kj/mol] ii. Mg + লঘু H₂SO₄ → MgSO₄ +H₂            [সি.বো: ২০১৭] ক. প্রমাণ অবস্থায় ১ মোল গ্যাসের আয়তন কত লিটার?    ১ খ. পাকা কাঁঠাল থেকে গন্ধ কোন উপায়ে পাওয়া যায়? ব্যাখ্যা করো।     ২ গ. উদ্দীপকের (i) নং বিক্রিয়াটির ∆H এর মান নির্ণয় করে দেখাও।    ৩ ঘ. উদ্দীপকের (ii) নং বিক্রিয়ায় Mg এর পরিবর্তে Cu এবং এসিডটি গাড় নিলে উৎপাদ পদার্থসমূহের কোন ধরনের পরিবর্তন ঘটবে? সমীকরণসহ বিশ্লেষণ করো।    ৪ ৬। সাবান দিয়ে কাপড় ধোয়ার সময় নাফিসা বাথরুমের মেঝেতে সাদা বর্ণের অধঃক্ষেপ দেখতে পেল। সে লক্ষ করলো সাবান ক্ষয়ে যাচ্ছে- কিন্তু পর্যাপ্ত সাবানের ফেনা উৎপন্ন হচ্ছে না। ক. ক্যাটায়ন কাকে বলে?    ১ খ. আর্দ্রবিশ্লেষণ ও পানিযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।     ২ গ. সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়েছে কেন? সমীকরণসহ বর্ণনা করো।     ৩ ঘ. নাফিসা কী ব্যবস্থা গ্রহণ করে ঐ সমস্যা সমাধান করবে- বিশ্লেষণ করো।     ৪ ৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: ক. অ্যানোড কী?    ১ খ. আয়োডিন, কর্পূর, ন্যাপথলিন ও কঠিন CO₂ উর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন?    ২ গ. উদ্দীপকে উল্লেখিত এসিডের বিভিন্ন ঘনমাত্রার দ্রবণের সাথে কপার ধাতুর বিক্রিয়ায় কি ঘটে সমীকরণসহ লিখ।    ৩ ঘ. কষ্টিক সোডার জলীয় দ্রবণ দ্বারা ১ম ৩টি পরীক্ষা নলে বিদ্যামান যৌগসমূহের ধাতব আয়নমসূহ কীভাবে সনাক্ত করবে?     ৪ আরো পড়ুনঃ দুর্বল এসিড ও শক্তিশালী এসিড চেনার সহজ উপায়। এসএসসি রসায়নবিজ্ঞান ৯ অধ্যায় এসিড ক্ষার সমতা প্রশ্ন ও সাজেশন (নবম-দশম শ্রেণি) ssc chemistry chapter 9 acid base balance

এসএসসি রসায়নবিজ্ঞান ৯ অধ্যায় এসিড ক্ষার সমতা প্রশ্ন ও সাজেশন (নবম-দশম শ্রেণি) ssc chemistry chapter 9 acid base balance Read More »

এসএসসি গণিত অনুশীলনী ২.২ সেট ফাংশন প্রশ্ন সমাধান [ ssc math chapter 2.2 set and function question & answer ]

  এসএসসি সাধারণ গণিত অনুশীলনী ২.২ সেট ফাংশন প্রশ্ন সমাধান [ ssc math chapter 2.2 set and function question & answer ] নমব, দশম, অথবা এসএসসি শিক্ষার্থী সাধারণ গণিতের অনুশীলনীর অনেক সমস্যার সমাধান তাদের গাইড বইয়ে পাওয়া যায় না। কারণ অনেকে সাধারণ গণিত পুরাতন গাইড ব্যবহার করে। আবার একজন শিক্ষকের কাছেও এরকমটা হতে পারে। তাই সাধারণ গণিতের সেট ফাংশন অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর সঠিক ও নির্ভূলভাবে দেওয়া হলো।  আপনারা গণিত অনুশীলনী ২.২ সমাধান এর পিডিএফ কপি নিতে চাইলে নিচে কমেন্ট করুন। সাধারণ গণিত অনুশীলনী ২.২ সেট ফাংশন ১। ৪ এর গুণনীয়ক সেট কোনটি? ক) {8,16,24,—}     খ) {1,2,4, 8} গ) {2,4, 8}             ঘ) {1,2} উত্তরঃ খ ২।  সেট C হতে সেট B এ একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক? ক) R ⊂ C     খ) R ⊂ B গ) R ⊆ C × B    ঘ) C × B ⊆ R উত্তরঃ গ ৩।  A= {1,2}, B = (2,5) হলে P(A∩B) এর সদস্য সংখ্যা নিচের কোনটি? ক) 1     খ) 2    গ) 3     ঘ) ৪ উত্তরঃ খ ৪। নিচের কোনটি {x ∈ N : 13 <x <17 এবং x মৌলিক সংখ্যা} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে? ক) ∅     খ) {0}     গ) {∅}     ঘ) {13,17)} উত্তরঃ ক ৫।  