নবম দশম শ্রেণির রসায়ন ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ
নবম দশম/এসএসসি রসায়ন ৯ম অধ্যায় এসিড ক্ষার সমতার গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ) নিচে দেওয়া হলো। এসএসসি রসায়ন ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর রসায়ন ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর ১. চুনাপাথরের উপর লঘু সালফিউরিক এসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? √ CO২ খ H2 গ O2 ঘ SO২ ২. নিচের কোনটি ক্ষার? ক কোমল পানীয় খ লেবুর রস গ সিরকা √ কাপড়কাচা সোডা ৩. নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষার? ক NH৪+ আয়ন √ OH- আয়ন গ NH৩ ঘ H2O ৪. একটি অজানা ধাতুর সাথে নাইট্রিক এসিডের বিক্রিয়ায় বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। উৎপন্ন দ্রবণটিতে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে সাদা বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় কিন্তু অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে তা-ও দ্রবীভ‚ত হয়ে যায়। ধাতুটি- ক কপার খ আয়রন গ লেড √ জিংক ৫. একটি ইথানয়িক এসিড দ্রবণের pH -এর মান ৪, pH -এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে- i. অ্যামোনিয়া দ্রবণ ii. ঘন হাইড্রোক্লোরিক এসিড iii. কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট নিচের কোনটি সঠিক? ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii ৬. pH এর কোন মানের জন্য দ্রবণ নিরপেক্ষ হয়? ক ৬ √ ৭ গ ৮ ঘ ৯ ৭. মৌমাছির কামড়ে ক্ষতস্থানে জ্বালাপোড়া করে নিচের কোনটির কারণে? √ এসিড খ ক্ষার গ অ্যালকোহল ঘ লবণ ৮. NH৪Cl + CaO → ‘A’ + CaCl২ + H2O উদ্দীপকের অ এর দ্রবণে নিচের কোনটির দ্রবণ যোগ করলে সাদা অধঃক্ষেপ পড়বে? ক FeCl২ খ CuCl২ গ FeCl৩ √ ZnCl২ ৯. নিচের কোনটি লাল লিটমাসকে নীল করে? ক CH৪ খ H2O √ NH৩ ঘ HCl ১০. আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? ক ০.১০ মি.গ্রা/লিটার √ ০.০১ মি.গ্রা/লিটার গ ০.০০১ মি.গ্রা/লিটার ঘ ০.০০২ মি.গ্রা/লিটার ১১. Fe(OH)৩ এর বর্ণ কিরূপ? ক হলুদাভ সাদা খ হালকা নীল গ সাদা √ লালচে বাদামি নিচের বিক্রিয়াদ্বয়ের আলোকে ১২ ও ১৩ প্রশ্নের উত্তর দাও : i. AlCl৩(aq) + NH৪OH(aq) → Al(OH)৩↓ + অ ii. A + NaOH → B+ NaCl + H2O ১২. i. নং বিক্রিয়ায় উৎপন্ন অধঃক্ষেপটির বর্ণ কিরূপ? ক হালকা নীল খ লালচে বাদামি গ সবুজ √ সাদা ১৩. উদ্দীপকে উৎপন্ন ই গ্যাসটি কোন ধর্মী? ক অম্লধর্মী খ নিরপেক্ষধর্মী গ উভধর্মী √ ক্ষারধর্মী নবম দশম রসায়ন ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (পাঠ্যাংশ অনুযায়ী) ৯.১ এসিড সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১৪. লেবুতে কোন এসিড বিদ্যমান? (অনুধাবন) ক নাইট্রিক এসিড খ ফরমিক এসিড √ সাইট্রিক এসিড ঘ কার্বনিক এসিড ১৫. ভিনেগারের রাসায়নিক নাম কী? (জ্ঞান) ক মিথেন √ ইথানয়িক এসিড গ অক্সালিক এসিড ঘ সাইট্রিক এসিড ১৬. CH3COOH-কে কী এসিড বলা হয়? (অনুধাবন) ক অক্সালিক এসিড খ ট্যানিক এসিড √ ইথানয়িক এসিড ঘ টারটারিক এসিড ১৭. মানুষের পাকস্থলীতে কী এসিড উৎপন্ন হয়? (জ্ঞান) √ HCl খ HNO3 গ CH3COOH ঘ H2CO৩ ১৮. আমরা ভিটামিন ‘সি’ হিসেবে যে এসকরবিক এসিড খাই তা কী এসিড? (প্রয়োগ) √ জৈব এসিড খ অজৈব এসিড গ মৃদু এসিড ঘ খনিজ এসিড ১৯. আমরা সচরাচর যেসব পানীয় ও ফলের রস পান করে থাকি সেগুলো- (অনুধাবন) ক ক্ষারীয় পদার্থ √ অম্লীয় পদার্থ গ লবণাক্ত পদার্থ ঘ নিরপেক্ষ পদার্থ ২০. কোন