A∪B= {a,b,c} হলে (i) A= {a,b}, B= {a,b,c} (ii) A= {a,b,c}, B = {b,c} (iii) A = {a,b}, B= {c} উপর্যুন্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? ক) i     খ) ii     A) i ও  ii    ঘ) i, ii ও iii উত্তরঃ ঘ ৬। A ও  B দুইটি সসীম সেটের জন্য (i) A×B = {x,y):x∈A এবং y∈B} (ii)  n(A) = a,n(B) = b হলে  n(A × B) = ab (iii) A × B এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড় উপর্যুন্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? ক) i     খ) ii     A) i ও  ii    ঘ) i, ii ও iii উত্তরঃ ঘ A =  {6,7,8,9,10,11,12,13) হলে, নিচের ৭ – ৯ প্রশ্নগুলোর উত্তর দাও: ৭। A সেটের সঠিক প্রকাশ কোনটি? ক) {x ∈ N : 6 <x <13}  খ) {x ∈ N : 6 ≤ x < 13 } গ) {x ∈ N : 6 ≤ x ≤ 13 } ঘ) {x ∈ N : 6 < x ≤ 13 } উত্তরঃ গ ৮। A সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? ক) {6,8,10,12} খ) {7,9,11,13) গ) {7,11,13}  ঘ) {9,12} উত্তরঃ গ ৯। A সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটি? ক) {6,9} খ) {6,11} গ) {9,12} ঘ) {6,9, 12} উত্তরঃ ঘ ১০। যদি A=  (3,4}, B= {2,4}, x ∈ A এবং y ∈ B  হয়, তবে A ও B এর উপাদানগুলোর মধ্যে x >y সম্পর্ক বিবেচনা  করে অন্বয়টি নির্ণয় কর। সমাধানঃ দেওয়া আছে,      A=  (3,4}, B= {2,4}     প্রশ্নমতে, রিলেশনটি, R= {(x,y): x  ∈ A এবং y ∈ B এবংx >y}     এখানে A×B = {3,4} ×{2,4}         ={(3,2), (3,4), (4,2), (4,4)} ∴  x >y সম্পর্ক অনুসারে R = {(3,2), (4,2)} (ans) ১১। যদি C = {2,5},D = {4,6,7}, x ∈ C এবং y ∈ D  হয় তবে C ও D এর উপাদানগুলোর মধ্যে x+1<y  সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্বয়টি নির্ণয় কর। সমাধানঃ দেওয়া আছে,      C = {2,5},D = {4,6,7}     প্রশ্নমতে, রিলেশনটি, R= {(x,y): x  ∈ C এবং y ∈ D এবং x +1<y}     এখানে C×D = {2,5} ×{4,6,7}         ={(2,4), (2,6), (2,7), (5,4), (5,6), (5,7)} ∴  x +1<y সম্পর্ক অনুসারে R ={(2,4), (2,6), (2,7), (5,7)} (ans) ১২।  f(x) = x⁴ + 5x -3 হলে f(-1), f(2) এবং  f(1/2) এর মান নির্ণয় কর। সমাধানঃ দেওয়া আছে, f(x) = x⁴ + 5x -3     ∴ f(-1) = (-1)⁴ + 5(-1) -3         = 1-5-3         = -7 (ans)      f(x) = x⁴ + 5x -3     f(2) = 2⁴ + 5.2 -3         = 16+10-3         = 23 (ans)     f(x) = x⁴ + 5x -3 ১৩।  যদি f(y) = y³ + ky² – 4y — 8 হয়, তবে k এর কোন মানের জন্য f(-2) = 0 হবে? সমাধানঃ দেওয়া আছে,      f(y) = y³ + ky² – 4y — 8     ∴ f(-2) = (-2)³ + k(-2)² – 4(-2) — 8         = -8 +4k +8 — 8         =4k-8 আবার,  f(-2) = 0 হবে যদি,         4k-8=০       বা, k= 8/4         ∴ k=2 ∴ k এর মান 2 হলে f(-2) = 0 হবে [ans] ১৪।. f(x) = x³ — 6x² + 11x – 6 হয়, তবে x এর কোন মানের জন্য f(2) = 0 হবে? সমাধানঃ দেওয়া আছে,      f(x) = x³ — 6x² + 11x – 6 এখানে, f(2) = 0 বা, x³ — 6x² + 11x – 6 =0 বা, x³ – x² – 5x² + 5x + 6x – 6 =0 বা, x²(x-1) -5x(x-1) +6(x-1) = 0 [x=1 হলে সমীকরণটির মান শূন্য হয় তাই (x-1) এর একটি উৎপাদক] বা, (x-1)(x²-5x+6) = 0 হয়, x-1=০ ∴ x =1 অথবা, x²-5x+6 =0     বা, x²-2x – 3x+6 =0     বা, x(x-2)-3(x-2) =0     বা, (x-2)(x-3) =0 হয়, x-2 =0 ∴ x =2 অথাব, x-3 =0 ∴ x =3 x এর নির্ণেয় মানঃ1 অথবা 2 অথবা 3 [ans] ১৬ নং প্রশ্নের সমাধান ১৭। নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কর। ক)  R= {(2, 1), (2,2), (2, 3)} খ) S = {(-2, 4),(-1, 1), (0,0), (1, 1), (2,4)} গ) F={(1/2.0), (1,1), (1,-1), (5/2,2), (5/2, -2)} (ক) এর সমাধানঃ দেওয়া আছে, R = {(2, 1), (2,2), (2, 3)}         R অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ 2, 2, 2 এবং দ্বিতীয় উপাদানসমূহ 1, 2,3 ∴ ডোমেন R= {2} এবং রেন্জ R= {1,2,3} [ans] (খ) এর সমাধানঃ দেওয়া আছে, S = {(-2, 4),(-1, 1), (0,0), (1, 2), (2,4)}         S অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ  -2, -1, 0, 1, 2 এবং দ্বিতীয় উপাদানসমূহ 4, 1, 0, 1, 4 ∴ ডোমেন S= {-2, -1, 0, 1, 2} এবং রেন্জ R= {0, 1, 4} [ans] (গ) এর সমাধানঃ দেওয়া আছে, F={(1/2.0), (1,1), (1,-1), (5/2,2), (5/2, -2)}        F অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ  1/2, 1, 1, 5/2, 5/2 এবং দ্বিতীয় উপাদানসমূহ  0, 1, -1, 2, -2 ∴ ডোমেন F = {1/2, 1, 5/2} এবং রেন্জ R= { 0, 1, -1, 2, -2} [ans] ১৮, নিচের অন্বয়গুলোকে তালিকা পন্ধতিতে প্রকাশ কর এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর। ক) R = {(x,y) : x∈A,  y∈A এবং x+y=1} যেখানে A = {-2, -1,

এসএসসি গণিত অনুশীলনী ২.২ সেট ফাংশন প্রশ্ন সমাধান [ ssc math chapter 2.2 set and function question & answer ] Read More »

অষ্টম(৮ম) শ্রেণি [জেএসসি] গণিত ২য় অধ্যায় (মুনাফা) রচনামূলক সৃজনশীন প্রশ্ন সাজেশন।

অষ্টম(৮ম) শ্রেণি [জেএসসি] গণিত ২য় অধ্যায় (মুনাফা) রচনামূলক সৃজনশীন প্রশ্ন সাজেশন। ৮ম শ্র্রেণি শিক্ষার্থীদের জেএসসি (JSC) পরীক্ষার প্রস্তুতির জন্য গণিতের দ্বিতীয় অধ্যায়টি (মুনাফা) খুব ভালো আয়ত্ব করা প্রয়োজন। জেএসসি পরীক্ষার্থীদের গণিত ২য় অধ্যায় মুনাফার পূর্ণ প্রস্তুতির জন্য আজকের পোস্টে সম্ভাব্য সকল রচনামূলক সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এই সৃজনশীল প্রশ্ন সাজেশনটি আয়ত্ব করলে যথেষ্ট হয়ে যাবে ইন শাহ আল্লাহ। ৮ম শ্রেণি গণিতের ২য় অধ্যায়ে ২টি অনুশীলনী আছে অনুশীলনী ২.১ অনুশীলনী ২.২ দুটি অনুশীলনীর রচনামূলক সৃজনশীল প্রশ্ন সাজেশন নিচে দেওয়া হলো। দ্বিতীয় অধ্যায়: মুনাফা অনুশীলনী-২.১ রচনামূলক সৃজনশীল ১। একজন চাল ব্যবসায়ী কিছু চাল ৯৫০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা x বছরের জন্য ১০% সরল মুনাফায় ব্যাংকে রাখায় মুনাফা আসলের ৩/৫ অংশ হয়।                                                                             চ.বো-১৭ ক. মুনাফার হার কাকে বলে? খ. চাল বিক্রেতা ঐ চাল কত টাকায় বিক্রয় করলে ৭% লাভ হতো? গ. x এর মান নির্ণয় কর। ২। কোন আসল ৮ বছরে মুনাফা-আসলে ২১৬০০ টাকা এবং মুনাফা, আসলের ২/৭ অংশ। ক. ৮.