এসিড খাওয়া যায়? (অনুধাবন) ক HNO3 খ HCl গ H2SO৪ √ CH3COOH ২১. আমাদের পাকস্থলীতে খাদ্যদ্রব্য হজম করতে কোন এসিড অত্যাবশ্যকীয়? (জ্ঞান) ক CH3COOH খ NaHCO3 √ HCl ঘ H2CO৩ ২২. কখন আমাদের বদহজম হয়? (অনুধাবন) ক আমিষ জাতীয় খাবার বেশি খেলে খ খাওয়ার আগে অধিক পানি পানে গ সময় মেনে খাবার গ্রহণ না করা হলে √ পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে গেলে ২৩. আমেরিকান স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে পিঁয়াজ, রসুন, মরিচ ও অন্যান্য অতিরিক্ত মসলাযুক্ত খাবার, চকোলেট আমাদের পাকস্থলীতে এসিডের মাত্রা বাড়ায়। এখানে কোন এসিডের কথা বলা হয়েছে? (প্রয়োগ) ক HNO3 খ H2SO৪ √ HCl ঘ H2CO৩ ২৪. অতিরিক্ত খাওয়ার ফলে তুমি পাকস্থলীতে সমস্যা অনুভব করছ। এর জন্য দায়ী কে? (জ্ঞান) √ HCl খ CH3COOH গ H2CO৩ ঘ HNO3 ২৫. তুমি বিয়ে বাড়িতে খাবার শেষে দধি খেয়েছ। এতে কী এসিড আছে? (প্রয়োগ) ক এসিটিক এসিড খ ম্যালিক এসিড গ টারটারিক এসিড √ ল্যাকটিক এসিড ২৬. তেঁতুলে কোন এসিড থাকে? (জ্ঞান) ক ইথানয়িক এসিড √ টারটারিক এসিড গ কার্বনিক এসিড ঘ সাইট্রিক এসিড ২৭. আমরা পাকস্থলী ও গলায় কখন প্রদাহ অনুভব করি? (অনুধাবন) ক পেটে অতিরিক্ত ক্ষার উৎপন্ন হলে খ পেটে অতিরিক্ত ক্ষারক উৎপন্ন হলে √ পেটে অতিরিক্ত এসিড উৎপন্ন হলে ঘ পেটে অতিরিক্ত লবণ উৎপন্ন হলে ২৮. যেসব খাদ্য খেলে অতিরিক্ত এসিড উৎপন্ন হয় আমাদের উচিত সেগুলো- (অনুধাবন) √ পরিহার করা খ বেশি খাওয়া গ শুকিয়ে খাওয়া ঘ সুসিদ্ধ করে খাওয়া ২৯. ল্যাবরেটরিতে প্রাপ্ত এসিডগুলো কী জাতীয় এসিড? (অনুধাবন) ক জৈব √ অজৈব গ মৃদু ঘ উদ্ভিজ্জ ৩০. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয় দ্রবণকে কী বলা হয়- (জ্ঞান) ক কার্বনিক এসিড খ ইথানয়িক এসিড √ হাইড্রোক্লোরিক এসিড ঘ টারটারিক এসিড ৩১. বিশুদ্ধ HCl, H2SO৪ ও HNO3 কী? (অনুধাবন) ক লাল বর্ণের তরল পদার্থ খ রঙিন তরল পদার্থ গ নীল বর্ণের তরল পদার্থ √ বর্ণহীন তরল পদার্থ ৯.২ লঘু এসিডের ধর্ম সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ৩৮. বিশুদ্ধ হাইড্রোক্লোরিক এসিডের বর্ণ কেমন? (অনুধাবন) ক লাল খ হলুদাভ √ বর্ণহীন ঘ সাদা ৩৯. ভিনেগার/সিরকা কোনটি? (জ্ঞান) ক COOH √ CH3COOH গ CH3CH2OH গ CH3CH2COOH ৪০. টক স্বাদযুক্ত সব বস্তুর মধ্যে কী থাকে? (জ্ঞান) ক ক্ষার খ ক্ষারক গ লবণ √ এসিড ৪১. যেসব রাসায়নিক পদার্থ নীল লিটমাস কাগজকে লাল করে তাদের কী বলা হয়? (জ্ঞান) ক লবণ খ নির্দেশক √ এসিড ঘ ক্ষারক ৪২. সফ্ট ড্রিংকস বিকারে নিয়ে নীল বা লাল লিটমাস কাগজ ডুবিয়ে বর্ণ পরিবর্তন দেখা গেল এ থেকে কী বোঝা গেল? (উচ্চতর দক্ষতা) ক সফট ড্রিংকস ক্ষারীয় পদার্থ √ সফট ড্রিংকস অম্লীয় পদার্থ গ সফট ড্রিংকস নিরপেক্ষ পদার্থ ঘ সফট ড্রিংকস অম্লীয় বা ক্ষারীয় পদার্থ ৪৩. একটি টেস্টটিউবে ৪/৫ ফোঁটা লেবুর রস নিয়ে তাতে নীল লিটমাস কাগজ ডুবালে দেখা যাবে এটি লাল বর্ণ ধারণ করেছে। তাহলে লেবুর রস কী? (প্রয়োগ) √ এসিড খ ক্ষার গ ক্ষারক ঘ লবণ ৪৪. নীল বর্ণের লিটমাস কাগজ লালবর্ণ ধারণ করে কখন? (অনুধাবন) ক K2CO৩ বা NH৩ যোগ করলে খ NaOH বা CaO যোগ করলে √ H2SO৪ বা HCl যোগ করলে ঘ Na২SO৪ বা CO২ যোগ করলে ৪৫. সক্রিয় ধাতুর সাথে লঘু এসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসটি হলো- (প্রয়োগ) ক অক্সিজেন √ হাইড্রোজেন গ নাইট্রোজেন ঘ অ্যামোনিয়া ৪৬. ল্যাবরেটরিতে নিচের কোন সক্রিয় ধাতুর সাথে লঘু এসিডের
নবম দশম শ্রেণির রসায়ন ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ Read More »