৫% মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা ২৫৫০ টাকা? খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. উক্ত হার মুনাফায় ১৫০০০ টাকা ব্যাংকে জমা রাখলে ৬ বছর পর মুনাফা-আসলে কত টাকা হবে তা নির্ণয় কর। ৩। হামিম ডজন ১৫ টাকা দরে কতকগুলো কলা ক্রয় করল এবং ডজন ১০ টাকা দরে সমান সংখ্যাক কলা ক্রয় করে সবগুলো কলা ডজন ১৪ টাকা দরে বিক্রয় করল। ক. গড়ে প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত? খ. এতে শতকরা কত লাভ হবে? গ. ২০% লাভের জন্য প্রতিটি কলার বিক্রয়মূল্য কত? ৪। কোন আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হয়। ক. মুনাফার হার নির্ণয় কর। খ. একই হার মুনাফায় কত বছরে ঐ আসল, মুনাফা-আসলে তিনগুণ হবে? গ. উক্ত হার মুনাফায কত টাকা ৪ বছরে মুনাফা-আসলে ২০৫০ টাকা হবে? ৫। কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ২৮,০০০ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ৩০,০০০ টাকা হয়। ক) সরল মুনাফার ক্ষেত্রে প্রতীকের পরিচয়সহ আসল এবং মুনাফা-আসলের সূত্র লিখ। খ) মুনাফার হার নির্ণয় কর। গ) একই হার মুনাফায় কত টাকা ৫ বছরে মুনাফা-আসলে ৪৮,০০০ টাকা হবে? ৬। একই হার মুনাফায় ৫ বছরে কোন আসল মুনাফা-আসরের দ্বিগুণ হলো। ক) আসল ’ক’ টাকা হলে ৫ বছরে মুনাফা কত? খ) কত বছরে উক্ত আসল  মুনাফা আসলে ছয়গুণ হবে? গ) আসল ১০,০০০ টাকা হলে ১৫ বছরে মুনাফা-আসল কত হবে তা নির্ণয় কর। ৭। এক ব্যক্তি একটি ব্যাংক থেকে (i)  ৫ বছরের জন্য ২০,০০০ টাকা (ii) ৪ বছরের জন্য ২৫,০০০ টাকা ঋণ নিয়েছিল এবং লাভ হিসেবে সর্বমোট ৯৮০০ টাকা পরিশোধ করেছিল। ক) ১০% হার মুনাফায় ২৫০০ টাকার ৫ বছরের লাভ কত? খ) যদি মুনাফার হার ১০% হয় তাহলে প্রথম ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক কত? গ) যদি উপরোক্ত উভয়ক্ষেত্রে মুনাফার হার একই হয় তবে মুনাফার হার বের কর।   দ্বিতীয় অধ্যায়: মুনাফা অনুশীলনী-২.২ রচনামূলক সৃজনশীল ১। এক ব্যক্তি ১০% মুনাফায় ২০০০০ টাকা নিদিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলেন। ঢা.বো -১৮,১৭ সি.বো-১৭ ক. প্রথম বছরান্তে মুনাফা-আসল কত হবে তা র্নিণয় কর। খ. ১২% সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় কর। গ. ৩ বছরান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে নির্ণয় কর। অতিরিক্ত:ক. উদাহরণসহ বিনিয়োগের সংজ্ঞা দাও।                             কু.বো-১৭ খ. চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার শতকরা কত ভাগ তা নির্ণয় কর।         কু.বো-১৭ ক. ১২% কে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ কর।                 ব.বো-১৭ গ. একই হার মুনাফায় x টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে x এর মান কত? গ. একই মুনাফার হারে কত টাকা জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য ১২০ টাকা হবে? ২। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় P টাকা এক বছরান্তে চক্রবৃদ্ধিমূল ৯৭৫০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধিমূল ১০,১৪০ টাকা হয়।                                                 রা.বো-১৮,১৭ ক. শতকরা বার্ষিক কত টাকা মুনাফায় ২০০০ টাকার ৫ বছরের মুনাফা ১০০০ টাকা হবে? খ. P এর মান নির্ণয় কর। গ. ৪% লাভে একটি ঘড়ির বিক্রয়মূল্য উদ্দীপকের এক বছরান্তের চক্রবৃদ্ধিমূলের সমান হলে ঘড়িটির ক্রয়মূল্য নির্ণয় কর। অতিরিক্ত:একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।                                                          রা.বো-,১৭ গ. ১ম ও ২য় বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে একটি খাসির ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?   ৩। কোন আসল ৬ বছরে মুনাফা-আসলে ১০০০০ টাকা হয়। মুনাফা আসলের ২/৩ অংশ। দি.বো-১৮ ক. একটি দ্রব্য ৪৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। ঐ দ্রব্যের ক্রয়মূল্য কত? খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. উক্ত মুনাফা-আসলকে মূলধন ধরে ১০% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। অতিরিক্ত:উক্ত আসল ও মুনাফা-আমল যথাক্রমে কোনো ছাগলের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য হলে শতকরা লাভের পরিমান নির্ণয় কর।                                         ব.বো-১৮   ৪। একটি দ্রব্য ১৯০০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। বিক্রয়মূল্যের সমপরিমাণ টাকা ৩ বছরের জন্য ৯% হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো।  ক. একটি দ্রব্য ৫০ টাকায় কিনে ৫৬ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তা নির্ণয় কর। খ. দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ১১% লাভ হবে তা নির্ণয় কর। গ. ব্যাংকে জমাকৃত টাকর ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ‍নির্ণয় কর। ৫। জলিল সাহেব ১০% সরল মুনাফায় P টাকার ঋণ নিলেন।                                  চ.বো-১৮ ক. একটি পেন্সিল ২০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলে পেন্সিলটির বিক্রয়মূল্য কত হবে? খ. P এর মান নির্ণয় কর। গ. উক্ত হারে ৯০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত?   ৬। (১) কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে ১৬৮০০ টাকা এবং ৩ বছরে মুনাফা-আসলে ১৫২০০ টাকা হয়। (২) ১২.৫% হার মুনাফায় ৬০০০ টাকা ৩ বছরের জন্য বিনিযোগ করা হলো। ক. ১০% হার মুনাফায় ৪০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত? খ. (১) নং এর আলোকে আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. (২) নং এর আলোকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। অতিরিক্ত: (১)নং এর আলোকে একই হার মুনাফায় কত টাকা ৫ বছরে মুনাফা-আসলে ৪২০০০ টাকা হবে? ৭। কোনো আসল সরল মুনাফায় ২ বছরে মুনাফা-আসলে ৪৫০০ টাকা হয়। ক. নিচের খালি ঘরে প্রয়োজনীয় তথ্য ‍দিয়ে পূরণ কর।   ক্রয়মূল্য (টাকা) বিক্রয়মূল্য (টাকা) শতকরা লাভ/ক্ষতি ৩৫০ ৩৫৭ খ. মুনাফ-আসলের ১/২ অংশ হলে , উদ্দীপক অনুযায়ী আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. ৯% চক্রবৃদ্ধি মুনাফায় উদ্দীপকে উল্লেখিত সময়ে চক্রবৃদ্ধি মূলধন ৪৫০০ টাকা হলে আসল কত?   ৮। এক ব্যবসায়ী বার্ষিক ১১% মুনাফায় ৩০০০ টাকা এবং ৯% মুনাফায় ৪০০০ টাকা দুইটি ব্যাংক থেকে ২ বছরের জন্য ঋণ গ্রহণ করলেন।                                                                         য.বো-১৭ ক. প্রথম

অষ্টম(৮ম) শ্রেণি [জেএসসি] গণিত ২য় অধ্যায় (মুনাফা) রচনামূলক সৃজনশীন প্রশ্ন সাজেশন। Read More »

Scroll to Top